Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Altcoins(অন্যান্য কয়েন) => Topic started by: Mr.Corol on February 13, 2024, 04:49:39 AM

Title: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: Mr.Corol on February 13, 2024, 04:49:39 AM
আমরা যেমন বিটকয়েনের ৪ বছর পর পর হালভিং দেখতে পাই। তেমনি ভাবে কি কোন অল্টকয়েনের হালভিং হয় না? এই সম্পর্কে কেউ কি জানেন?
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: God Of Thunder on February 16, 2024, 04:21:32 PM
অবশ্যই হয়। কিয়েকমাস আগেই লাইটকয়েন হালভিং হয়েছিলো। কিন্তু বিটকয়েনের মতো পরিবর্তন কিন্তু লাইটকয়েনে দেখা যায়নি। যেসব কয়েন মাইনিং করা যায়, তার বেশিরভাগ কয়েন গুলোই হালভিং করা হয়। বিটকয়েনের পাশাপাশি এর ফর্ক ভার্ষনের যে কয়েনগুলো আছে, যেমন BitcoinSV, এবং Bitcoin Cash ও হালভিং হবে। তবে এদর হালভিং এর তারিখ কিছুটা ভিন্ন। BitcoinSV হালভিং হবে আরো ১৬৪ দিন পরে। আর Bitcoin Cash হালভিং হবে মাত্র ৪২ দিন পরে। এছাড়াও ইথেরিয়াম ক্লাসি, ড্যাস কয়ে সহ আরো বেশ কিছু অল্ট কয়েন আগামী ২ বছরের ভেতরে হালভিং হবে। আপনি চাইলে নাইসহ্যাশ ওয়েবসাইটের কাউন্টডাউন পেজ টা দেখতে পারেন। https://www.nicehash.com/countdown
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: kulkhan on June 02, 2024, 08:05:28 PM
আমরা যেমন বিটকয়েনের ৪ বছর পর পর হালভিং দেখতে পাই। তেমনি ভাবে কি কোন অল্টকয়েনের হালভিং হয় না? এই সম্পর্কে কেউ কি জানেন?
হা আমার জানা মতে অল্টকয়েনের ও হ্যালভিং হয়। প্রত্যেকটি অল্টকয়েনের নির্দিষ্ট সময় পর পর হালভিং সম্পন্ন হয়। তবে সব অল্টকয়েন তেমন জনপ্রিয় না হওয়াতে আমরা সেগুলো সম্পর্কে তেমন ধারনা রাখি না। আমরা জানি সম্প্রতি বিটকয়েন ক্যাশ এর হ্যালভিং সম্পন্ন হয়েছে। তাই আমি মনেকরি শুধু বিটকয়েনের না সকল অল্টকয়েনের ও হ্যালভিং হয়।
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: God Of Thunder on June 04, 2024, 03:47:33 PM
প্রত্যেকটি অল্টকয়েনের নির্দিষ্ট সময় পর পর হালভিং সম্পন্ন হয়।

না ভাই, প্রত্যেক অল্ট কয়েন হারভিং হয় না। হালভিং হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেসব কয়েন মাইনিং করা যায়, শুধুমাত্র সেসব কয়েন হালভিং হয়। হালভিং মানে হচ্ছে ব্লক রিওয়ার্ড হালভিং। যেসব অল্ট কয়েন মাইনিং এ ব্লক রিওয়ার্ড দেয়া হয়, সেসব কয়েনের ব্লক রিওয়ার্ড ও কয়েক বছর পর পর হালভিং করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বিটকয়েনের সবগুলো ফর্ক কয়েন, লাইট কয়েন সহ অন্যান্য আরো কিছু কয়েন। আবার মাইনিং হলেই যেএকটা কয়েনের হালভিং হবে, তাও না। যেমন ধরেন ইথেরিয়াম। ইথেরিয়াম মাইনিং এর কিন্তু কোনো হালভিং হয়নি। তো একথাটা সঠিক না যে সব কয়েনের হালভিং হয়।
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: kulkhan on June 04, 2024, 08:54:39 PM
প্রত্যেকটি অল্টকয়েনের নির্দিষ্ট সময় পর পর হালভিং সম্পন্ন হয়।

না ভাই, প্রত্যেক অল্ট কয়েন হারভিং হয় না। হালভিং হওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে। যেসব কয়েন মাইনিং করা যায়, শুধুমাত্র সেসব কয়েন হালভিং হয়। হালভিং মানে হচ্ছে ব্লক রিওয়ার্ড হালভিং। যেসব অল্ট কয়েন মাইনিং এ ব্লক রিওয়ার্ড দেয়া হয়, সেসব কয়েনের ব্লক রিওয়ার্ড ও কয়েক বছর পর পর হালভিং করা হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে বিটকয়েনের সবগুলো ফর্ক কয়েন, লাইট কয়েন সহ অন্যান্য আরো কিছু কয়েন। আবার মাইনিং হলেই যেএকটা কয়েনের হালভিং হবে, তাও না। যেমন ধরেন ইথেরিয়াম। ইথেরিয়াম মাইনিং এর কিন্তু কোনো হালভিং হয়নি। তো একথাটা সঠিক না যে সব কয়েনের হালভিং হয়।
হা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, বিষয়টা আমার জানা ছিল না। তবে এটা সাধারণ একটা বিষয় ছিল যেটা আমার জানা উচিত ছিলো যে কয়েন বা টোকেন মাইনিং হয় শুধুমাত্র সেগুলোর হ্যালভিং হয়। এটা সাধারণ একটা বিষয় ছিল। যাই হোক আপনার মাধ্যমে আমার এই বিষয়টা আরো ভালো ভাবে জানা হলো।
ব্লক রিওয়ার্ড মাইনার দের দেওয়া হয় এবং সব অল্টকয়েন মাইনিং হয় না এটাই মূলকথা। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ।
Title: Re: অল্টকয়েনের হালভিং হয় না?
Post by: Ricardo11 on July 12, 2024, 11:03:38 AM
সত্যি বলতে আমারও এই বিষয় এর ওপর ধারণা অনেক কম ছিল, আমিও সঠিক ভাবে জানতাম না যে কিছু কিছু altcoinএ ও হাল্ভিং হয়, আমি শুধু বিটকয়েন এর হাল্ভিং সম্পর্কেই জানতাম। যাইহোক আপনাদের পোস্টগুলো দেখে আমার অনেক উপকার হলো. গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের কাছ থেকে শিখতে পারলাম, ধন্যবাদ।