Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on February 20, 2024, 01:47:17 PM
-
আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা এই ফোরামে এসেছি, সবারই মোটামোটি আগের ফোরাম নিয়ে বেশ ভালো একটা আইডিয়া আছে। কিন্তু আমাদের কিছু খারাপ অভ্যাস হলো, আমরা যেখান থেকে কামাই করি, সেখানেই খেয়ে হেগে দেই। আমাকে তো বিটকয়েনটক ফোরামের অনেক কাজের জন্য আপনারা দেখতে পারেন না। কারন আমি আপনাদের আকাম কুকাম গুলো এক্সপোজ করে দেই।
আবার আপনারাই তো এই ফোরামেও এসেছেন। আসলে যায়গা পাল্টালে কি হবে বলেন? পুরাতন অভ্যাস তো আর যায় নাই। আপনারা ধরেই নিয়েছেন যে, যেহেতু কারমা কে দিলো, সেটা চেক করা যায় না, এই সুযোগে ধুমায়া কারমা বাড়ায়া নিবেন। আপনাদের জন্য অনেক কষ্টের ব্যাাপার হলো এই সপ্তাহ শেষে এডমিন যারা কারমা এবিউজ করে বসে আছেন, তাদের তালিকা প্রকাশ করবে।
বড় কষ্টের ব্যাপার হলো, আমাদের লোকাল বোর্ড এর অন্তত ৬-৭ টা আইডি দেখলাম কারমা ফারমিং করে যাচ্ছে। দেখা যাক, আপনাদের আক্কল হয় কি না।
i am investigating karma this entire week, anyone that abused it will be informed
-
আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা এই ফোরামে এসেছি, সবারই মোটামোটি আগের ফোরাম নিয়ে বেশ ভালো একটা আইডিয়া আছে। কিন্তু আমাদের কিছু খারাপ অভ্যাস হলো, আমরা যেখান থেকে কামাই করি, সেখানেই খেয়ে হেগে দেই। আমাকে তো বিটকয়েনটক ফোরামের অনেক কাজের জন্য আপনারা দেখতে পারেন না। কারন আমি আপনাদের আকাম কুকাম গুলো এক্সপোজ করে দেই।
আবার আপনারাই তো এই ফোরামেও এসেছেন। আসলে যায়গা পাল্টালে কি হবে বলেন? পুরাতন অভ্যাস তো আর যায় নাই। আপনারা ধরেই নিয়েছেন যে, যেহেতু কারমা কে দিলো, সেটা চেক করা যায় না, এই সুযোগে ধুমায়া কারমা বাড়ায়া নিবেন। আপনাদের জন্য অনেক কষ্টের ব্যাাপার হলো এই সপ্তাহ শেষে এডমিন যারা কারমা এবিউজ করে বসে আছেন, তাদের তালিকা প্রকাশ করবে।
বড় কষ্টের ব্যাপার হলো, আমাদের লোকাল বোর্ড এর অন্তত ৬-৭ টা আইডি দেখলাম কারমা ফারমিং করে যাচ্ছে। দেখা যাক, আপনাদের আক্কল হয় কি না।
এর আগেও Admin একবার অভিযান চালিয়েছিলো। আর সেই অভিযানে অনেক একাউন্ট ডুপলিকেট, চিটার ইত্যাদি আরো অনেক ধরনের ট্যাগ দিয়েছিলো Admin. আর সেই সময় আমাদের বাংলাদেশের এক এডমিন ছিলো সেও ছাড় পাইনাই। তার একাউন্ট এখন চিটার ট্যাগ দেওয়া। তাই বিটকয়েনটকে যারা মেরিট ফার্মিং করে বেচে যাচ্ছে আবার এখানেও কারমা ইচ্ছা মতো ফারমিং করতেছে কারন এখানে সাধারণ কোনো ইউজার কারমা ট্রানজেকশন দেখতে পারে না। এর ফল তারা অচিরেই পাবে। Admin এখানে প্রচুর এক্টিভ আর এখানে মেম্বারও অনেক কম তাই মনিটর করাটা কঠিন কিছু না। দেখা যাক কার কপালে কি আছে এবারের একশনে। চিল্লাইয়া এদের ভালো করা যাবে না। এতেউ ততক্ষণ পর্যন্ত শিক্ষা হবে না যতক্ষন পর্যন্ত ডাইরেক্ট একশন না নেওয়া হয়
-
Snip
ধুর মিয়া এইসব লোকদের ওয়ার্নিং দেওয়ার কোন প্রয়োজন রয়েছে, এনারা মনে করতেছে যেহেতু কারমা পাবলিকে প্রকাশিত নেই কে কাকে দিতেছে তাই ইচ্ছামতন নিজেদের অ্যাকাউন্ট বা নিজেই ১০ একাউন্ট বানিয়ে এক অ্যাকাউন্টে ১০ ঘন্টা পর পর কারমা দিয়ে বোঝাই করতেছে।
কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করছি বিটকয়েন টকে মেরিট ফার্মিং এর চেয়ে এখানে কারমা ফার্মিং আরো বেশি রিস্কি কারণ দেখেন সব ডাটা কিন্তু রেগুলারলি এডমিন সাহেব চেক করেন। আর এই ফোরামের এডমিন এই ক্ষেত্রে প্রচুর অ্যাক্টিভ। আমি মনে হয় এমন মেম্বারও দেখেছি যারা মডারেটর পর্যায়ে গিয়েছিল তারাও ট্যাগ খেয়েছে চিটার হওয়ার।
সো আপনার এই টপিক তাদের মনে ভয় ঢুকায় দিবে এবং কারমা এভিউজিং বন্ধ করবে। আমিও ভাবতেছিলাম যাদের দেখে সাস্পিসিয়াস মনে হচ্ছিল তাদের একটা শর্ট লিস্ট বানিয়ে এডমিনকে পিএম করে দেই ;D
তবে ভাই যারা এসব করেন তারা আগে চিন্তা করে নিবেন যে যে খাবারটা খাবেন সেটা যেন বের করতে পারেন, না হলে পরবর্তীতে সেটা বের করার জন্য কিন্তু ***দেশ ফেরে সার্জারি করে বের করতে হবে। ;D
-
Snip
ধুর মিয়া এইসব লোকদের ওয়ার্নিং দেওয়ার কোন প্রয়োজন রয়েছে, এনারা মনে করতেছে যেহেতু কারমা পাবলিকে প্রকাশিত নেই কে কাকে দিতেছে তাই ইচ্ছামতন নিজেদের অ্যাকাউন্ট বা নিজেই ১০ একাউন্ট বানিয়ে এক অ্যাকাউন্টে ১০ ঘন্টা পর পর কারমা দিয়ে বোঝাই করতেছে।
কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করছি বিটকয়েন টকে মেরিট ফার্মিং এর চেয়ে এখানে কারমা ফার্মিং আরো বেশি রিস্কি কারণ দেখেন সব ডাটা কিন্তু রেগুলারলি এডমিন সাহেব চেক করেন। আর এই ফোরামের এডমিন এই ক্ষেত্রে প্রচুর অ্যাক্টিভ। আমি মনে হয় এমন মেম্বারও দেখেছি যারা মডারেটর পর্যায়ে গিয়েছিল তারাও ট্যাগ খেয়েছে চিটার হওয়ার।
ভাই, এরা চিটার বাটপার ঠিকই, তবুও তো এরা আমাদের দেশের। এজন্য আমি সবসময় চাই এরা যেনো বিপদে না পড়ে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি। আমি যতোবারই ওনাদের বুঝানোর চেষ্টা করি, ওনারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার পোষ্ট এর রিপ্লাই দেয় না। ভাবখানা এমন যেনো ওনারা আমার পোষ্ট দেখেও নাই, পড়েও নাই। সুতরাং ওনারা এই ব্যাপারে কিছুই জানে না।
সুযোগ কিন্তু বার বার আসে না। কিন্তু যারা সেই সুযোগ কে আন ফেয়ার ভাবে ব্যাবহার করে, তারা কিন্তু এগিয়ে যেতে পারে না। একটা সময় না একটা সময় তারা ফেসে যায়। এজন্য আমাদের আন ফেয়ার ভাবে কোনো সুযোগ সুবিধা নেয়া উচিৎ না।
-
Snip
ধুর মিয়া এইসব লোকদের ওয়ার্নিং দেওয়ার কোন প্রয়োজন রয়েছে, এনারা মনে করতেছে যেহেতু কারমা পাবলিকে প্রকাশিত নেই কে কাকে দিতেছে তাই ইচ্ছামতন নিজেদের অ্যাকাউন্ট বা নিজেই ১০ একাউন্ট বানিয়ে এক অ্যাকাউন্টে ১০ ঘন্টা পর পর কারমা দিয়ে বোঝাই করতেছে।
কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করছি বিটকয়েন টকে মেরিট ফার্মিং এর চেয়ে এখানে কারমা ফার্মিং আরো বেশি রিস্কি কারণ দেখেন সব ডাটা কিন্তু রেগুলারলি এডমিন সাহেব চেক করেন। আর এই ফোরামের এডমিন এই ক্ষেত্রে প্রচুর অ্যাক্টিভ। আমি মনে হয় এমন মেম্বারও দেখেছি যারা মডারেটর পর্যায়ে গিয়েছিল তারাও ট্যাগ খেয়েছে চিটার হওয়ার।
ভাই, এরা চিটার বাটপার ঠিকই, তবুও তো এরা আমাদের দেশের। এজন্য আমি সবসময় চাই এরা যেনো বিপদে না পড়ে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি। আমি যতোবারই ওনাদের বুঝানোর চেষ্টা করি, ওনারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার পোষ্ট এর রিপ্লাই দেয় না। ভাবখানা এমন যেনো ওনারা আমার পোষ্ট দেখেও নাই, পড়েও নাই। সুতরাং ওনারা এই ব্যাপারে কিছুই জানে না।
সুযোগ কিন্তু বার বার আসে না। কিন্তু যারা সেই সুযোগ কে আন ফেয়ার ভাবে ব্যাবহার করে, তারা কিন্তু এগিয়ে যেতে পারে না। একটা সময় না একটা সময় তারা ফেসে যায়। এজন্য আমাদের আন ফেয়ার ভাবে কোনো সুযোগ সুবিধা নেয়া উচিৎ না।
ভাই যারা কারমা ফারমিং এর মতো অপকর্মে লিপ্ত তারা অনেক বড়ো ক্ষতির মধ্যে পড়বে। আমদের অল্টকয়েনটকে সম্প্রতি বিটকয়েন মিক্সচার সিগনেচার আসাতে অনেকের ভালো আয়ের ব্যবস্থা হয়েছে। এখন এই ধরনের অপকর্ম যারা করছে এবং তারা ধরা খেলে তাদের আইডি ক্ষতিগ্রস্থ হবে।
তাই আমি এখনো তাদেরকে সাবধান হতে বলবো।
-
আপনাদের আক্কল হয় কি না।
এখানেও শুরু করছে? :-\
বাইদাওয়ে কারমার কাহিনিটা কি? আমি দিতে পারলাম না / অপশন খুজে পেলাম না। কে জানি বল্লো সিনিয়র থেকে জানি দেয়া যায়।
তাদের আক্কেল পায়ের নিচে।
[...]
একটা বিষয় জানার ছিল, আপনার প্রফাইলে Referrals: 1 লেখা। এটার কি কোনো কাজ আছে? মানে সুযোগ সুবিধা, নাকি হুদাই দিয়ে রাখছে, ব্যাচগুলোর মতো।
-
একটা বিষয় জানার ছিল, আপনার প্রফাইলে Referrals: 1 লেখা। এটার কি কোনো কাজ আছে? মানে সুযোগ সুবিধা, নাকি হুদাই দিয়ে রাখছে, ব্যাচগুলোর মতো।
Referrals: 1 এইটা কোনো ব্যাচ না আমার রেফারেল লিংক ব্যবহার করে কেউ একজন একাউন্ট খোলার কারনে প্রফাইলে ১ টা কাউন্ট হইছে যে আমি ১ জনকে রেফার করছি। যে কেউ চাইলে রেফার করতে পারে এইটা কোনো সমস্যা না। আপনার প্রফাইলে দেখেন একটা রেফার লিংক আছে ওইটা দিয়া একাউন্ট করালে আপনার প্রফাইলেও এমন লেখা থাকবে যে কতজনকে আপনি রেফার করছেন।
রেফার করলে আপনার রেফার করা একাউন্ট দিয়া যদি ফোরামের জানা ন্য ডোনেট করা হয় তাহলে আপনি কমিশন পাবেন। এই আর কি...
রেফার সম্পর্কে বিস্তারিত এখানে দেখতে পাবেন - https://www.altcoinstalks.com/index.php?topic=1887.0
-
ভাই, এরা চিটার বাটপার ঠিকই, তবুও তো এরা আমাদের দেশের। এজন্য আমি সবসময় চাই এরা যেনো বিপদে না পড়ে। কিন্তু চোরে না শোনে ধর্মের কাহিনি। আমি যতোবারই ওনাদের বুঝানোর চেষ্টা করি, ওনারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয়। আমার পোষ্ট এর রিপ্লাই দেয় না। ভাবখানা এমন যেনো ওনারা আমার পোষ্ট দেখেও নাই, পড়েও নাই। সুতরাং ওনারা এই ব্যাপারে কিছুই জানে না।
সুযোগ কিন্তু বার বার আসে না। কিন্তু যারা সেই সুযোগ কে আন ফেয়ার ভাবে ব্যাবহার করে, তারা কিন্তু এগিয়ে যেতে পারে না। একটা সময় না একটা সময় তারা ফেসে যায়। এজন্য আমাদের আন ফেয়ার ভাবে কোনো সুযোগ সুবিধা নেয়া উচিৎ না।
বাঙালির একে অপরের ভালো চাইতে নাই। আমার জীবনে এমন অনেক পাবলিক রয়েছে যাদেরকে ভালো বুঝে ভুল ধরিয়ে দিয়েছি তারা উল্টো আমাকে ভুল বুঝেছে। এড়িয়ে চলে আমাকে। মানে তাদের ভালো চাওয়ার জন্য ভুলটা ধরিয়ে দিলেও ভাই আমি দোষী। থাকুক যে যার মতন, চুপ থাকব আর দিন শেষে খেলার মজা উপভোগ করব আর কিছুই না।
এই যে টপিকটা খুলছেন ওরা এটাকে কোন ভাবে নেবে জানেন?
আপনি কি মনে করছেন ওরা শোধরাবে? নিশ্চয়ই না আপনার এই টপিক দেখে আমাদের রিপ্লাইগুলো দেখে আরো হুশিয়ার হয়ে অন্য উপায়ে চুরি করা শুরু করবে।
এখানেও শুরু করছে? :-\
বাইদাওয়ে কারমার কাহিনিটা কি? আমি দিতে পারলাম না / অপশন খুজে পেলাম না। কে জানি বল্লো সিনিয়র থেকে জানি দেয়া যায়।
তাদের আক্কেল পায়ের নিচে।
শুরু তো করবেই ওইসব সারকাজম গ্রুপ এর সোয়া যেখানেই পড়বে সেখানেই সারকাজম শুরু হয়ে যাবে-
আর জি ভাই আপনি ফুল মেম্বার দেখে কারমা সেন্ড পারেননি, এখন তো ভাই সিনিয়র হইয়া গেছেন এখন দেখেন কারমা সেন্ড করতে পারবেন।
-
এখানেও শুরু করছে? :-\
বাইদাওয়ে কারমার কাহিনিটা কি? আমি দিতে পারলাম না / অপশন খুজে পেলাম না। কে জানি বল্লো সিনিয়র থেকে জানি দেয়া যায়।
তাদের আক্কেল পায়ের নিচে।
করবে না তো কি করবে ভাই? এটার একটা গ্রুপ আছে আমাদের। তারা সম্ভবত একটা টেলিগ্রাম গ্রুপে থাকে এবং একজন আরেকজন কে কারমা, মেরিট দিয়ে বেড়ায়। বিটকয়েনটকে কয়েকজন আমার কাছে সহজ স্বীকারোক্তি দিয়েছে যে ভাই, ওরা আমাকে প্রাইভেট মেসেজে মেরিট দিতে বলতো এবং আমাকেও মেরিট দিয়ে হেল্প করেছে। তারপর তো দেখলেন, বিটকয়েনটকে এক প্রকার হুমকি দিয়ে তাদের এসব ধান্দা বন্ধ করছি।
যেহেতু এই ফোরামে কারমা কে সেন্ড করলো, কোন পোষ্ট এর জন্য সেন্ড করলো, এগুলো দেখা যায় না। আমাদের দাদারা ভাবলো তাহলে এটার সুযোগ নিয়ে জলদি করে কারমা ফারমিং করে নেই। দুনিয়ায় যতো চিটার আছে, তার নব্বই ভাগ আমাদের বাংলাদেশে।
-
কারমা দেওয়া অফ রাখছি আপাতত। দিলেও গ্লোবাল এ মাঝে মাঝে দেই তবে তা হয়ত ২/৩ সপ্তাহ পর পর। কারমা এমন কিছু না যে আমার দরকার, যার কারনে এই বিষয়টা থেকে দূরে থাকি। নিজের মত পোস্ট করি, রিপ্লাই দেই, অফলাইন হয়ে যাই। এর থেকে বেশি কিছু করার থাকে ও না বা করতে ইচ্ছাও করে না। আর যারা এই কারমা নিয়ে ফার্মিং করতেসে বা অপব্যাবহার করতেসে, তাদের জন্য এক বালতি সমবেদনা। যতই কাহিনি করেন বা নিজেকে স্মার্ট ভাবেন, ধরা খাবেনই একদিন।
ফোরামএ আছেন, র্যাংক বাড়াবেন ঠিক আছে। সর্টকার্ট ভালো বাট তা খারাপ উপায়ে ব্যবহার করলে ফলাফল খারাপ ই আসবে। সাবধান হওয়া বা না হওয়া আপনার ব্যাপার। আমার আইডির দায়িত্ব আমার, আপনার তা আপনার।
-
ফোরামএ আছেন, র্যাংক বাড়াবেন ঠিক আছে। সর্টকার্ট ভালো বাট তা খারাপ উপায়ে ব্যবহার করলে ফলাফল খারাপ ই আসবে। সাবধান হওয়া বা না হওয়া আপনার ব্যাপার। আমার আইডির দায়িত্ব আমার, আপনার তা আপনার।
একটা ব্যাপার খেয়াল করেন, আমি যে বাংলাদেশ বোর্ড এ এই থ্রেড টা ক্রিয়েট করেছি, আপনার কি মনে হয় যারা এবিউজ করছে, তারা আমার থ্রেড দেখেনি? তারা আসলে আমার থ্রেড দেখেছে। তবুও তারা কিন্তু এখানে কোনো রেসপন্স করেনি। কেনো করেনি সেটা তো তাদের ব্যাক্তিগত ব্যাপার। তবে সবচাইতে কষ্টের ব্যাপার হলো, এই এবিউজ কিন্তু তবুও বন্ধ হয়নি। আমি আজকেও খেয়াল করলাম যে এরা নিয়মিত কারমা ফারম করছে।
ওনারা ধরা খাবে ঠিক আছে, ওদের যদি শুধুমাত্র ব্যাক্তিগত ভাবে ক্ষতি হতো, তাহলে হয়তো এতো বেশি চিল্লা পাল্লা আমি করতাম না। কিন্ত সমস্যা হলো যখন এরা এক্সপোজ হবে, তখন তাদের সাথে একটা নাম লেগে যাবে, সেটা হলো বাংলাদেশ। তাহলে কেমনে কি হবে ভাই?
-
লঙ্ঘনকারীদের সাহায্য করার দরকার নেই। আমি সন্দেহ করি যে বিটিটি থেকে অসংখ্য অ্যাকাউন্ট সহ একজন অপরাধী এখানে এসেছে, যে এখন কর্মের অপব্যবহার করছে। আমার কাছে মনে হয় অবিলম্বে অপরাধীর সব হিসাব শনাক্ত করা অনেক ভালো, কারণ এভাবে বাংলাদেশ অংশটি একবারই উল্লেখ করা হবে। গতবার, আমরা অনেক দিন ধরে বাংলাদেশ থেকে আগের লঙ্ঘনকারীর কয়েক ডজন অ্যাকাউন্ট ধরেছি, এবং এমন একজন খারাপ ব্যক্তি ইমেজকে ব্যাপকভাবে নষ্ট করতে পারে।
গুগল ট্রান্সলেট ব্যবহার করার জন্য দুঃখিত, আমি মোটেও বাংলা বলতে পারি না।
There is no need to cover up violators. I suspect that an offender with numerous accounts came here from BTT, who is now abusing karma (not only you see this). It seems to me that it is much better to immediately identify all the accounts of the offender, because in this way the Bangladesh section will be mentioned only once. Last time, we caught dozens of accounts of the previous violator from Bangladesh for quite a long time, and one such bad person can greatly spoil the image.
Sorry for using Google Translate, I don't speak Bangla at all.
-
There is no need to cover up violators. I suspect that an offender with numerous accounts came here from BTT, who is now abusing karma (not only you see this). It seems to me that it is much better to immediately identify all the accounts of the offender, because in this way the Bangladesh section will be mentioned only once. Last time, we caught dozens of accounts of the previous violator from Bangladesh for quite a long time, and one such bad person can greatly spoil the image.
Sorry for using Google Translate, I don't speak Bangla at all.
I am writing in English for your understanding only.
There are some abusers which are known on BitcoinTalk. They teleported their account here and started doing the same thing. You will notice that some Teleported accounts farmed over 40 karma in last two months which. I could have convince myself if I knew that they are good quality posters! But unfortunately, they are not.
I saw some legendary members came here from Bitcointalk and they were not able to get 50 karma with their contribution. Yet, some of our locals have more than 60 karma. How it is possible? I can send you a shortlist of these guys if you want.
-
I can send you a shortlist of these guys if you want.
সেটা ভালই হবে. আমি সন্দেহভাজনদের আমার নিজের তালিকা তৈরি করতে শুরু করেছি, কিন্তু একটি অতিরিক্ত সাহায্য জিনিসগুলিকে সহজ করে তুলতে পারে। আমি দলের সাথে সমস্ত ডেটা শেয়ার করব এবং আমরা আরও প্রমাণ খুঁজব এবং আরও কী করা যেতে পারে তা ভাবব। আগাম ধন্যবাদ!
It would be good. I started making my own list of suspects, but having an additional help can make the things easier. I'll share all the data with the team and we'll look for more evidence and what can be done further. Thanks in advance!
-
It would be good. I started making my own list of suspects, but having an additional help can make the things easier. I'll share all the data with the team and we'll look for more evidence and what can be done further. Thanks in advance!
I have sent you a PM with a shortlist of possible karma abusers. I could be wrong. So, I would like to request you to investigate those accounts carefully before you apply any badge on their profile. I guess the admin can help you regarding this. I have been vocal against abuse in other forums as well and I become a villain because of that. Those members do not reply to my posts anymore because I exposed them everywhere. I know who is the leader of this gang. Probably I will expose all his alts and his wrong doing shortly. But, I am just observing and waiting to see if he cross the limit.
-
I have sent you a PM with a shortlist of possible karma abusers. I could be wrong. So, I would like to request you to investigate those accounts carefully before you apply any badge on their profile. I guess the admin can help you regarding this. I have been vocal against abuse in other forums as well and I become a villain because of that. Those members do not reply to my posts anymore because I exposed them everywhere. I know who is the leader of this gang. Probably I will expose all his alts and his wrong doing shortly. But, I am just observing and waiting to see if he cross the limit.
ধন্যবাদ! এই তালিকাটি আমার প্রাথমিক তালিকার সাথে অনেক ওভারল্যাপ আছে। অবশ্য আমি নিজেও এ ধরনের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নিই না; এই সমস্ত অতিরিক্ত অ্যাডমিন এবং অন্যান্য দলের সদস্য উভয় দ্বারা চেক করা হয়. এই ধরনের সিদ্ধান্তে ভুলগুলো আমাদের প্রয়োজন হয় না। আবার ধন্যবাদ!
যিনি একাধিক অ্যাকাউন্ট সম্পর্কে ফোরামের নিয়ম লঙ্ঘন করছেন তার জন্য। আমি এখনই সুপারিশ করছি, যখন তদন্ত এখনও চলছে, আপনি আপনার সমস্ত অসংখ্য অ্যাকাউন্ট ঘোষণা (https://www.altcoinstalks.com/index.php?topic=33059.0) করুন যাতে এটি পরিণত না হয় যে মূল অ্যাকাউন্টটিকেও শাস্তি দেওয়া হবে। কোনটির চেয়ে একটি সৎ উন্নত অ্যাকাউন্ট থাকা ভাল।
Thank you! This list has a lot of overlap with my preliminary list. Of course, I myself do not take any action in such cases; this is all additionally checked by both admin and other team members. Mistakes are not what we need in such decisions. Thanks again!
As for the one who is violating the forum rules about multiple accounts. I recommend that right now, while the investigation is still ongoing, you declare all your numerous accounts (https://www.altcoinstalks.com/index.php?topic=33059.0) so that it does not turn out that the main account will also be punished. It is better to have one honest developed account than none.
-
Thank you! This list has a lot of overlap with my preliminary list. Of course, I myself do not take any action in such cases; this is all additionally checked by both admin and other team members. Mistakes are not what we need in such decisions. Thanks again!
I wish they send you a private message and confess themself. But, I don't think something like this going to happen. We Bengali people used to wait till the last moment. We regret it once we get fucked up. But, I hope they will stop doing these things since it is a public discussion now that Mods and admin working on those issues. About multiple accounts, what about inactive accounts? For example, Let's say I have another account, but I do not use it anymore since I heard the rules that I cannot have multiple accounts without declaration.
-
I wish they send you a private message and confess themself. But, I don't think something like this going to happen. We Bengali people used to wait till the last moment. We regret it once we get fucked up. But, I hope they will stop doing these things since it is a public discussion now that Mods and admin working on those issues.
হ্যাঁ, আমি ইতিমধ্যেই আমার সন্দেহভাজনদের তালিকা অন্যদের সাথে শেয়ার করেছি, তাই এখন আরও লোকজন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে। এছাড়াও, অ্যাডমিনের যখন সময় থাকে, তখন তার কাছে বিভিন্ন লঙ্ঘনের জন্য অ্যাকাউন্টগুলি পরীক্ষা করার আরও অনেক সুযোগ থাকে। আমরা তাড়াহুড়ো করছি না, তবে লঙ্ঘনকারীদের অবশ্যই চিহ্নিত করা হবে।
Yes, I have already shared my list of suspects with others, so now more people will be monitoring the situation. Plus, when the admin has time, he has much more opportunities to check accounts for various violations. We are in no hurry, but violators will certainly be identified.
About multiple accounts, what about inactive accounts? For example, Let's say I have another account, but I do not use it anymore since I heard the rules that I cannot have multiple accounts without declaration.
যদি পুরানো অ্যাকাউন্টগুলি কখনই অন্য কোনও নিয়ম লঙ্ঘন করে না, আমি মনে করি না যে দূর অতীতে এই ধরনের সংযোগ খুঁজছেন কেউ। AltcoinsTalks হল একটি বন্ধুত্বপূর্ণ ফোরাম, এবং ধারণা হল কাউকে কোন কিছুর জন্য শাস্তি দেওয়া নয়, কিন্তু প্রত্যেককে আমাদের ফোরামে যোগাযোগ করতে আরামদায়ক এবং আনন্দদায়ক বোধ করা।
If the old accounts never violated any other rules, I don't remember anyone looking for connections of this kind in the distant past. AltcoinsTalks is a friendly forum, and the idea is not to punish anyone for anything, but to make everyone feel comfortable and pleasant communicating on our forum.
-
যাদের একাধিক অ্যাকাউন্ট আছে এবং পরে বলার আশা করছেন যে তারা আপনার পরিবার, বন্ধু এবং গোল্ডফিশ ছিল: এটি কাজ করবে না। তদন্ত দ্রুত না হলে, এর মানে এই নয় যে আপনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অ্যাডমিন থেকে এই ঘোষণা পড়ুন. (https://www.altcoinstalks.com/index.php?topic=319400.0) একদিন জেগে ওঠার জন্য অপেক্ষা করবেন না এবং দেখুন যে আপনার অ্যাকাউন্টে একটি লাল বিন্দু বা আরও কিছু নির্দিষ্ট ব্যাজ রয়েছে, এখনই আপনার সমস্ত মাল্টি অ্যাকাউন্ট ঘোষণা করুন!
For those who have multiple accounts and expect to say later that those were your family, friends and goldfish: it will not work. If investigation is not fast, it doesn't mean you are not found. Read this announcement from admin. (https://www.altcoinstalks.com/index.php?topic=319400.0) Don't wait to wake up one day and find that your account got a red dot or some more specific badge, declare all your multi accounts now!
-
For those who have multiple accounts and expect to say later that those were your family, friends and goldfish: it will not work. If investigation is not fast, it doesn't mean you are not found. Read this announcement from admin. (https://www.altcoinstalks.com/index.php?topic=319400.0) Don't wait to wake up one day and find that your account got a red dot or some more specific badge, declare all your multi accounts now!
Ahamm. I can already see a lot of accounts with a red dot. Does it mean that their account was flagged for multiple accounts? I have a feeling about my locals; nobody is going to declare their accounts until the admin applies some tags or something like that.
Once again, I am going to ask the same question again. Let's say I have more than one account, but I do not use it. Since I do not use that account anymore, do I have to declare it as well? I do not see any point in doing that because I do not plan to use that one anymore. If I want to use a different account in the future, I will declare it. What do you think about it?
-
Ahamm. I can already see a lot of accounts with a red dot. Does it mean that their account was flagged for multiple accounts? I have a feeling about my locals; nobody is going to declare their accounts until the admin applies some tags or something like that.
প্রশাসক এখনও এটি স্পষ্ট করেনি, কিন্তু এটি তাই দেখায়. আমি দেখেছি লাল বিন্দু সহ অন্তত সবাই চলমান তদন্তের একটি অংশ। কিন্তু যারা মাল্টি অ্যাকাউন্ট তদন্তের বিষয় তাদের সবাই এখনও লাল বিন্দু পায়নি।
যারা বিকল্প অ্যাকাউন্ট ঘোষণা করার পরিকল্পনা করেন না তারা প্রতারক ব্যাজ সহ কঠোর শাস্তির সম্মুখীন হতে পারেন। আমার মনে হয় আমরা যার কথা বলছি সে জানে আমি কি নিয়ে কথা বলছি। কিন্তু এটা তার পছন্দ।
admin didn't clarify it yet, but it looks so. At least all ones with red dots I saw are a part of ongoing investigations. But not all who are the subject of multi account investigations got red dots yet.
Those ones who don't plan to declare alternative accounts can face with a strikter penalties, including cheater badges. I think the one we are talking about knows what I'm talking about. But it's his choice.
Once again, I am going to ask the same question again. Let's say I have more than one account, but I do not use it. Since I do not use that account anymore, do I have to declare it as well? I do not see any point in doing that because I do not plan to use that one anymore. If I want to use a different account in the future, I will declare it. What do you think about it?
আপনি প্রশাসককে PM করতে পারেন এবং এটি বলতে পারেন এবং তাদের এই অ্যাকাউন্টটিকে অব্যবহৃত (https://www.altcoinstalks.com/index.php?topic=319399) হিসাবে চিহ্নিত করতে বলতে পারেন৷ আমি মনে করি না যে কেউ কখনও অব্যবহৃত অ্যাকাউন্টগুলি অনুসন্ধান করবে যেগুলি কখনও কোনও প্রতারণা এবং প্রচারে অংশগ্রহণের সাথে জড়িত ছিল না, তবে আপনি যদি নিশ্চিত হতে চান তবে আপনি কেবল অ্যাডমিনকে জানাতে পারেন। আপনি এটি ব্যক্তিগতভাবে করতে পারেন, তাই প্রশাসক ছাড়া অন্য কেউ কখনই জানবে না যে কোন অ্যাকাউন্টটি আপনার ছিল।
You can write PM to admin and say this and ask to mark that account as unusable (https://www.altcoinstalks.com/index.php?topic=319399). I don't think anyone will ever search for unused accounts that were never involved in any cheating and campaign participation, but if you want to be sure you can just inform admin. You can do it in private, so no one else except admin will never know which account else was yours.
-
কে কার মা দিল কে কার মার দিল না এটা যদি চেক করার সুযোগ থাকত তাহলে অনেক অপকর্ম থেকে আমরা রক্ষা পেতাম। এখন অনেকে টিম করে কারমা লেনদেন করছে বলে আমি মনে করি। কারন কিছু লোক দেখছি অনেক কম মানসম্মত পোস্টেও কারমা পেয়ে যাচ্ছে, আবার অনেকে অনেক ভালো পোস্ট করেও সেই হারে কারমা পেতে দেখছি না। তাই যদি কে কারমা দিচ্ছে দেখা যেত তাহলে অনেক ভালো হতো। কারমা ফার্মিং টা বন্ধ হয়ে যেতে বলে আমি মনে করি।
-
কে কার মা দিল কে কার মার দিল না এটা যদি চেক করার সুযোগ থাকত তাহলে অনেক অপকর্ম থেকে আমরা রক্ষা পেতাম। এখন অনেকে টিম করে কারমা লেনদেন করছে বলে আমি মনে করি। কারন কিছু লোক দেখছি অনেক কম মানসম্মত পোস্টেও কারমা পেয়ে যাচ্ছে, আবার অনেকে অনেক ভালো পোস্ট করেও সেই হারে কারমা পেতে দেখছি না। তাই যদি কে কারমা দিচ্ছে দেখা যেত তাহলে অনেক ভালো হতো। কারমা ফার্মিং টা বন্ধ হয়ে যেতে বলে আমি মনে করি।
ভাই যখন আমরা নিজেরা আমাদের সর্বোচ্চ দিয়ে একটা ভালো পোস্ট করি তখন সেটা আমাদের নিজেদের কাছে মনে হয় যে আমরা হয়তোবা অনেক ভালো একটি পোস্ট করলাম। তবে আপনার কী মনে হয় যে সেই পোস্ট সবার কাছেই ভালো লাগবে এবং কোয়ালিটি পোস্ট মনে হবে? কারণ আপনার আমার থেকেও অনেক মেধাবী মানুষ এই ফোরামে থাকতে পারে। যাই হোক গ্রুপিং করে, নিজেই একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে, স্বজনপ্রীতি করে এবং বিভিন্ন অসৎ উপায়ে এখানে কারমা লেনদেন হচ্ছে তা আমরা সবাই জানি তবে যেহেতু কারমা এখনো পাবলিকলি ট্রাক করা যাচ্ছে না তাই সরাসরি কাউকে ধরা যাচ্ছে না তবে অনেক কিছুই অনুমান করা যাচ্ছে। তবে ভাই আমারা বাংগালীরা একটা কথা বলি সবসময় যে চোরের ১০ দিন গেরস্তের ১ দিন তো চোরদের চুরি করতে দেন এইগুলার জন্য তারাই বিপদে পড়ভে।
এডভাইস - আপনি আপনার পোস্টের দিকে লক্ষ্য রাখবেন আপনার লেখার মধ্যে কিছু কিছু লেখা ভূল হচ্ছে যেমন কারমা লিখেন এভাবে (কার মা) পোস্ট করার সময় প্যানিক হয়ে পোস্ট না করে একটু সময় নিয়ে করবেন। আশা করি আর কিছু বলা লাগবে না।
-
যেহেতু কারমা এখনো পাবলিকলি ট্রাক করা যাচ্ছে না তাই সরাসরি কাউকে ধরা যাচ্ছে না তবে অনেক কিছুই অনুমান করা যাচ্ছে। তবে ভাই আমারা বাংগালীরা একটা কথা বলি সবসময় যে চোরের ১০ দিন গেরস্তের ১ দিন তো চোরদের চুরি করতে দেন এইগুলার জন্য তারাই বিপদে পড়ভে।
কোনো একটা থ্রেড এ ফ্রিমাইন্ড এর একটা পোষ্ট পড়ার পর আমার মনে হচ্ছে যে কারমা হাইড আছে এটাই ভালো। কারন হিসেবে উনি খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন। এমন যদি হতো যে এখানে শুধু পজেটিভ কারমা দেয়া যাচ্ছে, সে ক্ষেত্রে কে কাকে কারমা দিচ্ছে, এটা জানলে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে নেগেটিভ কারমা দেয়ার একটা ব্যাপার আছে। এখন সবাই যদি দেখে যে কে কাকে নেগেটিভ কারমা দিলো, তখন ফোরামে প্রচুর পরিমানে ঝগড়া বিবাদ লেগে যাবে ইউজারদের মধ্যে। এবং নেগেটিভ কারমা কে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যাবহার করবে। যেটা আস্তে আস্তে ফোরামের পরিবেশ নষ্ট করে দিতে পারে। তো, সেই হিসাবে কারমা হাইড করা আছে সেটাই ভালো বলে মনে হয়। এবিউজ হলে সেটা দেখার জন্য এডমিন তো আছেই।
-
যেহেতু কারমা এখনো পাবলিকলি ট্রাক করা যাচ্ছে না তাই সরাসরি কাউকে ধরা যাচ্ছে না তবে অনেক কিছুই অনুমান করা যাচ্ছে। তবে ভাই আমারা বাংগালীরা একটা কথা বলি সবসময় যে চোরের ১০ দিন গেরস্তের ১ দিন তো চোরদের চুরি করতে দেন এইগুলার জন্য তারাই বিপদে পড়ভে।
কোনো একটা থ্রেড এ ফ্রিমাইন্ড এর একটা পোষ্ট পড়ার পর আমার মনে হচ্ছে যে কারমা হাইড আছে এটাই ভালো। কারন হিসেবে উনি খুব সুন্দর একটা যুক্তি দিয়েছেন। এমন যদি হতো যে এখানে শুধু পজেটিভ কারমা দেয়া যাচ্ছে, সে ক্ষেত্রে কে কাকে কারমা দিচ্ছে, এটা জানলে কোনো অসুবিধা নাই। কিন্তু এখানে নেগেটিভ কারমা দেয়ার একটা ব্যাপার আছে। এখন সবাই যদি দেখে যে কে কাকে নেগেটিভ কারমা দিলো, তখন ফোরামে প্রচুর পরিমানে ঝগড়া বিবাদ লেগে যাবে ইউজারদের মধ্যে। এবং নেগেটিভ কারমা কে একে অন্যের বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যাবহার করবে। যেটা আস্তে আস্তে ফোরামের পরিবেশ নষ্ট করে দিতে পারে। তো, সেই হিসাবে কারমা হাইড করা আছে সেটাই ভালো বলে মনে হয়। এবিউজ হলে সেটা দেখার জন্য এডমিন তো আছেই।
হুম এটা একটা বড় সমস্যা কেউ কাউকে কারমা দিক বা না দিক এইটা কোনো সমস্যা না btt তে যেমন শুধুমাত্র মেরিট সিস্টেম আছে যেখানে কারো -মেরিট হবার সুযোগ নাই। কারমা ট্রানজেকশন হাইড রাখার এটা একটা ভালো দিক যে কে - বা + দিলো এটা দেখা যাচ্ছে না + দেখা গেলে কোনো সমস্যা না তবে - কারমা দেখা গেলে ফোরামে বিশৃঙ্খলা দেখা দিবে। কারমা sr member অতিক্রম করলে সবাই দিতে পারে এটা হচ্ছে সমস্যা। অন্তত -কারমা দেওয়ার ক্ষমতাটা সবাইরে না দিয়ে D-Team দের দেওয়া উচিৎ ছিলো আর + দেওয়ার নিয়ম এমনি থাকতো তারপর ট্রানজিশন পাবলিক করলে মনে হয় না কোনো সমস্যা হতো