Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: God Of Thunder on March 17, 2024, 02:20:31 PM
-
💰এয়ারড্রপে যারা কাজ করবেন, প্রথম দিকে নানান সমস্যায় পড়তে থাকবেন। যারা একেবারে নতুন ভাবে এয়ারড্রপে কাজ করবেন, এই পোস্ট তাদের জন্য। এটি হতে পারে আপনার জন্য একটা গাইড পোস্ট।
💨 আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন। তাহলে গুগল ক্রোম বা সব ব্রাউজারে কাজ করে শান্তি পাবেন না। কারন এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে বার বার ওয়ালেট কানেক্ট করতে হবে। যেটা গুগল ক্রোম দিয়ে সম্ভব না। এর জন্য সবচাইতে বেস্ট সমাধান হলো Kiwi Browser. Playstore থেকে এই ব্রাউজার টি ইন্সটল করে নিবেন আর এক্সটেনশন হিসাবে Metamask ইন্সটল করে নিবেন।
⚠️ এয়ারড্রপের কাজের জন্য কখনোই আপনার মেইন ওয়ালেট ব্যাবহার করবেন না। মেটামাস্ক ওয়ালেটে কখনোই বেশি পরিমানে ব্যালেন্স রাখবেন না।
⚠️ ট্রাস্টেড সোর্স ছাড়া এয়ার ড্রপে জয়েন করবেন না!
-
💰এয়ারড্রপে যারা কাজ করবেন, প্রথম দিকে নানান সমস্যায় পড়তে থাকবেন। যারা একেবারে নতুন ভাবে এয়ারড্রপে কাজ করবেন, এই পোস্ট তাদের জন্য। এটি হতে পারে আপনার জন্য একটা গাইড পোস্ট।
💨 আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন। তাহলে গুগল ক্রোম বা সব ব্রাউজারে কাজ করে শান্তি পাবেন না। কারন এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে বার বার ওয়ালেট কানেক্ট করতে হবে। যেটা গুগল ক্রোম দিয়ে সম্ভব না। এর জন্য সবচাইতে বেস্ট সমাধান হলো Kiwi Browser. Playstore থেকে এই ব্রাউজার টি ইন্সটল করে নিবেন আর এক্সটেনশন হিসাবে Metamask ইন্সটল করে নিবেন।
⚠️ এয়ারড্রপের কাজের জন্য কখনোই আপনার মেইন ওয়ালেট ব্যাবহার করবেন না। মেটামাস্ক ওয়ালেটে কখনোই বেশি পরিমানে ব্যালেন্স রাখবেন না।
⚠️ ট্রাস্টেড সোর্স ছাড়া এয়ার ড্রপে জয়েন করবেন না!
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আমি এতদিন গুগল ক্রোম ইউজ করতাম কিন্তু গুগল ক্রোম ইউজ করে আমি তেমন কমফোরট ফিল করতাম না। এখন আমি কিউি ব্রাউজার ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ বোধ করছি। এবং আমি আমার কাজগুলো খুব সহজে করতে পারছি। তাই আমি মনে করি যারা এয়ারড্রপ করছেন তারা প্রত্যেকে কিউি ব্রাউজার ইউজ করবেন। তাহলে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে।
-
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য। আমি এতদিন গুগল ক্রোম ইউজ করতাম কিন্তু গুগল ক্রোম ইউজ করে আমি তেমন কমফোরট ফিল করতাম না। এখন আমি কিউি ব্রাউজার ব্যবহার করে অনেক স্বাচ্ছন্দ বোধ করছি। এবং আমি আমার কাজগুলো খুব সহজে করতে পারছি। তাই আমি মনে করি যারা এয়ারড্রপ করছেন তারা প্রত্যেকে কিউি ব্রাউজার ইউজ করবেন। তাহলে আপনার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে।
যেনে ভালো লাগলো যে আপনি উপক্রিত হয়েছেন। আসলে গুগল ক্রোম এ মোবাইল ভার্ষনে এক্সটেনশন ব্যাবহার করার উপযুক্ত না। বেশিরভাগ এক্সটেনশন ক্রোম ব্রাউজারকে একদম ফ্রিজ করে ফেলে। তবে কম্পিউটারে মনে হয় ব্যাবহারের জন্য ক্রোম ই সবচাইতে সহজ অপশন। যদিও ক্রোম ব্রাউজারের সবচাইতে বেশি র্যাম খাওয়ার অভিযোগ আছে।
আমিও প্রথম দিকে গুগল ক্রোম ব্যাবহার করছিলাম মোবাইলে। কিন্তু মেটামাস্ক ইনষ্টল করে ব্যাবহার করার কোনো প্যাড়া আমি নিতে চাইনি। যে কারনে শেষে কিউই ব্রাউজার ব্যাবহার করা শুরু করেছি।
-
💰এয়ারড্রপে যারা কাজ করবেন, প্রথম দিকে নানান সমস্যায় পড়তে থাকবেন। যারা একেবারে নতুন ভাবে এয়ারড্রপে কাজ করবেন, এই পোস্ট তাদের জন্য। এটি হতে পারে আপনার জন্য একটা গাইড পোস্ট।
💨 আপনি যদি স্মার্টফোন ইউজার হয়ে থাকেন। তাহলে গুগল ক্রোম বা সব ব্রাউজারে কাজ করে শান্তি পাবেন না। কারন এয়ারড্রপে কাজ করতে হলে আপনাকে বার বার ওয়ালেট কানেক্ট করতে হবে। যেটা গুগল ক্রোম দিয়ে সম্ভব না। এর জন্য সবচাইতে বেস্ট সমাধান হলো Kiwi Browser. Playstore থেকে এই ব্রাউজার টি ইন্সটল করে নিবেন আর এক্সটেনশন হিসাবে Metamask ইন্সটল করে নিবেন।
⚠️ এয়ারড্রপের কাজের জন্য কখনোই আপনার মেইন ওয়ালেট ব্যাবহার করবেন না। মেটামাস্ক ওয়ালেটে কখনোই বেশি পরিমানে ব্যালেন্স রাখবেন না।
⚠️ ট্রাস্টেড সোর্স ছাড়া এয়ার ড্রপে জয়েন করবেন না!
আপনার কথা ঠিক আছে। বর্তমান সময়ে এয়ারড্রপের একটা হাইপ চলতেছে। তাই সবাই হুমরি খেয়ে এয়ারড্রপ করতেছে। NOTCOIN এই হাইপকে অনেক বাড়িয়ে দিয়েছে। এর কারনে সবাই ইচ্ছা মতো এয়ারড্রপ করা শুরু করেছে৷ কোনটা ভালো কোনটা ভালো না কোনটা স্কামারদের জাল কোনোকিছু রিসার্চ করতেছে না কেউ। এই সুযোগ নিয়ে স্কামাররা ফেক এয়ারড্রপ বানিয়ে আমাদের ওয়ালেট হ্যাক করার চেষ্টা করতে পারে তাই এসব বিষয়ে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন তা না হলে আমাদের ওয়ালেট হ্যাক হতে পারে তাই প্রত্যেকের এই বিষয়ের প্রতি বেশি ফোকাস রাখা উচিত যে কোনো ভেরিফাইড সোর্স ছাড়া কোনো এয়ারড্রপ লিংককে বিশ্বাস করে সেখানে ওয়ালেট কানেক্ট করা যাবে না।