Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: JISAN on August 16, 2024, 10:54:22 AM
-
আজকে ১৬ আগস্ট Admin কে রিকোয়েস্ট করার পর আমাদের জন্য রাজনীতি ও সমাজ নামে সাব-বোর্ড ক্রিয়েট করে দিয়েছেন। আপনারা সবাই এখন এখানে রাজনৈতিক আলোচনা করতে পারবেন। তবে অবশ্যই কিছু বিষয় মেনে এখানে পোস্ট করবেন।
আমরা একটা স্বাধীন দেশে বাস করি তাই আমাদের অধিকার আছে নিজের মত প্রকাশের তবে আমরা এমন কার্যক্রম এখানে করবো না যা লিমিট অতিক্রম করে। যেমন
১। আমরা কাউকে ব্যাক্তিগত আক্রমণ করবো না
২। খারাপ ভাসা ব্যবহার করবো না
৩। কনফার্ম না হয়ে কোনো সোর্স ছাড়া মিথ্যা গুজব ছড়াবো না।
৪। কোনো ফোরাম ইউজারকে কোনো মত প্রকাশের জন্য গালাগালি করবো না
৫। কারো পার্সোনাল ইনফরমেশন এখানে পোস্ট করবো না।
৬। কোনো রাজনৈতিক দলকে এখানে সরাসরি প্রমোট করবো না
সবাইকে ধন্যবাদ
-
রাজনীতি ও সমাজ সম্পর্কিত আলোচনা করার জন্য নতুন সাব-বোর্ড তৈরি করার জন্য ধন্যবাদ। সাব-বোর্ডে আলোচনার জন্য কিছু নিয়মাবলি উল্লেখ করা হয়েছে, যা সবাইকে অনুসরণ করতে হবে।
নিয়মগুলি মেনে চললে ফোরামে সুস্থ আলোচনা বজায় থাকবে।
-
অবশ্যই ধন্যবাদ আমাদের মোডারেটর ভাই@Jisan কে, কারণ তিনি খুবই জ্ঞানী যার কারণে এ ফোরাম যে সকল বোর্ডের অভাব রয়েছে তা পূরণ করে দিচ্ছেন।
যেহেতু এখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে তাই আমি শুরুতে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের বিষয় নিয়ে শুরু করব, নতুন করে দেশ স্বাধীন করার পর থেকে আমাদের এই বোর্ডে আলোচনা করার একটি জায়গা খুঁজে পেয়েছি। এজন্য ধন্যবাদ।
বর্তমান সময়ে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার কারণে বিটকয়েনের দাম চাঁদ উঠেছে, এটি আমাদের বিটকয়েন হোল্ডারদের জন্য পজেটিভ পয়েন্ট যা আমাদের বেনিফিট পেতে সাহায্য করে। যারা অতীত সময় বিটকয়েন বিনিয়োগ করেছে তারা অবশ্যই এই বিনিয়োগের সফল।
-
পলিটিক্যাল বোর্ড না থাকলেও চলতো আবার থাকলেও খারাপ হয়না। মানে লাভ লস দেখিনা। কমবেশি জেনারেল টপিকেই অনেকে পলিটিক্যাল কথাবার্তা বলে। যাই হোক, বোর্ড হইছে ভালো কথা, তবে আলোচনা সমালোচনা কতটুকু হয় হবে সেটা সময়ই বলবে। যদি বিটকয়েনটকের কথা বলি। সেখানে আমরা সময়ে সময়ে (লোকালে) অনেক পলিটিক্যাল কথাবার্তা আলোচনা করি, করে আসছি। আশা করি এখানেও তেমনটা দেখতে পারবো।
-
পলিটিক্যাল বোর্ড না থাকলেও চলতো আবার থাকলেও খারাপ হয়না। মানে লাভ লস দেখিনা। কমবেশি জেনারেল টপিকেই অনেকে পলিটিক্যাল কথাবার্তা বলে। যাই হোক, বোর্ড হইছে ভালো কথা, তবে আলোচনা সমালোচনা কতটুকু হয় হবে সেটা সময়ই বলবে। যদি বিটকয়েনটকের কথা বলি। সেখানে আমরা সময়ে সময়ে (লোকালে) অনেক পলিটিক্যাল কথাবার্তা আলোচনা করি, করে আসছি। আশা করি এখানেও তেমনটা দেখতে পারবো।
পলিটিকাল বাংলা বোর্ড দেখে ভালো লাগলো কিন্তু এখানে কোন আলোচনা হচ্ছে না। আর আলোচনা হবেই বা কেন হাতে গোনা কয়েকজন মেম্বার ছাড়া এ বাংলা বোর্ডে নতুন কোন মেম্বার দেখতে পাচ্ছি না। এর কারণ বুঝতেছিনা। একটা সময় ছিল এখানে এক মিনিটে কয়েকশো পোস্ট করে যেত বাংলা বোর্ড গুলোতে । আর এখন পোস্ট হয় না বললেই চলে। আমাদের নতুন ইউজারগুলোকে আমন্ত্রণ জানাতে হবে। এবং বেশি বেশি আলোচনা করলে ফোরামটা সতেজ মনে হবে।
-
পলিটিক্যাল বোর্ড না থাকলেও চলতো আবার থাকলেও খারাপ হয়না। মানে লাভ লস দেখিনা। কমবেশি জেনারেল টপিকেই অনেকে পলিটিক্যাল কথাবার্তা বলে। যাই হোক, বোর্ড হইছে ভালো কথা, তবে আলোচনা সমালোচনা কতটুকু হয় হবে সেটা সময়ই বলবে। যদি বিটকয়েনটকের কথা বলি। সেখানে আমরা সময়ে সময়ে (লোকালে) অনেক পলিটিক্যাল কথাবার্তা আলোচনা করি, করে আসছি। আশা করি এখানেও তেমনটা দেখতে পারবো।
এখানে খুব একটা বেশি ইউজার না থাকায় কিছু বোর্ডে টপিকগুলোতে আলোচনা হয় না। যারা প্রমোশন মূলক সিগনেচারে ঢুকতে পেরেছে তারাই কেবল একটিভ থাকছে বাকিগুলো একটিভ থাকছে না। আমার কথা বলুন আমি মালয়েশিয়াতে আছি কিন্তু সুখের বিষয় হচ্ছে বস আমার সাথে অলয়েজ টাইম থাকে বিশেষ করে আমরা ৪-৫ জন মিলে একটি ওয়ার্কশপে কাজ করি। মানে প্রজেক্ট এ কাজ করা। বস বিল্ডিং কন্ট্রাক্ট নেয় আমরা সেই বিল্ডিং এ জালালা ও রেলিং ফ্রেম বানাই। একটা প্রজেক্ট শেষ করতে কয়েক মাস লেগে যেতে পারে এজন্য আমাদের সাথে বস অলটাইম ফোন রাখার পারমিশন দিয়েছে যার কারণে এখানে একটিভ থাকতে পারছি। তবে মাঝেমধ্যে অন্যান্য ইউজারদের মত আমিও ইনএকটিভ হয়ে যেতে পারি। যদি এখানে নিয়মিত ইউজারদের পোস্ট হতো তাহলে আমাদের এই বাংলা বোর্ড খুব জমজমাট থাকতো।