Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => স্কাম প্রকল্প ও বাউন্টি আলোচনা => Topic started by: Learn Bitcoin on April 01, 2024, 09:20:23 AM

Title: আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
Post by: Learn Bitcoin on April 01, 2024, 09:20:23 AM
যদিও এটা আমি আরো অনেক আগে থেকেই জানি, তবে জানতাম না যে বাংলাদেশে এরকম স্ক্যাম কতোটা বেড়ে গেছে। ইদানিং এলাকার প্রায় প্রত্যেকটা যুবক বয়সের মানুষের মোবাইলে আফ্রিকান স্ক্যামার রা কল করে ইংলিশে জব অফার করছে এবং ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করার স্বপ্ন দেখাচ্ছে। যদিও ফোন কলের আগে তারা অন্যান্য ভাবে এটেম্পট করে থাকে। হোয়াটসএ্যপ বা টেলিগ্রামে প্রথমে জব অফার করে থাকে। যাদরে টেলিগ্রাম নেই, তাদেরকে হোয়াট্স এ্যাপে মেসেজ দেয়। আর যারা এ দুইটার একটা ব্যাবহার করে না, তাদেরকে ফোন কলে জব অফার করে।

কিছুদিন আগে আমাকে হোয়াট্সএ্যাপে এরকম জব অফার করেছিলো। তো যেহেতু আমি বুঝতে পেরেছি আগেই। আমি তাদের অফারে রাজি হয়ে যাই এবং তাদের কথা মতো কাজ করতে থাকি। আমি অপেক্ষায় ছিলাম কখন তারা আমাকে ডিপোজিট করতে বলবে। এর আগে অব্দি আমি সম্ভবত ১৫০ টাকা বা ৩০০ টাকার মতো তাদের কাছ থেকে পেমেন্ট পাই। তারপর আমাকে ডিপোজিট করতে বলে আর আমার উত্তর ছিলো যে আমি অপক্ষো করছিলাম কখন আমাকে ডিপোজিট করতে বলবা। গুড নাইট স্ক্যামারস!

সবাই এসব ব্যাপারে সতর্ক থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন।
Title: Re: আফ্রিকান জব, ঘরে বসেই ইনকাম!
Post by: JISAN on May 21, 2024, 06:17:10 PM
হ্যাঁ এরকম স্কাম হয় আমার সাথেও এমন ঘটনা ঘটেছিল তবে প্রথমে যখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল সে সময় আমি তাদের দুইটি টাস্ক পূরণ করেছিলাম তাহলে youtube চ্যানেলে সাবস্ক্রাইব করা পরে আমাকে এটির জন্য পেমেন্টও করেছিল। কিন্তু যখন তারা আমাকে একটি প্যাকেজ সিস্টেমে ডিপোজিট করতে বলে তখন আমার বিষয়টি সন্দেহ হয় এবং আমি আর সেখানে ইনভেস্ট করিনা। তবে বলতে গেলে আমার প্রফিটই ছিল কারণ প্রথমে তারা আমাকে কিছু পেমেন্ট করেছিল। তবে এটা ছিল তাদের বিশ্বাস অর্জন করার একটি কৌশল। যারা এদিকে বিশ্বাস করে ইনভেস্ট করে তারা স্কামের সম্মুখীন হয়। এ যুগে এসেও যদি কেউ এমন প্রতারণার ফাঁদে পড়ে তাহলে এটা তার জন্য ব্যর্থতা।
এর পাশাপাশি আমাকে কয়েকদিন নাম্বারে এসএমএস এবং কল করে এমন অফার দিয়েছে তবে আমি সবসময় এগুলো এড়িয়ে গেছি কারণ আমি জানি যে এগুলো প্রতারণার একটি জাল.