Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: Vision pro on August 15, 2024, 12:38:39 PM
-
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ
সর্ব প্রথমে আমি বলতে চাই যে এখানে যারা বড় ইউজার আছেন তারা ছোটদেরকে কারমা প্রদান করবেন তাদের পোস্টে।
,💞এতে করে যে পোস্ট করেছে সে যদি কারমা পায় তাহলে তার মনোযোগ বাড়বে এবং তার পোস্ট করার ধরন পরিবর্তন করবে এবং সে মানসম্মত পোস্ট করবে।
💞 যেহেতু এখানে ইউজার সংখ্যা কমে গেছে সেহেতু নতুন ইউজারদের আমন্ত্রণ জানান।
💞 কেউ কাউকে ছোট করবেন না । সবাইকে এক নজরে দেখুন এবং ছোটদেরকে সাহায্য করুন।
💞 এই ফোরামের বাংলা বোর্ডের আমরা যারা আছি সবাই বাংলা ভাষাভাষী লোক। সে তো আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখবো।
💞 বাংলা থ্রেট কে আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখবো এখানে কোন আজেবাজে মুখ পোস্ট করা থেকে বিরত থাকবো। যখনই নতুন কেউ আসবে এই পরিবেশ দেখে সে বাংলা থ্রিডি এর প্রেমে পড়ে যাবে।
💞 আর ছোটদেরকে বলব বড়দের সম্মান করবেন সব সময়। তাদের পোস্টে পোস্ট করার সময় মতামত পোষণ করার সময় শালীনতা বজায় রাখবেন। এতে করে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে।
-
সর্ব প্রথমে আমি বলতে চাই যে এখানে যারা বড় ইউজার আছেন তারা ছোটদেরকে কারমা প্রদান করবেন তাদের পোস্টে। এতে করে যে পোস্ট করেছে সে যদি কারমা পায় তাহলে তার মনোযোগ বাড়বে এবং তার পোস্ট করার ধরন পরিবর্তন করবে এবং সে মানসম্মত পোস্ট করবে।
ভাই আপনি যে কথা বলছেন সেটা অবশ্যই ভালো কথা কিন্তু ভাই এই বাংলা ট্রেডে যারা পোস্ট করে বা বাঙালি যারা দেইখেন ভাই একটু খেয়াল করে যারা নতুন আসে তারা কোন নিয়ম ফলো করে না তারা এসেই বিভিন্ন ধরনের পোস্ট করে বসে এর জন্য দেখা যায় যে বড় ইউজাররা তাদের মাইনাস কারমা দিতে বাধ্য হয়। তাদের বিভিন্নভাবে বলা হয় নিয়মগুলো ফলো করেন একটু ভালো পোস্ট করেন কারমা এমনি পাবেন কিন্তু আসলে কি ভাই তারা ফলো করে আপনি একটু খেয়াল করে দেখেন তারা ফলো করে না। আর তারা মানসম্মত পোস্ট করলে চেষ্টা করলে অবশ্যই কারমা পাবে।
যেহেতু এখানে ইউজার সংখ্যা কমে গেছে সেহেতু নতুন ইউজারদের আমন্ত্রণ জানান।
ভাই বাংলায় ইউজার কমে যাওয়ার কারণ আছে বাঙালিরা এসেই বলে কিভাবে ইনকাম করা যায় এরা এখানে এসে একটু শিখবে এটা না এরা মনে করে এখানে এসে ইনকাম করা যায় আবার বাউনটি তে জয়েন করে বাউন্ডিতে জয়েন করার সময় দেখা যায় একাধিক আইডি দিয়ে জয়েন করে পরে এগুলো থেকে নেগেটিভ ট্রাস্ট খেয়ে যায়। এরা যদি এখানে এসে ভালোভাবে একটু এগিয়ে আসার চেষ্টা করে তাহলেই কিন্তু পারে কিন্তু কি বলবো ভাই বাঙালিরা এরকমই এরা কোন কিছুই সুন্দরভাবে করে এগিয়ে আসতে চায় না। এত সহজেই যদি সবকিছু হত তাহলে তো ভাই ভালোই হতো। আমি আমার কিছু বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করেছি তারা এখানে আসার জন্য ইন্টারেস্ট দেখিয়েছে দেখি তারা কি করে।
কেউ কাউকে ছোট করবেন না । সবাইকে এক নজরে দেখুন এবং ছোটদেরকে সাহায্য করুন।
আমি এখানে এসে যেটা দেখেছি যারা বড় ইউজার তারা কাউকে ছোট করে দেখে না তারা অনেক হেল্পফুল তার অনেক সুন্দর ভাবে বুঝিয়ে দেয়। নতুন কেউ আসলে তাদেরকে খুব সুন্দর ভাবে সাদরে গ্রহণ করে নেয় সামনে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের পথ দেখিয়ে দেয়। যে যতটুকু জানে ততটুকু তাদের সুন্দরভাবে বিলিয়ে দেয় এবং আমিও চেষ্টা করব যদি নতুন কেউ আসে আমি যতটুকু জানি সেটা দিয়ে তাদের সাহায্য করার
এই ফোরামের বাংলা বোর্ডের আমরা যারা আছি সবাই বাংলা ভাষাভাষী লোক। সে তো আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখবো।
আমার কাছেও এটাও মনে হয় সুসৃংখলভাবে যদি এগিয়ে আসা যায় তাহলে কোন পিছুটান থাকে না। একদম ফেয়ার ভাবে যে আসে এবং শিখতে চায় ভালো কিছু করতে চায় তাহলে তাকে বোঝানো যায় বা শেখানো যায় কিন্তু যদি আইসা বিশৃঙ্খলা তৈরি করে কোন নিয়ম নীতি না মানে তাহলে তাকে কোন কিছুই মানানো যায় না বা শেখানো যায় না। যেই আসুক ফোরামে সে যেন একদম ফেয়ার থাকে তাহলে তাকে সবাই সুন্দরভাবে সাহায্য করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে পথ দেখাবে।
বাংলা থ্রেট কে আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখবো এখানে কোন আজেবাজে মুখ পোস্ট করা থেকে বিরত থাকবো। যখনই নতুন কেউ আসবে এই পরিবেশ দেখে সে বাংলা থ্রিডি এর প্রেমে পড়ে যাবে।
জি ভাই আজেবাজে পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। শুধু আজেবাজে পোস্ট নয় আমার মনে হয় যদি পোস্ট ইনফরমেটিভ না হয় তাহলে সেটা না করাই ভালো। যদি ইনফরমেটিভ পোস্ট না হয় তাহলে ফোরামের মডারেটর সে নিজেই পোস্ট ডিলিট করে দেবে। সেজন্য দেখে শুনে মানসম্মত ইনফরমেটিভ পোস্ট করা ভালো হবে। আর যখন প্রত্যেকটা পোস্ট ইনফরমেটিভ হবে তখন নতুনরা আসলে এটা আকৃষ্ট হবে।
আর ছোটদেরকে বলব বড়দের সম্মান করবেন সব সময়। তাদের পোস্টে পোস্ট করার সময় মতামত পোষণ করার সময় শালীনতা বজায় রাখবেন। এতে করে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে।
আরে ভাই আপনি যে সম্মানের কথাটা বলছেন সেটা অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ একটা দিক। এটা আমাদের ফলো করতে হবে এটা করার মাধ্যমে আমরা সুন্দর ব্যবহার প্রকাশ করতে পারবো। আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হই তাহলে এটা আমাদের জন্য খুবই সুন্দর একটা দিক ফুটে উঠবে। মানুষ মানুষের জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি সবাই সবাইকে সম্মান করে চলতে পারি তাহলে আমরা খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবো
-
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ
সর্ব প্রথমে আমি বলতে চাই যে এখানে যারা বড় ইউজার আছেন তারা ছোটদেরকে কারমা প্রদান করবেন তাদের পোস্টে।
,💞এতে করে যে পোস্ট করেছে সে যদি কারমা পায় তাহলে তার মনোযোগ বাড়বে এবং তার পোস্ট করার ধরন পরিবর্তন করবে এবং সে মানসম্মত পোস্ট করবে।
💞 যেহেতু এখানে ইউজার সংখ্যা কমে গেছে সেহেতু নতুন ইউজারদের আমন্ত্রণ জানান।
💞 কেউ কাউকে ছোট করবেন না । সবাইকে এক নজরে দেখুন এবং ছোটদেরকে সাহায্য করুন।
💞 এই ফোরামের বাংলা বোর্ডের আমরা যারা আছি সবাই বাংলা ভাষাভাষী লোক। সে তো আমরা আমাদের শৃঙ্খলা বজায় রাখবো।
💞 বাংলা থ্রেট কে আমরা খুব সুন্দর ভাবে সাজিয়ে রাখবো এখানে কোন আজেবাজে মুখ পোস্ট করা থেকে বিরত থাকবো। যখনই নতুন কেউ আসবে এই পরিবেশ দেখে সে বাংলা থ্রিডি এর প্রেমে পড়ে যাবে।
💞 আর ছোটদেরকে বলব বড়দের সম্মান করবেন সব সময়। তাদের পোস্টে পোস্ট করার সময় মতামত পোষণ করার সময় শালীনতা বজায় রাখবেন। এতে করে পরিবেশটা অনেক সুন্দর দেখাবে।
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আমি আপনার পোস্ট পড়েই আপনার প্রাপ্যটা আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি এখন থেকে কাজের প্রতি আপনার আগ্রহ আরো বেড়ে যাবে। আমি মনে করি কারমার চিন্তা না করে আপনি ভালো ভালো পোস্ট করে দেন যারা এই ফোরমে সিনিয়র আছে তারা কোয়ালিটি ফুল পোস্ট পাইলে সেখানে কারমা প্রদান করবে এবং করেন। আশা করি সবাই এই ফোরামের রুলস মেনে সুন্দর সুন্দর তথ্যবহুল এবং সবার জন্য উপকারী পোস্টগুলো এখানে করবেন। তাহলে আমরা বাংলা ভাষাভাষী যারা এই ফরোরামে আছি সকলেই উপকৃত হব।
-
আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পোস্ট করার জন্য। আমি আপনার পোস্ট পড়েই আপনার প্রাপ্যটা আমি বুঝিয়ে দিয়েছি। আশা করি এখন থেকে কাজের প্রতি আপনার আগ্রহ আরো বেড়ে যাবে। আমি মনে করি কারমার চিন্তা না করে আপনি ভালো ভালো পোস্ট করে দেন যারা এই ফোরমে সিনিয়র আছে তারা কোয়ালিটি ফুল পোস্ট পাইলে সেখানে কারমা প্রদান করবে এবং করেন। আশা করি সবাই এই ফোরামের রুলস মেনে সুন্দর সুন্দর তথ্যবহুল এবং সবার জন্য উপকারী পোস্টগুলো এখানে করবেন। তাহলে আমরা বাংলা ভাষাভাষী যারা এই ফরোরামে আছি সকলেই উপকৃত হব।
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
-
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
হয়তো উনি ফোরাম থেকে চলে গেছে তা না হলে তার আইডির ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল যদি সে একটিভ থাকতো তাহলে আইডিকে রেডি করে ফেলত যে ব্যাচ আছে এগুলা ঠিক করে নেওয়ার চেষ্টা করত।
আমি এরকম অনেক দেখতে পাচ্ছি যারা একসময় ভালই একটিভ ছিল পোস্ট করতো তারা এখন আর এখানে নেই তার এই আল্ট কয়েনের ফোরাম ছেড়ে চলে গেছে মনে হয়। জানিনা তারা আর ফিরবে কিনা তবে নতুন করে যারা আছে তারাই মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পূর্বে যারা ছিল তারা কেন এইভাবে ফোরাম ছেড়ে চলে গেছে জানিনা এর কারনে বা কি তারা কেনই বা চলে গেল এই ফোরাম থেকে। যদিও তার এটা ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না তবে যেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম চলে গেছে তারা যদি ভালোভাবে এগিয়ে আসতো তাহলে তাদের আইডির অবস্থান অনেক ভালো থাকতো।
-
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
হয়তো উনি ফোরাম থেকে চলে গেছে তা না হলে তার আইডির ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল যদি সে একটিভ থাকতো তাহলে আইডিকে রেডি করে ফেলত যে ব্যাচ আছে এগুলা ঠিক করে নেওয়ার চেষ্টা করত।
আমি এরকম অনেক দেখতে পাচ্ছি যারা একসময় ভালই একটিভ ছিল পোস্ট করতো তারা এখন আর এখানে নেই তার এই আল্ট কয়েনের ফোরাম ছেড়ে চলে গেছে মনে হয়। জানিনা তারা আর ফিরবে কিনা তবে নতুন করে যারা আছে তারাই মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পূর্বে যারা ছিল তারা কেন এইভাবে ফোরাম ছেড়ে চলে গেছে জানিনা এর কারনে বা কি তারা কেনই বা চলে গেল এই ফোরাম থেকে। যদিও তার এটা ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না তবে যেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম চলে গেছে তারা যদি ভালোভাবে এগিয়ে আসতো তাহলে তাদের আইডির অবস্থান অনেক ভালো থাকতো।
হ্যাঁ আপনি ঠিক বলেছেন উনার আইডি মোটামুটি ভালো ছিল কিন্তু সে হয়তো এ আই ব্যাচ পাওয়ার জন্য এই ফোরাম থেকে চলে গেছে। রাগ অভিমান করে কিন্তু সে হয়তো জানে না ব্যাচ রিমুভ করার অপশন রয়েছে। এই মুহূর্তে আমার জানা নেই কিভাবে ব্যাচ রিমুভ করা যায়। আপনাদের কারো জানা থাকলে এখানে পোস্ট করে যাবেন যাতে অন্যরা উপকৃত হতে পারে ধন্যবাদ।
-
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
হয়তো উনি ফোরাম থেকে চলে গেছে তা না হলে তার আইডির ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল যদি সে একটিভ থাকতো তাহলে আইডিকে রেডি করে ফেলত যে ব্যাচ আছে এগুলা ঠিক করে নেওয়ার চেষ্টা করত।
আমি এরকম অনেক দেখতে পাচ্ছি যারা একসময় ভালই একটিভ ছিল পোস্ট করতো তারা এখন আর এখানে নেই তার এই আল্ট কয়েনের ফোরাম ছেড়ে চলে গেছে মনে হয়। জানিনা তারা আর ফিরবে কিনা তবে নতুন করে যারা আছে তারাই মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পূর্বে যারা ছিল তারা কেন এইভাবে ফোরাম ছেড়ে চলে গেছে জানিনা এর কারনে বা কি তারা কেনই বা চলে গেল এই ফোরাম থেকে। যদিও তার এটা ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না তবে যেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম চলে গেছে তারা যদি ভালোভাবে এগিয়ে আসতো তাহলে তাদের আইডির অবস্থান অনেক ভালো থাকতো।
আমার মনে হয় টপিক ক্রিয়েটর এই ফোরামে আর একটিভ নাই। আমাদের সম্মানিত মডারেটর সাহেব নিশ্চিত করে বললেন তার অনেকগুলো পোস্ট এআই দিয়ে করার প্রমাণ পেয়েছেন। আসলে অন্যায় বা জালিয়াতি করে বেশিদিন টিকে থাকা যায় না। সততার উপরে থাকলে বা ন্যায়ের উপরে থাকলে অনেক কিছুই সম্ভব কিন্তু অসততা দ্রুতই অনেক ভালো জিনিসকে নষ্ট করে দেয়। তাই এটা থেকে শিক্ষা নিয়ে নতুনদেরকে সৎভাবে চলার পরামর্শ দিব তাহলে সবখানে বিশেষ করে এই ফোরাম এ ও ভালো করা যাবে।
-
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
হয়তো উনি ফোরাম থেকে চলে গেছে তা না হলে তার আইডির ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল যদি সে একটিভ থাকতো তাহলে আইডিকে রেডি করে ফেলত যে ব্যাচ আছে এগুলা ঠিক করে নেওয়ার চেষ্টা করত।
আমি এরকম অনেক দেখতে পাচ্ছি যারা একসময় ভালই একটিভ ছিল পোস্ট করতো তারা এখন আর এখানে নেই তার এই আল্ট কয়েনের ফোরাম ছেড়ে চলে গেছে মনে হয়। জানিনা তারা আর ফিরবে কিনা তবে নতুন করে যারা আছে তারাই মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পূর্বে যারা ছিল তারা কেন এইভাবে ফোরাম ছেড়ে চলে গেছে জানিনা এর কারনে বা কি তারা কেনই বা চলে গেল এই ফোরাম থেকে। যদিও তার এটা ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না তবে যেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম চলে গেছে তারা যদি ভালোভাবে এগিয়ে আসতো তাহলে তাদের আইডির অবস্থান অনেক ভালো থাকতো।
আমার মনে হয় টপিক ক্রিয়েটর এই ফোরামে আর একটিভ নাই। আমাদের সম্মানিত মডারেটর সাহেব নিশ্চিত করে বললেন তার অনেকগুলো পোস্ট এআই দিয়ে করার প্রমাণ পেয়েছেন। আসলে অন্যায় বা জালিয়াতি করে বেশিদিন টিকে থাকা যায় না। সততার উপরে থাকলে বা ন্যায়ের উপরে থাকলে অনেক কিছুই সম্ভব কিন্তু অসততা দ্রুতই অনেক ভালো জিনিসকে নষ্ট করে দেয়। তাই এটা থেকে শিক্ষা নিয়ে নতুনদেরকে সৎভাবে চলার পরামর্শ দিব তাহলে সবখানে বিশেষ করে এই ফোরাম এ ও ভালো করা যাবে।
এখানে ট্রাফিক অনেক কম থাকায় সবসময় সবার পোস্ট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। তাই কেউ যদি Ai ব্যবহার করে খুব দ্রুত পোস্ট করে নিজের র্যাংক বাড়ানোর চেষ্টা করে সে খুব দ্রুতই ধরা পড়ে যাবে। আপনি গ্লোবালে দেখতে পারেন কত একাউন্ট মাল্টি ধরা হচ্ছে। এই ফোরামে ইউজার সংখ্যা কম তাই বলে সবকিছুকে প্রশ্রয় দিয়ে ফোরামের ট্রাফিক বাড়ানোর জন্য ফোরামের এডমিন সহ অন্য কোন ইউজার সমর্থন করবে না। আমি অনেকের অনেক কিছু দেখেও কিছু কিছু জিনিস এভোয়েড করে যাই তবে সব সময় ছোট করে হলেও ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করি তবুও যদি কেউ বারবার ভুল কিছু করে তাহলে সেটার জন্য সে নিজেই দায়ী থাকবে আর সেটার ফলও সে নিজেই ভোগ করবে
-
যদিও ওনার এই টপিক টি এ আই দিয়ে জেনারেট করা হয়নি বলেই মনে হয়। কিন্তু ওনার একাধিক টপিক এ আই জেনারেটেড হওয়ার প্রমান পাওয়া গেছে এবং এ কারনে তিনি অলরেডি ট্যাগ এবং ব্যাজ পেয়েছেন। কিন্তু এসব ব্যাজ এবং স্ট্রাইক রিমুভ করার সিস্টেম থাকা সত্ত্বেও ওনাকে ফোরামে ইনএক্টিভ মনে হচ্ছে। উনি যদি ফোরামে নিয়মিত পোষ্ট করে যেতো এবং ব্যাজ রিমুভ করার চেষ্টা করতো, তাহলে ঠিকই এতোদিনে কিছু কারমা পেয়ে যেতো। ব্যাজ পাওয়ার পরেও ওনার কারমা পয়েন্ট এখনো পজেটিভ আছে। এমন অনেকেই আছে যাদের কারমা নেগেটিভ ৫ বা ১০ বা আরো কম বেশি।
হয়তো উনি ফোরাম থেকে চলে গেছে তা না হলে তার আইডির ব্যবস্থা মোটামুটি ভালোই ছিল যদি সে একটিভ থাকতো তাহলে আইডিকে রেডি করে ফেলত যে ব্যাচ আছে এগুলা ঠিক করে নেওয়ার চেষ্টা করত।
আমি এরকম অনেক দেখতে পাচ্ছি যারা একসময় ভালই একটিভ ছিল পোস্ট করতো তারা এখন আর এখানে নেই তার এই আল্ট কয়েনের ফোরাম ছেড়ে চলে গেছে মনে হয়। জানিনা তারা আর ফিরবে কিনা তবে নতুন করে যারা আছে তারাই মোটামুটি ভালো করার চেষ্টা করতেছে কিন্তু পূর্বে যারা ছিল তারা কেন এইভাবে ফোরাম ছেড়ে চলে গেছে জানিনা এর কারনে বা কি তারা কেনই বা চলে গেল এই ফোরাম থেকে। যদিও তার এটা ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আমাদের কথা বলা ঠিক না তবে যেটা দেখা যাচ্ছে অনেকেই এরকম চলে গেছে তারা যদি ভালোভাবে এগিয়ে আসতো তাহলে তাদের আইডির অবস্থান অনেক ভালো থাকতো।
আমার মনে হয় টপিক ক্রিয়েটর এই ফোরামে আর একটিভ নাই। আমাদের সম্মানিত মডারেটর সাহেব নিশ্চিত করে বললেন তার অনেকগুলো পোস্ট এআই দিয়ে করার প্রমাণ পেয়েছেন। আসলে অন্যায় বা জালিয়াতি করে বেশিদিন টিকে থাকা যায় না। সততার উপরে থাকলে বা ন্যায়ের উপরে থাকলে অনেক কিছুই সম্ভব কিন্তু অসততা দ্রুতই অনেক ভালো জিনিসকে নষ্ট করে দেয়। তাই এটা থেকে শিক্ষা নিয়ে নতুনদেরকে সৎভাবে চলার পরামর্শ দিব তাহলে সবখানে বিশেষ করে এই ফোরাম এ ও ভালো করা যাবে।
এখানে ট্রাফিক অনেক কম থাকায় সবসময় সবার পোস্ট খুব ভালোভাবে পর্যবেক্ষণ করা হয়। তাই কেউ যদি Ai ব্যবহার করে খুব দ্রুত পোস্ট করে নিজের র্যাংক বাড়ানোর চেষ্টা করে সে খুব দ্রুতই ধরা পড়ে যাবে। আপনি গ্লোবালে দেখতে পারেন কত একাউন্ট মাল্টি ধরা হচ্ছে। এই ফোরামে ইউজার সংখ্যা কম তাই বলে সবকিছুকে প্রশ্রয় দিয়ে ফোরামের ট্রাফিক বাড়ানোর জন্য ফোরামের এডমিন সহ অন্য কোন ইউজার সমর্থন করবে না। আমি অনেকের অনেক কিছু দেখেও কিছু কিছু জিনিস এভোয়েড করে যাই তবে সব সময় ছোট করে হলেও ওয়ার্নিং দেওয়ার চেষ্টা করি তবুও যদি কেউ বারবার ভুল কিছু করে তাহলে সেটার জন্য সে নিজেই দায়ী থাকবে আর সেটার ফলও সে নিজেই ভোগ করবে
চুরি করে কামিং করে আজ পর্যন্ত কোন ব্যক্তি বড় হতে পারেনি বড় হলেও সেটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী হয় না কারণ দুই নাম্বারি জিনিসটা ভালো না। যেটুকুই অর্জন করবেন সেটুকু নিচ থেকে নিজে যা জানেন সে বিষয়ে এবং অন্যদের কাছ থেকে অন্যদের পোস্ট থেকে শিখে জ্ঞান অর্জন করে সামনের দিকে অগ্রসর হয় ভালো কারণ আজ পর্যন্ত এখানে দুই নাম্বারি করে কেউ এগিয়ে যেতে পারেনি। এই যারা এরকম অপকর্ম করেন তারা সাবধান হয়ে যান এখানে সকল মডারেটরগণ অনেক স্মার্ট। ধরা পড়লে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই আজ সাবধান হয়ে যান।
-
এই যারা এরকম অপকর্ম করেন তারা সাবধান হয়ে যান এখানে সকল মডারেটরগণ অনেক স্মার্ট। ধরা পড়লে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই আজ সাবধান হয়ে যান।
ছোট করে পাম দিয়ে দিলেন নাকি? পাম মারেন আর যাই করেন, এখানে মডারেটরদের যেমন ক্রেডিট আছে, তার চাইতে বেশি ক্রেডিট এডমিনের। তিনি নিজেই একাউন্ট চেক করে করে রেড ডট বসায়। যেহেতু অন্য ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ করা হয়েছে, সেখানের এডমিন সেজন্য এর বিরুদ্ধে কোনো প্রকার একশন গ্রহন করেন না। কিন্তু যেহেতু এখানে মাল্টিপল একাউন্ট এলাউ না, এডমিন চাইলেই ডিভাইস ম্যাচ, আইপি ম্যাচ সহ অন্যান্য তথ্য ম্যাচিং করে মাল্টিপল একাউন্টে চিটিং ট্যাগ লাগিয়ে দিতে পারে। এছাড়াও যেসব একাউন্ট নানান ধরনের এ্যাবিউজ করে, তাদেরকেও ধরে ধরে রেড ডট মেরে দেয়। লোকাল মোডারেটর রা সাধারনত পোষ্ট কোয়ালিটি এবং এই রিলেটেড দিকেই বেশি নজর দেয়। সত্যি বলতে আপনার ৮০% পোষ্ট আমার কাছে শিট পোষ্টিং মনে হয়। এই ধরনের পোষ্ট করতে থাকলে এক সময় আপনাকে সবাই স্প্যামার হিসেবে ধরে নিবে। তাই আপনাকে বলবো যে আপনি আরো ইমপ্রুভ করেন।
-
আলহামদুলিল্লাহ আমি আমার এলটকয়েনে প্রথম যাত্রা আরম্ভ করলাম। জানি না কিভাবে ভালো করা যায় তবে চেষ্টা করবো সকলের সাথে ভালো মন্দ শেয়ার করা।
-
এই যারা এরকম অপকর্ম করেন তারা সাবধান হয়ে যান এখানে সকল মডারেটরগণ অনেক স্মার্ট। ধরা পড়লে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই আজ সাবধান হয়ে যান।
ছোট করে পাম দিয়ে দিলেন নাকি? পাম মারেন আর যাই করেন, এখানে মডারেটরদের যেমন ক্রেডিট আছে, তার চাইতে বেশি ক্রেডিট এডমিনের। তিনি নিজেই একাউন্ট চেক করে করে রেড ডট বসায়। যেহেতু অন্য ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ করা হয়েছে, সেখানের এডমিন সেজন্য এর বিরুদ্ধে কোনো প্রকার একশন গ্রহন করেন না। কিন্তু যেহেতু এখানে মাল্টিপল একাউন্ট এলাউ না, এডমিন চাইলেই ডিভাইস ম্যাচ, আইপি ম্যাচ সহ অন্যান্য তথ্য ম্যাচিং করে মাল্টিপল একাউন্টে চিটিং ট্যাগ লাগিয়ে দিতে পারে। এছাড়াও যেসব একাউন্ট নানান ধরনের এ্যাবিউজ করে, তাদেরকেও ধরে ধরে রেড ডট মেরে দেয়। লোকাল মোডারেটর রা সাধারনত পোষ্ট কোয়ালিটি এবং এই রিলেটেড দিকেই বেশি নজর দেয়। সত্যি বলতে আপনার ৮০% পোষ্ট আমার কাছে শিট পোষ্টিং মনে হয়। এই ধরনের পোষ্ট করতে থাকলে এক সময় আপনাকে সবাই স্প্যামার হিসেবে ধরে নিবে। তাই আপনাকে বলবো যে আপনি আরো ইমপ্রুভ করেন।
আমাদের এই বাংলা বোর্ডের দুইজন মডারেটর আসলেই অনেক একটি। এবং তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এবং এই ফোরামে অনেক সময় দেন। তাই এখানে ফাঁকিবাজি করে বা স্পামিং করে কেউ পার পাবে বলে আমি মনে করি না। আমরা সব সময় সতর্কতা অবলম্বন করে স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করি। তা না হলে এই দুইজন তুখোর মডারেটরদের কাছে ধরা খেয়ে যাব। আমি মনে করি সততার সঙ্গে কাজ করলে ক্ষতি নাই বরং সুস্থতার সঙ্গে কাজ করলে আমরা এখান থেকে ভালো কিছু পাব।
-
এই যারা এরকম অপকর্ম করেন তারা সাবধান হয়ে যান এখানে সকল মডারেটরগণ অনেক স্মার্ট। ধরা পড়লে অবশ্যই আপনাকে শাস্তি ভোগ করতে হবে তাই আজ সাবধান হয়ে যান।
ছোট করে পাম দিয়ে দিলেন নাকি? পাম মারেন আর যাই করেন, এখানে মডারেটরদের যেমন ক্রেডিট আছে, তার চাইতে বেশি ক্রেডিট এডমিনের। তিনি নিজেই একাউন্ট চেক করে করে রেড ডট বসায়। যেহেতু অন্য ফোরামে মাল্টিপল একাউন্ট এলাউ করা হয়েছে, সেখানের এডমিন সেজন্য এর বিরুদ্ধে কোনো প্রকার একশন গ্রহন করেন না। কিন্তু যেহেতু এখানে মাল্টিপল একাউন্ট এলাউ না, এডমিন চাইলেই ডিভাইস ম্যাচ, আইপি ম্যাচ সহ অন্যান্য তথ্য ম্যাচিং করে মাল্টিপল একাউন্টে চিটিং ট্যাগ লাগিয়ে দিতে পারে। এছাড়াও যেসব একাউন্ট নানান ধরনের এ্যাবিউজ করে, তাদেরকেও ধরে ধরে রেড ডট মেরে দেয়। লোকাল মোডারেটর রা সাধারনত পোষ্ট কোয়ালিটি এবং এই রিলেটেড দিকেই বেশি নজর দেয়। সত্যি বলতে আপনার ৮০% পোষ্ট আমার কাছে শিট পোষ্টিং মনে হয়। এই ধরনের পোষ্ট করতে থাকলে এক সময় আপনাকে সবাই স্প্যামার হিসেবে ধরে নিবে। তাই আপনাকে বলবো যে আপনি আরো ইমপ্রুভ করেন।
আমাদের এই বাংলা বোর্ডের দুইজন মডারেটর আসলেই অনেক একটি। এবং তারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এবং এই ফোরামে অনেক সময় দেন। তাই এখানে ফাঁকিবাজি করে বা স্পামিং করে কেউ পার পাবে বলে আমি মনে করি না। আমরা সব সময় সতর্কতা অবলম্বন করে স্বচ্ছতার সহিত কাজ করার চেষ্টা করি। তা না হলে এই দুইজন তুখোর মডারেটরদের কাছে ধরা খেয়ে যাব। আমি মনে করি সততার সঙ্গে কাজ করলে ক্ষতি নাই বরং সুস্থতার সঙ্গে কাজ করলে আমরা এখান থেকে ভালো কিছু পাব।
ধন্যবাদ ভাই, আমাদের এত সুন্দর করে বুঝানোর জন্য। আসলে একটা কথা হলো, ভাই, আমরা এই ক্রিপ্টোকারেন্সিতে আসছি এই আশায় যে আমরা নিজেদের অভিজ্ঞতা দিয়ে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে ভালো কিছু পোস্ট করে ভালো কিছু পাবো। কিন্তু এখানে যদি আমরা অন্য ভাইদের পোস্ট স্প্যাম করি, কপি করি এবং রিপ্লেস করি এবং আমাদের অ্যাকাউন্টে পোস্ট করি, তাহলে আমাদের লাভ কী? এটা আমাদের নিজস্ব জ্ঞান নয়, এবং তারপরেও আমাদের সিনিয়র ভাইয়েরা প্রতি মুহূর্তে আমাদের সতর্ক করে দিচ্ছেন, নিজেদের সংশোধনের সুযোগ দিচ্ছেন। তারপরও, যদি আমরা তাদের কথায় মনোযোগ না দেই এবং ফোরামের নিয়ম না মেনে বিপরীত পোস্ট করি, তাহলে আমাদের শাস্তি হবে, এটাই স্বাভাবিক। তাই আমি বলব যে আমরা ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যতটুকু জানি এবং যতটুকু অভিজ্ঞতা আছে তা ব্যবহার করে নিয়ম মেনে ভালো পোস্ট করার চেষ্টা করব। তাহলে দেখব একদিন আমরা এখান থেকে উন্নতি করতে পারব এবং আমাদের সিনিয়র ভাইয়েরাও আমাদের পাশে থাকবে। ধন্যবাদ ভাই।
-
আলহামদুলিল্লাহ এলার্ট কয়েন এ প্রথমত যাত্রা শুরু করার পর ভেবেছিলাম এখানে আমাকে বড় হতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো এই আশা নিয়েই যাত্রা শুরু করেছিলাম আজকে আপনাদের দোয়ায় আমি জুনিয়র মেম্বার হতে পেরেছি। এইটা মানতে হবে পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করা যায় না, তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো বড় হতে পারি । ইনশাআল্লাহ
-
আলহামদুলিল্লাহ এলার্ট কয়েন এ প্রথমত যাত্রা শুরু করার পর ভেবেছিলাম এখানে আমাকে বড় হতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো এই আশা নিয়েই যাত্রা শুরু করেছিলাম আজকে আপনাদের দোয়ায় আমি জুনিয়র মেম্বার হতে পেরেছি। এইটা মানতে হবে পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করা যায় না, তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো বড় হতে পারি । ইনশাআল্লাহ
BTT এর মত এখানে র্যাঙ্ক বাড়ানোর জন্য মেরিট সিস্টেম নেই তাই ভালো করে কিছু পোস্ট করতে পারলেই র্যাংক বেড়ে যায়। যদিও আপনি ফুল মেম্বারের বেশি র্যাংক অর্জন করতে পারবেন না কারমা ছাড়া। আর এখানে কারমা পাওয়া খুব বেশি কষ্টকর নয়। কারণ এখন পর্যন্ত এই ফোরাম খুব বেশি কঠিন করা হয়নি।
এভাবে চালিয়ে যান এবং ভালো ভালো পোস্ট করেন তাহলে অটোমেটিকলি কারমা পাবেন। এখানে অনেকেই আছে যারা প্রতিনিয়ত কার মাধ্যমে থাকে। ভালো পোস্ট দেখলে আমি নিজেই কালমা দেই। তাই আমি মনে করি না যে বাংলাদেশের কমিউনিটির জন্য বড় হওয়ার btt এর মত খুব বেশি কঠিন এবং প্রতিযোগিতা মূলক। তাই আপনার পোস্ট চালিয়ে যান তাহলেই বড় র্যাঙ্ক অর্জন করতে পারবেন
-
আলহামদুলিল্লাহ এলার্ট কয়েন এ প্রথমত যাত্রা শুরু করার পর ভেবেছিলাম এখানে আমাকে বড় হতে গেলে আমাকে অনেক পরিশ্রম করতে হবে। তো এই আশা নিয়েই যাত্রা শুরু করেছিলাম আজকে আপনাদের দোয়ায় আমি জুনিয়র মেম্বার হতে পেরেছি। এইটা মানতে হবে পরিশ্রম না করলে কখনো সফলতা অর্জন করা যায় না, তো সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো বড় হতে পারি । ইনশাআল্লাহ
BTT এর মত এখানে র্যাঙ্ক বাড়ানোর জন্য মেরিট সিস্টেম নেই তাই ভালো করে কিছু পোস্ট করতে পারলেই র্যাংক বেড়ে যায়। যদিও আপনি ফুল মেম্বারের বেশি র্যাংক অর্জন করতে পারবেন না কারমা ছাড়া। আর এখানে কারমা পাওয়া খুব বেশি কষ্টকর নয়। কারণ এখন পর্যন্ত এই ফোরাম খুব বেশি কঠিন করা হয়নি।
এভাবে চালিয়ে যান এবং ভালো ভালো পোস্ট করেন তাহলে অটোমেটিকলি কারমা পাবেন। এখানে অনেকেই আছে যারা প্রতিনিয়ত কার মাধ্যমে থাকে। ভালো পোস্ট দেখলে আমি নিজেই কালমা দেই। তাই আমি মনে করি না যে বাংলাদেশের কমিউনিটির জন্য বড় হওয়ার btt এর মত খুব বেশি কঠিন এবং প্রতিযোগিতা মূলক। তাই আপনার পোস্ট চালিয়ে যান তাহলেই বড় র্যাঙ্ক অর্জন করতে পারবেন
জি হ্যাঁ ভাই প্রথমত এখানে আসার পর ভেবেছিলাম এখানে উপরে উঠতে অনেকটাই কষ্টকর হবে। কিন্তু এই ফর্মের সব নিয়ম কানুন মেনে চললে রুলস অনুযায়ী কাজ করলে এখানে উপরে উঠা কোন ব্যাপারই না। টপিক অনুযায়ী ভালো মানের পোস্ট করলেই এখানে বড় ভাইদের পোস্টগুলো ভালো লাগলে পোস্ট করার ধরন ঠিক থাকলে কারমা দিয়ে দেয়। তাই আমার মনে হয় এখানে যদি সবাই নিয়ম অনুযায়ী কাজ করে তাহলে উপরে উঠাতা বেশি কঠিন হবে না।
-
আলহামদুলিল্লাহ এলটকয়েন ফরামে নতুন কাজ শুরু করেছি।আমি ফরামে ভালোভাবে বুঝে শুনে কাজ করতে চাই। এবং আমার যদি বুঝতে কষ্ট হয় তাহলে সিনিয়র ভাইদের সাহায্য নেব।
-
আসসালামুয়ালাইকুম সকলের দুয়া ও সমর্থন নিয়ে নতুন ফোরামে যুক্ত হয়েছি। আমি এখানে ভালো ভাবে যাচাই-বাছাই করে কাজ করতে চাই। আমার কোথাও যদি দেখতে ও বুঝতে কষ্ট হয় তাহলে আমার অনুরোধ সিনিয়র ভাইয়েরা আমাকে সাহায্য করবে।