Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on February 04, 2024, 08:13:12 PM
-
লেখকঃ PX-Z
অরজিনাল টপিকঃ AltcoinsTalks Telegram Notifier !!! (https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0)
(https://i.ibb.co/D7n9vQM/Altcoinstalks-Notifier1.png)
আল্টকয়েন টেলিগ্রাম নোটিফায়ার
ফিচারস:
- মেনশন এবং কোটের নোটিফিকেশন
- নোটিফিকেশন বন্ধ অথবা আনসাবস্ক্রাইব
- বাক্যাংশ ট্র্যাক
- ইউজারদের পোস্ট ট্র্যাক করা
- টপিক/ থ্রেডের রিপ্লাই গুলো ট্র্যাক করা
- ইউজারদের ইগনোর করার অপশন
- কারমা পাওয়ার নোটিফিকেশন
কমান্ড:
/start - বট টি চালু করতে প্রথমে এই অপশনটি দেখাবে.
/menu - এটি আনসাবস্ক্রাইব এবং ট্র্যাক ফ্রেজ দেখায়
টেলিগ্রাম বট:
@altt_notifier_bot (https://t.me/altt_notifier_bot)
রেজিস্ট্রেশন
(https://i.ibb.co/YLb4qg4/1000002339.gif)
/menu ব্যবহার করার কমান্ড
(https://i.ibb.co/N7RLvY6/1000002350.gif)
ব্যবহারকারীর সংখ্যা:
(https://pxzone.online/api/telegram/users/_count)
ডোনেশনস:
BTC: bc1q00pxz0k04ndxqdvmkr8kj3fwtlntfctlzp37xl (https://pxzone.online/api/crypto/balance-checker?address=bc1q00pxz0k04ndxqdvmkr8kj3fwtlntfctlzp37xl&coin=bitcoin¤cy=usd&&balance_only=true)
ETH: 0x6e212cB02e53c7d53b84277ecC7A923601422a46 (https://pxzone.online/api/crypto/balance-checker?address=0x6e212cB02e53c7d53b84277ecC7A923601422a46&coin=ethereum¤cy=usd&&balance_only=true)
USDT (Trc20): TWyvoyijQY2mhnpUMY4bmpk3fX8A66KZTX (https://pxzone.online/api/crypto/balance-checker?address=TWyvoyijQY2mhnpUMY4bmpk3fX8A66KZTX&coin=tron&token=usdt&balance_only=true)
সমস্ত ডোনেশন সার্ভার/ডোমেইন ব্যয় মেটানোর কাজে ব্যবহার করা হবে ।
অন্য কয়নের ক্ষেত্রে ডোনেশন অ্যাড্রেস জানার জন্য Px-Z জিজ্ঞাসা করুন।
Credits:
লুকস এবং আইডিয়া TryNinja এর বিটকয়েনটক সুপার নোটিফায়ার ওপর ভিত্তি করে
লোগো/প্রোফাইল ফটো - notblox1
-
বর্তমানে আরো একটি নতুন আপডেট নোটিফিকেশন বোটের মধ্যে সংযোজন হয়েছে তাহলে কেউ যদি আপনাকে পজিটিভ বা নেগেটিভ কারমা দেয় তাহলে কারমা দেওয়া এবং নেওয়া নিয়ে নোটিফিকেশন বট নোটিফিকেশন দেয়। এখানে কে কারমা দিল সেটা উল্লেখ থাকে না কিন্তু আমার মনে হয় এডমিন পারমিশন দিলে এ ফিচারটি অ্যাড করা সম্ভব। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বট আরো আধুনিক হয়ে আসবে এবং আমরা আরও বেটার সার্ভিস পাব।
-
হ্যাঁ ভাই এই কাজটা আমাদের জন্য অনেকটাই বেটার এতে আমাদের অনেকটাই ভালো হবে কোন রিক্স থাকবেনা এর সাথে আমরা সবাই একমত মনে হচ্ছে সবার জন্যই একটা সুবিধা বয়ে আনবে
-
বর্তমানে আরো একটি নতুন আপডেট নোটিফিকেশন বোটের মধ্যে সংযোজন হয়েছে তাহলে কেউ যদি আপনাকে পজিটিভ বা নেগেটিভ কারমা দেয় তাহলে কারমা দেওয়া এবং নেওয়া নিয়ে নোটিফিকেশন বট নোটিফিকেশন দেয়। এখানে কে কারমা দিল সেটা উল্লেখ থাকে না কিন্তু আমার মনে হয় এডমিন পারমিশন দিলে এ ফিচারটি অ্যাড করা সম্ভব। খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বট আরো আধুনিক হয়ে আসবে এবং আমরা আরও বেটার সার্ভিস পাব।
জি ভাই, একচুয়ালি আপনি যে আপডেটের কথা বলতেছেন যদি টপিকটি খেয়াল করেন ফিচার্স এর মধ্যে এটি অলরেডি আমি মেনশন করে দিয়েছি। আর কারমা কে কাকে দিল এটা এখনো পাবলিকলি প্রকাশ করা নিয়ে এডমিন তেমন কোন চিন্তাভাবনা করতেছে না। বরং কারমা এর অপব্যবহার রোধ করার জন্য এডমিন কারমা ব্যবহারের সিস্টেমে কিছু কাস্টমাইজেশন আনা নিয়ে চিন্তা করতেছে । যদিও আমি এটা শিওর দিয়ে বলতে পারতেছিনা করবে কিনা তবে এই ফোরামের একজন ভাইস প্রেসিডেন্ট সদস্য বলেছে।
ফিচারস:
- কারমা পাওয়ার নোটিফিকেশন
-
নতুন আপডেট
আল্টকয়েনটক এর জন্য তৈরিকৃত বট @altt_notifier_bot এ এর নির্মাতা PX-Z কয়েকটি নতুন আপডেট সংযোজন করেছেন। যেমন-
-হওয়া পোস্টগুলো তে এডিট করার পড়ো নোটিফিকেশন পাওয়া যাবে।
- তাছাড়া আরেকটি কাঙ্খিত আপডেট হচ্ছে এখন আপনারা বোর্ড ট্র্যাক করতে পারবেন। পূর্বে আমরা বিটকয়েন এর টেলিগ্রাম নোটিফায়ার বটে এই অপশন পেলেও এটাতে শুরুর দিকে ছিল না। কিন্তু বর্তমানে PX-Z এই অপশনটি চালু করে দিয়েছেন।
যাই হোক তাকে ধন্যবাদ জানাই যে এই আপডেটটি আনার জন্য। এখন আমরা চাইলেই প্রতিটা বোর্ডের মধ্যে নতুন টপিক ক্রিয়েট হলে সেটার নোটিফিকেশন পেতে পারবো।
-
নতুন আপডেট
আল্টকয়েনটক এর জন্য তৈরিকৃত বট @altt_notifier_bot এ এর নির্মাতা PX-Z কয়েকটি নতুন আপডেট সংযোজন করেছেন। যেমন-
-হওয়া পোস্টগুলো তে এডিট করার পড়ো নোটিফিকেশন পাওয়া যাবে।
- তাছাড়া আরেকটি কাঙ্খিত আপডেট হচ্ছে এখন আপনারা বোর্ড ট্র্যাক করতে পারবেন। পূর্বে আমরা বিটকয়েন এর টেলিগ্রাম নোটিফায়ার বটে এই অপশন পেলেও এটাতে শুরুর দিকে ছিল না। কিন্তু বর্তমানে PX-Z এই অপশনটি চালু করে দিয়েছেন।
যাই হোক তাকে ধন্যবাদ জানাই যে এই আপডেটটি আনার জন্য। এখন আমরা চাইলেই প্রতিটা বোর্ডের মধ্যে নতুন টপিক ক্রিয়েট হলে সেটার নোটিফিকেশন পেতে পারবো।
আপনি নতুন নতুন আপডেটগুলো খুব দ্রুত এখানে প্রকাশ করেন এর জন্য আপনাকে ধন্যবাদ। এই বটটা অনেক কাজের বিশেষ করে কে কখন কোন পোস্ট quote করলো এই বিষয়টা খুজে বের করাটা অনেল জটিল কাজ ছিলো যা এই বট একবারে পানির মত সহজ করে দিয়েছে। btt তে এই বট অনেক আগে থেকেই বানানো হইছে এখানেও যে কেউ একজন এমন বাট বানাবে এইটা ধারনা ছিলো না। সেখানে PX-Z তা বানাইছে এর জন্য তার প্রশংসা না করে পাড়া যায় না। আর এখানে এমন আরো ইউনিক ইউনিক ফিচার যোগ করতেছে এগুলোও অনেক প্রশংসনীয় ব্যাপার। তাকে অনেক ধন্যবাদ
-
লেখকঃ PX-Z
অরজিনাল টপিকঃ AltcoinsTalks Telegram Notifier !!! (https://www.altcoinstalks.com/index.php?topic=315728.0)
(https://i.ibb.co/D7n9vQM/Altcoinstalks-Notifier1.png)
আল্টকয়েন টেলিগ্রাম নোটিফায়ার
ফিচারস:
- মেনশন এবং কোটের নোটিফিকেশন
- নোটিফিকেশন বন্ধ অথবা আনসাবস্ক্রাইব
- বাক্যাংশ ট্র্যাক
- ইউজারদের পোস্ট ট্র্যাক করা
- টপিক/ থ্রেডের রিপ্লাই গুলো ট্র্যাক করা
- ইউজারদের ইগনোর করার অপশন
- কারমা পাওয়ার নোটিফিকেশন
কমান্ড:
/start - বট টি চালু করতে প্রথমে এই অপশনটি দেখাবে.
/menu - এটি আনসাবস্ক্রাইব এবং ট্র্যাক ফ্রেজ দেখায়
টেলিগ্রাম বট:
@altt_notifier_bot (https://t.me/altt_notifier_bot)
রেজিস্ট্রেশন
(https://i.ibb.co/YLb4qg4/1000002339.gif)
/menu ব্যবহার করার কমান্ড
(https://i.ibb.co/N7RLvY6/1000002350.gif)
ব্যবহারকারীর সংখ্যা:
(https://pxzone.online/api/telegram/users/_count)
ডোনেশনস:
BTC: bc1q00pxz0k04ndxqdvmkr8kj3fwtlntfctlzp37xl (https://pxzone.online/api/crypto/balance-checker?address=bc1q00pxz0k04ndxqdvmkr8kj3fwtlntfctlzp37xl&coin=bitcoin¤cy=usd&&balance_only=true)
ETH: 0x6e212cB02e53c7d53b84277ecC7A923601422a46 (https://pxzone.online/api/crypto/balance-checker?address=0x6e212cB02e53c7d53b84277ecC7A923601422a46&coin=ethereum¤cy=usd&&balance_only=true)
USDT (Trc20): TWyvoyijQY2mhnpUMY4bmpk3fX8A66KZTX (https://pxzone.online/api/crypto/balance-checker?address=TWyvoyijQY2mhnpUMY4bmpk3fX8A66KZTX&coin=tron&token=usdt&balance_only=true)
সমস্ত ডোনেশন সার্ভার/ডোমেইন ব্যয় মেটানোর কাজে ব্যবহার করা হবে ।
অন্য কয়নের ক্ষেত্রে ডোনেশন অ্যাড্রেস জানার জন্য Px-Z জিজ্ঞাসা করুন।
Credits:
লুকস এবং আইডিয়া TryNinja এর বিটকয়েনটক সুপার নোটিফায়ার ওপর ভিত্তি করে
লোগো/প্রোফাইল ফটো - notblox1
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গুরুত্বপূর্ণ টেলিগ্রাম নোটিফিকেশন বোটটি শেয়ার করার জন্য। আমি অবশ্য কয়েক দিন আগে এই বোট এ যুক্ত হয়েছি। খুবই চমৎকার বোট এটা। আমার অনেক সহজ করে দিয়েছে অল্টকয়েনটকের।
আমি মনেকরি সকলের এই বোটে সংযুক্ত হওয়া উচিত। এটি আমাদের অনেক সময় নষ্ট হওয়ার হাত থেকে বাচাচ্ছে। কারন আমি আগে কেউ আমার কোন পোস্টে কমেন্টস করলে বা আমকে মেনশন করলে মেনুয়ালি খুঁজে দেখতে হতো। কিন্তু এই বোট ব্যবহারে আমি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাই। হাইলি রিকমন্ডেড।
-
আল্টকয়েন টেলিগ্রাম নোটিফায়ার
আসসালামু ওয়ালাইকুম Crypto Library ভাই। কেমন আছেন? ভাই আমি একটা সমস্যা লক্ষ্য করলাম, আসলে এটা আদেও সমস্যা নাকি নিজেও জানিনা। ভাবলাম পোস্ট করবো বাট পরে মনে হলো, হুদাই পোস্ট করার দরকার নাই, এখানে প্রশ্ন করি।
তো সমস্যাটা হলো, আমি Notifier Bot থেকে কোট/মেনশন করা কোনো কমেন্টের নোটিফিকেশন পাচ্ছিনা। তবে বেশ কয়েকটা টপিক আমার ট্রাক লিস্টে রাখা আছে, সেটার নোটিফিকেশন ঠিকই পাইতেছি।
নোট: এখানে আমার চোঁখের ভুলও হতে পারে। আমার পোস্ট সংখ্যা কম, তবে আপনি, LB ভাই, লোকাল এডমিন আপনারা সবাই কোথাও না কোথাও আমাকে মেনশন করছেন, দেখছি আমি। হয়তো, শতশত ট্রাক টপিকের নোটিশে, কোট করা নোটিশ ধামাচাপা পড়ছে, যা আমি খুঁজে পাচ্ছিনা। টেলিগ্রামে বট ঘাটলাম, বাট কেন জানি কোট/মেনশন পাইলামনা আপনাদের।
একটু যদি এই পোস্টটা মেনশন করতেন...আমি আসলে কনফিউজড। হয়তো বুঝছেন আমার সমস্যাটা।
-
নোট: এখানে আমার চোঁখের ভুলও হতে পারে। আমার পোস্ট সংখ্যা কম, তবে আপনি, LB ভাই, লোকাল এডমিন আপনারা সবাই কোথাও না কোথাও আমাকে মেনশন করছেন, দেখছি আমি। হয়তো, শতশত ট্রাক টপিকের নোটিশে, কোট করা নোটিশ ধামাচাপা পড়ছে, যা আমি খুঁজে পাচ্ছিনা। টেলিগ্রামে বট ঘাটলাম, বাট কেন জানি কোট/মেনশন পাইলামনা আপনাদের।
একটু যদি এই পোস্টটা মেনশন করতেন...আমি আসলে কনফিউজড। হয়তো বুঝছেন আমার সমস্যাটা।
এবার চেক করেন তো নটিফিকেশন পান কি না। আমি নিজেও বেশ কিছু নোটিফিকেশন পাই নাই বলে মনে হচ্ছে। আজকে একটু আগেই একটা টপিকে গিয়ে দেখলাম আমাকে সেখানে আরো ২ দিন আগে কোট করে পোষ্ট করা হইছে। কিন্তু আমি নোটিফিকেশন পাইছি বলে মনে হয় না। এরকম এবারই প্রথম না। আগেও আমার এরকম হয়েছে বলে মনে হয়।
আপনার সমস্যা না শুধু এইটা। মোটামোটি যারা এই নোটিফিকেশন বট ব্যাবহার করে, সবারই সম্ভবত এই সমস্যা। কয়েকদিন আগে যখন সার্ভার ডাউন ছিলো, তখন সবাইকে কারমা মাইনাস করার নোটিফিকেশন দিয়েছিলো।
-
এবার চেক করেন তো নটিফিকেশন পান কি না। আমি নিজেও বেশ কিছু নোটিফিকেশন পাই নাই বলে মনে হচ্ছে। আজকে একটু আগেই একটা টপিকে গিয়ে দেখলাম আমাকে সেখানে আরো ২ দিন আগে কোট করে পোষ্ট করা হইছে। কিন্তু আমি নোটিফিকেশন পাইছি বলে মনে হয় না। এরকম এবারই প্রথম না। আগেও আমার এরকম হয়েছে বলে মনে হয়।
আপনার সমস্যা না শুধু এইটা। মোটামোটি যারা এই নোটিফিকেশন বট ব্যাবহার করে, সবারই সম্ভবত এই সমস্যা। কয়েকদিন আগে যখন সার্ভার ডাউন ছিলো, তখন সবাইকে কারমা মাইনাস করার নোটিফিকেশন দিয়েছিলো।
বিগত কয়েকদিন ধরেই আমি নোটিফিকেশন পাচ্ছি না, অনেকেই কোর্ট করেন কিন্তু বোঝা যায় না। খুঁজে খুঁজে বের করে চেক করতে হয়। নটিফায়ার ঠিক ঠাক মতো কাজই তো করছে না। আসে মাঝে মাঝে ভালোই নোটিফিকেশন পাওয়া যায়। এই নোটিফায়ারে আরো আপডেট করা দরকার।
-
বিগত কয়েকদিন ধরেই আমি নোটিফিকেশন পাচ্ছি না, অনেকেই কোর্ট করেন কিন্তু বোঝা যায় না। খুঁজে খুঁজে বের করে চেক করতে হয়। নটিফায়ার ঠিক ঠাক মতো কাজই তো করছে না। আসে মাঝে মাঝে ভালোই নোটিফিকেশন পাওয়া যায়। এই নোটিফায়ারে আরো আপডেট করা দরকার।
মজার ব্যাপার হলো, আপনি যে আমার এই পোষ্ট কোট করে রিপ্লাই দিয়েছেন, এখানেও তো আমার নোটিফিকেশন পাওয়ার কথা। কিন্তু আমি এই মেনশনের নোটিফিকেশনও পাই নাই। আসলে এই থ্রেড এ ব্যাপারে পোষ্ট করে তেমন কোনো লাভ নাই, কারন এটা তো আমাদের লোকাল বোর্ড এ। আর বট ক্রিয়েটর আমাদের কথা বুঝতে পারবেন না। তবে আমার মনে হয় বট ক্রিয়েটর এই ব্যাপারে জানে এবং সে হয়তো চেষ্টা করবে এগুলো সমাধান করার জন্য। তবে আপাতত নাই মামার চাইতে কানা মামা ভালো। আমি মাঝে মাঝে দুই একটা করে নোটিফিকেশন পাচ্ছি। এতে করে থ্রেড এ এস পোষ্ট করতে পারছি।
-
বিগত কয়েকদিন ধরেই আমি নোটিফিকেশন পাচ্ছি না, অনেকেই কোর্ট করেন কিন্তু বোঝা যায় না। খুঁজে খুঁজে বের করে চেক করতে হয়। নটিফায়ার ঠিক ঠাক মতো কাজই তো করছে না। আসে মাঝে মাঝে ভালোই নোটিফিকেশন পাওয়া যায়। এই নোটিফায়ারে আরো আপডেট করা দরকার।
মজার ব্যাপার হলো, আপনি যে আমার এই পোষ্ট কোট করে রিপ্লাই দিয়েছেন, এখানেও তো আমার নোটিফিকেশন পাওয়ার কথা। কিন্তু আমি এই মেনশনের নোটিফিকেশনও পাই নাই। আসলে এই থ্রেড এ ব্যাপারে পোষ্ট করে তেমন কোনো লাভ নাই, কারন এটা তো আমাদের লোকাল বোর্ড এ। আর বট ক্রিয়েটর আমাদের কথা বুঝতে পারবেন না। তবে আমার মনে হয় বট ক্রিয়েটর এই ব্যাপারে জানে এবং সে হয়তো চেষ্টা করবে এগুলো সমাধান করার জন্য। তবে আপাতত নাই মামার চাইতে কানা মামা ভালো। আমি মাঝে মাঝে দুই একটা করে নোটিফিকেশন পাচ্ছি। এতে করে থ্রেড এ এস পোষ্ট করতে পারছি।
এই সমস্যাটাতো প্রথম থেকেই। আপনি কেমনে মাঝে মাঝে ২-১টা নোটিফিকেশন পাচ্ছেন? আমিতো কোট মেনশন কোনো কিছুর নোটিফিকেশনই পাইনা। আমার অল্টকয়েনটক জীবনে আজ পর্যন্ত কখনো পার্সোনাল নোটিফিকেশন পাইনি। শুধুমাত্র ট্রাক করা টপিকের নোটিফিকেশন গুলো পাই। আজব। যাইহোক সম্ভব হলে আমার এই কমেন্ট টা কোট মেরে রিপ্লাই দিয়েনতো।
-
বিগত কয়েকদিন ধরেই আমি নোটিফিকেশন পাচ্ছি না, অনেকেই কোর্ট করেন কিন্তু বোঝা যায় না। খুঁজে খুঁজে বের করে চেক করতে হয়। নটিফায়ার ঠিক ঠাক মতো কাজই তো করছে না। আসে মাঝে মাঝে ভালোই নোটিফিকেশন পাওয়া যায়। এই নোটিফায়ারে আরো আপডেট করা দরকার।
মজার ব্যাপার হলো, আপনি যে আমার এই পোষ্ট কোট করে রিপ্লাই দিয়েছেন, এখানেও তো আমার নোটিফিকেশন পাওয়ার কথা। কিন্তু আমি এই মেনশনের নোটিফিকেশনও পাই নাই। আসলে এই থ্রেড এ ব্যাপারে পোষ্ট করে তেমন কোনো লাভ নাই, কারন এটা তো আমাদের লোকাল বোর্ড এ। আর বট ক্রিয়েটর আমাদের কথা বুঝতে পারবেন না। তবে আমার মনে হয় বট ক্রিয়েটর এই ব্যাপারে জানে এবং সে হয়তো চেষ্টা করবে এগুলো সমাধান করার জন্য। তবে আপাতত নাই মামার চাইতে কানা মামা ভালো। আমি মাঝে মাঝে দুই একটা করে নোটিফিকেশন পাচ্ছি। এতে করে থ্রেড এ এস পোষ্ট করতে পারছি।
এই সমস্যাটাতো প্রথম থেকেই। আপনি কেমনে মাঝে মাঝে ২-১টা নোটিফিকেশন পাচ্ছেন? আমিতো কোট মেনশন কোনো কিছুর নোটিফিকেশনই পাইনা। আমার অল্টকয়েনটক জীবনে আজ পর্যন্ত কখনো পার্সোনাল নোটিফিকেশন পাইনি। শুধুমাত্র ট্রাক করা টপিকের নোটিফিকেশন গুলো পাই। আজব। যাইহোক সম্ভব হলে আমার এই কমেন্ট টা কোট মেরে রিপ্লাই দিয়েনতো।
নোটিফিকেশন পাচ্ছি আমি তবে গ্লোবাল পোস্টগুলো যদি কেউ Quote করে তাইলে তবুও সবগুলোর জন্য পাইনা। আর বাংলা লোকাল বোর্ডে কোনো পোস্ট কেউ কোট করলে তার কোনো নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না। এটা জন্য বট এ কিছু বাগ থাকতে পারে। আশা করছি এটা দ্রুতই ঠিক করবে PX-Z এই ফোরাম এখনো btt এর মতো স্মুথ না এর কারনেও বট এর এমন সমস্যা দেখা যেতে পারে। তবে এর জন্য PX-Z কে আগে শিওর থাকতে হবে যে তার বট এ কোনো বাগ নাই
-
নোটিফিকেশন পাচ্ছি আমি তবে গ্লোবাল পোস্টগুলো যদি কেউ Quote করে তাইলে তবুও সবগুলোর জন্য পাইনা। আর বাংলা লোকাল বোর্ডে কোনো পোস্ট কেউ কোট করলে তার কোনো নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না। এটা জন্য বট এ কিছু বাগ থাকতে পারে। আশা করছি এটা দ্রুতই ঠিক করবে PX-Z এই ফোরাম এখনো btt এর মতো স্মুথ না এর কারনেও বট এর এমন সমস্যা দেখা যেতে পারে। তবে এর জন্য PX-Z কে আগে শিওর থাকতে হবে যে তার বট এ কোনো বাগ নাই
মজার ব্যাপার হলো এই পোস্ট এ আমার পোস্ট সহ কোট করেছেন, এবং আমি নোটিফিকেশ্ন পেয়েছি। এটাই প্রথম না অবশ্য, আমি বাংলা বোর্ড থেকে নিয়মিতই নোটিফিকেশন পাচ্ছিলাম। মাঝে মাঝে দুই একটা পোস্ট মিস হচ্ছিলো। বাগ আছে কি না বলতে পারছি না। তবে বিটকয়েন টকের থেকে এই ফোরাম একটু আলাদা, যে কারনে এখানে পোস্ট স্ক্রাপ করা একটু ঝামেলা মনে হয়। আর কিছু লিমিটেশন থাকার কারনে প্রতি সেকেন্ডে পোস্ট স্ক্রাপ করা সম্ভব হয় না। বিটকয়েন টকে কিন্তু পোস্ট করার প্রায় সাথে সাথেই নোটিফিকেশন পাওয়া যায়, এর কারণ হলো বট গুলো একদম রিয়েল টাইমে পোস্ট স্ক্রাপ করে থাকে। যেটা অল্টকয়েন টকে করা যাচ্ছে না। এজন্য অনেক সময় নোটিফিকেশন আসতে দেড়ি হয়। আবার কোনো কোনো সময় নোটিফিকেশন পাওয়াই যাচ্ছে না।
-
বিগত কয়েকদিন ধরেই আমি নোটিফিকেশন পাচ্ছি না, অনেকেই কোর্ট করেন কিন্তু বোঝা যায় না। খুঁজে খুঁজে বের করে চেক করতে হয়। নটিফায়ার ঠিক ঠাক মতো কাজই তো করছে না। আসে মাঝে মাঝে ভালোই নোটিফিকেশন পাওয়া যায়। এই নোটিফায়ারে আরো আপডেট করা দরকার।
মজার ব্যাপার হলো, আপনি যে আমার এই পোষ্ট কোট করে রিপ্লাই দিয়েছেন, এখানেও তো আমার নোটিফিকেশন পাওয়ার কথা। কিন্তু আমি এই মেনশনের নোটিফিকেশনও পাই নাই। আসলে এই থ্রেড এ ব্যাপারে পোষ্ট করে তেমন কোনো লাভ নাই, কারন এটা তো আমাদের লোকাল বোর্ড এ। আর বট ক্রিয়েটর আমাদের কথা বুঝতে পারবেন না। তবে আমার মনে হয় বট ক্রিয়েটর এই ব্যাপারে জানে এবং সে হয়তো চেষ্টা করবে এগুলো সমাধান করার জন্য। তবে আপাতত নাই মামার চাইতে কানা মামা ভালো। আমি মাঝে মাঝে দুই একটা করে নোটিফিকেশন পাচ্ছি। এতে করে থ্রেড এ এস পোষ্ট করতে পারছি।
এই সমস্যাটাতো প্রথম থেকেই। আপনি কেমনে মাঝে মাঝে ২-১টা নোটিফিকেশন পাচ্ছেন? আমিতো কোট মেনশন কোনো কিছুর নোটিফিকেশনই পাইনা। আমার অল্টকয়েনটক জীবনে আজ পর্যন্ত কখনো পার্সোনাল নোটিফিকেশন পাইনি। শুধুমাত্র ট্রাক করা টপিকের নোটিফিকেশন গুলো পাই। আজব। যাইহোক সম্ভব হলে আমার এই কমেন্ট টা কোট মেরে রিপ্লাই দিয়েনতো।
নোটিফিকেশন পাচ্ছি আমি তবে গ্লোবাল পোস্টগুলো যদি কেউ Quote করে তাইলে তবুও সবগুলোর জন্য পাইনা। আর বাংলা লোকাল বোর্ডে কোনো পোস্ট কেউ কোট করলে তার কোনো নোটিফিকেশন পাওয়া যাচ্ছে না। এটা জন্য বট এ কিছু বাগ থাকতে পারে। আশা করছি এটা দ্রুতই ঠিক করবে PX-Z এই ফোরাম এখনো btt এর মতো স্মুথ না এর কারনেও বট এর এমন সমস্যা দেখা যেতে পারে। তবে এর জন্য PX-Z কে আগে শিওর থাকতে হবে যে তার বট এ কোনো বাগ নাই
বলতে পারিনা ভাই কি হইতেছে। আমি আজ পর্যন্ত কোনো গ্লোবালের নোটিফিকেশন পাইলাম না। আগের দিন, গ্লোবালে দুইজন আমার পোস্ট কোট করে দুটি রিপ্লাই দেয়। একটারো নোটিফিকেশন পাইলাম না। আপনি যে কোট করলেন তাও পাইনি। বাট আপনারা ঠিকই কেমনে কেমনে জানি পাইতেছেন। আমার থিওরি হলো বট সবগুলো পোস্ট scrape করতে পারতেছেনা, আর যেহেতু আপনি রেগুলার উইজার মাসে ১০০-২০০ পোস্ট করেন সেই সুবাদে ৫০% এর নোটিফিকেশন হলেও পাচ্ছেন। আর এদিকে আমি রেগুলার না, যেই ১০-১৫ টা করি তার সবগুলেই মিসিং যাচ্ছে। আমার কাছে বিষয়টা এমন লাগতেছে।
p.s: আমি অলরেডি PX-Z এর বট পোস্টে স্ক্রিনশট সহ এই সমস্যা নিয়ে কমেন্ট করে আসছি, দেখা যাক কি বলে।
-
বলতে পারিনা ভাই কি হইতেছে। আমি আজ পর্যন্ত কোনো গ্লোবালের নোটিফিকেশন পাইলাম না। আগের দিন, গ্লোবালে দুইজন আমার পোস্ট কোট করে দুটি রিপ্লাই দেয়। একটারো নোটিফিকেশন পাইলাম না। আপনি যে কোট করলেন তাও পাইনি। বাট আপনারা ঠিকই কেমনে কেমনে জানি পাইতেছেন। আমার থিওরি হলো বট সবগুলো পোস্ট scrape করতে পারতেছেনা, আর যেহেতু আপনি রেগুলার উইজার মাসে ১০০-২০০ পোস্ট করেন সেই সুবাদে ৫০% এর নোটিফিকেশন হলেও পাচ্ছেন। আর এদিকে আমি রেগুলার না, যেই ১০-১৫ টা করি তার সবগুলেই মিসিং যাচ্ছে। আমার কাছে বিষয়টা এমন লাগতেছে।
p.s: আমি অলরেডি PX-Z এর বট পোস্টে স্ক্রিনশট সহ এই সমস্যা নিয়ে কমেন্ট করে আসছি, দেখা যাক কি বলে।
ভাই আমাকেও কোট করা হয়েছে কিন্তু আমি এর কোন নোটিফিকেশন পেলাম না। JISAN ভাই কোট করেছিলো সেখানে দীর্ঘ মাস দের এক এর মতো পরে কোন নোটিফিকেশন পেলাম আরকী, JISAN ভাইয়ের কোট করা পোস্ট পড়তে এসে দেখি মিয়া আপনে আবার কোট করেছেন, তখন দেখতে পেলাম। এখনো এই বট সিস্টেম ঠিক ঠাক কাজ করে না, তবে অনেক দিন ধরেই এই সমস্যা রয়েছে, এখনো এইটা নিয়া কোন কাজ করতেছেন না। যাইহোক, ভবিষ্যতে আশায় থাকি, দেখি শতভাগ কাজ করে কিনা।
-
বলতে পারিনা ভাই কি হইতেছে। আমি আজ পর্যন্ত কোনো গ্লোবালের নোটিফিকেশন পাইলাম না। আগের দিন, গ্লোবালে দুইজন আমার পোস্ট কোট করে দুটি রিপ্লাই দেয়। একটারো নোটিফিকেশন পাইলাম না। আপনি যে কোট করলেন তাও পাইনি। বাট আপনারা ঠিকই কেমনে কেমনে জানি পাইতেছেন। আমার থিওরি হলো বট সবগুলো পোস্ট scrape করতে পারতেছেনা, আর যেহেতু আপনি রেগুলার উইজার মাসে ১০০-২০০ পোস্ট করেন সেই সুবাদে ৫০% এর নোটিফিকেশন হলেও পাচ্ছেন। আর এদিকে আমি রেগুলার না, যেই ১০-১৫ টা করি তার সবগুলেই মিসিং যাচ্ছে। আমার কাছে বিষয়টা এমন লাগতেছে।
p.s: আমি অলরেডি PX-Z এর বট পোস্টে স্ক্রিনশট সহ এই সমস্যা নিয়ে কমেন্ট করে আসছি, দেখা যাক কি বলে।
ভাই আমাকেও কোট করা হয়েছে কিন্তু আমি এর কোন নোটিফিকেশন পেলাম না। JISAN ভাই কোট করেছিলো সেখানে দীর্ঘ মাস দের এক এর মতো পরে কোন নোটিফিকেশন পেলাম আরকী, JISAN ভাইয়ের কোট করা পোস্ট পড়তে এসে দেখি মিয়া আপনে আবার কোট করেছেন, তখন দেখতে পেলাম। এখনো এই বট সিস্টেম ঠিক ঠাক কাজ করে না, তবে অনেক দিন ধরেই এই সমস্যা রয়েছে, এখনো এইটা নিয়া কোন কাজ করতেছেন না। যাইহোক, ভবিষ্যতে আশায় থাকি, দেখি শতভাগ কাজ করে কিনা।
এমনও হতে পারে ওইদিন নোটিফিকেশন বটটির হোস্টিং সার্ভার ডাউন ছিল এজন্য আল্ট কয়েন টক ফোরামের ডাটা বা পোস্টগুলো স্ক্রাপ করতে পারেনি আর ফলাফল শুরু আপনার টেলিগ্রামের বিট টিতে নোটিফিকেশন যায়নি।
এমনটি কিছুদিন আগেও হয়েছে এমনকি আজকেও সার্ভার ডাউন ছিল হয়তো সার্ভারগুলো দুর্বল হওয়ার কারণে এ বিষয়গুলো ফেস করতে হয়েছে। এর আগে অ্যারাউন্ড 30 মে এর সময় প্রবলেমটি হয়েছিল পিএক্স জেট যে হোস্ট সাইট ব্যবহার করত সেটির স্টোরেজ ডিভাইস পুলিশ কোন এক কারণে জব্দ করে নিয়ে গিয়েছিল।
-
বলতে পারিনা ভাই কি হইতেছে। আমি আজ পর্যন্ত কোনো গ্লোবালের নোটিফিকেশন পাইলাম না। আগের দিন, গ্লোবালে দুইজন আমার পোস্ট কোট করে দুটি রিপ্লাই দেয়। একটারো নোটিফিকেশন পাইলাম না। আপনি যে কোট করলেন তাও পাইনি। বাট আপনারা ঠিকই কেমনে কেমনে জানি পাইতেছেন। আমার থিওরি হলো বট সবগুলো পোস্ট scrape করতে পারতেছেনা, আর যেহেতু আপনি রেগুলার উইজার মাসে ১০০-২০০ পোস্ট করেন সেই সুবাদে ৫০% এর নোটিফিকেশন হলেও পাচ্ছেন। আর এদিকে আমি রেগুলার না, যেই ১০-১৫ টা করি তার সবগুলেই মিসিং যাচ্ছে। আমার কাছে বিষয়টা এমন লাগতেছে।
p.s: আমি অলরেডি PX-Z এর বট পোস্টে স্ক্রিনশট সহ এই সমস্যা নিয়ে কমেন্ট করে আসছি, দেখা যাক কি বলে।
ভাই আমাকেও কোট করা হয়েছে কিন্তু আমি এর কোন নোটিফিকেশন পেলাম না। JISAN ভাই কোট করেছিলো সেখানে দীর্ঘ মাস দের এক এর মতো পরে কোন নোটিফিকেশন পেলাম আরকী, JISAN ভাইয়ের কোট করা পোস্ট পড়তে এসে দেখি মিয়া আপনে আবার কোট করেছেন, তখন দেখতে পেলাম। এখনো এই বট সিস্টেম ঠিক ঠাক কাজ করে না, তবে অনেক দিন ধরেই এই সমস্যা রয়েছে, এখনো এইটা নিয়া কোন কাজ করতেছেন না। যাইহোক, ভবিষ্যতে আশায় থাকি, দেখি শতভাগ কাজ করে কিনা।
এমনও হতে পারে ওইদিন নোটিফিকেশন বটটির হোস্টিং সার্ভার ডাউন ছিল এজন্য আল্ট কয়েন টক ফোরামের ডাটা বা পোস্টগুলো স্ক্রাপ করতে পারেনি আর ফলাফল শুরু আপনার টেলিগ্রামের বিট টিতে নোটিফিকেশন যায়নি।
এমনটি কিছুদিন আগেও হয়েছে এমনকি আজকেও সার্ভার ডাউন ছিল হয়তো সার্ভারগুলো দুর্বল হওয়ার কারণে এ বিষয়গুলো ফেস করতে হয়েছে। এর আগে অ্যারাউন্ড 30 মে এর সময় প্রবলেমটি হয়েছিল পিএক্স জেট যে হোস্ট সাইট ব্যবহার করত সেটির স্টোরেজ ডিভাইস পুলিশ কোন এক কারণে জব্দ করে নিয়ে গিয়েছিল।
bot এর মধ্যে কিছু সমস্যা ছিল যার কারণে আমি গ্লোবাল পোস্টগুলোর নোটিফিকেশন পেলেও লোকাল পোস্টগুলো জন্য নোটিফিকেশন পায়নি দীর্ঘদিন তবে এখন মনে হচ্ছে সেই সমস্যাগুলো ঠিক হয়েছে আমার কাছে এখন লোকাল কোট বা মেনশন গুলোর জন্য টেলিগ্রামে নোটিফিকেশন আসছে। আমি এই সমস্যা নিয়ে bot এর মেইন টপিকেও বলেছিলাম মনে হচ্ছে PX-Z bot এর সিস্টেমের কিছু পরিবর্তন আনার কারণে সমস্যাগুলোর সমাধান হয়েছে।
-
bot এর মধ্যে কিছু সমস্যা ছিল যার কারণে আমি গ্লোবাল পোস্টগুলোর নোটিফিকেশন পেলেও লোকাল পোস্টগুলো জন্য নোটিফিকেশন পায়নি দীর্ঘদিন তবে এখন মনে হচ্ছে সেই সমস্যাগুলো ঠিক হয়েছে আমার কাছে এখন লোকাল কোট বা মেনশন গুলোর জন্য টেলিগ্রামে নোটিফিকেশন আসছে। আমি এই সমস্যা নিয়ে bot এর মেইন টপিকেও বলেছিলাম মনে হচ্ছে PX-Z bot এর সিস্টেমের কিছু পরিবর্তন আনার কারণে সমস্যাগুলোর সমাধান হয়েছে।
ভাই বটের পরিবর্তন আনার জন্য অথবা bot এর সমস্যার জন্যে আসলে পুরো সিস্টেম টাই ডাউন ছিল শুধু আমাদের লোকাল বোর্ডের ক্ষেত্রে যে নোটিফিকেশন আসেনি এমনটা না গ্লোবাল বোর্ড এর ক্ষেত্রেও একই সমস্যা ছিল মূল কথা px-z এর website এউ একই অবস্থা হয়েছিল। আর কারণটা আমি অলরেডি আমার পোস্টে মেনশন করেছি। সে হোস্টিং এর জন্য যে সার্ভার ব্যবহার করত তাদের স্টোরেজ ডিভাইস গুলো সিজ করার জন্য এই সমস্যা হয়েছিল।
আর বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে মাল্টিপুল নোটিফিকেশন পাওয়া এটি নিয়েও px-z কাজ চালিয়ে যাচ্ছে অলরেডি তার থ্রেডে আপডেট দিয়েছে।
I just received the message from my hosting support and it's something about the seize of their disk servers from the police, although it can be returned but the date is still not yet sure.
<.....>
(https://i.ibb.co/3cwTrSJ/Screenshot-2024-06-03-00-16-47-216-com-brave-browser-edit.jpg)
-
আর বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে মাল্টিপুল নোটিফিকেশন পাওয়া এটি নিয়েও px-z কাজ চালিয়ে যাচ্ছে অলরেডি তার থ্রেডে আপডেট দিয়েছে।
আমি মাত্র ভাবতেছিলাম যে এটা নিয়ে তার থ্রেড এ পোষ্ট করবো। কারন আমি এই মাত্র একসাথে ৩ টা নোটিফিকেশন পেলাম। আমি তো ভাবলাম এটা শুধু আমার জন্য হলো কি না। যাই হোক, এখানে পোষ্ট করে আপডেট জানানোর জন্য ধন্যবাদ। ওয়েব নোটিফিকেশন ইউজ করাটা আপাতত প্রিফার করছিলাম। কিন্তু সেটা থেকেও সঠিক রেজাল্ট আপাতত পাচ্ছি না। আর কারমা নোটিফিকেশন ও সেখানে পাওয়া সম্ভব না।
কয়েকদিন আগের ঝামেলা সম্পর্কে তো আপনারা জেনেছেন মনে হয়। ভুল বোর্ডে থ্রেড ক্রিয়েট করার কারনে এডমিন আমাকে ১০ টা নেগেটিভ কারমা দিয়ে দিছে। লঘু পাপে গুরু দন্ডের মতো ব্যাপার হয়ে গেলো। তারপর তিনি আমার থ্রেড যেখানে মুভ করে দিয়েছে, সেটাও সঠিক বোর্ড বলে আমার মনে হয় না। তখন আমি ভাবতেছিলাম যে আমি নেগেটিভ কারমার জন্য নোটিফিকেশন পেলাম না কেনো।
-
আর বর্তমানে আরেকটি সমস্যা হচ্ছে মাল্টিপুল নোটিফিকেশন পাওয়া এটি নিয়েও px-z কাজ চালিয়ে যাচ্ছে অলরেডি তার থ্রেডে আপডেট দিয়েছে।
আমি মাত্র ভাবতেছিলাম যে এটা নিয়ে তার থ্রেড এ পোষ্ট করবো। কারন আমি এই মাত্র একসাথে ৩ টা নোটিফিকেশন পেলাম। আমি তো ভাবলাম এটা শুধু আমার জন্য হলো কি না। যাই হোক, এখানে পোষ্ট করে আপডেট জানানোর জন্য ধন্যবাদ। ওয়েব নোটিফিকেশন ইউজ করাটা আপাতত প্রিফার করছিলাম। কিন্তু সেটা থেকেও সঠিক রেজাল্ট আপাতত পাচ্ছি না। আর কারমা নোটিফিকেশন ও সেখানে পাওয়া সম্ভব না।
কয়েকদিন আগের ঝামেলা সম্পর্কে তো আপনারা জেনেছেন মনে হয়। ভুল বোর্ডে থ্রেড ক্রিয়েট করার কারনে এডমিন আমাকে ১০ টা নেগেটিভ কারমা দিয়ে দিছে। লঘু পাপে গুরু দন্ডের মতো ব্যাপার হয়ে গেলো। তারপর তিনি আমার থ্রেড যেখানে মুভ করে দিয়েছে, সেটাও সঠিক বোর্ড বলে আমার মনে হয় না। তখন আমি ভাবতেছিলাম যে আমি নেগেটিভ কারমার জন্য নোটিফিকেশন পেলাম না কেনো।
যাইহোক একেকজনের মতামত এক এক রকম। আমি দীর্ঘদিন ধরে এই নোটিফায়ার বট ব্যবহার করতেছি। আপাতত দৃষ্টিতে এর কোন নেগেটিভ সাইডে আমি খুঁজে পাইনি। বরঞ্চ এই নোটিফায়ার বটের জন্য আমি অনেকগুলো সুবিধা পেয়েছি। এই বরডোস কেউ আমার কোন পোষ্টের রিপ্লাই দিলে নোটিফিকেশন বট সাথে সাথে তার মেসেজের মাধ্যমে আমাকে জানিয়ে দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী বলে আমি মনে করি। তাছাড়া এই ফোরামে কেউ আমাকে পজিটিভ কারমা বা নেগেটিভ কারমা দিলে বট সেটা তৎক্ষণাক আমাদেরকে জানিয়ে দেয়ল। তাই আমি মনে করি এই টেলিগ্রামের বটটি অত্যন্ত উপকারী আমাদের জন্য