Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Tepona on January 20, 2024, 06:33:37 PM

Title: ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না
Post by: Tepona on January 20, 2024, 06:33:37 PM
শেয়ার মার্কেট ও crypto ইন্ডাস্ট্রি মার্কেট, ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা।

আমি সেদিন থেকে প্রফিটেবল ট্রেডার, যেদিন থেকে আমি প্রতিদিন প্রফিট করার আশা বা চিন্তা থেকে সরে আসছি।
ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না এটাই স্বাভাবিক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই প্রফিটেবল ট্রেডাল হয়ে ওঠা সম্ভব।

এমনও মাস যায়, যে মাসে আমি মাএ 2-3 টা ট্রেড নেই। এটা ডিপেন্ডস করে মার্কেট কন্ডিশনস এর উপর।

আমার গল্পটা শেয়ার করছি কারন অনেকে দেখি অল্পতেই হতাশ হয়ে যান। যে কোন কাজে লেগে থাকলে সফলতা আসবেই। শিখেন, দক্ষতা বাড়ান, অভিজ্ঞতা কাজ করতে করতে হয়ে যাবে।
Title: Re: ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না
Post by: Mr.Corol on January 21, 2024, 02:39:03 AM
শেয়ার মার্কেট ও crypto ইন্ডাস্ট্রি মার্কেট, ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা।

আমি সেদিন থেকে প্রফিটেবল ট্রেডার, যেদিন থেকে আমি প্রতিদিন প্রফিট করার আশা বা চিন্তা থেকে সরে আসছি।
ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না এটাই স্বাভাবিক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই প্রফিটেবল ট্রেডাল হয়ে ওঠা সম্ভব।

এমনও মাস যায়, যে মাসে আমি মাএ 2-3 টা ট্রেড নেই। এটা ডিপেন্ডস করে মার্কেট কন্ডিশনস এর উপর।

আমার গল্পটা শেয়ার করছি কারন অনেকে দেখি অল্পতেই হতাশ হয়ে যান। যে কোন কাজে লেগে থাকলে সফলতা আসবেই। শিখেন, দক্ষতা বাড়ান, অভিজ্ঞতা কাজ করতে করতে হয়ে যাবে।
ট্রেডিং হলো সবচেয়ে ঝুকিপূর্ণ, যে কেউ ট্রেড করে সফল হতে পারে না। এখন আপনি বললেন ট্রেড করে লাভবান হয়েছেন, আপনার মাঝে অনেক ট্রেলেন্ট আছে তাই আপনি লাভ করতে পারেন। সবাই যে লাভবান হইবে এমনটা ভাবা উচিত নয়। আমার নিজেকেই দিয়ে উদাহরণ দেই, আমি একাধিক বার ট্রেড করেছি  যে টোকেন কিনি সেটার দাম দেখি কমে যায়। আজ পর্যন্ত কোন ট্রেডে লাভবান হতে পারি নাই।
Title: Re: ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না
Post by: kulkhan on January 21, 2024, 11:46:07 PM
আপনি যথার্থ বলেছেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত ট্রেডিং হলো এক প্রকার বিজনেস এখানে লাভ লস দুটোই বিদ্যমান। কোন অবস্থাতেই ধারাবাহিক লাভ হবে বলে আমি মনেকরি না। আপনি অভিজ্ঞ ট্রেডার হলে লাভের পাল্লা ভারী হতে পারে। তবে লস ও হতে পারে সেটা মাথায় নিয়েই আপনাকে ট্রেডিং এ নামতে হবে। তবে আপনি অভিজ্ঞ ট্রেডার হলে লাভের পাল্লা ভারী হতে পারে সেটাই হবে আপনার জন্য স্বস্তির।
Title: Re: ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না
Post by: Altcoin1998$ on January 22, 2024, 09:06:02 AM
শেয়ার মার্কেট ও crypto ইন্ডাস্ট্রি মার্কেট, ফরেক্স মার্কেট সম্পূর্ণ আলাদা।

আমি সেদিন থেকে প্রফিটেবল ট্রেডার, যেদিন থেকে আমি প্রতিদিন প্রফিট করার আশা বা চিন্তা থেকে সরে আসছি।
ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না এটাই স্বাভাবিক। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারলেই প্রফিটেবল ট্রেডাল হয়ে ওঠা সম্ভব।

এমনও মাস যায়, যে মাসে আমি মাএ 2-3 টা ট্রেড নেই। এটা ডিপেন্ডস করে মার্কেট কন্ডিশনস এর উপর।

আমার গল্পটা শেয়ার করছি কারন অনেকে দেখি অল্পতেই হতাশ হয়ে যান। যে কোন কাজে লেগে থাকলে সফলতা আসবেই। শিখেন, দক্ষতা বাড়ান, অভিজ্ঞতা কাজ করতে করতে হয়ে যাবে।
মার্কেটে যদি প্রতিদিন লাভ হতো তাহলে চিন্তা করেন সব মানুষ বিজনেস বাদ দিয়ে শুধুমাত্র  ক্রিপ্টো কারেন্সি ট্রেড করে মানুষ জীবিকা নির্বাহ করত। অনিশ্চিত বিনিয়োগ বা ব্যবসা কিছুদিন লাভ এ থাকে আবার কিছুদিন এমন ভাবে লসে থাকে আগের লাভ করা সকল ডলার প্রশমিত হয়ে যায়। এটা আসলে কেউ বলতে পারবেনা আমি এখানে বিনিয়োগ করে বা ট্রেড করে এত লক্ষ টাকা লাভ করেছি বরং সবাই বলবে আমি ওটা থেকে এত টাকা ক্ষতি হয়েছে। তবে আমি বেশ কিছুদিন ট্রেড করেছি কিন্তু কিছু দিন লাভে থাকলে এমন এক সময়ে এসে লস হয়েছে যেখানে আমার পূর্ববর্তী সকল লাভ একত্রিত করলেও লসের সমান হবে না। তাই এই ব্যবসায় কেউ কখনো ধারাবাহিক লাভ করা রেকর্ড হয়নি বরং ধারাবাহিকভাবে লাভ লস হয়েছে এটা অনেকেই বলতে পারবে। তবে যারা মার্কেটে ধারাবাহিকভাবে লাভ-লসের মধ্যে রয়েছে তারাই একসময় ভালো অভিজ্ঞতা অর্জন করে প্রফিটে থাকবে। যাহোক বিজনেস তো বিজনেস কোন এক সময় এই বিজনেস আপনাকে এমন একটি অভিজ্ঞতার ধার প্রান্তে পৌঁছে দেবে যখন আপনি লোকসানের চেয়ে একটু প্রফিট বেশি পাবেন। এটা একটা সাকসেসফুল বিজনেসের মূল টার্গেট।
Title: Re: ট্রেডিং হচ্ছে বিজনেস, বিজনেসে প্রতিদিন ধারাবাহিক লাভ হবে না
Post by: Perfect540 on January 22, 2024, 02:12:36 PM
আপনি যথার্থ বলেছেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত ট্রেডিং হলো এক প্রকার বিজনেস এখানে লাভ লস দুটোই বিদ্যমান। কোন অবস্থাতেই ধারাবাহিক লাভ হবে বলে আমি মনেকরি না। আপনি অভিজ্ঞ ট্রেডার হলে লাভের পাল্লা ভারী হতে পারে। তবে লস ও হতে পারে সেটা মাথায় নিয়েই আপনাকে ট্রেডিং এ নামতে হবে। তবে আপনি অভিজ্ঞ ট্রেডার হলে লাভের পাল্লা ভারী হতে পারে সেটাই হবে আপনার জন্য স্বস্তির।
ট্রেডিংকে যদি বিজনেস মনে করা হয় তাহলে ক্রিপ্টো কারেন্সি সম্পূর্ণ হালাল। আর বিজনেস মনে করলে অবশ্যই লাভ ক্ষতি আসবে। প্রত্যেক ব্যবসায়ে লাভ ক্ষতি দুটো গুরুত্বপূর্ণ দিক। তাই এই দুটো দিক অবশ্যই একের পর এক আসতেই পারে। তবে লাভ হবে এবং হলে অবশ্যই ক্ষতির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে।