Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: Vision pro on August 11, 2024, 09:10:53 AM

Title: শহীদ আবু সায়ীদের ভাস্কর্য.......
Post by: Vision pro on August 11, 2024, 09:10:53 AM
আসসালামু আলাইকুম

শহীদ আবু সাঈদ এর ভাস্কর্য নির্মাণের জন্য তার বাবার নিকট বলা হলে তার বাবা সরাসরি না করে দেন যে আমার ছেলের কোন ভাস্কর্য যেন তৈরি না হয় বাংলাদেশ।
এ ব্যাপারে শহীদ আবু সাঈদের বাবা বলেছেন
আপনারা যদি আমার ছেলেকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে তার জন্য এমন কিছু করুন যাতে সে পরকালের শান্তি ভোগ করে এবং পরকালের তার সব পৌঁছায় এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন।


এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করব। এবং আবু সাঈদের বাবার যা বলেছে তা কি ঠিক নাকি ভুল আপনাদের কি মনে হয়।

Title: Re: শহীদ আবু সায়ীদের ভাস্কর্য.......
Post by: smartaction on August 11, 2024, 09:31:24 AM
শহীদ আবু সাঈদ এর ভাস্কর্য নির্মাণের জন্য তার বাবার নিকট বলা হলে তার বাবা সরাসরি না করে দেন যে আমার ছেলের কোন ভাস্কর্য যেন তৈরি না হয় বাংলাদেশ।
এটা শুনে অনেক খুশি হলাম। কারন একজন মুসলমান কখনই মূর্তির পক্ষপাতিত্ব করতে পারে না। আবু সাঈদ হলো একজন মুসলমান তার মুর্তি কখনই শোভা পায় না। তার যে ত্যাগ এইটার কথা বাংলার মানুষ এমনিতেই মনে রাখবে এর জন্য ভাস্কর্য বানানোর প্রয়োজন নেই। আমি তার বাবার কথা শুনে অনেক খুশি হলাম।

Quote
এ ব্যাপারে শহীদ আবু সাঈদের বাবা বলেছেন
আপনারা যদি আমার ছেলেকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে তার জন্য এমন কিছু করুন যাতে সে পরকালের শান্তি ভোগ করে এবং পরকালের তার সব পৌঁছায় এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন।
এটা তিনি অনেক ভালো কথা বলেছেন প্রতিটা মুসলমানের চিন্তাদ্বারা এমনই হওয়া উচিত। যেমন ছিলো আবু সাঈদ তেমনই সৎ তার বাবা। আল্লাহ আবু সাঈদকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার তুলনা হয় না এখনো মাঝে মাঝে তার সেই বুক পেতে দেওয়া মুহুর্ত আমার চোখে ভেসে ওঠে।

Quote
এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করব। এবং আবু সাঈদের বাবার যা বলেছে তা কি ঠিক নাকি ভুল আপনাদের কি মনে হয়।
আমার মতামত হচ্ছে আমি কখনই ভাস্কর্যের পক্ষে থাকবো না বরং তার নামে কোনো মাদ্রাসা মসজিদ বা এতিমখানা বানানো যেতে পারে। আমি তার বাবার সাথে পুরোপুরি একমত। ডা: ইউনুস গতকাল রংপুরে গিয়েছিল এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছে আশা করি তার পরিবারকে সরকারি অনুদান দেওয়া হবে যেন তার পরিবার ভালোভাবে চলতে পারে কারন আবু সাঈদ ছিলো একমাত্র ইনকামের সোর্স তার পরিবারের জন্য।
Title: Re: শহীদ আবু সায়ীদের ভাস্কর্য.......
Post by: Vision pro on August 11, 2024, 02:15:24 PM
শহীদ আবু সাঈদ এর ভাস্কর্য নির্মাণের জন্য তার বাবার নিকট বলা হলে তার বাবা সরাসরি না করে দেন যে আমার ছেলের কোন ভাস্কর্য যেন তৈরি না হয় বাংলাদেশ।
এটা শুনে অনেক খুশি হলাম। কারন একজন মুসলমান কখনই মূর্তির পক্ষপাতিত্ব করতে পারে না। আবু সাঈদ হলো একজন মুসলমান তার মুর্তি কখনই শোভা পায় না। তার যে ত্যাগ এইটার কথা বাংলার মানুষ এমনিতেই মনে রাখবে এর জন্য ভাস্কর্য বানানোর প্রয়োজন নেই। আমি তার বাবার কথা শুনে অনেক খুশি হলাম।

Quote
এ ব্যাপারে শহীদ আবু সাঈদের বাবা বলেছেন
আপনারা যদি আমার ছেলেকে সত্যি ভালোবেসে থাকেন তাহলে তার জন্য এমন কিছু করুন যাতে সে পরকালের শান্তি ভোগ করে এবং পরকালের তার সব পৌঁছায় এ ব্যাপারে তিনি গণমাধ্যমকে বলেছেন।
এটা তিনি অনেক ভালো কথা বলেছেন প্রতিটা মুসলমানের চিন্তাদ্বারা এমনই হওয়া উচিত। যেমন ছিলো আবু সাঈদ তেমনই সৎ তার বাবা। আল্লাহ আবু সাঈদকে জান্নাতুল ফেরদৌস দান করুক। তার তুলনা হয় না এখনো মাঝে মাঝে তার সেই বুক পেতে দেওয়া মুহুর্ত আমার চোখে ভেসে ওঠে।

Quote
এই ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আশা করব। এবং আবু সাঈদের বাবার যা বলেছে তা কি ঠিক নাকি ভুল আপনাদের কি মনে হয়।
আমার মতামত হচ্ছে আমি কখনই ভাস্কর্যের পক্ষে থাকবো না বরং তার নামে কোনো মাদ্রাসা মসজিদ বা এতিমখানা বানানো যেতে পারে। আমি তার বাবার সাথে পুরোপুরি একমত। ডা: ইউনুস গতকাল রংপুরে গিয়েছিল এবং তার পরিবারের সঙ্গে কথা বলেছে আশা করি তার পরিবারকে সরকারি অনুদান দেওয়া হবে যেন তার পরিবার ভালোভাবে চলতে পারে কারন আবু সাঈদ ছিলো একমাত্র ইনকামের সোর্স তার পরিবারের জন্য।
ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। ডক্টর ইউনুস সুন্দর একটি উদ্দেশ্য নিয়ে তার বাড়িতে গিয়েছিলেন এটাতে ছাত্র জনতা অনেক খুশি হয়েছে। ডক্টর ইউনুস আবু সায়ীদের নামে এমন কিছু করবে যাতে করে তার পরিবার খুব সুন্দরভাবে চলতে পারে। এবং পাশাপাশি যারা শহীদ হয়েছে তাদের সকলের জন্য কিছু একটা করতে চাই বলে তিনি জানিয়েছেন।
সবশেষে আপনি ভাস্কর্য নিয়ে যে তথ্যগুলো দিয়েছেন তা নিঃসন্দেহে সঠিক। কারণ মুসলমান জাতির কখনো ভাস্কর্য তৈরি হতে পারে না। ভাস্কর্য ইসলামে হারাম।