Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: roksana.hee on January 17, 2024, 08:25:49 AM
-
আল্টকয়েনটকের রেপুটেশন সিস্টেমটা আমার সত্যিই ভালো লেগেছে। কেউ যদি এখানে নিজের কাজ দিয়ে, নিজের পোস্ট দিয়ে, বিভিন্ন তথ্য শেয়ারিং এর মাধ্যমে, অন্য কারো উপকার করে থাকেন। তাহলে যে ব্যক্তি উপকৃত হচ্ছেন, সে একটা পজিটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাক যেটা দিচ্ছেন সেটা সত্যি নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা যে তথ্য শেয়ার করছেন তার জন্য এই নেটওয়ার্কে কাজ করা সৌভাগ্যের বিষয়। এই পজেটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাকের মাধ্যমে নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে পারে এবং তার প্রতি আস্থা রেখে তার সাথে কাজ করতে পারে।
অন্যের থেকে পাওয়া সুনাম আপনার কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাই সবার প্রতি অনুরোধ রইল, ভুল তথ্য বা খারাপ কোনো কার্যকলাপ এর মাধ্যমে কারো অনলের শিকার হবেন না মানে নেগেটিভ ফিডব্যাক এর শিকার হবেন না। তাহলে বিষয়টা এমন হবে যে, আপনার ক্যারিয়ার শুরু করার আগেই শেষ হয়ে যাবে।
(https://talkimg.com/images/2024/01/17/3chvH.png)
এটা আমার নিজের জীবন দিয়েই পরীক্ষিত, অতীতের কিছু ভুল আমার জীবনকে অনেকটা বেদনাদায়ক করে তুলেছিল।
-
আল্টকয়েনটকের রেপুটেশন সিস্টেমটা আমার সত্যিই ভালো লেগেছে। কেউ যদি এখানে নিজের কাজ দিয়ে, নিজের পোস্ট দিয়ে, বিভিন্ন তথ্য শেয়ারিং এর মাধ্যমে, অন্য কারো উপকার করে থাকেন। তাহলে যে ব্যক্তি উপকৃত হচ্ছেন, সে একটা পজিটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাক যেটা দিচ্ছেন সেটা সত্যি নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা যে তথ্য শেয়ার করছেন তার জন্য এই নেটওয়ার্কে কাজ করা সৌভাগ্যের বিষয়। এই পজেটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাকের মাধ্যমে নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে পারে এবং তার প্রতি আস্থা রেখে তার সাথে কাজ করতে পারে।
অন্যের থেকে পাওয়া সুনাম আপনার কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাই সবার প্রতি অনুরোধ রইল, ভুল তথ্য বা খারাপ কোনো কার্যকলাপ এর মাধ্যমে কারো অনলের শিকার হবেন না মানে নেগেটিভ ফিডব্যাক এর শিকার হবেন না। তাহলে বিষয়টা এমন হবে যে, আপনার ক্যারিয়ার শুরু করার আগেই শেষ হয়ে যাবে।
(https://talkimg.com/images/2024/01/17/3chvH.png)
এটা আমার নিজের জীবন দিয়েই পরীক্ষিত, অতীতের কিছু ভুল আমার জীবনকে অনেকটা বেদনাদায়ক করে তুলেছিল।
+১
বিটকয়েন ফোরামের মত এলটকয়েন ফোরামেও একসময় কে কারমা দিল পজিটিভ কারমা দিল না নেগেটিভ কারমা দিল সেটা একসময় দৃশ্যমান হবে। এখানে হয়তো এডমিন স্যার কাকে কারমা কে দিল সেটা সে নিজে হয়তো দেখতে পারে কিন্তু আমরা সেটা দেখতে পারি না। তবে এক সময় এখানেও আপডেট আসবে, তাকে আমরা কারমা দিলাম পোষ্টের মধ্যে দৃশ্যমান হবে।এখন অনেকেই অহেতুক নেগেটিভ কারমা অথবা পজিটিভ কারমা দিয়ে থাকে কিন্তু বিটকয়েন ফোরামের মতো কারমা সিস্টেমের পরিবর্তন হলে কেউ কাওকে অহেতুক নেগেটিভ/পজিটিভ কারমা দিতে পারবে না।
-
অবশ্যই আমরা জানি প্রোফাইলে সবুজ ফিডব্যাক অনেকটাই প্রয়োজন তবে অনেক নতুনরা এই সম্পর্কে খুব কমই জানে তবে আপনার এই পোস্টটি পড়ে অবশ্যই তারা জানতে পারবে এবং তারা উপকৃত হবে। আমরা দেখেছি বিটকয়েনটল্ক ফোরামে এই ধরনের পজেটিভ ফিডব্যাক এবং নেগেটিভ ফিডব্যাক এর অনেক মূল্য রয়েছে এবং তফাৎ রয়েছে তাই এই ফিডব্যাক গুলো খুবই গুরুত্বপূর্ণ একটি অ্যাকাউন্টের জন্য।
-
আল্টকয়েনটকের রেপুটেশন সিস্টেমটা আমার সত্যিই ভালো লেগেছে। কেউ যদি এখানে নিজের কাজ দিয়ে, নিজের পোস্ট দিয়ে, বিভিন্ন তথ্য শেয়ারিং এর মাধ্যমে, অন্য কারো উপকার করে থাকেন। তাহলে যে ব্যক্তি উপকৃত হচ্ছেন, সে একটা পজিটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাক যেটা দিচ্ছেন সেটা সত্যি নতুন যেসব সদস্য আসবেন তাদের জন্য আশীর্বাদ স্বরূপ বা যে তথ্য শেয়ার করছেন তার জন্য এই নেটওয়ার্কে কাজ করা সৌভাগ্যের বিষয়। এই পজেটিভ ফিডব্যাক বা গ্রিন ফিডব্যাকের মাধ্যমে নিঃসন্দেহে তাকে বিশ্বাস করতে পারে এবং তার প্রতি আস্থা রেখে তার সাথে কাজ করতে পারে।
অন্যের থেকে পাওয়া সুনাম আপনার কাজের গতিকে আরও বেশি বাড়িয়ে দেয়। তাই সবার প্রতি অনুরোধ রইল, ভুল তথ্য বা খারাপ কোনো কার্যকলাপ এর মাধ্যমে কারো অনলের শিকার হবেন না মানে নেগেটিভ ফিডব্যাক এর শিকার হবেন না। তাহলে বিষয়টা এমন হবে যে, আপনার ক্যারিয়ার শুরু করার আগেই শেষ হয়ে যাবে।
(https://talkimg.com/images/2024/01/17/3chvH.png)
এটা আমার নিজের জীবন দিয়েই পরীক্ষিত, অতীতের কিছু ভুল আমার জীবনকে অনেকটা বেদনাদায়ক করে তুলেছিল।
+১
বিটকয়েন ফোরামের মত এলটকয়েন ফোরামেও একসময় কে কারমা দিল পজিটিভ কারমা দিল না নেগেটিভ কারমা দিল সেটা একসময় দৃশ্যমান হবে। এখানে হয়তো এডমিন স্যার কাকে কারমা কে দিল সেটা সে নিজে হয়তো দেখতে পারে কিন্তু আমরা সেটা দেখতে পারি না। তবে এক সময় এখানেও আপডেট আসবে, তাকে আমরা কারমা দিলাম পোষ্টের মধ্যে দৃশ্যমান হবে।এখন অনেকেই অহেতুক নেগেটিভ কারমা অথবা পজিটিভ কারমা দিয়ে থাকে কিন্তু বিটকয়েন ফোরামের মতো কারমা সিস্টেমের পরিবর্তন হলে কেউ কাওকে অহেতুক নেগেটিভ/পজিটিভ কারমা দিতে পারবে না।
ফোরাম ডেভলোপ করতে হলে অবশ্যই এই বিষয় গুলোতে ডেভলোপমেন্ট করার প্রয়োজন আছে। ইতমধ্যে ফোরামে আলোচনা হচ্ছে যে অনেক দক্ষ মেম্বাররা এখানে যুক্ত হচ্ছেন ফলে আমরা আশা করতে পারি যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফোরামে নানা ধরনের ডেভলোপমেন্ট দেখতে পাব। আমরা এতদিন আই ডির পাশে সবুজ সংকেত দেখতে পাইনি এবং সেটি ভিজিবল হয়েছে একই ভাবে আমরা অন্যান্য আরও ভাল ভাল ডেভলোপমেন্ট গুলো পেতে পারি। আমি যতদুর জানি যে ইতমধ্যে এডমিনের সাথে এই বিষয়ে বেশি কিছু মেম্বার আলোচনাও করছে আমরা হয়তো এর প্রতিফলন আগামি কিছুদিনের মধ্যেই দেখতে সক্ষম হব।
-
প্রোফাইলে সবুজ বাতি বা সংকেত থাকলেই ধরে নেওয়া হয় তিনি হয়তো যোগ্যতা অর্জন করেছেন। লাল সংকেত থাকলে অনেকেই যেমন বিপদ সংকেত মনে করে ঠিক সবুজ সংকেত থাকলে তাকে অবশ্যই যোগ্য কোন রেজাল্ট বা যোগ্য কোন পদবী বা ডিজেকনেশন অর্জন করেছে এমনটি বোঝায়। তবে বর্তমানে প্রোফাইলের সবুজ বাতি মানে সে লাইনে একটিভ আছে এমনটি বোঝা যাচ্ছে।
-
ফোরাম ডেভলোপ করতে হলে অবশ্যই এই বিষয় গুলোতে ডেভলোপমেন্ট করার প্রয়োজন আছে। ইতমধ্যে ফোরামে আলোচনা হচ্ছে যে অনেক দক্ষ মেম্বাররা এখানে যুক্ত হচ্ছেন ফলে আমরা আশা করতে পারি যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফোরামে নানা ধরনের ডেভলোপমেন্ট দেখতে পাব। আমরা এতদিন আই ডির পাশে সবুজ সংকেত দেখতে পাইনি এবং সেটি ভিজিবল হয়েছে একই ভাবে আমরা অন্যান্য আরও ভাল ভাল ডেভলোপমেন্ট গুলো পেতে পারি। আমি যতদুর জানি যে ইতমধ্যে এডমিনের সাথে এই বিষয়ে বেশি কিছু মেম্বার আলোচনাও করছে আমরা হয়তো এর প্রতিফলন আগামি কিছুদিনের মধ্যেই দেখতে সক্ষম হব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম আমার মনের কথাটি বলেছেন। ফোরামে অনেক আপডেট আনতে হবে। এটা সত্যি যে, ফোরামে অলরেডি বিটকয়েনটক থেকে অনেক সিনিয়র মেম্বার এবং অনেক জ্ঞানী মেম্বাররা প্রবেশ করেছেন। তাই আশা করা যায়, খুব শীঘ্রই এই ফোরামটি তাদের জ্ঞানগর্ভ আলোচনা সমৃদ্ধ হবে। সবাই যদি তার সুপ্ত জ্ঞানকে এই ফোরামে প্রতিষ্ঠিত করেন তাহলে এইর ফোরামটি জনপ্রিয়তা লাভ করতে খুব বেশি সময় লাগবে না। সবার মঙ্গল কামনা করি।
-
ফোরাম ডেভলোপ করতে হলে অবশ্যই এই বিষয় গুলোতে ডেভলোপমেন্ট করার প্রয়োজন আছে। ইতমধ্যে ফোরামে আলোচনা হচ্ছে যে অনেক দক্ষ মেম্বাররা এখানে যুক্ত হচ্ছেন ফলে আমরা আশা করতে পারি যে হয়তো অল্প কিছুদিনের মধ্যেই ফোরামে নানা ধরনের ডেভলোপমেন্ট দেখতে পাব। আমরা এতদিন আই ডির পাশে সবুজ সংকেত দেখতে পাইনি এবং সেটি ভিজিবল হয়েছে একই ভাবে আমরা অন্যান্য আরও ভাল ভাল ডেভলোপমেন্ট গুলো পেতে পারি। আমি যতদুর জানি যে ইতমধ্যে এডমিনের সাথে এই বিষয়ে বেশি কিছু মেম্বার আলোচনাও করছে আমরা হয়তো এর প্রতিফলন আগামি কিছুদিনের মধ্যেই দেখতে সক্ষম হব।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি একদম আমার মনের কথাটি বলেছেন। ফোরামে অনেক আপডেট আনতে হবে। এটা সত্যি যে, ফোরামে অলরেডি বিটকয়েনটক থেকে অনেক সিনিয়র মেম্বার এবং অনেক জ্ঞানী মেম্বাররা প্রবেশ করেছেন। তাই আশা করা যায়, খুব শীঘ্রই এই ফোরামটি তাদের জ্ঞানগর্ভ আলোচনা সমৃদ্ধ হবে। সবাই যদি তার সুপ্ত জ্ঞানকে এই ফোরামে প্রতিষ্ঠিত করেন তাহলে এইর ফোরামটি জনপ্রিয়তা লাভ করতে খুব বেশি সময় লাগবে না। সবার মঙ্গল কামনা করি।
এই ফোরামটা এতটা জনপ্রিয় হবে আমি বুঝতে পারিনি তা না হলে আমি অনেক আগেই খানে একটিভ থেকে আমার র্যাঙ্ক চেঞ্জ করে নিতাম। এখন আমি সিনিয়র মেম্বার র্যাংক থেকে অনেক চেষ্টা করছি কিভাবে একটু হিরো মেম্বার হওয়া যায় অথচ ফোরাম যখন জনপ্রিয় ছিল না তখন আমি মাঝেমধ্যে ঘুরে ঘুরে দেখতাম কিন্তু পোস্ট করতাম না। খুব চেষ্টা করছি আপডেট আসার আগেই আমি যদি হিরো হয়ে যেতে পারতাম তাহলে অবশ্যই সামনে আগত ক্যাম্পেইনগুলোতে কাজ করার সুযোগ পেতাম। তবে আপডেট আসলে আমাদের পক্ষে রাতারাতি রাঙ্ক চেঞ্জ করার কোন সুযোগ থাকবে না বরং এখনই সুযোগ একটু একটিভ থেকে আপাতত নিজের rank টা একটু চেঞ্জ করে নিতে।
এক সময় দেখা যাবে এখানে সবুজ সংকেত বিশিষ্ট ইউজাররাই কেবল সুবিধা পেয়ে থাকবে আমাদের মত ইউজারদের মেরুদন্ডে সোজা করে দাঁড়াতে অনেক সময় লাগবে। যারা বাঙালিরা এখন পর্যন্ত নিজেদের রেংক চেঞ্জ করতে পারেনি তারা আসলে এখানে আলোচনা ভিত্তিক পোস্টগুলো থেকে নিজেদের রেংক চেঞ্জ করে নেই। বেশি বেশি একটিভ থেকে পোস্ট করতে হবে এবং ফোরাম ে নিজের জানা মূল্যবান জ্ঞানগুলো অবশ্যই শেয়ার করতে হবে।
-
ফোরামে ঢুকেই অনেক কিছু দেখা হয়নি। তবে এই ফোরাম সম্পর্কে আগে থেকেই কিছুটা জানি। বর্তমান এই ফোরামের অনেক কিছু ডেভেলপমেন্ট বাকি রয়েছে। আশা করি ভবিষ্যতে সেগুলো দেখতে পাবো।
-
আমি এই ফোরামে নতুন । তাই সবুজ সংকেত সম্পর্কে আমার তেমন কোনো জানা নেই। কিন্তু ফোরামের সিনিয়রদের সুন্দর সুন্দর আলোচনা দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভবিষ্যতে ফোরাম এরকম কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব।
-
ফোরামে ঢুকেই অনেক কিছু দেখা হয়নি। তবে এই ফোরাম সম্পর্কে আগে থেকেই কিছুটা জানি। বর্তমান এই ফোরামের অনেক কিছু ডেভেলপমেন্ট বাকি রয়েছে। আশা করি ভবিষ্যতে সেগুলো দেখতে পাবো।
আমিও আপনাদের মত নতুন নতুন কিন্তু আমি যেটা দেখতে পেলাম আপনারা ফোরামে আসার পরে এখান থেকে চলে গেছেন আর কোন পোস্ট করতেছেন না বর্তমান সময়ে অনেকদিন যাবতই একটিভ আছেন। আশা করি আপনারা ফোরামে ব্যাক করবেন এবং ভালো কিছু করবেন
আমি এই ফোরামে নতুন । তাই সবুজ সংকেত সম্পর্কে আমার তেমন কোনো জানা নেই। কিন্তু ফোরামের সিনিয়রদের সুন্দর সুন্দর আলোচনা দেখে আমি অনেক কিছু জানতে পারলাম। আশা করি ভবিষ্যতে ফোরাম এরকম কনস্ট্রাক্টিভ পোস্ট করার চেষ্টা করব।
ভাই আমারও আপনার মত সবুজ বাতি সম্পর্কে কোন ধারণা ছিল না এই পোস্টটা প্রথম থেকে পড়লাম পড়ার পরে বুঝতে পারলাম।
সবুজ বাতিটা অ্যাকচুয়ালি আপনি যে ফোরামে আছেন অনলাইনে সেটার চিহ্ন নির্দেশন করে। এটা কিন্তু ভাই অনেক সুন্দর একটা দিক আপনি যে ফোরামে আছেন এই বাতি দেখে বোঝা যাবে আপনি এখন ফোরামে আছেন.
-
আমি এই ফোরামে নতুন। তাই সবুজ সংকেত টার সম্পকে তোতটা দারণা নেই। তাই ফোরামে সিনিয়র বড় ভাইদের অনেক সুন্দর সুন্দর আলোচনা সুনে আমি অনেক কিছু বুঝতে পেরেছি।তাই আমি আশা করি ভবিষ্যতে আমিও দেখতে পাবে।