Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: God Of Thunder on August 22, 2024, 05:25:43 PM

Title: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: God Of Thunder on August 22, 2024, 05:25:43 PM
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।

আপনারা আমাদের বিটকয়েনটক কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।

আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কিছুই করতে পারবো না। ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।

https://assunnahfoundation.org/donate/flood
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: Vision pro on August 22, 2024, 06:48:37 PM
আপনার চিন্তা-ভাবনা এবং উদ্বেগ খুবই মানবিক এবং স্পর্শকাতর। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে এমন অসহায়ত্ব অনুভব করা স্বাভাবিক। ফেনির পরিস্থিতি এবং নৌকার ভাড়া নিয়ে যা বলেছেন, সেটি অত্যন্ত দুঃখজনক। এমন সংকটের সময়ে সুযোগ সন্ধানীদের এই ধরনের আচরণ আমাদের সবার জন্যই হতাশাজনক।এই মুহূর্তে যে ধরনের সংকট চলছে, তাতে মানুষকে উদ্ধারের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া এবং সহায়তা প্রদানই সবচেয়ে জরুরি। আপনি যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই অনুপ্রেরণাদায়ক, এবং আমরা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: JISAN on August 22, 2024, 07:55:43 PM
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।
দেশ থেকে সৈরাচার পালালেও তার কিছু সাংগো পাংগো রেখে গেছে। কোনো সুস্থ মস্তিকের মানুষ এমন অবস্থায় এরকম কার্জকলাপ করতে পারে না। তাদের উচিৎ ছিলো এখন ফ্রিতে বোট দিয়ে মানুষ উদ্ধার করা কিন্তু তারা তা না করে সুযোগে সৎ ব্যবহার করছে কয়েক দিকে সারাজীবনের ইনকাম করে নিতে চাচ্ছে। এদেরকি মৃত্যুর ভয় নেই। এরা কি মানুষ না জানোয়ার! এগুলা সবকিছু ঘটাইতেছ শেখ হাসিনা ভারতে বসে বসে আকাম করে দেশেরে স্বাভাবিক পরিস্থিকে অস্বাভাবিক করে জনগণকে বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগ কত ভালো ছিলো তাদের সময় দেশের মানুষ কত শান্তিতে ছিলো।

Quote
আপনারা আমাদের বিটকয়েনটক কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।
বিষয়টা খুবই দুঃখজনক। আল্লাহ সবাইকে এমন পরিস্থিতি থেকে হেফাজত করুক। নোয়াখালীতে আমার কিছু বন্ধু আছে তাদের অবস্থাও অনেক খারাপ দেখলাম তাদের ঘড় ডুবে গেছে। এই পরিস্থিতিতে এখন আল্লাহ একমাত্র ভরসা একমাত্র সেই পারে সবাইকে রক্ষা করতে। আমরা মানুষ শুধুমাত্র উছিলা। আপনি তার খবর নেওয়ার চেষ্টা করুন এবং খবর পেলে আমাদের জানাবেন।

Quote
আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কিছুই করতে পারবো না। ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।
https://assunnahfoundation.org/donate/flood
হ্যা আমিও এদের বিশ্বাস করি যে তারা ডোনেশনের টাকা সঠিকভাবে ব্যবহার করেন। আশা করি সবাই এই সময় যার যার সামর্থ অনুযায়ী ডোনেশন করবে। আমি আমার সামর্থ্য অনুযায়ী ডোনেশন করছি।
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: kulkhan on August 22, 2024, 10:34:37 PM
আপনার চিন্তা-ভাবনা এবং উদ্বেগ খুবই মানবিক এবং স্পর্শকাতর। দেশের এই দুর্যোগময় পরিস্থিতিতে এমন অসহায়ত্ব অনুভব করা স্বাভাবিক। ফেনির পরিস্থিতি এবং নৌকার ভাড়া নিয়ে যা বলেছেন, সেটি অত্যন্ত দুঃখজনক। এমন সংকটের সময়ে সুযোগ সন্ধানীদের এই ধরনের আচরণ আমাদের সবার জন্যই হতাশাজনক।এই মুহূর্তে যে ধরনের সংকট চলছে, তাতে মানুষকে উদ্ধারের জন্য যথাযথ উদ্যোগ নেওয়া এবং সহায়তা প্রদানই সবচেয়ে জরুরি। আপনি যে উদ্যোগ নিয়েছেন, তা অবশ্যই অনুপ্রেরণাদায়ক, এবং আমরা সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত।
বাংলাদেশের বন্যা পরিস্থিতি অত্যন্ত খারাপ। মানবতা আজ বিপন্ন। খাওয়ার পানি নাই, শুকনো খাবারের ব্যবস্থা নাই,  বিদ্যুৎ নাই,  ইন্টারনেট নাই, থাকার মত ঘর নাই, যাতায়াতের কোন ব্যবস্থা নাই। এক কথায় খুবই মানবেতর জীবন যাপন করছে  আমার দেশের ভাই বোনেরা। আল্লাহর কাছে প্রার্থনা করি হে আল্লাহ আপনি আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন। আমরা এই বন্যার কারণ হিসেবে জানতে পারছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বাঁধগুলো খুলে দিছে। ফারাক্কার বাঁধ হিসেবে চিনি আমরা সেই বাঁধের সবগুলো গেট এক্ষেত্রে খুলে দেওয়ার কারণে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আল্লাহ তা'আলা আমাদেরকে এই বন্যার হাত থেকে রক্ষা করুন।
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: Crypto Library on August 22, 2024, 11:35:33 PM
দেশ থেকে সৈরাচার পালালেও তার কিছু সাংগো পাংগো রেখে গেছে। কোনো সুস্থ মস্তিকের মানুষ এমন অবস্থায় এরকম কার্জকলাপ করতে পারে না। তাদের উচিৎ ছিলো এখন ফ্রিতে বোট দিয়ে মানুষ উদ্ধার করা কিন্তু তারা তা না করে সুযোগে সৎ ব্যবহার করছে কয়েক দিকে সারাজীবনের ইনকাম করে নিতে চাচ্ছে। এদেরকি মৃত্যুর ভয় নেই। এরা কি মানুষ না জানোয়ার! এগুলা সবকিছু ঘটাইতেছ শেখ হাসিনা ভারতে বসে বসে আকাম করে দেশেরে স্বাভাবিক পরিস্থিকে অস্বাভাবিক করে জনগণকে বোঝাতে চাচ্ছে যে আওয়ামী লীগ কত ভালো ছিলো তাদের সময় দেশের মানুষ কত শান্তিতে ছিলো।
আমাদের এই দক্ষিণ এশিয়ায় যে ভালো মানুষ রয়েছে এটা অস্বীকার করবো না কিন্তু এটা মানতে হবে আমাদের মধ্যে এমন অমানুষেরও সংখ্যা কিন্তু কম নয়। আর আমি এদেরকে কোন দল বা ধর্ম দিয়ে মাপতে চাই না। এদের ধর্মই আলাদা এরা হলো অমানুষ।
আল্লাহ না করুক এদের পরিবার বা এদের নিজেদের কে কখনো ঐরকম সিচুয়েশনে পড়ুক।

আমার মতে এদের থেকে ভোট গুলো জব্দ করে নিয়ে উদ্ধার অভিযান চালালে কোন অবিচার করা হবে না। এবং শাস্তি হিসেবে এদেরকে জেলখানায় পাঠানো উচিত। আসলে এদের মাথায় ন্যূনতম বুদ্ধিও নেই, তোরা যদি ফ্রিতে বোট এগুলো দিয়ে দিতি তাহলে তোদেরই ভালো হতো, কারণ এটা ইন্ডিরেক্টলি প্রমোশন হয়ে যেত অমুক জায়গার মানুষ অমুক প্রতিষ্ঠান এই বিপদে হেল্প করেছিল।
যেমনটি অটোমেটিক্যালি আন্দোলন চলাকালীন সময় ব্র্যাকের হয়ে গিয়েছে।
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: Pastaral on August 29, 2024, 04:14:31 PM
আমি বন্যায় আক্রান্ত নই, কিন্তু আমি ভালো নেই। দেশের এই পরিস্থিতিতে কারো জন্য কিছুই করতে পারছি না। এই মুহুর্তে বন্যা পরিস্থিতি এতোটা খারাপ হয়ে গেছে যে কেউ ইচ্ছে করলেই সেখানে ত্রান নিয়ে যেতে পারবে না। যাওয়ার জন্য অবশ্যই ইন্জিন চালিত নৌকা লাগবে যেটা আমরা ঢাকা থেকে নিয়ে যেতে পারবো না। ফেনির কিছু কিছু এড়িয়াতে একটা বোট এর ১ দিনের ভাড়া চাচ্ছে ৮০ হাজার টাকা। চিন্তু করা যায়? এই সুযোগ সন্ধানী শোয়োরের বাচ্চারা বসে আছে ১ দিনে ১ বছরের ইনকাম করে নেয়ার জন্য। আপনার যদি নিজস্য নৌকা না থাকে, আপনি উদ্ধার করতে পারবেন না। এই মুহুর্তে সবচাইতে বেশি জরুরী হচ্ছে উদ্ধার করা।

আপনারা আমাদের বিটকয়েনটক কমিউনিটির Little Mouse ভাই কে চিনে থাকবেন। উনি বাংলাদেশের একটা বর্ডার সাইড এড়িয়াতে বাস করেন। আমি আশংকা করতেছি যে ওনার এলাকা একদম প্রথম দিকে প্লাবিত হয়েছে। আমি ২০ তারিখে ওনার টেলিগ্রামে মেসেজ দেই যেটা সিন করে নাই। প্রথমে আমি বুঝতে পারি নাই। আজকে ওনার মোবাইলে কল দিয়ে দেখি যে মোবাইল বন্ধ। দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারনে মোবাইল বন্ধ। কিন্তু ৩ দিন যাবৎ মোবাইল বন্ধ মানে ওনার ফ্যমিলি এখনো উদ্ধারের আওতায় আসেনি। আমার কাছে শুধুমাত্র ওনার মোবাইল নাম্বার ছাড়া আর কোনো ঠিকানা নাই যে হেল্প করার চেষ্টা করবো। ওনার ছোট একটা বাচ্চা আছে যার জন্য সবচাইতে বেশি চিন্তা করছি।

আমি সরাসরি আস সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে ডোনেট করেছি। কারন ওনারা একমাত্র সঠিক ভাবে কাজ করবে বলে মনে করি। আমরা ফান্ড কালেক্ট করে কিছুই করতে পারবো না। ৫০ হাজার টাকা নিয়ে গেলে সেখানে কিছুই হবে না। জরুরী দরকার কিছু ইন্জিন চালিত নৌকা যেটা দিয়ে মানুষকে উদ্ধার করতে হবে। এই মুহুর্তে কি করবো কিছুই মাথায় আসছে না। আপনারা আস সুন্নাহ ফাউন্ডেশনে গিয়ে ডোনেট করতে পারেন।

https://assunnahfoundation.org/donate/flood
ভাই সত্যিই আপনার কথার সাথে আমিও একমত। ভাই সত্যিই আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের সকলেরই উচিত বন্যা আক্রান্ত মানুষদেরকে সাহায্য করতে হবে। যাইহোক এই বন্যার কারণে লাখ লাখ মানুষ বাসস্থানহীন হয়ে আছে এই সময় তারা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে তাই সতর্কতা অবলম্বন করা অবশ্যই গুরুত্বপূর্ণ। সঠিক স্বাস্থ্যসেবা, পরিস্কার পানি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, স্থানীয় প্রশাসন ও সাহায্যকারী সংস্থাগুলির পক্ষ থেকে দ্রুত এবং কার্যকর প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া জরুরি।
Title: Re: বাংলোদেশে বন্যা পরিস্থিতি
Post by: Vision pro on August 29, 2024, 07:14:56 PM
আপনার সাথে আমি একমত। বন্যা একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যা মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করে দেয়। বন্যা আক্রান্ত মানুষদের সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব, এবং এই সময় তাদের জন্য সঠিক স্বাস্থ্যসেবা, পরিষ্কার পানি, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য সতর্কতা অবলম্বন করা যেমন জরুরি, তেমনই স্থানীয় প্রশাসন এবং সাহায্যকারী সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। দ্রুত প্রতিকারমূলক পদক্ষেপ নেওয়া এবং মানুষের মৌলিক চাহিদাগুলি মেটানো, বিশেষ করে বাসস্থান, চিকিৎসা, এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের অগ্রাধিকার হওয়া উচিত।
আপনার এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং দায়িত্বশীলতা সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই প্রচেষ্টায় আমরা সবাই একসঙ্গে কাজ করলে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানো সম্ভব হবে।