Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Perfect540 on January 25, 2024, 05:52:07 AM

Title: BUDDY লিস্ট যোগ বিযোগ কি কাজে লাগে?
Post by: Perfect540 on January 25, 2024, 05:52:07 AM
একটা বিষয় খুব জানার ইচ্ছা আছে যদিও আমি অনেকদিন ধরে জানতে চাই কিন্তু লজ্জার জন্য জানতে পারি না।
এই ফোরামে "add to Buddy list" এই বিষয়টির সুবিধা অসুবিধা কি। বাড্ডি লিস্টে যোগ করলেই কি সুবিধা আবার বাদ্দি লিস্ট থেকে বাদ দিলেই বা কি সুবিধা। কেউ যদি একটু জেনে থাকেন দয়া করে শেয়ার করবেন। আমার খুব জানার আগ্রহ আছে।
Title: Re: BUDDY লিস্ট যোগ বিযোগ কি কাজে লাগে?
Post by: Learn Bitcoin on January 25, 2024, 04:47:54 PM
একটা বিষয় খুব জানার ইচ্ছা আছে যদিও আমি অনেকদিন ধরে জানতে চাই কিন্তু লজ্জার জন্য জানতে পারি না।
এই ফোরামে "add to Buddy list" এই বিষয়টির সুবিধা অসুবিধা কি। বাড্ডি লিস্টে যোগ করলেই কি সুবিধা আবার বাদ্দি লিস্ট থেকে বাদ দিলেই বা কি সুবিধা। কেউ যদি একটু জেনে থাকেন দয়া করে শেয়ার করবেন। আমার খুব জানার আগ্রহ আছে।

বাডি লিষ্ট হচ্ছে মূলত বন্ধু তালিকা। ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েষ্ট এর মতো। যদি কেউ আপনার বাডি রিকোয়েষ্ট একসেপ্ট করে, তবে আপনি তার ফ্রেন্ড লিষ্ট এ থাকবেন। এর পিছনে অবশ্যই কোনো প্ল্যান থাকতে পারে। যেমন এখন চাইলেই যে কেউ কাউকে প্রািইভেট মেসেজ পাঠাতে পারে বা লাষ্ট একটিভ কখন ছিলো সেটা দেখতে পারে। ফোরামে হয়তো এরকম সিষ্টেম করতে পারে যে কারো লাষ্ট একটিভিটি দেখার জন্য আপনাকে তার বন্ধু হতে হবে। আবার হতে পারে যে শুধুমাত্র বন্ধুরাই আপনাকে মেসেজ পাঠাতে পারবে। এরকম অনেক আপডেট ভবিষ্যতে আসতে পারে। আমি এখানে যা যা বললাম, সেগুলো আমার ধারনা থেকে। কারন আমি অনেক পুরাতন ফোরামে এরকম দেখেছি।
Title: Re: BUDDY লিস্ট যোগ বিযোগ কি কাজে লাগে?
Post by: Perfect540 on January 27, 2024, 09:55:52 AM
একটা বিষয় খুব জানার ইচ্ছা আছে যদিও আমি অনেকদিন ধরে জানতে চাই কিন্তু লজ্জার জন্য জানতে পারি না।
এই ফোরামে "add to Buddy list" এই বিষয়টির সুবিধা অসুবিধা কি। বাড্ডি লিস্টে যোগ করলেই কি সুবিধা আবার বাদ্দি লিস্ট থেকে বাদ দিলেই বা কি সুবিধা। কেউ যদি একটু জেনে থাকেন দয়া করে শেয়ার করবেন। আমার খুব জানার আগ্রহ আছে।

বাডি লিষ্ট হচ্ছে মূলত বন্ধু তালিকা। ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েষ্ট এর মতো। যদি কেউ আপনার বাডি রিকোয়েষ্ট একসেপ্ট করে, তবে আপনি তার ফ্রেন্ড লিষ্ট এ থাকবেন। এর পিছনে অবশ্যই কোনো প্ল্যান থাকতে পারে। যেমন এখন চাইলেই যে কেউ কাউকে প্রািইভেট মেসেজ পাঠাতে পারে বা লাষ্ট একটিভ কখন ছিলো সেটা দেখতে পারে। ফোরামে হয়তো এরকম সিষ্টেম করতে পারে যে কারো লাষ্ট একটিভিটি দেখার জন্য আপনাকে তার বন্ধু হতে হবে। আবার হতে পারে যে শুধুমাত্র বন্ধুরাই আপনাকে মেসেজ পাঠাতে পারবে। এরকম অনেক আপডেট ভবিষ্যতে আসতে পারে। আমি এখানে যা যা বললাম, সেগুলো আমার ধারনা থেকে। কারন আমি অনেক পুরাতন ফোরামে এরকম দেখেছি।
যাহোক অনেক উপকার হলো এই বিষয়গুলো আমি আসলে জানতাম না। আমি ভেবে নিয়েছিলাম হয়তো এই লিস্ট দিয়ে হয়তো কোন ব্ল্যাকলিস্টে করে রাখা যায় এরকম কাজ। কিন্তু আমার ধারণা সম্পূর্ণ উল্টো ছিল বরং আমি উল্টো ধারণা নিয়ে এতো দিন ছিলাম। সঠিকভাবে আপনি বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনো জানে না তারা এই বিষয়টি আপনার পোস্ট থেকে জানতে পারবে।
Title: Re: BUDDY লিস্ট যোগ বিযোগ কি কাজে লাগে?
Post by: JISAN on January 27, 2024, 05:46:30 PM
একটা বিষয় খুব জানার ইচ্ছা আছে যদিও আমি অনেকদিন ধরে জানতে চাই কিন্তু লজ্জার জন্য জানতে পারি না।
এই ফোরামে "add to Buddy list" এই বিষয়টির সুবিধা অসুবিধা কি। বাড্ডি লিস্টে যোগ করলেই কি সুবিধা আবার বাদ্দি লিস্ট থেকে বাদ দিলেই বা কি সুবিধা। কেউ যদি একটু জেনে থাকেন দয়া করে শেয়ার করবেন। আমার খুব জানার আগ্রহ আছে।

বাডি লিষ্ট হচ্ছে মূলত বন্ধু তালিকা। ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েষ্ট এর মতো। যদি কেউ আপনার বাডি রিকোয়েষ্ট একসেপ্ট করে, তবে আপনি তার ফ্রেন্ড লিষ্ট এ থাকবেন। এর পিছনে অবশ্যই কোনো প্ল্যান থাকতে পারে। যেমন এখন চাইলেই যে কেউ কাউকে প্রািইভেট মেসেজ পাঠাতে পারে বা লাষ্ট একটিভ কখন ছিলো সেটা দেখতে পারে। ফোরামে হয়তো এরকম সিষ্টেম করতে পারে যে কারো লাষ্ট একটিভিটি দেখার জন্য আপনাকে তার বন্ধু হতে হবে। আবার হতে পারে যে শুধুমাত্র বন্ধুরাই আপনাকে মেসেজ পাঠাতে পারবে। এরকম অনেক আপডেট ভবিষ্যতে আসতে পারে। আমি এখানে যা যা বললাম, সেগুলো আমার ধারনা থেকে। কারন আমি অনেক পুরাতন ফোরামে এরকম দেখেছি।
আমরা সবাই জানি যে বাডি বলতে বোঝায় যে বন্ধু আর বাডি লিস্ট অবশ্যই বন্ধুর লিস্ট হবে তবে এখানে এই অপশন রাখা হলেও এখনো এইটা কার্জকরি হয়নাই। এটা পরীক্ষামূলক আছে এইটার আপাতত কোনো কাজ নাই এর জন্য এইটা নিয়া এখনো Admin ও কিছু  পোস্ট করেনাই।