Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: kulkhan on May 31, 2024, 10:01:38 PM
-
টেলিগ্রাম মাইনিং বট এর হাইপ যাচ্ছে এখন। নটকয়েন প্রোজেক্ট সাকসেসফুল হওয়ার কারনে এখন অনেক ভালো ভালো মাইনিং বট মাইনিং নিয়ে আসছে। এর মধ্যে অনেক ভালো ভালো প্রোজেক্ট দেখা যাচ্ছে। আমি মনেকরি এর মধ্যে অনেক প্রজেক্ট ই ভালো করবে।
যেমন, ট্যাপ সোয়াপ, ইয়েস কয়েন, হামেস্টার কমবোট, ক্যাটিজেন, হট কয়েন, ডট কয়েন ইত্যাদি।
আপনাদের মতামত ব্যাক্ত করেন এগুলো সম্পর্কে।
-
টেলিগ্রাম মাইনিং বট এর হাইপ যাচ্ছে এখন। নটকয়েন প্রোজেক্ট সাকসেসফুল হওয়ার কারনে এখন অনেক ভালো ভালো মাইনিং বট মাইনিং নিয়ে আসছে। এর মধ্যে অনেক ভালো ভালো প্রোজেক্ট দেখা যাচ্ছে। আমি মনেকরি এর মধ্যে অনেক প্রজেক্ট ই ভালো করবে।
যেমন, ট্যাপ সোয়াপ, ইয়েস কয়েন, হামেস্টার কমবোট, ক্যাটিজেন, হট কয়েন, ডট কয়েন ইত্যাদি।
আপনাদের মতামত ব্যাক্ত করেন এগুলো সম্পর্কে।
এই এয়ারড্রপগুলো নিয়ে অনেকটা হাইপ আছে আর এগুলা ভালো হতে পারে। তবে মনে হচ্ছে না আরো দীর্ঘ সময় এগুলো চলবে তাই আগে থেকে যারা এগুলো করতেছে তারা ভালো একটা প্যামেন্ট পেতে পারে। এয়ারড্রপের বিষয় হলো এখানে অনেক পার্টিসিপ্যান্ট হওয়ায় বাজেট অনেক বেশি থাকলেও প্যামেন্ট তেমন পাওয়া যায় না। তবে যার ফ্রি সময় আছে তারা তাদের সময়টাকে এখানে কাজে লাগাইতে পারে এতে কিছু প্যামেন্ট পেতে পারে।
-
টেলিগ্রাম মাইনিং বট এর হাইপ যাচ্ছে এখন। নটকয়েন প্রোজেক্ট সাকসেসফুল হওয়ার কারনে এখন অনেক ভালো ভালো মাইনিং বট মাইনিং নিয়ে আসছে। এর মধ্যে অনেক ভালো ভালো প্রোজেক্ট দেখা যাচ্ছে। আমি মনেকরি এর মধ্যে অনেক প্রজেক্ট ই ভালো করবে।
যেমন, ট্যাপ সোয়াপ, ইয়েস কয়েন, হামেস্টার কমবোট, ক্যাটিজেন, হট কয়েন, ডট কয়েন ইত্যাদি।
আপনাদের মতামত ব্যাক্ত করেন এগুলো সম্পর্কে।
এয়ার ড্রপ প্রফিটেবল কিন্তু কোন কোন এয়ার ড্রপ যে প্রফিটেবল হবে এটা বলা খুবই কঠিন। বর্তমানে নট কয়েনের হাইপ এই পুরো প্রসেস টাকে আরো বেশি ত্বরান্বিত করেছে। এর ফলে দেখতেছেন এই ধরনের এয়ার ড্রপ রিলেটেড প্রজেক্ট গুলো দিনকে দিন বেড়েই চলেছে পাশাপাশি এখন দেখতে পাবেন যে গ্রামের চাচাতো ভাই ফুফাতো ভাই চাচা খালা খালু সবাই এইসব নিয়ে বসেছে। বিশেষ করে ট্যাপ ট্যাপ নিয়ে।
আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন যখন একটা জিনিস এর ইউজার বেশি থাকে তখন সেটা থেকে প্রফিটেবল হওয়ার সম্ভাবনা কম থাকে।
আমি আসলে ড্রপ করি না কিন্তু না করে আবার আফসোস কখনো কখনো, ইদানিং কয়েকটা এয়ার ড্রপ করতেছি। আপনি যেসব এয়ার ড্রপ মেনশন করেছেন তার মধ্যে ক্যাটিজেন এয়ারপোর্টটাকে সবার উপরে রাখবো এটি একটি অডিট কোম্পানি আর তারা নিজেরাই এখন প্রজেক্ট রানিং করতেছে।