Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: God Of Thunder on March 12, 2024, 09:38:06 AM
-
আপনারা অনেকেই জানেন যে টেলিগ্রাম ওয়ালেট ফিচার চালু করেছে এবং টেলিগ্রামের প্রথম কয়েন বা টোকেনের নাম হলো টুন TON যেটা আপনারা চাইলেই কয়েন মার্কেটক্যাপে চেক করতে পারেন। https://coinmarketcap.com/currencies/toncoin/, টুন কয়েন অলরেডি টপ ১৫ টি ক্রিপ্টো কারেন্সির ভেতরে চলে আসছে। কয়েক মাস আগে, টুনের প্যারোডি কয়েন চালু করেছে এবং এর পেছনে একই টিম কাজ করছে যেটা হচ্ছে টেলিগ্রাম। প্রথম দিকে তারা এটাকে কোনো প্রমোট করেনি এবং এটা একটা টেলিগ্রাম বঠের ভেতরেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে নট কয়েন অলরেডি প্রি-মারকেটে ভাউচার বানিয়ে সেল করা যাচ্ছে। প্রি-মার্কেট এ অলরেডি এর প্রাইস হলো প্রতি মিলিয়নে ২০ ডলার। আমার অলরেডি ৫ মিলিয়ন হয়ে গেছে। কাজ একদমই সোজা। আমি এখানে টেলিগ্রাম বটের লিংক শেয়ার করছি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। কোনো কিছু না বুঝলে আমাকে নক করতে পারেন।
বট লিংক: https://t.me/notcoin_bot
-
মিয়া আপনি অনেক দেরিতে দিসিলেন এটা আমারে। যেই কয়দিন করছিলাম সেই কয়দিয়ে যে পরিমাণ নটকয়েন জমা হইছিল তা দিয়ে একটা ভাওচারও মিন্ট করার মতোও এমাউন্ট করতে পারিনাই। রিসেন্ট একটা পোস্টে দেখলাম একেকজন নাকি ১০০০-২০০০ ডলার সমপরিমাণ টোকেন মিন্ট করছে, লল।
-
মিয়া আপনি অনেক দেরিতে দিসিলেন এটা আমারে। যেই কয়দিন করছিলাম সেই কয়দিয়ে যে পরিমাণ নটকয়েন জমা হইছিল তা দিয়ে একটা ভাওচারও মিন্ট করার মতোও এমাউন্ট করতে পারিনাই। রিসেন্ট একটা পোস্টে দেখলাম একেকজন নাকি ১০০০-২০০০ ডলার সমপরিমাণ টোকেন মিন্ট করছে, লল।
যেহেতু এসব এয়্যারড্রপ অনেক লম্বা সময় নিয়ে কাজ করতে হয়, বেশিরভাগ মানুষ একটা সময় এসে ধৈর্য্য হারিয়ে ফেলে। আর ১০ টা প্রজেক্ট এ কাজ করলে ১ টা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। সত্যি বলতে আমি চাই না মানুষ আমাকে বিশ্বাস করে এমন প্রজেক্ট এ কাজ করুক যারা পেমেন্ট দিবে না। তবুও এটা চাইলেও আমি পারবো না। ইন্টারনেটে বেশিরভাগ প্রজেক্ট পেমেন্ট করে না। আমি দেড়ি করেছিলাম কারন আমি জানতাম ই না যে আপনি ইন্টারেষ্টেড কি না।
ভাউচার আমিও একটাও মিন্ট করি নাই। তবে আমি নট হিসেবেই রেখে দিছি যেটা লিষ্টিং হওয়ার পর হয়তো ক্লেইম করা যাবে। এখনো মনে হয় ক্লেইম অপশন এভেইলেভল হয় নাই। তাছাড়া আমি বেশ কিছু এয়ারড্রপ এখনো ফার্ম করছি। আশা করছি এগুলো থেকে পেমন্টে পাবো।
-
যেহেতু এসব এয়্যারড্রপ অনেক লম্বা সময় নিয়ে কাজ করতে হয়, বেশিরভাগ মানুষ একটা সময় এসে ধৈর্য্য হারিয়ে ফেলে। আর ১০ টা প্রজেক্ট এ কাজ করলে ১ টা প্রজেক্ট থেকে পেমেন্ট পাওয়া যায়। সত্যি বলতে আমি চাই না মানুষ আমাকে বিশ্বাস করে এমন প্রজেক্ট এ কাজ করুক যারা পেমেন্ট দিবে না। তবুও এটা চাইলেও আমি পারবো না। ইন্টারনেটে বেশিরভাগ প্রজেক্ট পেমেন্ট করে না। আমি দেড়ি করেছিলাম কারন আমি জানতাম ই না যে আপনি ইন্টারেষ্টেড কি না।
ভাউচার আমিও একটাও মিন্ট করি নাই। তবে আমি নট হিসেবেই রেখে দিছি যেটা লিষ্টিং হওয়ার পর হয়তো ক্লেইম করা যাবে। এখনো মনে হয় ক্লেইম অপশন এভেইলেভল হয় নাই। তাছাড়া আমি বেশ কিছু এয়ারড্রপ এখনো ফার্ম করছি। আশা করছি এগুলো থেকে পেমন্টে পাবো।
আরেহ মিয়া চিল! আপনার রিপ্লাই সিরিয়াস মুডের মনে হচ্ছে। আমি একটু মজার ছলেই বলছি। যদিও এইসব এয়ারড্রপ গুলো (ফারমিং বেসড্) যারা একেবারে প্রথম থেকে করে তারাই লাভ করে। আমাদের মতো শেষের দিকের লোক আম আটি কিছুই পায়না।
আমার টায় কিছুই হয় না, কালো স্ক্রিন হয়ে থাকে।
-
আরেহ মিয়া চিল! আপনার রিপ্লাই সিরিয়াস মুডের মনে হচ্ছে। আমি একটু মজার ছলেই বলছি। যদিও এইসব এয়ারড্রপ গুলো (ফারমিং বেসড্) যারা একেবারে প্রথম থেকে করে তারাই লাভ করে। আমাদের মতো শেষের দিকের লোক আম আটি কিছুই পায়না।
নাহ, যারা পরে আসে, তারা হয়তো কম পায়, কিন্তু কিছুই পায় না তা নয়। তবে সবচেয়ে বেশি লাভ যাদের নিজের কমিউনিটি আছে। আমি তো চেয়েছিলাম একটা কমিউনিটি বানাতে। তবে রিয়েল লাইফে এতো বেশি ব্যাস্ত হয়ে গেছি যে কোনো প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে পারছি না।
আমার টায় কিছুই হয় না, কালো স্ক্রিন হয়ে থাকে।
নাহ, এরকম হবে কেনো? হতে পারে আপনার নেট সমস্যা। কিছুক্ষন অপেক্ষা করেন। নট কয়েন এর সাপ্লাই কমানো হয়েছে। লিষ্টিং এর পরে ক্লেইম অপশন এভেইলেবল হবে।
-
নাহ, এরকম হবে কেনো? হতে পারে আপনার নেট সমস্যা। কিছুক্ষন অপেক্ষা করেন। নট কয়েন এর সাপ্লাই কমানো হয়েছে। লিষ্টিং এর পরে ক্লেইম অপশন এভেইলেবল হবে।
হ্যাঁ ভাই, প্রথম প্রথম যখন মাইনিং অফ হয় তখন এমন হইছিল। কালো স্ক্রিন হয়ে থাকতো। আমি তো ভাবছিলাম বট ডিলিট করে দিবো, করিনি। কাল ওপেন করলাম। দেখি কাজ করতেছে। নিচের দুই ছবি একটু বুঝায় দিবেন? এখন কি এগুলো হোল্ডে রাখবো? পরবর্তী স্টেপ টা কি?
(https://talkimg.com/images/2024/04/30/r61Bw.jpeg)(https://talkimg.com/images/2024/04/30/r6r33.jpeg)
-
হ্যাঁ ভাই, প্রথম প্রথম যখন মাইনিং অফ হয় তখন এমন হইছিল। কালো স্ক্রিন হয়ে থাকতো। আমি তো ভাবছিলাম বট ডিলিট করে দিবো, করিনি। কাল ওপেন করলাম। দেখি কাজ করতেছে। নিচের দুই ছবি একটু বুঝায় দিবেন? এখন কি এগুলো হোল্ডে রাখবো? পরবর্তী স্টেপ টা কি?
আপাতত কোনো কাজ নাই। নটকয়েন লিষ্টিং হবে বিভিন্ন এক্সচেন্জ এ। খেয়াল করে দেখেন যে তারা অলরেডি ক্লেইম বাটন দিয়ে দিছে, যেটা লিষ্টিং এর পর কাজ করবে এবং আপনি আপনার কয়েন ক্লেইম করতে পারবেন। আমিও অপেক্ষায় আছি কবে লিষ্টিং হবে। তবে ধারনা করা হচ্ছে খুব লো প্রাইসে লিষ্টিং হবে। এখন মনে হচ্ছে ভাউচার করে ফেললেই ভালো হতো। যাই হোক, ফি এর মাল, যাই হোক হোল্ড করে রেখে দিবো।
অন্যান্য কোনো এয়ারড্রপে কাজ করার ইচ্ছা আছে? কয়েন আলাপ এয়ারড্রপে বাইনান্স ব্যাকেড ২-৩টা প্রজেক্ট শেয়ার করেছি, চাইলে সেখানে পার্টিসিপেট করতে পারেন। আশা করা যায় ভালো কিছু হবে। তবে এসব এয়ারড্রপের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়।
-
আপাতত কোনো কাজ নাই। নটকয়েন লিষ্টিং হবে বিভিন্ন এক্সচেন্জ এ। খেয়াল করে দেখেন যে তারা অলরেডি ক্লেইম বাটন দিয়ে দিছে, যেটা লিষ্টিং এর পর কাজ করবে এবং আপনি আপনার কয়েন ক্লেইম করতে পারবেন। আমিও অপেক্ষায় আছি কবে লিষ্টিং হবে। তবে ধারনা করা হচ্ছে খুব লো প্রাইসে লিষ্টিং হবে। এখন মনে হচ্ছে ভাউচার করে ফেললেই ভালো হতো। যাই হোক, ফি এর মাল, যাই হোক হোল্ড করে রেখে দিবো।
অন্যান্য কোনো এয়ারড্রপে কাজ করার ইচ্ছা আছে? কয়েন আলাপ এয়ারড্রপে বাইনান্স ব্যাকেড ২-৩টা প্রজেক্ট শেয়ার করেছি, চাইলে সেখানে পার্টিসিপেট করতে পারেন। আশা করা যায় ভালো কিছু হবে। তবে এসব এয়ারড্রপের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হয়।
আমার ব্যালেন্সে যা আছে তা দিয়ে দুইটা চকলেটও খাইতে পারবো কিনা সন্দেহ, লল। যদিও ফ্রির মাল যা পাবো তাই আলহামদুলিল্লাহ্। প্রজেক্ট নিয়ে ভালোই হাইপ দেখলাম, দেখা যাক কেমন প্রাইজে লিস্টেড হয়।
ইচ্ছা তো ছিল আছে বাট কেন জানি সময়ই করতে পারতেছিনা। এমন না যে অনেক বিজি, বিজি না তারপরেও কেমন জানি একটা বিজি বিজি ভাবের মধ্যে দিন পার করতেছি। তার উপর এতো গরম, কিছুই করতে মন চায় না, ট্রানস্লেশনটা করতে লাগছিলাম, অর্ধেক করে ব্রেক নিসি। একদম আন-প্রোডাকটিভ দিন কাটতেছে। খাই দাই আর ঘুমাই।
-
অনেক অনেক শুভকামনা রইল। নট কয়েন থেকে আমি $১২০ ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ। এটা আমার টেলিগ্রাম বট এর থেকে প্রথম উপার্জন। আমি অনেক খুশি। তবে আমি মাত্র কয়েক দিন কাজ করতে পারছি। যদি আরো আগে জানতে পারতাম তাহলে ভালো কোপ দিতে পারতাম।
তারপরও যা পেয়েছি আমি অনেক খুশি। আর আমি মনেকরি এটার কারনে টেলিগ্রাম বট এয়ারড্রপ এর প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে।
-
অনেক অনেক শুভকামনা রইল। নট কয়েন থেকে আমি $১২০ ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ। এটা আমার টেলিগ্রাম বট এর থেকে প্রথম উপার্জন। আমি অনেক খুশি। তবে আমি মাত্র কয়েক দিন কাজ করতে পারছি। যদি আরো আগে জানতে পারতাম তাহলে ভালো কোপ দিতে পারতাম।
তারপরও যা পেয়েছি আমি অনেক খুশি। আর আমি মনেকরি এটার কারনে টেলিগ্রাম বট এয়ারড্রপ এর প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে।
নটকয়েনের এই সাকসেস দেখে মার্কেটে প্রতিদিন নতুন নতুন বট আসছে। কিন্তু আমার মনে হয় না নটকয়েনের মতো সাকসেস এর একটা কয়েন ও পাবে। সবাই নটকয়েনকে ফলো করেই বট বানাচ্ছে। এর মধ্যে কিছু কিছু বট যেমন ট্যাপসোয়াপ, ইয়েসকয়েন, মিমফাই এবং আরো অনেক। তবে রিসেন্টলি আমি হট মাইনিং এবং ওশেন টোকেন মাইনিং এ মনোযোগ দিয়েছি। ওশেন টোকেন সেল করে অলরেডি কয়েক ডলার ইনকাম ও হয়ে গেছে। এসব বট থেকে সাধারনত ইনষ্টান্ট কোনো ইনকাম হয় না। এই দিক দিয়ে ওশেন মাইনিং একটু ভিন্ন।
-
অনেক অনেক শুভকামনা রইল। নট কয়েন থেকে আমি $১২০ ইনকাম করলাম। আলহামদুলিল্লাহ। এটা আমার টেলিগ্রাম বট এর থেকে প্রথম উপার্জন। আমি অনেক খুশি। তবে আমি মাত্র কয়েক দিন কাজ করতে পারছি। যদি আরো আগে জানতে পারতাম তাহলে ভালো কোপ দিতে পারতাম।
তারপরও যা পেয়েছি আমি অনেক খুশি। আর আমি মনেকরি এটার কারনে টেলিগ্রাম বট এয়ারড্রপ এর প্রতি মানুষের আস্থা বেড়ে গেছে।
নটকয়েনের এই সাকসেস দেখে মার্কেটে প্রতিদিন নতুন নতুন বট আসছে। কিন্তু আমার মনে হয় না নটকয়েনের মতো সাকসেস এর একটা কয়েন ও পাবে। সবাই নটকয়েনকে ফলো করেই বট বানাচ্ছে। এর মধ্যে কিছু কিছু বট যেমন ট্যাপসোয়াপ, ইয়েসকয়েন, মিমফাই এবং আরো অনেক। তবে রিসেন্টলি আমি হট মাইনিং এবং ওশেন টোকেন মাইনিং এ মনোযোগ দিয়েছি। ওশেন টোকেন সেল করে অলরেডি কয়েক ডলার ইনকাম ও হয়ে গেছে। এসব বট থেকে সাধারনত ইনষ্টান্ট কোনো ইনকাম হয় না। এই দিক দিয়ে ওশেন মাইনিং একটু ভিন্ন।
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, প্রতিদিন প্রায় নতুন নতুন টেলিগ্রামের মাইনিং বট লাউন্স হতে দেখছি। হট কয়েন এবং ওশেন কয়েন ভালো করবে বলে আমি মনে করি। ওশেন কয়েন অলরেডি আনঅফিসিয়ালি বাইছেল হচ্ছে। অনেকেই ওশেন কয়েন থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে। নট কয়েনের সাকসেস এর জন্য এখন অনেক নতুন নতুন কয়েন মার্কেটে আসতে দেখা যাচ্ছে। আমি মনে করি এই ট্রেনড বেশ কিছুদিন যাবৎ চলতে থাকবে।
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, প্রতিদিন প্রায় নতুন নতুন টেলিগ্রামের মাইনিং বট লাউন্স হতে দেখছি। হট কয়েন এবং ওশেন কয়েন ভালো করবে বলে আমি মনে করি। ওশেন কয়েন অলরেডি আনঅফিসিয়ালি বাইছেল হচ্ছে। অনেকেই ওশেন কয়েন থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে। নট কয়েনের সাকসেস এর জন্য এখন অনেক নতুন নতুন কয়েন মার্কেটে আসতে দেখা যাচ্ছে। আমি মনে করি এই ট্রেনড বেশ কিছুদিন যাবৎ চলতে থাকবে।
হ্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে সবটোকেন কিন্তু এক্সচেন্জ এ লিষ্টিং হবে না। আবার লিষ্টিং হলেও সেগুলো থেকে আহামরি কোনো প্রফিট করা যাবে না। যেমন ধরে ট্যাপসেয়াপ নিয়ে মানুষ খুব বেশি এক্সাইটেট। কিন্তু এদের ষ্টাট্স দেখলে আপনার মাথা ঠিক থাকবে না। অলরেডি ৪১ ট্রিলিয়নের বেশি মাইনিং হয়ে গেছে। এই টোকেন লিষ্টিং হলেই মানুষ কতো প্রফিট করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যাদের ১০০ মিলিয়নের বেশি টোকেন আছে, তারা হয়তো ভালো প্রফিট করতে পারবে।
বাইনান্স ব্যাকেড মাইনিং বট হচ্ছে ব্লাম। কয়েকদিন ধরে ভালো একটা হাইপ ক্রিয়েট হয়েছে ব্লাম নিয়েও। আমিও শুরু করে দিয়েছি অলরেডি। আপনি চাইলে আমার এই পোষ্টটি দেখতে পারেন। https://t.me/airdropsbrobd/93
-
আপনারা অনেকেই জানেন যে টেলিগ্রাম ওয়ালেট ফিচার চালু করেছে এবং টেলিগ্রামের প্রথম কয়েন বা টোকেনের নাম হলো টুন TON যেটা আপনারা চাইলেই কয়েন মার্কেটক্যাপে চেক করতে পারেন। https://coinmarketcap.com/currencies/toncoin/, টুন কয়েন অলরেডি টপ ১৫ টি ক্রিপ্টো কারেন্সির ভেতরে চলে আসছে। কয়েক মাস আগে, টুনের প্যারোডি কয়েন চালু করেছে এবং এর পেছনে একই টিম কাজ করছে যেটা হচ্ছে টেলিগ্রাম। প্রথম দিকে তারা এটাকে কোনো প্রমোট করেনি এবং এটা একটা টেলিগ্রাম বঠের ভেতরেই সীমাবদ্ধ ছিলো। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে নট কয়েন অলরেডি প্রি-মারকেটে ভাউচার বানিয়ে সেল করা যাচ্ছে। প্রি-মার্কেট এ অলরেডি এর প্রাইস হলো প্রতি মিলিয়নে ২০ ডলার। আমার অলরেডি ৫ মিলিয়ন হয়ে গেছে। কাজ একদমই সোজা। আমি এখানে টেলিগ্রাম বটের লিংক শেয়ার করছি, আপনারা চাইলে জয়েন করতে পারেন। কোনো কিছু না বুঝলে আমাকে নক করতে পারেন।
বট লিংক: https://t.me/notcoin_bot
আমি তো এয়ারড্রপ করতাম না আর এগুলা থেকে যে এমন পরিমান প্যামেন্ট পাওয়া সম্ভব তাও বিশ্বাস করতাম না। অনেকে ৮-১০ তা টেলিগ্রাম একাউন্ট দিয়ে এই Notcoin এর এয়ারড্রপ করেছে আর যারা দীর্ঘদিন এমন অনেকগুলো একাউন্ট দিয়ে কার করতে পারছে তারা সেইরকম কোপাইছে। ফ্রিতে এয়ারড্রপ করে অনেকে ২k-৩k$ ও আর্ন করেছে। এর পর থেকে এয়ারড্রপ নিয়ে অনেল হাইপ তৈরি হইছে দেখতাছি। আমি এমনটা দেখে কয়েকটা করা শুরু করেছি তবে এগুলা দীর্ঘদিন করতে হয় আবার রেফার না করলে আগানো যায় না। আর প্রতিনিয়ত নতুন নতুন এয়ারড্রপ আসতেই থাকে তাই মাঝে মাঝে বিরক্ত লাগে। NoTcoin এর সুযোগ আমি মিস করেছি আমার bad luck
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, প্রতিদিন প্রায় নতুন নতুন টেলিগ্রামের মাইনিং বট লাউন্স হতে দেখছি। হট কয়েন এবং ওশেন কয়েন ভালো করবে বলে আমি মনে করি। ওশেন কয়েন অলরেডি আনঅফিসিয়ালি বাইছেল হচ্ছে। অনেকেই ওশেন কয়েন থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে। নট কয়েনের সাকসেস এর জন্য এখন অনেক নতুন নতুন কয়েন মার্কেটে আসতে দেখা যাচ্ছে। আমি মনে করি এই ট্রেনড বেশ কিছুদিন যাবৎ চলতে থাকবে।
হ্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে সবটোকেন কিন্তু এক্সচেন্জ এ লিষ্টিং হবে না। আবার লিষ্টিং হলেও সেগুলো থেকে আহামরি কোনো প্রফিট করা যাবে না। যেমন ধরে ট্যাপসেয়াপ নিয়ে মানুষ খুব বেশি এক্সাইটেট। কিন্তু এদের ষ্টাট্স দেখলে আপনার মাথা ঠিক থাকবে না। অলরেডি ৪১ ট্রিলিয়নের বেশি মাইনিং হয়ে গেছে। এই টোকেন লিষ্টিং হলেই মানুষ কতো প্রফিট করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যাদের ১০০ মিলিয়নের বেশি টোকেন আছে, তারা হয়তো ভালো প্রফিট করতে পারবে।
বাইনান্স ব্যাকেড মাইনিং বট হচ্ছে ব্লাম। কয়েকদিন ধরে ভালো একটা হাইপ ক্রিয়েট হয়েছে ব্লাম নিয়েও। আমিও শুরু করে দিয়েছি অলরেডি। আপনি চাইলে আমার এই পোষ্টটি দেখতে পারেন। https://t.me/airdropsbrobd/93
একচুয়ালি সেটাই, ট্যাপসোয়াপ কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে আমিও সন্ধিয়ান। সকলের কাছে মিলিয়ন মিলিয়ন টোকেন আছে বলে আমি দেখতে পাচ্ছি। ট্যাপসোয়াপ এর দাম বেশি হবে বলে আমি মনে করি না। যাদের কাছে হিউস টোকেন থাকবে শুধুমাত্র তারাই ভালো প্রফিট করতে পারবে বলে আমি মনে করি।
-
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, প্রতিদিন প্রায় নতুন নতুন টেলিগ্রামের মাইনিং বট লাউন্স হতে দেখছি। হট কয়েন এবং ওশেন কয়েন ভালো করবে বলে আমি মনে করি। ওশেন কয়েন অলরেডি আনঅফিসিয়ালি বাইছেল হচ্ছে। অনেকেই ওশেন কয়েন থেকে পেমেন্ট নিয়ে নিয়েছে। নট কয়েনের সাকসেস এর জন্য এখন অনেক নতুন নতুন কয়েন মার্কেটে আসতে দেখা যাচ্ছে। আমি মনে করি এই ট্রেনড বেশ কিছুদিন যাবৎ চলতে থাকবে।
হ্যা। কিন্তু বাস্তবতা হচ্ছে সবটোকেন কিন্তু এক্সচেন্জ এ লিষ্টিং হবে না। আবার লিষ্টিং হলেও সেগুলো থেকে আহামরি কোনো প্রফিট করা যাবে না। যেমন ধরে ট্যাপসেয়াপ নিয়ে মানুষ খুব বেশি এক্সাইটেট। কিন্তু এদের ষ্টাট্স দেখলে আপনার মাথা ঠিক থাকবে না। অলরেডি ৪১ ট্রিলিয়নের বেশি মাইনিং হয়ে গেছে। এই টোকেন লিষ্টিং হলেই মানুষ কতো প্রফিট করতে পারবে সেটা নিয়ে আমার সন্দেহ আছে। যাদের ১০০ মিলিয়নের বেশি টোকেন আছে, তারা হয়তো ভালো প্রফিট করতে পারবে।
বাইনান্স ব্যাকেড মাইনিং বট হচ্ছে ব্লাম। কয়েকদিন ধরে ভালো একটা হাইপ ক্রিয়েট হয়েছে ব্লাম নিয়েও। আমিও শুরু করে দিয়েছি অলরেডি। আপনি চাইলে আমার এই পোষ্টটি দেখতে পারেন। https://t.me/airdropsbrobd/93
একচুয়ালি সেটাই, ট্যাপসোয়াপ কতটা ভালো করতে পারবে সেটা নিয়ে আমিও সন্ধিয়ান। সকলের কাছে মিলিয়ন মিলিয়ন টোকেন আছে বলে আমি দেখতে পাচ্ছি। ট্যাপসোয়াপ এর দাম বেশি হবে বলে আমি মনে করি না। যাদের কাছে হিউস টোকেন থাকবে শুধুমাত্র তারাই ভালো প্রফিট করতে পারবে বলে আমি মনে করি।
ট্যাপসোয়াপ অনেক হাইপ তৈরি করেছিল টিকটক ইউটিউবসহ সব জায়গাতে গেলেই কিছুদিন শুধুমাত্র ট্যাপসোয়াপ কালেক্ট করার বিভিন্ন ধরনের মজার মজার ভিডিও দেখতে পেতাম। এদিকে তারা sol এর নাম নিয়ে চলতো কিন্তু sol অফিশিয়ালি যখন অ্যানাউন্স করল তখন তারা আবার অন্য কিছু শুরু করলো। তাই আমি মনে করি তারা এক ধরনের ধান্দা শুরু করেছে৷ আর তাদের সাকসেস হওয়ার তেমন সুযোগ আমি দেখছি না। এর জন্য আমি এটা করা ছেড়ে দিয়েছি। এটিতে আর ডুকি না।
-
ট্যাপসোয়াপ অনেক হাইপ তৈরি করেছিল টিকটক ইউটিউবসহ সব জায়গাতে গেলেই কিছুদিন শুধুমাত্র ট্যাপসোয়াপ কালেক্ট করার বিভিন্ন ধরনের মজার মজার ভিডিও দেখতে পেতাম। এদিকে তারা sol এর নাম নিয়ে চলতো কিন্তু sol অফিশিয়ালি যখন অ্যানাউন্স করল তখন তারা আবার অন্য কিছু শুরু করলো। তাই আমি মনে করি তারা এক ধরনের ধান্দা শুরু করেছে৷ আর তাদের সাকসেস হওয়ার তেমন সুযোগ আমি দেখছি না। এর জন্য আমি এটা করা ছেড়ে দিয়েছি। এটিতে আর ডুকি না।
ধান্দা হোক আর যাই হোক, ট্যাপসোয়াপ সম্ভবত বাইনান্সে লিষ্টিং হতে পারে। বাইনান্সে তাদের একটা ইভেন্ট অলরেডি আমার চোখে পড়েছে। বাইনান্স এমন কোনো প্রজেক্ট এর সাথে কলাব করে না, যেটা তারা লিষ্টিং করবে না। সুতরাং বাইনান্স এর সাথে ট্যাপসোয়াপের কলাবোরেশন দেখে মনে হচ্ছে বাইনান্স ট্যাপসোয়াপ লিষ্টিং করতে চলেছে। তবে এটাও ঠিক যে ট্যাপসোয়াপ দুনিয়ার যেখানেই লিষ্টিং হোক, এরা তাদের কমিউনিটিকে তেমন একটা প্রফিট দিবে না। মানুষ যে পরিমানে ট্যাপসোয়াপ মাইনিং করেছে, সেই তুলনায় এয়ারড্রপ দিতে গেলে তাদের টিমের কিছুই থাকবে না। যাদের ১০০ মিলিয়নের বেশি ট্যাপসোয়াপ আছে, তারা হয়তো টুকিটাকি প্রফিট করতে পারে।
-
ট্যাপসোয়াপ অনেক হাইপ তৈরি করেছিল টিকটক ইউটিউবসহ সব জায়গাতে গেলেই কিছুদিন শুধুমাত্র ট্যাপসোয়াপ কালেক্ট করার বিভিন্ন ধরনের মজার মজার ভিডিও দেখতে পেতাম। এদিকে তারা sol এর নাম নিয়ে চলতো কিন্তু sol অফিশিয়ালি যখন অ্যানাউন্স করল তখন তারা আবার অন্য কিছু শুরু করলো। তাই আমি মনে করি তারা এক ধরনের ধান্দা শুরু করেছে৷ আর তাদের সাকসেস হওয়ার তেমন সুযোগ আমি দেখছি না। এর জন্য আমি এটা করা ছেড়ে দিয়েছি। এটিতে আর ডুকি না।
ধান্দা হোক আর যাই হোক, ট্যাপসোয়াপ সম্ভবত বাইনান্সে লিষ্টিং হতে পারে। বাইনান্সে তাদের একটা ইভেন্ট অলরেডি আমার চোখে পড়েছে। বাইনান্স এমন কোনো প্রজেক্ট এর সাথে কলাব করে না, যেটা তারা লিষ্টিং করবে না। সুতরাং বাইনান্স এর সাথে ট্যাপসোয়াপের কলাবোরেশন দেখে মনে হচ্ছে বাইনান্স ট্যাপসোয়াপ লিষ্টিং করতে চলেছে। তবে এটাও ঠিক যে ট্যাপসোয়াপ দুনিয়ার যেখানেই লিষ্টিং হোক, এরা তাদের কমিউনিটিকে তেমন একটা প্রফিট দিবে না। মানুষ যে পরিমানে ট্যাপসোয়াপ মাইনিং করেছে, সেই তুলনায় এয়ারড্রপ দিতে গেলে তাদের টিমের কিছুই থাকবে না। যাদের ১০০ মিলিয়নের বেশি ট্যাপসোয়াপ আছে, তারা হয়তো টুকিটাকি প্রফিট করতে পারে।
https://www.binance.com/en/events/TapSwapReferral
আমি আজকে এটা দেখেছি যে তারা বিনান্সের সাথে একটি প্রোগ্রাম করছে তাহলে তারা তাদের ইউজারদের বিনান্সে একাউন্ট করাচ্ছে এবং নতুন একটি টাস্কও তারা এনেছে সেখানে বিনান্সে একাউন্ট করে বিনান্সের UID দিতে হচ্ছে যার বিনিময়ে তারা ইউজারদের তিন মিলিয়ন করে কয়েন দিচ্ছে। তাই তাদের নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি অনেকদিন পর আবারো আজকে tapswap এর কয়েন কালেক্ট করতে শুরু করেছি। দেখি কয়েকদিন করতে থাকি শেষ মুহূর্তে কি হয় সেটিতে দেখার অপেক্ষায় থাকি। যেহেতু এখানে কোন বিনিয়োগ করতে হচ্ছে না তাই ফ্রিতে কিছু পেলে ক্ষতি কি আর ফেইল হলেও লস নাই।
-
https://www.binance.com/en/events/TapSwapReferral
আমি আজকে এটা দেখেছি যে তারা বিনান্সের সাথে একটি প্রোগ্রাম করছে তাহলে তারা তাদের ইউজারদের বিনান্সে একাউন্ট করাচ্ছে এবং নতুন একটি টাস্কও তারা এনেছে সেখানে বিনান্সে একাউন্ট করে বিনান্সের UID দিতে হচ্ছে যার বিনিময়ে তারা ইউজারদের তিন মিলিয়ন করে কয়েন দিচ্ছে। তাই তাদের নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি অনেকদিন পর আবারো আজকে tapswap এর কয়েন কালেক্ট করতে শুরু করেছি। দেখি কয়েকদিন করতে থাকি শেষ মুহূর্তে কি হয় সেটিতে দেখার অপেক্ষায় থাকি। যেহেতু এখানে কোন বিনিয়োগ করতে হচ্ছে না তাই ফ্রিতে কিছু পেলে ক্ষতি কি আর ফেইল হলেও লস নাই।
অইতো, যেমনটা বললাম, এতো বড় কমিউনিটি তৈরি করে তারা যদি টোকেন লিষ্ট না করে, তাহলে তো অনেক বড় বোকামি হবে। তবে তারা ট্রিকস করে এক প্রকার ইনভেষ্টর বের করে নিচ্ছে। ট্যাপসোয়াপ অলরেডি ২গুন টোকেন দেয়ার বিনিময়ে টুন কয়েনে পেমেন্ট নিয়ে ভালো পরিমান কিছু ইনভেষ্টমেন্ট নিয়ে নিচ্ছে। যেটা তারা লিষ্টিং ব্যায় সহ অন্যান্য খাতে খরচ করবে বলে মনে হয়।
যেহেতু বাইনান্স তাদের সাথে কলাব করেছে, আমি আশাবাদী ট্যাপসোয়াপ বাইনান্সে লিষ্টিং হতে পারে। তবে প্রফিটের ব্যাপারটা বলা যাচ্ছে না। যাদের ১০০ মিলিয়ন + টোকেন আছে, তারা হয়তো কিছু প্রফিট নিয়ে বের হতে পারবে। যাই হোক, কোনোটাই ফাইনান্সিয়াল এডভাইজ নয়।
-
https://www.binance.com/en/events/TapSwapReferral
আমি আজকে এটা দেখেছি যে তারা বিনান্সের সাথে একটি প্রোগ্রাম করছে তাহলে তারা তাদের ইউজারদের বিনান্সে একাউন্ট করাচ্ছে এবং নতুন একটি টাস্কও তারা এনেছে সেখানে বিনান্সে একাউন্ট করে বিনান্সের UID দিতে হচ্ছে যার বিনিময়ে তারা ইউজারদের তিন মিলিয়ন করে কয়েন দিচ্ছে। তাই তাদের নিয়ে আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে আছি। আমি অনেকদিন পর আবারো আজকে tapswap এর কয়েন কালেক্ট করতে শুরু করেছি। দেখি কয়েকদিন করতে থাকি শেষ মুহূর্তে কি হয় সেটিতে দেখার অপেক্ষায় থাকি। যেহেতু এখানে কোন বিনিয়োগ করতে হচ্ছে না তাই ফ্রিতে কিছু পেলে ক্ষতি কি আর ফেইল হলেও লস নাই।
অইতো, যেমনটা বললাম, এতো বড় কমিউনিটি তৈরি করে তারা যদি টোকেন লিষ্ট না করে, তাহলে তো অনেক বড় বোকামি হবে। তবে তারা ট্রিকস করে এক প্রকার ইনভেষ্টর বের করে নিচ্ছে। ট্যাপসোয়াপ অলরেডি ২গুন টোকেন দেয়ার বিনিময়ে টুন কয়েনে পেমেন্ট নিয়ে ভালো পরিমান কিছু ইনভেষ্টমেন্ট নিয়ে নিচ্ছে। যেটা তারা লিষ্টিং ব্যায় সহ অন্যান্য খাতে খরচ করবে বলে মনে হয়।
যেহেতু বাইনান্স তাদের সাথে কলাব করেছে, আমি আশাবাদী ট্যাপসোয়াপ বাইনান্সে লিষ্টিং হতে পারে। তবে প্রফিটের ব্যাপারটা বলা যাচ্ছে না। যাদের ১০০ মিলিয়ন + টোকেন আছে, তারা হয়তো কিছু প্রফিট নিয়ে বের হতে পারবে। যাই হোক, কোনোটাই ফাইনান্সিয়াল এডভাইজ নয়।
হুম Tapswap এর টিম অনেক চালাক। যদিও প্রথম দিকে তারা SOL এর নাম ব্যবহার করে চিটিং করে বিশাল কমিউনিটি গেইন করেছিলো। তবে এখন তারা কৌশলে আবারো নিজেদের এগিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছে। মনে হচ্ছে বিনান্স তাদের লিস্ট করতে পারে। দেখা যাক কোন পর্যন্ত যেতে পারে তারা।
Hamster Kombat এখন NOT কই এর মত হাইপ তুলেছে। ১৪ তারিখে Kucoin এর প্রি-মার্কেটে তাদের NFT কার্ড বেচাকেনা শুরু হবে। আর সম্ভবত এই মাসের লাস্টের দিকে তাদের মাইনিং শেষ হবে এবং কয়েন এক্সচেঞ্জে লিস্ট হবে। আমি এটা অনেকদিন যাবত করছি আশা করি এখান থেকে ভালো কিছু পাব। ৩০-৩২ টার মতো NFT কার্ড আমার কাছে আছে প্রি-মার্কেটে ক্রয় বিক্রয় শুরু হবার পর চিন্তা করতেছি ৩/১ বিক্রি করে দিবো। অপেক্ষায় আছি যে কখন এটি শুরু হবে এবং কেমন দাম হবে এবং একটি দেখার জন্য