Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Ricardo11 on July 16, 2024, 08:24:00 AM

Title: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Ricardo11 on July 16, 2024, 08:24:00 AM
(https://www.talkimg.com/images/2024/07/16/4uw7q.png)

বিটকয়েনের মূল্য আবার আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে. আমরা দেখেছি গত এক মাস যাবত বিটকয়েনের মূল্য শুধু নিচের দিকে নেমেছে. কিন্তু গত এক সপ্তাহে এটি পুনরুদ্ধারিত হতে শুরু করেছে, গত এক সপ্তাহে এটি 11.2% বৃদ্ধি পেয়ে বর্তমানে এর মূল্য এসে দাঁড়িয়েছে $63,764. ২ ঘন্টা আগে এর মূল্য 65K এর ওপরে ছিল.গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্যের যে গতিবিধি দেখেছি, সে অনুসারে আমি মনে করি এটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং 2-1 সপ্তাহের মধ্যেই এটি আবার 70K পার করবে.

বর্তমানের বাজার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? এটিকি সামনে বাড়বে নাকি আরও কমতে শুরু করবে? বর্তমান বাজার সম্পর্কে আপনার ধারণা কি ?
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Pastaral on July 17, 2024, 01:26:26 PM
হ্যাঁ ভাই আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। গত এক মাসের ডাম্পিং এরপর এটি আবার ওপর থেকে উঠতে শুরু করেছে, আজকে বিটকয়েনের বর্তমান বাজার মূল্য 64K এর ওপরে। গত এক মাসের ডাম্পিংয়ের পর এটি এখন বৃদ্ধির দিকেই হওয়া উচিত। আমিও এখন বিটকয়েনের পাম্পিং এর কথা চিন্তা করছি। এটি খুব শীঘ্রই 70k পার করবে বলে আমি আশা করি। সেই সাথে এই ডাম্পিং এ যারা বিনিয়োগ করেছিল এই পাম্পিংয়ের পর তাদের ভালো কিছু পাওয়ার একটি সুযোগ থাকবে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Crypto Library on July 17, 2024, 10:48:50 PM
বিটকয়েনের মূল্য আবার আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে. আমরা দেখেছি গত এক মাস যাবত বিটকয়েনের মূল্য শুধু নিচের দিকে নেমেছে. কিন্তু গত এক সপ্তাহে এটি পুনরুদ্ধারিত হতে শুরু করেছে, গত এক সপ্তাহে এটি 11.2% বৃদ্ধি পেয়ে বর্তমানে এর মূল্য এসে দাঁড়িয়েছে $63,764. ২ ঘন্টা আগে এর মূল্য 65K এর ওপরে ছিল.গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্যের যে গতিবিধি দেখেছি, সে অনুসারে আমি মনে করি এটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং 2-1 সপ্তাহের মধ্যেই এটি আবার 70K পার করবে.

বর্তমানের বাজার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? এটিকি সামনে বাড়বে নাকি আরও কমতে শুরু করবে? বর্তমান বাজার সম্পর্কে আপনার ধারণা কি ?
আপনার প্রেডিকশন সঠিক হতেও পারে এবং নাও হতে পারে। তবে মার্কেট 66 হাজার ক্রস করার পর এখন আবার হালকা  কারেকশন এর জন্য নিচের দিকে নামতেছে। তবে বাজার পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে না দুই এক সপ্তাহের মধ্যে বিটকয়েন আবার ৭০কে ক্রস করবে। জার্মান সরকারের ধাক্কা আমার মনে হয় বিটকয়েন এর মার্কেট এর উপরে আরো কিছুদিন প্রভাব ফেলবে।
তবে আমি মনে করি এইসব কারেকশন আমাদের লাস্ট চান্স কিছু বিটকয়েন একুমুল্যাসন করার  লং টাইম এর  হোল্ডিং করার জন্য। আমি নিজেও কিছু এড অপশন করেছি।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: God Of Thunder on July 27, 2024, 07:56:14 AM
ইন্টারনেট ব্ল্যাক আউটের আগে বিটকয়েন ৬৪ হাজারের আশে পাশে ছিলো, কিন্তু ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় বিটকয়েন ৬৭ হাজারে গিয়েছিলো। তারপর হঠাৎ করে দুইদিন আগে দেখলাম বিটকয়েন আবার ৬৩ হাজার ৬৪ হাজারে চলে গিয়েছে, কিন্তু কালকে আবার বিটকয়েন রিকোভার করে ৬৭ হাজারে চলে আসে। বিটকয়েন নিয়ে আমি কখনোই তেমন কোনো চিন্তা করি না। আমার চিন্তা হচ্ছে অল্টকয়েন নিয়ে।

বেশিরভাগ অল্টকয়েন প্রচুর পরিমানে ডাম্প করে বসে আছে। বিটকয়েন আবারো ৮০ হাজারে যাওয়ার আগ অব্দি অল্টকয়েনগুলো কোনো পাম্প করবে বলে আমার মনে হয় না। এদিকে বিটকয়েনের ইনভেষ্টররা অন্যান্য কয়েনে তেমন একটা মুভ করছে না। আপাতত বিটকয়েন ৮০ হাজারে যাওয়া অব্দি অপেক্ষা করছি।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: JISAN on July 28, 2024, 01:42:25 PM
বিটকয়েনের মূল্য আবার আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে. আমরা দেখেছি গত এক মাস যাবত বিটকয়েনের মূল্য শুধু নিচের দিকে নেমেছে. কিন্তু গত এক সপ্তাহে এটি পুনরুদ্ধারিত হতে শুরু করেছে, গত এক সপ্তাহে এটি 11.2% বৃদ্ধি পেয়ে বর্তমানে এর মূল্য এসে দাঁড়িয়েছে $63,764. ২ ঘন্টা আগে এর মূল্য 65K এর ওপরে ছিল.গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্যের যে গতিবিধি দেখেছি, সে অনুসারে আমি মনে করি এটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং 2-1 সপ্তাহের মধ্যেই এটি আবার 70K পার করবে.

বর্তমানের বাজার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? এটিকি সামনে বাড়বে নাকি আরও কমতে শুরু করবে? বর্তমান বাজার সম্পর্কে আপনার ধারণা কি ?
আপনার প্রেডিকশন সঠিক হতেও পারে এবং নাও হতে পারে। তবে মার্কেট 66 হাজার ক্রস করার পর এখন আবার হালকা  কারেকশন এর জন্য নিচের দিকে নামতেছে। তবে বাজার পরিস্থিতি দেখে আমার মনে হচ্ছে না দুই এক সপ্তাহের মধ্যে বিটকয়েন আবার ৭০কে ক্রস করবে। জার্মান সরকারের ধাক্কা আমার মনে হয় বিটকয়েন এর মার্কেট এর উপরে আরো কিছুদিন প্রভাব ফেলবে।
তবে আমি মনে করি এইসব কারেকশন আমাদের লাস্ট চান্স কিছু বিটকয়েন একুমুল্যাসন করার  লং টাইম এর  হোল্ডিং করার জন্য। আমি নিজেও কিছু এড অপশন করেছি।
জার্মান সরকারের ধাক্কা  প্রায় শেষ হয়ে গেছে  জার্মান সরকারের ধাক্কা  এবং MtGox এর টাকা ব্যাক দেওয়ার খবর বিটকয়েনের উপর কিছুটা নেগেটিভ প্রভাব ফেলেছিলো তা না হলে এতোদিনে বিটকয়েন ভালো একটা অবস্থানে পৌছাতো। তবে এগুলো বিটকয়েনের জন্য অন্য দিকে কিছুটা মংগলজনক কারন এমন ধাক্কার পরও যেহেতু বিটকয়েনের দাম আবারো বাড়তে শুরু করেছে তার মানে বিটকয়েনের এখন একটা শক্ত সাপোর্ট তৈরি হয়েছে। তাই এখন আমার মনে হচ্ছে যে বিটকয়েনের দাম খুব দ্রুত ৮০ হাজার ডলার অতিক্রম করবে। এটা অনেক সম্ভাব্য প্রেডিকশন।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: God Of Thunder on July 28, 2024, 04:06:54 PM
জার্মান সরকারের ধাক্কা  প্রায় শেষ হয়ে গেছে  জার্মান সরকারের ধাক্কা  এবং MtGox এর টাকা ব্যাক দেওয়ার খবর বিটকয়েনের উপর কিছুটা নেগেটিভ প্রভাব ফেলেছিলো তা না হলে এতোদিনে বিটকয়েন ভালো একটা অবস্থানে পৌছাতো। তবে এগুলো বিটকয়েনের জন্য অন্য দিকে কিছুটা মংগলজনক কারন এমন ধাক্কার পরও যেহেতু বিটকয়েনের দাম আবারো বাড়তে শুরু করেছে তার মানে বিটকয়েনের এখন একটা শক্ত সাপোর্ট তৈরি হয়েছে। তাই এখন আমার মনে হচ্ছে যে বিটকয়েনের দাম খুব দ্রুত ৮০ হাজার ডলার অতিক্রম করবে। এটা অনেক সম্ভাব্য প্রেডিকশন।

সমস্যা হলো আমরা তো প্রেডিকশনের চাইতে বেশি কিছু করতে পারি না। অনেক সময় আমাদের প্রেডিকশন ভুল প্রমানিত হয় এবং মাঝে মাঝে আমরা লস করে ফেলি। বিটকয়েন গতো কয়েকমাস ধরে যে ধরনের রেকর্ড গুলো একের পর এক ভেঙ্গে ফেলছে, তাতে আমাদের যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকা উচিৎ। সবাই কিন্তু বলেছে যে বিটকয়েন হালভিং এর আগে ডাউন হয়, আর হালভিং এর পর প্রচুর পাম্প করবে। হয়ে গেলো কিন্তু উল্টো। বিটকয়েন হালভিং এর আগেই নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। তারপর হালভিং এর পর বার বার ওঠানামা করেছে।

আমি মনে করি বিটকয়েন এখনো একুমুলেশন করছে। এমটি গক্স এর যে পেমেন্ট, সেটাতে ৯০ দিনের একটা লক পিরিয়ড থাকার কথা। তার মানে হচ্ছে, এখনই মার্কেটে বিটকয়েনের সাপ্লাই বাড়ছে না। যদি বাড়ে, তাও আরো ২ মাস লাগতে পারে। সুতরাং আগেই বলতে চাই না যে বিটকয়েন ২ মাসের মধ্যে বা খুব শীঘ্রই ৮০ হাজারে যাবে। হতে পারে ২ মাস পরে এমটি গক্সের ইউজার রা ২ মাস পর ধুমায়া সেল দিবে আর বিটকয়েন ৩৫-৪০ হাজারে চলে আসবে? অসম্ভব না কিন্তু!
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Crypto Library on July 28, 2024, 08:05:12 PM
সমস্যা হলো আমরা তো প্রেডিকশনের চাইতে বেশি কিছু করতে পারি না। অনেক সময় আমাদের প্রেডিকশন ভুল প্রমানিত হয় এবং মাঝে মাঝে আমরা লস করে ফেলি। বিটকয়েন গতো কয়েকমাস ধরে যে ধরনের রেকর্ড গুলো একের পর এক ভেঙ্গে ফেলছে, তাতে আমাদের যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকা উচিৎ। সবাই কিন্তু বলেছে যে বিটকয়েন হালভিং এর আগে ডাউন হয়, আর হালভিং এর পর প্রচুর পাম্প করবে। হয়ে গেলো কিন্তু উল্টো। বিটকয়েন হালভিং এর আগেই নতুন একটা অল টাইম হাই ক্রিয়েট করেছে। তারপর হালভিং এর পর বার বার ওঠানামা করেছে।

আমি মনে করি বিটকয়েন এখনো একুমুলেশন করছে। এমটি গক্স এর যে পেমেন্ট, সেটাতে ৯০ দিনের একটা লক পিরিয়ড থাকার কথা। তার মানে হচ্ছে, এখনই মার্কেটে বিটকয়েনের সাপ্লাই বাড়ছে না। যদি বাড়ে, তাও আরো ২ মাস লাগতে পারে। সুতরাং আগেই বলতে চাই না যে বিটকয়েন ২ মাসের মধ্যে বা খুব শীঘ্রই ৮০ হাজারে যাবে। হতে পারে ২ মাস পরে এমটি গক্সের ইউজার রা ২ মাস পর ধুমায়া সেল দিবে আর বিটকয়েন ৩৫-৪০ হাজারে চলে আসবে? অসম্ভব না কিন্তু!
আপনি আসলে অস্বাভাবিক কিছু বলেননি কারণ বিটকয়েন এর মার্কেট পূর্বে যেমন রেকর্ড গুলো হয়েছে সামনেও যে তেমন পারফরম্যান্স হতে হবে এটার কোন গ্যারান্টি নেই।
তাছাড়া জার্মানি সরকার এর বিটকয়েন সেল করা তাছাড়া আমেরিকা এর  জব্দকৃত একটা বিশাল পরিমাণ  বিটকয়েন কয়েনবেস এক্সচেঞ্জারে ট্রান্সফার হওয়া সব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আসলে বলা মুশকিল।
তাছাড়া আর একটা রুমোর শুনলাম যে, চায়না নাকি আরেকটা ভাইরাস বানিয়েছে covid-19 এর থেকেও বেশি ডেঞ্জারাস হবে, আর এজন্য অনেক দেশ বুঝতে পেরে যে সামনে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা মন্দা যেতে চলেছে তাই তারা বিটকয়েন গুলো সেল করতেছে।
আমি আসলে এগুলোতে এখনো বিশ্বাস করতেছি না তবে সামান্য ভয়ে বুকের ভেতর রয়েছে। কিন্তু এখনই সেল করবো না। আরও এড অপশন করব।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: God Of Thunder on July 29, 2024, 02:37:11 PM
তাছাড়া জার্মানি সরকার এর বিটকয়েন সেল করা তাছাড়া আমেরিকা এর  জব্দকৃত একটা বিশাল পরিমাণ  বিটকয়েন কয়েনবেস এক্সচেঞ্জারে ট্রান্সফার হওয়া সব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আসলে বলা মুশকিল।
তাছাড়া আর একটা রুমোর শুনলাম যে, চায়না নাকি আরেকটা ভাইরাস বানিয়েছে covid-19 এর থেকেও বেশি ডেঞ্জারাস হবে, আর এজন্য অনেক দেশ বুঝতে পেরে যে সামনে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা মন্দা যেতে চলেছে তাই তারা বিটকয়েন গুলো সেল করতেছে।
আমি আসলে এগুলোতে এখনো বিশ্বাস করতেছি না তবে সামান্য ভয়ে বুকের ভেতর রয়েছে। কিন্তু এখনই সেল করবো না। আরও এড অপশন করব।

আমি বিটকয়েনের ব্যাপারে বলবো, এই ব্যাপারে আমি এখন আপাতত তেমন একটা চিন্তা আর করছি না। কারন, বিটকয়েন যদি ৪০ হাজারেও চলে যায়, তাহলে হয়তো আবার রিকোভার করে ফেলবে। বিটকয়েন প্রথম যখন ৬৯ হোজারে টাচ করেছিলো, সেই সময়ে আমি আমার এক বন্ধুর সাথে বলছিলাম যে বিটকয়েন না কিনে ভুল হয়েছে। আমার মনে হয় না আমরা আবার কোনো দিন বিটকয়েন কে ৫০ হাজারের নিচে দেখতে পারবো।

কিন্তু রিয়েলিটি দেখেন, বিটকয়েন ১৭ হাজারে অব্দি চলে এসেছিলো। যদিও একচুয়াল ফিগারটা আমার মনে নাই। সেই বিটকয়েন এখন আবার ৭০ হাজারে ঘোড়াফেরা করছে। এই একই বিটকয়েন আবারো ৪০ হাজারের রেন্জ এ আসলে আমি একবারো অবাক হবো না। কারন এই মার্কেট অনেক বেশি আনপ্রেডিকটেবল।

আর চায়নার ভাইরাসের কথা যদি বলেন, আমার কাছে এগুলো বিশ্বাস যোগ্য মনে হয় না। যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে, সেক্ষেত্রে সেটা নিউজ আকারে সামনে আসলে হয়তো ভেবে দেখবো। কিন্তু এমনিতে এটাকে গুজব বলেই মনে হচ্ছে। তবে যদি আবারো প্যান্ডামিক সিচুয়েশন হয়, তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে টাকা ঢুকতে পারে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Crypto Library on July 29, 2024, 06:52:11 PM
তাছাড়া জার্মানি সরকার এর বিটকয়েন সেল করা তাছাড়া আমেরিকা এর  জব্দকৃত একটা বিশাল পরিমাণ  বিটকয়েন কয়েনবেস এক্সচেঞ্জারে ট্রান্সফার হওয়া সব কিছু কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আসলে বলা মুশকিল।
তাছাড়া আর একটা রুমোর শুনলাম যে, চায়না নাকি আরেকটা ভাইরাস বানিয়েছে covid-19 এর থেকেও বেশি ডেঞ্জারাস হবে, আর এজন্য অনেক দেশ বুঝতে পেরে যে সামনে পৃথিবীর অর্থনৈতিক অবস্থা মন্দা যেতে চলেছে তাই তারা বিটকয়েন গুলো সেল করতেছে।
আমি আসলে এগুলোতে এখনো বিশ্বাস করতেছি না তবে সামান্য ভয়ে বুকের ভেতর রয়েছে। কিন্তু এখনই সেল করবো না। আরও এড অপশন করব।

আমি বিটকয়েনের ব্যাপারে বলবো, এই ব্যাপারে আমি এখন আপাতত তেমন একটা চিন্তা আর করছি না। কারন, বিটকয়েন যদি ৪০ হাজারেও চলে যায়, তাহলে হয়তো আবার রিকোভার করে ফেলবে। বিটকয়েন প্রথম যখন ৬৯ হোজারে টাচ করেছিলো, সেই সময়ে আমি আমার এক বন্ধুর সাথে বলছিলাম যে বিটকয়েন না কিনে ভুল হয়েছে। আমার মনে হয় না আমরা আবার কোনো দিন বিটকয়েন কে ৫০ হাজারের নিচে দেখতে পারবো।

কিন্তু রিয়েলিটি দেখেন, বিটকয়েন ১৭ হাজারে অব্দি চলে এসেছিলো। যদিও একচুয়াল ফিগারটা আমার মনে নাই। সেই বিটকয়েন এখন আবার ৭০ হাজারে ঘোড়াফেরা করছে। এই একই বিটকয়েন আবারো ৪০ হাজারের রেন্জ এ আসলে আমি একবারো অবাক হবো না। কারন এই মার্কেট অনেক বেশি আনপ্রেডিকটেবল।
একচুয়ালি আমাদের বিষয়টি হচ্ছে ভাই অনেকটা চোর গেলে বুদ্ধি বের হয় অথবা দাত থাকতে দাতের মর্যাদা না বোঝা।
তাছাড়াও আমার সাথে অনেকটা এমন হয়েছে যে বিটকয়েন যখন পনেরো না সোলোতে আসলো তখন ভেবেছিলাম বিটকয়েন ১০ এ নামবে এবং তখন প্রায় হাফ বিটকয়েন কিনে রাখবো। কিন্তু তা কই ফাল দিতে দিতে এখন একবারে ৭০ এ এসে গিয়েছে।
যদিও এবার জার্মানি সরকার এর বিটকয়েন সেলিং এর পরে মার্কেটে যে ডাম্পিং দেখা গিয়েছিল এই সময় ১১০০দলার সম পরিমানের বিটকয়েন এডপ্ট, তিন ধাপে বিটকয়েন কিনেছে একটা অ্যারাউন্ড ৬০কে ছিল আরেকটা ৫৭কে এ আরেকবার  ৫৬কে গড়ে পরতায় ৫৭কে+ পড়েছে। দেখি এই সুযোগে কি অবস্থা হয় সামনের বুল সিজনে কেমন আউট কাম আসে।
এছাড়া আগে ২০০$ এর পলিগণ কিনেছিলাম আর তার সাথে আরও ২০০ ডলার যোগ করেছি। আরেকটা টার্গেট নিয়েছি TON যদি  5$ এর কাছাকাছি নামে তাহলে এখানে কিছু ইনভেস্টমেন্ট করব।
Quote
আর চায়নার ভাইরাসের কথা যদি বলেন, আমার কাছে এগুলো বিশ্বাস যোগ্য মনে হয় না। যদি কোনো গোয়েন্দা তথ্য থাকে, সেক্ষেত্রে সেটা নিউজ আকারে সামনে আসলে হয়তো ভেবে দেখবো। কিন্তু এমনিতে এটাকে গুজব বলেই মনে হচ্ছে। তবে যদি আবারো প্যান্ডামিক সিচুয়েশন হয়, তাহলে আবারো ক্রিপ্টো মার্কেটে টাকা ঢুকতে পারে।
এটা আসলে শোনা খবর গুজব হলেও হতে পারে তবে যদি সত্যি হয়েও থাকে আর বিটিসি নিচের থেকে নামে আমি আক্ষেপ করব না বরং আরো কিছু টাকা গুছাবো ইনভেস্টমেন্ট করার জন্য। এবার আর মিস করবো না।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Btclover on July 29, 2024, 08:18:30 PM
(https://www.talkimg.com/images/2024/07/16/4uw7q.png)

বিটকয়েনের মূল্য আবার আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে. আমরা দেখেছি গত এক মাস যাবত বিটকয়েনের মূল্য শুধু নিচের দিকে নেমেছে. কিন্তু গত এক সপ্তাহে এটি পুনরুদ্ধারিত হতে শুরু করেছে, গত এক সপ্তাহে এটি 11.2% বৃদ্ধি পেয়ে বর্তমানে এর মূল্য এসে দাঁড়িয়েছে $63,764. ২ ঘন্টা আগে এর মূল্য 65K এর ওপরে ছিল.গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্যের যে গতিবিধি দেখেছি, সে অনুসারে আমি মনে করি এটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং 2-1 সপ্তাহের মধ্যেই এটি আবার 70K পার করবে.

বর্তমানের বাজার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? এটিকি সামনে বাড়বে নাকি আরও কমতে শুরু করবে? বর্তমান বাজার সম্পর্কে আপনার ধারণা কি ?
নিঃসন্দেহে বিটকয়েনের দাম আবার উঠবে এবং উঠতেছে। এই বছর শেষের দিকে ফিট করেন হয়তো এক লাখ ডলারে পৌঁছাতে পারে বলে অনেক কে মন্তব্য করেছে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: JISAN on August 01, 2024, 01:41:51 PM
নিঃসন্দেহে বিটকয়েনের দাম আবার উঠবে এবং উঠতেছে। এই বছর শেষের দিকে ফিট করেন হয়তো এক লাখ ডলারে পৌঁছাতে পারে বলে অনেক কে মন্তব্য করেছে।
ফিট করেন কি ভাই? আপনাকে দেখছি সবসময় ছোট ছোট পোস্ট করে যাচ্ছেন এই ২-১ লাইনের পোস্টের মধ্যেই ভূলবাল লিখে যাচ্ছেন আবার এমন বানান লিখতেছেন যার সঠিক উচ্চারণ প্রেডিকশনও করা যাচ্ছে না। আপনার একাউন্টে ইতিমধ্যেই ১ টা strike রয়েছে। পোস্ট করার ক্ষেত্রে সতর্ক হোন তা না হলে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন না। আমি আপনার কয়েকটা পোস্ট ডিলিট করেছি। পরবর্তীতে আশা করি পোস্ট ডিলিট করতে হবে না। সতর্কতার সাথে পোস্ট করবেন।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Crypto Library on August 01, 2024, 09:46:04 PM
ফিট করেন কি ভাই? আপনাকে দেখছি সবসময় ছোট ছোট পোস্ট করে যাচ্ছেন এই ২-১ লাইনের পোস্টের মধ্যেই ভূলবাল লিখে যাচ্ছেন আবার এমন বানান লিখতেছেন যার সঠিক উচ্চারণ প্রেডিকশনও করা যাচ্ছে না। আপনার একাউন্টে ইতিমধ্যেই ১ টা strike রয়েছে। পোস্ট করার ক্ষেত্রে সতর্ক হোন তা না হলে আপনার একাউন্ট টিকিয়ে রাখতে পারবেন না। আমি আপনার কয়েকটা পোস্ট ডিলিট করেছি। পরবর্তীতে আশা করি পোস্ট ডিলিট করতে হবে না। সতর্কতার সাথে পোস্ট করবেন।
আমার মনে হয় এরা ফোরামের স্ট্রাইক এবং পেনাল্টিস গুলো সম্পর্কে জানেনা আর নিয়ম তো অবশ্যই পড়েনি পোস্ট করার পূর্বে। আর এজন্যই তাদের এই অবস্থা শুধু রেংক বৃদ্ধি করার জন্য এই ছোট ছোট পোস্ট করে যাচ্ছে।
আসলে ছোট পোস্টটাও ব্যাপার না অনেক সময় ছোট পোস্ট এর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায় যেখানে অল্প কয়েকটা লেখার মাধ্যমে বৃহৎ জিনিস বোঝা যায়। কিন্তু এই ভাইদের ক্ষেত্রে আমি দেখতেছি কয়েকদিন যাবত এই ধরনের ছোট ছোট পোস্ট করে যাচ্ছে পাশাপাশি। ১২০ দিনের ওপরে হয়ে গেছে এইসব দেদ টপিক এ গিয়ে রিপ্লাই দিতেছে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: kulkhan on August 01, 2024, 10:30:31 PM
(https://www.talkimg.com/images/2024/07/16/4uw7q.png)

বিটকয়েনের মূল্য আবার আস্তে আস্তে বৃদ্ধির দিকে যাচ্ছে. আমরা দেখেছি গত এক মাস যাবত বিটকয়েনের মূল্য শুধু নিচের দিকে নেমেছে. কিন্তু গত এক সপ্তাহে এটি পুনরুদ্ধারিত হতে শুরু করেছে, গত এক সপ্তাহে এটি 11.2% বৃদ্ধি পেয়ে বর্তমানে এর মূল্য এসে দাঁড়িয়েছে $63,764. ২ ঘন্টা আগে এর মূল্য 65K এর ওপরে ছিল.গত এক সপ্তাহে বিটকয়েনের মূল্যের যে গতিবিধি দেখেছি, সে অনুসারে আমি মনে করি এটি এখন আস্তে আস্তে বৃদ্ধি পাবে, এবং 2-1 সপ্তাহের মধ্যেই এটি আবার 70K পার করবে.

বর্তমানের বাজার পরিস্থিতি দেখে আপনার কি মনে হচ্ছে? এটিকি সামনে বাড়বে নাকি আরও কমতে শুরু করবে? বর্তমান বাজার সম্পর্কে আপনার ধারণা কি ?
হ্যাঁ ভাই বিটকয়েনের মূল্য পুনরুদ্ধারিত হচ্ছে এবং হবে বলে আমি মনে করি। গত কিছুদিন পূর্বে বিটকয়েনের জন্য অনেক বড় দুইটা ইভেন্ট হয়ে গেল। আমেরিকা গভমেন্ট কর্তৃক ই এফ টি আপ্প্রুভ করা এবং বিটকয়েনের হেলভিং সম্পন্ন হওয়া। এর প্রভাবে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস।

কিছুদিন ধরে যেটা হয়েছে আমি মনে করি এটা ছিল মার্কেট কারেকশন। খুব অল্প সময়ের মধ্যে বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে এটা আমার ধারণা ছিল। এবং সেটাই এখন পরিলক্ষিত হচ্ছে। আমি মনে করি এর প্রভাব দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এবং নিকট ভবিষ্যতে আমরা বিটকয়েনের প্রাইস $১০০কে+ দেখতে পাব বলে আমি মনে করি। আমি মনে করি ২০২৫ সালের প্রথমদিকেই প্রকৃত বুলরান শুরু হবে।

Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Crypto Library on August 01, 2024, 11:39:56 PM
হ্যাঁ ভাই বিটকয়েনের মূল্য পুনরুদ্ধারিত হচ্ছে এবং হবে বলে আমি মনে করি। গত কিছুদিন পূর্বে বিটকয়েনের জন্য অনেক বড় দুইটা ইভেন্ট হয়ে গেল। আমেরিকা গভমেন্ট কর্তৃক ই এফ টি আপ্প্রুভ করা এবং বিটকয়েনের হেলভিং সম্পন্ন হওয়া। এর প্রভাবে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাবে এটা আমার দৃঢ় বিশ্বাস।

কিছুদিন ধরে যেটা হয়েছে আমি মনে করি এটা ছিল মার্কেট কারেকশন। খুব অল্প সময়ের মধ্যে বিটকয়েনের মূল্য আবার বৃদ্ধি পাবে এটা আমার ধারণা ছিল। এবং সেটাই এখন পরিলক্ষিত হচ্ছে। আমি মনে করি এর প্রভাব দীর্ঘদিন ধরে চলতে থাকবে। এবং নিকট ভবিষ্যতে আমরা বিটকয়েনের প্রাইস $১০০কে+ দেখতে পাব বলে আমি মনে করি। আমি মনে করি ২০২৫ সালের প্রথমদিকেই প্রকৃত বুলরান শুরু হবে।
বিটকয়েনের মার্কেট এর দিকে যদি নজর রাখেন গত ২৪ ঘন্টার মধ্যে বিটকয়েন এর মার্কেট এরাউন্ড ৩ থেকে ৪ %  এর মতন ডাউট হয়েছে। আর এটার কারণ হিসেবে বলা হচ্ছে যে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর সরকার প্রায় দুই বিলিয়ন ডলার সমপরিমাণ বিটকয়েন সেল করেছে যদিও আমি জানিনা তথ্যটি সঠিক কিনা তবে একটি পোস্টে এটা দেখতে পেলাম।
তবে এর আগেও আমি একটি নিউজ পেয়েছিলাম যে ইউএসএ গভারমেন্ট একটি বড়সড়ো অ্যামাউন্ট একটি সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে শিফট করেছে। এইসব ট্রানজেকশন আসলে ভাববার বিষয় কারণ সামনে তো বুল সিজন হওয়ার কথা, যদি এই সব কার্যক্রম কোন নেগেটিভ আউটকামে না নিয়ে আসে তাহলে আমিও আপনার সাথে মিল রেখে বলব ২০২৫ সালের শুরুর দিকে হয়তো আমরা  বুল সিজন দেখতে পাবো
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: RewFrew on August 03, 2024, 09:35:38 AM
ক্রিপ্টো কারেন্সির ধর্মই হচ্ছে উঠানামা করা। আজ দাম কমবে তো আবার কাল দাম বাড়বে এটাই এর ধর্ম। আমরা লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে বিটকয়েন সর্বোচ্চ মূল্যে পৌঁছে গেছিল এখন আবার কমতেছে আশা করি খুব শীঘ্রই আবার বিটকয়েনের মূল্য বৃদ্ধি পাওয়া শুরু হবে। এখন বিটকয়েনের মূল্য ৬২ হাজার ডলারের কাছাকাছি। আমি মনে করি এই আগস্ট মাসের মধ্যেই বিটকয়েনের মূল্য ৭০ হাজারের কাছাকাছি যেতে পারে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: God Of Thunder on August 03, 2024, 02:25:30 PM
বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!

আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Vision pro on August 08, 2024, 12:16:54 AM
বিটকয়েন মার্কেট এরকমই এক সময় উপরে উঠবে এক সময় নিচের দিকে আসবে এরকম তাই আপনি যখন পোস্ট করেছিলেন তখন বিটকয়েন উপরের দিকে ছিল কিন্তু আমি যখন পোস্ট করতেছি বিটকয়েন তখন নিচের দিকে ধাবিত হচ্ছে আর এ কারণেই বিটকয়েন কে বিশ্বাস করতে নেই পুরোপুরি। এটি যে কোন সময় যেকোন দিকে ধাবিত হতে পারে কিন্তু ভবিষ্যতে এটির ভবিষ্যৎ অন্যরকম। কারণ বিটকয়েন একসময় অনেক শিখরে পৌঁছে যাবে এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Azharul on August 19, 2024, 12:05:30 AM
আমরা জানি  ক্রিপ্টো জগতের সব থেকে বড়  ক্রিপ্টো হলো বিটকয়েন। তবে আমরা বিভিন্ন সময় লক্ষ করেছি যে বিটকয়েন এর মূল্য মাঝে মাঝে বেশ ওঠা নামা করছে। গত কয়েক মাস ধরে দেখতে পাচ্ছি বিটকয়েন এর মূল্য বেশ কম আছে। কিন্তু বর্তমান সময়ে আমরা লক্ষ্য করেছি যে বিটকয়েন এর মূল্য আগের থেকে অনেক বেশি হয়েছে। আমি মনে করি বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ সংঘটিত এখনও পর্যন্ত, যার ফলে বিটকয়েন এর মূল্য কমে আছে। তবে আমরা আশা করি বিশ্বের এই পরিস্থিতি খুব তাড়াতাড়ি আবার স্বাভাবিক হয়ে যাবে এজন্য এর মূল্য বৃদ্ধি পাবে, এবং আমি আরো বিশ্বাস করি বিটকয়েন এর মূল্য খুব তাড়াতাড়ি সত্তর হাজার ডলার অতিক্রম করতে সক্ষম হবে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: kulkhan on August 19, 2024, 10:39:31 AM
বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!

আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।
ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত, আমরা যখন দেখি বিটকয়েন এর মূল্য বাড়ছে কিন্তু আল্ট কয়েন তখন তেমন টা বাড়ছে না, আবার যখন বিটকয়েন এর মূল্য কমছে তখন আল্ট কয়েন এর মূল্য হিউজ কমে যাচ্ছে।
এই পরিস্থিতিতে আমাদের ট্রেড না করে হোল্ড করা উচিত। আবার আপনি সঠিক বলেছেন এই সময়ে ডিসিএ করাটা উত্তম। তবে আমি মনে করি খুব স্বল্প সময়ের মধ্যে মার্কেট স্বাভাবিক হবে এবং মার্কেট উপরের দিকে মুভ করবে। আমার ধারণা 2025 সালের প্রথম থেকেই মার্কেট বুল রানে ঢুকে যাবে।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: JISAN on August 19, 2024, 01:57:03 PM
বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!

আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।
ভাই আমি আপনার কথার সাথে পুরোপুরি একমত, আমরা যখন দেখি বিটকয়েন এর মূল্য বাড়ছে কিন্তু আল্ট কয়েন তখন তেমন টা বাড়ছে না, আবার যখন বিটকয়েন এর মূল্য কমছে তখন আল্ট কয়েন এর মূল্য হিউজ কমে যাচ্ছে।
এই পরিস্থিতিতে আমাদের ট্রেড না করে হোল্ড করা উচিত। আবার আপনি সঠিক বলেছেন এই সময়ে ডিসিএ করাটা উত্তম। তবে আমি মনে করি খুব স্বল্প সময়ের মধ্যে মার্কেট স্বাভাবিক হবে এবং মার্কেট উপরের দিকে মুভ করবে। আমার ধারণা 2025 সালের প্রথম থেকেই মার্কেট বুল রানে ঢুকে যাবে।
মার্কেটে অস্থিতিশীলতা ছাড়তেছে না যার কারনে আল্টকয়েনের দাম বাড়তেছে না। মার্কেট স্থির হলে আল্টকয়েনে দাম বাড়ে। হঠাৎ হঠাৎ দেখা যায় বিটকয়েন পাম্প হতে তবে সাথে সাথে আল্টকয়েন পাম্প হয় না হবেও না আল্টকয়েন এর দাম বাড়ার জন্য বিটকয়েনের দাম স্থির হতে হবে। তাই যখন বিটকয়েনের দাম বাড়তেছে আল্টকয়েন স্থির হয়ে থাকতেছে আবার যখন বিটকয়েনের দাম কমতেছে তখন আল্টকয়েন বিটকয়েনের সাথে সংগ্য দিতেছে। আর DCA এর কথা বলতে গেলে DCA সবসময় অনুসরণ করা উচিৎ সেতা হোক Bull Run এ অথবা Bear সিজনে। কারন মার্কেট কখন কোনদিকে যাবে সেটা কেউ গেরান্টি দিয়ে বলতে পারবে না। তাই সবসময় DCA অনুসরন করে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Ricardo11 on August 20, 2024, 02:11:25 PM
ভাই কি মনে হয়? এই মাসের মধ্যে কি বিটকয়েন ৭০K  ছাড়বে? অনেকেই তো মনে করেছিল যে বিটকয়েন অগাস্ট মাসের মধ্যেই ৭০K  ছাড়বে, আবার কেউ কেউ বলেছিলো যে ৭৫K  পর্যন্ত যেতে পারে অগাস্ট মাসের মধ্যে। অগাস্ট মাস শেষ হতে বাকী আর মাত্র ১১দিন, এবং বিটকয়েন এর মূল্য এখন ৬০K .

কি মনে হয়, এই ১১দিনে কি ৭০K  পার করবে?
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: kulkhan on August 21, 2024, 10:50:46 PM
বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!

আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।
আসলে বর্তমান মার্কেটে পরিস্থিতি খুব বেশি ভালো না। তবে আবার যে মাঝে মাঝে একটা রিকভার হচ্ছে না সেটা বলা যাবে না। আজকের মার্কেটে লক্ষ্য করলাম বিটকানের মূল্য প্রায় ৩% বৃদ্ধি পেয়েছে। মোটামুটি ভাবে যেটা আমরা লক্ষ্য করছি বিটকয়েন মূল্য ৬০ হাজার ডলারে স্টাবল আছে। আমি মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হবে। এবং সামনের বুল মার্কেটে বিটকয়েনের মূল্য ন্যূনতম ১ লক্ষ ডলারের পৌঁছে যাবে। আমরা বিটকয়েনের জন্য খুব বড় বড় কয়েকটি নিউজ দেখেছি। যেমন আমেরিকা গভমেন্ট ই এফ টি এপ্রুভ করেছে। তাছাড়া চার বছর পর পর যে বিটকয়েন হ্যালভিং অনুষ্ঠিত হয় সেটা এমবছরেই সম্পন্ন হয়েছে। তাই আমি অত্যন্ত আশাবাদী যে খুব অল্প সময়ের ভিতরে বিটকয়েনের মূল্য পুনরুদ্ধারিত হবে। এবং২০২৫ সালের প্রথমদিকে আমরা রিয়েল গুল মার্কের।
Title: Re: বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হচ্ছে.
Post by: Vision pro on August 22, 2024, 06:44:01 PM
বিগত কয়েকদিনের স্টাটস অনুযায়ী বিটকয়েন শেষ ৭ দিনে ১০% ডাউন হয়েছে। আর শুধুমাত্র গত ২৪ ঘন্টায় প্রায় ৫% ডাউন হয়েছে। বিটকয়েন ৫% ডাউন হওয়া মানে মার্কেটে আগুন লেগে যাওয়া। বিটকয়েনের সাথে সাথে অল্টকয়েনের যে বাজে হাল হয়েছে, সেটা হচ্ছে দেখার মতো একটা কারবার। যদি কেউ ডিসিএ করার প্ল্যানে থাকেন, তাহলে অল্প পরিমানে ইনভেষ্ট করতে পারেন। এটা কোনো এডভাইস না কিন্তু!

আমার হোল্ডিং গুলো দিনদিন লালে লাল হয়ে যাচ্ছে। অল্টকয়েন ইনভেষ্টমেন্টগুলো লস মনে করে এখনো হোল্ডিং করে যাচ্ছি। হাতে কিছু ষ্টাবল কয়েন আছে, তবে আপাতত ইনভেষ্ট করার মতো সাহস পাচ্ছি না। আপাতত কোনো এক্সট্রা ইনকাম না থাকায়, আর দেশের পরিস্থিতি বিবেচনায়, নিজের হাতে কিছু ক্যাশ রাখা জরুরী বলে মনে হচ্ছে।
আসলে বর্তমান মার্কেটে পরিস্থিতি খুব বেশি ভালো না। তবে আবার যে মাঝে মাঝে একটা রিকভার হচ্ছে না সেটা বলা যাবে না। আজকের মার্কেটে লক্ষ্য করলাম বিটকানের মূল্য প্রায় ৩% বৃদ্ধি পেয়েছে। মোটামুটি ভাবে যেটা আমরা লক্ষ্য করছি বিটকয়েন মূল্য ৬০ হাজার ডলারে স্টাবল আছে। আমি মনে করি খুব দ্রুততম সময়ের মধ্যে বিটকয়েনের মূল্য আবার পুনরুদ্ধারিত হবে। এবং সামনের বুল মার্কেটে বিটকয়েনের মূল্য ন্যূনতম ১ লক্ষ ডলারের পৌঁছে যাবে। আমরা বিটকয়েনের জন্য খুব বড় বড় কয়েকটি নিউজ দেখেছি। যেমন আমেরিকা গভমেন্ট ই এফ টি এপ্রুভ করেছে। তাছাড়া চার বছর পর পর যে বিটকয়েন হ্যালভিং অনুষ্ঠিত হয় সেটা এমবছরেই সম্পন্ন হয়েছে। তাই আমি অত্যন্ত আশাবাদী যে খুব অল্প সময়ের ভিতরে বিটকয়েনের মূল্য পুনরুদ্ধারিত হবে। এবং২০২৫ সালের প্রথমদিকে আমরা রিয়েল গুল মার্কের।
আপনার পোস্টটি পড়ে বুঝা বুঝলাম যে আপনি প্রতিনিয়ত মার্কেটের আপডেট সম্পর্কে খুব ভালোভাবে বিশ্লেষণ করার মাধ্যমে এই পোস্টটি করেছেন বলে আমি মনে করছি।বর্তমান বাজারের পরিস্থিতি নিঃসন্দেহে চ্যালেঞ্জিং, তবে মাঝে মাঝে বাজারে যে রিকভারির লক্ষণ দেখা যাচ্ছে, সেটি একটি ভালো ইঙ্গিত। বিটকয়েনের মূল্যবৃদ্ধির সাম্প্রতিক প্রবণতা এবং মার্কেটের স্থিতিশীলতা একটি পজিটিভ সিগন্যাল দিচ্ছে, যা ইঙ্গিত করে যে বড় ধরনের রিকভারি শীঘ্রই হতে পারে।বিটকয়েন ETF এর অনুমোদন এবং হ্যালভিং ইভেন্ট বাজারের জন্য বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে হ্যালভিংয়ের প্রভাব দীর্ঘমেয়াদে বিটকয়েনের সরবরাহ সংকুচিত করে, যা ইতিহাস অনুযায়ী মূল্যবৃদ্ধিতে সহায়ক হয়। আপনার ভবিষ্যদ্বাণী যে ২০২৫ সালের প্রথমদিকে বিটকয়েনের মূল্য $100,000 ছাড়িয়ে যেতে পারে, সেটি সঠিকভাবে মার্কেটের ট্রেন্ডস এবং বিটকয়েনের ঐতিহাসিক পারফরম্যান্সের সাথে মিলিত হয়।
আপনার সাথে আমি পুরোপুরি একমত হচ্ছে কারণ ২০২৪ সালের মধ্যে অবশ্যই আমার মনে হয় মার্কেট অনেক উপরে যেতে থাকবে এবং ২০২৫ সালে মার্কেট এক লাখ ডলার ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা যাচ্ছে।