Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on January 31, 2024, 10:48:07 AM
-
এখানে পোস্ট করলেই আপনার র্যাঙ্ক বাড়বে এই উদ্দেশ্য নিয়ে আউড়া কাউড়া পোস্ট করা থেকে বিরত থাকবেন। আপনি ইচ্ছামত পোস্ট করেন সমস্যা নাই তবে মানসম্মত পোস্ট করেন। এখানে দেখতেছি কয়েকজন উল্টাপাল্টা পোস্ট করা শুরু করছেন। আমি আজকে এমন অনেকগুলো পোস্ট ডিলিটও করেছি। আমাদের বাংলা বোর্ডে গ্লোবাল মডারেটর, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ঘুরতে আসে আর আমি মডারেটর একশনে গিয়ে দেখছি যে তারাও এখান থেকে অনেক পোস্ট ডিলিট করে। তাই যারা ভাবতেছেন যে এই ফোরামে ইউজার অনেক কম আর মডারেটরও খুব বেশি একটিভ না তাই যা ইচ্ছা করতে পারবেন। আজ থেকে এই চিন্তা ভুলে যান। আপনারা লোকাল বোর্ডে কিংবা গ্লোবালে যেখানেই পোস্ট করেন না কেন যদি সেই পোস্ট কোয়ালিটি খারাপ হয় এবং কোনো রুলস অমান্য করে তাহলে সেই পোস্ট ডিলিট করা হবে এটা মেটার করবে না যে আপনি কত বড় ব্যাংকে আছেন। আমি নিচে কিছু পয়েন্ট লিস্ট করে দিচ্ছি এসব থেকে বিরত থাকবেন।
- যে টপিকের লাস্ট পোস্ট ১২০ দিন অতিক্রম করেছে সেই ইনএক্টিভ টপিকে কেউ পোস্ট করবেন না। আজকের পর থেকে যদি করেন তাহলে সেগুলো খুব দ্রুত ডিলিট হয়ে যাবে।
- যে টপিকের op দীর্ঘদিন যাবত ইনএক্টিভ এবং একই বিষয় ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে বা কেউ হেল্প চাইলে সে তার প্রয়োজনীয় উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছে এমন টপিকে পোস্ট করবেন না।
- একাধিক অ্যাকাউন্ট দিয়ে নিজেই নিজের একাউন্টে কারমা দিয়ে কারমা বাড়ানোর চেষ্টা করবেন না। এডমিন এখানে খুবই একটিভ তাই একাউন্টের ডুপ্লিকেট ট্যাগ খেয়ে যাবেন। আপনারা লক্ষ্য করেন অনেক অ্যাকাউন্ট এরকম ট্যাগ খাইছে
- যে বিষয়ে আপনি জানেন না সেই বিষয়ে রিপ্লাই দিয়ে স্প্যামিং করবেন না তাহলে পোস্ট খুব দ্রুত ডিলিট করা হবে।
- ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে।
- মজা ব্যাতিত পোষ্টের মধ্যে শালীনতা বজায় রাখার চেষ্টা করবেন কোন খারাপ/ বাজে শব্দ ব্যবহার করবেন না।
- কাউকে পার্সোনালি অ্যাটাক করে কোন পোস্ট করবেন না।
- এই ফোরামে কেওয়াইসি করার অপশন রয়েছে তবে এই কেওয়াইসি ডকুমেন্টগুলো ডাটাবেসে ইনক্রিপশন করে রাখা হয় তাই কেউ কারো পার্সোনাল ইনফরমেশন এখানে পোস্ট করবেন না এবং নিজের পার্সোনাল ইনফরমেশন পোস্ট করা থেকেউ বিরত থাকুন। কোন পোষ্টের মধ্যে এমন কিছু পাওয়া গেলে সেই পোস্ট তাতক্ষনিক ডিলিট করা হবে ।
আশা করছি এই বিষয়গুলো সবাই মেনে চলবেন। আপনার এই ফোরামের যাত্রা অনেক ভালো হোক এই কামনা করছি। সম্পূর্ণ পোস্ট পড়া ও মেনে চলার জন্য অসংখ্য ধন্যবাদ
-
- যে টপিকের লাস্ট পোস্ট ১২০ দিন অতিক্রম করেছে সেই ইনএক্টিভ টপিকে কেউ পোস্ট করবেন না। আজকের পর থেকে যদি করেন তাহলে সেগুলো খুব দ্রুত ডিলিট হয়ে যাবে।
- যে টপিকের op দীর্ঘদিন যাবত ইনএক্টিভ এবং একই বিষয় ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে বা কেউ হেল্প চাইলে সে তার প্রয়োজনীয় উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছে এমন টপিকে পোস্ট করবেন না।
আমি এই বিষয়ে আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা মডারেটর সাব আপনি কি টপিক গুলো লক করতে পারেন? আচ্ছা যদি তাই হয় টপিক গুলো যদি লক করতে পারেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আপনি পুরনো টপিক গুলো লক করে দিয়েন। কেউ ৪ বছর আগে একটা টপিক খুলেছিলো এখনো তাকে অনেক সদস্য রা বিভিন্ন পরামর্শ দিতাছে। সেই Op আদো বেঁচে আছে কিনা এটাই সন্দেহ ;D
আমার অনুরোধ টা একটু খেয়াল কইরেন।।
-
- যে টপিকের লাস্ট পোস্ট ১২০ দিন অতিক্রম করেছে সেই ইনএক্টিভ টপিকে কেউ পোস্ট করবেন না। আজকের পর থেকে যদি করেন তাহলে সেগুলো খুব দ্রুত ডিলিট হয়ে যাবে।
- যে টপিকের op দীর্ঘদিন যাবত ইনএক্টিভ এবং একই বিষয় ইতিমধ্যে অনেকবার কথা হয়েছে বা কেউ হেল্প চাইলে সে তার প্রয়োজনীয় উত্তর ইতিমধ্যেই পেয়ে গেছে এমন টপিকে পোস্ট করবেন না।
আমি এই বিষয়ে আপনাকে একটা কথা বলতে চাই। আচ্ছা মডারেটর সাব আপনি কি টপিক গুলো লক করতে পারেন? আচ্ছা যদি তাই হয় টপিক গুলো যদি লক করতে পারেন, তাহলে আমি আপনাকে অনুরোধ করব, আপনি পুরনো টপিক গুলো লক করে দিয়েন। কেউ ৪ বছর আগে একটা টপিক খুলেছিলো এখনো তাকে অনেক সদস্য রা বিভিন্ন পরামর্শ দিতাছে। সেই Op আদো বেঁচে আছে কিনা এটাই সন্দেহ ;D
আমার অনুরোধ টা একটু খেয়াল কইরেন।।
আমি টপিক লক করতে পারি ডিলিটও করতে পারি তবে সব টপিক লক করার আগে নতুন কিছু টপিক ক্রিয়েট করতে হবে কারন এখানে অধিকাংশ টপিক পুরানো তাই যদি সবগুলা লক করি তাহলে দেখা যাবে বাংলা বোর্ডে শুধু লক টপিকে ভরে আছে দেখতে খারাপ দেখা যাবে তাই। আপনারা এক্টিভ হোন। আপনি বাংলাতে পোস্ট করতেছেন এটা দেখে ভালো লাগছে আপনার প্রফাইল আমি ভিজিট করে দেখেছি প্রায় সব পোস্ট বাংলাতে। কিছু কিছু নতুন টপিক ক্রিয়েট করেন এখানে৷ এখন অনেক বাংলাদেশি ভায়েরাই এক্টিভ হইছে কিন্তু নতুন টপিক তেমন ক্রিয়েট করতেছে না কেউ৷ তাই আপনাদের সবাইকেই অনুরোধ করবো যে যতটা পারেন নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন৷
-
আমি টপিক লক করতে পারি ডিলিটও করতে পারি তবে সব টপিক লক করার আগে নতুন কিছু টপিক ক্রিয়েট করতে হবে কারন এখানে অধিকাংশ টপিক পুরানো তাই যদি সবগুলা লক করি তাহলে দেখা যাবে বাংলা বোর্ডে শুধু লক টপিকে ভরে আছে দেখতে খারাপ দেখা যাবে তাই। আপনারা এক্টিভ হোন। আপনি বাংলাতে পোস্ট করতেছেন এটা দেখে ভালো লাগছে আপনার প্রফাইল আমি ভিজিট করে দেখেছি প্রায় সব পোস্ট বাংলাতে। কিছু কিছু নতুন টপিক ক্রিয়েট করেন এখানে৷ এখন অনেক বাংলাদেশি ভায়েরাই এক্টিভ হইছে কিন্তু নতুন টপিক তেমন ক্রিয়েট করতেছে না কেউ৷ তাই আপনাদের সবাইকেই অনুরোধ করবো যে যতটা পারেন নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন৷
[edited]
আমার মতে টপিক গুলো লক করাই বেটার হতে পারে। কারন তখন কেউ ওপেন টপিক দেখতে পাবে না এবং পরিশেষে নতুন টপিক ওপেম করার চেষ্টা করবে। তবে আমিও চেষ্টা করবো নতুন কোন টপিক ওপেন করার। তবে আপনি যেটা ভালো মনে করেন সেটাই করার চেষ্টা করুন।
আচ্ছা মডারেটর ভাই আপনার কাছে হয়তো সমাধান পেতে পারি। আমার যে সমস্যা সেটা হলো আমার এক্টিবিটি বাড়ছে না কেন? সর্বোচ্চ ১৩০ এক্টিবিটির উপর বাড়তেছে না। কয়েক দিন আগেও ১৩০ হয়েছিলো, একটা পোস্ট ডিলিট হয়েছিলো তাই ১২৯ হয়েছিলো আবার সেই ১৩০ এসে আটকে আছে। আমার এই সমস্যার জন্য করনীয় কী?
-
আমার একটা প্রশ্ন আছে। যদি কেউ অনেক আগের পোস্ট এ রিপ্লাই করে যেটার উত্তর আগে দেওয়া হয় নাই এবং নতুন ভাবে ওই বিষয় নিয়ে কোনো আলাদা টপিক এ আলোচনা করা হয় নাই, সে ক্ষেত্রে কি পুরোনো পোস্টে রিপ্লাই দেওয়া যাবে নাকি নতুন টপিক ক্রিয়েট করতে হবে? কারন এই রুলস এ বলা হয়েছে পুরোনো টপিক এ রিপ্লাই এবং নতুন একই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকতে।
আর একটা বিষয় জানতে আগ্রহী যেটা হচ্ছে পুরোনো কোনো টপিক এ ভূল তথ্য দেওয়া আছে বা ইকোসিস্টেম আপডেট এর ফলে পুরোনো তথ্য টা এখন আর কাজ করে না। এক্ষেত্রে কি পুরোনো টপিক এ ভূল শুধরিয়ে রিপ্লাই করা যাবে নাকি নতুন টপিক বানিয়ে ওই আগের পোস্ট এর লিংক এড করে দিতে হবে?
বিষয় টা ক্লিয়ার করে দিলে ভালো হতো।
-
আমি টপিক লক করতে পারি ডিলিটও করতে পারি তবে সব টপিক লক করার আগে নতুন কিছু টপিক ক্রিয়েট করতে হবে কারন এখানে অধিকাংশ টপিক পুরানো তাই যদি সবগুলা লক করি তাহলে দেখা যাবে বাংলা বোর্ডে শুধু লক টপিকে ভরে আছে দেখতে খারাপ দেখা যাবে তাই। আপনারা এক্টিভ হোন। আপনি বাংলাতে পোস্ট করতেছেন এটা দেখে ভালো লাগছে আপনার প্রফাইল আমি ভিজিট করে দেখেছি প্রায় সব পোস্ট বাংলাতে। কিছু কিছু নতুন টপিক ক্রিয়েট করেন এখানে৷ এখন অনেক বাংলাদেশি ভায়েরাই এক্টিভ হইছে কিন্তু নতুন টপিক তেমন ক্রিয়েট করতেছে না কেউ৷ তাই আপনাদের সবাইকেই অনুরোধ করবো যে যতটা পারেন নতুন টপিক ক্রিয়েট করার চেষ্টা করবেন৷
আচ্ছা মডারেটর ভাই আপনার কাছে হয়তো সমাধান পেতে পারি। আমার যে সমস্যা সেটা হলো আমার এক্টিবিটি বাড়ছে না কেন? সর্বোচ্চ ১৩০ এক্টিবিটির উপর বাড়তেছে না। কয়েক দিন আগেও ১৩০ হয়েছিলো, একটা পোস্ট ডিলিট হয়েছিলো তাই ১২৯ হয়েছিলো আবার সেই ১৩০ এসে আটকে আছে। আমার এই সমস্যার জন্য করনীয় কী?
পোস্ট করতে থাকেন আর এক্টিভিটি বাড়ার জন্য ৭ দিন অপেক্ষা করেন। এই বিষয় নিয়ে Admin এর সাথে কথা হইছে সে বলছে ১ সপ্তাহ অপেক্ষা করতে এক্টিভিটি বেড়ে যাবে আর যদি ১ সপ্তাহ পরেও না বাড়ে তাহলে Admin কে pm করতে বলছে। আপনি তাই করবেন ১ সপ্তাহ অপেক্ষা করার পর। আশা করি সমাধান পাবেন দ্রুত।
আমার একটা প্রশ্ন আছে। যদি কেউ অনেক আগের পোস্ট এ রিপ্লাই করে যেটার উত্তর আগে দেওয়া হয় নাই এবং নতুন ভাবে ওই বিষয় নিয়ে কোনো আলাদা টপিক এ আলোচনা করা হয় নাই, সে ক্ষেত্রে কি পুরোনো পোস্টে রিপ্লাই দেওয়া যাবে নাকি নতুন টপিক ক্রিয়েট করতে হবে? কারন এই রুলস এ বলা হয়েছে পুরোনো টপিক এ রিপ্লাই এবং নতুন একই ধরনের পোস্ট করা থেকে বিরত থাকতে।
আর একটা বিষয় জানতে আগ্রহী যেটা হচ্ছে পুরোনো কোনো টপিক এ ভূল তথ্য দেওয়া আছে বা ইকোসিস্টেম আপডেট এর ফলে পুরোনো তথ্য টা এখন আর কাজ করে না। এক্ষেত্রে কি পুরোনো টপিক এ ভূল শুধরিয়ে রিপ্লাই করা যাবে নাকি নতুন টপিক বানিয়ে ওই আগের পোস্ট এর লিংক এড করে দিতে হবে?
বিষয় টা ক্লিয়ার করে দিলে ভালো হতো।
বেশি পুরাতন টপিকে পোস্ট না করাই ভালো যদি op এক্টিভে না থাকে। আপনি নতুন টপিক ক্রিয়েট করেন যদি আপনার পোস্ট পুরাতন কোনো টপিকের সাথে মিলে যায় আর পুরাতনটায় যদি কোনো ভূল থাকে তাহলে যেহেতু op এক্টিব নাই তাই সেই টপিক এডিট করা সম্ভব না। তাই নতুন টপিক খুলে পুরানটার লিংক যোগ করে দিবেন রেফারেন্স হিসেবে।
-
পোস্ট করতে থাকেন আর এক্টিভিটি বাড়ার জন্য ৭ দিন অপেক্ষা করেন। এই বিষয় নিয়ে Admin এর সাথে কথা হইছে সে বলছে ১ সপ্তাহ অপেক্ষা করতে এক্টিভিটি বেড়ে যাবে আর যদি ১ সপ্তাহ পরেও না বাড়ে তাহলে Admin কে pm করতে বলছে। আপনি তাই করবেন ১ সপ্তাহ অপেক্ষা করার পর। আশা করি সমাধান পাবেন দ্রুত।
অনেক ধন্যবাদ জানাই আপনাকে, এ বিষয়ে আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ আমি অপেক্ষা করি দেখি এক্টিভিটি বৃদ্ধি পায় কিনা। আর যদি না বাড়ে তাহলে এডমিন কে পার্সোনাল মেসেজ দিব। এটাও কি নতুন নিয়ম হয়েছে নাকি? যে সাত দিন পর পর এক্টিভিটি বাড়বে?
-
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য গুলো শেয়ার করার জন্য। আমি সম্প্রতি একটা পুরনো পোস্টে কমেন্টস করেছিলাম দেখি সেই পোস্ট ও ডিলিট করে দেওয়া হয়েছে। আপনার এই পোস্টের মাধ্যমে কারন জানতে পারলাম। আশাকরি এখন থেকে আমি পোস্ট কমেন্টস করার সময় এই বিষয় গুলো খেয়াল করবো এবং এখন থেকে সতর্কতা অবলম্বন করে পোস্ট করবো। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ এই নিয়মগুলো অত্যন্ত সুন্দর করে তুলে ধরার জন্য। আমি মনেকরি এটার মাধ্যমে অনেকই উপকৃত হবে।
-
এই পোস্ট করে আমার অনেক উপকার হয়েছে, কারণ পুরনো topic আমি একটিতে পোস্ট শুরু করেছিলাম কিন্তু উপর দিয়ে লাল লেখা এসেছিল যার কারণে আমি ভয় আর পোস্ট করিনি। তাই আজকে আমি এখান থেকে সেই টপিক এর ইতিহাস সম্পর্কে জানতে পারলাম যে পুরনো টপিকে পোস্ট করার চেয়ে নতুন আপডেট টপিক গুলোতে আলোচনা করা অনেক ভালো।
-
এই পোস্ট করে আমার অনেক উপকার হয়েছে, কারণ পুরনো topic আমি একটিতে পোস্ট শুরু করেছিলাম কিন্তু উপর দিয়ে লাল লেখা এসেছিল যার কারণে আমি ভয় আর পোস্ট করিনি। তাই আজকে আমি এখান থেকে সেই টপিক এর ইতিহাস সম্পর্কে জানতে পারলাম যে পুরনো টপিকে পোস্ট করার চেয়ে নতুন আপডেট টপিক গুলোতে আলোচনা করা অনেক ভালো।
লাল লেখার ওয়ার্নিং দেওয়ার কারন ছিলো যে আপনি যে টপিকে পোস্ট করতে গিয়েছিলেন সেই টপিকে বিগত ১২০ দিনে কোনো পোস্ট করা হয়নাই। সেরকম টপিকে পোস্ট করবেন না। কারন ১২০ দিন মানে ৪ মাস যে টপিকে ১২০ দিনের মধ্যে কোনো পোস্ট করা হয়নাই সেই টপিক এখন অপ্রয়োজনীয় তাই সেখানে পোস্ট করলে সেই পোস্ট হবে ওয়ার্থলেস আর সেটাকে স্পাম হিসেবে ধরা হবে। আর সেই পোস্টগুলো ডিলেট করে দেওয়া হয়। এই বিষয়গুলো মনে রাখবেন ও মেনে চলার চেষ্টা করবেন
-
আপনার বক্তব্য খুবই স্পষ্ট এবং যৌক্তিক। ফোরামের নিয়ম-কানুন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে একটি কমিউনিটির সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য। স্প্যামিং বা অপ্রয়োজনীয় পোস্ট ফোরামের মান নষ্ট করে এবং অন্য ব্যবহারকারীদের জন্য অসুবিধার সৃষ্টি করে। আপনার উল্লেখ করা পয়েন্টগুলো মেনে চললে, ফোরামে একটি সুস্থ এবং পেশাদার পরিবেশ তৈরি হবে, যেখানে সবাই গঠনমূলক আলোচনা করতে পারবে। বিশেষ করে ইনঅ্যাক্টিভ টপিকগুলোতে পোস্ট করা এবং নিজের পোস্ট সংখ্যা বাড়ানোর জন্য অহেতুক মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
আশা করি, সবাই এই নিয়মগুলো মেনে চলবে এবং ফোরামের মান বজায় রাখতে সহায়তা করবে। ধন্যবাদ, আপনার দিকনির্দেশনা এবং সতর্কবার্তার জন্য!