Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on June 16, 2024, 08:32:24 PM
-
আজ আমাদের দেশে মুসলমান সম্প্রদায়ের মানুষদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে। এটি শুধু আমাদের দেশে নয় সমগ্র মুসলিম জাতির জন্য অনেক বড়ো একটি উৎসব। অবশ্য এটি চাদ ওঠার উপর নির্ভর করে পালিত জয়ে থাকে। যার জন্য গতকাল সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের সকল দেয়ে পালিত হয়েছে।
আজ আমাদের দেশে পালিত হবে। তাই আমি এই ফোরামের াকল ভাইদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ সকলের জীবনে শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক এই কামনা করি।
-
আপনাকে আপনার পরিবারের সবাইকেও ঈদুল আজহার শুভেচ্ছা।
ছোট বেলায় ঈদের সময় যতো আনন্দ থাকতো, এখন আসলে ঈদের দিনেও মনে হয় না যে ঈদ উৎযাপন করছি। আজকে একটা ঈদের দিন গেলো, সারা দিন চলে গেলো ব্যাস্ততায়। আমি এমনিতে পরিশ্রম করতে পারি না। তবে কোরবানি ঈদের কাটাকাটি নিজেই করার চেষ্টা করেছি। যার জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আজকে। ইচ্ছে করছিলো না যে ফোরামে কিছু পোষ্ট করি।
একটা দুঃখ জনক ব্যাপার কি জানেন? কোরবানি আমাদের ওপর ওয়াজিব করা হলেও, নামাজ আমাদের ওপর ফরজ করা হয়েছে। আজকে ঈদের দিনে ফজরের নামাজ পরেছি ৫-৬ জন মিলে। আর দুপুরে যোহরের নামাজ আদায় করেছি ৭-৮ জন মিলে। আমরা এখন ফরজের চাইতে ওয়াজিব কে বেশি প্রাধান্য দিচ্ছি। কোরবানি হচ্ছে গোস্ত খাওয়া ঈদ! আর কিছুই না :'(
-
ঈদ মোবারক
হয়তো আমার উইশ করতে দেরি হয়ে গিয়েছে তারপরও সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা। ঈদ মানে আনন্দ এবং ঈদ মানেই খুশি। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যতই বড় হচ্ছি ততই আমাদের মধ্যে থেকে ঈদের আনন্দ কমতে শুরু করেছে।
তারপরও প্রত্যেক বছর আমাদের মাঝে ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে এমনকি প্রত্যেকের মনকে খুশি করে তোলে। সকলেই এই খুশির সময় তাদের পরিবারের সাথে থাকুক এবং আত্মীয়-স্বজনের সাথে আনন্দে দিন কাটাক এই কামনা করি।
-
ঈদ মানে আনন্দ এবং ঈদ মানেই খুশি। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা যতই বড় হচ্ছি ততই আমাদের মধ্যে থেকে ঈদের আনন্দ কমতে শুরু করেছে।
আপনাকেও ঈদের শুভেচ্ছা। যদিও ঈদের দিন আগের মতো আনন্দ বোধ করি না, তবুউ চেষ্টা করি পরিবারের সবাইকে অন্তত খুশি রাখতে। বরাবরই রমজানেরে ঈদেই আনন্দ একটু বেশি হয়। কারন সে সময় আমরা রোজা রেখে ১ মাস পর নিয়মিত খাওয়া দাওয়া করি। কিন্তু কোরবানির ঈদ তো হচ্ছে ত্যাগের ঈদ! এই ঈদে অন্য সবাইকে খুশি করতে পারাটাই হচ্ছে সবচাইতে বড় পাওয়া।
ঈদের দিন সবার জন্য সুখ বা খুশি নিয়ে আসে না। এখনো অনেক মানুষের কোরবানি করার মতো সাধ্য হয়ে ওঠে না। যার ফলে অনেক গরীব মানুষ তাকিয়ে থাকে কেউ তাদের কে কোরবানীর গোস্ত দিয়ে যায় কি না। যদিও এখন মানুষ আগের চাইতে অনেক সভ্য হয়েছে। তবুও সবার চেষ্টা করা উচিৎ সবাইকে সাধ্যমতো দেয়া, যেনো তাদের ঈদ আনন্দময় হয়ে উঠে।
-
আপনাকে আপনার পরিবারের সবাইকেও ঈদুল আজহার শুভেচ্ছা।
ছোট বেলায় ঈদের সময় যতো আনন্দ থাকতো, এখন আসলে ঈদের দিনেও মনে হয় না যে ঈদ উৎযাপন করছি। আজকে একটা ঈদের দিন গেলো, সারা দিন চলে গেলো ব্যাস্ততায়। আমি এমনিতে পরিশ্রম করতে পারি না। তবে কোরবানি ঈদের কাটাকাটি নিজেই করার চেষ্টা করেছি। যার জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আজকে। ইচ্ছে করছিলো না যে ফোরামে কিছু পোষ্ট করি।
একটা দুঃখ জনক ব্যাপার কি জানেন? কোরবানি আমাদের ওপর ওয়াজিব করা হলেও, নামাজ আমাদের ওপর ফরজ করা হয়েছে। আজকে ঈদের দিনে ফজরের নামাজ পরেছি ৫-৬ জন মিলে। আর দুপুরে যোহরের নামাজ আদায় করেছি ৭-৮ জন মিলে। আমরা এখন ফরজের চাইতে ওয়াজিব কে বেশি প্রাধান্য দিচ্ছি। কোরবানি হচ্ছে গোস্ত খাওয়া ঈদ! আর কিছুই না :'(
আসলেই যতো দিন যাচ্ছে আমরা বড়ো হয়ে যাচ্ছি এবং ঈদ সহো এই ধরনের বড় বড় উৎসবের আনন্দ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় যেভাবে এই ঈদের আনন্দ করতাম এখন আর তা হয় না।
এবং আপনি ঠিকই বলেছেন আমরা যারা ঈদের নামাজ পড়েছি আমাদের মধ্যে অনেকেই ফজরের এবং যোহরের নামাজ পড়িনি। অথচ সেই নামাজটি ছিল আমাদের জন্য ফরজ। আমরা সবাই যেভাবে ঈদের নামাজকে গুরুত্ব দিয়েছি এভাবেই যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে ঈদের নামাজ সার্থক হবে। তা না হলে আমরা ফরজ বাদ দিয়ে ওয়াজিব নামাজ পড়লে সে নামাজের কোন গুরুত্বই থাকবে না
-
আপনাকে আপনার পরিবারের সবাইকেও ঈদুল আজহার শুভেচ্ছা।
ছোট বেলায় ঈদের সময় যতো আনন্দ থাকতো, এখন আসলে ঈদের দিনেও মনে হয় না যে ঈদ উৎযাপন করছি। আজকে একটা ঈদের দিন গেলো, সারা দিন চলে গেলো ব্যাস্ততায়। আমি এমনিতে পরিশ্রম করতে পারি না। তবে কোরবানি ঈদের কাটাকাটি নিজেই করার চেষ্টা করেছি। যার জন্য অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি আজকে। ইচ্ছে করছিলো না যে ফোরামে কিছু পোষ্ট করি।
একটা দুঃখ জনক ব্যাপার কি জানেন? কোরবানি আমাদের ওপর ওয়াজিব করা হলেও, নামাজ আমাদের ওপর ফরজ করা হয়েছে। আজকে ঈদের দিনে ফজরের নামাজ পরেছি ৫-৬ জন মিলে। আর দুপুরে যোহরের নামাজ আদায় করেছি ৭-৮ জন মিলে। আমরা এখন ফরজের চাইতে ওয়াজিব কে বেশি প্রাধান্য দিচ্ছি। কোরবানি হচ্ছে গোস্ত খাওয়া ঈদ! আর কিছুই না :'(
আসলেই যতো দিন যাচ্ছে আমরা বড়ো হয়ে যাচ্ছি এবং ঈদ সহো এই ধরনের বড় বড় উৎসবের আনন্দ আমাদের মাঝ থেকে হারিয়ে যাচ্ছে। আমরা ছোটবেলায় যেভাবে এই ঈদের আনন্দ করতাম এখন আর তা হয় না।
ছোটবেলা অনেক মিস করি। ঈদের আগের দিন রাত্রে কত যে আনন্দ করতাম ছুটাছুটি করতাম চাঁদ দেখার জন্য দৌড়াদৌরি করতাম। এখনকার ছোট পোলাপানও সেটা করে না। কারন এখন সবাই এক স্মার্টফোনের মধ্যে বন্দী। কেমনে বছর শেষ হয় কেমনে ঈদ আসে ঈদ যায় কিছুই বুঝা যায় না এখন। বয়স এবং যুগের পরিবর্তন সব মিলাইয়া এখন ঈদের আনন্দ সব শেষ হয়ে গেছে।
এবং আপনি ঠিকই বলেছেন আমরা যারা ঈদের নামাজ পড়েছি আমাদের মধ্যে অনেকেই ফজরের এবং যোহরের নামাজ পড়িনি। অথচ সেই নামাজটি ছিল আমাদের জন্য ফরজ। আমরা সবাই যেভাবে ঈদের নামাজকে গুরুত্ব দিয়েছি এভাবেই যদি আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি তাহলে ঈদের নামাজ সার্থক হবে। তা না হলে আমরা ফরজ বাদ দিয়ে ওয়াজিব নামাজ পড়লে সে নামাজের কোন গুরুত্বই থাকবে না
ফরজ আর যোহর না অনেকে আছে ঈদের নামাজ পড়ে না ঘুম পাড়া নয়লে অন্যভাবে হেলায় সময় কাটায়। যাইহোক ইবাদাত প্রত্যেকের ব্যাক্তিগত বিষয় তবে আল্লাহ সবাইকে জ্ঞান দান করুক তার ইবাদত করার জন্য তৌফিক দিক। সবাইকে হেদায়েত দান করুক।
আশা করি সবার ঈদ অনেক ভালো কেটেছে....