Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Crypto Library on August 26, 2024, 09:58:41 PM

Title: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: Crypto Library on August 26, 2024, 09:58:41 PM
কি খবর রেখেছেন যে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে  ফরাসি পুলিশ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে?

আর এর জন্য আপনারা দেখেছেন যে TONcoin এর মার্কেট কি পরিমান ডাউন খেয়েছে এবং রিকভারি করতেও দেরি করছে। এক সপ্তাহের মধ্যে TONcoin এর 21%+ ডাম্প হয়েছে।

আপনারা কি মনে করেন পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে কেন গ্রেপ্তার করা হয়েছে?

তার বিরুদ্ধে যেসব মামলা না হয়েছে সেগুলো বেশিরভাগ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ফাউন্ডারদের বিরুদ্ধেও রয়েছে। এখানে আপনারা কি বলবেন?

তাহলে কি শুধুমাত্র বাক স্বাধীনতা হরণের জন্যই পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে গ্রেফতার করা হলো?
তাহলে বাক স্বাধীনতার নামে যে শব্দের মুখে ফেনা তুলে এগুলোকে শুধু তাদের মুখে মুখেই বলা মুখোশ?
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: JISAN on August 27, 2024, 08:34:12 PM
কি খবর রেখেছেন যে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে  ফরাসি পুলিশ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে?
হ্যা এটা কম বেশি সবাই জানেন কারন ক্রিপ্টো দুনিয়ায় এখন এটা প্রচুর ঘুরপাক খাচ্ছে। কারন TON & NOT এর মধ্যে দিয়ে সে অনেক বেশি আলোচনায় আসছিলো।

Quote
আর এর জন্য আপনারা দেখেছেন যে TONcoin এর মার্কেট কি পরিমান ডাউন খেয়েছে এবং রিকভারি করতেও দেরি করছে। এক সপ্তাহের মধ্যে TONcoin এর 21%+ ডাম্প হয়েছে।
এটা স্বাভাবিক, কারন সেই এই দুইটা কয়েনের মালিক। তার এরেস্টের খবর শুনে অনেকে প্যানিক হয়ে এগুলো বিক্রি করেছে তাই মার্কেটে এগুলো ডাম্প করেছে।

Quote
আপনারা কি মনে করেন পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে কেন গ্রেপ্তার করা হয়েছে?

TON অল্প কিছুদিনের রাতারাতি অনেক পপুলার হয়েছে এবং তারা বিভিন্ন প্রকার প্রজেক্ট দিয়ে মার্কেটে অনেক হাইপে আছে। যার কারনে তার পেছনে শত্রুদের অভাব নাই। TON পরবর্তী SOL & BNB হতে চলেছে এবং এগুলোর বড় প্রতিদ্বন্দ্বী হবে TON এ কারণেই তার পেছনে প্রচুর পরিমাণ ষড়যন্ত্র হবে। তারই প্রতিফলন এটি একটি

Quote
তার বিরুদ্ধে যেসব মামলা না হয়েছে সেগুলো বেশিরভাগ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ফাউন্ডারদের বিরুদ্ধেও রয়েছে। এখানে আপনারা কি বলবেন?
প্রাইভেসি কোন অপরাধ নয়। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। Elon Musk ও তার মুক্তি কামনা করেছে
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: Crypto Library on August 27, 2024, 10:10:40 PM
হ্যা এটা কম বেশি সবাই জানেন কারন ক্রিপ্টো দুনিয়ায় এখন এটা প্রচুর ঘুরপাক খাচ্ছে। কারন TON & NOT এর মধ্যে দিয়ে সে অনেক বেশি আলোচনায় আসছিলো।
আসলে সে TON এবং NOT কয়েনের মাধ্যমে বেশি আলোচনায় আসেনি সে পূর্ব থেকেই পুরো বিশ্বের সাথে পরিচিত তার  রেভুলেশনারি আবিষ্কার টেলিগ্রাম সোশ্যাল মিডিয়া, আর এর জন্য আপনি দেখবেন আমাদের মত একটি দেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো খবরের কাগজপত্র গুলো তার এরেস্ট হওয়ার খবরটি ঢালাওভাবে প্রচার করছে।

Quote
এটা স্বাভাবিক, কারন সেই এই দুইটা কয়েনের মালিক। তার এরেস্টের খবর শুনে অনেকে প্যানিক হয়ে এগুলো বিক্রি করেছে তাই মার্কেটে এগুলো ডাম্প করেছে।
সে নট কয়েনের মালিক? আমি আসলে জানিনা আজ পর্যন্ত জানতাম সেই শুধু TON এর পিছনে রয়েছে আর গুলো সে সাপোর্ট দিয়েছে কিন্তু ভিন্ন ভিন্ন পারসন বা টিম দ্বারা পরিচালিত।

Quote
TON অল্প কিছুদিনের রাতারাতি অনেক পপুলার হয়েছে এবং তারা বিভিন্ন প্রকার প্রজেক্ট দিয়ে মার্কেটে অনেক হাইপে আছে। যার কারনে তার পেছনে শত্রুদের অভাব নাই। TON পরবর্তী SOL & BNB হতে চলেছে এবং এগুলোর বড় প্রতিদ্বন্দ্বী হবে TON এ কারণেই তার পেছনে প্রচুর পরিমাণ ষড়যন্ত্র হবে। তারই প্রতিফলন এটি একটি

আপনার এই কথাকে অস্বীকার করতে পারবো না কারণ এটা আসলে সত্যি সে এই ইন্ডাস্ট্রি এর অন্যান্য প্রতিদ্বন্দ্বীগুলোর জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে সে যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে করে শুধু ক্রিপ্টো কারেন্সি এর জগতে অনেকগুলো কয়েন কে পাস করবে না বরং বড় বড় সোশ্যাল মিডিয়াগুলো কেউ টক্কর দেবে। এখন কার আসলে তার সাথে শত্রুতামি এসব করতেছে এটা দেখার বিষয়।
Quote
প্রাইভেসি কোন অপরাধ নয়। তাই তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। Elon Musk ও তার মুক্তি কামনা করেছে
জি ভাই প্রাইভেসি কোন অপরাধ না কিন্তু তার বিরুদ্ধে চা*ল্ড প*র্ণ এক্ট এ মামলা হয়েছে। আরো কিছু মামলা।
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: JISAN on August 28, 2024, 04:45:18 PM
TON Ecosystem এর জন্য একটি সুখবর যে পাভেল ভ্যালেরিভিচ কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছে। এর মানে তিনি কোন ভুল ছিলেন না। মাঝে মাঝে কিছু নেগেটিভিটি সস্তা মার্কেটিং করতে সাহায্য করে। পাভেল ভ্যালেরিভিচ এর গ্রেপ্তারের খবর পুরো ক্রিপ্টো দুনিয়ায় ছড়িয়ে পড়লে যারা তাকে চিনতেন না তারাও তাকে চিনে ফেলেছে এবং TON এর প্রতি তাদের নজর গিয়েছে। তার গ্রেফতার এর খবর ছড়িয়ে পড়ার পর TON এর দামের ওপর নেগেটিভ প্রভাব পড়ে কিন্তু তার ছাড়া পাওয়ার খবর পাওয়ার সাথে সাথে TON, NOT এবং DOGS এর দাম বাড়তে শুরু করেছে যদিও মার্কেটে আজকে সকল কয়েন ডাম্পিংয়ে রয়েছে। যাইহোক আমি আশা করছি TON ভবিষ্যতে অনেক ভালো করবে কারণ টেলিগ্রাম নিত্যনতুন বিভিন্ন ফিচার নিয়ে আসছে তাই মনে করছি ভবিষ্যতে টেলিগ্রাম এমন হবে যে সবকিছুই এক টেলিগ্রামের মাধ্যমে করা সম্ভব হবে।
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: Crypto Library on August 28, 2024, 09:30:42 PM
TON Ecosystem এর জন্য একটি সুখবর যে পাভেল ভ্যালেরিভিচ কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছে। এর মানে তিনি কোন ভুল ছিলেন না। মাঝে মাঝে কিছু নেগেটিভিটি সস্তা মার্কেটিং করতে সাহায্য করে। পাভেল ভ্যালেরিভিচ এর গ্রেপ্তারের খবর পুরো ক্রিপ্টো দুনিয়ায় ছড়িয়ে পড়লে যারা তাকে চিনতেন না তারাও তাকে চিনে ফেলেছে এবং TON এর প্রতি তাদের নজর গিয়েছে। তার গ্রেফতার এর খবর ছড়িয়ে পড়ার পর TON এর দামের ওপর নেগেটিভ প্রভাব পড়ে কিন্তু তার ছাড়া পাওয়ার খবর পাওয়ার সাথে সাথে TON, NOT এবং DOGS এর দাম বাড়তে শুরু করেছে যদিও মার্কেটে আজকে সকল কয়েন ডাম্পিংয়ে রয়েছে। যাইহোক আমি আশা করছি TON ভবিষ্যতে অনেক ভালো করবে কারণ টেলিগ্রাম নিত্যনতুন বিভিন্ন ফিচার নিয়ে আসছে তাই মনে করছি ভবিষ্যতে টেলিগ্রাম এমন হবে যে সবকিছুই এক টেলিগ্রামের মাধ্যমে করা সম্ভব হবে।
তিনি কি আসলেই ছাড়া পেয়েছেন? আপনি কোথায় এই নিউজটি দেখলেন আমাকে একটু জানাবেন? কারণ আমি এখনো পর্যন্ত যে নিউজটি পেয়েছি সেটি হল  পাভেল ভ্যালেরিভিচ দুরভ  ফ্রান্সের পুলিশের  হেফাজত থেকে  আদালতে প্রেরণ করা হয়েছে এর মানে এটা সত্য যে তাকে কারাগার থেকে রিলিজ দেওয়া হইলেও এখনো সে পুরোপুরিভাবে মুক্ত নয় এখনো সে বন্দি রয়েছে ফ্রান্সে তার বিচার কার্যক্রম চলছে আদালতে। আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে আদালতে নিয়ে যাওয়ার।
হ্যাঁ তবে যেহেতু পুলিশ  কাস্টডি থেকে তাকে মুক্তি দিয়ে আদালতে প্রেরণ করেছে আর এজন্যই হয়তো টন কয়েনে এবং তাছাড়া এই নেটওয়ার্কের অন্যান্য কয়েন গুলোতে সবুজ বাত্তি দেখা গিয়েছে।
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: JISAN on August 29, 2024, 01:47:55 PM
TON Ecosystem এর জন্য একটি সুখবর যে পাভেল ভ্যালেরিভিচ কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছে। এর মানে তিনি কোন ভুল ছিলেন না। মাঝে মাঝে কিছু নেগেটিভিটি সস্তা মার্কেটিং করতে সাহায্য করে। পাভেল ভ্যালেরিভিচ এর গ্রেপ্তারের খবর পুরো ক্রিপ্টো দুনিয়ায় ছড়িয়ে পড়লে যারা তাকে চিনতেন না তারাও তাকে চিনে ফেলেছে এবং TON এর প্রতি তাদের নজর গিয়েছে। তার গ্রেফতার এর খবর ছড়িয়ে পড়ার পর TON এর দামের ওপর নেগেটিভ প্রভাব পড়ে কিন্তু তার ছাড়া পাওয়ার খবর পাওয়ার সাথে সাথে TON, NOT এবং DOGS এর দাম বাড়তে শুরু করেছে যদিও মার্কেটে আজকে সকল কয়েন ডাম্পিংয়ে রয়েছে। যাইহোক আমি আশা করছি TON ভবিষ্যতে অনেক ভালো করবে কারণ টেলিগ্রাম নিত্যনতুন বিভিন্ন ফিচার নিয়ে আসছে তাই মনে করছি ভবিষ্যতে টেলিগ্রাম এমন হবে যে সবকিছুই এক টেলিগ্রামের মাধ্যমে করা সম্ভব হবে।
তিনি কি আসলেই ছাড়া পেয়েছেন? আপনি কোথায় এই নিউজটি দেখলেন আমাকে একটু জানাবেন? কারণ আমি এখনো পর্যন্ত যে নিউজটি পেয়েছি সেটি হল  পাভেল ভ্যালেরিভিচ দুরভ  ফ্রান্সের পুলিশের  হেফাজত থেকে  আদালতে প্রেরণ করা হয়েছে এর মানে এটা সত্য যে তাকে কারাগার থেকে রিলিজ দেওয়া হইলেও এখনো সে পুরোপুরিভাবে মুক্ত নয় এখনো সে বন্দি রয়েছে ফ্রান্সে তার বিচার কার্যক্রম চলছে আদালতে। আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাকে আদালতে নিয়ে যাওয়ার।
হ্যাঁ তবে যেহেতু পুলিশ  কাস্টডি থেকে তাকে মুক্তি দিয়ে আদালতে প্রেরণ করেছে আর এজন্যই হয়তো টন কয়েনে এবং তাছাড়া এই নেটওয়ার্কের অন্যান্য কয়েন গুলোতে সবুজ বাত্তি দেখা গিয়েছে।
গতকাললের সোর্সটি ছিলো - https://x.com/WatcherGuru/status/1828798983571206444?t=OnSojhCACYhyP_Oi8dazzw&s=19

আজকের খবর হচ্ছে 🇫🇷 ফ্রান্স আনুষ্ঠানিকভাবে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে অভিযুক্ত করেছে, তাকে তত্ত্বাবধানে মুক্তি দিয়েছে। এটার সোর্স লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। এই বিষয়টি অনেক আলোচিত এবং বিভিন্ন যায়গা থেকে পাবলিশ করা হচ্ছে তাই সোর্স গতকাল দেইনি আমি তবে যেহেতু আপনি খুজে পাননি আমি দুটি সোর্সই দিয়ে দিলাম
আজকের নিউজ সোর্স - https://x.com/WatcherGuru/status/1828883522939199582?t=opjG3wS4VX1f58f8ffUgpQ&s=19
Title: Re: ফ্রান্সে পাভেল ভ্যালেরিভিচ দুরভ গ্রেফতার।
Post by: Vision pro on August 30, 2024, 05:15:50 PM
কি খবর রেখেছেন যে টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে  ফরাসি পুলিশ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করেছে?

আর এর জন্য আপনারা দেখেছেন যে TONcoin এর মার্কেট কি পরিমান ডাউন খেয়েছে এবং রিকভারি করতেও দেরি করছে। এক সপ্তাহের মধ্যে TONcoin এর 21%+ ডাম্প হয়েছে।

আপনারা কি মনে করেন পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে কেন গ্রেপ্তার করা হয়েছে?

তার বিরুদ্ধে যেসব মামলা না হয়েছে সেগুলো বেশিরভাগ অন্যান্য সোশ্যাল মিডিয়ার ফাউন্ডারদের বিরুদ্ধেও রয়েছে। এখানে আপনারা কি বলবেন?

তাহলে কি শুধুমাত্র বাক স্বাধীনতা হরণের জন্যই পাভেল ভ্যালেরিভিচ দুরভ কে গ্রেফতার করা হলো?
তাহলে বাক স্বাধীনতার নামে যে শব্দের মুখে ফেনা তুলে এগুলোকে শুধু তাদের মুখে মুখেই বলা মুখোশ?
পাভেল দুরভকে ফ্রান্সে গ্রেফতার করার পর টনকয়েনের  মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা বাজারে 21%+ ডাম্পের কারণ হয়েছে। ফ্রান্সের লে বোর্জে এয়ারপোর্টে গ্রেফতারের পরিপ্রেক্ষিতে এ ঘটনাটি ঘটে। দুরভকে গ্রেফতারের কারণ হিসেবে টেলিগ্রামের অপরাধমূলক কার্যক্রমে ব্যবহৃত হওয়া এবং প্ল্যাটফর্মের অপ্রতুল কনটেন্ট মডারেশনকে উল্লেখ করা হয়েছে। ফ্রান্সের কর্তৃপক্ষ দাবি করছে যে, টেলিগ্রামের কারণে ড্রাগ ট্রাফিকিং, শিশু নির্যাতন, এবং প্রতারণার মতো অপরাধ সংগঠিত হয়েছে, এবং দুরভ এই ব্যাপারে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন।ফ্রান্সের কড়া পদক্ষেপে টেলিগ্রাম এবং টনকয়েন উভয়ের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে, বিশেষত বাকস্বাধীনতা এবং অনলাইন গোপনীয়তার বিষয়ে। এটি ইঙ্গিত দেয় যে অন্যান্য দেশের উপরও চাপ সৃষ্টি হতে পারে, যা টেলিগ্রামের মতো এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলির উপর কড়া নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে।তবে, শুধু বাকস্বাধীনতা হরণ নয়, বরং নিরাপত্তা এবং আইনের প্রয়োগের দিকেও বড় ধাক্কা হিসেবে দেখা যাচ্ছে এই পদক্ষেপটি।আপনারা পাভেল দুরভের গ্রেফতার এবং এর পরবর্তী সময়ে টনকয়েনের দাম কমার বিষয়ে আরও বিশদে জানতে চাইলে বিভিন্ন খবরের সূত্রগুলো দেখতে পারেন।