Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on May 19, 2024, 03:43:23 PM

Title: রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সাব বোর্ড নিয়ে প্রশ্ন
Post by: God Of Thunder on May 19, 2024, 03:43:23 PM
যদিও এই টপিকটি গ্লোবালে ক্রিয়েট করবো ভেবেছিলাম। তবে মনে হলো যেহেতু এটা আমাদের লোকাল বোর্ড এর ব্যাপার, তাই এই টপিক লোকালেই ক্রিয়েট করা ব্যাটার হবে। আর মোডারেটর JISAN ভাই গ্লোবাল মোডারেটর বা এডমিন থেকে জেনে আমাদের উত্তর দিতে পারবেন। আমি চাইলে প্রাইভেট মেসেজে এই প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমার মনে হলো থ্রেড ক্রিয়েট করে করলে বাকি সবাই এই ব্যাপারে জানতে পারবে।

ফোরামের নিয়ম অনুযায়ী ফোরামের কোথাও রেফারেল লিংক পোষ্ট করা যাবে না একটা সেকশন ব্যাতিত। আর সেটা হলো Referral Links (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)
এবং এটা একটা গ্লোবাল রুলস। কিন্তু, আমাদের বাংলাদেশ বোর্ড এ রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ (https://www.altcoinstalks.com/index.php?board=392.0) নামে একটা আলাদা সাব বোর্ড আছে। এর মানে কি আমরা এই বোর্ড এ রেফারেল লিংক সহ পোষ্ট করতে পারবো? আমার মনে হচ্ছে যেহেতু এটা লোকাল বোর্ড এর ভেতরে, এবং এই বোর্ড এর নাম রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ, এই বোর্ড এ সম্ভবত রেফারেল লিংক পোষ্ট করা যাবে।

এই ব্যাপারে মোডারেটর JISAN ভাই একটু জানবেন এবং আমাদের জানাবেন। আর অন্যান্য সকল মেম্বার রা কি মনে করেন, তা এখানে পোষ্ট করে জানাতে পারেন।
Title: Re: রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সাব বোর্ড নিয়ে প্রশ্ন
Post by: kulkhan on May 19, 2024, 11:47:35 PM
যদিও এই টপিকটি গ্লোবালে ক্রিয়েট করবো ভেবেছিলাম। তবে মনে হলো যেহেতু এটা আমাদের লোকাল বোর্ড এর ব্যাপার, তাই এই টপিক লোকালেই ক্রিয়েট করা ব্যাটার হবে। আর মোডারেটর JISAN ভাই গ্লোবাল মোডারেটর বা এডমিন থেকে জেনে আমাদের উত্তর দিতে পারবেন। আমি চাইলে প্রাইভেট মেসেজে এই প্রশ্ন করতে পারতাম, কিন্তু আমার মনে হলো থ্রেড ক্রিয়েট করে করলে বাকি সবাই এই ব্যাপারে জানতে পারবে।

ফোরামের নিয়ম অনুযায়ী ফোরামের কোথাও রেফারেল লিংক পোষ্ট করা যাবে না একটা সেকশন ব্যাতিত। আর সেটা হলো Referral Links (https://www.altcoinstalks.com/index.php?board=81.0)
এবং এটা একটা গ্লোবাল রুলস। কিন্তু, আমাদের বাংলাদেশ বোর্ড এ রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ (https://www.altcoinstalks.com/index.php?board=392.0) নামে একটা আলাদা সাব বোর্ড আছে। এর মানে কি আমরা এই বোর্ড এ রেফারেল লিংক সহ পোষ্ট করতে পারবো? আমার মনে হচ্ছে যেহেতু এটা লোকাল বোর্ড এর ভেতরে, এবং এই বোর্ড এর নাম রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ, এই বোর্ড এ সম্ভবত রেফারেল লিংক পোষ্ট করা যাবে।

এই ব্যাপারে মোডারেটর JISAN ভাই একটু জানবেন এবং আমাদের জানাবেন। আর অন্যান্য সকল মেম্বার রা কি মনে করেন, তা এখানে পোষ্ট করে জানাতে পারেন।
হা ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমারও এই প্রশ্ন করার ইচ্ছে ছিল। তবে আমি মনেকরি রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ নামের বোর্ডে লিংক শেয়ার করতে কোন বাধা ঘাকার কথা না। আমি মনেকরি সেখানে এয়ারড্রপ এর লিংক শেয়ার করা যাবে। তার পরও আমাদের বাংলা বোর্ডের মডারেটর JISAN ভাই এটার সঠিক নিয়মটা আমাদের জানাবেন। সেটার অপেক্ষায় থাকলাম। কারন আমিও এই বিষয়টা ক্লিয়ার না।
Title: Re: রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সাব বোর্ড নিয়ে প্রশ্ন
Post by: God Of Thunder on May 20, 2024, 04:16:35 PM
হা ভাই আপনি সুন্দর একটা প্রশ্ন করেছেন, আমারও এই প্রশ্ন করার ইচ্ছে ছিল। তবে আমি মনেকরি রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ নামের বোর্ডে লিংক শেয়ার করতে কোন বাধা ঘাকার কথা না। আমি মনেকরি সেখানে এয়ারড্রপ এর লিংক শেয়ার করা যাবে। তার পরও আমাদের বাংলা বোর্ডের মডারেটর JISAN ভাই এটার সঠিক নিয়মটা আমাদের জানাবেন। সেটার অপেক্ষায় থাকলাম। কারন আমিও এই বিষয়টা ক্লিয়ার না।

সম্ভবত JISAN ভাই পোষ্টটি এখনো দেখেনি। উত্তর জানুক বা না জানুক, দেখলে অন্তন রেসপন্স করতো। যতক্ষন আমরা JISAN ভাই এর জন্য অপেক্ষা করছি, এর পাশাপাশি আমি ফোরাম এডমিনকে প্রাইভেট মেসেজ সেন্ড করেছি। কিন্তু এখনো কোনো উত্তর এডমিন থেকে পাইনি। সম্ভবত এডমিন আমার মেসেজ এখনো সিন করে নাই। নরমালি এডমিন সবসময় আমার মেসেজের উত্তর দিয়ে থাকে। দেখা যাক উত্তর পাই কি না।

যদি এই সেকশনে রেফারেল লিংক সহ পোষ্ট করা যায়, তাহলে অন্য কেউ কতোটা একটিভ থাকবে জানি না, তবে আমি প্রতিদিন অন্তত একটা পোষ্ট করবো। এতে করে মানুষ অনন্ত প্রতিদিন সেকশন টা ভিজিট করবে নতুন এয়ারড্রপ সম্পর্কে জানার জন্য।
Title: Re: রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সাব বোর্ড নিয়ে প্রশ্ন
Post by: God Of Thunder on May 21, 2024, 04:12:06 PM
এই থ্রেড এর আপডেট। সম্ভবত জিসান ভাই আমার পোষ্ট দেখেনি। যাই হোক, আমি এডমিন কে অলরেডি মেসেজ করেছিলাম এবং এডমিন কালকে রাতে আমাকে মেসেজের উত্তর দিয়েছে।

for local, if there is referal board then it's ok

এডমিন বলেছেন লোকালে যদি রেফারেল নামে বোর্ড থাকে, তাহলে ঠিক আছে। তার মানে এখন থেকে আমরা আমাদের লোকাল বোর্ড এর রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সেকশনে রেফারেল লিংক সহ থ্রেড পোষ্ট করতে পারবো। তো সবাইকে বলবো ডেডিকেটেড একটা ব্রাউজার এবং ওয়ালেট নিয়ে রেডি হয়ে যান। এবার এয়ারড্রপ কোপ হবে।
Title: Re: রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সাব বোর্ড নিয়ে প্রশ্ন
Post by: JISAN on May 21, 2024, 05:46:33 PM
এই থ্রেড এর আপডেট। সম্ভবত জিসান ভাই আমার পোষ্ট দেখেনি। যাই হোক, আমি এডমিন কে অলরেডি মেসেজ করেছিলাম এবং এডমিন কালকে রাতে আমাকে মেসেজের উত্তর দিয়েছে।
হ্যা ভাই একটু ঝামেলার মধ্যে ছিলাম এর জন্য ২ দিন এখানে সময় দিতে পারিনি। আমাদের বাংলা বোর্ডে রেফারেন্স & এয়ারড্রপের জন্য একটা চাইল্ড বোর্ড আছে তাই এখানে আপনি এটা করতে পারেন। সমস্যা নাই।

Quote
for local, if there is referal board then it's ok

এডমিন বলেছেন লোকালে যদি রেফারেল নামে বোর্ড থাকে, তাহলে ঠিক আছে। তার মানে এখন থেকে আমরা আমাদের লোকাল বোর্ড এর রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ সেকশনে রেফারেল লিংক সহ থ্রেড পোষ্ট করতে পারবো। তো সবাইকে বলবো ডেডিকেটেড একটা ব্রাউজার এবং ওয়ালেট নিয়ে রেডি হয়ে যান। এবার এয়ারড্রপ কোপ হবে।
এখানে এই আপডেটটা শেয়ার করার জন্য ধন্যবাদ। আমি জানতাম যে রেফারেল লিংক শেয়ার করা যায় এর জন্যই চাইল্ড বোর্ড ক্রিয়েট করা হয়েছে। তবে আপনি যেহেতু Admin কে জিজ্ঞেস করেছিলেন এবং সে আপনাকে রিপ্লাই দিয়ে বলেছে আপনি করতে পারবেন। তো এটা দেখে আমি আরো ডাবল শিওর হলাম। আপনি চালিয়ে যান দাদু সমস্যা নাই