Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on April 20, 2024, 06:05:54 PM

Title: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: kulkhan on April 20, 2024, 06:05:54 PM
আজ বহুল প্রত্যাশিত বিটকয়েন হ্যালভিং সম্পন্ন হলো। এখন থেকে বিটকয়েন প্রতি ব্লক প্রতি ১০ মিনিটে ৩.১২৫ বিটকয়েন ইস্যু হবে। যেটা এতোদিন প্রতি ব্লক ছিলো ৬.২৫। আমরা জানি প্রতি ৪ বছর পর পর হালভিং সম্পন্ন হয়। এবং প্রতি হ্যালভিংয়ে ব্লক রিওয়ার্ড ৫০% কমে যায়।

হ্যালভিংয়ে বিটকয়েনের মূল্য ছিল $৬৩৩০০। আমি মনেকরি এখন থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। আপনারা বিটকয়েনের মূল্য নিকট ভবিষ্যতে কতো হতে পারে। আলোচনা করতে পারেন।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: JISAN on April 20, 2024, 07:22:32 PM
আজ বহুল প্রত্যাশিত বিটকয়েন হ্যালভিং সম্পন্ন হলো। এখন থেকে বিটকয়েন প্রতি ব্লক প্রতি ১০ মিনিটে ৩.১২৫ বিটকয়েন ইস্যু হবে। যেটা এতোদিন প্রতি ব্লক ছিলো ৬.২৫। আমরা জানি প্রতি ৪ বছর পর পর হালভিং সম্পন্ন হয়। এবং প্রতি হ্যালভিংয়ে ব্লক রিওয়ার্ড ৫০% কমে যায়।

হ্যালভিংয়ে বিটকয়েনের মূল্য ছিল $৬৩৩০০। আমি মনেকরি এখন থেকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে থাকবে। আপনারা বিটকয়েনের মূল্য নিকট ভবিষ্যতে কতো হতে পারে। আলোচনা করতে পারেন।
আপনার অন্য আরেকটি টপিকে Learn Bitcoin প্রকাশিত প্লানের কথা বলেছে। আমি তা আবারো এখানে quote করে দিচ্ছি।
যাই হোক, প্ল্যান বি এর মতে আগামী ৬ মাসে বিটকয়েন ২ গুন হবে এবং আগামী ১৮ মাসে বিটকয়েন ৪ গুন হবে। যদিও সব কিছুই শুধুমাত্র প্রেডিকশন। প্ল্যান বি এর প্রেডিকশন আগেও অনেকবার ভুল প্রমানিত হয়েছে। এবারও হতেই পারে। সুতরাই সবাই নিজের মতো রিসারচ করে আগাবেন।

Halving এর পর থেকে কিছু কিছু বিটকয়েনের দাম বৃদ্ধি হতে দেখা যাচ্ছে আশা করা যায় যে বিটকয়েনের দাম ভালো পরিমাণেই বাড়তে পারে। তবে এখন বিনিয়োগ করার জন্য নিজের ব্যাক্তিগত রিসার্চ এর মাধ্যমেই করাটা বেটার। তাই আমি সবাইকেই তার নিজস্ব রিসার্চ করতে বলবো যে দাম কেমন হতে পারে।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: Power420 on April 20, 2024, 10:28:56 PM
বিটকয়েন হালভিং হলেই যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে তা নয়, হালভিং মূলত বিটকয়েন এর চার বছরের একটি চক্র। এই চক্রের মাধ্যমে বিটকয়েনের ব্লক সম্পন্ন হয় এবং এই চক্রটি অনুসরণ করে চার বছর পর পর বিটকয়েনের দাম সর্বোচ্চ রেকর্ড তৈরি করতে প্রস্তুত।
এবং আমি প্রত্যেকটি হালভিং ইতিহাস লক্ষ্য করেছি, ২০১২ সালে হালভিং গঠিত হয়, 2000 2016 সালে হাল বিং সংঘটিত হয়, ২০২০- সালে হালভিং সংঘটিত হয়, এবং চতুর্থ বারের মত ২০১৪ সালে হালভিং সংগঠিত হয়। এবং আপনি প্রত্যেকটি হালভিং এর ইতিহাস রয়েছে এবং হালভিং এর সময় বিটকয়েনের দাম বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এতে বিনিয়োগকারীরা যেন ক্রয় করার যথেষ্ট সুযোগ পায়। এবং সেটি হালভিং পরবর্তী সময়ে যেন বিটকয়েনের দাম সর্বোচ্চ ষাড়ের বাজারের দিকে অগ্রসর হয়।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: kulkhan on April 21, 2024, 09:13:55 PM
বিটকয়েন হালভিং হলেই যে বিটকয়েনের দাম বৃদ্ধি পাবে তা নয়, হালভিং মূলত বিটকয়েন এর চার বছরের একটি চক্র। এই চক্রের মাধ্যমে বিটকয়েনের ব্লক সম্পন্ন হয় এবং এই চক্রটি অনুসরণ করে চার বছর পর পর বিটকয়েনের দাম সর্বোচ্চ রেকর্ড তৈরি করতে প্রস্তুত।
এবং আমি প্রত্যেকটি হালভিং ইতিহাস লক্ষ্য করেছি, ২০১২ সালে হালভিং গঠিত হয়, 2000 2016 সালে হাল বিং সংঘটিত হয়, ২০২০- সালে হালভিং সংঘটিত হয়, এবং চতুর্থ বারের মত ২০১৪ সালে হালভিং সংগঠিত হয়। এবং আপনি প্রত্যেকটি হালভিং এর ইতিহাস রয়েছে এবং হালভিং এর সময় বিটকয়েনের দাম বিনিয়োগকারীদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এতে বিনিয়োগকারীরা যেন ক্রয় করার যথেষ্ট সুযোগ পায়। এবং সেটি হালভিং পরবর্তী সময়ে যেন বিটকয়েনের দাম সর্বোচ্চ ষাড়ের বাজারের দিকে অগ্রসর হয়।

ভাই প্রথমে আপনার কিছু বানান ঠিক করার জন্য অনুরোধ জানাচ্ছি। হা ভাই আপনি যথার্থই বলেছেন, হ্যালভিং হলেই সাথে সাথে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে না। তবে আমরা পূর্ববরতী হ্যালভিং এর ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই হ্যালভিং পরবর্তী বছরে এর মূল্য বড়ো ধরনের বৃদ্ধি পেয়েছে

আমি এবারও এধরনের কিছু হতে পারে বলে আমি মনেকরি। আমি ধারনা করছি ২০২৪ সালের শেষের দিকে অথবা ২০২৫ সালের শুরুতে বিটকয়েনের মূল্য $১০০কে তে পৌঁছাতে পারে।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: Learn Bitcoin on April 22, 2024, 04:32:57 PM
আজ বহুল প্রত্যাশিত বিটকয়েন হ্যালভিং সম্পন্ন হলো। এখন থেকে বিটকয়েন প্রতি ব্লক প্রতি ১০ মিনিটে ৩.১২৫ বিটকয়েন ইস্যু হবে। যেটা এতোদিন প্রতি ব্লক ছিলো ৬.২৫। আমরা জানি প্রতি ৪ বছর পর পর হালভিং সম্পন্ন হয়। এবং প্রতি হ্যালভিংয়ে ব্লক রিওয়ার্ড ৫০% কমে যায়।

আপনার পোষ্ট এ কিছু কারেকশন হবে। যেমন, বিটকয়েনের প্রতিটি ব্লক কিন্তু প্রতি ১০ মিনিটে জোরেট হয় না। এভারেজ টাইম হচ্ছে ১০ মিনিট। কখনো কখনো দেখবেন ১ মিনিটের ভেতরে ৩ টা ব্লক হয়ে গেছে। আবার কখনো কখনো দেখবেন ২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ব্লক জেনারেট হয়নি। এটা আসলে ডিপেন্ড করে। তবে এবারেজ ব্লক টাইম ১০ মিনিটের কাছাকাছি।

আর ৪ বছর কিন্তু হালভিং এর কোনো সময় না। মূলত প্রতি দুই লাখ ১০ হাজার ব্লক পর পর বিটকয়েনের ব্লক রিওয়ার্ড হালভিং হতে থাকবে। এভারেজ ১০ মিনিট করে ধরলে ৪ বছরের থেকে একটু কম হয়। আমি আসলে ভূল ধরছি না, তবে আপনাকে সঠিক টার্ম টা ধরিয়ে দিয়েছি।

ব্লক রিওয়ার্ড হালভিং এর সাথে সাথে মার্কেটে আস্তে আস্তে সাপ্লাই কমতে শুরু করবে। যদি বিটকয়েনের ডিমান্ড একই রকম থাকে, তাহলে আগামী কয়েক মাস পড় থেকেই বিটকয়েনের প্রাইসে একটা চেন্জ দেখতে পাবেন।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: kulkhan on April 28, 2024, 08:46:11 PM
আজ বহুল প্রত্যাশিত বিটকয়েন হ্যালভিং সম্পন্ন হলো। এখন থেকে বিটকয়েন প্রতি ব্লক প্রতি ১০ মিনিটে ৩.১২৫ বিটকয়েন ইস্যু হবে। যেটা এতোদিন প্রতি ব্লক ছিলো ৬.২৫। আমরা জানি প্রতি ৪ বছর পর পর হালভিং সম্পন্ন হয়। এবং প্রতি হ্যালভিংয়ে ব্লক রিওয়ার্ড ৫০% কমে যায়।

আপনার পোষ্ট এ কিছু কারেকশন হবে। যেমন, বিটকয়েনের প্রতিটি ব্লক কিন্তু প্রতি ১০ মিনিটে জোরেট হয় না। এভারেজ টাইম হচ্ছে ১০ মিনিট। কখনো কখনো দেখবেন ১ মিনিটের ভেতরে ৩ টা ব্লক হয়ে গেছে। আবার কখনো কখনো দেখবেন ২ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ব্লক জেনারেট হয়নি। এটা আসলে ডিপেন্ড করে। তবে এবারেজ ব্লক টাইম ১০ মিনিটের কাছাকাছি।

আর ৪ বছর কিন্তু হালভিং এর কোনো সময় না। মূলত প্রতি দুই লাখ ১০ হাজার ব্লক পর পর বিটকয়েনের ব্লক রিওয়ার্ড হালভিং হতে থাকবে। এভারেজ ১০ মিনিট করে ধরলে ৪ বছরের থেকে একটু কম হয়। আমি আসলে ভূল ধরছি না, তবে আপনাকে সঠিক টার্ম টা ধরিয়ে দিয়েছি।

ব্লক রিওয়ার্ড হালভিং এর সাথে সাথে মার্কেটে আস্তে আস্তে সাপ্লাই কমতে শুরু করবে। যদি বিটকয়েনের ডিমান্ড একই রকম থাকে, তাহলে আগামী কয়েক মাস পড় থেকেই বিটকয়েনের প্রাইসে একটা চেন্জ দেখতে পাবেন।
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সব কিছু জানবো এমনটা নয়। আমার জানার ভিতরে গ্যাপ থাকতে পারে। আসলেই আপনি যেভাবে বিস্তারিত ভাবে বললেন আমার ওভারে জানা ছিলো না। আমরা আমাদের বাংলা বোর্ড এভাবেই একে অপরকে সহোযোগিতা করলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তাই আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: আজ বিটকয়েন হ্যালভিং হয়েগেলো এখন এর মূল্য কেমন হতে পারে?
Post by: Learn Bitcoin on April 29, 2024, 03:27:36 PM
ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি সব কিছু জানবো এমনটা নয়। আমার জানার ভিতরে গ্যাপ থাকতে পারে। আসলেই আপনি যেভাবে বিস্তারিত ভাবে বললেন আমার ওভারে জানা ছিলো না। আমরা আমাদের বাংলা বোর্ড এভাবেই একে অপরকে সহোযোগিতা করলে আমরা সবাই এগিয়ে যেতে পারবো। তাই আবারো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

সবার সব কিছু জানা থাকবে এমন নয়। বিটকয়েন সম্পর্কে এমন অনেক কিছুই আছে যেগুলো আমি এখনো জানি না। আমরা অনেকেই আছি সাধারন বিটকয়েন বা ক্রিপ্টো ইউজার। আমাদের আসলে এসব ব্যাপারে বিস্তারিত জানার প্রয়োজন পড়েনি বলে আমরা অনেকেই অনেক কিছু জানি না। আমার পোস্ট টা আবার পড়ে দেখলে বুঝতে পারবেন, আমি কিন্তু উল্লেখ করেছি যে ভাই আমি আপনার ভুল ধরছি না, বরং সঠিক যে টার্ম গুলো আছে, সেগুলো আপনাকে ধরিয়ে দিচ্ছি। আমরা একজন আরেকজনের কাছ থেকে এভাবেই অনেক কিছু শিখতে পারবো। এই ফোরামে আমি নতুন বলা চলে। আপনার কাছেও আমার অনেক কিছুই জানার আছে।