Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on August 16, 2024, 11:13:40 AM
-
Admin কে রিকোয়েস্ট করার পর চাইল্ড বোর্ডে রাজনৈতি ও সমাজ নামে একটি নতুন বোর্ড যুক্ত করা হয়েছে। এখন এখানে যারা রাজনীতি সম্পর্কিত টপিক খুলেছিলেন তারা তাদের টপিকগুলোকে মুভ করে রাজনৈতি ও সমাজ বোর্ডে নিয়ে জান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যারা নিজ দায়িত্বে টপিক মুভ না করবেন তাদের টপিক আমি মুভ করবো।
যেহেতু admin আমাদের রিকোয়েস্ট রেখেছেন তাই সেখানে সবাই নতুন নতুন টপিক খুলুন এডমিনকে আমাদের আউটপুট দেখাতে হবে। এখন ভালো আউটপুট না দেখাতে পারলে পরবর্তীতে কোনো রিকোয়েস্ট সে রাখবে না। সবকিছু বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
-
Admin কে রিকোয়েস্ট করার পর চাইল্ড বোর্ডে রাজনৈতি ও সমাজ নামে একটি নতুন বোর্ড যুক্ত করা হয়েছে। এখন এখানে যারা রাজনীতি সম্পর্কিত টপিক খুলেছিলেন তারা তাদের টপিকগুলোকে মুভ করে রাজনৈতি ও সমাজ বোর্ডে নিয়ে জান। আগামী ৪৮ ঘন্টার মধ্যে যারা নিজ দায়িত্বে টপিক মুভ না করবেন তাদের টপিক আমি মুভ করবো।
যেহেতু admin আমাদের রিকোয়েস্ট রেখেছেন তাই সেখানে সবাই নতুন নতুন টপিক খুলুন এডমিনকে আমাদের আউটপুট দেখাতে হবে। এখন ভালো আউটপুট না দেখাতে পারলে পরবর্তীতে কোনো রিকোয়েস্ট সে রাখবে না। সবকিছু বোঝার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
বাহ, এত তাড়াতাড়ি admin একসেপ্ট করবে এটা ভাবিনি,
যাইহোক এর জন্য আপনাকেও ধন্যবাদ দিতে চাই কারণ আপনি আমাদের বাংলাদেশী কমিউনিটি এর সদস্যদের মতামতকে প্রাধান্য দেন। এবং এরই পরিপেক্ষিতে আমরা আজকে নতুন চাইল্ড বোর্ডটি পেলাম ।
তাছাড়া আপনাকে আমি মনে করিয়ে দেই,
এই altcointalk ফোরামে আমি লেজেন্ডারি রাঙ্কের মেম্বার এবং আমি নিজে আমার টপিক মুভ করার কোন অপশন দেখতে পাচ্ছি না। আর আমি এখন দেখতে পাচ্ছি যে এটা সাধারণ মেম্বারদের করার ক্ষমতা নেই। টপিক শুধু তারাই মুভ করতে পারে যারা Royalty+ membership কিনেছে
তাই আপনাকে বলব আপনি নিজেই টপিকগুলো মুভ করে দিন।
-
আলোচনার শুরুতে এডমিনকে গ্রহণ করার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাজনৈতিক বিষয় নিয়ে আমরা যাতে আলাপ আলোচনা করতে পারি তার জন্য নতুন চাইল্ড বোর্ড খোলা হয়েছে, যা বর্তমান সময়ে খুব বেশি ভাল হবে বলে আমি বিশ্বাস করি। কারন আমরা যারা এই ফোরাম কাজ করছি তারা যদি এইখানে রাজনৈতিক আলোচনা করতে থাকি,সেটা আমাদের জন্য অনেক সমস্যা হতে পারে বলে আমি মনে করি। সুতরাং রাজনৈতিক আলোচনা করতে নতুন চাইল্ড বোর্ড খোলা খুবই গুরুত্বপূর্ণ বিষয় ছিল বলে আমি বিশ্বাস করি।
-
হাহাহা রাজনৈতিক চাইল্ডবোর্ড খুবই ভালো কথা, কারণ আমরা বাঙালিরা সবাই না কিন্তু অধিকাংশ লোকই অলস। আর যখন আমরা অলস থাকি তখন রাজনীতি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করি। তেমনই আলোচনার জন্য রাজনৈতিক চাইল্ডবোর্ড খোলা হয়েছে আশা করি অন্য চাইলবোর্ড এর থেকে এই রাজনৈতিক চাইল্ড বোর্ড বেশি প্রাণবন্ত হবে। সবাই রাজনীতি নিয়ে আলোচনা করবে। কারণ রাজনীতি নিয়ে আলোচনা করতে খুব ভালো লাগে আমাদের দেশের লোকজনের। যাইহোক দেখা যাক কে কে আলোচনা করে রাজনীতি নিয়ে।