Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on April 18, 2024, 09:27:35 PM
-
বিটকয়েন হ্যালভিং আর মাত্র ১ দিন বাকী। ২০ এপ্রিল বিটকয়েন হ্যালভিং হবে, সবাই অধীর আগ্রহ নিয়ে হ্যালভিং এর অপেক্ষায় আছে।আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পূর্ববরতি হ্যালভিং এর পর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা ধারনা করতে পারি এবারও বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।
আমি মনেকরি কয়েকদিন পর থেকেই হ্যালভিং এর প্রভাব দেখতে পাবো এবং বিটকয়েনের দামও বাড়তে থাকবে
আপনারাও কি তাই মনেকরেন? সকলের মতামত আলোচনা করেন।
-
বিটকয়েন হ্যালভিং আর মাত্র ১ দিন বাকী। ২০ এপ্রিল বিটকয়েন হ্যালভিং হবে, সবাই অধীর আগ্রহ নিয়ে হ্যালভিং এর অপেক্ষায় আছে।আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পূর্ববরতি হ্যালভিং এর পর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা ধারনা করতে পারি এবারও বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।
আমি মনেকরি কয়েকদিন পর থেকেই হ্যালভিং এর প্রভাব দেখতে পাবো এবং বিটকয়েনের দামও বাড়তে থাকবে
আপনারাও কি তাই মনেকরেন? সকলের মতামত আলোচনা করেন।
বিটকয়েনের Halving এর আগ মূহুর্তে কিছুদিন যাবত বিটকয়েনের দাম অনেকটা কমেছে তবে এটাকে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নাই কারন বিটকয়েনের দাম কমার কারনে বিটকয়েন একটা দামের মধ্যে শক্তভাবে রয়েছে এটাকে আমরা একটা বড় কারেকশনও বলাতে পারি। তাই Halving এর পর হয়তবা আমরা বিটকয়েনের দামের ইমপ্রুভমেন্ট দেখতে পারি তবে আসলেই কি ঘটবে তা কেউ গেরান্টি দিতে পারবে না। তাই আমরা দাম বাড়ার কিছুটা অনুমান করতে পারলেও এটা গেরান্টি দিয়ে বলতে পারছি না। কারন যখন কেউ গেরান্টি দিয়ে কিছু বলবে তখন সেটা ফাইনানশিয়াল এডভাইস হিসেবে গন্য হবে। আর এর জন্য কেউ কেউ ঝাপিয়ে পড়ে বিনিয়োগ করতে পারে। আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম বাড়তে পারে এর জন্য halving এর আগে একটা বড় ধরনের কারেকশন হলো। দেখা যাক কি ঘটে।
-
বিটকয়েন হালভিং অলরেডি হয়ে গিয়েছে। তার সাথে সাথে শুরু হয়েছে বিটকয়েন রুনস নামে একটা জিনিস। অনেকটা ইথেরিয়াম নেটওয়্যার্কের এন এফটি এর মতো। সাথে সাথে মিমপুলের অবস্থা বেগতিক হযে গেছে। প্রতিটা ট্রানজেকশনের জন্য এসটিমেট দেখাচ্ছে প্রায় ১২০ ডলারের মতো। প্রথমে বি আর সি ২০ টোকেনগুলো দিয়ে বিটকয়েনের ট্রানজেকশন ফি আকাশ চুম্বি করা হয়েছে। আর এখন এই রুনস এর মাধ্যমে পুরো বিটকয়েন কে ছোট বিটকয়েনারদের মন থেকে উঠানোর একটা ব্যাবস্থা করা হয়েছে।
যাই হোক, প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ২ গুন হবে এবং আগামী ১৮ মাসে বিটকয়েন ৪ গুন হবে। যদিও সব কিছুই শুধুমাত্র প্রেডিকশন। প্ল্যান বি এর প্রেডিকশন আগেও অনেকবার ভুল প্রমানিত হয়েছে। এবারও হতেই পারে। সুতরাই সবাই নিজের মতো রিসারচ করে আগাবেন।
-
বিটকয়েন হালভিং অলরেডি হয়ে গিয়েছে। তার সাথে সাথে শুরু হয়েছে বিটকয়েন রুনস নামে একটা জিনিস। অনেকটা ইথেরিয়াম নেটওয়্যার্কের এন এফটি এর মতো। সাথে সাথে মিমপুলের অবস্থা বেগতিক হযে গেছে। প্রতিটা ট্রানজেকশনের জন্য এসটিমেট দেখাচ্ছে প্রায় ১২০ ডলারের মতো। প্রথমে বি আর সি ২০ টোকেনগুলো দিয়ে বিটকয়েনের ট্রানজেকশন ফি আকাশ চুম্বি করা হয়েছে। আর এখন এই রুনস এর মাধ্যমে পুরো বিটকয়েন কে ছোট বিটকয়েনারদের মন থেকে উঠানোর একটা ব্যাবস্থা করা হয়েছে।
এমন ট্রানজেকশন ফি যদি দীর্ঘ সময় থাকে তাহলে এটা ভালো একটা সমস্যার সৃষ্টি করবে। কারণ সিগনেচার ক্যাম্পেইনগুলোতে প্রতি সপ্তাহে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট দেওয়া হয় আর এই পেমেন্টগুলা খুব বড় পরিমান এমাউন্ট হয় না তাই এসব ক্ষেত্রে বিটকয়েন ট্রানজেকশন করাটা মশা মারার জন্য কামান ব্যবহারের মত হবে। আর এছাড়াও আরো বিভিন্ন ক্ষেত্রে আমাদের ছোট ছোট বিটকয়েন ট্রানজেকশন করতে হয়। সেগুলোর জন্য এই ফি এর ব্যাপারটা অনেক ঝামেলার সৃষ্টি করবে
যাই হোক, প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ২ গুন হবে এবং আগামী ১৮ মাসে বিটকয়েন ৪ গুন হবে। যদিও সব কিছুই শুধুমাত্র প্রেডিকশন। প্ল্যান বি এর প্রেডিকশন আগেও অনেকবার ভুল প্রমানিত হয়েছে। এবারও হতেই পারে। সুতরাই সবাই নিজের মতো রিসারচ করে আগাবেন।
বিটকয়েন এর দাম এমনিতেই এখন অনেক বেশি তাই এই সময় প্লান A বাস্তবায়ন হওয়াটাই অনেক কষ্ট তাই এবারও প্লান B ফেইল হবে এটা বলা যায়
-
বিটকয়েন হালভিং অলরেডি হয়ে গিয়েছে। তার সাথে সাথে শুরু হয়েছে বিটকয়েন রুনস নামে একটা জিনিস। অনেকটা ইথেরিয়াম নেটওয়্যার্কের এন এফটি এর মতো। সাথে সাথে মিমপুলের অবস্থা বেগতিক হযে গেছে। প্রতিটা ট্রানজেকশনের জন্য এসটিমেট দেখাচ্ছে প্রায় ১২০ ডলারের মতো। প্রথমে বি আর সি ২০ টোকেনগুলো দিয়ে বিটকয়েনের ট্রানজেকশন ফি আকাশ চুম্বি করা হয়েছে। আর এখন এই রুনস এর মাধ্যমে পুরো বিটকয়েন কে ছোট বিটকয়েনারদের মন থেকে উঠানোর একটা ব্যাবস্থা করা হয়েছে।
যাই হোক, প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ২ গুন হবে এবং আগামী ১৮ মাসে বিটকয়েন ৪ গুন হবে। যদিও সব কিছুই শুধুমাত্র প্রেডিকশন। প্ল্যান বি এর প্রেডিকশন আগেও অনেকবার ভুল প্রমানিত হয়েছে। এবারও হতেই পারে। সুতরাই সবাই নিজের মতো রিসারচ করে আগাবেন।
আমি মনেকরি এই ট্রানজেকশন ফি দ্রুতই কমে যাবে। তানা হলে এর প্রভাব পুরো মার্কেটে পড়তে পারে। তাই আমি মনেকরি অল্প সময়ের মধ্যে এটার সমাধান হয়ে যাবে।
আর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অনেক বেশি বলে আমি মনেকরি। তবে আপনার উল্লিখিত দামে যাবে বলে মনে হয় না। তবে আমি মনেকরি বিটকয়েনের মূল্য $১০০কে তে যাবে দ্রুত সময়ের মধ্যে।
-
আমি মনেকরি এই ট্রানজেকশন ফি দ্রুতই কমে যাবে। তানা হলে এর প্রভাব পুরো মার্কেটে পড়তে পারে। তাই আমি মনেকরি অল্প সময়ের মধ্যে এটার সমাধান হয়ে যাবে।
আর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অনেক বেশি বলে আমি মনেকরি। তবে আপনার উল্লিখিত দামে যাবে বলে মনে হয় না। তবে আমি মনেকরি বিটকয়েনের মূল্য $১০০কে তে যাবে দ্রুত সময়ের মধ্যে।
ভাই এগুলো সব কিছুই হচ্ছে প্রেডিকশন। আমরা আসলে কেউ জানি না বিটকয়েনের প্রাইস কত হবে। আমরা শুধুমাত্র চার্ট এবং কিছু বিটকয়েন এ্যানালিষ্টদের এন্যালাইসিস দেখে আমাদের মতামত শেয়ার করি। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি বিটকয়েন ২০২৪ সালেই ১ লাখ ২০ হাজার ডলারে পৌছাতে পারে। আর ২০২৫ এবং ২০২৬ সালের মধ্যে বিটকয়েন ১ লাখ ৫০ হাজার ডলার পার করতে পারে।
আর ট্রানজেকশন ফি এর কথা যদি বলেন, এক সময় আমরা ১ সাতোশি পার বাইটে ট্রানজেকশন করতাম। হয়তো ভবিষ্যতে বিটকয়েনের ট্রানজেকশন ফি আবারো নরমালাইজড হবে। কিন্তু আমরা আর কখনোই ১ সাতোশি পার বাইট এর যুগে ফিরে যেতে পারবো না। এটা অনেকটা ছোটকালের স্মৃতির মতো হয়ে থাকবে।
-
আমি মনেকরি এই ট্রানজেকশন ফি দ্রুতই কমে যাবে। তানা হলে এর প্রভাব পুরো মার্কেটে পড়তে পারে। তাই আমি মনেকরি অল্প সময়ের মধ্যে এটার সমাধান হয়ে যাবে।
আর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়ার সম্ভবনা অনেক বেশি বলে আমি মনেকরি। তবে আপনার উল্লিখিত দামে যাবে বলে মনে হয় না। তবে আমি মনেকরি বিটকয়েনের মূল্য $১০০কে তে যাবে দ্রুত সময়ের মধ্যে।
ভাই এগুলো সব কিছুই হচ্ছে প্রেডিকশন। আমরা আসলে কেউ জানি না বিটকয়েনের প্রাইস কত হবে। আমরা শুধুমাত্র চার্ট এবং কিছু বিটকয়েন এ্যানালিষ্টদের এন্যালাইসিস দেখে আমাদের মতামত শেয়ার করি। ব্যাক্তিগত ভাবে আমি মনে করি বিটকয়েন ২০২৪ সালেই ১ লাখ ২০ হাজার ডলারে পৌছাতে পারে। আর ২০২৫ এবং ২০২৬ সালের মধ্যে বিটকয়েন ১ লাখ ৫০ হাজার ডলার পার করতে পারে।
আর ট্রানজেকশন ফি এর কথা যদি বলেন, এক সময় আমরা ১ সাতোশি পার বাইটে ট্রানজেকশন করতাম। হয়তো ভবিষ্যতে বিটকয়েনের ট্রানজেকশন ফি আবারো নরমালাইজড হবে। কিন্তু আমরা আর কখনোই ১ সাতোশি পার বাইট এর যুগে ফিরে যেতে পারবো না। এটা অনেকটা ছোটকালের স্মৃতির মতো হয়ে থাকবে।
বিটকয়েন ইউজার যত বাড়বে এর ফি এর উপর তত প্রভাব পড়বে আর যেহেতু বিটকয়েনের দাম অনেক বেড়ে গেছে আর ভবিষ্যতে লাখ ডলার ছাড়ানোর সম্ভাবনা আছে তাই তাই তখন প্রতি সাতোসির দাম ডলারের সাপেক্ষে অনেক বাড়বে তাই আমরা ট্রানজেকশন করার সময় ফি টা ডলারের সাপেক্ষে বেশি দেখতে পাড়বো। তাই আমি ফি কমার কোনো ওয়ে দেখতে পাই না। ভবিষ্যতে ফি আরো বাড়বে আর আমাদের এটা মেনে নিতে বাধ্য। আর বিটকয়েন সহ মার্কেটে থাকা অন্যান্য টপ কয়েন যেমন ETH, BNB, SOL এগুলোর দামও অনেক বাড়বে এটা শুধুই একটা প্রেডিকশন কেউ এটা গেরান্টি দিতে পারবে না এবং কেউ এগুলো নিয়ে কাউকে ফাইনানশিয়াল এডভাইস দিতে পারবে না।
-
বিটকয়েন হ্যালভিং আর মাত্র ১ দিন বাকী। ২০ এপ্রিল বিটকয়েন হ্যালভিং হবে, সবাই অধীর আগ্রহ নিয়ে হ্যালভিং এর অপেক্ষায় আছে।আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পূর্ববরতি হ্যালভিং এর পর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা ধারনা করতে পারি এবারও বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।
আমি মনেকরি কয়েকদিন পর থেকেই হ্যালভিং এর প্রভাব দেখতে পাবো এবং বিটকয়েনের দামও বাড়তে থাকবে
আপনারাও কি তাই মনেকরেন? সকলের মতামত আলোচনা করেন।
বিটকয়েনের Halving এর আগ মূহুর্তে কিছুদিন যাবত বিটকয়েনের দাম অনেকটা কমেছে তবে এটাকে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নাই কারন বিটকয়েনের দাম কমার কারনে বিটকয়েন একটা দামের মধ্যে শক্তভাবে রয়েছে এটাকে আমরা একটা বড় কারেকশনও বলাতে পারি। তাই Halving এর পর হয়তবা আমরা বিটকয়েনের দামের ইমপ্রুভমেন্ট দেখতে পারি তবে আসলেই কি ঘটবে তা কেউ গেরান্টি দিতে পারবে না। তাই আমরা দাম বাড়ার কিছুটা অনুমান করতে পারলেও এটা গেরান্টি দিয়ে বলতে পারছি না। কারন যখন কেউ গেরান্টি দিয়ে কিছু বলবে তখন সেটা ফাইনানশিয়াল এডভাইস হিসেবে গন্য হবে। আর এর জন্য কেউ কেউ ঝাপিয়ে পড়ে বিনিয়োগ করতে পারে। আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম বাড়তে পারে এর জন্য halving এর আগে একটা বড় ধরনের কারেকশন হলো। দেখা যাক কি ঘটে।
আপনি যথার্থই বলেছেন, আসলে আমরা একটা ধারণা করতে পারি কিন্তু আসলে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে নাকি কমবে এটা কেউই গেরান্টি দিয়ে বলতে পারবে না।
তবে এটাতে আৃরা ধারনা করতে পারি এর হিষ্ট্রি পর্যালোচনা করে যে এখন বিটকয়েনের মূল্য কিছুটা কমলেও আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে পারে। এটা আমরা পূর্ববরতি হ্যালভিং এর পর্যালোচনা থেকে অনুমান করে।
-
বিটকয়েন হ্যালভিং আর মাত্র ১ দিন বাকী। ২০ এপ্রিল বিটকয়েন হ্যালভিং হবে, সবাই অধীর আগ্রহ নিয়ে হ্যালভিং এর অপেক্ষায় আছে।আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই পূর্ববরতি হ্যালভিং এর পর বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা ধারনা করতে পারি এবারও বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে।
আমি মনেকরি কয়েকদিন পর থেকেই হ্যালভিং এর প্রভাব দেখতে পাবো এবং বিটকয়েনের দামও বাড়তে থাকবে
আপনারাও কি তাই মনেকরেন? সকলের মতামত আলোচনা করেন।
বিটকয়েনের Halving এর আগ মূহুর্তে কিছুদিন যাবত বিটকয়েনের দাম অনেকটা কমেছে তবে এটাকে নেগেটিভভাবে দেখার কোনো সুযোগ নাই কারন বিটকয়েনের দাম কমার কারনে বিটকয়েন একটা দামের মধ্যে শক্তভাবে রয়েছে এটাকে আমরা একটা বড় কারেকশনও বলাতে পারি। তাই Halving এর পর হয়তবা আমরা বিটকয়েনের দামের ইমপ্রুভমেন্ট দেখতে পারি তবে আসলেই কি ঘটবে তা কেউ গেরান্টি দিতে পারবে না। তাই আমরা দাম বাড়ার কিছুটা অনুমান করতে পারলেও এটা গেরান্টি দিয়ে বলতে পারছি না। কারন যখন কেউ গেরান্টি দিয়ে কিছু বলবে তখন সেটা ফাইনানশিয়াল এডভাইস হিসেবে গন্য হবে। আর এর জন্য কেউ কেউ ঝাপিয়ে পড়ে বিনিয়োগ করতে পারে। আমার মনে হচ্ছে বিটকয়েনের দাম বাড়তে পারে এর জন্য halving এর আগে একটা বড় ধরনের কারেকশন হলো। দেখা যাক কি ঘটে।
আপনি যথার্থই বলেছেন, আসলে আমরা একটা ধারণা করতে পারি কিন্তু আসলে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে নাকি কমবে এটা কেউই গেরান্টি দিয়ে বলতে পারবে না।
তবে এটাতে আৃরা ধারনা করতে পারি এর হিষ্ট্রি পর্যালোচনা করে যে এখন বিটকয়েনের মূল্য কিছুটা কমলেও আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে পারে। এটা আমরা পূর্ববরতি হ্যালভিং এর পর্যালোচনা থেকে অনুমান করে।
বিটকয়েনের দাম কিন্তু এখন বাড়তেছে না আবার কমতেছেও না $৬৪k থেকে $62k এর মধ্যেই ওঠানামা করতেছে আর বিটকয়েনের দামের এমন ছোট মুভমেন্ট কোনো সমস্যা না এটাকে স্থির দাম বলা যায়। বিটকয়েনের দাম $৬০k এর উপরে স্টাবল হয়েছে এর নিচে নামার সম্ভাবনা অনেক কম আছে এখনো। তাই বিটকয়েনের দাম হয়তবা পরবর্তী মাস থেকে কিছুটা বাড়তে পারে। হ্যা পূর্ববর্তী Halving আমরা দেখেছি সেগুলো ঘাটলে বলা যায় বিটকয়েনের দাম বাড়বে আর যেকোনো সময় অনেক বড় ধরনের ডাম্প করতে পারে। কারন আমরা জানি না যে এর একচুল ATH কত হবে। ATH তৈরি করার পর বিটকয়েনের দাম অনেক বড় ধরনের ডাম্প করে এই রেকর্ডও রয়েছে বিটকয়েনের। তাই সবসময় সতর্ক থাকা উচিত আর বিটকয়েনে বিনিয়োগ করার সময় এটা মানতেই হবে যে এটা অনেক রিস্কি
-
বিটকয়েনের দাম কিন্তু এখন বাড়তেছে না আবার কমতেছেও না $৬৪k থেকে $62k এর মধ্যেই ওঠানামা করতেছে আর বিটকয়েনের দামের এমন ছোট মুভমেন্ট কোনো সমস্যা না এটাকে স্থির দাম বলা যায়। বিটকয়েনের দাম $৬০k এর উপরে স্টাবল হয়েছে এর নিচে নামার সম্ভাবনা অনেক কম আছে এখনো। তাই বিটকয়েনের দাম হয়তবা পরবর্তী মাস থেকে কিছুটা বাড়তে পারে। হ্যা পূর্ববর্তী Halving আমরা দেখেছি সেগুলো ঘাটলে বলা যায় বিটকয়েনের দাম বাড়বে আর যেকোনো সময় অনেক বড় ধরনের ডাম্প করতে পারে। কারন আমরা জানি না যে এর একচুল ATH কত হবে। ATH তৈরি করার পর বিটকয়েনের দাম অনেক বড় ধরনের ডাম্প করে এই রেকর্ডও রয়েছে বিটকয়েনের। তাই সবসময় সতর্ক থাকা উচিত আর বিটকয়েনে বিনিয়োগ করার সময় এটা মানতেই হবে যে এটা অনেক রিস্কি
আসলে ক্রিপ্টো কারেন্সি মানেই রিস্ক। এমনকি যারা স্টাবল কয়েনে ডলার রেখেছে তারা যে রিস্ক এ নাই, ব্যাপার টা এমন না। যাই হোক, বিটকয়েনে আসা যাক। বিটকয়েন সাইডওয়েজ মুভ করা শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে সামনে অল্ট সিজন আসতে চলেছে । বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে সাধারনত অলটকয়েন মুভ করা শুরু করে। কিন্তু বিটকয়েন বেশিরভাগ ডাউন ট্রেন্ড এ মুভ করলে অল্ট কয়েন গুলো বিয়ার মার্কেটে চলে যায়। বিটকয়েন ০.৫% ডাউন খেলে অল্ট কয়েন ৫% ডাউন খেয়ে যায়। এখন বিটকয়েন যদি ডাউন ট্রেন্ড এ না গিয়ে প্রতিদিন এভাবে ০.৫% করে আপ হতে থাকে, তাহলে অল্ট কয়েন গুলো পাম্প করা শুরু করতে পারে। দেখা যাক কি হয়।
-
বিটকয়েনের দাম কিন্তু এখন বাড়তেছে না আবার কমতেছেও না $৬৪k থেকে $62k এর মধ্যেই ওঠানামা করতেছে আর বিটকয়েনের দামের এমন ছোট মুভমেন্ট কোনো সমস্যা না এটাকে স্থির দাম বলা যায়। বিটকয়েনের দাম $৬০k এর উপরে স্টাবল হয়েছে এর নিচে নামার সম্ভাবনা অনেক কম আছে এখনো। তাই বিটকয়েনের দাম হয়তবা পরবর্তী মাস থেকে কিছুটা বাড়তে পারে। হ্যা পূর্ববর্তী Halving আমরা দেখেছি সেগুলো ঘাটলে বলা যায় বিটকয়েনের দাম বাড়বে আর যেকোনো সময় অনেক বড় ধরনের ডাম্প করতে পারে। কারন আমরা জানি না যে এর একচুল ATH কত হবে। ATH তৈরি করার পর বিটকয়েনের দাম অনেক বড় ধরনের ডাম্প করে এই রেকর্ডও রয়েছে বিটকয়েনের। তাই সবসময় সতর্ক থাকা উচিত আর বিটকয়েনে বিনিয়োগ করার সময় এটা মানতেই হবে যে এটা অনেক রিস্কি
আসলে ক্রিপ্টো কারেন্সি মানেই রিস্ক। এমনকি যারা স্টাবল কয়েনে ডলার রেখেছে তারা যে রিস্ক এ নাই, ব্যাপার টা এমন না। যাই হোক, বিটকয়েনে আসা যাক। বিটকয়েন সাইডওয়েজ মুভ করা শুরু করেছে। আমার কাছে মনে হচ্ছে সামনে অল্ট সিজন আসতে চলেছে । বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে সাধারনত অলটকয়েন মুভ করা শুরু করে। কিন্তু বিটকয়েন বেশিরভাগ ডাউন ট্রেন্ড এ মুভ করলে অল্ট কয়েন গুলো বিয়ার মার্কেটে চলে যায়। বিটকয়েন ০.৫% ডাউন খেলে অল্ট কয়েন ৫% ডাউন খেয়ে যায়। এখন বিটকয়েন যদি ডাউন ট্রেন্ড এ না গিয়ে প্রতিদিন এভাবে ০.৫% করে আপ হতে থাকে, তাহলে অল্ট কয়েন গুলো পাম্প করা শুরু করতে পারে। দেখা যাক কি হয়।
ভাই আপনি যথার্থই বলেছেন বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে অল্টকয়েন ও মুভ করার সম্ভবনা থাকে। কিন্তু বিটকয়েন যদি নিচের দিকে মুভ করে তাহলে অল্টকয়েন ঝড়ের বেগে নেমে যাবে। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে, বিটকয়েন যদি ০.৫% নামে তাহলে অল্টকয়েন ৫% নেমে যায়। বিগত দিনগুলোতে আমরা এমনটি লক্ষ করেছি।
আর এই মাত্র জানতে পারলাম বায়নান্স এর সিইও CZ এর ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তাহলে এর প্রভাব যদি মার্কেটে পড়ে তাহলে আমরা আবারো ক্রিপ্টো মার্কেটে লাল ক্যাডেলের আধিপত্য দেখতে পাবো এতে কোন সন্দেহ নেই।
-
ভাই আপনি যথার্থই বলেছেন বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে অল্টকয়েন ও মুভ করার সম্ভবনা থাকে। কিন্তু বিটকয়েন যদি নিচের দিকে মুভ করে তাহলে অল্টকয়েন ঝড়ের বেগে নেমে যাবে। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে, বিটকয়েন যদি ০.৫% নামে তাহলে অল্টকয়েন ৫% নেমে যায়। বিগত দিনগুলোতে আমরা এমনটি লক্ষ করেছি।
আর এই মাত্র জানতে পারলাম বায়নান্স এর সিইও CZ এর ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তাহলে এর প্রভাব যদি মার্কেটে পড়ে তাহলে আমরা আবারো ক্রিপ্টো মার্কেটে লাল ক্যাডেলের আধিপত্য দেখতে পাবো এতে কোন সন্দেহ নেই।
আমরা অলরেডি রেড ক্যান্ডেল দেখা শুরু করেছি। শুধুমাত্র আজকের দিনে আমরা ৬০ হাজার থেকে ৫৭ হাজারে চলে আসছি। কিছু এনালিষ্ট অলরেডি প্রেডিকশন করেছিলো যে বিটকয়েন যদি ৫৯ হাজারের ক্যান্ডেল ব্রেক করে নিচে নেমে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। এর মধ্যে সি জে এর কারাদন্ড এফেক্ট করেছে কি না বলতে পারছি না। কারন সি জে এখন আর বাইনান্সের সি ই ও নাই। যদিও সে এখনো বাইনান্সের ম্যাসিভ একজন শেয়ার হোল্ডার।
যাই হোক, মার্কেটে অলরেডি প্যানিক সেলিং শুরু হয়ে গেছে। মনে করেছিলাম বিটকয়েন সাইডওয়েজে চলবে। কিন্তু বিগত ৫ দিন ধরে ইটিএফ থেকে আউটফ্লো হচ্ছে। যেটার রেজাল্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। বিটকয়েন আবারো ৪০ হাজারে চলে আসলে ম্যাসিভ একটা বায়িং অপুরচুনিটি হবে সবার জন্য।
-
ভাই আপনি যথার্থই বলেছেন বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে অল্টকয়েন ও মুভ করার সম্ভবনা থাকে। কিন্তু বিটকয়েন যদি নিচের দিকে মুভ করে তাহলে অল্টকয়েন ঝড়ের বেগে নেমে যাবে। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে, বিটকয়েন যদি ০.৫% নামে তাহলে অল্টকয়েন ৫% নেমে যায়। বিগত দিনগুলোতে আমরা এমনটি লক্ষ করেছি।
আর এই মাত্র জানতে পারলাম বায়নান্স এর সিইও CZ এর ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তাহলে এর প্রভাব যদি মার্কেটে পড়ে তাহলে আমরা আবারো ক্রিপ্টো মার্কেটে লাল ক্যাডেলের আধিপত্য দেখতে পাবো এতে কোন সন্দেহ নেই।
আমরা অলরেডি রেড ক্যান্ডেল দেখা শুরু করেছি। শুধুমাত্র আজকের দিনে আমরা ৬০ হাজার থেকে ৫৭ হাজারে চলে আসছি। কিছু এনালিষ্ট অলরেডি প্রেডিকশন করেছিলো যে বিটকয়েন যদি ৫৯ হাজারের ক্যান্ডেল ব্রেক করে নিচে নেমে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। এর মধ্যে সি জে এর কারাদন্ড এফেক্ট করেছে কি না বলতে পারছি না। কারন সি জে এখন আর বাইনান্সের সি ই ও নাই। যদিও সে এখনো বাইনান্সের ম্যাসিভ একজন শেয়ার হোল্ডার।
যাই হোক, মার্কেটে অলরেডি প্যানিক সেলিং শুরু হয়ে গেছে। মনে করেছিলাম বিটকয়েন সাইডওয়েজে চলবে। কিন্তু বিগত ৫ দিন ধরে ইটিএফ থেকে আউটফ্লো হচ্ছে। যেটার রেজাল্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। বিটকয়েন আবারো ৪০ হাজারে চলে আসলে ম্যাসিভ একটা বায়িং অপুরচুনিটি হবে সবার জন্য।
বিটকয়েন কিন্তু যথেষ্ট স্টাবলের মতই ছিলো $৬২-৬৫k এর মধ্যে আর এর দাম $৫৯k এর নিচে আসা সম্ভাবনাও ছিলো না তবে CZ যেহেতু বিনান্সের CEO ছিলো দীর্ঘদিন আর সে অনেক জনপ্রিয় একজন মানুষ ছিলো তাই টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স এর X CEO এর কারাদন্ডের খবর মার্কেটকে কিছুটা অস্থিতিশীল করেছে। এটা সম্ভবত বেশিদিন থাকবে না। $৫৬.৬k তে নামছিলো এর দাম তবে আবারো বাড়তেছে $৫৯.৬k তে বর্তমানে আছে। এটা মনে হচ্ছে সাময়িক একটা সমস্যা ছিলো। মার্কেট আবারো পাম্প করা শুরু করেছে উঠে যাবে আবারো প্যানিক হবার কিছু নাই
-
ভাই আপনি যথার্থই বলেছেন বিটকয়েন সাইডওয়েজ মুভ করলে অল্টকয়েন ও মুভ করার সম্ভবনা থাকে। কিন্তু বিটকয়েন যদি নিচের দিকে মুভ করে তাহলে অল্টকয়েন ঝড়ের বেগে নেমে যাবে। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে, বিটকয়েন যদি ০.৫% নামে তাহলে অল্টকয়েন ৫% নেমে যায়। বিগত দিনগুলোতে আমরা এমনটি লক্ষ করেছি।
আর এই মাত্র জানতে পারলাম বায়নান্স এর সিইও CZ এর ৪ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। তাহলে এর প্রভাব যদি মার্কেটে পড়ে তাহলে আমরা আবারো ক্রিপ্টো মার্কেটে লাল ক্যাডেলের আধিপত্য দেখতে পাবো এতে কোন সন্দেহ নেই।
আমরা অলরেডি রেড ক্যান্ডেল দেখা শুরু করেছি। শুধুমাত্র আজকের দিনে আমরা ৬০ হাজার থেকে ৫৭ হাজারে চলে আসছি। কিছু এনালিষ্ট অলরেডি প্রেডিকশন করেছিলো যে বিটকয়েন যদি ৫৯ হাজারের ক্যান্ডেল ব্রেক করে নিচে নেমে আসে, তাহলে আমরা বিয়ার মার্কেটে চলে যেতে পারি। এর মধ্যে সি জে এর কারাদন্ড এফেক্ট করেছে কি না বলতে পারছি না। কারন সি জে এখন আর বাইনান্সের সি ই ও নাই। যদিও সে এখনো বাইনান্সের ম্যাসিভ একজন শেয়ার হোল্ডার।
যাই হোক, মার্কেটে অলরেডি প্যানিক সেলিং শুরু হয়ে গেছে। মনে করেছিলাম বিটকয়েন সাইডওয়েজে চলবে। কিন্তু বিগত ৫ দিন ধরে ইটিএফ থেকে আউটফ্লো হচ্ছে। যেটার রেজাল্ট আমরা অলরেডি দেখতে পাচ্ছি। বিটকয়েন আবারো ৪০ হাজারে চলে আসলে ম্যাসিভ একটা বায়িং অপুরচুনিটি হবে সবার জন্য।
বিটকয়েন কিন্তু যথেষ্ট স্টাবলের মতই ছিলো $৬২-৬৫k এর মধ্যে আর এর দাম $৫৯k এর নিচে আসা সম্ভাবনাও ছিলো না তবে CZ যেহেতু বিনান্সের CEO ছিলো দীর্ঘদিন আর সে অনেক জনপ্রিয় একজন মানুষ ছিলো তাই টপ ক্রিপ্টো এক্সচেঞ্জ বিনান্স এর X CEO এর কারাদন্ডের খবর মার্কেটকে কিছুটা অস্থিতিশীল করেছে। এটা সম্ভবত বেশিদিন থাকবে না। $৫৬.৬k তে নামছিলো এর দাম তবে আবারো বাড়তেছে $৫৯.৬k তে বর্তমানে আছে। এটা মনে হচ্ছে সাময়িক একটা সমস্যা ছিলো। মার্কেট আবারো পাম্প করা শুরু করেছে উঠে যাবে আবারো প্যানিক হবার কিছু নাই
হুম CZ বিনান্সের CEO গ্রেফতার হওয়ার আগ পরযন্ত মোটামুটি মারকেট স্টাবল ছিলো। কিন্তু তার গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর পরই বিটকয়েনের মূল্য কমতে শুরুকরে। এখন আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মনেকরি এটা কনটিনিউ থাকবো।
তবে আমি খুব শিগগিরই আমরা বিটকয়েন হ্যালভিং এর প্রভাব দেখতে শুরু করবো। এবং সেটা অনতত ২০২৫ পরযন্ত চলতে থাকবে।
-
হুম CZ বিনান্সের CEO গ্রেফতার হওয়ার আগ পরযন্ত মোটামুটি মারকেট স্টাবল ছিলো। কিন্তু তার গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর পরই বিটকয়েনের মূল্য কমতে শুরুকরে। এখন আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মনেকরি এটা কনটিনিউ থাকবো।
তবে আমি খুব শিগগিরই আমরা বিটকয়েন হ্যালভিং এর প্রভাব দেখতে শুরু করবো। এবং সেটা অনতত ২০২৫ পরযন্ত চলতে থাকবে।
Binance অনেক বড় একটা এক্সচেঞ্জ প্লাটফর্ম আর CZ ছিলো অনেক পরিচিত মুখ আমি মনে করি যারা ক্রিপ্টো দুনিয়ায় আছে তারা সবাই CZ কে চিনেন। টুইটারে তার ৯ মিলিয়ন ফলোয়ার আছে আর এদের মধ্যে সবাই ক্রিপ্টো ইউজার তাই তার বিরুদ্ধে কোনো খারাপ নিউজ শুনলে অনেকে আতংকিত হয়ে ক্রিপ্টো বিক্রি করতে পারে যা মার্কেটে একটা খারাপ প্রভাব পড়তে পারে যা দেখা গেছে। তবে আবারো রিকভার হচ্ছে দ্রুতই। Cz সমস্যার মধ্যে পড়লেও Binance এক্সচেঞ্জ এখনো অনেকটা স্ট্রং আছে তবে এটা সত্য যে যদি বিনান্স কখনো FTX এর মতো হয় তাহলে ক্রিপ্টো বাজারে অনেক বড় ধরনের ক্রাশ দেখা দিবে।
-
হুম CZ বিনান্সের CEO গ্রেফতার হওয়ার আগ পরযন্ত মোটামুটি মারকেট স্টাবল ছিলো। কিন্তু তার গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর পরই বিটকয়েনের মূল্য কমতে শুরুকরে। এখন আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মনেকরি এটা কনটিনিউ থাকবো।
তবে আমি খুব শিগগিরই আমরা বিটকয়েন হ্যালভিং এর প্রভাব দেখতে শুরু করবো। এবং সেটা অনতত ২০২৫ পরযন্ত চলতে থাকবে।
ক্রিপ্টোকারেন্সিতে FUD(Fear, Uncertainly, and doubt) বলতে একটা জিনিস রয়েছে আর এটা মূলত বিভিন্ন নেগেটিভ নিউজ, নেগেটিভ ঘটনা এর ফলে সৃষ্টি হয়। এই FUD এর জন্য মানুষ প্যানিকের মধ্যে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় আর এটা মোটামুটি বড় আকারেই হয় আর যার ফলে আমরা মার্কেটে একটা নেগেটিভ প্রভাব দেখতে পাই।
তবে আজ পর্যন্ত সকল ফুডই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মার্কেটে ইম্প্যাক্ট ফেলেছে এবং পরবর্তীতে মার্কেট আবার তার নিজ গতিতে রিকভার করেছে। এখন আসি CZ বা বাইনান্স রিলেটেড কোন নেগেটিভ নিউজ যদি আসে তাহলে যারা বিটকয়েন ইনভেসমেন্ট করতেছে তাদের চিন্তা করার প্রয়োজন নাই চিন্তা করার প্রয়োজন তাদেরই যারা বিএনবি কয়েন এবং বাইনান্স এক্সচেঞ্জার এ ফান্ড হোল্ডিং করে রেখেছে।
-
হুম CZ বিনান্সের CEO গ্রেফতার হওয়ার আগ পরযন্ত মোটামুটি মারকেট স্টাবল ছিলো। কিন্তু তার গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর পরই বিটকয়েনের মূল্য কমতে শুরুকরে। এখন আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মনেকরি এটা কনটিনিউ থাকবো।
তবে আমি খুব শিগগিরই আমরা বিটকয়েন হ্যালভিং এর প্রভাব দেখতে শুরু করবো। এবং সেটা অনতত ২০২৫ পরযন্ত চলতে থাকবে।
ক্রিপ্টোকারেন্সিতে FUD(Fear, Uncertainly, and doubt) বলতে একটা জিনিস রয়েছে আর এটা মূলত বিভিন্ন নেগেটিভ নিউজ, নেগেটিভ ঘটনা এর ফলে সৃষ্টি হয়। এই FUD এর জন্য মানুষ প্যানিকের মধ্যে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় আর এটা মোটামুটি বড় আকারেই হয় আর যার ফলে আমরা মার্কেটে একটা নেগেটিভ প্রভাব দেখতে পাই।
তবে আজ পর্যন্ত সকল ফুডই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মার্কেটে ইম্প্যাক্ট ফেলেছে এবং পরবর্তীতে মার্কেট আবার তার নিজ গতিতে রিকভার করেছে। এখন আসি CZ বা বাইনান্স রিলেটেড কোন নেগেটিভ নিউজ যদি আসে তাহলে যারা বিটকয়েন ইনভেসমেন্ট করতেছে তাদের চিন্তা করার প্রয়োজন নাই চিন্তা করার প্রয়োজন তাদেরই যারা বিএনবি কয়েন এবং বাইনান্স এক্সচেঞ্জার এ ফান্ড হোল্ডিং করে রেখেছে।
এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের অতিরিক্ত চালাক ভাবেন যার কারনে তারা নেগেটিভ কোনো নিউজ পাওয়ার সাথে সাথে তাদের ক্রিপ্টো বিক্রি করে দেন যেনো আবারো ডাউন মার্কেটে কিনতে পারে এমন অতি চালাকি করতে গিয়ে এরা প্যানিকে পড়ে যায় ও লস করে অনেক। আর এক শ্রেণীর লোক আছে যারা স্ট্রংভাবে হোল্ডিং করে মার্কেটের যা ইচ্ছা হোক তারা তাকে পাত্তা দেন না তারাই একটা সময় গিয়ে অনেক লাভবান হয়। তাই CZ জেলে গেলো কিংবা নানার বাড়ি আম কাঠাল খেতে গেলো সেটা বড় বিষয় না। CZ জেলে যাওয়ার আগে সে Binance এর CEO থেকে পদত্যাগ করেছে তাই তার জেলে যাওয়া বিনান্সের উপর প্রভাব ফেলার কনো যুক্তি আসে না এখানে। আর প্রভাব পড়লে পড়বে BNB এর উপরে Bitcoin, ETH, sol এগুলার উপরে না। এই কমন বিষয় গুলা বোঝা উচিৎ ক্রিপ্টোতে আসার আগে
-
হুম CZ বিনান্সের CEO গ্রেফতার হওয়ার আগ পরযন্ত মোটামুটি মারকেট স্টাবল ছিলো। কিন্তু তার গ্রেপ্তারের ঘটনা সামনে আসার পর পরই বিটকয়েনের মূল্য কমতে শুরুকরে। এখন আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমি মনেকরি এটা কনটিনিউ থাকবো।
তবে আমি খুব শিগগিরই আমরা বিটকয়েন হ্যালভিং এর প্রভাব দেখতে শুরু করবো। এবং সেটা অনতত ২০২৫ পরযন্ত চলতে থাকবে।
ক্রিপ্টোকারেন্সিতে FUD(Fear, Uncertainly, and doubt) বলতে একটা জিনিস রয়েছে আর এটা মূলত বিভিন্ন নেগেটিভ নিউজ, নেগেটিভ ঘটনা এর ফলে সৃষ্টি হয়। এই FUD এর জন্য মানুষ প্যানিকের মধ্যে পড়ে ভুল সিদ্ধান্ত নেয় আর এটা মোটামুটি বড় আকারেই হয় আর যার ফলে আমরা মার্কেটে একটা নেগেটিভ প্রভাব দেখতে পাই।
তবে আজ পর্যন্ত সকল ফুডই একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত মার্কেটে ইম্প্যাক্ট ফেলেছে এবং পরবর্তীতে মার্কেট আবার তার নিজ গতিতে রিকভার করেছে। এখন আসি CZ বা বাইনান্স রিলেটেড কোন নেগেটিভ নিউজ যদি আসে তাহলে যারা বিটকয়েন ইনভেসমেন্ট করতেছে তাদের চিন্তা করার প্রয়োজন নাই চিন্তা করার প্রয়োজন তাদেরই যারা বিএনবি কয়েন এবং বাইনান্স এক্সচেঞ্জার এ ফান্ড হোল্ডিং করে রেখেছে।
এক শ্রেণীর মানুষ আছে যারা নিজেদের অতিরিক্ত চালাক ভাবেন যার কারনে তারা নেগেটিভ কোনো নিউজ পাওয়ার সাথে সাথে তাদের ক্রিপ্টো বিক্রি করে দেন যেনো আবারো ডাউন মার্কেটে কিনতে পারে এমন অতি চালাকি করতে গিয়ে এরা প্যানিকে পড়ে যায় ও লস করে অনেক। আর এক শ্রেণীর লোক আছে যারা স্ট্রংভাবে হোল্ডিং করে মার্কেটের যা ইচ্ছা হোক তারা তাকে পাত্তা দেন না তারাই একটা সময় গিয়ে অনেক লাভবান হয়। তাই CZ জেলে গেলো কিংবা নানার বাড়ি আম কাঠাল খেতে গেলো সেটা বড় বিষয় না। CZ জেলে যাওয়ার আগে সে Binance এর CEO থেকে পদত্যাগ করেছে তাই তার জেলে যাওয়া বিনান্সের উপর প্রভাব ফেলার কনো যুক্তি আসে না এখানে। আর প্রভাব পড়লে পড়বে BNB এর উপরে Bitcoin, ETH, sol এগুলার উপরে না। এই কমন বিষয় গুলা বোঝা উচিৎ ক্রিপ্টোতে আসার আগে
হুম প্যানিকে আক্রান্ত লোক গুলোই মারকেটের জন্য ক্ষতিকর। নেগেটিভ নিউজ পাইলেই তারা তাদের সকল কয়েন সেল করা শুরু করে দেয়।ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে যায় প্যানিক শেষে যখন মারকেট আবার ব্যাক করে তখন তারা আর কিনেতে পারে না। অন্যদিকে যারা খুব শক্ত ভাবে হোল্ড করে তারা লাভবান হয়।
আর এসকল নেগেটিভ নিউজের প্রভাব খুবই সল্প সময়ের জন্য হয় বলে আমি মনেকরি।
-
হুম প্যানিকে আক্রান্ত লোক গুলোই মারকেটের জন্য ক্ষতিকর। নেগেটিভ নিউজ পাইলেই তারা তাদের সকল কয়েন সেল করা শুরু করে দেয়।ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে যায় প্যানিক শেষে যখন মারকেট আবার ব্যাক করে তখন তারা আর কিনেতে পারে না। অন্যদিকে যারা খুব শক্ত ভাবে হোল্ড করে তারা লাভবান হয়।
আর এসকল নেগেটিভ নিউজের প্রভাব খুবই সল্প সময়ের জন্য হয় বলে আমি মনেকরি।
আসলে ভাই এরকম FUD এর প্রভাবে যারা প্যানিক পড়ে তারা জন্য মার্কেটের জন্য ক্ষতিকর না বরং প্যানিকের জন্য তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়েও তাদের ফান্ড সেলিং দিয়ে লিকুইডিটি বাড়ায়।
তবে যদি নেগেটিভ নিউজ এর কথা বলি সে ক্ষেত্রে যদি নিউজগুলো অথেন্টিক সোর্স থেকে আসে সে অনুযায়ী মাঝেমধ্যে একটা সুযোগ পাওয়া যায় নিজের ফান্ডকে হারানোর হাত থেকে রক্ষা করার।
যেমন যারা এফটিএক্স এক্সচেঞ্জারে পূর্বে থেকেই খারাপ খবর শুনে তাদের ফান্ড উঠিয়ে নিয়েছিল তারা বেঁচে গিয়েছিল।
অন্যদিকে যারা লুনা কয়েন হোল্ডিং না করে সময় থাকতে সেল করে দিয়েছিল তারা তেমন বিশাল লসের মুখ দেখেনি।
-
হুম প্যানিকে আক্রান্ত লোক গুলোই মারকেটের জন্য ক্ষতিকর। নেগেটিভ নিউজ পাইলেই তারা তাদের সকল কয়েন সেল করা শুরু করে দেয়।ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে যায় প্যানিক শেষে যখন মারকেট আবার ব্যাক করে তখন তারা আর কিনেতে পারে না। অন্যদিকে যারা খুব শক্ত ভাবে হোল্ড করে তারা লাভবান হয়।
আর এসকল নেগেটিভ নিউজের প্রভাব খুবই সল্প সময়ের জন্য হয় বলে আমি মনেকরি।
আসলে ভাই এরকম FUD এর প্রভাবে যারা প্যানিক পড়ে তারা জন্য মার্কেটের জন্য ক্ষতিকর না বরং প্যানিকের জন্য তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়েও তাদের ফান্ড সেলিং দিয়ে লিকুইডিটি বাড়ায়।
তবে যদি নেগেটিভ নিউজ এর কথা বলি সে ক্ষেত্রে যদি নিউজগুলো অথেন্টিক সোর্স থেকে আসে সে অনুযায়ী মাঝেমধ্যে একটা সুযোগ পাওয়া যায় নিজের ফান্ডকে হারানোর হাত থেকে রক্ষা করার।
যেমন যারা এফটিএক্স এক্সচেঞ্জারে পূর্বে থেকেই খারাপ খবর শুনে তাদের ফান্ড উঠিয়ে নিয়েছিল তারা বেঁচে গিয়েছিল।
অন্যদিকে যারা লুনা কয়েন হোল্ডিং না করে সময় থাকতে সেল করে দিয়েছিল তারা তেমন বিশাল লসের মুখ দেখেনি।
আসলে এটা ঠিক যারা পেনিকে পড়ে যায় বা পেনিক সৃষ্টি করে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটার ফলে কিছু নতুন ইনভেস্টর বা ট্রেডার ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু যারা এই মার্কেটে অনেক ঝানু তারা কিন্তু সকল পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারে। ফলে তারা অনেক বড় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তবে একটা কথা হল ক্রিপ্তকারেন্সিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই চৌকশ হতে হবে। ক্ষিপ্ত কারেন্সি রিলেটেড সকল নিউজ আপনাকে রাখতে হবে। তা না হলে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন। যেমনটি হয়েছিল এফটিএক্স এক্সচেঞ্জার এর ক্ষেত্রে।
-
হুম প্যানিকে আক্রান্ত লোক গুলোই মারকেটের জন্য ক্ষতিকর। নেগেটিভ নিউজ পাইলেই তারা তাদের সকল কয়েন সেল করা শুরু করে দেয়।ফলে তারা ক্ষতিগ্রস্থ হয়ে যায় প্যানিক শেষে যখন মারকেট আবার ব্যাক করে তখন তারা আর কিনেতে পারে না। অন্যদিকে যারা খুব শক্ত ভাবে হোল্ড করে তারা লাভবান হয়।
আর এসকল নেগেটিভ নিউজের প্রভাব খুবই সল্প সময়ের জন্য হয় বলে আমি মনেকরি।
আসলে ভাই এরকম FUD এর প্রভাবে যারা প্যানিক পড়ে তারা জন্য মার্কেটের জন্য ক্ষতিকর না বরং প্যানিকের জন্য তারা নিজেরাই ক্ষতির মধ্যে পড়েও তাদের ফান্ড সেলিং দিয়ে লিকুইডিটি বাড়ায়।
তবে যদি নেগেটিভ নিউজ এর কথা বলি সে ক্ষেত্রে যদি নিউজগুলো অথেন্টিক সোর্স থেকে আসে সে অনুযায়ী মাঝেমধ্যে একটা সুযোগ পাওয়া যায় নিজের ফান্ডকে হারানোর হাত থেকে রক্ষা করার।
যেমন যারা এফটিএক্স এক্সচেঞ্জারে পূর্বে থেকেই খারাপ খবর শুনে তাদের ফান্ড উঠিয়ে নিয়েছিল তারা বেঁচে গিয়েছিল।
অন্যদিকে যারা লুনা কয়েন হোল্ডিং না করে সময় থাকতে সেল করে দিয়েছিল তারা তেমন বিশাল লসের মুখ দেখেনি।
আসলে এটা ঠিক যারা পেনিকে পড়ে যায় বা পেনিক সৃষ্টি করে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটার ফলে কিছু নতুন ইনভেস্টর বা ট্রেডার ক্ষতিগ্রস্ত হতে পারে কিন্তু যারা এই মার্কেটে অনেক ঝানু তারা কিন্তু সকল পরিস্থিতিতে স্বাভাবিক থাকতে পারে। ফলে তারা অনেক বড় বড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
তবে একটা কথা হল ক্রিপ্তকারেন্সিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই চৌকশ হতে হবে। ক্ষিপ্ত কারেন্সি রিলেটেড সকল নিউজ আপনাকে রাখতে হবে। তা না হলে আপনি ক্ষতির মধ্যে পড়তে পারেন। যেমনটি হয়েছিল এফটিএক্স এক্সচেঞ্জার এর ক্ষেত্রে।
আপনার বিশ্লেষণ সঠিক। প্যানিক সেল এবং অস্থিরতা সাধারণত নতুন বা অভিজ্ঞ ট্রেডারদের জন্য বিপজ্জনক হতে পারে, বিশেষ করে যখন তারা পর্যাপ্ত তথ্য ও অভিজ্ঞতার অভাবে তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেয়। এমন পরিস্থিতিতে অনেক বড় ক্ষতি হতে পারে।
ক্রিপ্টোকারেন্সির মতো অস্থির বাজারে সফল থাকতে হলে:
তথ্য সংগ্রহ করুন: মার্কেটের সব আপডেট এবং নিউজে নজর রাখুন।
ঝুঁকি ব্যবস্থাপনা: স্টপ-লস অর্ডার এবং অন্যান্য ঝুঁকি ব্যবস্থাপনা কৌশল ব্যবহার করুন।আবেগ নিয়ন্ত্রণপ্যানিক সেল থেকে দূরে থাকুন এবং একটি সুস্পষ্ট পরিকল্পনা মেনে চলুন।ব্যাপক গবেষণা যে কোনো বিনিয়োগের আগে যথাযথ গবেষণা করুন।
FTX-এর মতো ঘটনাগুলি প্রমাণ করে যে
বিনিয়োগকারীদের সচেতন এবং সাবধান হতে হয়। বাজারের অস্থিরতার সাথে সামঞ্জস্য রেখে সুপরিকল্পিত বিনিয়োগ কৌশল অনুসরণ করলে বড় ক্ষতির হাত থেকে বাঁচা সম্ভব।