Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on January 27, 2024, 04:57:47 PM
-
একই বিসয়ে আমি অন্য ফোরামেও লিখেছি। লেখক আমি নিজে।
লিংক: পোস্ট কোয়ালিটি ভালো করার ক্যাম্পেইন (https://bitcointalk.org/index.php?topic=631891.msg63549471#msg63549471)
আমাদের বোর্ড এ অনেক নতুন এবং পুরাতন মেম্বার আছে যাদের মধ্যে অনেকেই এখনো ফোরামের ব্যাসিক কিছু জিনিস এভয়েড করে চলে। ফোরামের অফিশিয়াল রুলসের বাইরেও কিছু কমন ব্যাপার আছে যেগুলো আপনাকে আপনার নিজের কমন সেন্স ব্যাবহার করে মেনে চলতে হবে। নিজের পোস্ট কোয়ালিটি মেইন্টেইন করার জন্য কিছু জিনিস মাথায় রাখা জরুরী। পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য কি কি করতে পারেন, সেগুলো নিজের কিছু মতামত থেকে তুলে ধরার চেস্ট করলাম যেগুলো আপনারা ফলো করলে আগের চেয়ে বেশি কারমা পেতে পারেন।
পোস্ট কোয়ালিটি ভালো রাখার জন্য যা করতে পারেনঃ
যখন নতুন থ্রেড ক্রিয়েট করবেন, তখন এগুলো খেয়াল রাখবেন - গাইড/টিউটোরিয়াল এবং ইনোভেটিভ নতুন কিছু নিয়ে টপিক লিখতে পারেন যেখানে অনেক মানুষ ইন্টারেস্টেড হতে পারে।
- নতুন উপায়ে কোনো র্যাফেল বা গিভাওয়ে করতে পারেন।
- আরটিকেল লেখার সময় ভেতরে স্পেস করে করে লিখবেন। ছোট ছোট প্যারাগ্রাফ করে লিখবেন।
- বড় পোস্ট লেখার সময় লেখাকে কয়েকটা ভাগ করে নিবেন এবং প্রতিটা ভাগের জন্য সাব হেডিং ব্যাবহার করতে পারেন।
- পোস্ট এ টেবিল, পয়েন্টার বা ইমেজ ব্যাবহার করতে পারেন। কোনো কিছু বুঝানোর ক্ষেত্রে ছবি ব্যাবহার করা জরুরি।
- পোস্ট লেখার পর সেটা পোস্ট করার আগে পড়ে নিবেন যে আপনি নিজে বুঝতে পারেন কি না।
- কমেন্ট করার সময় ভেবে দেখবেন যে আপনার পোস্ট টা আসলে ইন্টারেস্টেড কি না।
- আপনার থ্রেড বা পোস্ট গুলো আপডেটেড রাখার চেস্টা করুন। ধরেন আপনি ২ বছর আগে পোস্ট করেছিলেন, কিন্তু এখন সেটার ইমেজ শো করছে না, এই ক্ষেত্রে নতুন ইমেজ ব্যাবহার করুন।
- সঠিক ইমেজ সাইজ ব্যাবহার করুন। মাঝে মাঝে এমন স্ক্রিনশট বা অন্যান্য ইমেজ ব্যাবহার করি, যা পুরো পেইজ জুড়ে যায়গা নিয়ে নেয়। ফোরামের ম্যাক্সিমাম Width হলো ১০৫০। ছবিতে সব সময় Width সাইজ ব্যাবহার করবেন। একই সাথে Width এবং হাইট ব্যাবহার করার প্রয়োজন নেই।
কি করতে পারেন, সেটার চাইতে কি এভয়েড করবেন, এই লিস্ট টাই বড় হবে। আমরা অনেকেই আন-নেসেসারি কিছু কাজ করে থাকি যেগুলো আসলে আমাদের এভয়েড করে উচিৎ।
যা যা এভয়েড করবেনঃ
- পিরামিড কোট, এটা খুবই বিরক্তিকর। আপনি কোনো পোস্ট কে কোট করে উত্তর দিতে চাইলে আপনি অংশটুকুর উত্তর দিতে চান, শুধু সেইটুকু কোট করুন
- অযথা মেনশন করা বন্ধ করুন। আমাদের বাংলাদেশি ইউজার রা হুদাই সিরিয়াল ধরে সবাইকে মেনশন করতে থাকে। এগুলো খুবই বিরক্তিকর
- নিউজ কপি পেস্ট, খুব গুরুত্বপূর্ণ না হলে নিউজ পোস্ট করা বন্ধ করুন।
- টেক্সট এর ওয়াল এভয়েড করুন। ফোরামে অনেকেই দেখবেন ওয়ালের মতো লিখে যাচ্ছে, এটা করবেন না। লেখাকে ছোট ছোট ভাগ করে করে লিখুন।
- স্ক্যাম প্রজেক্ট এভয়েড করুন। এর মধ্যে পিরামিড স্কিমগুলো অন্যতম
- পোস্ট করার সময় বানানের প্রতি খেয়াল রাখুন। ভূল হতেই পারে, তবে ভুল ধরতে পারলে শুধরে নিন।
- কপি পেস্ট এভয়েড করুন। যদিও এটা অলরেডি ফোরাম রুলসেই আছে। তবে আমি এখানেও মেনশন করে দিলাম।
- এ আই ব্যাবহার করবেন না।
- যেই ব্যাপারে জানেন না, সেই ব্যাপারে পোস্ট করতে যাবেন না। অল্প বিদ্যা ভয়ংকরী বলেই আমরা জানি।
পোস্ট কোয়ালিটি ভালো করার জন্য আরো অনেক কিছুই করা যেতে পারে। তবে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। মনে হলে আমি পোস্ট এডিট করে নতুন করে এড করে দিবো। আর এই পোস্ট এর মাধ্যমে সবাইকে অনুরোধ করবো আপনিও আপনার আইডিয়া শেয়ার করুন যে কিভাবে পোস্ট কোয়ালিটি ভালো করা যায়। আমাদের কি কি করা উচিৎ এবং কি কি এড়িয়ে চলা উচিৎ। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।
-
আমি আপনার সাথে একমত কারণ আপনি আমাদেরকে যে একটি ভালো মেসেজ দিয়েছেন আশা করি এটা সবার জন্যই ভাল কিছু হবে। কারণ আমাদেরকে বুঝতে হবে সবার আগে নিয়ম-নীতি মেনে চলা আমরা যে যেখানে যাই করি না কেন যদি হয় সেটা নিয়মের মধ্যে তাহলে দেখবেন আপনার ফলাফল ভালো। তাই আমি বলব এখানে আমাদেরকে যে ভালো একটি বার্তা দিয়েছেন এগুলোকে মেনে চলা ধন্যবাদ সবাইকে।
-
আমি আপনার সাথে একমত কারণ আপনি আমাদেরকে যে একটি ভালো মেসেজ দিয়েছেন আশা করি এটা সবার জন্যই ভাল কিছু হবে। কারণ আমাদেরকে বুঝতে হবে সবার আগে নিয়ম-নীতি মেনে চলা আমরা যে যেখানে যাই করি না কেন যদি হয় সেটা নিয়মের মধ্যে তাহলে দেখবেন আপনার ফলাফল ভালো। তাই আমি বলব এখানে আমাদেরকে যে ভালো একটি বার্তা দিয়েছেন এগুলোকে মেনে চলা ধন্যবাদ সবাইকে।
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। তবে এখানেও আমি কিছু সাজেশন আপনাকে দিতে চাই যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগতে পারেন। কমেন্ট করার সময় খেয়াল করবেন যে আপনি যেই কমেন্ট টি করছেন, সেটা আসলে কি কোনো দরকারি কমেন্ট? নাকি আপনি আপনার পোস্ট কাউন্ট বাড়ানোর জন্য এমনিতেই পোস্ট করছেন? আমি জানি যে এখানে আপনি শুধু আপনার মতামত টা তুলে ধরেছেন। তবে এই ধরনের পোস্টে কিন্তু তেমন কিছুই লাভ হচ্ছে না কারো। কিভাবে পোস্ট কোয়ালিটি ভালো করা যায়, সেই ব্যাপারে আপনার যদি কোনো আইডিয়া থাকে, তাহলে দয়া করে পোস্ট করবেন। এত করে অন্য ইউজার রাও উপকৃত হবে। ধন্যবাদ।
-
আপনার সহোযোগিতা মূলক এবং তথ্য মূলক পোস্টের জন্য অনেক ধন্যবাদ। এখানে অনেক উপকারী তথ্য দিয়েছেন যেগুলো ফলো করার মাধ্যমে আমরা আমাদের পোস্ট কোয়ালিটি আরো ভালো করতে পারি। এগুলো সকলের জন্য অত্যন্ত উপকারী হবে বলে আমি মনেকরি।
তবে এর সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই সেটা হলো, আমাদের কোয়ালিটি পোস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে বেশি বেশি জানতে হবে এবং বেশি বেশি স্টাডি করতে হবে। আমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ হলে আমার ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে সক্ষম হবো বলে আমি মনেকরি।
-
তবে এর সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই সেটা হলো, আমাদের কোয়ালিটি পোস্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমাদেরকে বেশি বেশি জানতে হবে এবং বেশি বেশি স্টাডি করতে হবে। আমাদের তথ্য ভান্ডার সমৃদ্ধ হলে আমার ভালো কোয়ালিটি সম্পন্ন পোস্ট করতে সক্ষম হবো বলে আমি মনেকরি।
ভাই, আসলে রিসার্চ এর বিকল্প কিছু নেই। সেটা যেই হোক না কেনো। যেহেতু শেখার কোনো শেষ নেই, তাই বেশি বেশি জানতে হলে আমাদেরকে প্রচুর পরিমানে পোস্ট বা আর্টিকেল পড়তে হবে। মানুষ বিভিন্ন ভাবে শিখতে পারে, কেউ ভিডিও দেখে, কেউ পড়ে শিখে। আমাদের নতুন দের একটা সমস্যা হলো ফোরামে এসেই ধুম ধাম লেখা শুরু করে দেয়। লেখা শুরু করার আগে কিন্তু ফোরামে এই ব্যাপারে আগে লেখা হয়েছে কি না, বা লেখা হলে সেখানে কেমন তথ্য দেয়া হয়েছে, সেগুলো সঠিক কি না, এসব যাচাই করা উচিৎ। আমাদের পোস্ট তখনই ভালো হবে যখন আমরা কোনো গুরুত্ব পূর্ণ তথ্য দিতে পারবো বা নতুন কিছু শেয়ার করতে পারবো। আশা করি সকলেই পরামর্শ গুলো মেনে চলবে।