Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: God Of Thunder on August 12, 2024, 03:12:42 PM
-
আমরা কখনো রাজনীতি নিয়ে এতাটা সিরিয়াস হবো ভাবতেই পারিনি। কোনোদিন বুঝতে পারিনি ইউটিউব বা পত্রিকার ওয়েবসাইটে ঢুকে দেশের খবর আগে চেক করবো। কিন্তু দেখেন, আমরা যে দেশকে নিয়ে আসলেই ভাবি, আমরা যে দেশকে আসলেই ভালোবাসি, দেশের এই পরিস্থিতি না হলে তা হয়তো বুঝতেই পারতাম না। হাসিনা চলে যাওয়ার পর কয়েক রাত না ঘুমিয়ে শুধু একটু পর পর খবর চেক করেছি। দেশের কোথাও খারাপ কিছু হয়ে গেলো কি না।
যাই হোক, এই ফোরাম মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলাপ করার জন্য। আমাদের মেইন যে বাংলাদেশ বোর্ড, সেখানে ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি অন্য কিছু নিয়েও আমরা আলাপ করে থাকি। তবে পলিটিক্স একটা সেনসেটিভ বিষয়। এতোদিন এটা নিয়ে তেমন কোনো আলাপ না হলেও, এখন সবাই দেশ এবং রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী। তাই আমার মনে হয় এটা একটা আলাদা সাব বোর্ড এর ভেতর থাকলে ভালো হতো।
আমি রাজনীতি নামে নতুন একা বোর্ড চালু করার প্রস্তাব করছি! এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করবেন বলে আশা করছি।
-
আপনার কষ্টের সাথে আমি একমত কারণ দেশকে আমরা আসলেই খুব মন থেকে ভালবাসি তাই দেশের স্বার্থে নিজেকে সব সময় আমরা নিয়োজিত রাখতে ভালোবাসি তাই এতটা পরিশ্রমের ফলে আমরা এ দেশকে পুনরায় আবার স্বাধীন করতে পেরেছি। আমিও আপনার সঙ্গে একমত পোষণ করতেছি যে এখানে একটি রাজনীতি বিষয়ক বোর্ড খোলা দরকার বলে আমি মনে করি কারণ সবাই এলোমেলো ভাবে পোস্কটি করতেছে এতে বাংলাদেশ বোর্ড এলোমেলো হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সাজানো গোছানো পরিপাটি একটি ভোট আমরা তৈরি করতে চাচ্ছি।
-
আমরা কখনো রাজনীতি নিয়ে এতাটা সিরিয়াস হবো ভাবতেই পারিনি। কোনোদিন বুঝতে পারিনি ইউটিউব বা পত্রিকার ওয়েবসাইটে ঢুকে দেশের খবর আগে চেক করবো। কিন্তু দেখেন, আমরা যে দেশকে নিয়ে আসলেই ভাবি, আমরা যে দেশকে আসলেই ভালোবাসি, দেশের এই পরিস্থিতি না হলে তা হয়তো বুঝতেই পারতাম না। হাসিনা চলে যাওয়ার পর কয়েক রাত না ঘুমিয়ে শুধু একটু পর পর খবর চেক করেছি। দেশের কোথাও খারাপ কিছু হয়ে গেলো কি না।
একদম সত্য কথা বলেছেন ভাই। আমি কখনো রাজনৈতিক বিষয়ে আলোচনা করতাম না এবংকি ফ্রেন্ড সার্কেলের সাথেও এমন আলোচনা করতাম না। কিন্তু এখন এমন অবস্থা হইছে যে সবসময় রাজনৈতিক আলোচনা করি। আবার এদিকে রাত্রে ঘুম বাড়াটা কঠিন হয়ে গেছে আমার এরিয়াতে এখনো প্রতি রাতে ডাকাত আসে এর জন্য সতর্ক থাকতে হয়। তবে পুলিশ থানায় আসতে শুরু করেছে তাই খুব দ্রুত পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে আশা করা যায়।
যাই হোক, এই ফোরাম মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলাপ করার জন্য। আমাদের মেইন যে বাংলাদেশ বোর্ড, সেখানে ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি অন্য কিছু নিয়েও আমরা আলাপ করে থাকি। তবে পলিটিক্স একটা সেনসেটিভ বিষয়। এতোদিন এটা নিয়ে তেমন কোনো আলাপ না হলেও, এখন সবাই দেশ এবং রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী। তাই আমার মনে হয় এটা একটা আলাদা সাব বোর্ড এর ভেতর থাকলে ভালো হতো।
আমিও এই বিষয়ে চিন্তা করেছি কারন ইদানিং বাংলা বোর্ডে ডুকলেই শুধু রাজনৈতিক আলাপ রাজনৈতিক বিষয়ক টপিক খুলতে দেখতেছে। এখন দেখেন উপরের যত টপিক আছে সবগুলো রাজনৈতিক বিষয়ক। তাই আমাদের বাংলা বোর্ডে চাইল্ড বোর্ডে একটা রাজনৈতিক বিষয়ক বোর্ড রাখা উচিত। আমি চাইল্ড বোর্ডের ব্যাপারে এর আগে Admin কে ম্যাসেজ দিয়েছিলাম সে বলেছিলো যে আপাতত প্রয়োজন নাই এগুলো নিয়ে টপিক খুলেন। দেখি আবারো এই প্রস্তাবটি তাকে দিবো। আশা করি এটা রাখবেন। প্রয়োজনে কোনো একটা চাইল্ড বোর্ড বাদ দিয়ে রাজনৈতিক বিষয়ক বোর্ড খোলার প্রস্তাব জানাবো তাকে আজকেই।
-
আমরা কখনো রাজনীতি নিয়ে এতাটা সিরিয়াস হবো ভাবতেই পারিনি। কোনোদিন বুঝতে পারিনি ইউটিউব বা পত্রিকার ওয়েবসাইটে ঢুকে দেশের খবর আগে চেক করবো। কিন্তু দেখেন, আমরা যে দেশকে নিয়ে আসলেই ভাবি, আমরা যে দেশকে আসলেই ভালোবাসি, দেশের এই পরিস্থিতি না হলে তা হয়তো বুঝতেই পারতাম না। হাসিনা চলে যাওয়ার পর কয়েক রাত না ঘুমিয়ে শুধু একটু পর পর খবর চেক করেছি। দেশের কোথাও খারাপ কিছু হয়ে গেলো কি না।
যাই হোক, এই ফোরাম মূলত ক্রিপ্টো কারেন্সি নিয়ে আলাপ করার জন্য। আমাদের মেইন যে বাংলাদেশ বোর্ড, সেখানে ক্রিপ্টোকারেন্সির পাশাপাশি অন্য কিছু নিয়েও আমরা আলাপ করে থাকি। তবে পলিটিক্স একটা সেনসেটিভ বিষয়। এতোদিন এটা নিয়ে তেমন কোনো আলাপ না হলেও, এখন সবাই দেশ এবং রাজনীতি নিয়ে কথা বলতে আগ্রহী। তাই আমার মনে হয় এটা একটা আলাদা সাব বোর্ড এর ভেতর থাকলে ভালো হতো।
আমি রাজনীতি নামে নতুন একা বোর্ড চালু করার প্রস্তাব করছি! এই ব্যাপারে আপনারাও আপনাদের মতামত প্রকাশ করবেন বলে আশা করছি।
ব্রো আসলেই ? আমি গত কালকে এটা নিয়ে চিন্তাও করেছি এবং চাইল্ড বোর্ড এর জন্যে আবেদনও করতে চেয়েছি। কিন্তু আলসেমির কারণে উল্লেখ করা হয়নি।
আপনাকে ধন্যবাদ এই বিষয়ে টপিক খলার জন্যে।
যাইহোক কালকের ঘটনা বলি, কালকে যখন আমি আমাদের লোকাল বোর্ড ভিসিটে আসি তখন খেয়াল করে দেখলাম দিন দিন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা নিয়ে অনেক আলোচনা হচ্ছে এবং পর পর কয়েকটি টপিক খোলা হয়েছে, আমি প্রাথমিক ভাবে ভেবেছিলাম যে রাজনৈতিক আলোচনার জন্যে আলাদা বোর্ড রয়েছে এবং সকল টপিক ক্রিয়েটরদের পোস্ট করে বলতে চাচ্ছিলাম যে আপনারা আপনাদের টপিক গুলো রাজনৈতিক আলোচনা এর বোর্ডে মুভ করুন। তবে মজার বিষয় আমি এই ধরনের বোর্ড পরে দেখলামই না, আল্লাহ বাঁচাইছে আগেই পোস্ট করি নাই যে ওইখানে মুভ করুন।
যাইহোক আমি দেখতেছি অলরেডি আমাদের লোকাল মডারেটর জিসান ভাই পজেটিভ দিয়েছেন এখন আমরা এডমিনের মতামতের জন্য অপেক্ষা করবো।
রাজনৈতিক বোর্ডের বিকল্প নেই কারণ বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন এটাতে বাংলাদেশী মিডিয়া গুলোর উপর বিশ্বাস করা যাচ্ছিল না এর জন্য অনলাইনে বিভিন্ন মিডিয়াম এর উপর বিশ্বাস করতে হয়েছে আমাদের। আর আমি মনে করি ফোরামের সকলেরও অবগত থাকা উচিত দেশের কি অবস্থা এবং ভবিষ্যতে কি হতে পারে এবং এ বিষয়ে বিবেচনা করে তাদের পরবর্তী ইনভেস্টমেন্ট অথবা অন্য কোন পরিকল্পনা থাকলে সেগুলো চালাতে হবে।
তাই এডমিনের প্রতি আমারও অনুরোধ থাকবে এই চাইল্ড বোর্ড এক্সেপ্ট করার।
-
আপনার কষ্টের সাথে আমি একমত কারণ দেশকে আমরা আসলেই খুব মন থেকে ভালবাসি তাই দেশের স্বার্থে নিজেকে সব সময় আমরা নিয়োজিত রাখতে ভালোবাসি তাই এতটা পরিশ্রমের ফলে আমরা এ দেশকে পুনরায় আবার স্বাধীন করতে পেরেছি। আমিও আপনার সঙ্গে একমত পোষণ করতেছি যে এখানে একটি রাজনীতি বিষয়ক বোর্ড খোলা দরকার বলে আমি মনে করি কারণ সবাই এলোমেলো ভাবে পোস্কটি করতেছে এতে বাংলাদেশ বোর্ড এলোমেলো হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সাজানো গোছানো পরিপাটি একটি ভোট আমরা তৈরি করতে চাচ্ছি।
আপনাকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তবে আলাদা বোর্ড এর জন্য আমরা আবেদন এর বেশি আর কিছুই করতে পারবো না। ইতিমধ্যে জিসান ভাই ও পজেটিভ উত্তর দিয়েছেন। ক্রিপ্টো লাইব্রেরি ভাই ও এই ব্যাপারে পজিটিভ। যেহেতু জিসান ভাই আজকে মেসেজ দিবেন বলেছেন, আমার মনে হয় আমরা বোর্ড এর নাম সহ প্রস্তাব দিলে সবচাইতে ভালো হবে। একই বোর্ড এ শুধু পলিটিক্স নিয়ে তো আর অলাপ হয় না, দেশি নিয়েও আলাপ হয়। তো আমার প্রস্তাব হলো নতুন বোর্ড এর নাম হোক দেশ ও রাজনীতি।
এই ব্যাপারে জিসান ভাই কি বলেন? আমরা সরকারি মিডিয়ার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। যেসব বেসরকারি মিডিয়া আছে, এরাও মূলত চাটুকার। চাটুকারি করে করে তাদের চ্যানেল চালাচ্ছে। দেশে কিছু মিডিয়া সরকারের বিরুদ্ধে কথা বলায় বন্ধ করে ফেলতে হয়েছে। তবে তারা চাইলেই কোনো ফোরাম বন্ধ করতে পারবে না।
-
আপনার কষ্টের সাথে আমি একমত কারণ দেশকে আমরা আসলেই খুব মন থেকে ভালবাসি তাই দেশের স্বার্থে নিজেকে সব সময় আমরা নিয়োজিত রাখতে ভালোবাসি তাই এতটা পরিশ্রমের ফলে আমরা এ দেশকে পুনরায় আবার স্বাধীন করতে পেরেছি। আমিও আপনার সঙ্গে একমত পোষণ করতেছি যে এখানে একটি রাজনীতি বিষয়ক বোর্ড খোলা দরকার বলে আমি মনে করি কারণ সবাই এলোমেলো ভাবে পোস্কটি করতেছে এতে বাংলাদেশ বোর্ড এলোমেলো হয়ে যাচ্ছে। এর থেকে আমাদেরকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সাজানো গোছানো পরিপাটি একটি ভোট আমরা তৈরি করতে চাচ্ছি।
আপনাকে ধন্যবাদ সাপোর্ট করার জন্য। তবে আলাদা বোর্ড এর জন্য আমরা আবেদন এর বেশি আর কিছুই করতে পারবো না। ইতিমধ্যে জিসান ভাই ও পজেটিভ উত্তর দিয়েছেন। ক্রিপ্টো লাইব্রেরি ভাই ও এই ব্যাপারে পজিটিভ। যেহেতু জিসান ভাই আজকে মেসেজ দিবেন বলেছেন, আমার মনে হয় আমরা বোর্ড এর নাম সহ প্রস্তাব দিলে সবচাইতে ভালো হবে। একই বোর্ড এ শুধু পলিটিক্স নিয়ে তো আর অলাপ হয় না, দেশি নিয়েও আলাপ হয়। তো আমার প্রস্তাব হলো নতুন বোর্ড এর নাম হোক দেশ ও রাজনীতি।
এই ব্যাপারে জিসান ভাই কি বলেন? আমরা সরকারি মিডিয়ার ওপর থেকে আস্থা হারিয়ে ফেলেছি। যেসব বেসরকারি মিডিয়া আছে, এরাও মূলত চাটুকার। চাটুকারি করে করে তাদের চ্যানেল চালাচ্ছে। দেশে কিছু মিডিয়া সরকারের বিরুদ্ধে কথা বলায় বন্ধ করে ফেলতে হয়েছে। তবে তারা চাইলেই কোনো ফোরাম বন্ধ করতে পারবে না।
আপনার চয়েজ করা নামটা খারাপ না তবে শুনতে কেমন জেনো লাগে দেশ ও রাজনীতি না দয়ে দেখেন তো নামটা আরো সুন্দর করা যায় কি না। আমরা বিটকয়েনটক এর মতো রাজনীতি ও সমাজ এটা প্রস্তাব করতে পারি btt তে এই নামে এ গ্লোবাল বোর্ড আছে।
দেশের মিডিয়ার কথা বলতে গেলে তারা যদি সত্য প্রচার করতো তাহলে এতো এতো প্রান জাইতো না এই আন্দোলনে সরকার আগেই কট খেয়ে যেত। কারন সঠিক সংবাদ জনগণ জানলে আরো অনেক আগেই সাধারণ মানুষ রাস্তায় নামতো আর এ কারনেই ইন্টারনেট বন্ধ করে ডিজিটাল ক্রাকডাউন করে রেখেছিলো যেনো সোসিয়াল মিডিয়ার মাধ্যমে তাদের কূকির্তি ছড়িয়ে না পড়ে। দেশের মিডিয়াগুলোকে সত্য প্রচার করতে হবে এই আইন বলবর রাখতে হবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই এখনই সময় সবকিছু নতুন করে গুছানো
-
আপনার চয়েজ করা নামটা খারাপ না তবে শুনতে কেমন জেনো লাগে দেশ ও রাজনীতি না দয়ে দেখেন তো নামটা আরো সুন্দর করা যায় কি না। আমরা বিটকয়েনটক এর মতো রাজনীতি ও সমাজ এটা প্রস্তাব করতে পারি btt তে এই নামে এ গ্লোবাল বোর্ড আছে।
এটাও খারাপ না কারন এটাই বহুল ব্যবহৃত একটা শব্দ পলিটিক্স বোর্ড এর জন্য। তবে আমি দেশ ও রাজনীতি প্রস্তাব করেছি কারন সমাজ আর দেশ অনেকটা একই রকম। তবে নতুন বোর্ড এর জন্য রাজনীতি ও সমাজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমার কেনোযেনো মনে হচ্ছে এডমিন হয়তো নতুন সাব বোর্ড এপ্রুভ করবে না এই মুহুর্তে। আমাদের লোকালে ঘুরে ফিরে আমরা এই কয়েকজন মানুষ। এখানে খুব বেশি পোষ্ট হচ্ছে এমনটাও না।
দেশের মিডিয়ার কথা বলতে গেলে তারা যদি সত্য প্রচার করতো তাহলে এতো এতো প্রান জাইতো না এই আন্দোলনে সরকার আগেই কট খেয়ে যেত। কারন সঠিক সংবাদ জনগণ জানলে আরো অনেক আগেই সাধারণ মানুষ রাস্তায় নামতো আর এ কারনেই ইন্টারনেট বন্ধ করে ডিজিটাল ক্রাকডাউন করে রেখেছিলো যেনো সোসিয়াল মিডিয়ার মাধ্যমে তাদের কূকির্তি ছড়িয়ে না পড়ে। দেশের মিডিয়াগুলোকে সত্য প্রচার করতে হবে এই আইন বলবর রাখতে হবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই এখনই সময় সবকিছু নতুন করে গুছানো
সমস্যা হচ্ছে মিডিয়া গুলো সব সময় চাটুকারিতা করে করে সরকারের নজরে আসতে চায়। ফলে বিভিন্ন সময় দেখবেন আওয়ামী লীগ সময় টিভির ফুটেজ ব্যাবহার করে করে তাদের পেইজে পোষ্ট করতো। একমাত্র যমুনা টেলিভিশন ছাড়া বাকি সব টেলিভিশন গুলো এমন ভাবে সংবাদ প্রচার করেছে যে দেশে আসলে কিছুই হয়নি। সব সংবাদ মাধ্যম গুলো বিটিভি হয়ে যেতে চায়।
-
আপনার চয়েজ করা নামটা খারাপ না তবে শুনতে কেমন জেনো লাগে দেশ ও রাজনীতি না দয়ে দেখেন তো নামটা আরো সুন্দর করা যায় কি না। আমরা বিটকয়েনটক এর মতো রাজনীতি ও সমাজ এটা প্রস্তাব করতে পারি btt তে এই নামে এ গ্লোবাল বোর্ড আছে।
এটাও খারাপ না কারন এটাই বহুল ব্যবহৃত একটা শব্দ পলিটিক্স বোর্ড এর জন্য। তবে আমি দেশ ও রাজনীতি প্রস্তাব করেছি কারন সমাজ আর দেশ অনেকটা একই রকম। তবে নতুন বোর্ড এর জন্য রাজনীতি ও সমাজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমার কেনোযেনো মনে হচ্ছে এডমিন হয়তো নতুন সাব বোর্ড এপ্রুভ করবে না এই মুহুর্তে। আমাদের লোকালে ঘুরে ফিরে আমরা এই কয়েকজন মানুষ। এখানে খুব বেশি পোষ্ট হচ্ছে এমনটাও না।
দেশের মিডিয়ার কথা বলতে গেলে তারা যদি সত্য প্রচার করতো তাহলে এতো এতো প্রান জাইতো না এই আন্দোলনে সরকার আগেই কট খেয়ে যেত। কারন সঠিক সংবাদ জনগণ জানলে আরো অনেক আগেই সাধারণ মানুষ রাস্তায় নামতো আর এ কারনেই ইন্টারনেট বন্ধ করে ডিজিটাল ক্রাকডাউন করে রেখেছিলো যেনো সোসিয়াল মিডিয়ার মাধ্যমে তাদের কূকির্তি ছড়িয়ে না পড়ে। দেশের মিডিয়াগুলোকে সত্য প্রচার করতে হবে এই আইন বলবর রাখতে হবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই এখনই সময় সবকিছু নতুন করে গুছানো
সমস্যা হচ্ছে মিডিয়া গুলো সব সময় চাটুকারিতা করে করে সরকারের নজরে আসতে চায়। ফলে বিভিন্ন সময় দেখবেন আওয়ামী লীগ সময় টিভির ফুটেজ ব্যাবহার করে করে তাদের পেইজে পোষ্ট করতো। একমাত্র যমুনা টেলিভিশন ছাড়া বাকি সব টেলিভিশন গুলো এমন ভাবে সংবাদ প্রচার করেছে যে দেশে আসলে কিছুই হয়নি। সব সংবাদ মাধ্যম গুলো বিটিভি হয়ে যেতে চায়।
যমুনা টেলিভিশন একসময় অনেক অবহেলিত ছিল কিন্তু আজকে বাংলাদেশের শীর্ষস্থানে চলে এসেছে এর কারণ হচ্ছে সাদা কে সাদা বলা কালোকে কালো বলা। এটাই যমুনা টিভির স্লোগান। গত এমপি নির্বাচনে যেভাবে যমুনা টিভি প্রচার করেছে সেখান থেকেই যমুনা টিভির এত প্রশংসার করিয়েছে। আবার কোটা আন্দোলন কে কেন্দ্র করে যমুনা টিভি ও বাংলাদেশের শীর্ষস্থানে চলে গেছে। কিন্তু ফলোয়ারের দিক থেকে যমুনা টিভি এখনো পিসি আছে সময় টিভির কাছে
-
আপনার চয়েজ করা নামটা খারাপ না তবে শুনতে কেমন জেনো লাগে দেশ ও রাজনীতি না দয়ে দেখেন তো নামটা আরো সুন্দর করা যায় কি না। আমরা বিটকয়েনটক এর মতো রাজনীতি ও সমাজ এটা প্রস্তাব করতে পারি btt তে এই নামে এ গ্লোবাল বোর্ড আছে।
এটাও খারাপ না কারন এটাই বহুল ব্যবহৃত একটা শব্দ পলিটিক্স বোর্ড এর জন্য। তবে আমি দেশ ও রাজনীতি প্রস্তাব করেছি কারন সমাজ আর দেশ অনেকটা একই রকম। তবে নতুন বোর্ড এর জন্য রাজনীতি ও সমাজ ব্যবহার করা যেতে পারে। কিন্তু আমার কেনোযেনো মনে হচ্ছে এডমিন হয়তো নতুন সাব বোর্ড এপ্রুভ করবে না এই মুহুর্তে। আমাদের লোকালে ঘুরে ফিরে আমরা এই কয়েকজন মানুষ। এখানে খুব বেশি পোষ্ট হচ্ছে এমনটাও না।
ঠিক আছে তাহলে আমি এটাই ফাইনাল করে Admin কে রিকোয়েস্ট করতেছি দেখি সে এটি করে কি না।
দেশের মিডিয়ার কথা বলতে গেলে তারা যদি সত্য প্রচার করতো তাহলে এতো এতো প্রান জাইতো না এই আন্দোলনে সরকার আগেই কট খেয়ে যেত। কারন সঠিক সংবাদ জনগণ জানলে আরো অনেক আগেই সাধারণ মানুষ রাস্তায় নামতো আর এ কারনেই ইন্টারনেট বন্ধ করে ডিজিটাল ক্রাকডাউন করে রেখেছিলো যেনো সোসিয়াল মিডিয়ার মাধ্যমে তাদের কূকির্তি ছড়িয়ে না পড়ে। দেশের মিডিয়াগুলোকে সত্য প্রচার করতে হবে এই আইন বলবর রাখতে হবে। দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই এখনই সময় সবকিছু নতুন করে গুছানো
সমস্যা হচ্ছে মিডিয়া গুলো সব সময় চাটুকারিতা করে করে সরকারের নজরে আসতে চায়। ফলে বিভিন্ন সময় দেখবেন আওয়ামী লীগ সময় টিভির ফুটেজ ব্যাবহার করে করে তাদের পেইজে পোষ্ট করতো। একমাত্র যমুনা টেলিভিশন ছাড়া বাকি সব টেলিভিশন গুলো এমন ভাবে সংবাদ প্রচার করেছে যে দেশে আসলে কিছুই হয়নি। সব সংবাদ মাধ্যম গুলো বিটিভি হয়ে যেতে চায়।
যমুনা টিভি সত্য প্রচার করার জন্য তারা পুরো দেশের মানুষের থেকে প্রচুর সন্মান এবং ভালোবাসা পেয়েছে। দেশের সকল মিডিয়া এদের দেখে শেখা উচিৎ আর সত্য বলতে যদি তাদের প্যান্ট ভিজে যায় তাহলে টিভি চ্যানেল বন্ধ কইরা বাদাম বিক্রি করা উচিৎ তাদের। তাদের সাংবাদিকতা করার কোনো প্রয়োজন নেই। যাইহোক সরকার পতন হবার পর থেকে প্রায় সকল চ্যানেলে সত্য প্রচার করার চেষ্টা করতেছেন। আশা করি তারা এই সময়ে শিক্ষা নেবে আর ভবিষ্যতে এমন করবে না।
-
যমুনা টেলিভিশন একসময় অনেক অবহেলিত ছিল কিন্তু আজকে বাংলাদেশের শীর্ষস্থানে চলে এসেছে এর কারণ হচ্ছে সাদা কে সাদা বলা কালোকে কালো বলা। এটাই যমুনা টিভির স্লোগান। গত এমপি নির্বাচনে যেভাবে যমুনা টিভি প্রচার করেছে সেখান থেকেই যমুনা টিভির এত প্রশংসার করিয়েছে। আবার কোটা আন্দোলন কে কেন্দ্র করে যমুনা টিভি ও বাংলাদেশের শীর্ষস্থানে চলে গেছে। কিন্তু ফলোয়ারের দিক থেকে যমুনা টিভি এখনো পিসি আছে সময় টিভির কাছে
অবহেলিত ছিলো তেমনটা বলবো না। তবে গত নির্বাচনের সময় ভোট চুরি, কেন্দ্র দখল থেকে শুরু করে সকল অনিয়ম গুলোর চিত্র একমাত্র যমুনা টেলিভিশন তুলে ধরতে পেরেছে। আপনারা যদি মনে করেন যমুনা টিভি পারলো, অন্য টেলিভিশন পারলো না কেনো? আসলে সব টেলিভিশনের পেছনে কিন্তু তাদের মালিক সেরকম ব্যাকআপ দিতে পারে না। সব টেলিভিশনের মালিক সেরকম বড় কেউ না। কিন্তু যমুনা টেলিভিশনের পেছনে লাগাটা একটু কষ্টসাধ্য ব্যাপার ছিলো। আমাদের দেশে যার যতো টাকা, তার ততো ক্ষমতা। যমুনা টেলিভিশনের মালিক তেমন একজন যাদের বিভিন্ন বিজনেস আছে। তবে সবচাইতে বেশি জরুরী ছিলো সৎ সাহস। অন্যান্য টেলিভিশন চাইলে তারাও পারতো। চ্যানেল ২৪ কিছুটা চেষ্টা করেছে। তবে যমুনার মতো নয়।
-
যমুনা টেলিভিশন একসময় অনেক অবহেলিত ছিল কিন্তু আজকে বাংলাদেশের শীর্ষস্থানে চলে এসেছে এর কারণ হচ্ছে সাদা কে সাদা বলা কালোকে কালো বলা। এটাই যমুনা টিভির স্লোগান। গত এমপি নির্বাচনে যেভাবে যমুনা টিভি প্রচার করেছে সেখান থেকেই যমুনা টিভির এত প্রশংসার করিয়েছে। আবার কোটা আন্দোলন কে কেন্দ্র করে যমুনা টিভি ও বাংলাদেশের শীর্ষস্থানে চলে গেছে। কিন্তু ফলোয়ারের দিক থেকে যমুনা টিভি এখনো পিসি আছে সময় টিভির কাছে
অবহেলিত ছিলো তেমনটা বলবো না। তবে গত নির্বাচনের সময় ভোট চুরি, কেন্দ্র দখল থেকে শুরু করে সকল অনিয়ম গুলোর চিত্র একমাত্র যমুনা টেলিভিশন তুলে ধরতে পেরেছে। আপনারা যদি মনে করেন যমুনা টিভি পারলো, অন্য টেলিভিশন পারলো না কেনো? আসলে সব টেলিভিশনের পেছনে কিন্তু তাদের মালিক সেরকম ব্যাকআপ দিতে পারে না। সব টেলিভিশনের মালিক সেরকম বড় কেউ না। কিন্তু যমুনা টেলিভিশনের পেছনে লাগাটা একটু কষ্টসাধ্য ব্যাপার ছিলো। আমাদের দেশে যার যতো টাকা, তার ততো ক্ষমতা। যমুনা টেলিভিশনের মালিক তেমন একজন যাদের বিভিন্ন বিজনেস আছে। তবে সবচাইতে বেশি জরুরী ছিলো সৎ সাহস। অন্যান্য টেলিভিশন চাইলে তারাও পারতো। চ্যানেল ২৪ কিছুটা চেষ্টা করেছে। তবে যমুনার মতো নয়।
এই কথাটা আপনি সত্য বলেছেন যে যমুনা টিভির মালিকের আসলে অনেক পাওয়ার ছিল বিধায় তার বিরুদ্ধে সরকার গণপদক্ষেপ নিতে পারেনি কিন্তু অন্যান্য মিডিয়াগুলোর মালিক নড়বড়ে থাকায় সরকার তাদেরকে কতল করেছিল এবং তাদের বাধ্য করেছিল সরকার বিরুদ্ধে কোন কার্যকলাপে প্রচার না করার আর এজন্যই অন্যান্য মিডিয়াগুলো ইচ্ছা থাকা সত্ত্বেও কিছু কিছু নিউজ দেখাতে পারেনি।
-
ফাইনালি আমরা রাজনীতি এবং সমাজ নামে নতুন বোর্ড পেয়ে গেলাম। যদিও একটু বানান ভুলের কারনে নাম হয় গেছে রাজনৈতি ও সমাজ। আমি আসলে টের পাইনি কখন আমরা নতুন সাব বোর্ড পেলাম। একটু আগে লোকাল বোর্ড এ ঢুকে নতুন কিছু পোষ্ট হয়েছে কি না চেক করতে যাবো, তখনই খেয়াল করলাম যে আমাদের নতুন একটা সাব বোর্ড হয়ে গেছে।
যদিও আমি এতো দ্রুত নতুন সাব বোর্ড পাওয়ার আশা করি নাই। এখন আমাদের মেইন বোর্ড অনেকটা রাজনীতি মুক্ত হবে পাশাপাশি আলাদা বোর্ড থাকায় এখানে দেশের ব্যাপারে আলাপ করা যাবে। সবার প্রতি অনুরোধ থাকবে ফোরাম রুলস মেনে পোষ্ট করার জন্য। জিসাই ভাইয়ের প্রতি অনুরোধ যদি এই সাব বোর্ড এর জন্য আলাদা লোকাল রুলস করতে চান, তাহলে এখনই সময় রুলস থ্রেড ক্রিয়েট করার।