Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => অর্থনীতি ও ক্রিপ্টোকারেন্সি => Topic started by: Crypto Library on June 26, 2024, 10:45:23 AM

Title: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: Crypto Library on June 26, 2024, 10:45:23 AM
আপনারা কি লক্ষ্য করেছেন যে বর্তমানে সবচাইতে লার্জেস্ট দামী প্রতিষ্ঠান হচ্ছে NVIDIA, যারা জানেন না এনবিডিয়া কি এটি হলো একটা প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের কম্পিউটার গ্রাফিক্স হার্ডওয়ার রিলেটেড বিশেষ করে গ্রাফিক্সকার্ড তৈরীর প্রতিষ্ঠান. কিছুদিন আগেই এরা অ্যাপল কে  ছাড়িয়েছিল এবং বর্তমানে মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছে। সবই কি শুধু AI ফলে হয়েছে? নাকি ক্রিপ্টো কারেন্সি মাইনিং এরও অবদান রয়েছে?
কি মনে হয় আপনাদের?
Title: Re: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: JISAN on July 05, 2024, 02:19:31 AM
আপনারা কি লক্ষ্য করেছেন যে বর্তমানে সবচাইতে লার্জেস্ট দামী প্রতিষ্ঠান হচ্ছে NVIDIA, যারা জানেন না এনবিডিয়া কি এটি হলো একটা প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের কম্পিউটার গ্রাফিক্স হার্ডওয়ার রিলেটেড বিশেষ করে গ্রাফিক্সকার্ড তৈরীর প্রতিষ্ঠান. কিছুদিন আগেই এরা অ্যাপল কে  ছাড়িয়েছিল এবং বর্তমানে মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছে। সবই কি শুধু AI ফলে হয়েছে? নাকি ক্রিপ্টো কারেন্সি মাইনিং এরও অবদান রয়েছে?
কি মনে হয় আপনাদের?
হ্যা NVIDIA মার্কেট এর অনেল বড় যায়গা দখন করে আছে মাইক্রোসফট অ্যাপেল প্রায় এদের সমান মার্কেটক্যাপ রয়েছে NVIDIA এর। কিছুদিন এদের ছাড়িয়ে গেলেও বর্তমানে NVIDIA ৩.১৫৫ ট্রিলিয়ন ডলার মার্কেটক্যাপ নিয়ে  ৩ নাম্বার পজিশনে আছে। এবং মাইক্রোসফট ৩.৪২৪ ট্রিলিয়ন ডলার নিয়ে ১ নাম্বার কম্পানি হিসেবে আছে। NVIDIA এর চাহিদা বাড়ার জন্য AI এর ভুমিকা থাকতে পারে তবে খুব বেশি না। বর্তমান যুগ টেকনোলজির যুগ এখন ঘরে ঘরে কম্পিউটার আছে কারন প্রায় প্রতিটা পরিবারেই কম্পিউটার দেখা যায় আর যাদের কম্পিউটার আছে তারা মোটামুটি ফটো এডিটিং, ভিডিও এডিটিং, গেম খেলার মতো কাজ গুলো করে বা করার চেষ্টা করে কারন বর্তমান ফ্রিলান্সার নামক জিনিসটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মূলত এর জন্যই গ্রাফিক্স কার্ডের মতো পার্টসগুলো চাহিদা বেড়ে গেছে এবং NVIDIA ধীরে ধীরে অনেক বড় কোম্পানিতে রুপ নিয়েছে। NVIDIA এখন Google, Amazon, Meta এগুলো থেকেও কয়েকগুণ বেশি মার্কেটক্যাপ ধরে রেখেছে।
Title: Re: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: kulkhan on July 11, 2024, 10:04:13 PM
Deleted
Title: Re: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: kulkhan on July 11, 2024, 10:16:42 PM
আপনারা কি লক্ষ্য করেছেন যে বর্তমানে সবচাইতে লার্জেস্ট দামী প্রতিষ্ঠান হচ্ছে NVIDIA, যারা জানেন না এনবিডিয়া কি এটি হলো একটা প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের কম্পিউটার গ্রাফিক্স হার্ডওয়ার রিলেটেড বিশেষ করে গ্রাফিক্সকার্ড তৈরীর প্রতিষ্ঠান. কিছুদিন আগেই এরা অ্যাপল কে  ছাড়িয়েছিল এবং বর্তমানে মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছে। সবই কি শুধু AI ফলে হয়েছে? নাকি ক্রিপ্টো কারেন্সি মাইনিং এরও অবদান রয়েছে?
কি মনে হয় আপনাদের?
হ্যাঁ আমরা জানি NVIDIA বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এরা গত কয়েক বছর ধরে ধারাবাহিক চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে এই লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে। তবে এরা মূলত কম্পিউটার এক্সেসরিজ বিশেষ করে গ্রাফিক্স কার্ড তৈরিতে খুব ভালো অবদান রেখেছে। তারা microsoft এর মত প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে। নিঃসন্দে এটা অসাধারণ অর্জন।

না সবকিছু শুধু AI এর মাধ্যমে হয়েছে বলে আমি মনে করি না, এর মধ্যে কিছু কিছু AI এর অবদান আছে বলে মনে করি। কিন্তু সেটার পরিমাণ খুবই সামান্য।
Title: Re: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: Crypto Library on July 13, 2024, 10:51:56 PM
আপনারা কি লক্ষ্য করেছেন যে বর্তমানে সবচাইতে লার্জেস্ট দামী প্রতিষ্ঠান হচ্ছে NVIDIA, যারা জানেন না এনবিডিয়া কি এটি হলো একটা প্রযুক্তি প্রতিষ্ঠান যাদের কম্পিউটার গ্রাফিক্স হার্ডওয়ার রিলেটেড বিশেষ করে গ্রাফিক্সকার্ড তৈরীর প্রতিষ্ঠান. কিছুদিন আগেই এরা অ্যাপল কে  ছাড়িয়েছিল এবং বর্তমানে মাইক্রোসফটকে ছাড়িয়ে গিয়েছে। সবই কি শুধু AI ফলে হয়েছে? নাকি ক্রিপ্টো কারেন্সি মাইনিং এরও অবদান রয়েছে?
কি মনে হয় আপনাদের?
হ্যাঁ আমরা জানি NVIDIA বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রতিষ্ঠান। এরা গত কয়েক বছর ধরে ধারাবাহিক চেষ্টার মাধ্যমে ধীরে ধীরে এই লক্ষ্য অর্জন করতে সমর্থ হয়েছে। তবে এরা মূলত কম্পিউটার এক্সেসরিজ বিশেষ করে গ্রাফিক্স কার্ড তৈরিতে খুব ভালো অবদান রেখেছে। তারা microsoft এর মত প্রতিষ্ঠানকেও ছাড়িয়ে গেছে। নিঃসন্দে এটা অসাধারণ অর্জন।
আপনি যে ভাই সঠিকভাবে টপিক এর আলোচনা গুলো পড়েন না এটা আগেও খেয়াল করেছি বর্তমানে আপনার এই  পোস্টের মাধ্যমে আরো ভাল লাগে উঠে আসলো। যদিও এটা অস্বাভাবিক কিছু না কারণ বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ মেম্বার রায় এটাই করে তবে এই টপিকটিতে মাত্র একটি উত্তরই দেওয়া ছিল । তবে ভাই এই বিষয়টা আমার নিকট হাস্যকর লাগলো
Quote
"না সবকিছু শুধু AI এর মাধ্যমে হয়েছে বলে আমি মনে করি না, এর মধ্যে কিছু কিছু AI এর অবদান আছে বলে মনে করি। কিন্তু সেটার পরিমাণ খুবই সামান্য।"
যাই হোক যে বিষয়টা বলতে  চাচ্ছি সেটা হল  আপনি যদি খেয়াল করেন আপনার পূর্বে JISAN অলরেডি বলে  দিয়েছেন যে Nvdia টপ মার্কেটক্যাপ করলেও তারা বর্তমানে আবারও পিছিয়ে থার্ড নম্বর পজিশনে রয়েছে।
Title: Re: এনভিডিয়া মাইক্রোসফট কে টক্কর দিয়ে এখন বিশ্বের সবচাইতে বড় কোম্পানি 💥
Post by: Vision pro on August 18, 2024, 08:05:57 PM
হ্যাঁ এ প্রতিষ্ঠানটি আস্তে আস্তে সকলকে পেছনে ফেলেছে এর পেছনে অনেক কারণ রয়েছে। কারন এই প্রতিষ্ঠানগুলো বর্তমান সময়ের সবচেয়ে প্রয়োজনীয় জিনিসগুলো তৈরি করে থাকে। এবং সময়ের সাথে সাথে তাদের জিনিসের মান উন্নয়ন করতে থাকে বিদায় এই প্রতিষ্ঠানটি জনপ্রিয়তা অর্জন করতে থাকে। এবং শেষমেষে এ আই এর সহযোগিতায় জনপ্রিয় তার শীর্ষে অবস্থান করে। NVIDIA-এর বর্তমান সাফল্য মূলত AI-এর কারণে, কারণ তাদের GPU-গুলো AI এবং মেশিন লার্নিং-এর জন্য অপরিহার্য। ক্রিপ্টোকারেন্সি মাইনিং-ও কিছু অবদান রেখেছে, বিশেষ করে পূর্বের সময়ে, কিন্তু AI-ই তাদের সাম্প্রতিক সাফল্যের প্রধান চালক। বর্তমানে এটি এ আই এর ওপর নির্ভর করে সকলকে পেছনে ফেলতেছে এবং crpto কারেন্সি মাইনিং এ এদের অবদান রয়েছে।