Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Perfect540 on January 20, 2024, 03:03:37 AM

Title: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on January 20, 2024, 03:03:37 AM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: MVL~$ on January 20, 2024, 09:45:56 AM
টেলিগ্রাম এর নোটিফিকেশন বট এ নতুন ধরনের ফিচার আসার পর এটি আমার কাছে সুবিধাজনক মনে হয়েছে। কারণ এর মাধ্যমে মেনশন করার মাধ্যমে অনেকে একসাথে একই তথ্য জানতে পারবে। আশা করি এটি ভবিষ্যতে আরো নতুন নতুন ফিচার আনবে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Bd officer on January 20, 2024, 12:07:43 PM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি ইতিমধ্যে টেলিগ্রাম নিজের একাউন্ট সেটআপ করে নিয়েছি। শুধু একটা সিস্টেম চালু হয়েছে সেটা হলো, কেউ যদি আমাকে মেনশন করে তাহলে সেটি দেখতে পাবো। আশা করি শীঘ্রই আরো আপডেট আসবে। আবারো আপনাকে ধন্যবাদ।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: kulkhan on January 20, 2024, 12:52:51 PM
চমৎকার একটা বট এটা আমাদের জন্য অনেক উপকারী হবে বলে আমি মনেকরি। আমি মাত্রই এটি চালু করলাম। আপনার শেয়ার করা লিংকের মাধ্যমে। এই বটের কারনে আমার কেউ মেনশন করলে বা আমার পোস্ট এ রিপ্লাই করলে আমি দ্রুত জানতে পারবো যা আগে আমাকে মেনুয়্যালি খুঁজে নিতে হতো।অনেক ধন্যবাদ ভাই আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করার জন্য।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Bd officer on January 20, 2024, 01:48:40 PM
অনেক ভালো হয়েছেন, আজকে অনেক হ্যাপি লাগতাছে। নোটিফিকেশন বট চালু করার পরই দেখি কে যেন আমাকে মেনশন করলো সাথে সাথে দেখতে পেলাম। আমাকে অলরেডি একজনে কোট করে পোস্ট দিয়েছিলো আমি সাথে সাথে নোটিফিকেশন পেয়েছি। এখম আর খুজে দেখতে হবে না যে কেউ আমাকে কোট করে পোস্ট করলো কিনা। কেউ কোট বা মেনশন করলে সাথে সাথে প্রতিক্রিয়া জাননে পারবো।
(https://www.talkimg.com/images/2024/01/20/k2hqW.jpeg)
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on January 20, 2024, 04:37:14 PM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি ইতিমধ্যে টেলিগ্রাম নিজের একাউন্ট সেটআপ করে নিয়েছি। শুধু একটা সিস্টেম চালু হয়েছে সেটা হলো, কেউ যদি আমাকে মেনশন করে তাহলে সেটি দেখতে পাবো। আশা করি শীঘ্রই আরো আপডেট আসবে। আবারো আপনাকে ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
এখন হয়তো আপনার নাম মেনশন করলে সাথে সাথে নোটিফিকেশন যাবে কিন্তু এমন এক সময় আসতে পারে যে কেউ আপনাকে যদি নেগেটিভ কারমা অথবা পজিটিভ কারমা দিলে সেটারও হয়তো নোটিফিকেশন যাইতে পারে। যেহেতু দিন দিন আপলোড হচ্ছে তাই অতিসত্বর আমরা এই কারমার বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারব। আমাদের এই ফোরামটা খুব শিগগিরই বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Bd officer on January 20, 2024, 05:58:02 PM
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
এখন হয়তো আপনার নাম মেনশন করলে সাথে সাথে নোটিফিকেশন যাবে কিন্তু এমন এক সময় আসতে পারে যে কেউ আপনাকে যদি নেগেটিভ কারমা অথবা পজিটিভ কারমা দিলে সেটারও হয়তো নোটিফিকেশন যাইতে পারে। যেহেতু দিন দিন আপলোড হচ্ছে তাই অতিসত্বর আমরা এই কারমার বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারব। আমাদের এই ফোরামটা খুব শিগগিরই বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে।
এই আপডেটটা করা জরুরি মনে করি, কারন এখন বুঝতে পারছি না কার কাছে থেকে কারমা পেলাম মানে কে আমাকে কারমা দিলো।

তবে আমার মনে হয় শিগ্রই নতুন আপডেট আসবে যে এত কারমা বা নতুন কিছু এড করে দিয়ে নিয়ম করা হবে, ধরে জুনিয়র মেম্বার হতে হলে এত কারমা +এক্টিবিটি লাগবে, আবার ফুলমেম্বার তার চেয়ে বেশি এভাবে হয়তো নিয়ম করা হবে। তবে মনে হয় এই আপডেট টা আসতে একটু দেরি হতে পারে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on January 20, 2024, 06:22:34 PM
আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি।
এখন হয়তো আপনার নাম মেনশন করলে সাথে সাথে নোটিফিকেশন যাবে কিন্তু এমন এক সময় আসতে পারে যে কেউ আপনাকে যদি নেগেটিভ কারমা অথবা পজিটিভ কারমা দিলে সেটারও হয়তো নোটিফিকেশন যাইতে পারে। যেহেতু দিন দিন আপলোড হচ্ছে তাই অতিসত্বর আমরা এই কারমার বিষয়টা সম্পর্কে অবহিত হতে পারব। আমাদের এই ফোরামটা খুব শিগগিরই বিটকয়েন ফোরামের মত হয়ে যাবে।
এই আপডেটটা করা জরুরি মনে করি, কারন এখন বুঝতে পারছি না কার কাছে থেকে কারমা পেলাম মানে কে আমাকে কারমা দিলো।

তবে আমার মনে হয় শিগ্রই নতুন আপডেট আসবে যে এত কারমা বা নতুন কিছু এড করে দিয়ে নিয়ম করা হবে, ধরে জুনিয়র মেম্বার হতে হলে এত কারমা +এক্টিবিটি লাগবে, আবার ফুলমেম্বার তার চেয়ে বেশি এভাবে হয়তো নিয়ম করা হবে। তবে মনে হয় এই আপডেট টা আসতে একটু দেরি হতে পারে।
আমার মনে হয় অতি দ্রুতই এডমিন এ সকল ব্যবস্থা গ্রহণ করবে। তাছাড়া সিগনেচার ক্যাম্পেইন যোগ্যতা অর্জনের ক্ষেত্রে অবশ্যই কারমা সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। যাতে কারমা বেশি থাকবে সম্ভবত তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হতে পারে। আবার এমনও তো হতে পারে ফুল মেম্বার,সিনিয়র মেম্বার, হিরু লিজেন্ড এর ক্ষেত্রে স্লোট আলাদা আলাদা ভাগ করা থাকতে পারে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Primo1760 on January 21, 2024, 04:36:18 PM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
হ্যাঁ আমি আজকে লক্ষ্য করেছি যে এলটকয়েনটক ফোরামে বিটকয়েন ফোরামের মত টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করেছে। আমি টেলিগ্রাম নোটিফিকেশন বট সাকসেসফুল ভাবে চালু করেছি। এখন যে কেউ আমাদের পোস্ট রিপ্লে করলে সাথে সাথে তার নোটিফিকেশন পাওয়া যাবে এটা আমাদের জন্য খুবই সুবিধা বয়ে নিয়ে আসবে। আশা করি আস্তে আস্তে এই ফোরামে আরো ভালো কিছু আপডেট খুব শীঘ্রই দেখতে পারব।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Altcoin1998$ on January 22, 2024, 12:50:51 PM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
এই আপডেটটি এলটকয়েন ফোরামের সবচেয়ে বড় আপডেট বিশেষ করে বিটকয়েন ফোরাম থেকে টেলিপোর্ট করা অ্যাকাউন্ট গুলো যখন আসতে শুরু করেছে তখন এই আপডেট অনেক প্রয়োজন ছিল কেননা ২ ফোরামে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে বিশেষ করে যদি টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করা থাকে তাহলে বোঝা যায় আমাকে কে মেনশন করেছে এবং কিভাবে মেনশন করেছে সেটাও বোঝা যায়। কোন পোস্টে মেনশন করেছে এই বিষয়টা যদি জানা যায় তাহলে পোস্ট করা অতি সহজ হয়ে যায়। নোটিফিকেশন বট চালু করার আগে প্রতি সেকশনে গিয়ে খুঁজতে হতো আমাকে কে কোট করেছে কিন্তু এখন আর খুঁজতে হয় না বরং এমনিতে নোটিফিকেশন চলে আসে। ওই নোটিফিকেশন দেখে পোস্ট করা অনেক সহজ হয় এবং মানুষ আগের তুলনায় আরো অধিক পোস্ট করতে সাচছসন্দ বোধ করবে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on January 22, 2024, 02:10:41 PM
এখানে আর একটি নতুন আপডেট ইতিমধ্যে শুরু হয়েছে। টেলিগ্রাম নোটিফিকেশন বট অলরেডি চালু হয়েছে। টেলিগ্রামের সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট মেনশন করে কেউ কোনো কিছু পোস্ট করলে সাথে সাথে টেলিগ্রামে এক প্রকারের নোটিফিকেশন যাবে।

https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0

আপনারা সবাই ট্রাই করে দেখতে পারেন।
এই আপডেটটি এলটকয়েন ফোরামের সবচেয়ে বড় আপডেট বিশেষ করে বিটকয়েন ফোরাম থেকে টেলিপোর্ট করা অ্যাকাউন্ট গুলো যখন আসতে শুরু করেছে তখন এই আপডেট অনেক প্রয়োজন ছিল কেননা ২ ফোরামে সময় দেওয়াটা খুব কঠিন হয়ে পড়ে বিশেষ করে যদি টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু করা থাকে তাহলে বোঝা যায় আমাকে কে মেনশন করেছে এবং কিভাবে মেনশন করেছে সেটাও বোঝা যায়। কোন পোস্টে মেনশন করেছে এই বিষয়টা যদি জানা যায় তাহলে পোস্ট করা অতি সহজ হয়ে যায়। নোটিফিকেশন বট চালু করার আগে প্রতি সেকশনে গিয়ে খুঁজতে হতো আমাকে কে কোট করেছে কিন্তু এখন আর খুঁজতে হয় না বরং এমনিতে নোটিফিকেশন চলে আসে। ওই নোটিফিকেশন দেখে পোস্ট করা অনেক সহজ হয় এবং মানুষ আগের তুলনায় আরো অধিক পোস্ট করতে সাচছসন্দ বোধ করবে।
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Mr.Corol on January 23, 2024, 04:46:37 AM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: LDL on January 23, 2024, 01:41:00 PM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Mr.Corol on January 23, 2024, 03:27:29 PM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
হতে পারে এমনো আপডেট আমরা দেখতে পাবো, বিষয়টি হলো ধরে নিন উদাহরণ হিসেবে, ১০ কারমা মেম্বার বা কম বেশি, আবার ১০০ কারমা হলে ফুল মেম্বার, ২৫০-৩০০ কারমা হলে সিনিয়র মেম্বার।

তবে এই আপডেট অনেক দেরিতে হবে, কারন এখানে বেশি মেম্বার নাই সারাদিনে কয়টাই বা পোস্ট হয়। আরো বেশি মেম্বার এক্টিব হলে মনে হয় এই সিস্টেম চালু হতে পারে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Paragon2 on January 24, 2024, 09:19:33 AM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
হতে পারে এমনো আপডেট আমরা দেখতে পাবো, বিষয়টি হলো ধরে নিন উদাহরণ হিসেবে, ১০ কারমা মেম্বার বা কম বেশি, আবার ১০০ কারমা হলে ফুল মেম্বার, ২৫০-৩০০ কারমা হলে সিনিয়র মেম্বার।

তবে এই আপডেট অনেক দেরিতে হবে, কারন এখানে বেশি মেম্বার নাই সারাদিনে কয়টাই বা পোস্ট হয়। আরো বেশি মেম্বার এক্টিব হলে মনে হয় এই সিস্টেম চালু হতে পারে।

আপনার চাইতে এই ফোরামের এডমিন অনেক বেশি জ্ঞানী তাই তিনি এই আপডেটটি কখনোই করবেন না। যখনই এই ধরনের আপডেট হবে তখন সবাই মাল্টি অ্যাকাউন্ট করার চিন্তাভাবনা শুরু করবে এবং কারমা নেওয়ার জন্য সব সময় ব্যস্ত থাকবে। দীর্ঘদিন ধরে এই ফোরাম মরুভূমির মাঝে বেঁচে রয়েছে, তবে আপডেট আরো হবে এবং বর্তমানে এডমিন আপডেট করার জন্য যথেষ্ট ব্যস্ত হয়ে রয়েছে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Rds3b on January 29, 2024, 05:53:31 AM
এই বিষয়টা আমার অজানা ছিল এটা কিভাবে হয় এবং এর সুবিধা-অসুবিধা কি আমার জানা ছিল না আপনাদের মাধ্যমে এ বিষয়ে জানতে পারলাম এবং শুধু আমি না আমার মত যারা এ বিষয়ে অজানা ছিল তারা সবাই এখান থেকে জানতে পারল এটা কেন হয় বা এর সুবিধা কি। তাই আমি যারা এ বিষয়ে আমাদেরকে সহযোগিতা করে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আরো অজানা কিছু যা আছে আমরা জানিনা সেগুলোকে তুলে ধরবেন আমরা আপনাদের মাধ্যমে এসব বিষয়ে জানতে চাই ধন্যবাদ সবাইকে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: JISAN on February 04, 2024, 02:49:34 PM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
আগে কারমা সিনিয়র মেম্বার এবং এর উপরের র‍্যাংকের সদস্যরা দিতে পারতো কিন্তু কারমা বিষয়টা এখন আরো সহজ করে দেওয়া হইছে এখন Full Member ও এর উপরের র‍্যাংকের সদস্যরা কারমা দিতে পারে। এটা করা হইছে কারন এই ফোরাম এখনো btt এর মতো জনপ্রিয় হতে পারেনি তাই ইউজাররা যেন কোনো বিরক্তি ফিন না করে আনন্দের সাথে ফোরাম ব্যবহার করতে পারে এর জন্য সবকিছু সহজ করে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে হয়তবা রুলস পরিবর্তন করা হবে ও btt এর মতো কঠিন করা হবে এখানে আপনি হয়তবা জানেন যে btt ফোরামেও ২০১৭ সাল পর্যন্ত মেরিট অনেক সহজ জিনিস ছিলো এক্টিভিটি হলেই প্রয়োজনীয় মেরিট অটো জেনারেট হতো কিন্তু এখন মেরিট আর্ন করে তারপর র‍্যাংক পরিবর্তন করতে হয়। এখানেও ভবিষ্যতে এমন কিছু হতে পারে
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Bd officer on February 04, 2024, 03:41:05 PM
আগে কারমা সিনিয়র মেম্বার এবং এর উপরের র‍্যাংকের সদস্যরা দিতে পারতো কিন্তু কারমা বিষয়টা এখন আরো সহজ করে দেওয়া হইছে এখন Full Member ও এর উপরের র‍্যাংকের সদস্যরা কারমা দিতে পারে।
ভাই এই আপডেট টা আমি তো দেখতে পাচ্ছি না। কিভাবে কারমা দেওয়া হয়, আমি তো সেই অপশনটা খুঁজে পাচ্ছি না। এইটা আপডেট আনা হয়েছে?  নাকী আলোচনা করা হচ্ছে? বিষয়টি একটু ক্লিয়ার করেন।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: tjtonmoy on February 04, 2024, 05:29:32 PM
অনেক অপেক্ষার পর এইটা আসলো। নটিফিকেশন ছাড়া পোস্ট ট্রাক করা অনেক সময় সাপেক্ষ এবং মাঝে মাঝে খুজে পেতেও অনেক হয়রানির শিকার হতে হয়। PX-Z কে অনেক ধন্যবাদ এইটা বানানোর জন্য। Thank you PX-Z. আশা করি এডমিন এর বিপক্ষে কিছু করবেনা। নটিফিকেশন এর জন্য মনেহয় পেইড একটা কিছু আছে এই ফোরাম এ। সেইটা ফ্রিতে ব্যাবহার কতটা গ্রহনযোগ্য হবে তা শুধু এডমিন ই ভালো জানে। তবে আশা করি আমরা এই ফ্রি সার্ভিস টা ফ্রি ভাবেই ব্যাবহার করতে পারব।
বাকিটা এডমিন এর উপর। দেখা যাক কি হয়।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on February 04, 2024, 06:06:16 PM
অনেক অপেক্ষার পর এইটা আসলো। নটিফিকেশন ছাড়া পোস্ট ট্রাক করা অনেক সময় সাপেক্ষ এবং মাঝে মাঝে খুজে পেতেও অনেক হয়রানির শিকার হতে হয়। PX-Z কে অনেক ধন্যবাদ এইটা বানানোর জন্য। Thank you PX-Z. আশা করি এডমিন এর বিপক্ষে কিছু করবেনা। নটিফিকেশন এর জন্য মনেহয় পেইড একটা কিছু আছে এই ফোরাম এ। সেইটা ফ্রিতে ব্যাবহার কতটা গ্রহনযোগ্য হবে তা শুধু এডমিন ই ভালো জানে। তবে আশা করি আমরা এই ফ্রি সার্ভিস টা ফ্রি ভাবেই ব্যাবহার করতে পারব।
বাকিটা এডমিন এর উপর। দেখা যাক কি হয়।
+১ , পেইডের কথাটা বলে ভালো হলো। এডমিন কি একটা বিষয় রোগ করেছেন বুঝলাম না। আমার ইউজার নেম টা পরিবর্তন করতে এডমিন কে রিকোয়েস্ট করেছিলাম সে আমার ইউজার নেমটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু এক ডলার পরিমাণ এটিটি টোকেন পোড়াতে হবে। একটু ফ্রিতে কাজ করে দিলেই পারে সাথে টোকেন পোড়াতে হবে।
নোটিফিকেশন বাট চালু করাতে ফোরামের উন্নতি হয়েছে এজন্য হয়তো কোন পেইড বিষয়টা যোগ করেনি। ব্যক্তিগত হলে অবশ্যই পেইড বিষয়টা যোগ করে দিত।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on February 04, 2024, 06:09:49 PM
তবে নোটিফিকেশন বট ভবিষ্যতে কার্মার বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে মনে হচ্ছে। অহেতুক অনেকেই নেগেটিভ কারমা দিচ্ছে যাদের দেখা যাচ্ছে না। পোস্ট ভালো হলেও নেগেটিভ কারমা দিচ্ছে এবং পোস্ট খারাপ হলেও নেগেটিভ কারমা দিচ্ছে। তাই ভবিষ্যতে পোষ্টের পাশাপাশি কারমাতেও যেন নোটিফিকেশন বট চালু হয় সেই আপডেটের জন্য অপেক্ষা করবো।
এই বিষয়টি যত দ্রুত সম্ভব আপডেট করা হলে অবশ্যই অনেক ভালো হবে। আমরা দেখতে পারিনা যে কে নেগেটিভ কারমা বা কে পজিটিভ কারমা দিলেন। বিটকয়েন টক ফোরামে যেমন মেরিট দিলে পোস্ট এর উপরেই বোঝা যায়, এরকম একটা আপডেট আসলে অনেক ভালো হতো।
আমার বোধগম্য হচ্ছে না কারমা আসলে কি কাজে লাগে। অনেকেই দেখছি অনেক অনেক কারমা অথচ এই ফোরামের এডমিনেরও এতো বেশি কারমা নেই।আমার মনে হয় একসময় এই কারমা সিস্টেমের পরিবর্তন আসবে বিশেষ করে অনেক হায়ার রেঙ্কের মেম্বাররাই কেবলমাত্র কারমা দিতে পারবে। এখন হয়তো সিনিয়র মেম্বার হলে কারমা দেওয়া যায় এক সময় আসতে পারে শুধুমাত্র লিজেন্ডারি হলে কারমা দেওয়া যাবে। তাছাড়া কারমা মনে হয় ১০ ঘন্টা পর পর দেওয়া যায় কিন্তু এমন এক সময় আসবে সপ্তাহে একদিন হয়তো কারমা দেওয়া যেতে পারে। কারমা বিষয়ে আপডেট অতি শীঘ্রই আমরা পেয়ে যাব।
আগে কারমা সিনিয়র মেম্বার এবং এর উপরের র‍্যাংকের সদস্যরা দিতে পারতো কিন্তু কারমা বিষয়টা এখন আরো সহজ করে দেওয়া হইছে এখন Full Member ও এর উপরের র‍্যাংকের সদস্যরা কারমা দিতে পারে। এটা করা হইছে কারন এই ফোরাম এখনো btt এর মতো জনপ্রিয় হতে পারেনি তাই ইউজাররা যেন কোনো বিরক্তি ফিন না করে আনন্দের সাথে ফোরাম ব্যবহার করতে পারে এর জন্য সবকিছু সহজ করে দেওয়া হয়েছে তবে ভবিষ্যতে হয়তবা রুলস পরিবর্তন করা হবে ও btt এর মতো কঠিন করা হবে এখানে আপনি হয়তবা জানেন যে btt ফোরামেও ২০১৭ সাল পর্যন্ত মেরিট অনেক সহজ জিনিস ছিলো এক্টিভিটি হলেই প্রয়োজনীয় মেরিট অটো জেনারেট হতো কিন্তু এখন মেরিট আর্ন করে তারপর র‍্যাংক পরিবর্তন করতে হয়। এখানেও ভবিষ্যতে এমন কিছু হতে পারে
না ভাই কয়েকদিন আগে আমি ফুল মেম্বার ছিলাম কিন্তু আমি কাউকে কারমা দিতে পারিনি।এখন আমি সিনিয়র মেম্বার পদমর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি এবং আমি কারমা দেওয়ার যোগ্যতাও অর্জন করে ফেলেছি। সিনিয়র মেম্বারের নিচের রেঙ্কের মেম্বাররা কারমা দিতে পারবে না।কারমা সিস্টেমের পরিবর্তন আপাতত সিনিয়র মেম্বার হতে শুরু হয়েছে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: tjtonmoy on February 04, 2024, 07:08:23 PM
+১ , পেইডের কথাটা বলে ভালো হলো। এডমিন কি একটা বিষয় রোগ করেছেন বুঝলাম না। আমার ইউজার নেম টা পরিবর্তন করতে এডমিন কে রিকোয়েস্ট করেছিলাম সে আমার ইউজার নেমটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু এক ডলার পরিমাণ এটিটি টোকেন পোড়াতে হবে। একটু ফ্রিতে কাজ করে দিলেই পারে সাথে টোকেন পোড়াতে হবে।
নোটিফিকেশন বাট চালু করাতে ফোরামের উন্নতি হয়েছে এজন্য হয়তো কোন পেইড বিষয়টা যোগ করেনি। ব্যক্তিগত হলে অবশ্যই পেইড বিষয়টা যোগ করে দিত।
এখনও বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে। আপাতত এই বট এর ফাংশন এর মধ্যে এমন কিছু এড করা হয় নাই যেটা ফোরাম বিরোধী। ভবিষ্যতে আপডেট এর মাধ্যমে কি করা হবে তার উপর নির্ভর করতেছে এডমিন এই বিষয়ে কোন পদক্ষেপ নিবে কি না। আমি বিটকয়েন ফোরাম থেকে এসেছি যেখানে এই সার্ভিস ফ্রি। তবে এইখানে কি করবে তা এডমিন এর উপর নির্ভর করতেছে।
আশাকরি ফ্রি রাখা হবে এই সার্ভিস টি। কারন সবাই এইখান থেকে আর্ন করতেছে না এবং টাকা দিয়ে একটা সার্ভিস কিনে ফালায় রাখার মানে হয় না। তবে কোনো প্রকার ফি এড করলে কিছু করার থাকবে না।
সুতরাং যতদিন ফ্রি আছে ইউজ করতে থাকি। ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে ভাবা যাবে।
আর অনান্য ফোরাম এ তো নাম পরিবর্তন করার রাস্তা নাই। এইখানে সামান্য কিছু ডলার দিয়ে যদি করা যায় তা আসলেই ভালো আমার মতে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Perfect540 on February 05, 2024, 04:01:07 AM
+১ , পেইডের কথাটা বলে ভালো হলো। এডমিন কি একটা বিষয় রোগ করেছেন বুঝলাম না। আমার ইউজার নেম টা পরিবর্তন করতে এডমিন কে রিকোয়েস্ট করেছিলাম সে আমার ইউজার নেমটা পরিবর্তন করে দিয়েছে কিন্তু এক ডলার পরিমাণ এটিটি টোকেন পোড়াতে হবে। একটু ফ্রিতে কাজ করে দিলেই পারে সাথে টোকেন পোড়াতে হবে।
নোটিফিকেশন বাট চালু করাতে ফোরামের উন্নতি হয়েছে এজন্য হয়তো কোন পেইড বিষয়টা যোগ করেনি। ব্যক্তিগত হলে অবশ্যই পেইড বিষয়টা যোগ করে দিত।
এখনও বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হবে। আপাতত এই বট এর ফাংশন এর মধ্যে এমন কিছু এড করা হয় নাই যেটা ফোরাম বিরোধী। ভবিষ্যতে আপডেট এর মাধ্যমে কি করা হবে তার উপর নির্ভর করতেছে এডমিন এই বিষয়ে কোন পদক্ষেপ নিবে কি না। আমি বিটকয়েন ফোরাম থেকে এসেছি যেখানে এই সার্ভিস ফ্রি। তবে এইখানে কি করবে তা এডমিন এর উপর নির্ভর করতেছে।
আশাকরি ফ্রি রাখা হবে এই সার্ভিস টি। কারন সবাই এইখান থেকে আর্ন করতেছে না এবং টাকা দিয়ে একটা সার্ভিস কিনে ফালায় রাখার মানে হয় না। তবে কোনো প্রকার ফি এড করলে কিছু করার থাকবে না।
সুতরাং যতদিন ফ্রি আছে ইউজ করতে থাকি। ভবিষ্যতে কি হবে তা ভবিষ্যতে ভাবা যাবে।
আর অনান্য ফোরাম এ তো নাম পরিবর্তন করার রাস্তা নাই। এইখানে সামান্য কিছু ডলার দিয়ে যদি করা যায় তা আসলেই ভালো আমার মতে।
ভালো বলেছেন, যতদিন ফ্রি খেতে পারি খেয়ে যাই তা না হলে কোন এক সময় বিটকয়েনের মত এডমিন শক্ত হয়ে যাবে তখন আর হাজার রিকোয়েস্ট করেও নাম চেঞ্জ করা যাবে না। এখন যদি নাম চেঞ্জ করতে থাকি তাহলে তার কাছে এক ডলার পরিমাণ টোকেন বার্ন করলেই অ্যাডমিন নিজেই নাম পরিবর্তন দেয়। তাছাড়া আগে সম্পূর্ণ নাম চেঞ্জ করা ফ্রি ছিল কিন্তু এডমিন জনপ্রিয় তা বুঝে কিছু পেইড সার্ভিসের ব্যবস্থা করেছে। আমার মনে হয় ভবিষ্যতে এই রকম পেইড সার্ভিস থাকবে না। এডমিন যখন নিজেই বিভিন্ন ব্যানার ও ফোরামে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করেছে তখন আমার মনে হয় না সহজেই ফ্রি সার্ভিস চালু করবে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: tjtonmoy on February 05, 2024, 08:01:54 AM
ভালো বলেছেন, যতদিন ফ্রি খেতে পারি খেয়ে যাই তা না হলে কোন এক সময় বিটকয়েনের মত এডমিন শক্ত হয়ে যাবে তখন আর হাজার রিকোয়েস্ট করেও নাম চেঞ্জ করা যাবে না। এখন যদি নাম চেঞ্জ করতে থাকি তাহলে তার কাছে এক ডলার পরিমাণ টোকেন বার্ন করলেই অ্যাডমিন নিজেই নাম পরিবর্তন দেয়। তাছাড়া আগে সম্পূর্ণ নাম চেঞ্জ করা ফ্রি ছিল কিন্তু এডমিন জনপ্রিয় তা বুঝে কিছু পেইড সার্ভিসের ব্যবস্থা করেছে। আমার মনে হয় ভবিষ্যতে এই রকম পেইড সার্ভিস থাকবে না। এডমিন যখন নিজেই বিভিন্ন ব্যানার ও ফোরামে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া শুরু করেছে তখন আমার মনে হয় না সহজেই ফ্রি সার্ভিস চালু করবে।
ভাই আমরা সবাই কোনো না কোনো ভাবে টাকা ইনকাম এর পথ খুজতেছি। এই ফোরাম থেকে আমরা যা পাচ্ছি তা আমাদের ইনকাম। তবে এডমিন তো আর বসে থাকবে না। সে ও পথ খুজবে নিজের ইনকাম এর জন্য। অনেকদিন যাবৎ এই ফোরাম অলমোস্ট কোনো ট্রাফিক ছিলো না। এখন অনেক এক্টিভ মেম্বার এড হয়েছে। সেক্ষেত্রে ফোরাম চালানোর জন্য হলেও এডমিন কিছু দাবি করতেই পারে। আসলে ফ্রি জিনিস ব্যবহার করতে করতে হুট করে তার পিছনে টাকা এড করে দিলে আসলে খারাপ ই লাগে তবে এটাই বাস্তবতা।

তবে মনে হয়না করবে। কারন একটা ওয়েবসাইট ব্যবহার এর ফলেও রেভিনিউ জমা হয়। ফ্রিতে যত দিন পান খেয়ে যান তারপর বাকিটা পরে দেখা যাবে।
Title: Re: টেলিগ্রাম নোটিফিকেশন বট চালু হয়েছে
Post by: Shiba2 on February 05, 2024, 10:08:02 AM
আজকে আমাদের অনেকটাই ভালো লাগছে যে আমরা নতুন কিছু পেয়েছি এতদিন শুধু অপেক্ষায় ছিলাম আজ আমরা সেটা পেয়েছি এত এতটাই ভালো লাগছে । টেলিগ্রাম এ বট চালু হওয়ায় আমাদের কষ্ট দূর হয়ে গেছে। এখন খুব সহজেই আপডেট জানতে পারি আর কোন কষ্ট হয় না