Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Home200 on January 13, 2024, 08:53:09 AM

Title: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Home200 on January 13, 2024, 08:53:09 AM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Perfect540 on January 16, 2024, 07:07:10 AM
আপনি অনেক সুন্দর টপিক আমাদের মাঝে শেয়ার করছেন। এভাবে যদি আপনি ভালো ভালো টপিক আমাদের মাঝে পোস্ট করেন তাহলে আমরা নতুনরা অনেক কিছু জানতে পারবো এবং বিষয়গুলো আরো ভালোভাবে বুঝতে পারব। আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।
ভাই আপনার একাউন্ট শুধুমাত্র একটি পোস্টের কারণে কোন এক সময় ব্যান খেয়ে যাবেন। আপনার প্রোফাইলে ঢুকে দেখলাম ৬৩ পোস্ট ঠিক একই রকম। এজন্য আপনি নেগেটিভ কারমা ও পেয়েছেন। আশা করি আপনি এরকম ভুল আর করবেন না। নিজেকে শুধরে নিন এবং ভালোভাবে কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করুন। নিয়মিত পোস্ট করেন এবং একটিভ থাকেন তাহলে কোন এক সময় আপনি রেঙ্ক বৃদ্ধি করতে পারবেন ধন্যবাদ আপনাকে।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Zulhabi on January 17, 2024, 11:10:07 AM
ক্রিপ্ট কারেন্সি মার্কেট প্রতিনিয়তই ডাম্পিং এবং পাম্পিং করে। তাই ক্রিপ্ট কারেন্সি মার্কেট কখন পাম্পিং করবে আর কখন ডাম্পিং করবে তা বলা অসম্ভব। কারণ ক্রিপ্ট কারেন্সি অতীতে অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু ২০২৩ সালে এটি আবার পাম্পিং করছে। আশা করি ভবিষ্যতে মার্কেট পাম্পিং করবে।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Fulshai on January 27, 2024, 09:36:36 AM
অতীতে ক্রিপ্ট কারেন্সি মার্কেট অনেকটাই ডাম্পিং ছিল। কিন্তু বর্তমান অবস্থায় যেভাবে মার্কেটের উন্নতি হচ্ছে এতে বোঝা যায় যে ভবিষ্যতে মার্কেট ভালো হবে। আমার জানা মতে বিটিসির দাম যখন বৃদ্ধি পায় তখন ক্রিপ্ট কারেন্সি মার্কেট এরো উন্নতি হয়। তাই বর্তমানে ব্রিটিসি প্রাইজ প্রায় ৫০ কে বৃদ্ধি পেয়েছে। তাই আশা করি ২০২৪ সালে কারেন্সি মার্কেট অনেকটাই উন্নতি হবে।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Crypto Library on February 11, 2024, 10:18:10 AM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
আজকে দেখলাম বিটকয়েন ভালোই পাম্প দিয়েছে সাড়ে আটচল্লিশ হাজার ডলার অতিক্রম করেছিল। এটাতে কোন সন্দেহ নেই ২০২৪ সাল ক্রিপ্ত কারেন্সি ইউজার দের জন্য ২০২৩ সাল থেকে উত্তম হতে যাচ্ছে। কারণ ২০২৪ সালে শুরু হতে যাচ্ছে বিটকয়েন হাল্ভিং সিজন আর আমরা যদি একটু খেয়াল করি যে প্রতিটা বিটকয়েন হালবিং  সিজন এর পূর্বে বিটকয়েন এর প্রাইজ কেমন ছিল তাহলে বুঝতে পারবো ২০২৪ সাল কেমন হতে যাচ্ছে ক্রিপ্টোকারেন্সি এবং বিটকয়েন এর জন্য।
আমাকে বললে আমি বলব ২০২৪ সাল হচ্ছে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি  এর রিকভারি বছর, এ বছর ক্রিপ্টো কারেন্সি অনেকটা রিকভারি করে নেবে এবং বিটকয়েন হালবিং পিরিয়ড যখন শেষ হয়ে যাবে তখন ২০২৪ সালে আমরা আবার বিটকয়েন বুল মার্কেট দেখতে পাবো পাশাপাশি বিটকয়েন তার নতুন অলটাইম হাই প্রাইস টাচ করবে। নিচের ছবিটি দেখলে একটু আন্দাজ পেতে পারবেন-
(https://ip.bitcointalk.org/?u=https%3A%2F%2Fcontenthub-static.crypto.com%2Fwp_media%2F2023%2F03%2FResearch_Bitcoin-Halving_effect_on_price_infographic.jpg&t=658&c=13jUyXBGiTjrJQ)
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Mr.Corol on February 13, 2024, 04:38:02 AM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
আমার মতে ১০০k ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মার্কেট দেখলাম ৫০k বেশি হয়েছে। যারা এখনো বিটকয়েন কেনেন নাই তাদের উচিত বিটকয়েন কেনা উচিত। আমিও কিনেছি যথাসাধ্য মতো ২০২৫ সাল পর্যন্ত ধরে রাখবো, আশা করি দ্বিগুণ লাভ পাবো।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Bd officer on February 26, 2024, 05:38:19 PM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
আজকে মার্কেটে দেখি বিটকয়েন ৫৩কে ছাড়িয়ে গেছে। বিটকয়েনের দাম যে হারে বাড়ছে তাতে আমার মনে হয় এই বছরে সর্বোচ্চ দাম অতিক্রম করে ফেলবে। হালবিং কাছা কাছি চলে এসেছে, হালবিং এর পর মার্কেট অনেক বেড়ে যাবে। তবে শুধু বিটকয়েন নয় আজকে দেখি ইথেরিয়াম ৩১০০ ছাড়িয়ে গেছে। এই বছরে অনান্য কয়েনে বিনিয়োগ করলেও লাভের আশা করা যাবে। যাইহোক, যারা মার্কেট বুঝেন ভালো কয়েন দেখে বিনিয়োগ করতে পারেন।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: kulkhan on March 03, 2024, 08:50:51 PM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
আমার মতে ১০০k ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মার্কেট দেখলাম ৫০k বেশি হয়েছে। যারা এখনো বিটকয়েন কেনেন নাই তাদের উচিত বিটকয়েন কেনা উচিত। আমিও কিনেছি যথাসাধ্য মতো ২০২৫ সাল পর্যন্ত ধরে রাখবো, আশা করি দ্বিগুণ লাভ পাবো।
আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমিও মনেকরি ২০২৪ সালেই বিটকয়েনের মূল্য $১০০কে অতিক্রম করবে। বিটকয়েন স্পট ইটিএফ এপ্রুভ হওয়ার কারনে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু হয়ে গেছে। এখন বিটকয়েনের মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে। ২০২১ সালে বিটকয়েনের দাম প্রায় $৬৯কে ছিলো তার পর এর দাম কমতে থাকে। এখন বিটকয়েনের মূল্য প্রায় $৬৩কে। আমি মনেকরি সামনে বিটকয়েনের হালভিং হলে এর পরে বিটকয়েনের মূল্য খুব বড়ো একটা টান মারবে।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Bd officer on March 12, 2024, 08:41:06 AM
2023 সালে আমরা দেখেছি ক্রিপ্ট কারেন্সি মার্কেটে এ বিটকয়েন মার্কেট অনেক ডাম্পিং ছিল। কিন্তু এই বছরের শুরুর দিকেই আমরা মার্কেট অনেক ভালো দেখতে পাচ্ছি। তবে 2025  সালের আগে ক্রিপ্ট কারেন্সি মার্কেট কোন পর্যায়ে যেতে পারে। আপনাদের মতামত দেন।
আমার মতে ১০০k ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে মার্কেট দেখলাম ৫০k বেশি হয়েছে। যারা এখনো বিটকয়েন কেনেন নাই তাদের উচিত বিটকয়েন কেনা উচিত। আমিও কিনেছি যথাসাধ্য মতো ২০২৫ সাল পর্যন্ত ধরে রাখবো, আশা করি দ্বিগুণ লাভ পাবো।
আমি আপনার সাথে পুরোপুরি একমত। আমিও মনেকরি ২০২৪ সালেই বিটকয়েনের মূল্য $১০০কে অতিক্রম করবে। বিটকয়েন স্পট ইটিএফ এপ্রুভ হওয়ার কারনে বিটকয়েনের মূল্য বৃদ্ধি শুরু হয়ে গেছে। এখন বিটকয়েনের মূল্য গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে আছে। ২০২১ সালে বিটকয়েনের দাম প্রায় $৬৯কে ছিলো তার পর এর দাম কমতে থাকে। এখন বিটকয়েনের মূল্য প্রায় $৬৩কে। আমি মনেকরি সামনে বিটকয়েনের হালভিং হলে এর পরে বিটকয়েনের মূল্য খুব বড়ো একটা টান মারবে।
বিটকয়েন অলটাইম হাই অতিক্রম করে ফেলেছে, আজকে মার্কেটে বিটকয়েনের দাম ৭২০০০ এর বেশি রয়েছে। মার্কেট যেভাবে বাড়তে চলেছে তাতে মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই ১০০ কে স্পর্শ করতে পারে। ২০২৪ সালে যদি ১০০কে হয়ে যায় তাহলে ২০২৫ সালে ২০০কে বেশি আশা করা যায়।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Crypto Library on June 15, 2024, 10:30:46 PM
বিটকয়েন অলটাইম হাই অতিক্রম করে ফেলেছে, আজকে মার্কেটে বিটকয়েনের দাম ৭২০০০ এর বেশি রয়েছে। মার্কেট যেভাবে বাড়তে চলেছে তাতে মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই ১০০ কে স্পর্শ করতে পারে। ২০২৪ সালে যদি ১০০কে হয়ে যায় তাহলে ২০২৫ সালে ২০০কে বেশি আশা করা যায়।
আপাত দৃষ্টিতে বিটকয়েন এযাবৎ কালের রেকর্ড গুলো ভেঙেছে বিশেষ করে হালিং শুরু হওয়ার পূর্বেই ভালো পাম্প দেওয়া বা অলটাইম হাই প্রাইস কে ক্রস করা তবে আমি যেটা মনে করি দুই হাজার চব্বিশ সালের মধ্যে বিটকয়েন 100k টাচ করার সম্ভাবনা খুবই কম, এটি অবশ্যই ঘটবে কিন্তু 2025 সালে আর ২০২৪ সালে আমরা হয়তো ৬০k থেকে ৭৫k এর মধ্যে বিটকয়েনের দাম ওঠানামা দেখতে পাব। তবে এটা শুধুমাত্র একটু  প্রেডিকশন কিন্তু বিটকয়েন এটিকেও ছাড়িয়ে যেতে পারে, আর  ২০২৫ সালে বিটকয়েন ২০০কে হারিয়ে যাওয়া এপ প্রেডিকশন কে আমার ওভাররেটেড মনে হয়।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: JISAN on June 23, 2024, 05:44:56 PM
বিটকয়েন অলটাইম হাই অতিক্রম করে ফেলেছে, আজকে মার্কেটে বিটকয়েনের দাম ৭২০০০ এর বেশি রয়েছে। মার্কেট যেভাবে বাড়তে চলেছে তাতে মনে হয় অল্প কিছুদিনের মধ্যেই ১০০ কে স্পর্শ করতে পারে। ২০২৪ সালে যদি ১০০কে হয়ে যায় তাহলে ২০২৫ সালে ২০০কে বেশি আশা করা যায়।
আপাত দৃষ্টিতে বিটকয়েন এযাবৎ কালের রেকর্ড গুলো ভেঙেছে বিশেষ করে হালিং শুরু হওয়ার পূর্বেই ভালো পাম্প দেওয়া বা অলটাইম হাই প্রাইস কে ক্রস করা তবে আমি যেটা মনে করি দুই হাজার চব্বিশ সালের মধ্যে বিটকয়েন 100k টাচ করার সম্ভাবনা খুবই কম, এটি অবশ্যই ঘটবে কিন্তু 2025 সালে আর ২০২৪ সালে আমরা হয়তো ৬০k থেকে ৭৫k এর মধ্যে বিটকয়েনের দাম ওঠানামা দেখতে পাব। তবে এটা শুধুমাত্র একটু  প্রেডিকশন কিন্তু বিটকয়েন এটিকেও ছাড়িয়ে যেতে পারে, আর  ২০২৫ সালে বিটকয়েন ২০০কে হারিয়ে যাওয়া এপ প্রেডিকশন কে আমার ওভাররেটেড মনে হয়।
বিটকয়েন ৭০ হাজারের কাছাকাছি থাকছে অনেকদিন যাবতই যেভাবে বিটকয়েনের দাম বাড়া শুরু হয়েছিলো ভেবেছিলাম সে সময় ATH গড়বে অন্ততপক্ষে $৮৫k তে কিন্তু আবার থেকে গেলো। কয়েকদিন যাবত বিটকয়েনের দাম কিছু কিছু কমতে দেখা যাচ্ছে। অনেকে বলতেছে এটা কারেকশন এই কারেকশনের পড়ে নাকি বিটকয়েন আবারো পাম্প করা শুরু করবে আর এবার 80k এর উপরে চলে যাবে। এই সম্ভাবনা থাকলেও এটা হতে পারে ২০২৪ এর শেষের দিকে। আর এরপর যদি বিটকয়েন তার পূর্বের ধর্ম অনুসরণ করে তাহলে আবারো বড় ডাম্প দেখা যেতে পারে। তাই  70k আবারো অতিক্রম করলে আমার হোল্ডিং ছেড়ে দিতে চাচ্ছি।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: Crypto Library on June 23, 2024, 07:46:38 PM
বিটকয়েন ৭০ হাজারের কাছাকাছি থাকছে অনেকদিন যাবতই যেভাবে বিটকয়েনের দাম বাড়া শুরু হয়েছিলো ভেবেছিলাম সে সময় ATH গড়বে অন্ততপক্ষে $৮৫k তে কিন্তু আবার থেকে গেলো। কয়েকদিন যাবত বিটকয়েনের দাম কিছু কিছু কমতে দেখা যাচ্ছে। অনেকে বলতেছে এটা কারেকশন এই কারেকশনের পড়ে নাকি বিটকয়েন আবারো পাম্প করা শুরু করবে আর এবার 80k এর উপরে চলে যাবে। এই সম্ভাবনা থাকলেও এটা হতে পারে ২০২৪ এর শেষের দিকে। আর এরপর যদি বিটকয়েন তার পূর্বের ধর্ম অনুসরণ করে তাহলে আবারো বড় ডাম্প দেখা যেতে পারে। তাই  70k আবারো অতিক্রম করলে আমার হোল্ডিং ছেড়ে দিতে চাচ্ছি।
আসলে আপনি যেটা ভেবেছেন এটা খালি আপনি না অনেক মানুষ এই ভাবে ভেবেছিল কিন্তু বিটকয়েন এবার তাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে কিছুদিন আগের কারেকশন এর সময় অনেক ভালো ভালো এনালিস্ট প্রেডিকশন করেছিল বিটকয়েন ৬০ কে এর নিচে চলে আসবে এবং ৫০কে এর উপরে থাকবে কিন্তু বিটকয়েন তাদের প্রেডিকশনকে ভুল প্রমাণ করে দিয়ে উল্টো পাম্প করেছিল। আজকের বাজার দেখে কি মনে হচ্ছে বিটকয়েন কি তাদের প্রেডিকশন এখন প্রমাণ করবে? নাকি আবার বিটকয়েন ৭০ এর ঘরে চলে যাবে?
যাইহোক আমি মনে করি যারা লং টার্ম এর জন্য বিটকয়েন হোল্ডিং করছেন তাদের এখনো উচিত কিছুটা বিটকয়েন গুছিয়ে নেওয়া এই ডাম্পিং বা কারেকশন এ।
Title: Re: 2024 সালে ক্রিপ্ট কারেন্সি মার্কেট এর অবস্থা কেমন হবে?
Post by: JISAN on June 26, 2024, 08:48:06 PM
বিটকয়েন ৭০ হাজারের কাছাকাছি থাকছে অনেকদিন যাবতই যেভাবে বিটকয়েনের দাম বাড়া শুরু হয়েছিলো ভেবেছিলাম সে সময় ATH গড়বে অন্ততপক্ষে $৮৫k তে কিন্তু আবার থেকে গেলো। কয়েকদিন যাবত বিটকয়েনের দাম কিছু কিছু কমতে দেখা যাচ্ছে। অনেকে বলতেছে এটা কারেকশন এই কারেকশনের পড়ে নাকি বিটকয়েন আবারো পাম্প করা শুরু করবে আর এবার 80k এর উপরে চলে যাবে। এই সম্ভাবনা থাকলেও এটা হতে পারে ২০২৪ এর শেষের দিকে। আর এরপর যদি বিটকয়েন তার পূর্বের ধর্ম অনুসরণ করে তাহলে আবারো বড় ডাম্প দেখা যেতে পারে। তাই  70k আবারো অতিক্রম করলে আমার হোল্ডিং ছেড়ে দিতে চাচ্ছি।
আসলে আপনি যেটা ভেবেছেন এটা খালি আপনি না অনেক মানুষ এই ভাবে ভেবেছিল কিন্তু বিটকয়েন এবার তাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়েছে। বিশেষ করে কিছুদিন আগের কারেকশন এর সময় অনেক ভালো ভালো এনালিস্ট প্রেডিকশন করেছিল বিটকয়েন ৬০ কে এর নিচে চলে আসবে এবং ৫০কে এর উপরে থাকবে কিন্তু বিটকয়েন তাদের প্রেডিকশনকে ভুল প্রমাণ করে দিয়ে উল্টো পাম্প করেছিল। আজকের বাজার দেখে কি মনে হচ্ছে বিটকয়েন কি তাদের প্রেডিকশন এখন প্রমাণ করবে? নাকি আবার বিটকয়েন ৭০ এর ঘরে চলে যাবে?
যাইহোক আমি মনে করি যারা লং টার্ম এর জন্য বিটকয়েন হোল্ডিং করছেন তাদের এখনো উচিত কিছুটা বিটকয়েন গুছিয়ে নেওয়া এই ডাম্পিং বা কারেকশন এ।
বিটকয়েনের দাম গতকাল $60k এর নিচে চলে আসছিল $58k তে নামার পর আবারো ৬১ এর উপরে চলে আসে কিন্তু আবারো মার্কেট লাল দেখা যাচ্ছে এমন আচরন খুব বেশি সুবিধাজনক মনে হচ্ছে না। কারন এমন আচরনের পরেই বড় ধরনের ক্রাশ দেখা যায় মার্কেটে তাই এমন সময়গুলোতে অনেক ভয় কাজ করে মনে। বিটকয়েন কোনো প্রেডিকশনকে পুরোপুরি সত্য প্রমান করার সুযোগ দিচ্ছে না। এটার দাম ইদানিং কেমন যেনো উলটপালট শুরু করেছে। তবে আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম এখন $৫০k এর নিচে চলে যায় কি না। এমনটা হলে তো বিটকয়েনের দাম বাড়তে অনেক সময় নেবে।