Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on July 09, 2024, 06:18:30 PM

Title: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: kulkhan on July 09, 2024, 06:18:30 PM
আজ কয়েকটা নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম x এ দেখলাম বিনান্সের সিইও cz আবার বিনান্সে ফিরছে। আমি মনে করি এটা ক্রিপ্টো লাভারদের জন্য খুব একটা ভালো খবর। আমি মনে করি এটা বিনান্সের এবং ক্রিপ্টো কারেন্সি ভালো হবে। মার্কেট আপ হতে সাহায্য করবে এই সংবাদটি।

কারণ তিনি যখন ডিফোল্ডার প্রমাণিত হয়েছিলেন, এবং বিনান্স থেকে সরে গিয়েছিলেন সেটার নেতিবাচক প্রভাব মার্কেটে পড়েছিল। তাই তার নির্দোষ প্রমাণিত হওয়া এবং ফিরে আসা মার্কেটে পজেটিভ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আপনারাও কি তাই মনে করেন? মতামত দিন।
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: Crypto Library on July 10, 2024, 11:20:52 AM
আজ কয়েকটা নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম x এ দেখলাম বিনান্সের সিইও cz আবার বিনান্সে ফিরছে। আমি মনে করি এটা ক্রিপ্টো লাভারদের জন্য খুব একটা ভালো খবর। আমি মনে করি এটা বিনান্সের এবং ক্রিপ্টো কারেন্সি ভালো হবে। মার্কেট আপ হতে সাহায্য করবে এই সংবাদটি।

কারণ তিনি যখন ডিফোল্ডার প্রমাণিত হয়েছিলেন, এবং বিনান্স থেকে সরে গিয়েছিলেন সেটার নেতিবাচক প্রভাব মার্কেটে পড়েছিল। তাই তার নির্দোষ প্রমাণিত হওয়া এবং ফিরে আসা মার্কেটে পজেটিভ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আপনারাও কি তাই মনে করেন? মতামত দিন।
জেলখানা থেকে কবে বের হলো CZ? তিন মাস অলরেডি হয়ে গিয়েছে ?
যদিও কদিন পরিবার নিয়ে ব্যস্ত থাকার কারণে অনলাইন এ বেশি আসা হয়নি এর জন্য এই ধরনের খবর আমার চোখে পড়েনি। যাই হোক আপনি কোথা থেকে এই নিউজ সংগ্রহ করলেন ?  সোর্সটা একটু দিয়ে দিলে ভালো হতো এই বিষয়ে বিস্তারিত করতাম আরকি।

আর আমার মতামত দিতে হলে বলব পজেটিভ ইম্প্যাক্ট তো একটু হলেও অবশ্যই ফেলবে কারণ বাইনান্স এর সিইও  CZ অনেকটা তার নামেই ব্র্যান্ডিং হয়ে গিয়েছে। আর তাছাড়া ক্রিপ্টো ওয়ার্ল্ডের বড় বড় তিমি গুলোর মধ্যে তিনি হলেন একটি। তো তার নামের ব্যবহারেও মার্কেট কিছুটা হলেও  ম্যানেপুলেট হয়ে পজেটিভ ক্যান্ডেল এর সংখ্যা বেশি দেখা যেতে পারে
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: God Of Thunder on July 10, 2024, 04:37:04 PM
মার্কেটে তেমন কোনো ইফেক্ট তো পড়লো না। সবচাইতে বড় কথা হলো আপনি এই খবর কোথায় পেয়েছেন? যদি বাংলাদেশের কোনো ফেইসবুক গ্রুপ থেকে পেয়ে থাকেন, সেটাকে কখনোই সোর্স হিসেবে ব্যাবহার করা ঠিক হবে না। আর কোন নিউজ পোর্টালে এরকম খবর প্রকাশ করেছে? আমি আপাতত টেলিগ্রাম থেকে বড় আকারের একটা বাশ খেয়ে মুখ থুবড়ে পড়ে আছি, তাই নিউজ ঘাটাঘাটি করার কোনো সময় পাচ্ছি না।

বাইনান্স এ সি জে যদি আবারো আসে, খুব বেশি কিছু পরিবর্তন করবে বলে মনে হয় না। কারন, বাইনান্স সি জে চলে যাওয়ার পড়েও তার আপ গতিতেই চলেছে। ছোট কোম্পানি গুলো তাদের মালিকের কিছু হলে সমস্যায় পড়ে কারন তাদের ম্যানেজমেন্ট দুই একজনের ওপর ডিপেন্ড করে। কিন্তু সব বড় বড় কোম্পানি তাদের সিইও কে পর্যন্ত বরখাস্থ করার ক্ষমতা রাখে।
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: kulkhan on July 10, 2024, 10:07:00 PM
মার্কেটে তেমন কোনো ইফেক্ট তো পড়লো না। সবচাইতে বড় কথা হলো আপনি এই খবর কোথায় পেয়েছেন? যদি বাংলাদেশের কোনো ফেইসবুক গ্রুপ থেকে পেয়ে থাকেন, সেটাকে কখনোই সোর্স হিসেবে ব্যাবহার করা ঠিক হবে না। আর কোন নিউজ পোর্টালে এরকম খবর প্রকাশ করেছে? আমি আপাতত টেলিগ্রাম থেকে বড় আকারের একটা বাশ খেয়ে মুখ থুবড়ে পড়ে আছি, তাই নিউজ ঘাটাঘাটি করার কোনো সময় পাচ্ছি না।

বাইনান্স এ সি জে যদি আবারো আসে, খুব বেশি কিছু পরিবর্তন করবে বলে মনে হয় না। কারন, বাইনান্স সি জে চলে যাওয়ার পড়েও তার আপ গতিতেই চলেছে। ছোট কোম্পানি গুলো তাদের মালিকের কিছু হলে সমস্যায় পড়ে কারন তাদের ম্যানেজমেন্ট দুই একজনের ওপর ডিপেন্ড করে। কিন্তু সব বড় বড় কোম্পানি তাদের সিইও কে পর্যন্ত বরখাস্থ করার ক্ষমতা রাখে।
তেমন কোন প্রভাব পড়তে দেখলাম না।আপনি ঠিকই বলেছেন। অবশ্য বাইনান্সের সিইও অ্যারেস্ট হওয়ার পর মার্কেটে যে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল সেটা আস্তে আস্তে রিকভার হয়ে গেছে। তাই আমি মনে করি এই নিউজেও বড় কোন ইম্প্যাক্ট পড়বে না। তবে মার্কেট সাময়িক সময়ের জন্য কিছুটা আপ করতে পারে।

আর এটাও ঠিক যে বড় কোন প্রতিষ্ঠানের, তুই একজন ইমপ্লয়ি চলে গেলে বা না থাকলে তেমন বড় কোন প্রভাব পড়ে না। কারণ তারা সবকিছুর জন্য বিকল্প রেখে দেয়। বাইনান্সের  সিইও চলে যাওয়ার সাথে সাথে তারা নতুন সিইও নিয়োগ দিয়ে শূন্যস্থান পূরণ করে ফেলেছে।
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: JISAN on July 12, 2024, 10:54:33 PM
আজ কয়েকটা নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম x এ দেখলাম বিনান্সের সিইও cz আবার বিনান্সে ফিরছে। আমি মনে করি এটা ক্রিপ্টো লাভারদের জন্য খুব একটা ভালো খবর। আমি মনে করি এটা বিনান্সের এবং ক্রিপ্টো কারেন্সি ভালো হবে। মার্কেট আপ হতে সাহায্য করবে এই সংবাদটি।
এমন কোনো নিউজ এখন পর্যন্ত আমি খুজে পাইনি। আপনি যখন একটা বড় নিউজ সম্পর্কে পোস্ট করেছেন আপনার উচিৎ সোর্স লিংক সহ পোস্ট করা। X এ অনেক ফেক পোস্ট হয় এবংকি x এর বাজে একটা ফিচার হলো টাকা দিলেই ভেরিফাইড ব্যাচ নেওয়া যায় তাই অনেক স্পামাররাও টাকা দিয়া ভেরিফাইড ব্যাচ নিয়ে উলটা পালটা ফেক জিনিস পোস্ট করে বেড়ায়। তাই কোনো নিউজ এখানে পোস্ট করার আগে যাচাই করে নেবেন যে সেটা আধো আসল কি না আর অবশ্যই সোর্স লিংক সহ পোস্ট করবেন।

Quote
কারণ তিনি যখন ডিফোল্ডার প্রমাণিত হয়েছিলেন, এবং বিনান্স থেকে সরে গিয়েছিলেন সেটার নেতিবাচক প্রভাব মার্কেটে পড়েছিল। তাই তার নির্দোষ প্রমাণিত হওয়া এবং ফিরে আসা মার্কেটে পজেটিভ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আপনারাও কি তাই মনে করেন? মতামত দিন।
CZ ফেরত আসলে Binance এর অনেক উপকার হবে কারন সে বিনান্সের জন্য সেরা একজন CEO ছিলো সে অনেক ভালো ভালো কৌশল ব্যবহার করে বিনান্সকে অনেক দূর পর্যন্ত নিয়ে এসেছে। বর্তমান CEO কে আমি খারাপ বলবো না তবে cz এর মতো হতে পাড়েনি। তাই CZ ফেরত আসলে সেটা মার্কেটের জন্য কতটা পজেটিভ ইফেক্ট ফেলবে সেটা বলা যায় না তবে Binance এর জন্য অনেক ভালো হবে।
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: Btclover on July 29, 2024, 08:23:24 PM
Cz কি?
এটি সম্পর্কে সম্পর্কে আমার জানা নাই আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাহলে আমার মত অনেক নতুন ইউজাররা বুঝতে পারবে এবং শিখতে পারবে
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: JISAN on August 01, 2024, 01:09:54 PM
Cz কি?
এটি সম্পর্কে সম্পর্কে আমার জানা নাই আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাহলে আমার মত অনেক নতুন ইউজাররা বুঝতে পারবে এবং শিখতে পারবে
ভাই কোনো কিছু পোস্ট করার আগে সেই সম্পর্কে ভালোভাবে পড়ে নিবেন। এই টপিকেই স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে CZ কি। CZ কোনো জিনিস না এটা একজন মানুষের নামের শর্টকাট। Changpeng Zhao সংখেপে Cz আর সে হচ্ছে সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance এর co-founder এবং CEO যদিও সে তার CEO পদ থেকে রিজাইন নিয়েছে। বর্তমানে Binance এর CEO এর দায়িত্ব পালন করছেন Richard Teng
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: Vision pro on August 17, 2024, 11:06:50 AM
আজ কয়েকটা নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যম x এ দেখলাম বিনান্সের সিইও cz আবার বিনান্সে ফিরছে। আমি মনে করি এটা ক্রিপ্টো লাভারদের জন্য খুব একটা ভালো খবর। আমি মনে করি এটা বিনান্সের এবং ক্রিপ্টো কারেন্সি ভালো হবে। মার্কেট আপ হতে সাহায্য করবে এই সংবাদটি।

কারণ তিনি যখন ডিফোল্ডার প্রমাণিত হয়েছিলেন, এবং বিনান্স থেকে সরে গিয়েছিলেন সেটার নেতিবাচক প্রভাব মার্কেটে পড়েছিল। তাই তার নির্দোষ প্রমাণিত হওয়া এবং ফিরে আসা মার্কেটে পজেটিভ প্রভাব ফেলবে বলে আমি মনে করি। আপনারাও কি তাই মনে করেন? মতামত দিন।
CZ-এর Binance-এ ফেরার খবর মার্কেটের জন্য ইতিবাচক হতে পারে। তার ফেরার ফলে নেতৃত্বের স্থিতিশীলতা ফিরে আসবে এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পেতে পারে। এটি Binance এবং ক্রিপ্টো মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যখন তার পূর্বের অস্থিতিশীলতা মার্কেটে নেতিবাচক প্রভাব ফেলেছিল।
Title: Re: বিনান্স এর সিইও আবার বিনান্সে ফিরছে?
Post by: Vision pro on August 17, 2024, 11:08:38 AM
Cz কি?
এটি সম্পর্কে সম্পর্কে আমার জানা নাই আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তাহলে আমার মত অনেক নতুন ইউজাররা বুঝতে পারবে এবং শিখতে পারবে
ভাই কোনো কিছু পোস্ট করার আগে সেই সম্পর্কে ভালোভাবে পড়ে নিবেন। এই টপিকেই স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে CZ কি। CZ কোনো জিনিস না এটা একজন মানুষের নামের শর্টকাট। Changpeng Zhao সংখেপে Cz আর সে হচ্ছে সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিপ্টো এক্সচেঞ্জ Binance এর co-founder এবং CEO যদিও সে তার CEO পদ থেকে রিজাইন নিয়েছে। বর্তমানে Binance এর CEO এর দায়িত্ব পালন করছেন Richard Teng
আপনার সঠিক পরামর্শের জন্য ধন্যবাদ। আমি ভুল বুঝেছিলাম। CZ (Changpeng Zhao) সম্পর্কে আপনার তথ্য সঠিক, এবং বর্তমান CEO Richard Teng। যদি CZ আবার ফিরেন, তবে এটি সত্যিই বিনান্স এবং ক্রিপ্টো মার্কেটের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।