Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং এবং এক্সচেঞ্জ গুলি => Topic started by: JISAN on August 21, 2024, 08:38:19 PM

Title: TRX এর ভবিষ্যৎ কতটা ভালো বলে আপনার মনে হয়?
Post by: JISAN on August 21, 2024, 08:38:19 PM
কয়েকদিন যাবত বিটকয়েনের দাম না বাড়লেও TRX এর দাম কিছু কিছু বাড়তে দেখা যাচ্ছে কয়েকদিন আগের এর দাম ছিলাম  ১২ সেন্ট এর আশেপাশে আজকেই এর দাম ১৬ সেন্ট। এটা TRX এর জন্য অনেক বড় পরিবর্তন কারন TRX কে খুব দ্রুত কখনই বাড়তে দেখা যায় না এটার দাম দীর্ঘসময় স্টাবল কয়েনের মত থাকতে দেখা যায় তবে হঠাৎ করে এর এমন  পাম্প করারা ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা ভালো কিছু করতে যাচ্ছে। TRX এর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে এবং এর চাইন বহুলভাবে ব্যবহার হয়। তাই আপনি TRX নিয়ে কি ভাবছেন? TRX এ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়? এবং কি পরিমান এমাউন্ট বিনিয়োগ করা উচিৎ মানে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বাজেটের কত % টাকা TRX এ বিনিয়োগ করা যায়?
Title: Re: TRX এর ভবিষ্যৎ কতটা ভালো বলে আপনার মনে হয়?
Post by: Crypto Library on August 21, 2024, 09:36:52 PM
কয়েকদিন যাবত বিটকয়েনের দাম না বাড়লেও TRX এর দাম কিছু কিছু বাড়তে দেখা যাচ্ছে কয়েকদিন আগের এর দাম ছিলাম  ১২ সেন্ট এর আশেপাশে আজকেই এর দাম ১৬ সেন্ট। এটা TRX এর জন্য অনেক বড় পরিবর্তন কারন TRX কে খুব দ্রুত কখনই বাড়তে দেখা যায় না এটার দাম দীর্ঘসময় স্টাবল কয়েনের মত থাকতে দেখা যায় তবে হঠাৎ করে এর এমন  পাম্প করারা ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা ভালো কিছু করতে যাচ্ছে। TRX এর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে এবং এর চাইন বহুলভাবে ব্যবহার হয়। তাই আপনি TRX নিয়ে কি ভাবছেন? TRX এ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়? এবং কি পরিমান এমাউন্ট বিনিয়োগ করা উচিৎ মানে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বাজেটের কত % টাকা TRX এ বিনিয়োগ করা যায়?
আজকের মার্কেট দেখলে শুধু আপনি TRX এর কথা বললে এটা ঠিক হবে না কারণ অন্যান্য কয়েন গুলো আজকে গ্রিন সিগন্যাল দেখিয়েছে।
বিশেষ করে যদি দেখেন polygon matic কয়েন এটিও এই সপ্তাহে 24%+ পাম্প করেছে এবং TRX 21%+ পাপ করেছে।
অন্যদিকে বিটকয়েন  ৫০ হাজারের নিচে নেমেছিল এটি বর্তমানে ৬১ হাজারের উপরে অবস্থান করছে। সো মার্কেটে শুধু TRX  পাম্প করেনি আর TRX এর আগেও 0.16$ পর্যন্ত পাম্প করেছিল, আমি trx থেকে খুব বেশি একটা আশা করি না আমি মনে করি এটি এই  ১৬ থেকে সেন্ট এর মধ্যে ওঠানামা করবে খুব বেশি হলে বিশ সেন্ট হয়ে উঠতে পারে , তবে ক্রিপ্টো কারেন্সি এর জগতে কিছুই সম্ভব।
Title: Re: TRX এর ভবিষ্যৎ কতটা ভালো বলে আপনার মনে হয়?
Post by: JISAN on September 02, 2024, 01:31:52 PM
কয়েকদিন যাবত বিটকয়েনের দাম না বাড়লেও TRX এর দাম কিছু কিছু বাড়তে দেখা যাচ্ছে কয়েকদিন আগের এর দাম ছিলাম  ১২ সেন্ট এর আশেপাশে আজকেই এর দাম ১৬ সেন্ট। এটা TRX এর জন্য অনেক বড় পরিবর্তন কারন TRX কে খুব দ্রুত কখনই বাড়তে দেখা যায় না এটার দাম দীর্ঘসময় স্টাবল কয়েনের মত থাকতে দেখা যায় তবে হঠাৎ করে এর এমন  পাম্প করারা ব্যাপারটা দেখে মনে হচ্ছে এটা ভালো কিছু করতে যাচ্ছে। TRX এর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে এবং এর চাইন বহুলভাবে ব্যবহার হয়। তাই আপনি TRX নিয়ে কি ভাবছেন? TRX এ কি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করা যায়? এবং কি পরিমান এমাউন্ট বিনিয়োগ করা উচিৎ মানে ক্রিপ্টো ইনভেস্টমেন্ট বাজেটের কত % টাকা TRX এ বিনিয়োগ করা যায়?
আজকের মার্কেট দেখলে শুধু আপনি TRX এর কথা বললে এটা ঠিক হবে না কারণ অন্যান্য কয়েন গুলো আজকে গ্রিন সিগন্যাল দেখিয়েছে।
বিশেষ করে যদি দেখেন polygon matic কয়েন এটিও এই সপ্তাহে 24%+ পাম্প করেছে এবং TRX 21%+ পাপ করেছে।
অন্যদিকে বিটকয়েন  ৫০ হাজারের নিচে নেমেছিল এটি বর্তমানে ৬১ হাজারের উপরে অবস্থান করছে। সো মার্কেটে শুধু TRX  পাম্প করেনি আর TRX এর আগেও 0.16$ পর্যন্ত পাম্প করেছিল, আমি trx থেকে খুব বেশি একটা আশা করি না আমি মনে করি এটি এই  ১৬ থেকে সেন্ট এর মধ্যে ওঠানামা করবে খুব বেশি হলে বিশ সেন্ট হয়ে উঠতে পারে , তবে ক্রিপ্টো কারেন্সি এর জগতে কিছুই সম্ভব।
TRX অনেক পুরাতন একটি কয়েন এবং  এটা Tron চেইনও অনেক জনপ্রিয়। কারণ জনপ্রিয় স্টাবল কয়েন Tron চেইনে অনেক বেশি পরিমাণে ট্রানজেকশন হয়ে থাকে এবং অন্যান্য ক্ষেত্রেও এই চেইন অনেক ব্যবহার করা হয়। আবার TRX উইথড্র ফি অনেক কম  থাকার কারণে TRX ও অনেক লেনদেন হয়। আমি নিজেও প্রচুর পরিমানে TRX ট্রানজেকশন করি কারন এক্সচেঞ্জ থেকে TRX উইথড্র ফি কাটে মাত্র 1 TRX যার খরচ $০.১০-০.১৬ পর্যন্ত হয়। তবে আমি যা দেখতে পাচ্ছি তা হল TRX অনেক পুরাতন কয়েন হলেও এর দাম খুব বেশি বাড়েনি। যদিও মার্কেটক্যাপের দিক দিয়ে এটি যথেষ্ট এগিয়ে আছে কারণ এর সাপ্লাই অনেক বড়। তবুও এটা ভবিষ্যতে 0.5$ অন্ততপক্ষে যেতে পারে আমার মনে হয়। এ কারণে আমি আপনাদের মতামত এবং আপনাদের প্রেডিকশন জানতে চাচ্ছি। কারন আমার কাছে কিছু পরিমাণ TRX রয়েছে