Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রাজনৈতি ও সমাজ => Topic started by: Vision pro on August 23, 2024, 12:19:39 AM

Title: দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর জন্য যা করণীয়....
Post by: Vision pro on August 23, 2024, 12:19:39 AM
🚫 সবাইকে জানিয়ে সতর্ক করুন 🚫

আগামী ২৪-৭২ ঘন্টায় দেশের বন্যা পরিস্থিতির অবনতির আশংকা করা যাচ্ছে। নতুন নতুন জেলা প্লাবিত হবার আশংকা আছে। এতি মধ্যে ১৯০ ও বেশি গ্রাম বন্য পরিস্থিতি

করণীয় :
~ মোবাইলে চার্জ রাখুন।
~ শুকনা খাবার/ মোমবাতি ঘরে রাখুন।
~প্রাথমিক ঔষধ/চিকিৎসা সরঞ্জাম কাছে রাখুন।
~ যাদের পুকুরে মাছ আছে, এখনো না ডুবে থাকলে জাল দিয়ে ঘেরাও করে রাখুন।
~ ছোট বাচ্চাদের সাবধানে রাখুন।
~ গর্ত ডুবে যাওয়ায় সাপ এ সময় বের হয়ে আসবে। সাবধানতা অবলম্বন করুন।
~ সিজারিয়ান অপারেশন লাগবে এমন প্র‍্যাগনেন্ট মহিলা থাকলে ডাক্তারের সাথে কথা বলে নতুন করে ডেট ফিক্স করুন (বন্যার অবস্থা বুঝে)
~ গরু/ছাগলের জন্য শুকনা খাবারের মজুত রাখুন।
~ বৃষ্টির পানি যাতে ফুলের টব/ অন্য পাত্রে/ ডাবের খোসায় জমে না থাকে সে দিকে খেয়াল দিন।

৩১ বছর পর ত্রিপুরার ডুম্বুর সুইচ গেট খুলে দিল ভারত!
মধ্যরাতে নোয়াখালী-ফেনী পানিতে তলিয়ে গেল। বন্যার শঙ্কায় লক্ষীপুর-কুমিল্লা সহ আরও কয়েকটা জেলা।

- জনস্বার্থে পোষ্টটি শেয়ার করার অনুরোধ রইলো 🙏❤️
Title: Re: দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর জন্য যা করণীয়....
Post by: Ricardo11 on August 23, 2024, 07:06:52 PM
বর্তমানে এই বন্যা পরিস্থিতি বাংলাদেশ এ ভয়াবহ রূপ ধারণ করেছে। নাজানি কত মানুষ এই বন্যার পানির শিকার হয়ে নিঃস্ব হয়ে গেছে। কত পশু, গরু, ছাগল, হাঁস, আরো কত কিছু যে এই পানিতে ডুবে মারা গেছে আল্লাহই জানে। জানিনা আরো যে কত মানুষ নতুন করে এই পানির শিকার হবে, আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন, যারা বন্যা পরিস্থিতির শিকার হয়ে পানিবন্ধি হয়েছে তাদের রক্ষা করুন, এবং ভারত ষড়যন্ত করে যে বিপদ আমাদের ওপর দিয়েছে, আল্লাহর তরফ থেকে যেনো এর থেকে হাজার গুন্ বড় বিপদ তাদের ওপর পরে. আমিন।
Title: Re: দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর জন্য যা করণীয়....
Post by: Pastaral on August 29, 2024, 03:01:02 AM
বর্তমান বন্যার কারণে আমাদের দেশে প্রায় ১২ জেলার মতো পানিতে ডুবে আছে। এই ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ বাসস্থানহীন হয়ে আছে এবং বন্যার পানি বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় বাসস্থান ক্ষতিগ্রস্ত। পানি দূষণের কারণে নানা ধরনের রোগ ও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করুন। এই বন্যায় রাস্তা, সেতু ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা মানুষের চলাচল কঠিন করে তুলেছে। এ কারণে আমাদের দেশে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বন্যার ফলে প্রায় অনেক মানুষেরই ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে , যা অর্থনৈতিক ক্ষতির কারণ হবে।
Title: Re: দেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এর জন্য যা করণীয়....
Post by: Vision pro on August 29, 2024, 07:33:24 PM
বর্তমান বন্যার কারণে আমাদের দেশে প্রায় ১২ জেলার মতো পানিতে ডুবে আছে। এই ভয়াবহ বন্যার কারণে অসংখ্য মানুষ বাসস্থানহীন হয়ে আছে এবং বন্যার পানি বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় বাসস্থান ক্ষতিগ্রস্ত। পানি দূষণের কারণে নানা ধরনের রোগ ও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে তাই সতর্কতা অবলম্বন করুন। এই বন্যায় রাস্তা, সেতু ও অন্যান্য যোগাযোগ মাধ্যমের ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, যা মানুষের চলাচল কঠিন করে তুলেছে। এ কারণে আমাদের দেশে অর্থনৈতিক ক্ষতি হতে পারে বন্যার ফলে প্রায় অনেক মানুষেরই ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে , যা অর্থনৈতিক ক্ষতির কারণ হবে।
আপনার বিশ্লেষণ অত্যন্ত সঠিক। বর্তমান বন্যা পরিস্থিতি আমাদের দেশের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ১২টি জেলায় বন্যার পানি প্রবেশ করার ফলে বাসস্থান, ফসল, ব্যবসা-বাণিজ্য এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে শুধু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনে নয়, দেশের সামগ্রিক অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
বন্যার কারণে রাস্তা, সেতু এবং অন্যান্য যোগাযোগ মাধ্যম নষ্ট হয়ে যাওয়ায় মানুষের চলাচল ও ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা অর্থনৈতিক ক্ষতির অন্যতম কারণ। বিশেষ করে ছোট ব্যবসা ও কৃষির ওপর এর প্রভাব দীর্ঘমেয়াদি হতে পারে। এছাড়া, পানি দূষণের কারণে নানা ধরনের রোগ ও সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়, যা স্বাস্থ্য সংকটেরও কারণ হতে পারে।
এক্ষেত্রে, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন, পরিষ্কার পানি ও স্বাস্থ্যসেবা সরবরাহ, এবং সংক্রামক রোগ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। সরকার, এনজিও, এবং সমাজের সকল স্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে যাতে এই সংকট দ্রুত মোকাবিলা করা যায় এবং ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন করা যায়।