Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: Crypto Library on July 24, 2024, 11:27:40 AM

Title: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Crypto Library on July 24, 2024, 11:27:40 AM
অবশেষে একটু নেটের দেখা পেলাম । আমি নজ্জিত এই দেশে বসবাস করি একে  তো কয়েক ডজন মানুষ মারল আর  এই কয়েক দিন ইন্টারনেট অফ করে কত জন মারছে আল্লাহ মাবুদ জানেন।
আমার নিজের হাত থেকে ক্লায়েন্ট চলে যাচ্ছে । আমাদের মতন যারা আউট সোর্সিং করি তাদের মতন খারাপ সিচুয়েশনে হয়তো আর কেউ পরে নাই।
ট্রেডিং এ মারা খেয়ে সিগনেচার পেমেন্ট এর মারা খেয়েছি ,,,, আপনাদের সিচুয়েশন জানার জন্যে এই টপিক খুললাম।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: God Of Thunder on July 25, 2024, 10:31:46 AM
আলহামদুলিল্লাহ ভাই, বেচে আছি এটাই বেশি মনে হচ্ছে!

নেট বন্ধ করার কারণ হচ্ছে দুইটা। প্রথম হলো মানুষ যেনো কোনো যোগাযোগ করতে না পারে, আর দ্বিতীয় হলো গনহত্যা চালানোর জন্য। যারা সোশ্যাল মিডিয়ায় সত্য কোনো ঘটনা তুলে ধরতে চাচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকেও বাড্ডা এলাকায় ধড়পাকড় চালিয়েছে। হত্যার সঠিক হিসাব কারো কাছেই নেই। তবে আমার কাছে মনে হচ্ছে ১ হাজারের কম হবে না। কারণ একটা একটা করে এলাকা হিসেব করলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। একেকটা ইন্সিডেন্ট এ যে পরিমান মানুষ মারা গেছে, তারা কি আর কখনো ফিরে আসবে? এই যে এতো লাশ, এর জন্য দায়ী কে? ডিকটেটর আসলে কাকে বলা হয়?
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Crypto Library on July 27, 2024, 10:01:18 PM
আলহামদুলিল্লাহ ভাই, বেচে আছি এটাই বেশি মনে হচ্ছে!

নেট বন্ধ করার কারণ হচ্ছে দুইটা। প্রথম হলো মানুষ যেনো কোনো যোগাযোগ করতে না পারে, আর দ্বিতীয় হলো গনহত্যা চালানোর জন্য। যারা সোশ্যাল মিডিয়ায় সত্য কোনো ঘটনা তুলে ধরতে চাচ্ছে, তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকেও বাড্ডা এলাকায় ধড়পাকড় চালিয়েছে। হত্যার সঠিক হিসাব কারো কাছেই নেই। তবে আমার কাছে মনে হচ্ছে ১ হাজারের কম হবে না। কারণ একটা একটা করে এলাকা হিসেব করলেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। একেকটা ইন্সিডেন্ট এ যে পরিমান মানুষ মারা গেছে, তারা কি আর কখনো ফিরে আসবে? এই যে এতো লাশ, এর জন্য দায়ী কে? ডিকটেটর আসলে কাকে বলা হয়?
দিন যাচ্ছে আর বিভিন্ন আপডেট সামনে আসতেছে বিভিন্ন ভয়ঙ্কর ভিডিও সামনে দেখে ভয় লাগছে। এই ভিডিওটা একটু চেক করেন কিভাবে নির্দয় ভাবে- একজন  নিরস্ত্র ছাত্রকে পুলিশ পরপর কয়েকবার গু*লি মৃত্যু নিশ্চিত করল।- https://t.me/JawadNirjhor/1551
তাছাড়া বর্তমানে দেখলাম ব্যাপক ধরপাকড় মানে এটা আসলে সীমা ছাড়িয়ে গেছে একটি খবরের ভিত্তিতে জানলাম ছয় হাজারের বেশি স্টুডেন্ট এবং কোটা আন্দোলন এর সাথে জড়িত ছিল যারা তাদেরকে আটক করা হয়েছে। নিজেও টেনসনে আছি নিজের জেলার কিছু বন্দুদের উঠিয়ে নিয়ে গিয়েছে পুলিশ।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: JISAN on July 28, 2024, 01:37:04 PM
অবশেষে একটু নেটের দেখা পেলাম । আমি নজ্জিত এই দেশে বসবাস করি একে  তো কয়েক ডজন মানুষ মারল আর  এই কয়েক দিন ইন্টারনেট অফ করে কত জন মারছে আল্লাহ মাবুদ জানেন।
আমার নিজের হাত থেকে ক্লায়েন্ট চলে যাচ্ছে । আমাদের মতন যারা আউট সোর্সিং করি তাদের মতন খারাপ সিচুয়েশনে হয়তো আর কেউ পরে নাই।
ট্রেডিং এ মারা খেয়ে সিগনেচার পেমেন্ট এর মারা খেয়েছি ,,,, আপনাদের সিচুয়েশন জানার জন্যে এই টপিক খুললাম।
আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তবে এই সিচুয়েশনে কিছুটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। আমি সপ্তাহের প্রথম ২ দিন পোস্ট করতে পারিনি এক সমস্যার কারনে তারপর তো পুরো বাংলাদেশে সকল নেট বিচ্ছিন্ন হয়ে গেলো। নেট আসার পর দেখলাম Coinomize থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টা অনেক দুঃখজনক। যাইহোক আজ দুপুর ৩ টা থেকে sim এর নেটও চালু করে দিয়েছে। বর্তমানে আবারো সকল নেট সচল হয়েছে।

মারামারির কথা আর কি বলবো ভাই আমার চোখের সামনে কয়েকজন মারা গেছে। আমি রামপুরাতে ছিলাম সেখানে অনেক খারাপ অবস্থা ছিলো। আমিও অনেক ঝুকির মধ্যে ছিলাম। দেশ নিয়ে কিছু বলার নাই। একটা কথাই বলার আছে যে আমরা অভাগা আমাদের দূর্ভাগ্য যে আমরা এমন একটা স্বাধীন দেশ পেয়েছি।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: kulkhan on July 28, 2024, 08:28:46 PM
অবশেষে একটু নেটের দেখা পেলাম । আমি নজ্জিত এই দেশে বসবাস করি একে  তো কয়েক ডজন মানুষ মারল আর  এই কয়েক দিন ইন্টারনেট অফ করে কত জন মারছে আল্লাহ মাবুদ জানেন।
আমার নিজের হাত থেকে ক্লায়েন্ট চলে যাচ্ছে । আমাদের মতন যারা আউট সোর্সিং করি তাদের মতন খারাপ সিচুয়েশনে হয়তো আর কেউ পরে নাই।
ট্রেডিং এ মারা খেয়ে সিগনেচার পেমেন্ট এর মারা খেয়েছি ,,,, আপনাদের সিচুয়েশন জানার জন্যে এই টপিক খুললাম।
আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তবে এই সিচুয়েশনে কিছুটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। আমি সপ্তাহের প্রথম ২ দিন পোস্ট করতে পারিনি এক সমস্যার কারনে তারপর তো পুরো বাংলাদেশে সকল নেট বিচ্ছিন্ন হয়ে গেলো। নেট আসার পর দেখলাম Coinomize থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টা অনেক দুঃখজনক। যাইহোক আজ দুপুর ৩ টা থেকে sim এর নেটও চালু করে দিয়েছে। বর্তমানে আবারো সকল নেট সচল হয়েছে।

মারামারির কথা আর কি বলবো ভাই আমার চোখের সামনে কয়েকজন মারা গেছে। আমি রামপুরাতে ছিলাম সেখানে অনেক খারাপ অবস্থা ছিলো। আমিও অনেক ঝুকির মধ্যে ছিলাম। দেশ নিয়ে কিছু বলার নাই। একটা কথাই বলার আছে যে আমরা অভাগা আমাদের দূর্ভাগ্য যে আমরা এমন একটা স্বাধীন দেশ পেয়েছি।
আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আজ ১০ দিন পর মোবাইল ইন্টারনেট পেলাম। মনে হচ্ছে জেলখানা থেকে মুক্তি পেয়েছি। ভাই আমারও মন মাথা ভালো নাই। মনটা খুব খারাপ হয়ে গেল, আমি দেখলাম আমাকে আর আপনাকে   Coinomize সিগনেচার থেকে বাদ দিয়ে দিছে।

আমাদের দেশের এই অরাজকতার জন্য আমাদেরকে সাফার করতে হচ্ছে। তারপরও এটাই শুকরিয়া আমরা অন্তত বেঁচে তো আছি। আজ একটা অনলাইন পত্রিকায় দেখলাম ২২৬ জনের একটা মৃত্যুর তালিকা। যার অধিকাংশ ছাত্র এবং ছাত্রী।

যাইহোক আবার নতুন করে সব কিছু শুরু করব, যদি ইন্টারনেটের আর কোন সমস্যা না হয়। সবাই ভালো থাকুন।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Crypto Library on July 28, 2024, 09:29:31 PM
আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো। তবে এই সিচুয়েশনে কিছুটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়েছি। আমি সপ্তাহের প্রথম ২ দিন পোস্ট করতে পারিনি এক সমস্যার কারনে তারপর তো পুরো বাংলাদেশে সকল নেট বিচ্ছিন্ন হয়ে গেলো। নেট আসার পর দেখলাম Coinomize থেকে আমাকে বাদ দেওয়া হয়েছে। বিষয়টা অনেক দুঃখজনক। যাইহোক আজ দুপুর ৩ টা থেকে sim এর নেটও চালু করে দিয়েছে। বর্তমানে আবারো সকল নেট সচল হয়েছে।
আপনার  ব্যাপারটির জন্য দুঃখিত। তবে আশা করি অন্যান্য প্রজেক্ট এর ক্যাম্পেইনে এপ্লাই করলে আপনাকে একসেপ্ট করবে। তাছাড়া Coinomize প্রতি সপ্তাহে এক দুইটা স্লট খালি করেই, সেখানেও এপ্লাই করে আবার রিজয়েন করতে পারেন।
আর নেটের অবস্থা কি বলবো সিমের নেট চালু করেছে তবে এতদিন টেলিগ্রাম ব্লক করেছিল না এখন দেখছি টেলিগ্রাম চালানো যাচ্ছে না ভিপিএন দিয়ে চালাতে হচ্ছে। তাছাড়া আমার মোবাইলে 1.1.1.1 ভিপিএন এখন কাজ করছে না
কবে যে সোশ্যাল মিডিয়া যাওয়ার চালু করে দেবে।
Quote
মারামারির কথা আর কি বলবো ভাই আমার চোখের সামনে কয়েকজন মারা গেছে। আমি রামপুরাতে ছিলাম সেখানে অনেক খারাপ অবস্থা ছিলো। আমিও অনেক ঝুকির মধ্যে ছিলাম। দেশ নিয়ে কিছু বলার নাই। একটা কথাই বলার আছে যে আমরা অভাগা আমাদের দূর্ভাগ্য যে আমরা এমন একটা স্বাধীন দেশ পেয়েছি।
সাবধানে থাকবেন ভাই, পারলে  ঢাকা ছেড়ে দেশের বাড়ি চলে যান অবশ্য পুরো দেশের অবস্থায় খারাপ তবে রামপুরার অবস্থা আমার ভয়ানক লাগলো এই ভিডিওটি দেখে স্টুডেন্টটি বাঁচার জন্য ছাদের কারনিস ধরে ঝুলে ছিল দুইজন পুলিশ নির্মমভাবে নিরস্ত্র ছেলেটিকে মৃ*ত্যু নিশ্চিত না করা পর্যন্ত গুলি করতেই থাকলো। আল্লাহ যেন এদের বিচার করে, এর থেকে বেশি পড়ারও কিছু নাই এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে।

Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: God Of Thunder on July 29, 2024, 05:35:32 PM
আপনার  ব্যাপারটির জন্য দুঃখিত। তবে আশা করি অন্যান্য প্রজেক্ট এর ক্যাম্পেইনে এপ্লাই করলে আপনাকে একসেপ্ট করবে। তাছাড়া Coinomize প্রতি সপ্তাহে এক দুইটা স্লট খালি করেই, সেখানেও এপ্লাই করে আবার রিজয়েন করতে পারেন।
আর নেটের অবস্থা কি বলবো সিমের নেট চালু করেছে তবে এতদিন টেলিগ্রাম ব্লক করেছিল না এখন দেখছি টেলিগ্রাম চালানো যাচ্ছে না ভিপিএন দিয়ে চালাতে হচ্ছে। তাছাড়া আমার মোবাইলে 1.1.1.1 ভিপিএন এখন কাজ করছে না
কবে যে সোশ্যাল মিডিয়া যাওয়ার চালু করে দেবে।

ফ্রি ভিপিএন না চালানোই ভালো। বেশিরভাগ ফ্রি ভিপিএন গুলো সরকার থেকে সারভার আইপি গুলো ব্লক করে রাখা হয়েছে। আপনি চাইলেও আর সেসব ভিপিএন কানেক্ট করতে পারবেন না। সরকার কিছু লোক রেখেছে শুধুমাত্র এসব ভিপিএন এবং প্রক্সি সাইট গুলো ব্ল্যাক লিষ্ট করার জন্য। যদিও শুধুমাত্র টেলিগ্রাম চালানোর জন্য আমি একটা ফ্রি প্রক্সি ব্যাবহার করতেছিলাম, কিন্তু এটা একাউন্ট এর জন্য রিস্কি ব্যাপার। তাই প্রক্সি ব্যাবহার বাদ দিয়ে পেইড ভিপিএন ব্যাবহার করতেছি। আপাতত পান্ডা ভিপিএন ব্যাবহার করতেছি, এর কয়েকটা সার্ভার পিং ৭০ থেকে ৯০ েএর ভেতরে। এসব সার্ভার ব্যাবহার করে মোটামোটি ভালো স্পিডে ব্যাবহার করতে পারতেছি।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Crypto Library on July 29, 2024, 06:11:12 PM
ফ্রি ভিপিএন না চালানোই ভালো। বেশিরভাগ ফ্রি ভিপিএন গুলো সরকার থেকে সারভার আইপি গুলো ব্লক করে রাখা হয়েছে। আপনি চাইলেও আর সেসব ভিপিএন কানেক্ট করতে পারবেন না। সরকার কিছু লোক রেখেছে শুধুমাত্র এসব ভিপিএন এবং প্রক্সি সাইট গুলো ব্ল্যাক লিষ্ট করার জন্য। যদিও শুধুমাত্র টেলিগ্রাম চালানোর জন্য আমি একটা ফ্রি প্রক্সি ব্যাবহার করতেছিলাম, কিন্তু এটা একাউন্ট এর জন্য রিস্কি ব্যাপার। তাই প্রক্সি ব্যাবহার বাদ দিয়ে পেইড ভিপিএন ব্যাবহার করতেছি। আপাতত পান্ডা ভিপিএন ব্যাবহার করতেছি, এর কয়েকটা সার্ভার পিং ৭০ থেকে ৯০ েএর ভেতরে। এসব সার্ভার ব্যাবহার করে মোটামোটি ভালো স্পিডে ব্যাবহার করতে পারতেছি।
আপনিও খারাপ বলেননি কারণ যে সব ভিপিএন একটু  রিনোওন সেগুলোর বেশিরভাগই দেখা যাচ্ছে যে কানেক্ট হচ্ছে না গতকালকে আমার 1.1.1.1. ভিপিএন কাজ করলো না যদিও আজকে আবার এটি কাজ করতেছে। বলতে গেলে আমার এন্ড্রয়েড ফোনে বর্তমানে ভিপিএন  দিয়ে সরাসরি।
ভাবতেছি এক্সপ্রেস ভিপিএন এর প্রিমিয়াম কিনব অনেকের রিভিউ দেখতাম যে এটি ভালো সার্ভিস দিচ্ছে। আর এখন শুনতেছি আপনার কাছ থেকে  পান্ডার কথা যদি এটা কখনো ইউজ করিনি হয়তো ফ্রি ভার্সন আজ থেকে পাঁচ ছয় বছর আগে ইউজ করেছিলাম। আপনি কোন সাবস্ক্রিপশন নিয়েছেন? আর এটি কি ক্রিপ্টো কারেন্সি সাপোর্ট করে?
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Btclover on July 29, 2024, 06:44:39 PM
আসসালামুয়ালাইকুম
এই ক দিন খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম  তা আর বলার মত না.......
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: God Of Thunder on August 05, 2024, 01:40:43 PM
৩৬ জুলাই ২০২৪!
আজকের এই দিনে ছাত্র জনতা আমাদেরকে একটা সৈরাচার সরকার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা দেশে কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তি! নৌকা ডুবিয়েছি মানে এই না যে আমরা ধান চাষ শুরু করবো। আমাদের দরকার তরুণ প্রজন্মের নতুন সরকার। ড. ইউনুসের একটা প্রস্তাবিত দল ছিলো যেটার কথা আজকে মনে পড়ছে।

আমি ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে সারা দেশে অলরেডি ভাংচুর শুরু হয়ে গেছে যা আমি কখনোই সাপোর্ট করি না। সরকারি ভবন বিশেষ করে সংসদ ভাংচুর করার কোনো মানে হয় না। থানা, হাসপাতাল, দোকানপাট ভাংচুর করার কোনো প্রয়োজন নেই। আমরা নতুন একটা সরকার চাই। দেশ নতুন ভাবে এগুতে থাকুক!

Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Crypto Library on August 06, 2024, 10:14:16 PM
৩৬ জুলাই ২০২৪!
আজকের এই দিনে ছাত্র জনতা আমাদেরকে একটা সৈরাচার সরকার মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা দেশে কোনো সংঘাত চাই না। আমরা চাই শান্তি! নৌকা ডুবিয়েছি মানে এই না যে আমরা ধান চাষ শুরু করবো। আমাদের দরকার তরুণ প্রজন্মের নতুন সরকার। ড. ইউনুসের একটা প্রস্তাবিত দল ছিলো যেটার কথা আজকে মনে পড়ছে।

আমি ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে সারা দেশে অলরেডি ভাংচুর শুরু হয়ে গেছে যা আমি কখনোই সাপোর্ট করি না। সরকারি ভবন বিশেষ করে সংসদ ভাংচুর করার কোনো মানে হয় না। থানা, হাসপাতাল, দোকানপাট ভাংচুর করার কোনো প্রয়োজন নেই। আমরা নতুন একটা সরকার চাই। দেশ নতুন ভাবে এগুতে থাকুক!
ঐতিহাসিক দিনগুলোর কথা শুধু বইয়ের পাতায় পড়েছি এবার এই ঐতিহাসিক দিনটা নিজের  স্বচক্ষে দেখেছি এবং উদযাপন করেছি।
এ স্বাধীনতা অর্জনের পেছনে কোন শক্তি কাজ করেছে জানেন?
এটি হলো তারুণ্যের শক্তি আর যেটা শুধু মাত্র ছাত্রদের মধ্যেই পাওয়া সম্ভব, Gen-Z জেনারেশন সবাইকে দেখিয়ে দিল আশা করি এই ঐতিহাসিক ঘটনা থেকে সারা বিশ্বের অন্যান্য Dictators গুলো শিক্ষা নিবে.

যেসব ভাঙচুর চলতেছে তারা মনে হয় না কোন সুস্থ মাথার নাগরিক এগুলোকে সাপোর্ট বা নিজে করার চিন্তা করবে। কারণ যেসব সরকারি সম্পত্তি ভাংচুর করতেসে এগুলো আবার তাদের ট্যাক্সের টাকা দিয়েই ঠিক করবে এটা বুজতেছে না ।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: God Of Thunder on August 07, 2024, 04:09:44 PM
যেসব ভাঙচুর চলতেছে তারা মনে হয় না কোন সুস্থ মাথার নাগরিক এগুলোকে সাপোর্ট বা নিজে করার চিন্তা করবে। কারণ যেসব সরকারি সম্পত্তি ভাংচুর করতেসে এগুলো আবার তাদের ট্যাক্সের টাকা দিয়েই ঠিক করবে এটা বুজতেছে না ।

এই ব্যাপারে ওনাদের যুক্তি এবং বক্তব্য হচ্ছে, এতো বছর যে লুট করলো তখন দেখেন নাই?
এই আবালদের আসলে কিভাবে বুঝানো যাবে যে কুকুর পায়ে কামড় দিলে কুকুরকে পায়ে কামড় দেয়া যায় না। একটা দল লুটপাট করেছে, তাই বলে তোরা যে লুটপাট করলি, এখন তোদের মাঝে আর ওদের মাঝে কি তফাৎ রইলো? ওরা লুটপাট করার করেছে এজন্যই তো এদের পতন হলো। এরা অত্যাচারী নামে চিহ্নিত হলো। তো তোরা এখন লুটপাট করে কি বুঝাতে চাইছিস যে তোরা ওদের থেকে ভালো? তোরা ওদের থেকে কোন দিক দিয়ে ভালো সেটা বুঝা আমাকে? ফোরামেও এরকম কিছু কুলাঙ্গার আছে যারা এসব লুটপাট কে সাপোর্ট করে। এদের একদিন মুখোস উন্মোচন করতে হবে। আমরা সাধারন মানুষ কখনোই হত্যা লুটপাট সাপোর্ট করি না।
Title: Re: কি অবস্থা ভাইয়েরা এই ডিসাস্টার সিচুয়েশনে ?
Post by: Vision pro on August 07, 2024, 10:49:10 PM
ইন্টারনেট না থাকার কারণে জুনায়েদ আহমেদ পলক টিকিট কাটার লেট হয় আর এ কারণেই বিমানবন্দরে জুনায়েদ আহমেদ পলক আটক।। জুনায়েদ আহমেদ পলকে এখন কম্বল থেরাপি দেওয়া হচ্ছে। আমরা যারা ক্রিপ্ত কারেন্সিতে কাজ করি আউটসোর্সিং করি তাদের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে ইন্টারনেট বন্ধ থাকার কারণে।