Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Mr.Corol on January 12, 2024, 04:04:01 AM

Title: নতুন আপডেট হলো নাকি?
Post by: Mr.Corol on January 12, 2024, 04:04:01 AM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 13, 2024, 03:42:40 PM
আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?

জী হ্যা। এটা একটা নতুন আপডেট। যেহেতু ফোরামের প্রায় বেশিরভাগ একটিভ ইউজার রা মুলত বিটকয়েনটক থেকে আসছে এখানে, তারা বিটকয়েনটকে যেসব ফিচার গুলো দেখে আসছিলো, তার অনেক কিছুই এখানে না থাকার কারনে এডমিন কে এসব ফিচার এড করার অনুরোধ করেছেন। যার ফলে এডমিন নতুন নতুন আপডেট এর ওপরে কাজ করে যাচ্ছে। এই ফোরামে এখনো অনেক কিছুই নেই যা এডমিন এড করবে বলে প্রমিজ করেছে। অলরেডি বাউন্টি ম্যানাজার রা সেল্ফ মোডারেটেড থ্রেড ক্রিয়েট করতে পারবে। এছাড়া ইগনোর বাটন এড করার জন্য রিকোয়েষ্ট করা হয়েছে। যা হযতো ভবিষ্যতে এড হতে পারে। তাছাড়া আরো একটা ফিচার এড করা হয়েছে, সেটা হলো এড টু বাডি লিষ্ট। আপনি চাইলেই এখন এখানে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতে পারেন।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: LDL on January 14, 2024, 08:30:39 AM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
এটা খুব সম্ভবত ইদানিংকালের আপডেট যা শিওর হয়ে বলতে পারলাম না। তবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে এটা স্বাভাবিক আজ ছোট ছোট আপডেট থেকে শুরু করে ভবিষ্যতে আরও বড় বড় আপডেট আসবে।
অনেকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এডমিনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এডমিন বর্তমানে সেই রিকুয়েস্ট অনুযায়ী ছোট ছোট আপডেটগুলো করার চেষ্টা করছে। হয়তো এই একটিভ গ্রীন বাটন মনে হয় এই আপডেটের একটি অংশ।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Salauddin on January 14, 2024, 12:55:28 PM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
এটা খুব সম্ভবত ইদানিংকালের আপডেট যা শিওর হয়ে বলতে পারলাম না। তবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে এটা স্বাভাবিক আজ ছোট ছোট আপডেট থেকে শুরু করে ভবিষ্যতে আরও বড় বড় আপডেট আসবে।
অনেকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এডমিনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এডমিন বর্তমানে সেই রিকুয়েস্ট অনুযায়ী ছোট ছোট আপডেটগুলো করার চেষ্টা করছে। হয়তো এই একটিভ গ্রীন বাটন মনে হয় এই আপডেটের একটি অংশ।

এই ফরাম টাও এখন আপডেট হয়ে যাবে, অনেকদিন অবহেলিত ছিলো কিন্তু ক্যাম্পেইন আসা শুরু হবার পরে থেকে অনেক আপডেট আশতে শুরু করেছে, এ্যাডমিন সামনে আরো অনেক আপডেট আনবে তাতে কোনো সন্দেহ নাই। ডেভোলপমেন্টের জন্যে প্রতিনিওত কাজ করে যাচ্ছে সবাই।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 14, 2024, 07:22:47 PM
এটা খুব সম্ভবত ইদানিংকালের আপডেট যা শিওর হয়ে বলতে পারলাম না। তবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে এটা স্বাভাবিক আজ ছোট ছোট আপডেট থেকে শুরু করে ভবিষ্যতে আরও বড় বড় আপডেট আসবে।
অনেকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এডমিনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এডমিন বর্তমানে সেই রিকুয়েস্ট অনুযায়ী ছোট ছোট আপডেটগুলো করার চেষ্টা করছে। হয়তো এই একটিভ গ্রীন বাটন মনে হয় এই আপডেটের একটি অংশ।

এটা গত ১১ তারিখের আপডেট। এই আপডেট এ বেশ কয়েকটা ফিচার এড করেছে। তার মধ্যে অনলাইন এর এই গ্রিন লাইট এবং এড টু বাডি লিষ্ট হচ্ছে অন্যতম। গতকালকেও ফোরামে শপ নামে নতুন একটা আপডেট আসছে যেটার মাধ্যমে ফোরামের ব্যাবহারকারীরা পেমেন্ট করে ফোরামের বেশ কিছু ফিচার ব্যাবহার করতে পারবেন। যেমন এখন একজন ব্যাবহারকারী কিন্তু নিজের পোষ্ট ডিলেট করতে পারে না। পেমেন্ট করে এই ফিচার কিনে নিলে, সে নিজের পোষ্ট নিজেই ডিলেট করতে পারবে। তবে এসব আমার কাছে ভালো লাগেনি। অন্য ফোরামে যেসব ফিচার সবাই ফ্রি ব্যাবহার করে, সেসব ফিচার এখানে কিনে কেনো ব্যাবহার করতে হবে?
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: LDL on January 15, 2024, 12:03:46 AM
এটা খুব সম্ভবত ইদানিংকালের আপডেট যা শিওর হয়ে বলতে পারলাম না। তবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে এটা স্বাভাবিক আজ ছোট ছোট আপডেট থেকে শুরু করে ভবিষ্যতে আরও বড় বড় আপডেট আসবে।
অনেকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এডমিনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এডমিন বর্তমানে সেই রিকুয়েস্ট অনুযায়ী ছোট ছোট আপডেটগুলো করার চেষ্টা করছে। হয়তো এই একটিভ গ্রীন বাটন মনে হয় এই আপডেটের একটি অংশ।

এটা গত ১১ তারিখের আপডেট। এই আপডেট এ বেশ কয়েকটা ফিচার এড করেছে। তার মধ্যে অনলাইন এর এই গ্রিন লাইট এবং এড টু বাডি লিষ্ট হচ্ছে অন্যতম। গতকালকেও ফোরামে শপ নামে নতুন একটা আপডেট আসছে যেটার মাধ্যমে ফোরামের ব্যাবহারকারীরা পেমেন্ট করে ফোরামের বেশ কিছু ফিচার ব্যাবহার করতে পারবেন। যেমন এখন একজন ব্যাবহারকারী কিন্তু নিজের পোষ্ট ডিলেট করতে পারে না। পেমেন্ট করে এই ফিচার কিনে নিলে, সে নিজের পোষ্ট নিজেই ডিলেট করতে পারবে। তবে এসব আমার কাছে ভালো লাগেনি। অন্য ফোরামে যেসব ফিচার সবাই ফ্রি ব্যাবহার করে, সেসব ফিচার এখানে কিনে কেনো ব্যাবহার করতে হবে?
ভাই এখানেও ফ্রি দেবে একসময় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ফোরাম দীর্ঘ দিন অবহেলিত অবস্থায় ছিল জন্য হয়তো ফান্ড শেষ হয়ে গেছে। তাই যা ফ্রি দেওয়ার কথা ছিল কিন্তু হয়তো এখানে সেই ব্যবস্থাটা কিছু টাকার বিনিময়ে করা হচ্ছে যা দিয়ে ভবিষ্যতে এই ফোরামের ডেভলপমেন্টের কাজে লাগানো যায়। এখানে হয়তো আরো কয়েক বছর লেগে যেতে পারে ফোরামের ডেভলপমেন্ট করতে করতে তারপর দেখা যাবে বিটকয়েনের মতোই জনপ্রিয় হয়ে উঠবে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Bd officer on January 15, 2024, 03:14:43 AM
Cut~
Cut~
Cut~
আপডেট টা অনেক ভালো লেগেছে কে অনলাইনে আছে তা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয়ে যদি আপডেট আনা হতো তাহলে অনেক ভালো হতো। সুপার বট নোটিফিকেশন সিস্টেম টা। জানি না এই বিষয়টি নিয়ে গ্লোবালে আলোচনা হচ্ছে কীনা? এই সিস্টেম টা আপডেট করলে কেউ কোট করে পোস্ট করলে মেনশন করলে বুঝতে পারতাম। এখন খুজতে হয় কেউ কোট বা মেনশন করে কীনা।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: LDL on January 15, 2024, 03:52:57 AM
Cut~
Cut~
Cut~
আপডেট টা অনেক ভালো লেগেছে কে অনলাইনে আছে তা দেখতে পাচ্ছি। আরো একটা বিষয়ে যদি আপডেট আনা হতো তাহলে অনেক ভালো হতো। সুপার বট নোটিফিকেশন সিস্টেম টা। জানি না এই বিষয়টি নিয়ে গ্লোবালে আলোচনা হচ্ছে কীনা? এই সিস্টেম টা আপডেট করলে কেউ কোট করে পোস্ট করলে মেনশন করলে বুঝতে পারতাম। এখন খুজতে হয় কেউ কোট বা মেনশন করে কীনা।
এটা নিয়েও গ্লোবালে আলোচনা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা SBN সিস্টেমটি চালু হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করছেন বিটকয়েনটকে যে সকল ডিভ্লপার ছিল তারা কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। তাই ঐ সকল Developers যদি এখানে এসে ওইরকম ডেভলপ করা শুরু করে তবে অচিরেই এটি বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে। এটাও মনে হচ্ছে যে এখানে হয়তো লোকজন আনাগোনা করায় বিটকয়েন টক ফোরামের জনপ্রিয়তা কিছুটা হলেও কমে গিয়েছে। ভবিষ্যতে দুই ফোরামের অবস্থা কেমন হবে সেটা অনুমান করতে পারছি।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Salauddin on January 15, 2024, 05:41:48 AM
এটা খুব সম্ভবত ইদানিংকালের আপডেট যা শিওর হয়ে বলতে পারলাম না। তবে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট আসবে এটা স্বাভাবিক আজ ছোট ছোট আপডেট থেকে শুরু করে ভবিষ্যতে আরও বড় বড় আপডেট আসবে।
অনেকে বিভিন্ন আপডেট দেওয়ার জন্য এডমিনকে রিকোয়েস্ট পাঠিয়েছেন এবং এডমিন বর্তমানে সেই রিকুয়েস্ট অনুযায়ী ছোট ছোট আপডেটগুলো করার চেষ্টা করছে। হয়তো এই একটিভ গ্রীন বাটন মনে হয় এই আপডেটের একটি অংশ।

এটা গত ১১ তারিখের আপডেট। এই আপডেট এ বেশ কয়েকটা ফিচার এড করেছে। তার মধ্যে অনলাইন এর এই গ্রিন লাইট এবং এড টু বাডি লিষ্ট হচ্ছে অন্যতম। গতকালকেও ফোরামে শপ নামে নতুন একটা আপডেট আসছে যেটার মাধ্যমে ফোরামের ব্যাবহারকারীরা পেমেন্ট করে ফোরামের বেশ কিছু ফিচার ব্যাবহার করতে পারবেন। যেমন এখন একজন ব্যাবহারকারী কিন্তু নিজের পোষ্ট ডিলেট করতে পারে না। পেমেন্ট করে এই ফিচার কিনে নিলে, সে নিজের পোষ্ট নিজেই ডিলেট করতে পারবে। তবে এসব আমার কাছে ভালো লাগেনি। অন্য ফোরামে যেসব ফিচার সবাই ফ্রি ব্যাবহার করে, সেসব ফিচার এখানে কিনে কেনো ব্যাবহার করতে হবে?

আরো অনেক আপডেট আসবে, আস্তে আস্তে হয়তো এগুলা ফ্রি হয়ে যাবে, এতদিন তেমন বেশি ইউজার ছিলোনা তাই এগুলা নিয়ে কাজ করেনি, এখন থেকে অনেক দ্রুত সব ধরনের আপডেট আসবে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: LDL on January 15, 2024, 06:31:51 AM
নতুন আপডেট একটা বিষয় খেয়াল করলাম সবুজ বাতি ওখানে ক্লিক করলে সরাসরি মেসেজ অপশনে নিয়ে যায় এটা কিন্তু বিটকয়েনের চেয়ে একটু বেশি আপডেট হয়ে গেছে। আস্তে আস্তে এ সকল আপডেটগুলো চলে আসলে বিটকয়েনের বেশিরভাগ ইউজাররা এখানে সময় কাটাতে আসবে। তবে এখানে মিক্সার সিগনেচার ক্যাম্পেইন ছাড়াও যদি অন্যান্য ক্যাসিনো বা জুয়া সাইডগুলো নিয়ে ক্যাম্পেইন আসতে শুরু করে ভবিষ্যতে এই ফোরাম বিটকয়েনের মতোই জনপ্রিয় হয়ে উঠবে। তবে যারা আপাতত রেংক আপ করার জন্য আগ্রহী তারা নিয়মিত পোস্ট করে যান তা না হলে কবে যেন বিটকয়েনের মত ১৪ দিনের নিয়ম করে দেবে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Bd officer on January 15, 2024, 01:33:48 PM
নতুন আপডেট একটা বিষয় খেয়াল করলাম সবুজ বাতি ওখানে ক্লিক করলে সরাসরি মেসেজ অপশনে নিয়ে যায় এটা কিন্তু বিটকয়েনের চেয়ে একটু বেশি আপডেট হয়ে গেছে। আস্তে আস্তে এ সকল আপডেটগুলো চলে আসলে বিটকয়েনের বেশিরভাগ ইউজাররা এখানে সময় কাটাতে আসবে। তবে এখানে মিক্সার সিগনেচার ক্যাম্পেইন ছাড়াও যদি অন্যান্য ক্যাসিনো বা জুয়া সাইডগুলো নিয়ে ক্যাম্পেইন আসতে শুরু করে ভবিষ্যতে এই ফোরাম বিটকয়েনের মতোই জনপ্রিয় হয়ে উঠবে। তবে যারা আপাতত রেংক আপ করার জন্য আগ্রহী তারা নিয়মিত পোস্ট করে যান তা না হলে কবে যেন বিটকয়েনের মত ১৪ দিনের নিয়ম করে দেবে।
হ্যাঁ, বিষয়টি আপনার পোস্ট থেকে প্রথম জানতে পারলাম। আমিও সবুজ অনলাইন বাতিতে চাপ দিলাম সাথে সাথে pm দেওয়ার অপশনে নিয়ে গেলো।

আরো একটা বিষয়ে আপনি সুন্দর পরামর্শ দিয়েছেন। যারা এখানে ছোট উইজার তাদের উচিত নিয়মিত ইনফরমেটিব পোস্ট করা। যেহেতু সকল নিয়ম এখানে চালু করা হচ্ছে অবশ্যই ১৪ পিরিয়ডের নিয়মটাও এখানে চালু হবে। আরো আপডেট অপেক্ষা করছেন, মনে হয় বিটকয়েনটক এর মতো মেরিট সিস্টেম কবে জানি চালু হয়ে যাবে। পোস্ট করলেই তখন আর রেংক আপ হবে না।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 15, 2024, 04:06:26 PM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
হ্যাঁ এটা মনে হয় নতুন আপডেট কেননা আগে প্রোফাইলে ঢুকে সবুজ বাতি দেখে ধরে নেওয়া হত লোকটি অনলাইনে একটিভ কিন্তু এখন পেজের মধ্যে থাকা অবস্থায় বুঝতে পারা যায় লোকটি অনলাইনে একটিভ।  এক্ষেত্রে আপডেট হলো এখন প্রোফাইলে ঢুকতে হয় না সরাসরি পেজ থেকে দেখা যায়। আরো অনেক কিছু আসবে অপেক্ষা করুন। আমরা আরো ভালো প্রত্যাশায় রয়েছি। এখানে কারমা সিস্টেমের উপর পরবর্তীতে আপডেট আসবে আশা করা যাচ্ছে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 15, 2024, 04:45:12 PM
এটা নিয়েও গ্লোবালে আলোচনা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা SBN সিস্টেমটি চালু হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করছেন বিটকয়েনটকে যে সকল ডিভ্লপার ছিল তারা কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। তাই ঐ সকল Developers যদি এখানে এসে ওইরকম ডেভলপ করা শুরু করে তবে অচিরেই এটি বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে।

একটা টেলিগ্রাম নটিফিকেশন বট চালু করার জন্য সম্ভবত বিটমুভার না কে যেনো এডমিনের কাছে অটো লগইন এর পারমিশন চাচ্ছিলো, কিন্তু এডমিন দেয়নি। একটা বট ক্রিয়েট করে সেটা কোডের মাধ্যমে লগইন করে ফোরাম স্ক্রাপ করতে হয় প্রতি কয়েক সেকেন্ডে। এত করে কোনো নাম মেনশন করা হলে সেটা টেলিগ্রামের মাধ্যমে নটিফিকেশন পাঠিয়ে দেয়া যায়।

তবে এই ফোরামের সার্ভার এবং ডাটাবেইজ এর সাইজ তেমন বড় না বলেই আমার মনে হচ্ছে। এডমিনের কথাতে অন্তত এটাই বুঝতে পেরেছি। একটা স্ক্র্যাপার ফোরামে রান থাকলে এটা সব সময় হোষ্টিং এর ব্যান্ডউইথ ব্যাবহার করবে। আর ফোরামের রিসোর্স কম থাকলে ফোরামের হোষ্টিং এটা হ্যান্ডেল করতে পারবে না।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 15, 2024, 05:16:02 PM
এটা নিয়েও গ্লোবালে আলোচনা হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা SBN সিস্টেমটি চালু হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল করছেন বিটকয়েনটকে যে সকল ডিভ্লপার ছিল তারা কিন্তু এখানে আস্তে আস্তে চলে আসতে শুরু করেছে। তাই ঐ সকল Developers যদি এখানে এসে ওইরকম ডেভলপ করা শুরু করে তবে অচিরেই এটি বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে।

একটা টেলিগ্রাম নটিফিকেশন বট চালু করার জন্য সম্ভবত বিটমুভার না কে যেনো এডমিনের কাছে অটো লগইন এর পারমিশন চাচ্ছিলো, কিন্তু এডমিন দেয়নি। একটা বট ক্রিয়েট করে সেটা কোডের মাধ্যমে লগইন করে ফোরাম স্ক্রাপ করতে হয় প্রতি কয়েক সেকেন্ডে। এত করে কোনো নাম মেনশন করা হলে সেটা টেলিগ্রামের মাধ্যমে নটিফিকেশন পাঠিয়ে দেয়া যায়।

তবে এই ফোরামের সার্ভার এবং ডাটাবেইজ এর সাইজ তেমন বড় না বলেই আমার মনে হচ্ছে। এডমিনের কথাতে অন্তত এটাই বুঝতে পেরেছি। একটা স্ক্র্যাপার ফোরামে রান থাকলে এটা সব সময় হোষ্টিং এর ব্যান্ডউইথ ব্যাবহার করবে। আর ফোরামের রিসোর্স কম থাকলে ফোরামের হোষ্টিং এটা হ্যান্ডেল করতে পারবে না।
এই ফোরামের সকল পারমিশন শুধুমাত্র এডমিনের হাতেই ব্যস্ত তাই খুব সম্ভবত তিনি নিজে কিছু কিছু আপডেট করবে হয়তো কোন ডেভলপারের হাতে এরকম দায়িত্ব দিতে সাহস পান না। তবে এই ফোরাম এতটা গতিসম্পন্ন না বরং বিটকয়েন ফোরামের মত দ্রুত কাজ করে না। এই ফোরামটা এক সময় এতটাই অজনপ্রিয় ছিল যে প্রতিদিন খুব সম্ভবত তিন থেকে চারজন একটিভ লিস্টে থাকতো। এখন একটিভ লিস্ট অনেক দীর্ঘ হয়েছে এবং এখানে বিটকয়েনের বেশিরভাগ ইউজার যারা সব সময় একটিভ থাকতো তারা এখানে এসে একটিভ থাকতে শুরু করেছে। তাই এডমিন চাচ্ছে না এই ফোরামের দায়িত্বটা এডমিন ছাড়া অন্য কেউ অ্যাক্সেস নিক। এডমিন যা পারে তাই করবে অন্য কাউকে এখানে ডেভলপ করার সুযোগ দিতে নাও পারে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Altcoin1998$ on January 16, 2024, 02:28:28 AM

এই ফোরামের সকল পারমিশন শুধুমাত্র এডমিনের হাতেই ব্যস্ত তাই খুব সম্ভবত তিনি নিজে কিছু কিছু আপডেট করবে হয়তো কোন ডেভলপারের হাতে এরকম দায়িত্ব দিতে সাহস পান না। তবে এই ফোরাম এতটা গতিসম্পন্ন না বরং বিটকয়েন ফোরামের মত দ্রুত কাজ করে না। এই ফোরামটা এক সময় এতটাই অজনপ্রিয় ছিল যে প্রতিদিন খুব সম্ভবত তিন থেকে চারজন একটিভ লিস্টে থাকতো। এখন একটিভ লিস্ট অনেক দীর্ঘ হয়েছে এবং এখানে বিটকয়েনের বেশিরভাগ ইউজার যারা সব সময় একটিভ থাকতো তারা এখানে এসে একটিভ থাকতে শুরু করেছে। তাই এডমিন চাচ্ছে না এই ফোরামের দায়িত্বটা এডমিন ছাড়া অন্য কেউ অ্যাক্সেস নিক। এডমিন যা পারে তাই করবে অন্য কাউকে এখানে ডেভলপ করার সুযোগ দিতে নাও পারে।
আপনি এই যে কথাগুলো বলছেন সেটা কি আপনি শিওর হয়ে বলছেন না সুনিশ্চিত না হয়ে কোন কথা বলা উচিত নয়। এডমিন একাই যদি ফোরামের ডেভলপমেন্টের কাজ করতে পারে সে ক্ষেত্রে বাহবা তবে সে যে সব কাজই পারবে এমনটি নয়। হয়তো ফোরামের প্রবেশাধিকার চেয়েছিল কিন্তু অল্প সময়ের মধ্যে প্রবেশ অধিকার দেবে এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। দু চার মাস যাক এবং ফোরামে ভালো একটা পরিচিতির জায়গা করে নিয়ে তারপর দু চারজনকে ফোরামের প্রবেশাধিকারের অনুমতি দেবে। আমাদের এটাও বুঝতে হবে আমরা যারা আপডেটের জন্য এডমিনকে অনুরোধ করছি সে কিন্তু অনুরোধ অনুযায়ী কাজ করার চেষ্টা করছে। নোটিফিকেশন বট যদি ম্যানেজ করতে পারে এডমিন সেটা করে দেবে। এটা ম্যানেজ করতে পারবে অথবা হায়ার করে ম্যানেজ করতে পারবে এটা সুনিশ্চিত জেনেই কিন্তু পার্সোনাল মেসেজ দেওয়া সত্ত্বেও কাউকে প্রবেশ অধিকার এখন পর্যন্ত দেওয়া হয়নি। দেখেন ভবিষ্যতে আরো কত ধরনের আপডেট আসে এবং আমাদের জন্য আরো কি কি সুবিধা নিয়ে আসবে এটাই কেবল প্রত্যাশার বিষয়।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Paragon2 on January 16, 2024, 05:44:00 AM
এডমিন বর্তমান সময়ে প্রচুর ব্যস্ত রয়েছেন ফোরাম আপডেট করার জন্য। কিছুদিন ধরে ইউজারনেমের উপরে অনলাইনে থাকলে গ্রীন সিগন্যাল বাতি জ্বলে থাকবে। এবং ভবিষ্যতে আপনি আরো আপডেট দেখতে পারবেন এই Altcoin ফোরামে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 16, 2024, 06:08:39 AM
এডমিন বর্তমান সময়ে প্রচুর ব্যস্ত রয়েছেন ফোরাম আপডেট করার জন্য। কিছুদিন ধরে ইউজারনেমের উপরে অনলাইনে থাকলে গ্রীন সিগন্যাল বাতি জ্বলে থাকবে। এবং ভবিষ্যতে আপনি আরো আপডেট দেখতে পারবেন এই Altcoin ফোরামে।
একটিভ গ্রীন সিগন্যাল বর্তমান সময়ে একটি আপডেটের আপডেট। এটি অনেক আগেও ছিল কিন্তু সেই আগের আপডেটটি পুনরায় আপডেট করেছেন। আগে গ্রীন সিগন্যাল বা এক্টিভ ছিল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য প্রোফাইলের মধ্যে ঢুকতে হতো কিন্তু এখন সেটা প্রোফাইলে ঢুকতে হয় না সরাসরি দেখা যায়। তবে বিটকয়েন থেকে যারা টেলিপোর্ট করে এখানে এসেছে তারা এডমিনকে বিভিন্ন আপডেটের জন্য ইতিমধ্যেই পরামর্শ দিয়েছেন যা আমরা অতিসত্বর দ্রুত পেয়ে যাব।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Bitcoin_people on January 18, 2024, 04:45:10 AM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
এটি অ্যাডমিন নতুন করে একটি ডেভলপ করেছে যার কারণে আপনার এই প্রোফাইলের পাশে গ্রীন লাইট শো করতেছে এবং এটি আগে সম্ভবত প্রোফাইলে গেলে দেখা যেত। যাই হোক আমরা আশা করতে পারি ভবিষ্যতে আরো ভালো ডেভেলপ করবে এবং ভালো আপডেট হবে যদিও এটি ছোট একটি ডেভলপ তবে দেখতে খুবই সুন্দর।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Primo1760 on January 18, 2024, 10:47:10 PM
(https://www.talkimg.com/images/2024/01/12/36td5.jpeg)

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
হ্যাঁ ভাই একটিভ স্ট্যাটাস নতুন আপডেট করা হয়েছে এর আগে একটিভ স্ট্যাটাস ছিল না। ফোরামে আরো ভালো ভালো ফিচার অ্যাড করা হবে শুধু সময়ের অপেক্ষা। এতদিন এই ফোরামের বেশি জনপ্রিয়তা ছিল না কিন্তু বর্তমানে এই ফোরামের অনেক জনপ্রিয়তা পেয়েছে তাই আমরা খুব শীঘ্রই ভালো ভালো ফিচার দেখতে পাবো। এখানকার এডমিন খুবই এক্টিভ তাই আমরা অনেক জিনিস খুব তাড়াতাড়ি পেয়ে যাব।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 19, 2024, 12:36:52 AM
আগে আমরা ইউজার নাম পরিবর্তন করতে পারতাম কিন্তু এখন আমরা নিজেরা পরিবর্তন করতে পারি না এক্ষেত্রে অবশ্যই এডমিনকে পার্সোনাল মেসেজ দিয়ে পরিবর্তন করে দিতে বলা হয়। এটা কয়েকদিন আগে ছিল না কিন্তু এখন সেটা আর ইউজারের হাতে নেই।সব এডমিনের হাতে চলে গিয়েছে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 20, 2024, 03:05:30 AM
অবশ্য আরো একটি নতুন আপডেট সংযোজন হয়েছে এখানে টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করা হয়েছে। আমি করে রেখেছি আপনারা করে রাখুন। ধীরে ধীরে আপডেট হয়ে যাবে এবং এই ফোরামটা বিটকয়েন ফোরামের মতো জনপ্রিয় হয়ে উঠবে ভবিষ্যতে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 20, 2024, 01:37:00 PM
অবশ্য আরো একটি নতুন আপডেট সংযোজন হয়েছে এখানে টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করা হয়েছে। আমি করে রেখেছি আপনারা করে রাখুন। ধীরে ধীরে আপডেট হয়ে যাবে এবং এই ফোরামটা বিটকয়েন ফোরামের মতো জনপ্রিয় হয়ে উঠবে ভবিষ্যতে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনাকে অনেক ধন্যবাদ আপডেট টা দেয়ার জন্য। আমরা এখনো অনেকেই এই ফোরামের সাথে খাপ খাইয়ে নিতে পারিনি। কোন সেকশনে কি পোস্ট হচ্ছে, সেগুলো আমরা নিয়মিত চেক করি না। টেলিগ্রাম নটিফিকেশন ফোরাম ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্ব পূর্ণ। যারা বিটকয়েনটকে টেলিগ্রাম বট ব্যাবহার করে অভ্যস্ত, তারা এই ফোরামে এটাকেই সব চাইতে বেশি মিস করেছে বলে আমার মনে হয়। দেখার সাথে সাথে আমি টেলিগ্রাম বট টা একটিভ করে নিয়েছি। কারণ, কে কখনো কোথায় মেনশন করলো, সেটা থ্রেড ঘেটে চেক করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া এগুলোর জন্য প্রচুর হ্যাসেল নিতে হয়। আপনাকে আবারো ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 20, 2024, 05:08:13 PM
অবশ্য আরো একটি নতুন আপডেট সংযোজন হয়েছে এখানে টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করা হয়েছে। আমি করে রেখেছি আপনারা করে রাখুন। ধীরে ধীরে আপডেট হয়ে যাবে এবং এই ফোরামটা বিটকয়েন ফোরামের মতো জনপ্রিয় হয়ে উঠবে ভবিষ্যতে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনাকে অনেক ধন্যবাদ আপডেট টা দেয়ার জন্য। আমরা এখনো অনেকেই এই ফোরামের সাথে খাপ খাইয়ে নিতে পারিনি। কোন সেকশনে কি পোস্ট হচ্ছে, সেগুলো আমরা নিয়মিত চেক করি না। টেলিগ্রাম নটিফিকেশন ফোরাম ক্যারিয়ারের জন্য অনেক বেশি গুরুত্ব পূর্ণ। যারা বিটকয়েনটকে টেলিগ্রাম বট ব্যাবহার করে অভ্যস্ত, তারা এই ফোরামে এটাকেই সব চাইতে বেশি মিস করেছে বলে আমার মনে হয়। দেখার সাথে সাথে আমি টেলিগ্রাম বট টা একটিভ করে নিয়েছি। কারণ, কে কখনো কোথায় মেনশন করলো, সেটা থ্রেড ঘেটে চেক করা সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া এগুলোর জন্য প্রচুর হ্যাসেল নিতে হয়। আপনাকে আবারো ধন্যবাদ এখানে শেয়ার করার জন্য।
বিটকয়েন ফোরাম ে এই ফোরামের মত এত বেশি টপিক বা বোর্ড নেই। এখানে অ্যালটকয়েন নিয়ে ডজন দুয়েকের বেশি আলাদা বোর্ড তৈরি করা আছে যা একটি বোর্ডের অধীনে দিলে খারাপ হয় না। এখানে নতুন নতুন পোস্ট হলে এবং এই পোস্টগুলো কারো নাম মেনশন না করলে উপায় নেই খুঁজে বের করার। তাই নোটিফিকেশন বট অবশ্যই খুব দরকার ছিল এবং আমরা সেটা পেয়েও গেলাম। এখন থেকে আমার নাম মেনশন করলে অবশ্যই সেখানে গিয়ে পোস্ট করা সহজ হবে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 21, 2024, 10:53:15 AM
বিটকয়েন ফোরাম ে এই ফোরামের মত এত বেশি টপিক বা বোর্ড নেই। এখানে অ্যালটকয়েন নিয়ে ডজন দুয়েকের বেশি আলাদা বোর্ড তৈরি করা আছে যা একটি বোর্ডের অধীনে দিলে খারাপ হয় না। এখানে নতুন নতুন পোস্ট হলে এবং এই পোস্টগুলো কারো নাম মেনশন না করলে উপায় নেই খুঁজে বের করার। তাই নোটিফিকেশন বট অবশ্যই খুব দরকার ছিল এবং আমরা সেটা পেয়েও গেলাম। এখন থেকে আমার নাম মেনশন করলে অবশ্যই সেখানে গিয়ে পোস্ট করা সহজ হবে।

যেহেতু ফোরামে মেম্বার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, ফোরাম মেম্বার রা অবশ্যই এগুলো নিয়ে সাজেশন করবে। তাছাড়া আমি মনে গয় গতকালকে একটা থ্রেড দেখেছিলাম যেটা এডমিন নিজে ক্রিয়েট করেছে এবং সেই থ্রেড এ ফোরামের কোন কোন সেকশন গুলো রিমুভ করে দেয়া প্রয়োজন, সেই ব্যাপারে ফোরাম মেম্বারদের সাজেশন চেয়েছেন। সেখানে অনেকেই অলরেডি তাদের সাজেশন লিখেছেন। তবে আপনার দেয়া এই আইডিয়াটাও খারাপ নয়। অলটারনেটিভ কয়েনের জন্য একটা ডেডিকেটেট বোর্ড হলেই চলে। আর নটিফিকেশন বট ছাড়া ফোরাম লাইফ কেমন যেনো পানসে মনে হয়। বিটকয়েনটকের জন্য বেশ কিছু ডেডিকেটেড ওয়েবসাইট আছে। কিন্তু অলটকয়েনটকের জন্য কিছুই নেই। আশা করি আস্তে আস্তে এই ফোরামের জন্যও এমন কিছু সাইট বানানো হবে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Altcoin1998$ on January 21, 2024, 02:48:23 PM
বিটকয়েন ফোরাম ে এই ফোরামের মত এত বেশি টপিক বা বোর্ড নেই। এখানে অ্যালটকয়েন নিয়ে ডজন দুয়েকের বেশি আলাদা বোর্ড তৈরি করা আছে যা একটি বোর্ডের অধীনে দিলে খারাপ হয় না। এখানে নতুন নতুন পোস্ট হলে এবং এই পোস্টগুলো কারো নাম মেনশন না করলে উপায় নেই খুঁজে বের করার। তাই নোটিফিকেশন বট অবশ্যই খুব দরকার ছিল এবং আমরা সেটা পেয়েও গেলাম। এখন থেকে আমার নাম মেনশন করলে অবশ্যই সেখানে গিয়ে পোস্ট করা সহজ হবে।

যেহেতু ফোরামে মেম্বার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, ফোরাম মেম্বার রা অবশ্যই এগুলো নিয়ে সাজেশন করবে। তাছাড়া আমি মনে গয় গতকালকে একটা থ্রেড দেখেছিলাম যেটা এডমিন নিজে ক্রিয়েট করেছে এবং সেই থ্রেড এ ফোরামের কোন কোন সেকশন গুলো রিমুভ করে দেয়া প্রয়োজন, সেই ব্যাপারে ফোরাম মেম্বারদের সাজেশন চেয়েছেন। সেখানে অনেকেই অলরেডি তাদের সাজেশন লিখেছেন। তবে আপনার দেয়া এই আইডিয়াটাও খারাপ নয়। অলটারনেটিভ কয়েনের জন্য একটা ডেডিকেটেট বোর্ড হলেই চলে। আর নটিফিকেশন বট ছাড়া ফোরাম লাইফ কেমন যেনো পানসে মনে হয়। বিটকয়েনটকের জন্য বেশ কিছু ডেডিকেটেড ওয়েবসাইট আছে। কিন্তু অলটকয়েনটকের জন্য কিছুই নেই। আশা করি আস্তে আস্তে এই ফোরামের জন্যও এমন কিছু সাইট বানানো হবে।
এই ফোরামটি এক সময় এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল শুধুমাত্র কিছু কিছু দিন এডমিন নিজে অ্যাক্টিভ থাকতো তাছাড়া এই ফোরামে তাকে সাজেস্ট করা মত কেউ ছিলনা। একা একা এই ফোরামের যত উন্নতি করা হোক না কেন সেটা আত্মকেন্দ্রিক যা মোটেই অনান্য ফোরামের মত আপডেট ছিল না। এখন বিটকয়েন ফোরাম থেকে অনেক জ্ঞানী গুণী ইউজার এখানে আসতে শুরু করেছে এবং তারা এডমিনের সাথে মিলেমিশে এই ফোরাম কিভাবে আগানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। অবশ্যই আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ফোরামে যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে আপডেট জানতে পারবো। অবশ্য এলোট কয়েন একাধিক বোর্ড থাকায় অনেকেই সাজেস্ট করেছেন সেই বোর্ডগুলো কমিয়ে আনতে। তাছাড়া এডমিন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় বোর্ড খুলে রেখেছে যা দরকার না হলেও চলে। তাই কিছু কিছু বোর্ড অবশ্যই এডমিনের উচিত ডিলেট করে দেওয়া এবং কমপ্রোমাইজড করে একাধিক বোর্ডকে একটি মেগা বোর্ডের নিয়ন্ত্রণে নিয়ে আসা।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Perfect540 on January 22, 2024, 02:14:59 PM
বিটকয়েন ফোরাম ে এই ফোরামের মত এত বেশি টপিক বা বোর্ড নেই। এখানে অ্যালটকয়েন নিয়ে ডজন দুয়েকের বেশি আলাদা বোর্ড তৈরি করা আছে যা একটি বোর্ডের অধীনে দিলে খারাপ হয় না। এখানে নতুন নতুন পোস্ট হলে এবং এই পোস্টগুলো কারো নাম মেনশন না করলে উপায় নেই খুঁজে বের করার। তাই নোটিফিকেশন বট অবশ্যই খুব দরকার ছিল এবং আমরা সেটা পেয়েও গেলাম। এখন থেকে আমার নাম মেনশন করলে অবশ্যই সেখানে গিয়ে পোস্ট করা সহজ হবে।

যেহেতু ফোরামে মেম্বার আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, ফোরাম মেম্বার রা অবশ্যই এগুলো নিয়ে সাজেশন করবে। তাছাড়া আমি মনে গয় গতকালকে একটা থ্রেড দেখেছিলাম যেটা এডমিন নিজে ক্রিয়েট করেছে এবং সেই থ্রেড এ ফোরামের কোন কোন সেকশন গুলো রিমুভ করে দেয়া প্রয়োজন, সেই ব্যাপারে ফোরাম মেম্বারদের সাজেশন চেয়েছেন। সেখানে অনেকেই অলরেডি তাদের সাজেশন লিখেছেন। তবে আপনার দেয়া এই আইডিয়াটাও খারাপ নয়। অলটারনেটিভ কয়েনের জন্য একটা ডেডিকেটেট বোর্ড হলেই চলে। আর নটিফিকেশন বট ছাড়া ফোরাম লাইফ কেমন যেনো পানসে মনে হয়। বিটকয়েনটকের জন্য বেশ কিছু ডেডিকেটেড ওয়েবসাইট আছে। কিন্তু অলটকয়েনটকের জন্য কিছুই নেই। আশা করি আস্তে আস্তে এই ফোরামের জন্যও এমন কিছু সাইট বানানো হবে।
এই ফোরামটি এক সময় এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল শুধুমাত্র কিছু কিছু দিন এডমিন নিজে অ্যাক্টিভ থাকতো তাছাড়া এই ফোরামে তাকে সাজেস্ট করা মত কেউ ছিলনা। একা একা এই ফোরামের যত উন্নতি করা হোক না কেন সেটা আত্মকেন্দ্রিক যা মোটেই অনান্য ফোরামের মত আপডেট ছিল না। এখন বিটকয়েন ফোরাম থেকে অনেক জ্ঞানী গুণী ইউজার এখানে আসতে শুরু করেছে এবং তারা এডমিনের সাথে মিলেমিশে এই ফোরাম কিভাবে আগানো যায় সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে শুরু করেছে। অবশ্যই আমরা অল্প কিছুদিনের মধ্যেই এই ফোরামে যাবতীয় বিষয়বস্তু সম্পর্কে আপডেট জানতে পারবো। অবশ্য এলোট কয়েন একাধিক বোর্ড থাকায় অনেকেই সাজেস্ট করেছেন সেই বোর্ডগুলো কমিয়ে আনতে। তাছাড়া এডমিন এখানে অনেকগুলো অপ্রয়োজনীয় বোর্ড খুলে রেখেছে যা দরকার না হলেও চলে। তাই কিছু কিছু বোর্ড অবশ্যই এডমিনের উচিত ডিলেট করে দেওয়া এবং কমপ্রোমাইজড করে একাধিক বোর্ডকে একটি মেগা বোর্ডের নিয়ন্ত্রণে নিয়ে আসা।
admin অনেক ধৈর্যশীলতার পরিচয় দিয়েছেন এজন্য বর্তমানে তিনি তার রেজাল্টও পাচ্ছেন। অবশ্য তিনি এখানে শুধু ব্যানার ডিজাইন করে কিছুটা  উপার্জন করতেন কিন্তু বর্তমানে তিনি ব্যানারের পাশাপাশি বিভিন্ন লোকাল বোর্ডে এডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করেছেন যার জন্য তিনি একটা নির্দিষ্ট অ্যামাউন্টের অর্থ পাচ্ছেন। অনেকদিন কোন কাজে লেগে থাকলে অবশ্যই বিধাতা সে কাজে থেকে সফলতার মুখ দেখান এটাই তার প্রমান।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: MVL~$ on January 23, 2024, 04:33:26 PM
এখানে নতুন আপডেট করা হয়েছে। গ্রীন মার্ক দিয়ে কে অনলাইনে আছে যাতে করে সহজেই বোঝা যায় তার জন্য। অলটা কয়েন ফোরাম অনেকদিন ক্যাম্পেইন ছিল না যার কারণে এটি অবহেলিত ছিল বলা চলে। তবে বর্তমানে ক্যাম্পেইন আসা শুরু করেছে এবং অনেক মানুষ এই ফোরামে এক্টিভিটি শুরু করে দিয়েছে। ভবিষ্যতে আরো অনেক কিছু এড হতে পারে।
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: JISAN on January 24, 2024, 06:34:12 PM

আজকে সকালে দেখতে পেলাম , ইউজার নেম এর পাশে একটিভ স্ট্যাটাস দেখা যাচ্ছে। এটা কি আগেও ছিল? নাকি আমি আগে দেখতে পাইনি? মনে হয় গত কাল আমি দেখলাম কোন ইউজার একটিভ আছে কিনা দেখার জন্য প্রোফাইলে ঢুকতে হয়। আপনারা কি আগেও দেখেছিলেন ? নাকি নতুন আপডেট হলো?
হ্যা এটা নতুন আপডেট এই ফোরামের এডমিন অনেক এক্টিভ আর সে ফোরামের ডেভেলপমেন্ট এর জন্য প্রতিনিয়ত কাজ করতেছে আর যেহেতু বিটকয়েনটক থেকে ইউজাররা টেলিপোর্ট করে আশা শুরু করছে অনেক ক্যাম্পেইন ম্যানেজার সহ btt এর রেপুটেবল মেম্বাররাও এখানে আশা শুরু করছে তাই এডমিন চেষ্টা করতেছে এই ফোরামটা btt এর মতো করে গড়ে তুলতে যেন btt এর সদস্যরা এখানে আশার পর অনকমফরটেবল ফিল না করেন। তবে এই স্টাটাসটা দেখতে ভালোই লাগে এটা করাতে সৌন্দর্য বৃদ্ধি পাইছে অনেকটা
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Mr.Corol on January 25, 2024, 02:58:32 PM
গতকালকে আমি দুটি পোস্ট করেছিলাম, কিন্তু একটিভিটি বৃদ্ধি হলো না কেন? এটিও কি নতুন আপডেট করা হয়েছে। নাকি শুধু আমার ক্ষেত্রে এরকম হয়েছে বুঝতে পারছি না। আপনাদেরও কি এরকম সমস্যা হয়েছে?
Title: Re: নতুন আপডেট হলো নাকি?
Post by: Learn Bitcoin on January 25, 2024, 04:43:18 PM
গতকালকে আমি দুটি পোস্ট করেছিলাম, কিন্তু একটিভিটি বৃদ্ধি হলো না কেন? এটিও কি নতুন আপডেট করা হয়েছে। নাকি শুধু আমার ক্ষেত্রে এরকম হয়েছে বুঝতে পারছি না। আপনাদেরও কি এরকম সমস্যা হয়েছে?

এখানেও অন্য কোনো ক্রিয়েটারিয়া থাকতে পারে। আমিও একবার এই সমস্যা ফেইস করেছিলাম যেটা আমি অনেকদিন আগেই পোষ্ট করেছিলাম। তবে এখানে কি করলে পোষ্ট করার সাথে সাথেই একটিভি বেড়ে যাবে, সেটা এডমিন বা মডারেটর কেউ ডিসক্লোজ করেনি। সম্ভবত মানুষ এগুরোর এবিউজ করতে পারে এই ধারনা থেকে কিছু কিছু জিনিস হাইড রেখেছে। তবে আমি শিওর না আসলে এটা কোনো প্রকার বাগ বা গ্লিচ কি না।

জিসান ভাইকে অভিনন্দন মোডারেটর হওয়ার জন্য। আমি আগেও একবার দেখেছিলাম যে মডারেটর জিসান, কিন্তু আপনার পোষ্ট আমার চোখে পড়েনি কখনো। লোকাল বোর্ড কে একচু চোখে চোখে রাখা আসলেই জরুরী।