Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Learn Bitcoin on January 16, 2024, 05:41:07 PM

Title: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Learn Bitcoin on January 16, 2024, 05:41:07 PM
আমি লার্ন বিটকয়েন। একই ব্যাপারে অন্য ফোরামে এই পোষ্ট টি করা হয়েছে।
লিংক: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য! (https://bitcointalk.org/index.php?topic=631891.msg63239431#msg63239431)

হেলো ভাই বোনেরা!

আমি এখন অব্দি ২ টা পিজিপি টিউটোরিয়াল লিখেছি। এবং সেগুলো ছিলো লিন্যাক্স এবং উইন্ডোজ ব্যাবহারকারীদের জন্য। কিন্তু আমি ভাবছিলাম যে এন্ড্রয়েডের জন্য কোনো এ্যাপ্স আছে কি না। আমাদের বেশিরভাগ লোকাল মেম্বার রা এন্ড্রয়েড ব্যাবহার করে থাকেন। তো আজকে আপনাদের জন্য এন্ড্রয়েড এর জন্য টিউটোরিয়াল নিয়ে আসলাম।

Quote
(https://talkimg.com/images/2023/11/16/FZgFD.png)
Image source: primekey.com


➥ ওপেন কি চেইন ইনষ্টল:

Openkeychain একটা এন্ড্রয়েড এপ যেটা আপনি গুগল প্লে ষ্টোর এ পেয়ে যাবেন। সার্চ করতে পারেন অথবা এই লিংক থেকেও পেতে পারেন
https://play.google.com/store/apps/details?id=org.sufficientlysecure.keychain
এ্যাপ টি ইনষ্টল করার পর নিচের ধাপ গুলো ফলো করুন।

➥ কি জেনারেট:

নিচের দেখানো ষ্টে গুলো ফলো করুন এবং ছবির ক্যাপশন গুলো দেখুন।

(https://talkimg.com/images/2023/11/15/FUWZl.jpeg)

Create My Key তে ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FUDDT.jpeg)

নাম লিখুন এবং Next এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FUek1.jpeg)

ইমেইল লিখুন এবং Next এ ট্যাপ করুন

(https://talkimg.com/images/2023/11/15/FUpVo.jpeg)

আপনার পাবলিক কি সার্ভারে আপলোড করতে
চাইলে Publish on keyservers এ টিক চিহ্ন
দিন এবং Create Key তে ট্যাপ করুন।
(https://talkimg.com/images/2023/11/15/FUqgm.jpeg)

আপনার কি জেনারেট হচ্ছে
(https://talkimg.com/images/2023/11/15/Fanuz.jpeg)

আপনার কি রেডি

আপনার পাবলিক দেখার জন্য, লক করা ক্লিপবোর্ড আইকনে ট্যাপ করুন, এতে করে আপনার পিজিপি পাবলিক কি কপি হবে। আমার ক্ষেত্রে, এটা হচ্ছে আমার পাবলিক কি যেটা আমি মিনিট খানেক আগে জেনারেট করেছি।

Code: [Select]
-----BEGIN PGP PUBLIC KEY BLOCK-----

mQGNBGVUvDUBDACbMfY1mvnLKjp0M8t1PMqh6YBTF9sx9RPNpj+G9CLBrNalcc+2
bQRdFWJjxIEImSsKf4Khaen3rTNtkQ39bNG3qBEoBgOazrK0FEulW93P0BsqbpzT
l1SkDfIAXEDTrHsJ2noTbZT7S1eKsNCpnrWUb1h8rmOtBiCcBcxtgDQ+WDMbYiqe
/J8bNY0otjCoIcUJnSNIFbZuRvgA3ftqkGzFFy3JpcFb3PpiP7FGCwlRdIp2Z/gL
gbhPb5gSrHebNADKIbfwo4zkTi1rWYiOyhhHxfe9hmYSqWdO2e7n4Ip6EDCPdip6
YE0tYgTEMpZS2MUzyhEzI3sdhc/tD/+ZA065MVbyD6jr7DrflLQEpvFKTxTFEucf
5/sj2fEoFi9DlXpZYaupnkQE4StmbfsqBo2HGLvuU1VVAswEbs03BNgnAf0aZs/G
DLDdcOIeXM5kebj3OLjNUBNYyXfzhyjj1HHKPSN8V7gseBxjWvOjsiXY0xlzGOLt
q2wny8/WbtaYPgsAEQEAAbQoTGVhcm5CaXRjb2luIDxsZWFybmJpdGNvaW5AdGVz
dG1haWwuY29tPokBsAQTAQoAGgQLCQgHAhUKAhYBAhkBBYJlVLw1Ap4BApsDAAoJ
EBMhjHliVQZM3Z0L/i7EhA7EQgDIk5DPj14sKJB0KQ4UU2IJeoJ3nZOSQcQoayzd
dFPdCHzYPzv9eK8RxYONeLw1QWV81AB+KAiPxKwLN617J+o1lqpYfyMVW8MYWomr
0kfVR4L/6IyqJ2HI61+rFR1Vjdc0XkDMBRGKX0fIKRzoCD8JptzyP5vjI/QIa7LQ
YiNWys7BWwFmZb9t8b+hyUc8sctURLo5IWYKzshWoXtKQUWEjTrF8JNaGe80AbPy
XjlqZAdM9vk3l01MRVjQN26UH7LxO514737F9rU2qeLzMJRmIFZsh9vO0feEVYqr
pPUSbSdzyW5+geuhPRKYA2P2+b5JBaMFm/sLUQiDUH/3yvGZ698Uy+hxPi7R8UH9
loqfkwFPGBba8G1SUkK2XXgbojEh9ge5G3zMQfxkzK1YDuSPUd2zhydxyVVYm53a
kRhO27K0rqJBBcukOYRzSWC4ZV5Fp8c2zNC4DWSB0gfwKVUsORqdG3yp3Sl1f7Jj
HAxk3iI3LRHLMtUmibkBjQRlVLw1AQwAzLEAPZmy/Jt4vRPI3+gshMJjIghAQecf
OC6AG0n4ufGFR/u2AlTtRQ092tLPOUZVCoAxfWTNzeab/2viWpDGLi07u+0AqxAJ
6CMybBbeqbLTXLiSBU5kyrmd9fPLS/jhA55edeS6KUp/SVuNy2YqpuMidOf0z0V9
gbB/cGJvVkfn5ko7gZ+FYUKAbJsHUFvNBz6sf8Q4sBeOFu3E8e7Byo/aY7okDF0Y
4NrIuxLd7zNOwS7VxXtNrguUPGr26Vn0NY7FhZaoowP5QfrgYpOMKAt8MUwI58sr
ucxiUVaFqArd1BkFYyPO9Au/2EYglVJ+jMrn2W4NN2JDA+ctMfoGKVm6X7Vqg61w
dozcTRGa2JAmmE17LQbwl1yzFEMxnpuAJB8R9wg2/EYFCQC+/8CNEa8TR4Nf46dw
h3+gBW6/vin2qG5a9HXr1I4f9cmC6Svqn6SzOHe0ImGy7xSoHtCv7b74ZNlxtYxM
qd3IdeSSLKtYYZQXQQ2TslRQJHn+IrkLABEBAAGJAZ8EGAEKAAkFgmVUvDUCmwwA
CgkQEyGMeWJVBkyGNgv8DqC/h/NVE9nD0Fc9fzmMyGCmHQZniDTRh4ZWjcgyGARl
p8pH70GXExTTF0ML/DVwQlC362a9fF5WQlAHmhuaGywO4qUGR0QM3o3Ky6idzYex
Wrh+1/WnupStadvcoSFOyDyDF+sKB4alCEGEq4Q1OPIZ3vTOuq8XKkr6H74tLo09
VAou05xvruLK6eCPVEdl7NkyzSNZbbm8QMErgAoUu0LWaKVrr0OYuFZHofGqEBRv
WaI2X2JC9ldP2k5RwNGer3JPrGyZ5Ts/9LcJJqGHkcJoYZ04Aio10MemOflN3lUd
SWdaNrYKdc5fmTqz3hZTdNTV3bhYN/NFfBKgZq2MKUa85rQnCVpBF38xlNPZpc7W
w1nGvdqaQsEqAibMbPXIbR2m3YSwjoNeudQ13vIRkbT2H6tsymcrEMPU7gZHMFyk
6e4l8Rkb5keaxcE7eg04EyoCjgLbio9vAeUCYB1HutNBBoTCgja/zXJCR2j7Az0k
4EVqsclfu8pf60TmSlrC
=rso3
-----END PGP PUBLIC KEY BLOCK-----


➥ সিক্রেট কি এক্সপোর্ট:

সিক্রেট কি এক্সপোর্ট করার জন্য নিচের দেখানো ষ্টেপ গুলো ফলো করুন।

(https://talkimg.com/images/2023/11/15/Fam6q.jpeg)

থ্রি ডট এ ট্যাপ করুন এবং
Backup Key তে ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/Fa6jj.jpeg)

I have written down thisbackup code
এ ট্যাপ করুন এবং Save backup এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FaGxP.jpeg)

ফাইলটি আপনার মোবাইলে সেভ করুন


অবশ্যই আপনার ব্যাক আপ কি লিখে রাখুন। পরবর্তীতে তে এটা অন্য ডিভাইসে ইম্পোর্ট করার সময় লাগবে।



➥ এনক্রিপ্টেড মেসেজ পাঠানো:

কাউকে এনক্রিপ্টেড মেসেজ পাঠাতে হলে আপনাকে সেই ব্যাক্তির পাবলিক কি সংগ্রহ করতে হবে। এবং সেটা আপনার ডিভাইসে ইমপোর্ট করতে হবে যেনো আপনি তাকে মেসেজ পাঠাতে পারনে। কারো পাবলিক কি ইম্পোর্ট করতে হলে প্রথমে তার পাবলিক কি কপি করুন। আমার ক্ষেত্রে আমি আমার অন্য একটা টেষ্ট পাবলিক কি কপি করলাম। কপি করার পর নিচের দেখনো ষ্টেপ গুলো ফলো করুন।

(https://talkimg.com/images/2023/11/15/FaziZ.jpeg)

+ আইকনে ট্যাপ করুন এবং
Import from file এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/Fatvf.jpeg)

থ্রি ডট এ ট্যাপ করুন এবং
Read from clipboard এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FaNu8.jpeg)

Import এ ট্যাপ করুন


এখন আপনার রিসিভার এড করা হয়ে গেছে। এবার মেসেজ সেন্ড করা যাক!
বাম পাশে ৩ লাইনে ট্যাপ করুন এবং নিচের ষ্টেপ গুলো ফলো করুন।

(https://talkimg.com/images/2023/11/15/Fasx9.jpeg)

Encrypt/Decrypt এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FaEN3.jpeg)

Encrypt Text এ ট্যাপ করুন
(https://talkimg.com/images/2023/11/15/FaI4w.jpeg)

Encrypt এ ট্যাপ করুন এবং যে
রিসিভার এড করেছিলে তার নাম লিখুন।


এবার আপনার মেসেজ লিখুন, এবং শেষে, ওপরে ডান পাশের লক করা ক্লিপবোর্ড আইকনে ট্যাপ করুন। এতে করে আনার মেসেজ এনক্রিপ্টেড হয়ে যাবে এবং আপনার ক্লিপবোর্ড এ এড হয়ে যাবে। এবার এটা যে কোনো যায়গায় পেষ্ট করে দেখুন। দেখুন এটা আমার;

Code: [Select]
-----BEGIN PGP MESSAGE-----

hQGMA01VYPjWVnQkAQwArWsqENxsVrwd0U2Y0TR+5ODURn3WKT+cZJv8hO8MAKL8
yER5Y1ULQ4/zsGqZqHx/3yjaArV/OmvKLfcYRwKMMnppUwrs0+mHWlQupfo+1aO9
tL9yDxO7urmAp7uttDV5N2vDRGQhyWUo5tDo3WDg1sParCD+oDUxPovy6Nnp+/kd
d13XQWpZYnUssn3hAtWvYtFpuHeqSbD6kBiyGqrMd1YKSGWe/B/aat4iwq0bVuUH
qsZkT7kX5gbEv50/MAjs2N7k8AAQZBIapOA3yPF2GXREuF5n9MkQmr/O6x8lC7cS
K8IbtsLWk+tEE9mJUMQifXJEMNJPnkgEEVVaDClD5ulfW/X766nWoW53U27ge4nG
CljJfAx4cRpy0mEB6io0zi7ME4n7MvFd+1p0UBo76XUkAh8uJl7zx9KId5hqZSnF
FVkS3uuG4/IFk8I+ExE/nJQloJO0fOb8sFNlXWbxPsPMUaFRtzP4FcAzDghGp894
dH59WmYEJuhhAO4XQw9o0sFZAZ0+lQkQg5c9T7xzXVD8tum1YLIHPJ51+soLO3uO
nQSdv3ui8bUpLDPi+GneELaPkmqWfbKV2kkUpcMmDofQjwwEG+6HEa5xPn7YcvkG
rFrCAFv/rV6wx3Q7yDNgv2Ecnl6NZhwGkZ/UvnxjQfEXmiQJb2DYUwIuT0kARGGg
dRRCmVKZckNvtZiu4yjt3VYdZJSSOdJxLjzjSHKKYtyQdWJBkL3s8TMFI5mccuBZ
hNAEWVO9k37Watjb6FfblS40KmjpkIEvZIdq1GTDeT/wv175CdXX20yTaxjGngw+
MZgh5qzWAgfJCge6ZBN1TLeL0Ia0JUHQFpeC4JspXwXr/BwW7Qsi7/Lke6IrAZ9k
0RmNB8iW6XHNyPccZh1Neh0PtcWlAZwWx9N7M8NJIkZQHZGiwj/jWEIvSqpoOr4p
L90QecA9FCN+2UAQay3vNax8sZ1BdMJNAaUwEi9s1iX5QKL2SfM3a/WoCweOrUm8
IJ/vnhKQd2Mc0HxR6MXLh29dEtvuD2DfIWfFddhIgDIcImZ42d6l0mrHNFRMZbHL
JM+A0fLp2S9Bnfs2Qp2K4fkFEyWeEUrA+QtSl+bNIiiVIRwYunojel4EM7f42zH2
DlZ921odaxSGOFtY+/gIT86XHcz6H8In0Gy0Y8DhdzR3tHeq0MtzAS7utDkJ3Hzi
p3JB1+sQN6NDBODWMODtvdNx7wqpaQ6FS94D
=j5Os
-----END PGP MESSAGE-----

আমরা শেষে চলে আসছি। একটা জিনিস দেখাইনি যে কিভাবে মেসেজ ডিক্রিপ্ট করবেন। আমার মনে হয় সবাই এটা পারবেন। প্রথমে মেসেজ টি কপি করবেন>> বাম পাশের ৩ লাইনে ট্যাপ করবেন>> Encrypt/Decrypt এ ট্যাপ করবেন>> Read from Clipboard এ ট্যাপ করবেন এবং বুম!!!

পড়ার জন্য ধন্যবাদ!
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Spyroo on January 17, 2024, 02:40:53 AM
(https://www.talkimg.com/images/2024/01/17/3cAhz.jpeg)

App ডাউনলোড করেছি শেখারও চেষ্টা করছি পোস্টটা পড়ে।
ধন্যবাদ আজ অব্দি এরকম pgp নিয়ে এই ফোরামে পোস্ট করতে দেখেনি কাউকে।
+১ তবে সেটা দিতে আমি এখনো সক্ষম হয়ে উঠিনি ভাইয়া।

আমি কি এটা আপনার বিটকয়েনে পোস্ট করতে পারি (আপনার প্রথম লিংক বিটকয়েনে দেওয়া) আমি বিটকয়েন আমার একাউন্ট দিয়ে কোন পোস্ট করিনি অথচ অ্যাকাউন্ট খুলে রেখেছি এবং বাংলা বোর্ড এর সন্ধানে ছিলাম এবং পোস্ট করেছি সেটা নিয়ে অনেকে বলে দিয়েছে।

আমার একাউন্টের নাম student of Bitcoin


Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Learn Bitcoin on January 17, 2024, 01:54:12 PM
App ডাউনলোড করেছি শেখারও চেষ্টা করছি পোস্টটা পড়ে।
ধন্যবাদ আজ অব্দি এরকম pgp নিয়ে এই ফোরামে পোস্ট করতে দেখেনি কাউকে।
+১ তবে সেটা দিতে আমি এখনো সক্ষম হয়ে উঠিনি ভাইয়া।
  এই ফোরামে এমনিতে তেমন পোস্ট হয় না। আর এসব টিউটোরিয়াল পোস্ট করার তেমন সেকশন ও আমার চোখে পড়ে নাই। ফোরামে সবাই একটিভ হলে এরকম কতো শত পোস্ট আসবে আস্তে আস্তে। আর কারমার ব্যাপারে বলবো, আমি জানি না কারমা সেন্ড করার ক্রাইটেরিয়া কি কি। তবে একটিভ হয়ে গেলে একসময় আপনিও কারমা দিতে পারবেন।

Quote
আমি কি এটা আপনার বিটকয়েনে পোস্ট করতে পারি (আপনার প্রথম লিংক বিটকয়েনে দেওয়া) আমি বিটকয়েন আমার একাউন্ট দিয়ে কোন পোস্ট করিনি অথচ অ্যাকাউন্ট খুলে রেখেছি এবং বাংলা বোর্ড এর সন্ধানে ছিলাম এবং পোস্ট করেছি সেটা নিয়ে অনেকে বলে দিয়েছে।

আমার একাউন্টের নাম student of Bitcoin
এটা বিটকয়েন টকে পোস্ট করার কোনো দরকার নেই। কারণ বিটকয়েন টকে অলরেডি এটা নিয়ে আমার বেশ কিছু টিউটোরিয়াল আছে। সুতরাং সেখানে আর নতুন করে পোস্ট করার কোনো প্রয়োজন নেই।
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: JISAN on January 24, 2024, 05:38:09 PM
Learn Bitcoin ধন্যবাদ আপনাকে এমন পোস্ট এখানে করার জন্য এটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরো নতুন নতুন টপকের ভীড়ে এটা হারাইয়া যেতে পারে এর কারনে আমি এই টপিকটাকে Pin করবো যেন নতুন সবাই দেখতে পায় যদি দেখি এটি শেখার প্রতি ইউজারদের আগ্রহ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Learn Bitcoin on January 25, 2024, 04:56:11 PM
Learn Bitcoin ধন্যবাদ আপনাকে এমন পোস্ট এখানে করার জন্য এটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরো নতুন নতুন টপকের ভীড়ে এটা হারাইয়া যেতে পারে এর কারনে আমি এই টপিকটাকে Pin করবো যেন নতুন সবাই দেখতে পায় যদি দেখি এটি শেখার প্রতি ইউজারদের আগ্রহ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য এবং পোষ্ট টি পিন করতে চাওয়ার জন্য। আমার কাছে মনে হয় এই থ্রেডটি নতুনদের নামে যে চাইল্ড বোর্ড টি আছে, সেখানে ‍মুভ করা প্রয়োজন। আমি আরো বেশ কিছু পোষ্ট করবো, তবে এর আগে মনে হয় আমাদের বোর্ড এর চাইল্ড বোর্ড গুলো আরেকটু রি-এরেন্জ করা দরকার। আপনি কি নতুন বোর্ড তৈরী করতে পারেন বা পুরাতন বোর্ড এর নাম পরিবর্তন করতে পারেন?

আর ইউজারদের আগ্রহের ব্যাপারে বলবো, আমাদের বাংলাদেশিরা প্রাইভেসির ব্যাপারে কখনোই ক্যায়ার করেনি। তারা এননিমাস থাকা তো দুরের কথা, ফেইসবুকে প্রাইভেট কি পোষ্ট করে বসে থাকে। এদের কি বলবেন ভাই?
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: JISAN on January 26, 2024, 04:45:33 AM
Learn Bitcoin ধন্যবাদ আপনাকে এমন পোস্ট এখানে করার জন্য এটা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আরো নতুন নতুন টপকের ভীড়ে এটা হারাইয়া যেতে পারে এর কারনে আমি এই টপিকটাকে Pin করবো যেন নতুন সবাই দেখতে পায় যদি দেখি এটি শেখার প্রতি ইউজারদের আগ্রহ আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

আপনাকেও ধন্যবাদ পোষ্ট টি পড়ার জন্য এবং পোষ্ট টি পিন করতে চাওয়ার জন্য। আমার কাছে মনে হয় এই থ্রেডটি নতুনদের নামে যে চাইল্ড বোর্ড টি আছে, সেখানে ‍মুভ করা প্রয়োজন। আমি আরো বেশ কিছু পোষ্ট করবো, তবে এর আগে মনে হয় আমাদের বোর্ড এর চাইল্ড বোর্ড গুলো আরেকটু রি-এরেন্জ করা দরকার। আপনি কি নতুন বোর্ড তৈরী করতে পারেন বা পুরাতন বোর্ড এর নাম পরিবর্তন করতে পারেন?
নতুন কোনো বোর্ড তৈরি করার ক্ষমতা আমার নাই ভাই এটা সম্ভবত High Sheriff করতে পারে। Malam ভাই ছিলো High Sheriff সে এগুলা করছিলো আমি এ ব্যাপারে এডমিনের সাথে কথা বলবো।

Quote
আর ইউজারদের আগ্রহের ব্যাপারে বলবো, আমাদের বাংলাদেশিরা প্রাইভেসির ব্যাপারে কখনোই ক্যায়ার করেনি। তারা এননিমাস থাকা তো দুরের কথা, ফেইসবুকে প্রাইভেট কি পোষ্ট করে বসে থাকে। এদের কি বলবেন ভাই?
প্রাইভেসি যার যার ব্যাক্তিগত বিষয় কে কাকে গোপন রাখবে আর কে নিজেকে প্রকাশ করে বেরাবে এটার ব্যাপারে আমরা কিছু বলতে পারি না যদি নিজেই নিজের পরিচয় প্রকাশ করে। তবে যেহেতু ফোরাম কখনই কারো ব্যাক্তিগত পরিচয় প্রকাশ করা পছন্দ করে না সেহেতু এমন কোনো কিছু দেখলে Repost to Moderator করবেন ওইসব পোস্ট ডিলেট করা হবে।
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Learn Bitcoin on January 26, 2024, 03:14:28 PM
প্রাইভেসি যার যার ব্যাক্তিগত বিষয় কে কাকে গোপন রাখবে আর কে নিজেকে প্রকাশ করে বেরাবে এটার ব্যাপারে আমরা কিছু বলতে পারি না যদি নিজেই নিজের পরিচয় প্রকাশ করে। তবে যেহেতু ফোরাম কখনই কারো ব্যাক্তিগত পরিচয় প্রকাশ করা পছন্দ করে না সেহেতু এমন কোনো কিছু দেখলে Repost to Moderator করবেন ওইসব পোস্ট ডিলেট করা হবে।

 ফোরাম ব্যাক্তিগত পরিচয় প্রকাশ পছন্দ করে না এটা সঠিক নয়। আপনি যেহেতু মোডারেটর, আপনাকে ফোরামের নিয়মে যেগুলো আছে, শুধু সেই নিয়মের বাইরে যে পোস্ট যাবে, আপনি সেগুলোই ডিলেট করতে পারবেন। এর বাইরে অন্যান্য কোনো পোস্ট আপনার জন্য ডিলেট করা সঠিক হবে না। অল্টকয়েন টক নিজেই ইউজারদের কে ওয়াই সি ভেরিফাই করার সিস্টেম করেছে, সেখানে ফোরাম কিভাবে ব্যাক্তিগত তথ্য পছন্দ করে না বলবেন? বিটকয়েনটকের ব্যাপ্রে বলতে পারেন এটা। তবে ফোরাম রুলসে এসব ব্যাপারে কিছুই লেখা নাই। কেউ যদি তার সব ব্যাক্তিগত তথ্য শেয়ার কপ্রে, একজন মোডারেটর হিসাবে আপনি কিছু বলতে পারবেন না। ঘুরে ফিরে আপনার সেই কথাই সঠিক যে এগুলো হচ্ছে ব্যাক্তিগত ব্যাপার। 
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Rds3b on January 29, 2024, 05:56:36 AM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই জানতাম না এটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা এটা আছে কিনা এটা পাব কোথায় । তো যারা আমাদেরকে এভাবে সহযোগিতা করে আসছেন আমরা আপনাদের থেকে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি আপনাদেরকে সব সময় আমরা মনে রাখব। এবং আমি আশা করব আপনারা আমাদেরকে সবসময় এভাবে সহযোগিতা করে আসবেন তাহলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো।
Title: Re: PGP বাংলা - এনড্রয়েড ইউজারদের জন্য!
Post by: Learn Bitcoin on January 29, 2024, 06:59:35 PM
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অনেকেই জানতাম না এটাকে কিভাবে ব্যবহার করতে হয় বা এটা আছে কিনা এটা পাব কোথায় । তো যারা আমাদেরকে এভাবে সহযোগিতা করে আসছেন আমরা আপনাদের থেকে অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি আপনাদেরকে সব সময় আমরা মনে রাখব। এবং আমি আশা করব আপনারা আমাদেরকে সবসময় এভাবে সহযোগিতা করে আসবেন তাহলে আমরা এখান থেকে ভালো কিছু করতে পারবো।

আপনাকে ধন্যবাদ আমার লম্বা পোস্ট টি পড়ার জন্য। তবে পোস্ট পড়ে শেষ করে আর কমেন্ট করে চলে গেলেই কিন্তু কাজ শেষ হচ্ছে না। যেহেতু এটার ব্যাপারে জানতে পেরেছেন, আপনাদের উচিৎ এটা ট্রাই করা। বলা তো যায়না কখন কোথায় কাজে লেগে যায়। আর আমি ভাবছিলাম যারা এই টিউটোরিয়াল দেখে নিজেরা ট্রাই করে তাদের পাবলিক পিজিপি কি পোস্ট করবে, আমি তাদের পোস্টগুলোতে পজেটিভ কারমা দেবো। এতে করে অনেকেই পিজিপি এর ব্যাপারে জানতে পারবে এবং শিখতে পারবে। একই সাথে পজেটিভ কারমা পাবে। আশা করি সকলেই পিজিপি এপ টি ব্যাপহার করবেন।