Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: God Of Thunder on July 11, 2024, 08:47:07 AM
-
একটা জিনিস লক্ষ করলে দেখবেন, এই উপমহাদেশে ফুটবলে ক্রেজ অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশে ফুটবলের ক্রেজ আরো বেশি আকারে। বৈশ্বিক টুর্নামেন্টগুলো শুরু হলেই ফুটবল ভক্তদের দৌড়ঝাপ শুরু হয়ে যায়, আর চলে কথার লড়াই। সবাই সবার দলকে সেরা প্রমাণ করতে চায়। বিমেষ করে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশাল বড় একটা ফ্যানবেজ রয়েছে। প্রতিবারই কোপা আমেরিকা, বিশ্বকাপ সহ এ ধরনের বৈশ্বিক টুর্নামেন্টের সময়ে এটার ক্রেজ আরো বেশি বেড়ে যায়। তো, আমি মনে করি ফুটবলের ডিসকাশনের জন্য বাংলাদেশ বোর্ড এ একটা ডিসকাশন থ্রেড থাকাটা জরুরী। আমি জানি না আগে থ্রেড ওপেন হয়েছে কি না। তবুও আমি একটা থ্রেড ওপেন করে বসলাম!
আমি তো আর্জেন্টিনা কে সাপোর্ট করছি, আপনারাও জানাতে পারেন আপনি কোন দলের সাপোর্ট করেন, এবং আপনি কেনো মনে করেন যে আপনার দল সেরা!
-
অবশ্যই ভাই, আপনার উদ্যোগটি আসলে অনেক ভালো হয়েছে, এখানে আমরা আমাদের পছন্দের দল সম্পর্কে খোলামেলা ভাবে কথা বলতে পারব, আমি মূলত অনেক দিন যাবত এ ধরনের একটি থ্রেড এর জন্যই অপেক্ষা করছিলাম, অবশেষে আপনি নিয়ে আসলেন. অনেক ধন্যবাদ.
হ্যাঁ বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশাল বড় একটা ফ্যানবেজ রয়েছে, যেকোনো টুর্নামেন্টেই Copa America বা ফুটবল বিশ্বকাপ বা যাই হোক না কেন, বাংলাদেশে এই দুই দলের ফ্যানবেজ দের মধ্যে সব সময় তর্কবিতর্ক লেগেই থাকে. আমাদের অঞ্চলে তো আবার এই নিয়ে মারামারিও ঘটে, আরে ভাই আপনারা নিজ নিজ পছন্দের দলকে সাপোর্ট করেন বেশ ভালো কথা, অন্যদলের সাপোর্টারদের সাথে কিসের জন্য তর্ক বিতর্কতে জড়ানো লাগবে? প্রত্যেকেরই নিজ নিজ পছন্দ আছে, আপনি যে দল সাপোর্ট করেন আপনার কাছে সেটি সবার উপরে, অন্য কেউ যে দল সাপোর্ট করে তার কাছে সেই দল সবার উপরে. তাহলে এই নিয়ে কিসের জন্য এত ঝামেলা তৈরি হয় বুঝি না.
যাইহোক ভাই আমি এ নিয়ে আর কিছু বলতে চাই না.
@Learn Bitcoin ভাই আমিও আপনার মতই একজন আর্জেন্টিনার সাপোর্টার, আপনার এই ফুটবল ডিসকাশন থ্রেডটি ব্যক্তিগতভাবে আমার অনেকটাই পছন্দ হয়েছে. এখন থেকে আমরা ফুটবল খেলা নিয়ে এখানে ভালোভাবে ডিসকাশন করতে পারবো, আবারো ধন্যবাদ @Learn Bitcoin ভাইকে.
-
তো ভাই কি অবস্থা, ১৪ তারিখে তো কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, আর মাত্র একদিন বাকি, অর্থাৎ কালকের পরের দিনই ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা vs colombia. তো আপনাদের কি মনে হয়? কে জিততে পারে? আমার তো আর্জেন্টিনার উপর পুরো ভরসা আছে, তারা প্রত্যেকটি ম্যাচে তাদের দুর্দান্ত পারফর্ম দিয়ে তাদের বিপরীত দলকে কোন ভাবেই টিকতে দেয়নি. ফাইনালে যদি তাদের বরাবরের প্রতিটি ম্যাচের মতো High পারফরম্যান্স নিয়ে খেলতে পারে, তবে ফাইনালে নিশ্চিত হবে আর্জেন্টিনা জিততে পারবে. তাছাড়া আমার মনে হয় ফাইনালে তারা বরাবরের থেকেও আরো বেশি ভালো পারফর্ম করবে. আর্জেন্টিনার উপর আমার পুরো ভরসা রয়েছে,
আপনারা কি ভাবছেন?
-
তো ভাই কি অবস্থা, ১৪ তারিখে তো কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, আর মাত্র একদিন বাকি, অর্থাৎ কালকের পরের দিনই ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা vs colombia. তো আপনাদের কি মনে হয়? কে জিততে পারে? আমার তো আর্জেন্টিনার উপর পুরো ভরসা আছে, তারা প্রত্যেকটি ম্যাচে তাদের দুর্দান্ত পারফর্ম দিয়ে তাদের বিপরীত দলকে কোন ভাবেই টিকতে দেয়নি. ফাইনালে যদি তাদের বরাবরের প্রতিটি ম্যাচের মতো High পারফরম্যান্স নিয়ে খেলতে পারে, তবে ফাইনালে নিশ্চিত হবে আর্জেন্টিনা জিততে পারবে. তাছাড়া আমার মনে হয় ফাইনালে তারা বরাবরের থেকেও আরো বেশি ভালো পারফর্ম করবে. আর্জেন্টিনার উপর আমার পুরো ভরসা রয়েছে,
আপনারা কি ভাবছেন?
অবস্থা ভাই ভালো না করতাম হলো গিয়ে ব্রাজিল সাপোর্ট তা ব্রাজিলের ডাউল মার্কা পারফরম্যান্স ভালো রাখেনি। যাইহোক কলম্বিয়া এর সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ আর্জেন্টিনার হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জয় অর্জন করেছে তাই এবারও সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার দিকেই। তবে পূর্ব থেকে কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু পারফরম্যান্স অনুযায়ী যদি আর্জেন্টিনা পড়বে নতুন মাঠে খেলতে পারে তাহলে ডেফিনেটলি এবারের কোপা আমেরিকা কাপটিও তারাই অর্জন করতে সক্ষম হবে যাইহোক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তদের অগ্রিম শুভকামনা রইল।
-
আমি তো আর্জেন্টিনা কে সাপোর্ট করছি, আপনারাও জানাতে পারেন আপনি কোন দলের সাপোর্ট করেন, এবং আপনি কেনো মনে করেন যে আপনার দল সেরা!
আমি ভাই আর্জেন্টিনা সাপোর্টার কারন মেসি আমার অনেক প্রিয় একজন খেলোয়ার।
তো ভাই কি অবস্থা, ১৪ তারিখে তো কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ, আর মাত্র একদিন বাকি, অর্থাৎ কালকের পরের দিনই ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা vs colombia. তো আপনাদের কি মনে হয়? কে জিততে পারে? আমার তো আর্জেন্টিনার উপর পুরো ভরসা আছে, তারা প্রত্যেকটি ম্যাচে তাদের দুর্দান্ত পারফর্ম দিয়ে তাদের বিপরীত দলকে কোন ভাবেই টিকতে দেয়নি. ফাইনালে যদি তাদের বরাবরের প্রতিটি ম্যাচের মতো High পারফরম্যান্স নিয়ে খেলতে পারে, তবে ফাইনালে নিশ্চিত হবে আর্জেন্টিনা জিততে পারবে. তাছাড়া আমার মনে হয় ফাইনালে তারা বরাবরের থেকেও আরো বেশি ভালো পারফর্ম করবে. আর্জেন্টিনার উপর আমার পুরো ভরসা রয়েছে,
আপনারা কি ভাবছেন?
অবস্থা ভাই ভালো না করতাম হলো গিয়ে ব্রাজিল সাপোর্ট তা ব্রাজিলের ডাউল মার্কা পারফরম্যান্স ভালো রাখেনি। যাইহোক কলম্বিয়া এর সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ আর্জেন্টিনার হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জয় অর্জন করেছে তাই এবারও সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার দিকেই। তবে পূর্ব থেকে কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু পারফরম্যান্স অনুযায়ী যদি আর্জেন্টিনা পড়বে নতুন মাঠে খেলতে পারে তাহলে ডেফিনেটলি এবারের কোপা আমেরিকা কাপটিও তারাই অর্জন করতে সক্ষম হবে যাইহোক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তদের অগ্রিম শুভকামনা রইল।
ব্রাজিল নিয়ে আমি কিছু বলতে চাই না ভাই বলতে গেলে আপনার সাথে জগরা হবে আপনার সাথে আমার যতগুলা ব্রাজিল সাপোর্টার বন্ধুবান্দব আছে সবার সাথে আমার শুধু জগড়া হয়। ব্রাজিল সম্পূর্ন নির্ভর করে নেইমারের উপর নেইমার নাই তো ব্রাজিল শেষ। আর্জেন্টিনা কে দেখেন এখানে মেসি অনেক ভালো প্লেয়ার এর পাশাপাশি আরো ভালো প্লেয়ার আছে তাই মেসি না থাকলেও আর্জেন্টিনার পারফমেন্সের উপর বড় ধরনের প্রভাব পড়বে না। আবার আর্জেন্টিনা গোল কিপার ১০০ তে ১০০
-
অবস্থা ভাই ভালো না করতাম হলো গিয়ে ব্রাজিল সাপোর্ট তা ব্রাজিলের ডাউল মার্কা পারফরম্যান্স ভালো রাখেনি। যাইহোক কলম্বিয়া এর সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ আর্জেন্টিনার হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জয় অর্জন করেছে তাই এবারও সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার দিকেই। তবে পূর্ব থেকে কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু পারফরম্যান্স অনুযায়ী যদি আর্জেন্টিনা পড়বে নতুন মাঠে খেলতে পারে তাহলে ডেফিনেটলি এবারের কোপা আমেরিকা কাপটিও তারাই অর্জন করতে সক্ষম হবে যাইহোক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তদের অগ্রিম শুভকামনা রইল।
এই তো পেয়ে গেছি !
ভাই চিপায় আসেন একটু, সেভেন আপ খাই, থুক্কু, চা খাই ;D
যাই হোক, ফুটবল নিয়ে আমি কখনোই তেমন সিরিয়াস না। অনেকটা সিজনাল ফ্যান বলতে পারেন। আমি এগুলো নিয়ে তেমন ঘাটাঘাটি করি না বললেই চলে। তবে, দুই টিমেরই কিছু টক্সিক ফ্যানবেইজ আছে যারা ফুটবলের এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তারা রাইভাল জিনিসটাকে এনেমি পর্যায়ে নিয়ে গেছে। ব্রাজিল এবং আরজেন্টিনা ফ্যান রা মনে করে এরা আসলে এনেমি টিম। যেটা আসলে সঠিক নয়। আমি অতো ডাই হার্ড সাপোরটার না হলেও, সোশ্যাল মিডিয়ায় ঢুকার পর টক্সিক লেভেলের ট্রল গুলো দেখার পর নিজেরও মনে চায় দুই এক কথা বলি। কিছু কিছু পোলাপাইন দেখলে মনে হয়, এরা আসলে ব্রাজিল সাপোরটার না। এরা আসলে মেসি হ্যাটার বা আর্জেন্টিনা হ্যাটার। এরা অনেকটা ভিপিএন এর মতো কাজ করে। যাই হোক, একটা কথা আপনাকে জানানো হয়নি, আমাদের বিটকয়েনটকের লোকালের সবচাইতে সিনিয়র ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সেদিন। আর উনিও কিন্তু ব্রাজিল ফ্যান!
-
একটা জিনিস লক্ষ করলে দেখবেন, এই উপমহাদেশে ফুটবলে ক্রেজ অনেক বেশি। বিশেষ করে বাংলাদেশে ফুটবলের ক্রেজ আরো বেশি আকারে। বৈশ্বিক টুর্নামেন্টগুলো শুরু হলেই ফুটবল ভক্তদের দৌড়ঝাপ শুরু হয়ে যায়, আর চলে কথার লড়াই। সবাই সবার দলকে সেরা প্রমাণ করতে চায়। বিমেষ করে বাংলাদেশে ব্রাজিল এবং আর্জেন্টিনার বিশাল বড় একটা ফ্যানবেজ রয়েছে। প্রতিবারই কোপা আমেরিকা, বিশ্বকাপ সহ এ ধরনের বৈশ্বিক টুর্নামেন্টের সময়ে এটার ক্রেজ আরো বেশি বেড়ে যায়। তো, আমি মনে করি ফুটবলের ডিসকাশনের জন্য বাংলাদেশ বোর্ড এ একটা ডিসকাশন থ্রেড থাকাটা জরুরী। আমি জানি না আগে থ্রেড ওপেন হয়েছে কি না। তবুও আমি একটা থ্রেড ওপেন করে বসলাম!
আমি তো আর্জেন্টিনা কে সাপোর্ট করছি, আপনারাও জানাতে পারেন আপনি কোন দলের সাপোর্ট করেন, এবং আপনি কেনো মনে করেন যে আপনার দল সেরা!
আর মাত্র একদিন বাকি আছে কোপা আমেরিকার ফাইনাল খেলার। আমিও আপনার মত আর্জেন্টিনার সাপোর্টার এই ফাইনাল ম্যাচ। মূলত আমি জার্মান সাপোর্টার। কিন্তু কলম্বিয়া এবং আর্জেন্টিনার ম্যাচে আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করব।
আর হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন, আমাদের এই উপমহাদেশে ফুটবলের রাজত্ব না থাকলেও ফুটবল নিয়ে উন্মাদনার কমতি নেই। আমি মনে করি আমাদের এই উপমহাদেশে ফুটবলের রাজত্ব না থাকলেও ফুটবল প্রেমীদের রাজত্ব আছে বলে আমি মনে করি।
-
অবস্থা ভাই ভালো না করতাম হলো গিয়ে ব্রাজিল সাপোর্ট তা ব্রাজিলের ডাউল মার্কা পারফরম্যান্স ভালো রাখেনি। যাইহোক কলম্বিয়া এর সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ আর্জেন্টিনার হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জয় অর্জন করেছে তাই এবারও সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার দিকেই। তবে পূর্ব থেকে কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু পারফরম্যান্স অনুযায়ী যদি আর্জেন্টিনা পড়বে নতুন মাঠে খেলতে পারে তাহলে ডেফিনেটলি এবারের কোপা আমেরিকা কাপটিও তারাই অর্জন করতে সক্ষম হবে যাইহোক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তদের অগ্রিম শুভকামনা রইল।
এই তো পেয়ে গেছি !
ভাই চিপায় আসেন একটু, সেভেন আপ খাই, থুক্কু, চা খাই ;D
যাই হোক, ফুটবল নিয়ে আমি কখনোই তেমন সিরিয়াস না। অনেকটা সিজনাল ফ্যান বলতে পারেন। আমি এগুলো নিয়ে তেমন ঘাটাঘাটি করি না বললেই চলে। তবে, দুই টিমেরই কিছু টক্সিক ফ্যানবেইজ আছে যারা ফুটবলের এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তারা রাইভাল জিনিসটাকে এনেমি পর্যায়ে নিয়ে গেছে। ব্রাজিল এবং আরজেন্টিনা ফ্যান রা মনে করে এরা আসলে এনেমি টিম। যেটা আসলে সঠিক নয়। আমি অতো ডাই হার্ড সাপোরটার না হলেও, সোশ্যাল মিডিয়ায় ঢুকার পর টক্সিক লেভেলের ট্রল গুলো দেখার পর নিজেরও মনে চায় দুই এক কথা বলি। কিছু কিছু পোলাপাইন দেখলে মনে হয়, এরা আসলে ব্রাজিল সাপোরটার না। এরা আসলে মেসি হ্যাটার বা আর্জেন্টিনা হ্যাটার। এরা অনেকটা ভিপিএন এর মতো কাজ করে। যাই হোক, একটা কথা আপনাকে জানানো হয়নি, আমাদের বিটকয়েনটকের লোকালের সবচাইতে সিনিয়র ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সেদিন। আর উনিও কিন্তু ব্রাজিল ফ্যান!
ভাই থাক বাদ দেন ওই জিনিস খাওয়া যাবে না ওটা ওই জায়গার জিনিস। যারা না জেনে খেয়েছে তাদের কথা বাদ দেন। আর জার্মান দলের তো কাণ্ডজ্ঞানের অভাব আছে আমার মনে হয়। তা না হলে তোরা এত জিনিস থাকতে কেন সেভেন আপের ধারে কাছে গেলি।
যাক পুরান কথা বাদ দেই আগামীকাল কোপা আমেরিকার ফাইনাল এই ফাইনালে আর্জেন্টিনা দল জিতবে বলে আমি মনে করি। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না। তারপরও মেসির খেলা আমার অনেক ভালো লাগে এবং তার ব্যক্তিত্ব অনেক ভালো লাগে। এজন্য আমি চাইবো এই কোপা আমেরিকা কাপ টি লিওনেল মেসির হাতেই উঠুক।
-
অবস্থা ভাই ভালো না করতাম হলো গিয়ে ব্রাজিল সাপোর্ট তা ব্রাজিলের ডাউল মার্কা পারফরম্যান্স ভালো রাখেনি। যাইহোক কলম্বিয়া এর সাথে এ পর্যন্ত যে কয়টা ম্যাচ আর্জেন্টিনার হয়েছে তার বেশিরভাগ ম্যাচেই আর্জেন্টিনা জয় অর্জন করেছে তাই এবারও সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনার দিকেই। তবে পূর্ব থেকে কোন কিছু গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু পারফরম্যান্স অনুযায়ী যদি আর্জেন্টিনা পড়বে নতুন মাঠে খেলতে পারে তাহলে ডেফিনেটলি এবারের কোপা আমেরিকা কাপটিও তারাই অর্জন করতে সক্ষম হবে যাইহোক আর্জেন্টিনা এবং আর্জেন্টিনার ভক্তদের অগ্রিম শুভকামনা রইল।
এই তো পেয়ে গেছি !
ভাই চিপায় আসেন একটু, সেভেন আপ খাই, থুক্কু, চা খাই ;D
শুনেন ভাই এক এক মাঘে কিন্তু শীত যায় না।
সময় পাইলে কিন্তু আমরাও থ্রি-পিস, সিক্স-পিস হাতে ধরাইয়া দিমু।
যাই হোক, ফুটবল নিয়ে আমি কখনোই তেমন সিরিয়াস না। অনেকটা সিজনাল ফ্যান বলতে পারেন। আমি এগুলো নিয়ে তেমন ঘাটাঘাটি করি না বললেই চলে। তবে, দুই টিমেরই কিছু টক্সিক ফ্যানবেইজ আছে যারা ফুটবলের এটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তারা রাইভাল জিনিসটাকে এনেমি পর্যায়ে নিয়ে গেছে। ব্রাজিল এবং আরজেন্টিনা ফ্যান রা মনে করে এরা আসলে এনেমি টিম। যেটা আসলে সঠিক নয়। আমি অতো ডাই হার্ড সাপোরটার না হলেও, সোশ্যাল মিডিয়ায় ঢুকার পর টক্সিক লেভেলের ট্রল গুলো দেখার পর নিজেরও মনে চায় দুই এক কথা বলি। কিছু কিছু পোলাপাইন দেখলে মনে হয়, এরা আসলে ব্রাজিল সাপোরটার না। এরা আসলে মেসি হ্যাটার বা আর্জেন্টিনা হ্যাটার। এরা অনেকটা ভিপিএন এর মতো কাজ করে।
এক সময় ভাই ছোটবেলায় আমিও ছিলাম এরকম টক্সিক ফ্যান। মাঝে মধ্যে বন্ধুদের সাথে তর্কাতর্কিতে অনেকটা মারামারির পর্যায়ে চলে যেতাম আমরা। যদিও সেটাও একটা মজার বিষয় ছিল এখন ওই বিষয়টা কেউ মিস করি।
আমি আসলে ভাই এখন বর্তমানে সিজনাল ফ্যান এর কাতারেও নেই। এদের খেলা হয় কোন এক্সাইটমেন্ট কাজ করে না।
তবে ভাই আমিও এটা বুঝি না ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্টার হলে মেসিকে গালাগালি অথবা রোনালদো অথবা নেইমারকে গালাগালি করতে হবে এটার তো কোন মানে নাই এরা প্রত্যেকেই এক একজন লেজেন্ডারি প্লেয়ার সবার প্রতি আমার সম্মান রয়েছে।
যাই হোক, একটা কথা আপনাকে জানানো হয়নি, আমাদের বিটকয়েনটকের লোকালের সবচাইতে সিনিয়র ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে সেদিন। আর উনিও কিন্তু ব্রাজিল ফ্যান!
বলেন কি ভাই, এটাও কি সম্ভব হইছে!!!
আমারও ভাই এইসব পরিচিত ভাইদের সাথে খুবই দেখা করার ইচ্ছা রয়েছে যদিও সিকিউরিটি রিজন এর জন্য আমরা একে অপরের সাথে দেখা করি না। যাই হোক আপনাদের দুজনকে অভিনন্দন আশা করি এভাবে আমাদের লোকাল কমিউনিটির বিশ্বস্ত মেম্বাদের মধ্যে দেখা হবে এবং নিজেদের বন্ডিং আরো শক্তিশালী হবে।
-
শুনেন ভাই এক এক মাঘে কিন্তু শীত যায় না।
সময় পাইলে কিন্তু আমরাও থ্রি-পিস, সিক্স-পিস হাতে ধরাইয়া দিমু।
ঠিক আছে, সময় পাইলে বা সুযোগ পাইলে আপনারাও দিবেন। আপাতত এই শীত টা কিভাবে কাটাইবেন সেই চিন্তা করেন ;) পোলাপাইন তো এবার পুরাই রক্স! কোপা আবারো হাতে চলে আসলে অবাক হবো না। ২৪ ঘন্তার থেকেও কম সময় বাকি। দেখা যাক কি হয়!
তবে ভাই আমিও এটা বুঝি না ব্রাজিল বা আর্জেন্টিনা সাপোর্টার হলে মেসিকে গালাগালি অথবা রোনালদো অথবা নেইমারকে গালাগালি করতে হবে এটার তো কোন মানে নাই এরা প্রত্যেকেই এক একজন লেজেন্ডারি প্লেয়ার সবার প্রতি আমার সম্মান রয়েছে।
আসলে এসব কামড়াকামড়ি শুধু আমাদের মধ্যেই। প্লেয়ারদের মধ্যে এগুলা নিয়া তেমন কোনো ঝামেলা নাই। সেদিন একটা ইন্টারভিউ তে রোনালদো বলছিলো যে আমি আর মেসি রাইভাল হতে পারি, কিন্তু আমরা এনেমি নই। মেসির সাথে খেলতে পারা আমার সৌভাগ্য হবে। ডেভিড ব্যাকহাম আমাকে ইন্টার মায়ামি তে সাইন করাতে চাচ্ছে, আমি হয়তো ১ বছরের জন্য সেখানে সাইন করতে পারি ক্যারিয়ার শেষ করার আগে। অন্তত ১ বছর মেসির সাথে খেলতে পারবো। অন্যদিকে মেসি এবং নেইমারের বন্ধন আমরা প্রায় সবাই জানি।
-
সকালে ফাইনাল খেলা দেখার জন্য প্রস্তুত তো সবাই ? এই ম্যাচটি আমরা দারুন ভাবে ইনজয় করতে চলেছি। আমাদের এলাকায় সব আর্জেন্টিনা ভক্তরা আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে সব জায়গায়। এবং সকালে খেলা দেখার জন্য প্রজেক্টর এর ব্যবস্থা করা হয়েছে, এলাকায় সব ভক্তরা সকালে একজায়গায় হয়ে সেই প্রজেক্টর এ খেলা দেখবে। আমি বাড়িতে বসেই খেলা দেখবো, কারণ আমার শরীল টা খুব বেশি ভালো যাচ্ছে না কয়েকদিন যাবৎ। তাই আমি আর ওর মধ্যে যাবো না.
আপনাদের কি অবস্থা, সকালে খেলা কোথায় দেখা হবে?
-
সকালে ফাইনাল খেলা দেখার জন্য প্রস্তুত তো সবাই ? এই ম্যাচটি আমরা দারুন ভাবে ইনজয় করতে চলেছি। আমাদের এলাকায় সব আর্জেন্টিনা ভক্তরা আর্জেন্টিনার পতাকা লাগিয়েছে সব জায়গায়। এবং সকালে খেলা দেখার জন্য প্রজেক্টর এর ব্যবস্থা করা হয়েছে, এলাকায় সব ভক্তরা সকালে একজায়গায় হয়ে সেই প্রজেক্টর এ খেলা দেখবে। আমি বাড়িতে বসেই খেলা দেখবো, কারণ আমার শরীল টা খুব বেশি ভালো যাচ্ছে না কয়েকদিন যাবৎ। তাই আমি আর ওর মধ্যে যাবো না.
আপনাদের কি অবস্থা, সকালে খেলা কোথায় দেখা হবে?
হ্যাঁ ভাই সবাই প্রস্তুত আছি। কোপা আমেরিকার ফাইনাল দেখার জন্য। আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। সবাই যে যার মত প্রস্তুতি নিয়ে রেখেছে। আমাদের এলাকায় ও অনেক জায়গায় প্রজেক্টর লাগিয়ে খেলা দেখবে। সে প্রস্তুতি অলরেডি অনেকে নিয়ে ফেলেছে। খুব ভোরে হওয়ার কারণে আমি হয়তো যেতে পারবো না। কিন্তু আমি ঘরে বসে টিভিতে দেখব। আমাদের এলাকায় আর্জেন্টিনার ভক্তরা বিভিন্ন আয়োজন সম্পন্ন করে রেখেছে। এমন একটা পরিস্থিতি দেখলে মনে হচ্ছে আর্জেন্টিনা জিতে গেলে ব্যাপক বড় কোন আয়োজন করা হবে। আমি অবশ্য আর্জেন্টিনার ভক্ত না। আমি ২০০১ সাল থেকে যখন থেকে ফুটবল বুঝতে শিখেছি তখন থেকে আমি জার্মানির ভক্ত। তারপরও আশা করতেছি কোপা আমেরিকা ফাইনাল অনেক জাঁকজম পূর্ণ হবে ।
-
শুনেন ভাই এক এক মাঘে কিন্তু শীত যায় না।
সময় পাইলে কিন্তু আমরাও থ্রি-পিস, সিক্স-পিস হাতে ধরাইয়া দিমু।
ঠিক আছে, সময় পাইলে বা সুযোগ পাইলে আপনারাও দিবেন। আপাতত এই শীত টা কিভাবে কাটাইবেন সেই চিন্তা করেন ;)
আপাতত ভাই শীত কাটাতে কষ্ট হবে তেনা কাঁথা এগুলো দিয়ে কাজ চালাতে হবে তাছাড়া উপায় নাই । 🤡
পোলাপাইন তো এবার পুরাই রক্স! কোপা আবারো হাতে চলে আসলে অবাক হবো না। ২৪ ঘন্তার থেকেও কম সময় বাকি। দেখা যাক কি হয়!
এইতো আর ৬ ঘণ্টারও কম সময় রয়েছে ম্যাচটি স্টার্ট হতে। যদিও আমি ব্রাজিল সাপোর্টার তারপরেও চাইবো আর্জেন্টিনা জিতুক কারণ মেসির মতন লেজেন্ডারে প্লেয়ার এর হাতেই এই ধরনের শিরোপা গুলো বেশি মনে হয়। এই কথা কইতেছি দেখে আবার এইটা ভাইবেন না ব্রাজিল থাকলেও সেম কথা বলতাম।
যাই হোক এবার আসি ম্যাচের কিছু ফ্যাক্ট নিয়ে যত যাই বলেন কলম্বিয়া কিন্তু এবার খুব একটা খারাপ অপনেন্ট টিম না, কারণ তারা তাদের চাইতে ভালো ভালো দল গুলোকে হারিয়ে এই ফাইনালে আসতে পেরেছে। ব্রাজিলের সাথেও তারা ভালো খেলেছিল। যাই হোক অন্যদিকে যদি আমরা দেখি আর্জেন্টিনা অপনেন্ট টিম গুলো দুর্বল থাকা সত্ত্বেও কয়েকটি ম্যাচে তাদেরকে ডিফিকাল্টি ফেস করতে হয়েছে, আর এটাই হচ্ছে একমাত্র ভয়ের কারণ এই ম্যাচের জন্য। আমার যেন কেন মনে হচ্ছে ম্যাচের ফলাফল টাই ব্রেকারের মাধ্যমে নির্ণয় হবে।
-
এইমাত্র অর্ধেক খেলা শেষ হয়ে হাফ টাইমের বিরতি শুরু হলো, দুদলের পারফরমেন্সই ছিল ১০০ তে ১০০, দুই দলই শুরু থেকে আক্রমণাত্মক ভাবে খেলছে। কোন দলের থেকে কোন দল খারাপ পারফর্ম করছে না, দুই দলই সমানতালে খেলে যাচ্ছে এবং এইমাত্র ০-০ গোলে অর্ধেক খেলা শেষ এবং হাফটাইম শুরু। ব্রেক শেষ হওয়ার পর পরের খেলাটুকুতে আর্জেন্টিনাকে ভালো পারফর্ম করতেই হবে কারণ কলম্বিয়ার পারফরম্যান্স অনুযায়ী আর্জেন্টিনার এই পারফরমেন্স এ কাজ হবে না। এখন দেখা যাক এই হাফ টাইমের পরের অর্ধ থেকে আর্জেন্টিনা কি করতে পারে। আমার তো মনে হচ্ছে আর্জেন্টিনা এখন তুলনামূলকভাবে আগের থেকে ভালো পারফরম্যান্সই করবে।
-
ভাইরে ভাই শত চেষ্টার পর অবশেষে ১১২ মিনিটে আর্জেন্টিনা একটি গোল দিয়ে দেয়। ম্যাচটি যে হারে চলছিল তাতে খেলাটি শেষ পর্যন্ত tribecar এ গিয়ে দাঁড়াতো, তারি মাঝে শেষ মুহূর্তে এসে ১১২ মিনিটে Lautaro Martínez এর থেকে একটি গোল অর্জন করে আর্জেন্টিনা। ম্যাচটি মনে হয় ১২০ মিনিটের মত চলবে, তার মাঝে ইতিমধ্যেই ১১৫ মিনিট শেষ, বাকি আর পাঁচ মিনিট। মনে হয় না পাঁচ মিনিট এর মধ্যে কলম্বিয়া একটি গোল দিতে পারবে। তাই এই মুহূর্তে ধরে নিতে পারি ম্যাচটি অবশেষে আর্জেন্টিনায় জিতেছে। আর দেখা যাক এই পাঁচ মিনিটের মধ্যে নাটকীয় কিছু ঘটাতে পারে কিনা কলম্বিয়া।
-
আপাতত ভাই শীত কাটাতে কষ্ট হবে তেনা কাঁথা এগুলো দিয়ে কাজ চালাতে হবে তাছাড়া উপায় নাই । 🤡
থাক ভাই, তেনা তোনা পেচানোর দরকার নাই। আপনি বাইরে চলে আসেন! আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে। কিন্তু কষ্টের ব্যাপার হলো মেসি যেভাবে ট্যাকলের শিকার হয়েছে, আর পায়ের যে ছবি দেখলাম, দুই তিন সপ্তাহের আগে পা ঠিক হবে কি না বলা যাচ্ছে না। আরে ডি মারিয়ার শেষ ম্যাচ ছিলো এটা, তো আর্জেটিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো।
লিওনেল স্ক্যালোনি সম্ভবত আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচ হতে চলেছে। গত চার বছরে ৩ টি ম্যাজর ট্রফি এসেছে লিওনেল স্ক্যালোনির হাত ধরে। একসময় মেসির সতীর্থ হয়ে খেলা স্ক্যালোনি প্রায় বেশিরভাগ প্লেয়ারের ভেতরে কি চলছে, সেটা বুঝতে পারে এবং সময় মতো সিদ্ধান্ত নিতে পারে। অভিনন্দন আর্জেন্টিনা!
-
আপাতত ভাই শীত কাটাতে কষ্ট হবে তেনা কাঁথা এগুলো দিয়ে কাজ চালাতে হবে তাছাড়া উপায় নাই । 🤡
থাক ভাই, তেনা তোনা পেচানোর দরকার নাই। আপনি বাইরে চলে আসেন! আর্জেন্টিনা ম্যাচ জিতে গেছে। কিন্তু কষ্টের ব্যাপার হলো মেসি যেভাবে ট্যাকলের শিকার হয়েছে, আর পায়ের যে ছবি দেখলাম, দুই তিন সপ্তাহের আগে পা ঠিক হবে কি না বলা যাচ্ছে না। আরে ডি মারিয়ার শেষ ম্যাচ ছিলো এটা, তো আর্জেটিনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিলো।
লিওনেল স্ক্যালোনি সম্ভবত আর্জেন্টিনার সর্বকালের সেরা কোচ হতে চলেছে। গত চার বছরে ৩ টি ম্যাজর ট্রফি এসেছে লিওনেল স্ক্যালোনির হাত ধরে। একসময় মেসির সতীর্থ হয়ে খেলা স্ক্যালোনি প্রায় বেশিরভাগ প্লেয়ারের ভেতরে কি চলছে, সেটা বুঝতে পারে এবং সময় মতো সিদ্ধান্ত নিতে পারে। অভিনন্দন আর্জেন্টিনা!
তবে যে যাই বলুক না কেন ভাই ম্যাচটিতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি তো ভেবেছিলাম ম্যাচটি শেষ পর্যন্ত টাই বেকারে গিয়ে শেষ হবে। কিন্তু লাস্টে বাড়তি টাইম এর একেবারে শেষের দিকে এসে একটি গোল করতে সক্ষম হয়েছে।
ভাই আমি অবাক হয়ে যাচ্ছি কলম্বিয়া টিম এর ম্যাচ পজিশন ধরে রাখা নিয়ে আর্জেন্টিনার কিন্তু কাপ জিতে গিয়েছে ম্যাচটি খেলে কিন্তু ম্যাচ পজিশন ধরে রাখার ক্ষেত্রে শেষ পর্যন্ত কলম্বিয়াই এগিয়ে ছিল।
যাইহোক আর্জেন্টিনার ফ্যান এবং আর্জেন্টিনা টিমকে অভিনন্দন। আর হ্যাঁ আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনি আমার দেখা ফুটবল কোচ গুলোর মধ্যে অন্যতম ডেডিকেটেড কোচ।
-
তবে যে যাই বলুক না কেন ভাই ম্যাচটিতে কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। আমি তো ভেবেছিলাম ম্যাচটি শেষ পর্যন্ত টাই বেকারে গিয়ে শেষ হবে। কিন্তু লাস্টে বাড়তি টাইম এর একেবারে শেষের দিকে এসে একটি গোল করতে সক্ষম হয়েছে।
ভাই আমি অবাক হয়ে যাচ্ছি কলম্বিয়া টিম এর ম্যাচ পজিশন ধরে রাখা নিয়ে আর্জেন্টিনার কিন্তু কাপ জিতে গিয়েছে ম্যাচটি খেলে কিন্তু ম্যাচ পজিশন ধরে রাখার ক্ষেত্রে শেষ পর্যন্ত কলম্বিয়াই এগিয়ে ছিল।
যাইহোক আর্জেন্টিনার ফ্যান এবং আর্জেন্টিনা টিমকে অভিনন্দন। আর হ্যাঁ আর্জেন্টিনার বর্তমান কোচ লিওনেল স্ক্যালোনি আমার দেখা ফুটবল কোচ গুলোর মধ্যে অন্যতম ডেডিকেটেড কোচ।
ম্যাচের পজিশন বলেন, শট অন টার্গেট বলেন, সব ছিুতেই কলম্বিয়া দারুন খেলেছে এবং নৈপুন্য দেখিয়েছে। তবে আর্জেন্টিনার সাফল্য অন্য যায়গায়। আর্জেন্টিনার বর্তমান যে ডিফেন্স, সেটা ভেদ করে গোল করা অনেকটা মুশকিল। পুরোটা টুর্নামেন্টে আর্জেন্টিনা মাত্র একটা গোল কনসিড করেছে। ভেবে দেখেছেন ব্যাপারটা। ডিফেন্স প্লেয়াররা যেসব ব্লকেড গুলো বানিয়ে গোল সেভ করেছে, সেগুলো দেখার মতো ছিলো। আর ব্লকেড ছাড়া যেসব ক্লিন শট ছিলো, সেগুলো আবার আমাদের বাজ পাখি ধরে নিয়েছে। এখন আপনারা মানবতার ফাক, উটপাখি, যা কিছুই বলেন না কেনো, বাজপাখি আর উটপাখির হিসাব কিন্তু মার্তিনেজ বার বার বুঝিয়ে দিচ্ছে। ক্লাবে সে যাই করুক, দলের জার্সিতে সে অতুলনীয়!