Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: God Of Thunder on May 22, 2024, 02:12:07 PM

Title: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 22, 2024, 02:12:07 PM
এই থ্রেডটি হবে আমার ডেডিকেটেট শুধুমাত্র নতুন নতুন এয়ারড্রপ পোষ্ট করার জন্য। পাশাপাশি এখানে পেমেন্ট আপডেট করেও জানানো হবে।

আজকে প্রথম দিনের আপডেট হলো, যারা $NYAN হিরো প্রজেক্টে কাজ করেছিলেন তাদের জন্য সুখবর। $NYAN হিরো অলরেডি বাইবিটে লিষ্টেড হয়েছে এবং এয়ারড্রপ হান্টার যারা আছে, তাদেরকেও পেমেন্ট দেয়া শুরু করেছে। আমিও কিছু সোশ্যাল টাস্ক করেছিলাম একদম শেষে। আমি ২ ডলার পরিমানে $NYAN পেয়েছি। যারা পার্টিসিপেট করেছেন, তারা এই লিংক এ গিয়ে ক্লেইম করতে পারেন। নোটঃ কিছু সোলানা লাগবে ফি হিসেবে।

https://missions.nyanheroes.com/claim

২য় এয়ারড্রপ, এটা কেউ মিস করবেন না।

🎁Certik Skynet Airdrop

লিংক https://skynet.certik.com/quest/signup?referralId=a66921cb-fb4a-4998-8749-93e90a125e86

- ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করুন
- টাস্ক কমপ্লিট করুন
- ডান!
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: JISAN on May 22, 2024, 07:09:28 PM
২য় এয়ারড্রপ, এটা কেউ মিস করবেন না।

🎁Certik Skynet Airdrop

লিংক https://skynet.certik.com/quest/signup?referralId=a66921cb-fb4a-4998-8749-93e90a125e86

- ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশন করুন
- টাস্ক কমপ্লিট করুন
- ডান!
আমি এখানে একাউন্ট করেছি তবে আমি টাস্ক খুজে পাইনি ভাই। অনেকটা খোজাখুজি করলাম। আপমি যদি স্টেপ বায় স্টেব বুঝাইয়া দিতেন তো ভালো হতো। সাধারণত এয়ারড্রপের টাস্কগুলো অনেক সহজ হয় তবে এটা কিছুটা জটিল মনে হচ্ছে। আমি নিজেই বুঝতে পাড়িনাই যে এখানে কি কি করা লাগবে। অন্যরাও দ্বিধাদন্দে পড়তে পারে তাই যদি এটা ভালো একটা এয়ারড্রপ হয় তো ভালোভাবে বুঝাইয়া দেন কিভাবে কি করতে হবে। সবাই কিছু কিছু ইনকাম করুক। ফ্রিতে কিছু পাওয়া গেলে তো এটা খারাপ হয় না।
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 23, 2024, 05:39:15 PM
আমি এখানে একাউন্ট করেছি তবে আমি টাস্ক খুজে পাইনি ভাই। অনেকটা খোজাখুজি করলাম। আপমি যদি স্টেপ বায় স্টেব বুঝাইয়া দিতেন তো ভালো হতো। সাধারণত এয়ারড্রপের টাস্কগুলো অনেক সহজ হয় তবে এটা কিছুটা জটিল মনে হচ্ছে। আমি নিজেই বুঝতে পাড়িনাই যে এখানে কি কি করা লাগবে। অন্যরাও দ্বিধাদন্দে পড়তে পারে তাই যদি এটা ভালো একটা এয়ারড্রপ হয় তো ভালোভাবে বুঝাইয়া দেন কিভাবে কি করতে হবে। সবাই কিছু কিছু ইনকাম করুক। ফ্রিতে কিছু পাওয়া গেলে তো এটা খারাপ হয় না।

আমি মূলত ডিটেইলস সহ পোষ্ট করবো না। তবে কিছু কিছু জটিল এয়ারড্রপের কাজ আছে যেগুলো বুঝিয়ে দেয়া দরকার। যেহেতু আপনি জানতে চেয়েছেন, তাই বিস্তারিত লিখছি। আপনি যদি ডেস্কটপ থেকে লগইন করেন তাহলে নিচের স্ক্রিনটি খেয়াল করুন

(https://talkimg.com/images/2024/05/23/L2069.png)

এখানে দুই প্রকারের টাস্ক আছে, একাট হচ্ছে ডেইলি টাস্ক, আরেকটা হচ্ছে ওয়ানটাইম। ওয়ানটাম টাস্ক এর জন্য দেখেন বাম পাশে মার্ক করা Quest বাটন আছে, সেখানে ক্লিক করলে টাস্কগুলো পেয়ে যাবেন। এগুলো অনেকটা লার্ন এন্ড আর্ন এর মতো টাস্ক। যদিও আমার বাজে নেট স্পিড এর কারনে আমি নিজেই কাজ করতে পারিনি। এই ট্যাবটি সরাসরি একসেস করতে চাইলে এই লিংক এ যেতে পারেন https://skynet.certik.com/quest

আর ডেইলি টাস্কগুলোর জন্য এই লিংক https://skynet.certik.com/quest/daily-task আশা করি ডেইলি টাস্কগুলো বুঝতে পারবেন। এখানের 2য় টিরি কাজ হলো তিনটা ক্রিপ্টো প্রজেক্ট ব্রাউজ করবেন। প্রজেক্ট এ ঢুকে বের হয়ে গেলে হবে না। প্রজেক্ট পেইজ পুরোটা স্ক্রল করবেন। নিচের দিকে দেখবেন ভোট দেয়ার অপশন আছে। ওখানে যে কোনো ভোট দিবেন। এক সাথে ২ টাস্ক হয়ে যাবে।

সেন্ডার ল্যাব তাদের এয়রড্রপের সিজন টু শুরু করেছে। এটাতে তেমন কোনো কাজ নেই। প্রতিদিন শুধু চেক ইন করতে হবে। তবে এর জন্য NEAR ফি লাগবে। 0.01 NEAR ওয়ালেটে নিয়ে নিলেই সারামাস চেকইন করতে পারবেন। তাছাড়া সেন্ডারল্যাব এই সিজনে অন্যান্য কিছু টোকেন ড্রপ করছে। যেমন আজকে আমি বক্স ওপেন করে পেয়েছি এটা

(https://talkimg.com/images/2024/05/23/L2xOa.png)

কিভাবে জয়েন করবেন,

প্রথমে ক্রোম এক্সটেনশট টি ইনষ্টল করে ওয়ালেট কিয়েট করে অল্প পরিমানে NEAR নিয়ে নিবেন। এক্সটেনশন লিংক: https://chromewebstore.google.com/detail/sender-wallet/epapihdplajcdnnkdeiahlgigofloibg

তারপর সাইন আপ করুন: https://www.senderdao.io?invite_code=d50fbSM7rQE
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: JISAN on May 23, 2024, 05:59:47 PM
Snip
বিস্তারিত বুঝতে পারছি তবে একটা বিষয় হলো Certik Skynet মোবাইল ফোনে ব্যবহার করাটা অনেক ঝামেলাজনক। ফোনে ঠিক মতো কাজ করতে চায় না বার বার login করতে বলে। login করলেও তা হয় না অনেক সমস্যা দেখায়। laptop এ ভালো কাজ করে। phone desktop mode করেও অনেকক্ষণ এইটা গুতাগুতি করেছি সুফল পাইনি।


HOT coin নিয়ে অনেক হাইপ আছে। আপনিকি এটা করতেছেন? NEAR wallet এ যেটা মাইন করতে হচ্ছে। এখান থেকে অনেকে কোপ দেওয়ার আশায় আছে।
HOT - https://t.me/herewalletbot
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 24, 2024, 03:16:55 PM
HOT coin নিয়ে অনেক হাইপ আছে। আপনিকি এটা করতেছেন? NEAR wallet এ যেটা মাইন করতে হচ্ছে। এখান থেকে অনেকে কোপ দেওয়ার আশায় আছে।
HOT - https://t.me/herewalletbot

আমি ২ মাসের মতো হলো হট টোকেন মাইন করছি। হট টোকেন দিয়ে লঞ্চপুলেও পার্টিসিপেট করে ইউএসমিম টোকেন পেয়েছি কিছু। মাঝখানে ক্লেইম করাই ছেড়ে দিয়েছিলাম। আমি বার বার ক্লেইম করার কথা ভুলে যাই। তাই সেদিন রাগ করে সব হট খরচ করে আপগ্রেড করে নিছি। এখন ১২ ঘন্টা পর পর 0.3 করে ক্লেইম করি। আপাতত ৫ হটের মতো হয়ে গেছে। আপনিও ক্লেইম করতে থাকেন। সময় মনে হয় বেশি নাই।

ইয়েস কয়েন আপডেট!
সম্প্রতি দেখলাম বাইনান্স ইয়েস কয়েনকে টুইটারে প্রমোট করছে। আশা করছি বাইনান্সে ইয়েস কয়েন লিষ্ট হবে। যারা যারা ইয়েস কয়েন মাইনিং করেন নাই, তারা এখনি জয়েন করে নিন https://t.me/theYescoin_bot/Yescoin?startapp=SReS5I
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 25, 2024, 02:37:46 PM
মিমফাই আপডেট!

যারা মিমফাই মাইন করছেন, আপনারা খেয়াল করেছেন যে তারা ট্যাপ বট নিয়ে আসছে। মিমফােইয়ে ট্যাপ করে করে কয়েন মাউন করা অনেক বেশি বিরক্তিকর কাজ। যেহেতু ট্যাপবট চলে এসেছে, ২ লাখ কয়েন খরচ করে ট্যাপ বট কিনে একটিভ করে নিতে পারেন। রিউমর আছে যে মিমফাই এ লিষ্টিং প্রাইস হবে ০.০০৩ ডলার। তবে আমার এটাকে সত্য মনে হয়নি। কারন প্রত্যেকেই মিলিয়ন মিলিয়ন টোকেন মাইন করে বসে আছে।

যাই হোক, যারা মিমফাই প্রজেক্টে এখনো জয়েন করেননি, তারা জয়েন করে নিতে পারেন https://t.me/memefi_coin_bot?start=r_c74b52f251
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: kulkhan on May 25, 2024, 08:49:58 PM
মিমফাই আপডেট!

যারা মিমফাই মাইন করছেন, আপনারা খেয়াল করেছেন যে তারা ট্যাপ বট নিয়ে আসছে। মিমফােইয়ে ট্যাপ করে করে কয়েন মাউন করা অনেক বেশি বিরক্তিকর কাজ। যেহেতু ট্যাপবট চলে এসেছে, ২ লাখ কয়েন খরচ করে ট্যাপ বট কিনে একটিভ করে নিতে পারেন। রিউমর আছে যে মিমফাই এ লিষ্টিং প্রাইস হবে ০.০০৩ ডলার। তবে আমার এটাকে সত্য মনে হয়নি। কারন প্রত্যেকেই মিলিয়ন মিলিয়ন টোকেন মাইন করে বসে আছে।

যাই হোক, যারা মিমফাই প্রজেক্টে এখনো জয়েন করেননি, তারা জয়েন করে নিতে পারেন https://t.me/memefi_coin_bot?start=r_c74b52f251
  মিমিফাই বটটি বেশ ক্রিটিকাল। হ্যাং করে। ট্যাপ করে বাড়ানো খুবই কষ্টকর। তবে ট্যাব বোট আসার কারণে এখন থেকে মাইনের কাজ পরিচালনা করা আমাদের জন্য অনেক সহজ হবে। আর আমিও শুনেছি এর আনঅফিসিয়ালি এই মূল্যের কথা। যদি এরকম দাম হয় তাহলে অনেক ভালো প্রফিট হবে এখান থেকে আশা করা যায়। যাইহোক আমি মনে করি এই প্রজেক্টটি অনেক ভালো করবে।
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 26, 2024, 01:43:59 PM
মিমিফাই বটটি বেশ ক্রিটিকাল। হ্যাং করে। ট্যাপ করে বাড়ানো খুবই কষ্টকর। তবে ট্যাব বোট আসার কারণে এখন থেকে মাইনের কাজ পরিচালনা করা আমাদের জন্য অনেক সহজ হবে। আর আমিও শুনেছি এর আনঅফিসিয়ালি এই মূল্যের কথা। যদি এরকম দাম হয় তাহলে অনেক ভালো প্রফিট হবে এখান থেকে আশা করা যায়। যাইহোক আমি মনে করি এই প্রজেক্টটি অনেক ভালো করবে।

আসলে মিমফাই বটের ডেভেলপার রা ইচ্ছা করেই বট টা এরকম ভাবে বানিয়েছে। এর কারন হলো তারা চেয়েছে তাদের বট অটো ট্যাপ বা অটো ক্লিকার থেকে মুক্ত রাখতে। যার কারনে খেয়াল করবেন যে অনেক সময় দ্রুত টিপতে থাকলে কাউন্ট হয় ঠিকই, কিন্তু পড়ে আবার আগের যায়গায় চলে আসে। বট মনে করে যে এটা হয়তো অটো ক্লিকারের কাজ। এজন্য এখন একমাত্র ‍সুবিধা হলো মিমফাইয়ের নিজস্ব বট যেটা দিনে তিনবার ব্যাবহার করতে পারবেন। এবং প্রতিবারই ১ লাখের বেশি করে টোকেন ক্লেইম করতে পারবেন।

প্রফিটের কথা যদি বলেন, আমি বলবো নট কয়েনের আশে পাশেও যাবে এর কোনোটাই। তবে আশা না ছাড়াই ভালো। ফ্রি মাল যা পাবেন তাই আসলে লাভ। সুতরাং অল্প পেলেও এটা নিয়ে খুশি থাকা উচিৎ।
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 29, 2024, 05:37:12 PM
আজকের হট এয়ারড্রপ আপডেট হলো পারাম লিষ্টিং এবং ক্লেইম এভেইলেবল। পারাম গেমিং অলরেডি কিছু এক্সচেন্জ এ লিষ্টিং এর ঘোষনা দিয়েছে। তবে পারাম এর প্রাইস এবং এয়ারড্রপ এলোকেশনে সবাই অনেক বেশি পরিমানে হতাশ। যাদের প্রায় ৪০ হাজারের মতো পয়েন্ট হয়েছে, তারা মাত্র ১২ ডলারের পরিমানে এলোকেশন পেয়েছে। যেটা একটা এয়ারড্রপে এতোদিন কাজ করার পর খবই নগন্য একটা পরিমান। যারা পারাম গেমিং এর প্রজেক্ট এ কাজ করেছেন, তারা ক্লেইম করে নিতে পারেন https://claim.paramgaming.com/

কেউ কি ব্লাষ্ট এর গোল্ড ফার্ম করতেছেন নাকি? করলে আমাকে টেলিগ্রামে নক করেন। ভালো ২ টা প্রজেক্ট আছে যেখানে ফ্রি তে গোল্ড ফার্ম করা যাবে।
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: JISAN on May 30, 2024, 06:33:58 PM
HOT coin নিয়ে অনেক হাইপ আছে। আপনিকি এটা করতেছেন? NEAR wallet এ যেটা মাইন করতে হচ্ছে। এখান থেকে অনেকে কোপ দেওয়ার আশায় আছে।
HOT - https://t.me/herewalletbot

আমি ২ মাসের মতো হলো হট টোকেন মাইন করছি। হট টোকেন দিয়ে লঞ্চপুলেও পার্টিসিপেট করে ইউএসমিম টোকেন পেয়েছি কিছু। মাঝখানে ক্লেইম করাই ছেড়ে দিয়েছিলাম। আমি বার বার ক্লেইম করার কথা ভুলে যাই। তাই সেদিন রাগ করে সব হট খরচ করে আপগ্রেড করে নিছি। এখন ১২ ঘন্টা পর পর 0.3 করে ক্লেইম করি। আপাতত ৫ হটের মতো হয়ে গেছে। আপনিও ক্লেইম করতে থাকেন। সময় মনে হয় বেশি নাই।
হ্যা শুনতেছি যে HoT এর খুব বেশি সময় নেই শেষ হয়ে যাবে। আমার প্রায় ২৮-৩০ টার মতো হয়েছে  ৫ টা টেলিগ্রাম একাউন্টে। মাইন করে খুব বেশি আগানো যায় না। মাঝে মাঝে Firedrop আসে সেগুলো থেকে ০.২৫ করে HoT ক্লেইম করে নেওয়া যায়। আজকেও আসছিলো এগুলো ক্লেইম করে কিছুটা আগানো যায়। তবে বেশিরভাগ Firedrop দিচ্ছে CIS Region এর জন্য। এ ক্ষেত্রে vpn ব্যবহার করে রাশিয়ার লোকেশন ব্যবহার করে ক্লেইম করে নিতে পারেন। আমি এরকম করে ক্লেইম করে যাচ্ছি।

আজকের হট এয়ারড্রপ আপডেট হলো পারাম লিষ্টিং এবং ক্লেইম এভেইলেবল। পারাম গেমিং অলরেডি কিছু এক্সচেন্জ এ লিষ্টিং এর ঘোষনা দিয়েছে। তবে পারাম এর প্রাইস এবং এয়ারড্রপ এলোকেশনে সবাই অনেক বেশি পরিমানে হতাশ। যাদের প্রায় ৪০ হাজারের মতো পয়েন্ট হয়েছে, তারা মাত্র ১২ ডলারের পরিমানে এলোকেশন পেয়েছে। যেটা একটা এয়ারড্রপে এতোদিন কাজ করার পর খবই নগন্য একটা পরিমান। যারা পারাম গেমিং এর প্রজেক্ট এ কাজ করেছেন, তারা ক্লেইম করে নিতে পারেন https://claim.paramgaming.com/

কেউ কি ব্লাষ্ট এর গোল্ড ফার্ম করতেছেন নাকি? করলে আমাকে টেলিগ্রামে নক করেন। ভালো ২ টা প্রজেক্ট আছে যেখানে ফ্রি তে গোল্ড ফার্ম করা যাবে।
Param এ আমার ২৩ হাজার পয়েন্ট হলেও টোকেন ক্লেইম করতে গেলে লেখা আসতেছে আমার ওয়ালেট ইলিজেবল না। আমি টোকেন ক্লেইম করতে পারতেছি না। বিষয়টা দু:খজনক আমার জন্য। অনেকে বলছিলো যে রিফ্রেশ করতে থাকলে এক সময় ক্লেইম অপশন আসে তবে আমার জন্য কাজ হলো না।
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on May 31, 2024, 01:59:15 PM
হ্যা শুনতেছি যে HoT এর খুব বেশি সময় নেই শেষ হয়ে যাবে। আমার প্রায় ২৮-৩০ টার মতো হয়েছে  ৫ টা টেলিগ্রাম একাউন্টে। মাইন করে খুব বেশি আগানো যায় না। মাঝে মাঝে Firedrop আসে সেগুলো থেকে ০.২৫ করে HoT ক্লেইম করে নেওয়া যায়। আজকেও আসছিলো এগুলো ক্লেইম করে কিছুটা আগানো যায়। তবে বেশিরভাগ Firedrop দিচ্ছে CIS Region এর জন্য। এ ক্ষেত্রে vpn ব্যবহার করে রাশিয়ার লোকেশন ব্যবহার করে ক্লেইম করে নিতে পারেন। আমি এরকম করে ক্লেইম করে যাচ্ছি।
আপাতত আমি ভিপিএন ইউজ করি না। এমনিতেই ১২ ঘন্টা পর পর ক্লেইম করি। আমার অলরেডি ১০ হট এর মতো হয়েছে। সেদিন অনেক চেষ্টা করলাম এনএফটি টা নিতে, কিন্তু সারভার সমস্যার কারনে নিতে পারিনি। হতে পারে আমার নেট সমস্যা ছিলো। গত কয়েকদিন ধরে নেট এর সার্ভিস যা পাচ্ছি, তাতে আগে থেকে কিছু বলতে পারছি না।

Quote
Param এ আমার ২৩ হাজার পয়েন্ট হলেও টোকেন ক্লেইম করতে গেলে লেখা আসতেছে আমার ওয়ালেট ইলিজেবল না। আমি টোকেন ক্লেইম করতে পারতেছি না। বিষয়টা দু:খজনক আমার জন্য। অনেকে বলছিলো যে রিফ্রেশ করতে থাকলে এক সময় ক্লেইম অপশন আসে তবে আমার জন্য কাজ হলো না।
আপনি আবার ট্রাই করে দেখেন। আমাকেও অনেক সময় ধরে নট এলিজিবল দেখাচ্ছিলো। কিন্তু পরে আবার ক্লেইম করে নিয়েছি। একটানা রিফ্রেশ করে লাভ নাই। কয়েক ঘন্টা পর পর ট্রাই করে দেইখেন।

যারা gameon প্রজেক্ট এ কাজ করেছেন, আপনারা আপনাদের এলোকেশন চেক করতে পারেন এই লিংক থেকে https://gpts.gameon.app/game-redeem
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on June 01, 2024, 02:05:32 PM
প্রতিদিন চারা গাছের মতো নতুন নতুন প্রজেক্ট গজাচ্ছে। তবে প্রতিদিন এভাবে নতুন নতুন এয়ারড্রপে জয়েন করার পর আর মনেই থাকে না যে কোন প্রজেক্ট এ জয়েন করেছি। অন্য কারো ভরসায় এয়ারড্রপে জয়েন করা বোকামি। যেমন আমি মাস দুই আগে টেলিগ্রাম চ্যানেলের এক এডমিনের কথায় ডিষ্ট্রিক্টওয়ানে (https://districtone.io/space/648?inviteCode=IV6I41) জয়েন করি এবং তখন আমার ১৮-১৯ ডলারের মতো খরচ হয়েছিলো। প্রথম ইপো তে ১৫ হাজারের মতো জেমস কালেক্ট করেছি। কিন্তু ২য় ইপোতে কাজের ধরন পাল্টে গেলো। কিন্তু সেই টেলিগ্রাম চ্যনেলে কোনো আপডেট আসলো না। এতে করে কিন্ত আমার এই ১৮ ডলার লস প্রজেক্ট।

কিন্তু কয়েকদিন আগে অন্য একটা গ্রুপে জয়েন করার পর দেখলাম যে কিভাবে কি করতে হবে, কিভাবে বেশি জেমস কালেক্ট করা যাবে আর জেমস কালেক্ট করলে কি লাভ হবে। তারপর আমি এখানে অলরেডি ১৮০ ডলারের মতো ইনভেষ্ট করেছি, আর কাজ করে যাচ্ছি। এই সিজনে ব্লাষ্ট ইকোসিষ্টেমের এয়ারড্রপ মিস করা মানেই বোকামি। তাই আমিও মিস করতে চাচ্ছি না।

যাই হোক, এগুলো লেখার কারন হলো, আমি অন্যান্য চ্যানেলের মতো প্রতিদিন ১০ টা করে এয়ারড্রপ আপডেট দেবো না। এগুলো শুধু শুধু টাইম নষ্ট। বেশিরভাগ প্রজেক্ট পেমেন্ট করে ১০-১৫ ডলার। মাসের পর মাস সময় ব্যায় করে ১০ ডলার পেলে কাজ করতে কারোই ভালো লাগে না। লাভ মূলত টেলিগ্রাম চ্যানেলের এডমিনদের। ফ্রি প্রজেক্ট থেকে খুব বেশি টাকা ইনকামের আশা করবেন না। তাহলে মন খারাপ হবে। এক প্রজেক্ট থেকে ইনকাম করে, সেটা খরচ না করে অন্য প্রজেক্টে ইনভেষ্ট করুন। সেখান থেকে প্রফিট করে আপনার মূলধন বাড়াতে থাকুন। আর যদি সব সময় ফ্রি প্রজেক্টে কাজ করে ইনকাম করতে চান, তাহলে বছরে ২০ হাজার টাকাও ইনকাম করা কষ্ট হয়ে যাবে।

তবে সব কিছুর পরে, নো ফাইনান্সিয়্যাল এডভাইস!
Title: Re: এয়ারড্রপ আপডেট by Learn Bitcoin
Post by: God Of Thunder on June 06, 2024, 04:05:30 PM
আচ্ছা, কয়েকদিন যাবৎ একটু বেশি ব্যাস্ত থাকার কারনে কোথাও এয়ারড্রপ পোষ্ট করিনি। তাছাড়া তেমন নতুন কোনো প্রজেক্টে কাজ করিনি। ইভেন টাকা খরচ করে জয়েন করা প্লাটফর্মগুলোতে সময় দিতে পারছি না। যারা ফ্রি তে কিছু ব্লাষ্ট পয়েন্ট এবং গোল্ড আর্ন করতে চান, আপনারা চাইলে এই কয়েকটা ওয়েবসাইট ট্রাই করতে পারেন।

ব্লেড সোয়াপ: https://app.bladeswap.xyz?referral=IJicn8 এই ওয়েবসাইটে গিয়ে CAPSULE বাটনে ক্লিক করবেন, তারপর গেট ফ্রি লুটবক্স এ ক্লিক করে প্রতিদিন ২ টা করে লুট বক্স ক্লেইম করবেন। ১২ দিন কালেক্ট করার পর, এই লিংক এ গিয়ে https://app.bladeswap.xyz/capsule/achievement লুট বক্স ওপেন করবেন। আপাতত প্রতিদিন দুইটা করে লুটবক্স কালেক্ট করবেন। তবে লুটবক্স কালেক্ট করতে গ্যাস ফি লাগবে।

স্পেসবার: https://blast.spacebar.xyz?referral_code=jZQvKq এই ওয়েবসাইটে গিয়ে ওয়ালেট কালেক্ট করে ডেইলি চেক ইন করতে পারেন। শুধু মাত্র গ্যাস ফি লাগবে।

আসলে ফ্রি তে পয়েন্ট পাওয়া অনেক কষ্ট। তবু কেই চাইলে ট্রাই করতে পারেন।