Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Perfect540 on January 16, 2024, 09:32:05 AM

Title: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Perfect540 on January 16, 2024, 09:32:05 AM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Altcoin1998$ on January 16, 2024, 04:38:37 PM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
আপনি Trust wallet ব্যবহার করছেন সে ক্ষেত্রে ফি কি পরিমাণ লাগে সেটা আপনি কেমনে বুঝলেন? বিটকয়েন ট্রান্সফার করতে যে ফি লাগে সেটা নির্ভর করে মূলত মেমপুলের(Mempool )উপর। আপনি অনুমান করে বললে তো হবেনা যে ফি বেশি। তবে সব ওয়ালেটে ফি বাড়ানো বা কমানোর সিস্টেম আছে আপনি যদি Trust wallet ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ফি বাড়ানো কমানোর উপায় টা জানা থাকতে পারে। আর যদি জানা না থাকে তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি আপনার ওয়ালেটের সাথে মিলিয়ে সেট করে নেবেন। যদিও প্রতি লেনদেনের সময় সেট করে নিতে হয়। তাছাড়া আপনি যদি অন্য সকল ওয়ালেট ব্যবহার করে থাকেন সে সকল ওয়ালেটগুলোতে বাড়ানো কমানোর বিশেষ পদ্ধতি দেওয়াই আছে। আপনি যদি ফী বেশি দিয়ে বিটকয়েন পাঠান সেক্ষেত্রে তো অবশ্যই বেশি লাগতেই পারে তাই আপনি বিটকয়েন লেনদেন করার আগে মেমপুল দেখে নিবেন। মেমপুল কমে গেলে তখন বিটকয়েন পাঠিয়ে রাখবেন এবং মেমপুল বেড়ে গেলে তখন আর বিটকয়েন পাঠাবেন না ‌
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Bd officer on January 16, 2024, 04:54:01 PM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
আপনি Trust wallet ব্যবহার করছেন সে ক্ষেত্রে ফি কি পরিমাণ লাগে সেটা আপনি কেমনে বুঝলেন? বিটকয়েন ট্রান্সফার করতে যে ফি লাগে সেটা নির্ভর করে মূলত মেমপুলের(Mempool )উপর। আপনি অনুমান করে বললে তো হবেনা যে ফি বেশি। তবে সব ওয়ালেটে ফি বাড়ানো বা কমানোর সিস্টেম আছে আপনি যদি Trust wallet ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই ফি বাড়ানো কমানোর উপায় টা জানা থাকতে পারে। আর যদি জানা না থাকে তাহলে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনি আপনার ওয়ালেটের সাথে মিলিয়ে সেট করে নেবেন। যদিও প্রতি লেনদেনের সময় সেট করে নিতে হয়। তাছাড়া আপনি যদি অন্য সকল ওয়ালেট ব্যবহার করে থাকেন সে সকল ওয়ালেটগুলোতে বাড়ানো কমানোর বিশেষ পদ্ধতি দেওয়াই আছে। আপনি যদি ফী বেশি দিয়ে বিটকয়েন পাঠান সেক্ষেত্রে তো অবশ্যই বেশি লাগতেই পারে তাই আপনি বিটকয়েন লেনদেন করার আগে মেমপুল দেখে নিবেন। মেমপুল কমে গেলে তখন বিটকয়েন পাঠিয়ে রাখবেন এবং মেমপুল বেড়ে গেলে তখন আর বিটকয়েন পাঠাবেন না ‌
এই টপিক টা যিনি ক্রিয়েট করেছেন তিনি হয়তো বিটকয়েন ট্রানজেকশন সম্পর্কে খুব একটা ধরনা নাই। বর্তমানে মেমপুলে দেখলাম ফি এখন অনেকটাই কম রয়েছে। হাই, 44sat/vB মিডিয়াম 43sat/vB লো 42 sat/vB। যাইহোক আমি একাধিক বার ট্রাস্ট ওয়ালেটে থেকে বিটকয়েন ট্রানজেকশন করেছি আমি দেখেছি মেমপুলে যে ফি দেওয়া থাকে, ধরেন 50sat/vB ফি দিয়ে ট্রানজেকশন করলে $4 ডলার ফি কাটবে। আমি যদি হুবহু sat 50sat/vB দিয়ে ট্রানজেকশন করে তাহলে 4 ডলারে হবে না কিছুটা বেশি ফি কাটবে।

আজকের মেমপুল, দেখে নিতে পারেন আজকে এখন লেনদেন ফি কত।
(https://www.talkimg.com/images/2024/01/16/31Ujb.jpeg)
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Perfect540 on January 16, 2024, 11:37:16 PM

বিটকয়েন লেনদেন সম্পর্কে কিছু ধারণা আছে কিন্তু হয়তো আপনাদের মতো না। আমি Trust wallet এর বাইরে এখন পর্যন্ত অন্য কোনো ওয়ালেট ব্যবহার করিনি। তাই অন্যান্য ওয়ালেটে ফী সম্পর্কে আমার তেমন ধারণা নেই। আমি ভেবেছি হয়তো ট্রাস্ট ওয়ালেট এর চেয়েও আরো ভালো ওয়ালেট আছে যেখানে ফী অনেক কম থাকতে পারে। আপনাকে ধন্যবাদ এ বিষয়ে ধারণা দেয়ার জন্য এবং আপনাদের সাজেশন অনুযায়ী কাজ করব ইনশাল্লাহ।
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Primo1760 on January 16, 2024, 11:44:19 PM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
আমাদের বাংলা ভাষায় কিছু কথা আছে যে শিয়াল ডাকলে সব জায়গাতেই একই ভাবে ডাকে। সুতরাং লেনদেন ফি বৃদ্ধি পেলে সব জায়গাতেই সমানভাবেই বৃদ্ধি পায়। বর্তমানে সবচেয়ে আলোচিত সমস্যা হচ্ছে লেনদেন ফি বৃদ্ধি এই লেনদেন ফি বৃদ্ধির কারণে অনেক মানুষের খুবই অসুবিধার সৃষ্টি হয়েছে। আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করছেন আপনি ট্রাস্ট ওয়ালেট ব্যবহার করে যান এই ক্ষেত্রে অন্য কোন ওয়ালেট ব্যবহার করার প্রয়োজন নেই বলে মনে করি। তবে সব সময় লক্ষ্য রাখবেন ট্রাস্ট ওয়ালেট থেকে ফিস কমিয়ে ও লেনদেন করা যায় সে ক্ষেত্রে আপনাকে যা করতে হবে।

Payment Send করার সময় Send> Paste Address>Next>ডান পাশের উপরের দিকে Setting>Advance(১০০ ,২০০, ৩০০........) Advance এ যা থাকুক না কেন পরিষ্কার করে বর্তমান মেমপুল বসিয়ে দিবেন আশা করি অনেক কমে লেনদেন করতে পারবেন। বর্তমানে মেমপুল ৬৬ কিন্তু ট্রাস্ট ওয়ালেট এডভান্সে দেওয়া আছে ২০০, অনেক মানুষ লক্ষ্য করবে না ফলে অধিক ফিস দিয়েই লেনদেন করবে।

(https://www.talkimg.com/images/2024/01/16/3LVbj.jpeg)

(https://www.talkimg.com/images/2024/01/16/3LrSG.jpeg)
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Power420 on January 17, 2024, 01:53:59 AM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?

বিটকয়েন লেনদেন করার সময় আপনি সঠিকভাবে যদি মেমপুল খেয়াল করেন তাহলে আপনি অনেক সাশ্রয় পাবেন, বিশেষ করে মেমপুল ধারা বিটকয়েন ট্রানজেকশন ফি কর্তন হয়। আপনি ট্রাস্ট ওয়ালেটে বেশি ফি দিয়ে অল্প সময়ের ভিতর লেনদেন করতে পারবেন এবং বেশি সময় অল্প খরচে আপনি বিটকয়েন লেনদেন করতে পারবেন সম্পূর্ণ নির্ভর করবে আপনার নিজের উপর।
আপনার উচিত হবে আপনি মেমপুল দেখে বিটকয়েন লেনদেন করুন।

এই টপিক টা যিনি ক্রিয়েট করেছেন তিনি হয়তো বিটকয়েন ট্রানজেকশন সম্পর্কে খুব একটা ধরনা নাই। বর্তমানে মেমপুলে দেখলাম ফি এখন অনেকটাই কম রয়েছে। হাই, 44sat/vB মিডিয়াম 43sat/vB লো 42 sat/vB। যাইহোক আমি একাধিক বার ট্রাস্ট ওয়ালেটে থেকে বিটকয়েন ট্রানজেকশন করেছি আমি দেখেছি মেমপুলে যে ফি দেওয়া থাকে, ধরেন 50sat/vB ফি দিয়ে ট্রানজেকশন করলে $4 ডলার ফি কাটবে। আমি যদি হুবহু sat 50sat/vB দিয়ে ট্রানজেকশন করে তাহলে 4 ডলারে হবে না কিছুটা বেশি ফি কাটবে।

আজকের মেমপুল, দেখে নিতে পারেন আজকে এখন লেনদেন ফি কত।
(https://www.talkimg.com/images/2024/01/16/31Ujb.jpeg)

এই ভাই সঠিক ধারণা উল্লেখ করেছে এবং মেমপুল এর একটি প্রতিচ্ছবি দিয়েছে। এই মেমপুল অনুসরণ করে আপনি যদি সঠিকভাবে বিটকয়েন লেনদেন করেন তাহলে আপনি অনেক সাশ্রয় পাবেন। কিন্তু সময়ের অপেক্ষা মাত্র।
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Altcoin1998$ on January 17, 2024, 04:17:24 AM

এটা হয়তো Trust wallet এর ফিচার কিন্তু আমি SafePal সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করি তো এখানে অটোমেটিক সেট হয়ে যায়।যদি মেমপুল কমানোর দরকার থাকে তাহলে Custom করে নিজের ইচ্ছামতো সেট করে সেন্ড করা যায়। তবে একটি বিষয় খেয়াল করবেন SafePal ইউজাররা সাধারণ Mempool যদি ৫০ সাতোশি পার Vবাইট থাকে তাহলে SafePal ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করার সময় অবশ্যই অনেক বেশি দেখতে পাবেন।তখন মেমপুল চেক করে অবশ্যই আপনাদের বিটকয়েন উইথড্রো করে নিবেন।

(https://www.talkimg.com/images/2024/01/17/3cMkG.jpeg)
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Bd officer on January 17, 2024, 06:26:29 AM

এটা হয়তো Trust wallet এর ফিচার কিন্তু আমি SafePal সফটওয়্যার ওয়ালেট ব্যবহার করি তো এখানে অটোমেটিক সেট হয়ে যায়।যদি মেমপুল কমানোর দরকার থাকে তাহলে Custom করে নিজের ইচ্ছামতো সেট করে সেন্ড করা যায়। তবে একটি বিষয় খেয়াল করবেন SafePal ইউজাররা সাধারণ Mempool যদি ৫০ সাতোশি পার Vবাইট থাকে তাহলে SafePal ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করার সময় অবশ্যই অনেক বেশি দেখতে পাবেন।তখন মেমপুল চেক করে অবশ্যই আপনাদের বিটকয়েন উইথড্রো করে নিবেন।
আচ্ছা ভাই এই বিষয়ে আমি আপনার কাছে কিছু পরামর্শ চাই। safepal ওয়ালেট সম্পর্কে কিছু ধারণা দিলে অনেক উপকৃত হতাম। safepal ওয়ালেট কতটা নিরাপদ? ট্রাস্ট ওয়ালেটের প্রাইভেট কী দিয়ে কি safepal ওয়ালেটে ওপেন করা যাবে। আমি safepal ওয়ালেট ব্যবহার করতে চাই। আশা করি আপনি এই বিষয়ে মতামত দিবেন?
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Paragon2 on January 24, 2024, 11:42:46 AM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?

আপনি যে ওয়ালেট থেকে বিটকয়েন ট্রান্সফার করেন না কেন আপনার ট্রানজেকশন ফি অনেক বেশি লাগবে। বিটকয়েন ট্রানজেকশন ফি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি মেমপুল ব্যবহার করা আবশ্যক। মেমপুল দেখে আপনি বিটকয়েন ট্রানজেকশন করবেন তাহলে আপনার গ্যাস ফি অনেকটাই রকম লাগবে।
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Perfect540 on January 24, 2024, 04:45:22 PM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?

আপনি যে ওয়ালেট থেকে বিটকয়েন ট্রান্সফার করেন না কেন আপনার ট্রানজেকশন ফি অনেক বেশি লাগবে। বিটকয়েন ট্রানজেকশন ফি নিয়ন্ত্রণে রাখার জন্য আপনি মেমপুল ব্যবহার করা আবশ্যক। মেমপুল দেখে আপনি বিটকয়েন ট্রানজেকশন করবেন তাহলে আপনার গ্যাস ফি অনেকটাই রকম লাগবে।
আমি ট্রাস্ট ওয়ালেটের একজন ব্যবহারকারী। আমি টাস্ট ওয়ালেটের থেকে বিটকয়েন উইথড্রো করে দেখেছি তুলনামূলকভাবে অন্যান্য ওয়ালেটের চেয়ে একটু কম কাটে। অবশ্য মেমপুলে যে পরিমাণ ফি দেখায় ট্রানজেকশন করার সময় সেই ফিয়ের চেয়ে একটু বেশি লাগে। মেমপুল  যদি ৩৪/সাতোশি পার vবাইট হয় এক্ষেত্রে যদি ফি ২ ডলার সো করে তাহলে বিটকয়েন লেনদেন করার সময় ফি দেখা গেছে ২ ডলারের চেয়ে বেশি লেগেছে। এরকম কেন লাগে সেটা আমি বলতে পারব না তবে অন্যান্য ওয়ালেট এর চেয়ে টাস্ট ওয়ালেটের থেকে পাঠালে আমার মনে হয় ফি একটি কম কম লাগে আর কী!
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: JISAN on January 24, 2024, 05:53:08 PM
বেশ কয়েক সপ্তাহ ধরে বিটকয়েন লেনদেন করতে অধিক পরিমাণ ফি প্রয়োজন হয় এক্ষেত্রে যে পরিমাণ বিটকয়েন লেনদেন করতে হয় তার তিনভাগের এক ভাগ ফিয়তেই চলে যায়। আমি সকলের কাছে জানতে চাচ্ছি কোন ওয়ালেট থেকে বিটকয়েন পাঠালে সবচেয়ে কম ফি দেওয়া লাগে। আমি সাধারণত ট্রাস্ট ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করে থাকি। আমার মনে হয় ট্রাস্ট ওয়ালেটের চেয়ে হয়তো কম খরচে অন্য কোন ওয়ালেট থেকে পাঠানো যায় কিনা?
বিটকয়েনের ট্রানজেকশন ফি বাড়ার জন্য কোনো ওয়ালেট দায়ী না ভাই। তাই আপনি যেকোনো Non Custodial ওয়ালেট ব্যবহার করতে পারেন যেমন Trust Wallet, Electrum, Coinomi, Safepal ইত্যাদি তবে যে ওয়ালেট সফটওয়্যার ব্যবহার করেননা কেনো Segwit ওয়ালেট ব্যবহার করবেন যে ওয়ালেট শুরুতে  bc1 দিয়া শুরু হয়। এই ওয়ালেটগুলাতে তুলনামূলক কম ফি লাগে আর ট্রানজিশন দ্রুত হয় অন্যান্য বিটকয়েন ওয়ালেটের থেকে
Title: Re: কোন ওয়ালেট থেকে বিটকয়েন লেনদেন করলে ফি কম লাগে?
Post by: Rds3b on January 28, 2024, 01:22:58 PM
আমার জানা মতে বর্তমানে trust wallet থেকে ফ্রি কম কাটে আমি সবসময় এখান থেকেই লেনদেন করে থাকি জানিনা আরো কোন এরকম বা এর চেয়ে কম ফ্রি কাটে কিনা তবে আমার মনে হয় এটি আমাদের জন্য ভাল একটি wallet l এবং কি এই অল এর থেকে লেনদেনটাও সহজে করা যায় তাই আমি মনে করি আমার কাছে এই trust wallet ভালো।