Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => এএনএন ও অন্যান্য অনুবাদ => Topic started by: DYING_S0UL on April 30, 2024, 07:07:44 AM

Title: PGP নিয়ে ফিল জিমারম্যানের চিন্তা - পড়া উচিত
Post by: DYING_S0UL on April 30, 2024, 07:07:44 AM
লেখক: GazetaBitcoin (https://bitcointalk.org/index.php?action=profile;u=1285797)
মেইন টপিক: Phil Zimmermann's thoughts about PGP - We all should read them (https://bitcointalk.org/index.php?topic=5226376)




ইতিপূর্বে আমি এবং bitmover (https://bitcointalk.org/index.php?action=profile;u=1554927), যথাক্রমে The Crypto Anarchist Manifesto (https://bitcointalk.org/index.php?topic=5212783) ও The Cypherpunk Manifesto (https://bitcointalk.org/index.php?topic=5175676) টপিক দুটি উপস্থাপন করেছি। এই টপিক দুটি ছাড়াও আরো একটি টপিক যা সবার পড়া উচিত বলে আমি মনে করি। এই টপিকটিতে PGP (Pretty Good Privacy) এর সৃষ্টিকর্তা Phil Zimmermann নিজেই বর্ণনা করেছেন: কেন আমি PGP তৈরি করেছি (https://www.philzimmermann.com/EN/essays/WhyIWrotePGP.html)।

এই প্রবন্ধটা ১৯৯১ এর জুনের দিকে লেখা হয়েছিল এবং ঠিক আট বছর পর ১৯৯৯ এ এটার সংস্করণ করা হয়।

এই প্রবন্ধটা Phil এর উদ্বেগ প্রকাশ করে সকল ধরণের প্রাইভেসি নিয়ে - ব্যক্তিগত আলোচনা থেকে শুরু করে ব্যক্তিগত ইমেইল, পোস্টকার্ড এবং আরো যা আছে।

"প্রাইভেসির অধিকার বিল অফ রাইটস্ এ অস্পষ্টভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার সংবিধান প্রণয়ন করে তখন এর প্রতিষ্ঠাতারা ব্যক্তিগত কথোপকথনের অধিকার নিয়ে তেমন কিছুই উল্লেখ করেননি।", Phil শুরু থেকেই এটি বলে আসছিলেন।

তিনি তার বুদ্ধিমত্তার মাধ্যমে সবাইকে দেখান যে প্রাইভেসির অধিকার সবার রয়েছে! কিন্তু দুঃখের বিষয় অনেকেই তাদের জীবনের এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তেমন গুরুত্ব দেয়না। এই প্রবন্ধটি যারা পড়বে তারা এ বিষয়ে উৎসাহ হবে বলে আমি মনে করি। এটা আমাদের বুঝায় যারা আমাদের প্রাইভেসি নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের দরজা কেন বন্ধ রাখা উচিত। এটা আমাদের দেখায়, মানুষের কোনো কিছু লুকানোর না থাকলেও, কেন তার "না!" বলার অধিকার থাকা উচিত। এটা আমাদের নিজস্ব প্রাইভেসি রক্ষায় আমাদের চোঁখ খোলার চেষ্টা করে যা কিনা আমাদের নিজেদের দেহের মতোই মূল্যবান।

"যদি আপনি আসলেই একজন আইন মেনে চলা নাগরিক হয়ে থাকেন যার কোন কিছু লুকানোর নেই, তাহলে আপনি কেন আপনার পেপার মেইল পোস্টকার্ডে পাঠান না? যখন ড্রাগ টেস্টের দাবি করা হয় তখন কেনো সেটা স্ব-ইচ্ছায় গ্রহন করেননা? বা পুলিশদেরই বা কেন একজনের ঘর তল্লাশিতে ওয়ারেন্ট লাগে? আপনি কি কিছু লুকানোর চেষ্টা করছেন? আপনি যদি আপনার মেইল খামের মধ্যে লুকিয়ে রাখেন, এর মানে এই কি আপনি নাশকতায় জড়িত বা মাদক কারবারি বা আপনি কি পাগল? আইন মেনে চলা নাগরিকের কি তাদের ইমেইল এনক্রিপ্ট করার প্রয়োজন আছে?"

উপরের প্রশ্নগুলো সবই তাত্ত্বিক প্রশ্ন। এসত্ত্বেও প্রশ্নগুলো করার প্রয়োজন ছিল যেনো মানুষ তাদের পরিস্থিতি সম্পর্কে বুঝতে পারে - এটা এমন একটি অবস্থা যেখানে সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলো (যা অভিজাতদের হাতিয়ার) ব্যক্তিগত তথ্যের জন্য ক্ষুধার্ত, সাথে তাদের আর্থিক তথ্য এবং তাদের এই ক্ষুধা মেটানোর জন্য তারা বিভিন্ন নজরদারি প্রতিষ্ঠা গড়ে তুলেছে যা প্রযুক্তির বিকাশের সাথে সাথে আরো আরো বিকাশিত হয়েছে। অন্যের কথোপকথন শোনা থেকে শুরু করে ফোন লাইন বাগিং করা বা ইমেইল ইন্টারসেপ্ট করা সবই সম্ভব। এগুলোর মাঝে কোন পার্থক্যই নেই: হ্যাঁ হয়তো পদ্ধতিতে পরিবর্তন এসেছে, কিন্তু উদ্দেশ্য আগেরটাই রয়ে গেছে - সরকার তাদের নাগরিকের সবকিছু জানতে চায়, হোক সেটা ভালো বা খারাপ

"PGP মানুষদের তাদের নিজস্ব প্রাইভেসি তাদের নিজেদের হাতে তুলে নেয়ার ক্ষমতা দেয়। বর্তমানে এটার সামাজিক প্রয়োজনীয়তাও দেখা দিয়েছে। এজন্য আমি এটা লিখেছি", Phil সবশেষে এটা বলেন। আমাদের সবার উচিত তার কথাগুলো শোনা!

"যদি প্রাইভেসিই বেআইনি করা হয়, তাহলে বহিরাগতদের শুধুমাত্র প্রাইভেসি থাকবে" -- Phil Zimmermann.



P.S: PGP সম্পর্কে আরো জানতে চাইলে, nullius (https://bitcointalk.org/index.php?action=profile;u=976210) এর লেখা চমৎকার পোস্ট দুটি (এখানে (https://bitcointalk.org/index.php?topic=5225902.msg53840422#msg53840422) এবং এখানে (https://bitcointalk.org/index.php?topic=5218335.msg53839640#msg53839640)) দেখতে পারেন।

ধন্যবাদ, nullius, আপনাকে আপনার লেখাগুলোর জন্য! আপনি আমাকে এই পোস্টটি লিখতে অনুপ্রাণিত করেছেন।