Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on July 04, 2024, 10:58:37 PM

Title: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Crypto Library on July 04, 2024, 10:58:37 PM
চাইলে এই টপিকটি আমি অন্য চাইল্ড বোর্ডে করতে পারতাম কিন্তু এখানে করলাম কেন কিছু ডিসকাশন হয়। কারণ অন্যান্য চাইল্ড বোর্ডে করলে বেশিরভাগ মানুষে দেখতে পায় না বা নজরে রাখে না।

যেমনটি টপিক টাইটেল দেখছেন। কি অবস্থা শুধু বিটকয়েন না তো পুরো হোল মার্কেট এ অনেক ভালো ভালো আল্ট কয়েন ও ভালো ডাম্পিং করেছে আজকে। কি মনে হয় আপনাদের এটা কতদিনের রিকভার করবে ?

যাই হোক এই ডাম্প আমার জন্য এক হিসেবে ভালই হয়েছে আমি লং টার্ম এ হোল্ডিং করা কয়েন গুলো সেল দিয়ে এতদিন যাবত আফসোস করতে ছিলাম যাই হোক আজকে পুনরায় আবার সেগুলো এডপ্ট করতে পারলাম পাশাপাশি আরো ৪০০ ডলারের মতন বিটিসি কিনে রাখলাম লং টার্ম এর জন্য। দেখা যাক বিটকয়েন ১ লাখের উপরে গেলে আমাকে প্রফিট  দ্বিগুণ করে দিতে পারে কিনা :D
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Ricardo11 on July 06, 2024, 07:12:48 AM
এই তো ভাই অবস্থা, বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ অনেকেই আতংকিত হয়ে পড়েছে। জানিনা এই ডাম্প টি এই মাস এর মধ্যে রিকোভার করতে পারবে কিনা, বিটকয়েন যখন আস্তে আস্তে কমতে কমতে ৬০K পর্যন্ত আসে তখনি আমি বুঝেছিলাম যে এটি আরো কমে যাবে, তাই ৬০K থাকা অবস্থায় আমি আমার সব বিটকয়েন ডলার এ কনভার্ট করে রাখছিলাম, যাতে এই লস টি না হয়. এখন গত কাল আমি আবার সব অর্থ আবার বিটকয়েন এ কনভার্ট করেছি, সেই সময় বিটকয়েন ৫৫K তে ছিল. এখন দেখা যাক, আমার এই কাজটি তে একটু হলেও লস কম হয়েছে। আমি এখন আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব বিটকয়েন কিনছি আপনার মতোই লং টার্ম এ হোল্ড করার জন্য। এখন দেখা যাক ১০০K এর পর এটি আমাকে কি পরিমান লাভ দেয়.
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: God Of Thunder on July 06, 2024, 08:00:30 AM
হঠাত করে মার্কেট কেনো এমন হয়ে গেলো আশা করি সবাই জানেন। এমটি গক্স একচেঞ্জ তাদের ইউজারদেরকে পেমেন্ট দেয়ার প্রসেস শুরু করতে যাচ্ছে এবং তারা অলরেডি ৪৭০০০ বিটকয়েন কোল্ড ওয়ালেট থেকে সরিয়েছে। এই নিউজের সাথে সাথেই বিটকয়েন একদম ৫৪ হাজারে ক্র্যাশ করে বসে। অনেকেই প্রেডিক্ট করছে যে বিটকয়েন আবার ৩০ হাজারের নিচে চলে আসবে। আমার ১০০০ ডলারের একটা লোন ছিলো, অনেকটা বাধ্য হয়ে গতকাল ৫৪ হাজারে ১১০০ ডলারের বিটকয়েন সেল দিয়ে লোন পরিশোধ করে দিয়েছি। এর পেছনে কারণ হলো, মার্কেট কবে রিকোভার করবে আমরা সেটা কেউ জানি না। মার্কেট যদি লম্বা সময় ডাউন থাকে, আমার সহ্য হলেও, পাওনাদারের সমস্যা হতে পারে। তাই বাধ্য হয়ে লোন পরিশোধ করে দিলাম। এবার যা হয় হোক! আমি হোল্ডিং করতেই থাকবো!
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: kulkhan on July 07, 2024, 09:35:25 PM
এই তো ভাই অবস্থা, বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ অনেকেই আতংকিত হয়ে পড়েছে। জানিনা এই ডাম্প টি এই মাস এর মধ্যে রিকোভার করতে পারবে কিনা, বিটকয়েন যখন আস্তে আস্তে কমতে কমতে ৬০K পর্যন্ত আসে তখনি আমি বুঝেছিলাম যে এটি আরো কমে যাবে, তাই ৬০K থাকা অবস্থায় আমি আমার সব বিটকয়েন ডলার এ কনভার্ট করে রাখছিলাম, যাতে এই লস টি না হয়. এখন গত কাল আমি আবার সব অর্থ আবার বিটকয়েন এ কনভার্ট করেছি, সেই সময় বিটকয়েন ৫৫K তে ছিল. এখন দেখা যাক, আমার এই কাজটি তে একটু হলেও লস কম হয়েছে। আমি এখন আমার সাধ্য অনুযায়ী যতটা সম্ভব বিটকয়েন কিনছি আপনার মতোই লং টার্ম এ হোল্ড করার জন্য। এখন দেখা যাক ১০০K এর পর এটি আমাকে কি পরিমান লাভ দেয়.
ক্রিপ্টোকারেন্সি মারকেট সব সময় অনিশ্চিত। সবার ধারণা ছিল বিটকয়েন হাল্ডিংয়ের পরে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে কিন্তু এখন লক্ষ্য করা যাচ্ছে তেমনটি না হয়ে বিটকয়েনের মূল্য এখন কমতে শুরু করেছে। এবং এই ডাম্প নিয়মিতভাবে চলছে।

আমি মনে করি এই ডামটি বিটকয়েনের মূল্যের কারেকশন। কারেকশনটি সম্পন্ন হলে তারপর আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু হবে বলে আমি মনে করি। এখান এই দাম কমার কারণে অনেকে বিটকয়েন কিনে দীর্ঘদিনের জন্য হোল্ড করবে, এর ফলে বিটকয়েনের মূল্য ধীরে ধীরে বৃদ্ধি পাবে।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: JISAN on July 08, 2024, 12:01:21 PM
হঠাত করে মার্কেট কেনো এমন হয়ে গেলো আশা করি সবাই জানেন। এমটি গক্স একচেঞ্জ তাদের ইউজারদেরকে পেমেন্ট দেয়ার প্রসেস শুরু করতে যাচ্ছে এবং তারা অলরেডি ৪৭০০০ বিটকয়েন কোল্ড ওয়ালেট থেকে সরিয়েছে। এই নিউজের সাথে সাথেই বিটকয়েন একদম ৫৪ হাজারে ক্র্যাশ করে বসে। অনেকেই প্রেডিক্ট করছে যে বিটকয়েন আবার ৩০ হাজারের নিচে চলে আসবে। আমার ১০০০ ডলারের একটা লোন ছিলো, অনেকটা বাধ্য হয়ে গতকাল ৫৪ হাজারে ১১০০ ডলারের বিটকয়েন সেল দিয়ে লোন পরিশোধ করে দিয়েছি। এর পেছনে কারণ হলো, মার্কেট কবে রিকোভার করবে আমরা সেটা কেউ জানি না। মার্কেট যদি লম্বা সময় ডাউন থাকে, আমার সহ্য হলেও, পাওনাদারের সমস্যা হতে পারে। তাই বাধ্য হয়ে লোন পরিশোধ করে দিলাম। এবার যা হয় হোক! আমি হোল্ডিং করতেই থাকবো!
হ্যা বিটকয়েনের এখন অনেক করুন অবস্থা। আর বিটকয়েনের দাম কমলে অন্যান্য কয়েনগুলোর দাম অটোমেটিক কমে যাইয় তাই এখন ক্রিপ্টো মার্কেটের বেহাল অবস্থা দেখা যাচ্ছে বিটকয়েনের দাম আরো কমতে পারে পরিস্থি তাই ইঙ্গিত দিচ্ছে। মার্কেটের ভালো অবস্থা দেখে অনেকে আল্টকয়েনে বিনিয়োগ করেছে ।যদি বিটকয়েনের দাম ৫০ হাজারের নিচে চলে আসে তাইলে মার্কেট তার ভার্সাম্য হারিয়ে ফেলবে তখন আল্টকয়েনের অবস্থা করুন হবে। দেখা যাক কি হয় তবে অবস্থা সুবিধার মনে হচ্ছে না
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: God Of Thunder on July 08, 2024, 03:54:30 PM
হ্যা বিটকয়েনের এখন অনেক করুন অবস্থা। আর বিটকয়েনের দাম কমলে অন্যান্য কয়েনগুলোর দাম অটোমেটিক কমে যাইয় তাই এখন ক্রিপ্টো মার্কেটের বেহাল অবস্থা দেখা যাচ্ছে বিটকয়েনের দাম আরো কমতে পারে পরিস্থি তাই ইঙ্গিত দিচ্ছে। মার্কেটের ভালো অবস্থা দেখে অনেকে আল্টকয়েনে বিনিয়োগ করেছে ।যদি বিটকয়েনের দাম ৫০ হাজারের নিচে চলে আসে তাইলে মার্কেট তার ভার্সাম্য হারিয়ে ফেলবে তখন আল্টকয়েনের অবস্থা করুন হবে। দেখা যাক কি হয় তবে অবস্থা সুবিধার মনে হচ্ছে না

বিটকয়েনের যা হয় হোক! আমি বিটকয়েন নিয়ে কোনো প্রকার চিন্তা করি না। কারন আমি বিশ্বাস করি যে আজকে যদি বিটকয়েন ১০ হাজার ডলারে চলে আসে, আগামী ২ বছরে বিটকয়েন হয়তো রিকোভার করে ফেলবে। কিন্তু আপনি যদি অল্টকয়েন মার্কেটের কথা চিন্তা করেন, যে ইনভেষ্টর একবার একটা অল্টকয়েন থেকে লস করে বের হয়ে যায়, সে আর কখনোই সেই অল্টকয়েনে ফিরে আসবে না। কিন্তু বিয়ার মার্কেট কিছু কিছু অল্টকয়েনকে একেবারে ডেড করে ফেলে।

বর্তমানে অনেক অল্টকয়েন অলরেডি প্রচুর ডাউনে চলে গেছে। বিটকয়েন ২৭ হাজারে থাকা অবস্থায় যে কয়েন হাফ ডলারে ছিলো, সেই কয়েন এখন ২০ সেন্ট এ চলে আসছে। এটা শুধু একটা উদাহারণ। বেশিরভাগ কয়েনগুলো ২ থেকে ৩ গুন ডাম্প করে বসে আছে। এর পরে অল্টকয়েন মার্কেটে যেটা হবে, সেটা হচ্ছে ব্লিডিং! ফান্ড নিয়ে রেডি থাকেন সবাই। এই বছরে বুল রান হয়তো পাচ্ছে না। কারন এম টি গক্স পেমেন্ট করবে আরো ৩ মাস পরে। এই ৩ মাসে কয়েকবার ডাম্প দেখবেন। আর পেমেন্ট করার সময় আরো ডাম্প হবে।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: JISAN on July 09, 2024, 10:05:21 AM
হ্যা বিটকয়েনের এখন অনেক করুন অবস্থা। আর বিটকয়েনের দাম কমলে অন্যান্য কয়েনগুলোর দাম অটোমেটিক কমে যাইয় তাই এখন ক্রিপ্টো মার্কেটের বেহাল অবস্থা দেখা যাচ্ছে বিটকয়েনের দাম আরো কমতে পারে পরিস্থি তাই ইঙ্গিত দিচ্ছে। মার্কেটের ভালো অবস্থা দেখে অনেকে আল্টকয়েনে বিনিয়োগ করেছে ।যদি বিটকয়েনের দাম ৫০ হাজারের নিচে চলে আসে তাইলে মার্কেট তার ভার্সাম্য হারিয়ে ফেলবে তখন আল্টকয়েনের অবস্থা করুন হবে। দেখা যাক কি হয় তবে অবস্থা সুবিধার মনে হচ্ছে না

বিটকয়েনের যা হয় হোক! আমি বিটকয়েন নিয়ে কোনো প্রকার চিন্তা করি না। কারন আমি বিশ্বাস করি যে আজকে যদি বিটকয়েন ১০ হাজার ডলারে চলে আসে, আগামী ২ বছরে বিটকয়েন হয়তো রিকোভার করে ফেলবে। কিন্তু আপনি যদি অল্টকয়েন মার্কেটের কথা চিন্তা করেন, যে ইনভেষ্টর একবার একটা অল্টকয়েন থেকে লস করে বের হয়ে যায়, সে আর কখনোই সেই অল্টকয়েনে ফিরে আসবে না। কিন্তু বিয়ার মার্কেট কিছু কিছু অল্টকয়েনকে একেবারে ডেড করে ফেলে।
বিটকয়েনের দাম যতই ডাম্প করুক তা আবার রিকভারি হবে এটা আমরা সবাই জানি তবে এ ক্ষেত্রে একটা সমস্যা হলো আপনি উচ্চ দামে বিটকয়েনে বিনিয়োগ করার পর যখন এর দাম কমে যাবে তখন আফসোস হবে যে যদি ডাম্প হবার পর কিনতে পারতাম তাহলে অনেক বেশি প্রফিট করা সম্ভব হতো। এর জন্য DCA মেথডে ইনভেস্ট করলে সেই বিষয়টি ব্যালেন্স হয়। যাইহোক এটা মেনে নেওয়ার মতো কথা যে বিটকয়েনের দাম যতই কমে যাক না কেনো তা ২-৩ বছরের মধ্যে আবারো রিকভার হয়ে সাথে ভালো প্রফিটও দিতে সক্ষম। তবে এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো এতো দীর্ঘ সময় হোল্ডিং করা কারন আমরা মধ্যবিত্ত মানুষ তাই আমাদের পক্ষে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করাটা অনেক কঠিন টাস্ক।

Quote
বর্তমানে অনেক অল্টকয়েন অলরেডি প্রচুর ডাউনে চলে গেছে। বিটকয়েন ২৭ হাজারে থাকা অবস্থায় যে কয়েন হাফ ডলারে ছিলো, সেই কয়েন এখন ২০ সেন্ট এ চলে আসছে। এটা শুধু একটা উদাহারণ। বেশিরভাগ কয়েনগুলো ২ থেকে ৩ গুন ডাম্প করে বসে আছে। এর পরে অল্টকয়েন মার্কেটে যেটা হবে, সেটা হচ্ছে ব্লিডিং! ফান্ড নিয়ে রেডি থাকেন সবাই। এই বছরে বুল রান হয়তো পাচ্ছে না। কারন এম টি গক্স পেমেন্ট করবে আরো ৩ মাস পরে। এই ৩ মাসে কয়েকবার ডাম্প দেখবেন। আর পেমেন্ট করার সময় আরো ডাম্প হবে।
হুম সেটাই দেখা যাচ্ছে এই বছরের শেষের দিকে মার্কেট অনেক ভালো হতো এমনটা প্রেডিকসন করে অনেক প্রো ইনভেস্টরসরাও প্রচুর পরিমানে বিনিয়োগ করে রেখেছেন তবে Mt. Gox এর প্যামেন্ট দেওয়ার বিষয়াটা সবকিছু উলটপালট করে দিলো যাইহোক এটা আমাদের জন্য ভালো খবর যে আমরা একটা সুযোগ পাবো এখন ইনভেস্টমেন্ট করারা ।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: God Of Thunder on July 09, 2024, 04:26:54 PM
এর জন্য DCA মেথডে ইনভেস্ট করলে সেই বিষয়টি ব্যালেন্স হয়। যাইহোক এটা মেনে নেওয়ার মতো কথা যে বিটকয়েনের দাম যতই কমে যাক না কেনো তা ২-৩ বছরের মধ্যে আবারো রিকভার হয়ে সাথে ভালো প্রফিটও দিতে সক্ষম। তবে এখানে আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো এতো দীর্ঘ সময় হোল্ডিং করা কারন আমরা মধ্যবিত্ত মানুষ তাই আমাদের পক্ষে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করাটা অনেক কঠিন টাস্ক।
আমরা যারা বিটকয়েনটক থেকে এসেছি, আমি আশা করি তারা বেশিরভাগই DCA করে করে বিটকয়েন জমাতে পেরেছেন। এই ফোরামে হয়তো সিগন্যাচার ক্যাম্পেইন গুলো বিগত কয়েকমাস ধরে চালু হয়েছে, কিন্তু বিটকয়েনটক ফোরামে যারা ক্যাম্পেইনে ছিলো বা আছে, তারা কিন্তু প্রতি সপ্তাহে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট পাচ্ছে এবং তাদের জন্য এটা হোল্ড করা আহামরি কিছু না। আমি কখনোই হোল্ড করার জন্য বিটকয়েন ক্রয় করিনি, তবে আমার যতো বিটকয়েন হোল্ডিং আছে, তার পুরোটাই আসলে সিগনেচার ক্যাম্পেইন থেকে পাওয়া যেটা একটা পিওর DCA।

হুম সেটাই দেখা যাচ্ছে এই বছরের শেষের দিকে মার্কেট অনেক ভালো হতো এমনটা প্রেডিকসন করে অনেক প্রো ইনভেস্টরসরাও প্রচুর পরিমানে বিনিয়োগ করে রেখেছেন তবে Mt. Gox এর প্যামেন্ট দেওয়ার বিষয়াটা সবকিছু উলটপালট করে দিলো যাইহোক এটা আমাদের জন্য ভালো খবর যে আমরা একটা সুযোগ পাবো এখন ইনভেস্টমেন্ট করারা ।
বিটকয়েন এখন প্রায় প্রতিদিন ২-১% করে করে ওপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। মারকেট প্রতিদিনই অনেক বেশি মুভমেন্ট করতেছে যেকারনে সাধারন ইনভেস্টর রা এখনো বুঝতে পারছে না যে তারা আসলে ইনভেস্ট করবে কোথায়! আমিও এক প্রকার চিপায় বসে আছি। অলটকয়েন সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ নিয়ে বসে আছি। লস রিকোভার কবে করতে পারবো জানি না।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Azharul on August 23, 2024, 08:14:03 PM
বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ  কয়েন। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন এর দাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন দাম আবার বেড়ে গেছে। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম কমে গেলে অনেক চিন্তার কোন কারন নেই। আমরা কারন লক্ষ করলে দেখতে পাব কিছু দিন পর বিটকয়েন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তবে সমস্যার কারন হল আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমরা অনেক দিন যাবত বিটকয়েন হোল্ড করে রাখতে পারি না। তাই আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তবে আশা করা যায় যতই দাম কমে যায় না কেন খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার আগের দামে ফিরে আসবে। তাই এই বিষয়ে বেশি চিন্তা না করে আমাদের নিজেদের কাজে মনযোগী হওয়া সঠিক হবে বলে আমি মনে করি।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Crypto Library on August 23, 2024, 10:37:44 PM
আমরা যারা বিটকয়েনটক থেকে এসেছি, আমি আশা করি তারা বেশিরভাগই DCA করে করে বিটকয়েন জমাতে পেরেছেন। এই ফোরামে হয়তো সিগন্যাচার ক্যাম্পেইন গুলো বিগত কয়েকমাস ধরে চালু হয়েছে, কিন্তু বিটকয়েনটক ফোরামে যারা ক্যাম্পেইনে ছিলো বা আছে, তারা কিন্তু প্রতি সপ্তাহে বিটকয়েনের মাধ্যমে পেমেন্ট পাচ্ছে এবং তাদের জন্য এটা হোল্ড করা আহামরি কিছু না। আমি কখনোই হোল্ড করার জন্য বিটকয়েন ক্রয় করিনি, তবে আমার যতো বিটকয়েন হোল্ডিং আছে, তার পুরোটাই আসলে সিগনেচার ক্যাম্পেইন থেকে পাওয়া যেটা একটা পিওর DCA।
এই বিষয়ে খালি আপনি না আমার নিজেরও বিটকয়েনে বেশিরভাগ ইনভেস্টমেন্টই বিটকয়েন টক ফোরাম এর সিগনেচার ক্যাম্পেইন থেকেই করা।
আর সত্যি কথা বলতে বর্তমানে প্রতি সপ্তাহেছে আমি ১০ ডলার করে বিটকয়েন এডপশন করি এটাও সিগনেচার ক্যাম্পেইন থেকে। কিন্তু গত মাসে কিছু ইনভেস্টমেন্ট করেছি যার মধ্যে অন্যান্য ইনকাম এর ফান্ড ছিল কিন্তু সেগুলো ক্রিপ্টো  বেসড আমি কখনো ক্রিপ্টো কারেন্সিতে ফিয়াট কারেন্সি দিয়ে ইনভেস্টমেন্ট করি না। যা ইনভেস্টমেন্ট এই ক্রিপ্টো থেকেই আর্নিং করি।   :D
Quote
বিটকয়েন এখন প্রায় প্রতিদিন ২-১% করে করে ওপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে। মারকেট প্রতিদিনই অনেক বেশি মুভমেন্ট করতেছে যেকারনে সাধারন ইনভেস্টর রা এখনো বুঝতে পারছে না যে তারা আসলে ইনভেস্ট করবে কোথায়! আমিও এক প্রকার চিপায় বসে আছি। অলটকয়েন সব সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ এ নিয়ে বসে আছি। লস রিকোভার কবে করতে পারবো জানি না।
আর এর জন্যই আপনার উচিত DCA স্ট্রাটেজি ফলো করা রিস্ক ম্যানেজমেন্ট করার সবচাইতে সহজ উপায় হলো এটি আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনি DCA মেথড ফলো করে ইনভেস্টমেন্ট চালিয়ে যান তাহলে প্রফিট হবেই যদিও আরো আগে থেকে এই স্ট্রাটেজি  ফলো করলে এখন অন প্রফিটে থাকতেন, যদিও আমি জানিনা আপনি প্রফিটে আছেন কিনা।
কিন্তু আমার ক্ষেত্রে বর্তমানে আমার DCA স্ট্রাটেজি ফলো করে টোটাল  ইনভেস্টমেন্ট এর  দ্বিগুণ প্রফিট রয়েছে।





বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ  কয়েন। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন এর দাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন দাম আবার বেড়ে গেছে। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম কমে গেলে অনেক চিন্তার কোন কারন নেই। আমরা কারন লক্ষ করলে দেখতে পাব কিছু দিন পর বিটকয়েন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তবে সমস্যার কারন হল আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমরা অনেক দিন যাবত বিটকয়েন হোল্ড করে রাখতে পারি না। তাই আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তবে আশা করা যায় যতই দাম কমে যায় না কেন খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার আগের দামে ফিরে আসবে। তাই এই বিষয়ে বেশি চিন্তা না করে আমাদের নিজেদের কাজে মনযোগী হওয়া সঠিক হবে বলে আমি মনে করি।
আপনার খুব বেশি পরিমাণে বিটকয়েন হোল্ডিং করার বা বিটকয়েন ইনভেস্টমেন্ট করার প্রয়োজন নেই খুবই অল্প পরিমাণে প্রতি মাসে অথবা প্রতি উইকে একটি ইনভেস্টমেন্ট করেন যেটা আপনার পরিবার চালানোতে কোন ইম্প্যাক্ট না ফেলে।
অনেকটা মনে করবেন ব্যাংকে ফিক্স ডিপোজিট রেখেছেন এবং সেটা এক বছর অথবা পাঁচ বছর যাবত চলবে।

আর একটা সাজেশন আপনি আপনার সিগনেচারের শুরুতে "[" এড করে দেন ।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: God Of Thunder on August 28, 2024, 03:08:46 PM
বিটকয়েন পুরো সপ্তাহ জুরে একুমুলেশন করতে করতে প্রায় ৬৫ হাজারে ডলারে চলে গিয়েছিলো। কালকে রাতে ঘুমানোর আগেও দেখলাম বিটকয়েন ৬২ হাজার ৬৩ হাজারের মধ্যে আছে। রাত ৩ টার পর হুঠ করে বিটকয়েন ৫৮ হাজারে নেমে আসে এবং কিছু খবর অনুযায়ী $110,000,000 লিকুইডেট হইছে শুধুমাত্র ৬০ মিনিটের ভেতরে। মার্কেট কখন কোন দিকে মুভ নেয় সেটা আসলে বোঝা মুশকিল।

বড় বড় রাঘব বোয়ালদের হাতে লাখ লাখ বিটকয়েন পরে আছে যেগুলোর ৫% মুভ করালেই মার্কেট ক্রাশ করে। অল্টকয়েন গুলো ছাগলের ৩ নাম্বার বাচ্চার মতো হয়ে গেছে। মোটেও দুধ পাচ্ছে না। পুরো সপ্তাহে যা একুমুলেট করে, একদিনের ঝটকায় তার ২ গুন নিচে নেমে যায়। যেখানে ইথেরিয়ামের মতো কয়েন ষ্ট্রাগল করছে, সেখানে অন্যান্য কয়েনের অবস্থা কি হচ্ছে দেখেন।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Vision pro on August 29, 2024, 12:33:24 PM
চাইলে এই টপিকটি আমি অন্য চাইল্ড বোর্ডে করতে পারতাম কিন্তু এখানে করলাম কেন কিছু ডিসকাশন হয়। কারণ অন্যান্য চাইল্ড বোর্ডে করলে বেশিরভাগ মানুষে দেখতে পায় না বা নজরে রাখে না।

যেমনটি টপিক টাইটেল দেখছেন। কি অবস্থা শুধু বিটকয়েন না তো পুরো হোল মার্কেট এ অনেক ভালো ভালো আল্ট কয়েন ও ভালো ডাম্পিং করেছে আজকে। কি মনে হয় আপনাদের এটা কতদিনের রিকভার করবে ?

যাই হোক এই ডাম্প আমার জন্য এক হিসেবে ভালই হয়েছে আমি লং টার্ম এ হোল্ডিং করা কয়েন গুলো সেল দিয়ে এতদিন যাবত আফসোস করতে ছিলাম যাই হোক আজকে পুনরায় আবার সেগুলো এডপ্ট করতে পারলাম পাশাপাশি আরো ৪০০ ডলারের মতন বিটিসি কিনে রাখলাম লং টার্ম এর জন্য। দেখা যাক বিটকয়েন ১ লাখের উপরে গেলে আমাকে প্রফিট  দ্বিগুণ করে দিতে পারে কিনা :D
আপনার বিশ্লেষণ এবং স্ট্র্যাটেজি বেশ ভালো লাগলো। বর্তমান বাজার পরিস্থিতি অনেকের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, তবে আপনি যেভাবে ডাম্পের সুযোগ কাজে লাগিয়ে পুনরায় ক্রয় করেছেন, সেটা বেশ কৌশলী পদক্ষেপ। লং টার্ম ইনভেস্টরদের জন্য এই ধরনের ডিপে কেনাকাটা একটি সাধারণ কৌশল, কারণ অনেক সময়েই ডাম্পের পরে বাজার রিকভার করে এবং বড় প্রফিটের সুযোগ তৈরি হয়।

মার্কেটের রিকভারি কতদিনে হবে, সেটা অনুমান করা কঠিন। তবে, বিটকয়েন এবং অন্যান্য প্রধান আল্টকয়েনের ক্ষেত্রে সাধারণত দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাজার পুনরুদ্ধার করে। অনেক সময়ই বিটকয়েনের মূল্য পতনের পরে বড় আপট্রেন্ড দেখা গেছে, যেমন আপনি উল্লেখ করেছেন যে বিটকয়েন ১ লাখ ডলারের উপরে যেতে পারে। এরকম সম্ভাবনা বাজারে রয়েছে, বিশেষ করে যদি বিটকয়েনের ব্যাপক গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং বড় প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করতে থাকে।

আপনার এ ধরনের ডিসকাশন অন্যান্যদের জন্যও সহায়ক হতে পারে, কারণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আলোচনা করলে সবাই নতুন কিছু শিখতে পারে।

আপনার লং টার্ম হোল্ডিংয়ের জন্য শুভকামনা রইল। আপনার ইনভেস্টমেন্ট কৌশল যদি আপনার বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত হয়, তাহলে আপনার লক্ষ্যে পৌঁছানো সম্ভব হতে পারে।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: smartaction on October 07, 2024, 12:13:09 PM
চাইলে এই টপিকটি আমি অন্য চাইল্ড বোর্ডে করতে পারতাম কিন্তু এখানে করলাম কেন কিছু ডিসকাশন হয়। কারণ অন্যান্য চাইল্ড বোর্ডে করলে বেশিরভাগ মানুষে দেখতে পায় না বা নজরে রাখে না।

যেমনটি টপিক টাইটেল দেখছেন। কি অবস্থা শুধু বিটকয়েন না তো পুরো হোল মার্কেট এ অনেক ভালো ভালো আল্ট কয়েন ও ভালো ডাম্পিং করেছে আজকে। কি মনে হয় আপনাদের এটা কতদিনের রিকভার করবে ?

যাই হোক এই ডাম্প আমার জন্য এক হিসেবে ভালই হয়েছে আমি লং টার্ম এ হোল্ডিং করা কয়েন গুলো সেল দিয়ে এতদিন যাবত আফসোস করতে ছিলাম যাই হোক আজকে পুনরায় আবার সেগুলো এডপ্ট করতে পারলাম পাশাপাশি আরো ৪০০ ডলারের মতন বিটিসি কিনে রাখলাম লং টার্ম এর জন্য। দেখা যাক বিটকয়েন ১ লাখের উপরে গেলে আমাকে প্রফিট  দ্বিগুণ করে দিতে পারে কিনা :D


বিটকয়েনের দাম রিকভারি হতে শুরু করেছে।তবে ১০০K  কবে হবে এটা দেখার জন্য অপেক্ষা করছি যানি না এই বছরের শেষের দিকে যাবে কিনা।তবে আপনে যদি বিটকয়েন গুলো ধরে রাখতে পারেন কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।বিটকয়েনের বিনিয়োগ করলে লং টার্ম ধরে রাখতে না পারলে লাভ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।হ্যাঁ এটা মানতে হবে বিটকয়েনের দাম ডাম্প হলে প্রায় সকল আল্ট কয়েন গুলোর ডাম্প হয়।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Crypto Library on October 07, 2024, 09:07:43 PM
বিটকয়েনের দাম রিকভারি হতে শুরু করেছে।তবে ১০০K  কবে হবে এটা দেখার জন্য অপেক্ষা করছি যানি না এই বছরের শেষের দিকে যাবে কিনা।তবে আপনে যদি বিটকয়েন গুলো ধরে রাখতে পারেন কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।বিটকয়েনের বিনিয়োগ করলে লং টার্ম ধরে রাখতে না পারলে লাভ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।হ্যাঁ এটা মানতে হবে বিটকয়েনের দাম ডাম্প হলে প্রায় সকল আল্ট কয়েন গুলোর ডাম্প হয়।
আমি তো ভাবতেছি এই বছর যদি বিটকয়েন 100k না হয় তাহলে সেলই দিব না দরকার পড়লে আরো একটা হাল্ভিং পিরিয়ড পর্যন্ত আমার বিটকয়েন গুলোকে হোল্ডিং করব এবং ডিসি এ  অনুযায়ী বিটকয়েনের অ্যামাউন্টটাকে বাড়াতে থাকবো।
তাছাড়া বর্তমানে বিটকয়েন ে বড়সড়ো ইনভেস্টমেন্ট করে খুব একটা লাভ হবে না কারণ এখন মার্কেট অনেকটাই বুল রান শুরু হওয়ার প্রাথমিক স্টেপে রয়েছে আই মিন মার্কেট এখন বুলিস। তবে যারা আসলে  ট্রেডিং জানে তারা বিটকয়েন ডে ট্রেডিং করে যাচ্ছে এবং সেই সাথে প্রফিট অর্জন করছে।
যাইহোক আমার বর্তমানে বিটকয়েনে আর বড়  ধরণের ইনভেস্টমেন্ট করার প্ল্যান নেই যতটুকু রয়েছে ততটুকু রেখে দিতে চাই এবং পরবর্তীতে সামনের বেয়ার সিজন এর জন্য আপাতত স্টেবল কয়েন হোল্ড করে রাখতে চাই যেন বেয়ার সিজনে বিটকয়েনের উপর ইনভেস্টমেন্ট করতে পারি লং টার্ম এর জন্য।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: God Of Thunder on October 08, 2024, 03:34:21 PM
যাইহোক আমার বর্তমানে বিটকয়েনে আর বড়  ধরণের ইনভেস্টমেন্ট করার প্ল্যান নেই যতটুকু রয়েছে ততটুকু রেখে দিতে চাই এবং পরবর্তীতে সামনের বেয়ার সিজন এর জন্য আপাতত স্টেবল কয়েন হোল্ড করে রাখতে চাই যেন বেয়ার সিজনে বিটকয়েনের উপর ইনভেস্টমেন্ট করতে পারি লং টার্ম এর জন্য।

যারা ফোরাম মেম্বার এবং সিগন্যাচার ক্যাম্পেইনে আছে, তাদের জন্য আসলে ডিসিএ করা অনেক সহজ একটা ব্যাপার। আমি আজ অব্দি হোল্ড করার জন্য কখনোই বিটকয়েন কিনি নাই। সব সময় সিগন্যাচার ক্যাম্পেইনের পেমেন্টগুলো জমিয়ে জমিয়ে হোল্ড করে আসছি। আমি সাধারনত খুব বেশি প্রয়োজন না হলে বিটকয়েন সেল দেই না। তবে এবছর কিছু ঋণ পরিষোধ করার জন্য বিটকয়েন সেল দিতে বাধ্য হয়েছি।

আমিও প্ল্যান করেছি আপাতত আর বিটকয়েন সেল করবো না। তবে যদি কোনো রকম ১০০ কে টাচ করে, তাহলে ৪০ থেকে ৫০% সেল করে দেয়ার প্ল্যান আছে। কারন বিটকয়েন মার্কেট এটা ১০০কে টাচ করে নিচে নামবে এটা শতভাগ শিওর। তবে আমি মুখিয়ে আছি এটা দেখার জন্য যে যখন বিটকয়েন ১০০কে টাচ করবে, তখন অল্টকয়েন মার্কেট কি হবে।

অল্টকয়েনে যদি পাম্প আসে, তাহলে ম্যাক্সিমাম কয়েন গুলো ১০ এক্স প্রফিট দিবে। আর কিছ কিছু কয়েন ২০ এক্স প্রফিট ও দিতে পারে। এই বুল রানেও আমি ডিসাইড নিবো কোন টোকেনে ইনভেষ্ট করবো।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: JISAN on October 09, 2024, 02:31:39 PM
বিটকয়েনের দাম রিকভারি হতে শুরু করেছে।তবে ১০০K  কবে হবে এটা দেখার জন্য অপেক্ষা করছি যানি না এই বছরের শেষের দিকে যাবে কিনা।তবে আপনে যদি বিটকয়েন গুলো ধরে রাখতে পারেন কয়েক মাসের মধ্যে ভালো পরিমাণের লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে।বিটকয়েনের বিনিয়োগ করলে লং টার্ম ধরে রাখতে না পারলে লাভ পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে।হ্যাঁ এটা মানতে হবে বিটকয়েনের দাম ডাম্প হলে প্রায় সকল আল্ট কয়েন গুলোর ডাম্প হয়।
আমি তো ভাবতেছি এই বছর যদি বিটকয়েন 100k না হয় তাহলে সেলই দিব না দরকার পড়লে আরো একটা হাল্ভিং পিরিয়ড পর্যন্ত আমার বিটকয়েন গুলোকে হোল্ডিং করব এবং ডিসি এ  অনুযায়ী বিটকয়েনের অ্যামাউন্টটাকে বাড়াতে থাকবো।
তাছাড়া বর্তমানে বিটকয়েন ে বড়সড়ো ইনভেস্টমেন্ট করে খুব একটা লাভ হবে না কারণ এখন মার্কেট অনেকটাই বুল রান শুরু হওয়ার প্রাথমিক স্টেপে রয়েছে আই মিন মার্কেট এখন বুলিস। তবে যারা আসলে  ট্রেডিং জানে তারা বিটকয়েন ডে ট্রেডিং করে যাচ্ছে এবং সেই সাথে প্রফিট অর্জন করছে।
যাইহোক আমার বর্তমানে বিটকয়েনে আর বড়  ধরণের ইনভেস্টমেন্ট করার প্ল্যান নেই যতটুকু রয়েছে ততটুকু রেখে দিতে চাই এবং পরবর্তীতে সামনের বেয়ার সিজন এর জন্য আপাতত স্টেবল কয়েন হোল্ড করে রাখতে চাই যেন বেয়ার সিজনে বিটকয়েনের উপর ইনভেস্টমেন্ট করতে পারি লং টার্ম এর জন্য।
আপনি যদি টাইট হোল্ডিং করতে পারেন যেমনটা আপনি বলেছেন । আপনি যদি আপনার বিটকয়েনের আরো একটি হালভিং পিরিয়ড পর্যন্ত হোল্ড করেন তাহলে সেটি আপনাকে অবশ্যই একটি ভালো প্রফিট দেবে এবং এটি আশা করা যায় যে বিটকয়েনের দাম এবারের Bull Run এ ১০০k  অতিক্রম না করলেও পরবর্তি Halving এর পর অবশ্যই বিটকয়েনের দাম ১ লাখ ডলার অতিক্রম করবে। তাই যদি আপনার টাইট লং টার্ম ইনভেস্টমেন্ট করার ইচ্ছা এবং মানসিকতা উভয় থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী DCA মেথডে বিটকয়েনের সংখ্যা আরো বাড়িয়ে যান
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: smartaction on October 11, 2024, 06:40:36 PM
বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ  কয়েন। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন এর দাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন দাম আবার বেড়ে গেছে। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম কমে গেলে অনেক চিন্তার কোন কারন নেই। আমরা কারন লক্ষ করলে দেখতে পাব কিছু দিন পর বিটকয়েন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তবে সমস্যার কারন হল আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমরা অনেক দিন যাবত বিটকয়েন হোল্ড করে রাখতে পারি না। তাই আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তবে আশা করা যায় যতই দাম কমে যায় না কেন খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার আগের দামে ফিরে আসবে। তাই এই বিষয়ে বেশি চিন্তা না করে আমাদের নিজেদের কাজে মনযোগী হওয়া সঠিক হবে বলে আমি মনে করি।


ক্রিপ্ট জগতের মধ্যে বিটকয়েনে বিনিয়োগ করে সব থেকে বেশি নিরাপদ আমি মনে করি।বিটকয়েনে  এ বিনিয়োগ করার পরে বিটকয়েনের দাম কমে গেলেও চিন্তার কোন কারণ নাই কারণ যত বেশি কমে যাক না কেনো বিটকয়েনের দাম রিকভারি হতে সময় লাগে না সেটা একমাস পরে হোক বা ছয় মাস পরে ঠিকই রিকভারি হবে।তবে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করবে।এখন যদি বিটকয়েনে বিনিয়োগ করা যায় তবে ঠিক হবে কিনা সঠিক বুঝতে পারচ্ছি না তাই আমি বিনিয়োগ থেকে কিছু দিনের জন্য বিরত থাকবো।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Crypto Library on October 12, 2024, 12:43:30 PM
আপনি যদি টাইট হোল্ডিং করতে পারেন যেমনটা আপনি বলেছেন । আপনি যদি আপনার বিটকয়েনের আরো একটি হালভিং পিরিয়ড পর্যন্ত হোল্ড করেন তাহলে সেটি আপনাকে অবশ্যই একটি ভালো প্রফিট দেবে এবং এটি আশা করা যায় যে বিটকয়েনের দাম এবারের Bull Run এ ১০০k  অতিক্রম না করলেও পরবর্তি Halving এর পর অবশ্যই বিটকয়েনের দাম ১ লাখ ডলার অতিক্রম করবে। তাই যদি আপনার টাইট লং টার্ম ইনভেস্টমেন্ট করার ইচ্ছা এবং মানসিকতা উভয় থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী DCA মেথডে বিটকয়েনের সংখ্যা আরো বাড়িয়ে যান
এখন দেখা যাক মার্কেট কোন দিকে করায় অনেকে তো meme বের করতেছে এর আগের হালভিং এর পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে এবং এইবারের হালভিং পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে. যেভাবে বিটকয়েন মার্কেট হালভিং পিরিয়ড শুরু হওয়ার পূর্বেই এর অলটাইম হাই প্রাইসকে ক্রস করলো তাতে বেশিরভাগ  এনালিস্টরা মনে করেছিল বিটকয়েন হয়তো এবার ১৫০কে কেউ ছাড়িয়ে যাবে।
কিন্তু এবার কিছুটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে মার্কেটে যাই হোক আমাদের FUD এ পড়ে গেলে চলবে না আমি নিয়মিত প্রতি সপ্তাহে ১০ ডলারের বিটিসি  অ্যাডপশন চেষ্টা করি. কোন সপ্তাহে মিস গেলে মাসের গুলো একত্রে কিনে রাখি আর এটার দ্বারা  ধারাবাহিকতা বজায় রাখতে চাইতেছি। খুব বেশি জরুরি অবস্থা না হলে এখান থেকে টাকা উঠাবো না ইনশাল্লাহ।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: JISAN on October 12, 2024, 05:16:02 PM
আপনি যদি টাইট হোল্ডিং করতে পারেন যেমনটা আপনি বলেছেন । আপনি যদি আপনার বিটকয়েনের আরো একটি হালভিং পিরিয়ড পর্যন্ত হোল্ড করেন তাহলে সেটি আপনাকে অবশ্যই একটি ভালো প্রফিট দেবে এবং এটি আশা করা যায় যে বিটকয়েনের দাম এবারের Bull Run এ ১০০k  অতিক্রম না করলেও পরবর্তি Halving এর পর অবশ্যই বিটকয়েনের দাম ১ লাখ ডলার অতিক্রম করবে। তাই যদি আপনার টাইট লং টার্ম ইনভেস্টমেন্ট করার ইচ্ছা এবং মানসিকতা উভয় থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী DCA মেথডে বিটকয়েনের সংখ্যা আরো বাড়িয়ে যান
এখন দেখা যাক মার্কেট কোন দিকে করায় অনেকে তো meme বের করতেছে এর আগের হালভিং এর পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে এবং এইবারের হালভিং পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে. যেভাবে বিটকয়েন মার্কেট হালভিং পিরিয়ড শুরু হওয়ার পূর্বেই এর অলটাইম হাই প্রাইসকে ক্রস করলো তাতে বেশিরভাগ  এনালিস্টরা মনে করেছিল বিটকয়েন হয়তো এবার ১৫০কে কেউ ছাড়িয়ে যাবে।
কিন্তু এবার কিছুটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে মার্কেটে যাই হোক আমাদের FUD এ পড়ে গেলে চলবে না আমি নিয়মিত প্রতি সপ্তাহে ১০ ডলারের বিটিসি  অ্যাডপশন চেষ্টা করি. কোন সপ্তাহে মিস গেলে মাসের গুলো একত্রে কিনে রাখি আর এটার দ্বারা  ধারাবাহিকতা বজায় রাখতে চাইতেছি। খুব বেশি জরুরি অবস্থা না হলে এখান থেকে টাকা উঠাবো না ইনশাল্লাহ।
মাঝে মাঝে বিটকয়েনের মধ্যে পজিটিভ কিছু দেখা যাচ্ছে আবার হঠাৎ করেই কমতে শুরু করছে বুঝতে পারতেছি না এবার কি হতে চলেছে। ১৫০কে হও আমি মনে করি না যে এই হালবিংএ সম্ভব হবে তবে ৮০ থেকে ৯০ হাজার অথবা সর্বোচ্চ এক লাখ ডলার হতে পারে। আমি গতকালকের আগের রাত্রে তখন সম্ভবত ২ ট বাজে তখন দেখতে পেলাম বিটকয়েন এর দাম ৬১ হাজার থেকে কমতে শুরু করেছে এবং ৫৮ হাজারের ঘরে হিট করেছে। তখন একটু আতঙ্কিত হলাম কিন্তু আবার অবাক হলাম যখন সকালে উঠে দেখতে পেলাম বিটকয়েনের দাম আবারো রিকভার হয়ে গেছে  এবং ৬২ হাজার ডলারে হিট করেছে। এবং আজকে তা ৬৩ হাজার ডলারের ওপরে দাম রয়েছে। এই বিষয়গুলো দেখে মাঝে মাঝে আতঙ্কিত হই আবার মাঝে মাঝে বিটকয়েন থেকে এই হার্ডিংএ ভালো কিছু আশা করি। তবে সামনে মাস থেকে ভালোভাবে বোঝা যাবে বিটকয়েনের সাথে এবছর আসলে কি হতে চলেছে
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: smartaction on October 16, 2024, 01:29:04 PM
আপনি যদি টাইট হোল্ডিং করতে পারেন যেমনটা আপনি বলেছেন । আপনি যদি আপনার বিটকয়েনের আরো একটি হালভিং পিরিয়ড পর্যন্ত হোল্ড করেন তাহলে সেটি আপনাকে অবশ্যই একটি ভালো প্রফিট দেবে এবং এটি আশা করা যায় যে বিটকয়েনের দাম এবারের Bull Run এ ১০০k  অতিক্রম না করলেও পরবর্তি Halving এর পর অবশ্যই বিটকয়েনের দাম ১ লাখ ডলার অতিক্রম করবে। তাই যদি আপনার টাইট লং টার্ম ইনভেস্টমেন্ট করার ইচ্ছা এবং মানসিকতা উভয় থাকে তাহলে সামর্থ্য অনুযায়ী DCA মেথডে বিটকয়েনের সংখ্যা আরো বাড়িয়ে যান
এখন দেখা যাক মার্কেট কোন দিকে করায় অনেকে তো meme বের করতেছে এর আগের হালভিং এর পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে এবং এইবারের হালভিং পরবর্তী মার্কেট সিচুয়েশন নিয়ে. যেভাবে বিটকয়েন মার্কেট হালভিং পিরিয়ড শুরু হওয়ার পূর্বেই এর অলটাইম হাই প্রাইসকে ক্রস করলো তাতে বেশিরভাগ  এনালিস্টরা মনে করেছিল বিটকয়েন হয়তো এবার ১৫০কে কেউ ছাড়িয়ে যাবে।
কিন্তু এবার কিছুটা ভিন্ন রূপ দেখা যাচ্ছে মার্কেটে যাই হোক আমাদের FUD এ পড়ে গেলে চলবে না আমি নিয়মিত প্রতি সপ্তাহে ১০ ডলারের বিটিসি  অ্যাডপশন চেষ্টা করি. কোন সপ্তাহে মিস গেলে মাসের গুলো একত্রে কিনে রাখি আর এটার দ্বারা  ধারাবাহিকতা বজায় রাখতে চাইতেছি। খুব বেশি জরুরি অবস্থা না হলে এখান থেকে টাকা উঠাবো না ইনশাল্লাহ।
মাঝে মাঝে বিটকয়েনের মধ্যে পজিটিভ কিছু দেখা যাচ্ছে আবার হঠাৎ করেই কমতে শুরু করছে বুঝতে পারতেছি না এবার কি হতে চলেছে। ১৫০কে হও আমি মনে করি না যে এই হালবিংএ সম্ভব হবে তবে ৮০ থেকে ৯০ হাজার অথবা সর্বোচ্চ এক লাখ ডলার হতে পারে। আমি গতকালকের আগের রাত্রে তখন সম্ভবত ২ ট বাজে তখন দেখতে পেলাম বিটকয়েন এর দাম ৬১ হাজার থেকে কমতে শুরু করেছে এবং ৫৮ হাজারের ঘরে হিট করেছে। তখন একটু আতঙ্কিত হলাম কিন্তু আবার অবাক হলাম যখন সকালে উঠে দেখতে পেলাম বিটকয়েনের দাম আবারো রিকভার হয়ে গেছে  এবং ৬২ হাজার ডলারে হিট করেছে। এবং আজকে তা ৬৩ হাজার ডলারের ওপরে দাম রয়েছে। এই বিষয়গুলো দেখে মাঝে মাঝে আতঙ্কিত হই আবার মাঝে মাঝে বিটকয়েন থেকে এই হার্ডিংএ ভালো কিছু আশা করি। তবে সামনে মাস থেকে ভালোভাবে বোঝা যাবে বিটকয়েনের সাথে এবছর আসলে কি হতে চলেছে

বিটকয়েনের বাজার এখন পজিটিভ দেখা যাচ্ছে আশ করছি কয়েক মাসের মধ্যে ৭৫ থেকে ৮৫ হাজারের মধ্যে যাবে।বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছি যখন বিটকয়েনের দাম কমতে শুরু করে ঠিক তখন অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি।দেখা যাক এই হালবিংএ বিটকয়েনের দাম কত হাজারে এ গিয়ে পৌঁছায়।যারা বিটকয়েন বিনিয়োগ করে রেখেছে তারা এখন অপেক্ষায় আছে কবে বিটকয়েনের দাম ৭৫ থেকে ৮৫ হাজারের মধ্যে যাবে।বিটকয়েন বর্তমান মূল্য আজকে রয়েছে ৬৭ হাজারের ঘরে আছে।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: kulkhan on October 22, 2024, 09:43:11 PM
বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ  কয়েন। আমরা মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন এর দাম অনেক কমে গেছে। আবার মাঝে মাঝে দেখতে পাই বিটকয়েন দাম আবার বেড়ে গেছে। তাই আমি মনে করি বিটকয়েন এর দাম কমে গেলে অনেক চিন্তার কোন কারন নেই। আমরা কারন লক্ষ করলে দেখতে পাব কিছু দিন পর বিটকয়েন আবার তার নিজের জায়গায় ফিরে এসেছে। তবে সমস্যার কারন হল আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সদস্য, আমরা অনেক দিন যাবত বিটকয়েন হোল্ড করে রাখতে পারি না। তাই আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে। তবে আশা করা যায় যতই দাম কমে যায় না কেন খুব তাড়াতাড়ি বিটকয়েন আবার আগের দামে ফিরে আসবে। তাই এই বিষয়ে বেশি চিন্তা না করে আমাদের নিজেদের কাজে মনযোগী হওয়া সঠিক হবে বলে আমি মনে করি।


ক্রিপ্ট জগতের মধ্যে বিটকয়েনে বিনিয়োগ করে সব থেকে বেশি নিরাপদ আমি মনে করি।বিটকয়েনে  এ বিনিয়োগ করার পরে বিটকয়েনের দাম কমে গেলেও চিন্তার কোন কারণ নাই কারণ যত বেশি কমে যাক না কেনো বিটকয়েনের দাম রিকভারি হতে সময় লাগে না সেটা একমাস পরে হোক বা ছয় মাস পরে ঠিকই রিকভারি হবে।তবে আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে বিটকয়েনের দাম বৃদ্ধি পেতে শুরু করবে।এখন যদি বিটকয়েনে বিনিয়োগ করা যায় তবে ঠিক হবে কিনা সঠিক বুঝতে পারচ্ছি না তাই আমি বিনিয়োগ থেকে কিছু দিনের জন্য বিরত থাকবো।
হা ঠিকই বলেছেন বিটকয়েন ক্রিপ্টো জগতে সবচেয়ে নিরাপদ এবং লাভজনক কয়েন। আমরা লক্ষ্য করছি বিটকয়েন প্রতিনিয়ত তার অল টাইম হাই কে অতিক্রম করছে। অর্থাৎ যে যখনই বিটকয়েন বিনিয়োগ করছেন না কেন সে কিছুদিনের ভিতরে প্রফিটে চলে যাচ্ছে। তাই আমি বলতে পারি নিঃসন্দেহে বিটকয়েন ক্ষিপ্ত জগতে সবচেয়ে লাভজনক এবং সবচেয়ে নিরাপদ বিনিয়োগের জায়গা। আমি মনে করি আজ পর্যন্ত যারা বিটকয়েনের বিনিয়োগ করেছেন তারা অধিকাংশ লোক কি প্রফিটে আছে। এমনকি যারা এখনো বিনিয়োগ করবে তারাও একদিন না একদিন ভালো প্রফিট করবে তাতে আমার কোন সন্দেহ নাই।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Wonder Work on October 25, 2024, 09:26:18 PM
বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছি যখন বিটকয়েনের দাম কমতে শুরু করে ঠিক তখন অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ি।
বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছেন এটা ভালো একটা দিক আমি বলব কারণ বিটকয়েন বিনিয়োগ করার পরে আপনার এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ এগুলা অন্যান্য মিম কয়েন না যে আপনি এখান থেকে প্রচুর পরিমাণে লস খেয়ে যাবে এটা একটি স্ট্রাবল কয়েন এখান থেকে খুব কম লস খাবে বা এখান থেকে লস খাবেন না বললেই চলে কারণ যদি আপনি দীর্ঘ সময়ের জন্য বিটকয়েন বিনিয়োগ করতে পারেন তাহলে আপনার জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে বলে মনে করি।
Title: Re: তো কি অবস্থা আপনাদের বিটকয়েন এর এই হঠাৎ ডাম্প এ?
Post by: Madmax789 on November 08, 2024, 06:47:19 PM
এমন কিছু সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের দাম শীঘ্রই $80k ছুঁয়ে যেতে পারে যদি $80k আমরা আশা করতে পারি এটি $100k-এ যাবে তবে 2024 সালে এটি ঘটবে কিনা জানি না কারণ এটি ব্যক্তিগতভাবে আমার কাছে অসম্ভাব্য বলে মনে হয়, বা এটি 2025 সালে ঘটতে পারে, যা মেসিমের জন্য খুব বেশি। আমি বিশ্বাস করি আমরা দেখব2025 সালে বিটকয়েন $100k বা তার সামান্য উপরে আঘাত করেছে।