Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on June 16, 2024, 08:15:41 PM

Title: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: kulkhan on June 16, 2024, 08:15:41 PM
টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে? অনেক নতুন দল অনেক ভালো পারফর্ম করছে। বিশেষ করে আমেরিকা নতুন দল হলেও তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ দলও মোটামুটি ভালো খেলছে।

আমি মনেকরি যদি ছোট কোন দল যদি ফাইনাল খেলে বা চ্যাম্পিয়ান হয়ে যায় তাহলে সেটা বিষ্ময়কর হলেও আমি অবাক হবে না।

আপনারা কে কি মনেকরছেন। কে কে ফাইনাল খেলতে পারে। আর কোন দল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ান হতে পারে, আপনাদের মতামত বা ভবিষ্যৎবানী করতে পারেন।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 16, 2024, 10:02:41 PM
টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে? অনেক নতুন দল অনেক ভালো পারফর্ম করছে। বিশেষ করে আমেরিকা নতুন দল হলেও তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ দলও মোটামুটি ভালো খেলছে।

আমি মনেকরি যদি ছোট কোন দল যদি ফাইনাল খেলে বা চ্যাম্পিয়ান হয়ে যায় তাহলে সেটা বিষ্ময়কর হলেও আমি অবাক হবে না।

আপনারা কে কি মনেকরছেন। কে কে ফাইনাল খেলতে পারে। আর কোন দল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ান হতে পারে, আপনাদের মতামত বা ভবিষ্যৎবানী করতে পারেন।
আপনি অবশ্য খারাপ বলেননি, যদিও এর আগে টপ টেন টিম ছাড়া অন্য কোন দল বিশ্বকাপ এ অংশগ্রহণ করতে পারেনি আমার মনে হয় এটি প্রথম দেখতেছি যে ফুটবলের মত একেবারে  অনেকগুলো দল নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে যদিও ফুটবলের মতন অতগুলো টিম নিয়ে খেলা হচ্ছে না এখানে মাত্র টপ  বিশটি রেংকিং টিম নিয়ে খেলা হচ্ছে.
আর আপনি যে দলটি এর কথা মেনশন করেছেন তারা আর্চার্য জনক পারফরম্যান্স করেছে, যদিও যখন আমি দেখলাম যে তাদের স্কোয়াড ভারত, পাকিস্তান সহ আরো কয়েকটি দেশের অবসরপ্রাপ্ত খেলোয়াড় নিয়ে গঠিত তখন ভাবলাম এ পারফরম্যান্স তারা করতেই পারে. তবে এখনো খারাপ ব্যবহার জন্য অনেক দুর্বল দলও অ্যাডভান্টেজ পাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তবে বাংলাদেশের স্টার্টিং টা কিন্তু ভালই হচ্ছে আমরা যতই গালমন্দ করি।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 17, 2024, 06:45:47 PM
এই আসরে যেরকম পিচ বানানো হয়েছে, এই ধরনের পিচে যেকোনো কিছু হয়ে যেতে পারে। সাধারনত আইসিসি ইভেন্ট গুলো স্পোর্টিং উইকেটে হয়ে থাকে। এতে করে ম্যাচে দর্শক বাড়ে এবং খেলা উপভোগ করা যায়। কিন্তু একটা দেশ যদি তাদের নিজেদের কন্ডিশনের ফায়দা নিতে চায়, স্বাগতিক দেশ হিসেবে তারা সেটা নিতেই পারে। যেমন ধরেন বাংলাদেশে আসলে মিরপুরে ঢুকিয়ে আমরা ধবল ধোলাই করে দেই। তেমন ভাবেই এবারের উইকেট গুলো একদম বোলিং ফ্রেন্ডলি করে বানানো হয়েছে। যদিও সকল দল একই সুবিধা পাবে। তবে এরকম লো স্ক্রোরিং ম্যাচ গুলোতে যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। ২ - ১ জন প্লেয়ার খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমার মনে হয় না চ্যাম্পিয়ন কেউ এমনিতেই হতে পারে। এর জন্য পরিশ্রম করতে হবে এবং ভালো খেলতে হবে।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 19, 2024, 10:07:55 PM
এই আসরে যেরকম পিচ বানানো হয়েছে, এই ধরনের পিচে যেকোনো কিছু হয়ে যেতে পারে। সাধারনত আইসিসি ইভেন্ট গুলো স্পোর্টিং উইকেটে হয়ে থাকে। এতে করে ম্যাচে দর্শক বাড়ে এবং খেলা উপভোগ করা যায়। কিন্তু একটা দেশ যদি তাদের নিজেদের কন্ডিশনের ফায়দা নিতে চায়, স্বাগতিক দেশ হিসেবে তারা সেটা নিতেই পারে। যেমন ধরেন বাংলাদেশে আসলে মিরপুরে ঢুকিয়ে আমরা ধবল ধোলাই করে দেই। তেমন ভাবেই এবারের উইকেট গুলো একদম বোলিং ফ্রেন্ডলি করে বানানো হয়েছে। যদিও সকল দল একই সুবিধা পাবে। তবে এরকম লো স্ক্রোরিং ম্যাচ গুলোতে যেকোনো সময় যেকোনো কিছু হয়ে যেতে পারে। ২ - ১ জন প্লেয়ার খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তবে আমার মনে হয় না চ্যাম্পিয়ন কেউ এমনিতেই হতে পারে। এর জন্য পরিশ্রম করতে হবে এবং ভালো খেলতে হবে।
আপনিও আসলে খারাপ বলেননি কারণ আমার মনে হয় না কেউ মনে করেছিল যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সুপার এইট এ খেলতে পারবে। এবং তারা সেটি করিয়ে দেখিয়েছে, তবে আজকের চমক আরো বেশি ছিল সাউথ আফ্রিকা ১৯৪ রানের বিশাল টার্গেট দিলেও আমেরিকা ১৭৬ রান পর্যন্ত নিতে সক্ষম হয়েছে, আমেরিকা যেভাবে ব্যাটিং চালিয়ে যাচ্ছিল দেখে  মনে হচ্ছিল যে তারা ম্যাচটিতে যেতেই যাবে।
যাই হোক স্বাগতিকদের এটাই সুবিধা কথায় আছে না নিজের এলাকায় বিড়ালও বাঘ হয়।
তবে আমার আজকের ম্যাচটিতে দেখে মনে হয়নি পিচগুলো বোলিং ফ্রেন্ডলি। :D
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 20, 2024, 02:13:03 PM
আপনিও আসলে খারাপ বলেননি কারণ আমার মনে হয় না কেউ মনে করেছিল যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা সুপার এইট এ খেলতে পারবে। এবং তারা সেটি করিয়ে দেখিয়েছে, তবে আজকের চমক আরো বেশি ছিল সাউথ আফ্রিকা ১৯৪ রানের বিশাল টার্গেট দিলেও আমেরিকা ১৭৬ রান পর্যন্ত নিতে সক্ষম হয়েছে, আমেরিকা যেভাবে ব্যাটিং চালিয়ে যাচ্ছিল দেখে  মনে হচ্ছিল যে তারা ম্যাচটিতে যেতেই যাবে।
যাই হোক স্বাগতিকদের এটাই সুবিধা কথায় আছে না নিজের এলাকায় বিড়ালও বাঘ হয়।
তবে আমার আজকের ম্যাচটিতে দেখে মনে হয়নি পিচগুলো বোলিং ফ্রেন্ডলি। :D

সব পিচ যে বোলিং ফ্রেন্ডলি তেমনটা বলবো না। তবে বেশিরভাগ পিচ গুলো বোলিং ফ্রেন্ডলি। আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে ওদের বেশিরভাগ মাঠগুলোই টেমপোরারি ভাবে বানানো হয়েছে এবং পিচ গুলো হচ্ছে ড্রপ-ইন পিচ। এগুলো অন্য যায়গায় বানিয়ে এই মাঠে এনে বসানো হয়েছে। বেশিরভাগ ড্রপ ইন পিচগুলো বাউন্সি হয় না বলেই আমার ধারনা। তাদের যেসব স্টেডিয়াম আগের বানানো এবং পারমানেন্ট, সেগুলোতে বাউন্সি উইকেট থাকতে পারে।

আগামীকাল বাংলাদেশ যে মাঠে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, সে মাঠে প্রথমে ব্যাট করে এভারেজ রান হয়েছে ১২৮। বুঝতেই পারছেন সেখানের পিচের কি অবস্থা। এই মাঠে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। আগামী কালের ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাড়াবে। এই মাঠে বাংলাদেশ ১৪০+ রান করতে পারলে ভালো ফাইটিং করা যাবে। হারা জিতা পরের ব্যাপার।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 20, 2024, 08:33:21 PM
সব পিচ যে বোলিং ফ্রেন্ডলি তেমনটা বলবো না। তবে বেশিরভাগ পিচ গুলো বোলিং ফ্রেন্ডলি। আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে ওদের বেশিরভাগ মাঠগুলোই টেমপোরারি ভাবে বানানো হয়েছে এবং পিচ গুলো হচ্ছে ড্রপ-ইন পিচ। এগুলো অন্য যায়গায় বানিয়ে এই মাঠে এনে বসানো হয়েছে। বেশিরভাগ ড্রপ ইন পিচগুলো বাউন্সি হয় না বলেই আমার ধারনা। তাদের যেসব স্টেডিয়াম আগের বানানো এবং পারমানেন্ট, সেগুলোতে বাউন্সি উইকেট থাকতে পারে।

আগামীকাল বাংলাদেশ যে মাঠে অষ্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে, সে মাঠে প্রথমে ব্যাট করে এভারেজ রান হয়েছে ১২৮। বুঝতেই পারছেন সেখানের পিচের কি অবস্থা। এই মাঠে ১৪ ম্যাচের মধ্যে ১০ ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। আগামী কালের ম্যাচে টস একটা বড় ফ্যাক্টর হয়ে দাড়াবে। এই মাঠে বাংলাদেশ ১৪০+ রান করতে পারলে ভালো ফাইটিং করা যাবে। হারা জিতা পরের ব্যাপার।
ড্রপ ইন পিচগুলোর এই একটা সমস্যা আর যেটা এর নামের মাধ্যমে বুঝা যায় বল গুলো বাউন্সি হবে না আর এর ফলে বেটারসরা  খুব বেশি একটা বাউন্ডারি নিতে পারে না ফলে দেখা যায় দলের স্কোর খুব একটা বেশি হয় না।
সো আপনি পিচের যে বর্ণনা দিলেন আমার মনে হয় না বাংলাদেশ কালকে ১০০ রান ক্রস করতে পারবে আর আমি মনে করে কালকে ভালো ব্যাটিং নির্ভর করছো অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব এর উপর আর কোন প্লেয়ার বাংলাদেশ টিমে নেই যাদের কাছ থেকে ভালো কোন কিছু এক্সপেক্ট করব।
মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব দুজন একটু ভালো স্কোর করে তাহলে আশা করা যায় যে তারা ১৪০ রান ক্রস করতে পারবে।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 21, 2024, 05:29:40 PM
ড্রপ ইন পিচগুলোর এই একটা সমস্যা আর যেটা এর নামের মাধ্যমে বুঝা যায় বল গুলো বাউন্সি হবে না আর এর ফলে বেটারসরা  খুব বেশি একটা বাউন্ডারি নিতে পারে না ফলে দেখা যায় দলের স্কোর খুব একটা বেশি হয় না।
সো আপনি পিচের যে বর্ণনা দিলেন আমার মনে হয় না বাংলাদেশ কালকে ১০০ রান ক্রস করতে পারবে আর আমি মনে করে কালকে ভালো ব্যাটিং নির্ভর করছো অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব এর উপর আর কোন প্লেয়ার বাংলাদেশ টিমে নেই যাদের কাছ থেকে ভালো কোন কিছু এক্সপেক্ট করব।
মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব দুজন একটু ভালো স্কোর করে তাহলে আশা করা যায় যে তারা ১৪০ রান ক্রস করতে পারবে।

এনালিষ্টরা আমাদের কি জানালো আর আমরা কি দেখলাম এটা বলেন তো? নাকি ২য় পিচে খেলা হয়েছে? বুঝতে পারছি না। খেলার সময় বার বার কমেন্ট্রি বক্সে বলছিলো যে এটা ভালো ব্যাটিং সারফেস। তাহলে সেখানে এর সারফেস এ লিটন, তানজিদ, সাকিবরা ষ্ট্রাগল করেছে কেনো? লিটন ঘাস তো ২৫ বল খেলে ১৬ রান করে গেছে। পিচ কি এতোটাই খারাপ ছিলো তবে? তাহলে হৃদয় কিভাবে রান করলো? আর অস্ট্রেলিয়ার বেলায় কি পিচ ভালো হয়ে গিয়েছিলো? আসলে এসব বলে কোনো লাভই নাই। শান্ত আজকে ৪১ রানের ইনিংস খেলে আগামী ৬ মাসের জন্য দলে জায়গা করে নিয়েছে। অথচ এ ম্যাচের আগ অব্দি এই টুর্নামেন্টে তার গড় বলার মতো কিছু না। নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন এদের আসলে কি অবস্থা!

(https://talkimg.com/images/2024/06/21/h6fZT.png)
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 21, 2024, 10:20:01 PM
ড্রপ ইন পিচগুলোর এই একটা সমস্যা আর যেটা এর নামের মাধ্যমে বুঝা যায় বল গুলো বাউন্সি হবে না আর এর ফলে বেটারসরা  খুব বেশি একটা বাউন্ডারি নিতে পারে না ফলে দেখা যায় দলের স্কোর খুব একটা বেশি হয় না।
সো আপনি পিচের যে বর্ণনা দিলেন আমার মনে হয় না বাংলাদেশ কালকে ১০০ রান ক্রস করতে পারবে আর আমি মনে করে কালকে ভালো ব্যাটিং নির্ভর করছো অনেকটা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব এর উপর আর কোন প্লেয়ার বাংলাদেশ টিমে নেই যাদের কাছ থেকে ভালো কোন কিছু এক্সপেক্ট করব।
মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব দুজন একটু ভালো স্কোর করে তাহলে আশা করা যায় যে তারা ১৪০ রান ক্রস করতে পারবে।

এনালিষ্টরা আমাদের কি জানালো আর আমরা কি দেখলাম এটা বলেন তো? নাকি ২য় পিচে খেলা হয়েছে? বুঝতে পারছি না। খেলার সময় বার বার কমেন্ট্রি বক্সে বলছিলো যে এটা ভালো ব্যাটিং সারফেস। তাহলে সেখানে এর সারফেস এ লিটন, তানজিদ, সাকিবরা ষ্ট্রাগল করেছে কেনো? লিটন ঘাস তো ২৫ বল খেলে ১৬ রান করে গেছে। পিচ কি এতোটাই খারাপ ছিলো তবে? তাহলে হৃদয় কিভাবে রান করলো? আর অস্ট্রেলিয়ার বেলায় কি পিচ ভালো হয়ে গিয়েছিলো? আসলে এসব বলে কোনো লাভই নাই। শান্ত আজকে ৪১ রানের ইনিংস খেলে আগামী ৬ মাসের জন্য দলে জায়গা করে নিয়েছে। অথচ এ ম্যাচের আগ অব্দি এই টুর্নামেন্টে তার গড় বলার মতো কিছু না। নিচের স্ক্রিনশট দেখলে বুঝতে পারবেন এদের আসলে কি অবস্থা!

(https://talkimg.com/images/2024/06/21/h6fZT.png)
ভাইয়া তো সব বুঝিনা পিচ বাংলাদেশ খেলার সময় ছিল বোলিং ফ্রেন্ডলি আর যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেছে তখন পিচ ছিল ব্যাটিং ফ্রেন্ডলি। আপনার শরীর কি সারাদিন একই ভাবে যায় কখনো ঘুম পায় কখনো চাঙ্গা লাগে তাই না? হয়তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এর ম্যাচের ক্ষেত্রে এমন কোন ঘটনা ঘটেছে। যদিও আমি ম্যাচটি শুরু না হলেই বেশি খুশি হতাম কেননা অন্তত বাংলাদেশ এক পয়েন্ট ভাগে পেতো এবং পরবর্তীতে পরের রাউন্ডে যাওয়ার জন্য একটু হলেও চান্স থাকতো।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 22, 2024, 02:43:08 PM
ভাইয়া তো সব বুঝিনা পিচ বাংলাদেশ খেলার সময় ছিল বোলিং ফ্রেন্ডলি আর যখন অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নেমেছে তখন পিচ ছিল ব্যাটিং ফ্রেন্ডলি। আপনার শরীর কি সারাদিন একই ভাবে যায় কখনো ঘুম পায় কখনো চাঙ্গা লাগে তাই না? হয়তো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া এর ম্যাচের ক্ষেত্রে এমন কোন ঘটনা ঘটেছে। যদিও আমি ম্যাচটি শুরু না হলেই বেশি খুশি হতাম কেননা অন্তত বাংলাদেশ এক পয়েন্ট ভাগে পেতো এবং পরবর্তীতে পরের রাউন্ডে যাওয়ার জন্য একটু হলেও চান্স থাকতো।

ভাইয়া আপনাকেও বুঝতে হবে যে আমাদের টার্গেট সব সময় পরবর্তী ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। বানিতে নাজমুল হাসান পাপন। সুতরাং এটা আপনাকে ভুলে গেলে চলবে না। আমাদের লর্ডগুলো যতদিন টিমকে লিড দিচ্ছে, ততদিন এই টিম থেকে ভালো কিছু আশা করা একদম বোকামি বলে মনে করি। আপনি ঠিকই বলেছেন, ম্যাচটা না হলেই ভালো হতো। অন্তত ১ পয়েন্ট নিয়ে খুশি থাকা যেতো।

আজকে ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ টাইম ৮:৩০ এ। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি চাচ্ছেন এখনি বলে যান  ;D আমি তো চাই ম্যাচ হোক। জিতুক বা হারুক, ম্যাচ হলে তো দেখবো। আমার আবার লজ্জা শরম বলতে কিছু নাই। হারলেও ম্যাচের খোজ রাখি।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: JISAN on June 22, 2024, 05:44:37 PM
আজকে ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ টাইম ৮:৩০ এ। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি চাচ্ছেন এখনি বলে যান  ;D আমি তো চাই ম্যাচ হোক। জিতুক বা হারুক, ম্যাচ হলে তো দেখবো। আমার আবার লজ্জা শরম বলতে কিছু নাই। হারলেও ম্যাচের খোজ রাখি।
ভাই লজ্জা শরম রেখে আর কি করবেন বাংলাদেশে জন্মেছেন বাংলাদেশের পাশে থাকতেই হবে। সুসময়ে আমরা বাংলাদেশের পাশে ছিলাম এবং বাংলাদেশকে নিয়ে গর্ব করেছি কিন্তু এখন বাংলাদেশ খারাপ খেলার কারণে যদি আমরা বাংলাদেশকে সাপোর্ট না করি তাহলে তো আমরা মীরজাফর হয়ে গেলাম হা হা। ইন্ডিয়ার সাথে খেলা শুরু হয়ে গেছে ৪ উইকেটে ১৪৩ রান করে ফেলছে ইন্ডিয়া ওভার শেষ হয়েছে এখন পর্যন্ত ১৫.৩। যেহেতু ইন্ডিয়ার এখনো ৭ টি উইকেট বেচে আছে এবং এদিকে ওভারও শেষ হতে চলেছে তা এখন ইন্ডিয়া উরাধুরা খেলবে। মনে হচ্ছে তারা ১৮০ রান পর্যন্ত করতে পারে। আর এই টার্গেট ইন্ডিয়া কোনভাবেই বাংলাদেশকে অতিক্রম করতে দেবে না। যদি বাংলাদেশের ভাগ্য ভালো থাকে তাহলে সৌভাগ্যবশত একটি মিরাক্কেল ঘটাতে পারে অন্যথায় মনে হচ্ছে না বাংলাদেশের এই ম্যাচ জেতার সম্ভব হবে 
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 22, 2024, 09:52:22 PM
ভাইয়া আপনাকেও বুঝতে হবে যে আমাদের টার্গেট সব সময় পরবর্তী ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। বানিতে নাজমুল হাসান পাপন। সুতরাং এটা আপনাকে ভুলে গেলে চলবে না। আমাদের লর্ডগুলো যতদিন টিমকে লিড দিচ্ছে, ততদিন এই টিম থেকে ভালো কিছু আশা করা একদম বোকামি বলে মনে করি। আপনি ঠিকই বলেছেন, ম্যাচটা না হলেই ভালো হতো। অন্তত ১ পয়েন্ট নিয়ে খুশি থাকা যেতো।
(https://media.tenor.com/-UguOQP-HL8AAAAM/sidik.gif)
ওহো, আমি তো ভুলে গিয়েছিলাম  আমি তো মায়ের দোয়া টিম বাংলাদেশ নিয়ে কথা বলতেছি আমাদের টার্গেট তো সবসময় পরবর্তী ওয়ার্ল্ড কাপ থাকে। ভাই আর বইলেন না আমাদের যেসব লর্ড গুলো রয়েছে এগুলোকে আমার দেখে রড দিয়ে বাইরাইতে ইচ্ছে হয়।
Quote
আজকে ভারতের বিপক্ষে ম্যাচ শুরু হবে বাংলাদেশ টাইম ৮:৩০ এ। আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আপনি কি চাচ্ছেন এখনি বলে যান  ;D আমি তো চাই ম্যাচ হোক। জিতুক বা হারুক, ম্যাচ হলে তো দেখবো। আমার আবার লজ্জা শরম বলতে কিছু নাই। হারলেও ম্যাচের খোজ রাখি।
আমার ভাই আবার লজ্জা শরম একটু বেশি তো তাই আমি যাইতে ছিলাম যে বৃষ্টি নেমে এই ম্যাচটি বন্ধ হয়ে যাক। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই দুইটি দলের সাথে তো যে টাইম পসিবল না এই মায়ের দোয়া টিমের জন্য। তবে ভাগ্য আর সহায় হলো না বৃষ্টি আর আসেনি।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 23, 2024, 03:59:15 PM
আমার ভাই আবার লজ্জা শরম একটু বেশি তো তাই আমি যাইতে ছিলাম যে বৃষ্টি নেমে এই ম্যাচটি বন্ধ হয়ে যাক। অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া এই দুইটি দলের সাথে তো যে টাইম পসিবল না এই মায়ের দোয়া টিমের জন্য। তবে ভাগ্য আর সহায় হলো না বৃষ্টি আর আসেনি।

বেশ কয়েকটা ইউটিউব ভিডিও দেখেছি আজকে। কযেকজন এন্যালিষ্ট মনে করছে যে বাংলাদেশ গতকালের ম্যাচটি জেতার জন্য মাঠে নামেনি। সত্যি বলতে আমার কাছেও সেটাই মনে হচ্ছে। শান্ত কতো সুন্দর করে বলছে যে ওনাদের সামর্থ্য হচ্ছে ১৫০-১৬০ রান। তাহলে সেখানে আলাদা ব্যাটার নেয়ার দরকার কি ছিলো? ওনারা তো জানেই যে ওনারা ১৬০ রানের বেশি চেজ করতে পারবে না। তাহলে এর চাইতে বেশি রান যেনো ভারত না করতে পারে, সেই ব্যাবস্থা করলো না কেনো?

বোলিংয়ে শক্তি না বাড়িয়ে একজন এক্সট্রা ব্যাটার নিয়েছে। আর এক্সট্রা ব্যাটার যেহেতু আপনারা নিয়েনে, তাহলে টসে জিতে ব্যাটিং না নিয়ে ফিল্ডিং কেনো নিলেন? এই প্রশ্ন শুধু আমার না, একই প্রশ্ন প্রায় সবার। আমাদের মাথায় এগুলো ঢুকলেও, ঐ চো*নাদের মাথায় ঢুকে না।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: kulkhan on June 23, 2024, 09:13:41 PM
টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে? অনেক নতুন দল অনেক ভালো পারফর্ম করছে। বিশেষ করে আমেরিকা নতুন দল হলেও তারা অসাধারণ নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে। এবং বাংলাদেশ দলও মোটামুটি ভালো খেলছে।

আমি মনেকরি যদি ছোট কোন দল যদি ফাইনাল খেলে বা চ্যাম্পিয়ান হয়ে যায় তাহলে সেটা বিষ্ময়কর হলেও আমি অবাক হবে না।

আপনারা কে কি মনেকরছেন। কে কে ফাইনাল খেলতে পারে। আর কোন দল এবার বিশ্বকাপে চ্যাম্পিয়ান হতে পারে, আপনাদের মতামত বা ভবিষ্যৎবানী করতে পারেন।
আপনি অবশ্য খারাপ বলেননি, যদিও এর আগে টপ টেন টিম ছাড়া অন্য কোন দল বিশ্বকাপ এ অংশগ্রহণ করতে পারেনি আমার মনে হয় এটি প্রথম দেখতেছি যে ফুটবলের মত একেবারে  অনেকগুলো দল নিয়ে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে যদিও ফুটবলের মতন অতগুলো টিম নিয়ে খেলা হচ্ছে না এখানে মাত্র টপ  বিশটি রেংকিং টিম নিয়ে খেলা হচ্ছে.
আর আপনি যে দলটি এর কথা মেনশন করেছেন তারা আর্চার্য জনক পারফরম্যান্স করেছে, যদিও যখন আমি দেখলাম যে তাদের স্কোয়াড ভারত, পাকিস্তান সহ আরো কয়েকটি দেশের অবসরপ্রাপ্ত খেলোয়াড় নিয়ে গঠিত তখন ভাবলাম এ পারফরম্যান্স তারা করতেই পারে. তবে এখনো খারাপ ব্যবহার জন্য অনেক দুর্বল দলও অ্যাডভান্টেজ পাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, তবে বাংলাদেশের স্টার্টিং টা কিন্তু ভালই হচ্ছে আমরা যতই গালমন্দ করি।
আসলে নিয়ম এর মধ্যে আছে বলেই তারা বিভিন্ন দেশ থেকে তারা তাদের খেলোয়াড় সংগ্রহ করতে পেরেছে। আমেরিকা দল বিশেষ করে পাকিস্তান এবং ভারত থেকে বেশির ভাগ খেলোয়াড় সংগ্রহ করেছে। এর আগেও আমার একদেশের নাগরিক কে অন্য একটি দেশের নাগরিক করে দলে নেওয়ার নজির আছে। আমি আশাকরি আমেরিকা দিন দিন আরো ভালো খেলা উপহার দিবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 25, 2024, 04:23:26 PM
তারপর বলেন, কেমন আছেন সবাই?

আফগানিস্তান সেমি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, এটাকে কি আপনারা কেউ অঘটন বলবেন? আমি আসলে এটাকে কোনো অঘটন বলতে চাই না। তাদের কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে যারা বিভিন্ন লিগ খেলে বেড়ায়। তাদের আছে হৃষ্ট স্পিনার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমাদের আছে বড় বড় লর্ড। যারা ম্যাচের ইনটেন্স মোমেন্ট এ ডট বল খেলে।

যেমনটা আমি বিটকয়েনটকে পোষ্ট করেছি, এরকম ক্রিটিক্যাল টাইমে যেখানে বাংলাদেশকে ৩ ওভারে ৩৯ রান নিতে হবে, সেখারে রিয়াদের মতো ব্যাটার এক ওভারে ৫ টা বল ডট খেলে ডিফেন্স করতে গিয়ে। আরে ভাই ম্যাচ হারলেই কি, আর না হারলেই কি, আপনি ৩ ওভারে ৩৯ না নিতে পারলে তো এমনিতেই বাড়ি চলে যাবেন। তো এই সময়ে কিসের ডিফেন্স চো**ন আপনে?
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: kulkhan on June 25, 2024, 08:45:27 PM
তারপর বলেন, কেমন আছেন সবাই?

আফগানিস্তান সেমি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, এটাকে কি আপনারা কেউ অঘটন বলবেন? আমি আসলে এটাকে কোনো অঘটন বলতে চাই না। তাদের কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে যারা বিভিন্ন লিগ খেলে বেড়ায়। তাদের আছে হৃষ্ট স্পিনার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমাদের আছে বড় বড় লর্ড। যারা ম্যাচের ইনটেন্স মোমেন্ট এ ডট বল খেলে।

যেমনটা আমি বিটকয়েনটকে পোষ্ট করেছি, এরকম ক্রিটিক্যাল টাইমে যেখানে বাংলাদেশকে ৩ ওভারে ৩৯ রান নিতে হবে, সেখারে রিয়াদের মতো ব্যাটার এক ওভারে ৫ টা বল ডট খেলে ডিফেন্স করতে গিয়ে। আরে ভাই ম্যাচ হারলেই কি, আর না হারলেই কি, আপনি ৩ ওভারে ৩৯ না নিতে পারলে তো এমনিতেই বাড়ি চলে যাবেন। তো এই সময়ে কিসের ডিফেন্স চো**ন আপনে?
এইতো আল্লাহর রহমতে ভালো আছি।  মায়ের দোয়া টিকেট টিম যেভাবে জেতা ম্যাচ হেরে গেল, তাতে আমাদের খেলোয়াড়দের লজ্জাবোধ না হলেও আমরা যারা সাপোর্টার তারা অনেক লজ্জাবোধ করছি। মাহমুদুল্লাহর মতন এত একজন অভিজ্ঞ নির্ভরযোগ্য ব্যাটসম্যানের কাছ থেকে এমনটা আমরা আশা করিনি। আসলে ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা হলেও আমরা অনেক দলকে ধারাবাহিকতা বজায় রেখে খেলতে দেখি, কিন্তু আমাদের এই মায়ের দোয়া ক্রিকেট টিমের কোন ধারাবাহিকতা কোনদিন লক্ষ্য করতে পারিনি। যেকোনো জেতা ম্যাচকে এরা হারে পরিণত করতে খুব বেশি টাইম নেয় না। আসলে এইগুলো হওয়ার কারণ আছে অনেকগুলা এর মধ্যে আমি মনে করি ক্রিকেটে রাজনীতি ঢোকানো কে সবচেয়ে ক্ষতিকর হয়েছে বলে আমি মনে করি। 
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: Crypto Library on June 25, 2024, 09:17:02 PM
তারপর বলেন, কেমন আছেন সবাই?

আফগানিস্তান সেমি ফাইনালে কোয়ালিফাই করে ফেলেছে, এটাকে কি আপনারা কেউ অঘটন বলবেন? আমি আসলে এটাকে কোনো অঘটন বলতে চাই না। তাদের কিছু বিশ্বমানের ক্রিকেটার আছে যারা বিভিন্ন লিগ খেলে বেড়ায়। তাদের আছে হৃষ্ট স্পিনার, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আর আমাদের আছে বড় বড় লর্ড। যারা ম্যাচের ইনটেন্স মোমেন্ট এ ডট বল খেলে।

যেমনটা আমি বিটকয়েনটকে পোষ্ট করেছি, এরকম ক্রিটিক্যাল টাইমে যেখানে বাংলাদেশকে ৩ ওভারে ৩৯ রান নিতে হবে, সেখারে রিয়াদের মতো ব্যাটার এক ওভারে ৫ টা বল ডট খেলে ডিফেন্স করতে গিয়ে। আরে ভাই ম্যাচ হারলেই কি, আর না হারলেই কি, আপনি ৩ ওভারে ৩৯ না নিতে পারলে তো এমনিতেই বাড়ি চলে যাবেন। তো এই সময়ে কিসের ডিফেন্স চো**ন আপনে?
অঘটন না ভাই আমি ধরে রেখেছিলাম যে আফগানিস্তানের সাথে বাংলাদেশ ম্যাচটি জিতবে না কিন্তু বাংলাদেশের পুরনো অভ্যাস তো বদলায় না মনে আশা  জাগিয়ে আবার সেটিকে তচমচ করে দেয়। আগে থেকে ভাবতেছিলাম যে যেহেতু আফগানিস্তানে এবার অস্ট্রেলিয়া টিমকে হারিয়েছে তাহলে বাংলাদেশকে আরো ইজিলি হারাতে পারবে, কিন্তু না বাংলাদেশে বোলারদের ভালো বল মনে আসা জাগালো যে বাংলাদেশ হয়তো এই ম্যাচটিতে জিতবে এবং সেমিফাইনালে কোয়ালিফাই করবে,
তবে ভাই আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা দারুন ভাবে ব্যাটিং করে সেটি আর হতে দেয়নি হয়তো তাদের ফ্যামিলিদের মিস করতেছিল তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেশে ফিরতে চেয়েছে। আমি আসলেই আজকে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ এর পারফরমেন্সে। তবে লিটন দাস যদি টিকে থাকতে পারতো তাহলে ঘটনা অন্যদিকেও ঘটতে পারতো কিন্তু ওই যে আফগানিস্তানের বিশ্বমানের বলার গুলো কাল হয়ে দাঁড়িয়েছে।
তবে আফগানিস্তানের যদি পরের স্টেজে যায় তাহলেও আমি খুশি হব তাদের একটি ভিডিও গুলো আমার কাছে ভালই লাগে।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: God Of Thunder on June 26, 2024, 02:14:37 PM
তবে ভাই আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা দারুন ভাবে ব্যাটিং করে সেটি আর হতে দেয়নি হয়তো তাদের ফ্যামিলিদের মিস করতেছিল তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেশে ফিরতে চেয়েছে। আমি আসলেই আজকে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ এর পারফরমেন্সে। তবে লিটন দাস যদি টিকে থাকতে পারতো তাহলে ঘটনা অন্যদিকেও ঘটতে পারতো কিন্তু ওই যে আফগানিস্তানের বিশ্বমানের বলার গুলো কাল হয়ে দাঁড়িয়েছে।
তবে আফগানিস্তানের যদি পরের স্টেজে যায় তাহলেও আমি খুশি হব তাদের একটি ভিডিও গুলো আমার কাছে ভালই লাগে।

গতকালকেও দেখলাম আপনি লিটন লাশের কথা বললেন। লিটন দাশ তো ম্যাচ শেষ অব্দি নট আউট ছিলো। কি করলো নট আউট থেকে। নন স্ট্রাইকার এন্ডে বসে বসে অপেক্ষা করছিলো। তাকে স্ট্রাইক ও দিচ্ছিলো না। লিটন যে খুব আহামরি কিছু করে ফেলবে তাও না, লিটন নিজেও সেই মুহূর্তে ডট বল খেলা শুরু করেছিলো। আমাদের যখন ৩ ওভারে ৪০ রান লাগে সেমি তে কোয়ালিফাই করার জন্য, তখন লিটন আর মাহমুদুল্লাহ ক্রিজে ছিলো দুইজন ব্যাটারই বাংলাদেশের প্রপার ব্যাটার, ৩ ওভার ১ বলে ৩৯ রান নেয়া কি খুব কঠিন কিছু ছিলো? সেই মুহূর্তে ডিফেন্ড করা কি খুব জরুরী ছিলো? নিজেকে আর মানাতে পারছি না ভাই। এগুলা নিয়া আর আলাপ করতেও ভালো লাগছে না।
Title: Re: টি ২০ বিশ্বকাপ ২০২৪ এ কি কোন অঘটন ঘটতে যাচ্ছে?
Post by: kulkhan on June 27, 2024, 09:07:05 PM
তবে ভাই আমাদের সোনার টুকরা ব্যাটসম্যানরা দারুন ভাবে ব্যাটিং করে সেটি আর হতে দেয়নি হয়তো তাদের ফ্যামিলিদের মিস করতেছিল তাই তাড়াতাড়ি ম্যাচ শেষ করে দেশে ফিরতে চেয়েছে। আমি আসলেই আজকে হতাশ মাহমুদুল্লাহ রিয়াদ এর পারফরমেন্সে। তবে লিটন দাস যদি টিকে থাকতে পারতো তাহলে ঘটনা অন্যদিকেও ঘটতে পারতো কিন্তু ওই যে আফগানিস্তানের বিশ্বমানের বলার গুলো কাল হয়ে দাঁড়িয়েছে।
তবে আফগানিস্তানের যদি পরের স্টেজে যায় তাহলেও আমি খুশি হব তাদের একটি ভিডিও গুলো আমার কাছে ভালই লাগে।

গতকালকেও দেখলাম আপনি লিটন লাশের কথা বললেন। লিটন দাশ তো ম্যাচ শেষ অব্দি নট আউট ছিলো। কি করলো নট আউট থেকে। নন স্ট্রাইকার এন্ডে বসে বসে অপেক্ষা করছিলো। তাকে স্ট্রাইক ও দিচ্ছিলো না। লিটন যে খুব আহামরি কিছু করে ফেলবে তাও না, লিটন নিজেও সেই মুহূর্তে ডট বল খেলা শুরু করেছিলো। আমাদের যখন ৩ ওভারে ৪০ রান লাগে সেমি তে কোয়ালিফাই করার জন্য, তখন লিটন আর মাহমুদুল্লাহ ক্রিজে ছিলো দুইজন ব্যাটারই বাংলাদেশের প্রপার ব্যাটার, ৩ ওভার ১ বলে ৩৯ রান নেয়া কি খুব কঠিন কিছু ছিলো? সেই মুহূর্তে ডিফেন্ড করা কি খুব জরুরী ছিলো? নিজেকে আর মানাতে পারছি না ভাই। এগুলা নিয়া আর আলাপ করতেও ভালো লাগছে না।
আসলে ভাই বলার ভাষা হারিয়ে ফেলেছি আমাদের সোনার ছেলেদের ব্যাটিং দেখে। মাহমুদুল্লাহ শেষ সময় এসে এমন একটা কাজ করবে যা কখনো কল্পনাই করে উঠতে পারিনি আমরা। তিন ওভার এক বলে ৩৯ রান একেবারেই ইজি টি-টোয়েন্টিতে আমি মনে করি। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং করা দেখে আমি অবাক হয়েছি। যাইহোক এ বিশ্বকাপ আমাদের শেষ, আবার সেই পাপন সাহেবের কথাই মনে পড়ে গেল। যে আমাদের লক্ষ্য কিন্তু কোন সময় এই চলতি বিশ্বকাপ নাই আমাদের লক্ষ্য সবসময় পরবর্তী বিশ্বকাপ।