Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Pastaral on August 28, 2024, 04:28:29 PM
-
বিটকয়েনের দাম এক মাস আগে পাম্পিং এর কারণে দাম ছিল 67.900, তবে পাম্পিং এর পরে ওঠানামা করতে করতে বর্তমানে বড় একটি ডাম্পিং এর কারণে দাম রয়েছে 59.693,তবে বিটকয়েন 2024 সালে সর্বোচ্চ দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এর জনপ্রিয়তাও অনেক বৃদ্ধি পেয়েছে এ কারণে এর চাহিদা বর্তমানে বেশি। এ ডাম্পিং এর কারণে অনেক বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে আছেন এবং তারা অনেক ভুল পদক্ষেপ গ্রহণ করছে।বিনিয়োগকারীদের বিটকয়েন বিক্রির কারণে বাজারে বিভিন্ন প্রভাব পড়তে পারে:
1. **মূল্য কমে যাওয়া**: যদি অনেক বিনিয়োগকারী একসাথে বিটকয়েন বিক্রি করে, তাহলে সরবরাহ বেড়ে যাওয়ার কারণে দাম কমে যেতে পারে।
2. **বাজারের অস্থিরতা**: ব্যাপক পরিমাণে বিক্রির কারণে বাজারে অস্থিরতা বাড়তে পারে, যা অন্য বিনিয়োগকারীদের চিন্তিত করে তুলতে পারে।
3. **বাজারের মনোভাব**: বিটকয়েন বিক্রির ফলে বাজারে নেতিবাচক মনোভাব তৈরি হতে পারে, যা ভবিষ্যতে আরো বিক্রি ও দাম কমানোর দিকে নিয়ে যেতে পারে।
4. **বিক্রির সুযোগ**: অন্য বিনিয়োগকারীরা নিম্নমূল্যের সুযোগ হিসেবে দেখে কিনতে আগ্রহী হতে পারে, যা কিছুটা বাজার স্থিতিশীল করতে সহায়ক হতে পারে।
এছাড়া, বিনিয়োগকারীদের বিক্রি বাজারের সামগ্রিক পরিস্থিতি, বিশ্বের অর্থনৈতিক অবস্থার এবং অন্যান্য প্রযুক্তিগত ও মৌলিক কারণের ওপরও নির্ভর করে।
-
আমরা জানি যে, বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েন। তবে আমরা বিভিন্ন সময়ে এর দাম বিভিন্নরকম দেখতে পাই। বরতমান সময়ে আমরা বিটকয়েন এর দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।তবে আমরা এই সালে বিটকয়েন এর দাম অনেক বেশি দেখতে পাই। বিটকয়েন এর দাম কিছুটা কমার কারনে তারা কিছুটা হলেও অসস্তি অনুভব করছে, যে কারনে তারা বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিয়েছে। যা বিটকয়েন এর বাজারে বেশ প্রভাব ফেলেছে। এই কারনে অনেক বিনিয়োগ কারিরা তাদের বিটকয়েন বিক্রি করছে, যা বরতমান বাজারে এর প্রভাব ফেলেছে। যা বিটকয়েন এর ক্ষেত্রে অনেক অস্থির পরিবেশ তৈরি করতে পেরেছে।
-
আমরা জানি যে, বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েন। তবে আমরা বিভিন্ন সময়ে এর দাম বিভিন্নরকম দেখতে পাই। বরতমান সময়ে আমরা বিটকয়েন এর দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।তবে আমরা এই সালে বিটকয়েন এর দাম অনেক বেশি দেখতে পাই। বিটকয়েন এর দাম কিছুটা কমার কারনে তারা কিছুটা হলেও অসস্তি অনুভব করছে, যে কারনে তারা বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিয়েছে। যা বিটকয়েন এর বাজারে বেশ প্রভাব ফেলেছে। এই কারনে অনেক বিনিয়োগ কারিরা তাদের বিটকয়েন বিক্রি করছে, যা বরতমান বাজারে এর প্রভাব ফেলেছে। যা বিটকয়েন এর ক্ষেত্রে অনেক অস্থির পরিবেশ তৈরি করতে পেরেছে।
হুম বিটকয়েন ক্রিপ্টো জগতে অনেক বড়ো স্হানে তাতে কোন সন্দেহ নাই। বিটকয়েন দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এখন এর ভলিউম এবং মার্কেট ক্যাপ অনেক বেশি। কিছুদিন আগেও বিটকয়েন তার ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছিল। ৭৩ হাজার ডলার তার দাম হয়েছিল। এখন বিটকয়েন এর মূল্য কিছুটা কমতে শুরু করেছে। আমরা জানি বড় কোন আপট্রেনের আগে সেটা অনেক সময় কমে যায়। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যে দামে বিটকয়েন কিনুক না কেন, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হয়তো এমন হতে পারে। ১-২ দিন পরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তাতে করে বিটকয়েন জনপ্রিয় তার বাড়বে বলে আমি মনে করি।
-
আমরা জানি যে, বিটকয়েন হল ক্রিপ্ট জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েন। তবে আমরা বিভিন্ন সময়ে এর দাম বিভিন্নরকম দেখতে পাই। বরতমান সময়ে আমরা বিটকয়েন এর দাম কিছুটা কম দেখতে পাচ্ছি।তবে আমরা এই সালে বিটকয়েন এর দাম অনেক বেশি দেখতে পাই। বিটকয়েন এর দাম কিছুটা কমার কারনে তারা কিছুটা হলেও অসস্তি অনুভব করছে, যে কারনে তারা বিভিন্ন রকমের ভুল সিদ্ধান্ত নিয়েছে। যা বিটকয়েন এর বাজারে বেশ প্রভাব ফেলেছে। এই কারনে অনেক বিনিয়োগ কারিরা তাদের বিটকয়েন বিক্রি করছে, যা বরতমান বাজারে এর প্রভাব ফেলেছে। যা বিটকয়েন এর ক্ষেত্রে অনেক অস্থির পরিবেশ তৈরি করতে পেরেছে।
হুম বিটকয়েন ক্রিপ্টো জগতে অনেক বড়ো স্হানে তাতে কোন সন্দেহ নাই। বিটকয়েন দিন দিন খুবই জনপ্রিয় হয়ে উঠছে। এখন এর ভলিউম এবং মার্কেট ক্যাপ অনেক বেশি। কিছুদিন আগেও বিটকয়েন তার ইতিহাসের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে গেছিল। ৭৩ হাজার ডলার তার দাম হয়েছিল। এখন বিটকয়েন এর মূল্য কিছুটা কমতে শুরু করেছে। আমরা জানি বড় কোন আপট্রেনের আগে সেটা অনেক সময় কমে যায়। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি যে যে দামে বিটকয়েন কিনুক না কেন, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। হয়তো এমন হতে পারে। ১-২ দিন পরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। তাতে করে বিটকয়েন জনপ্রিয় তার বাড়বে বলে আমি মনে করি।
আমার কাছে মনে হচ্ছে আপনার ধারণা সঠিক এবং অনেক ক্রিপ্টো ইনভেস্টর আপনার মতই বিশ্বাস করেন যে বিটকয়েনের দীর্ঘমেয়াদি সম্ভাবনা অনেক শক্তিশালী। বিটকয়েনের মূল্য ওঠানামা অনেকটাই বাজারের চাহিদা ও অন্যান্য অর্থনৈতিক ফ্যাক্টরের ওপর নির্ভরশীল। যদিও স্বল্পমেয়াদি মূল্য পতন হতে পারে, বিটকয়েনের জনপ্রিয়তা এবং তার গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। এছাড়া, বিটকয়েনের সীমিত সরবরাহ এবং ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা তাকে দীর্ঘমেয়াদে একটি শক্তিশালী ডিজিটাল সম্পদ হিসাবে ধরে রাখার সম্ভাবনা তৈরি করে।আপনার মতামতের সাথে একমত, আপট্রেন্ডের আগে বিটকয়েনের মূল্য সাময়িকভাবে কমে যেতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে বিটকয়েনের মূল্য পুনরায় বাড়ার সম্ভাবনা অনেক বেশি। বিটকয়েন দীর্ঘমেয়াদী একটি শক্তিশালী বিনিয়োগ হিসেবে দেখা যেতে পারে।
-
আমাদের একটি আশা ছিল যে এই মাসের শেষ মুহূর্তে বিটকয়েন ৭০K এর ওপরে থাকবে। কিন্তু দুর্ভাগ্য বসত Bitcoin আবার ৬০K এর নিচে নেমে এসেছে, যা খুবই হতাশা জনক। আমরা যা আসা করেছিলাম তা হয়নি, তবে Bitcoin আস্তে আস্তে অবশ্যই পাম্প করবে, এই মুহূর্তে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নাই, আমরা আমাদের মত বিনিয়োগ এবং হোল্ড চালিয়ে যাব, এবং Bitcoin নিজের মত করে অবশ্যই এক সময় এগিয়ে যাবে।
-
আসলে বিটকয়েন এর দাম উঠবে নামবে এটাই ক্রিপ্টো মার্কেট এর খেলা, আর কত কিছুদিন আগে আপনারা অবশ্যই জানবেন যে ক্রিপ্টো কারেন্সি এর সাথে রিলেটেড একজন বড় ইনফ্লুয়েন্সার টেলিগ্রাম এর প্রতিষ্ঠাতা কে ফ্রান্সের পুলিশরা গ্রেপ্তার করেছিল আর এজন্য দেখা গিয়েছে যে টেলিগ্রামের কয়েন টন সহ আরো কয়টি কয়েনের দাম কমে ছিল। যদিও এটার সাথে বিটকয়েন কমেছে কিনা তা বলতে পারছি না ।
আর এটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ আমি মনে করি মার্কেট পাম্পিং করার জন্য মানে বুল সিজনে এখনো প্রবেশ করেনি অথবা ২৫ সাল অথবা 24 সাল এর শেষের দিকে আমরা বড় ধরনের পাম্প দেখতে পাবো। আর পানিক সেলারদের কথা কি বলবো বিটকয়েন কে নিয়ে পানিক করা আসলে বোকামি ছাড়া আর কোন কিছু না যদি লং টার্মের জন্য কেউ ইনভেসমেন্ট করে থাকে।
-
আপনার বিশ্লেষণ যথাযথ এবং প্রাসঙ্গিক। বিটকয়েনের দাম যখন ডাম্পিংয়ের কারণে কমে যায়, তখন বাজারের অস্থিরতা বৃদ্ধি পায় এবং অনেক বিনিয়োগকারী আতঙ্কিত হয়ে সিদ্ধান্ত নেন, যা প্রায়ই আরও দাম পতনের দিকে নিয়ে যায়। তবে কিছু বিনিয়োগকারী এটিকে নতুন বিনিয়োগের সুযোগ হিসেবেও বিবেচনা করে, যেহেতু তারা অপেক্ষাকৃত কম দামে ক্রয় করতে পারে।আপনি যেভাবে বাজারের বিভিন্ন প্রভাবের কথা উল্লেখ করেছেন, তা খুবই গুরুত্বপূর্ণ।
-
আমাদের একটি আশা ছিল যে এই মাসের শেষ মুহূর্তে বিটকয়েন ৭০K এর ওপরে থাকবে। কিন্তু দুর্ভাগ্য বসত Bitcoin আবার ৬০K এর নিচে নেমে এসেছে, যা খুবই হতাশা জনক। আমরা যা আসা করেছিলাম তা হয়নি, তবে Bitcoin আস্তে আস্তে অবশ্যই পাম্প করবে, এই মুহূর্তে আমাদের আতঙ্কিত হওয়ার দরকার নাই, আমরা আমাদের মত বিনিয়োগ এবং হোল্ড চালিয়ে যাব, এবং Bitcoin নিজের মত করে অবশ্যই এক সময় এগিয়ে যাবে।
আপনার বিশ্লেষণটি একদম সঠিক। যাইহোক বিটকয়েন ইতিহাস থেকে ধীরে ধীরে এলেও বর্তমান সময়ে অনেক ভালো করেছে। এটি যেমন লাভজনক দিক আছে আবার উচ্চ ঝুকির সাথেও রয়েছে। বিনিয়োগ ক্ষেত্রে আপনার নিজ জ্ঞান এবং অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আপনি বিটকয়েন বিনিয়োগের ক্ষেত্রে যদি নতুন হন তাহলে আপনাকে অবশ্যই সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে এবং আপনি যদি দীর্ঘদিন ধরে রাখার পরিকল্পনা করে থাকেন তাহলে আপনি তা করতে পারেন, কারণ বিটকয়েনের মূল্য অবশ্যই বৃদ্ধি পাবে।
-
আসলে বিটকয়েন এর দাম উঠবে নামবে এটাই ক্রিপ্টো মার্কেট এর খেলা, আর কত কিছুদিন আগে আপনারা অবশ্যই জানবেন যে ক্রিপ্টো কারেন্সি এর সাথে রিলেটেড একজন বড় ইনফ্লুয়েন্সার টেলিগ্রাম এর প্রতিষ্ঠাতা কে ফ্রান্সের পুলিশরা গ্রেপ্তার করেছিল আর এজন্য দেখা গিয়েছে যে টেলিগ্রামের কয়েন টন সহ আরো কয়টি কয়েনের দাম কমে ছিল। যদিও এটার সাথে বিটকয়েন কমেছে কিনা তা বলতে পারছি না ।
TON বা NOT এর সাথে বিটকয়েনের কোন সম্পর্ক নেই এবং এগুলোর জন্য বিটকয়েনের উপর অস্থিতিশীল অবস্থার তৈরি হতে পারে না। বিটকয়েন কখনোই কোন কয়েনের উপর নির্ভর করে না এবং বিটকয়েন TON এর পেয়ারে ট্রেড হয় না তাই টেলিগ্রামের CEO এর আটকের কারণে আমি মনে করি না যে বিটকয়েনের এমন অস্থিতিশীল অবস্থান তৈরি হয়েছে। তবে হঠাৎ বিটকয়েনের এমন অস্থেশীল অবস্থা খুবই আশঙ্কাজনক।
আর এটা দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই কারণ আমি মনে করি মার্কেট পাম্পিং করার জন্য মানে বুল সিজনে এখনো প্রবেশ করেনি অথবা ২৫ সাল অথবা 24 সাল এর শেষের দিকে আমরা বড় ধরনের পাম্প দেখতে পাবো। আর পানিক সেলারদের কথা কি বলবো বিটকয়েন কে নিয়ে পানিক করা আসলে বোকামি ছাড়া আর কোন কিছু না যদি লং টার্মের জন্য কেউ ইনভেসমেন্ট করে থাকে।
আমি ২০২৪ সালে বিটকয়েনের কোনো বড় পাম্প এর সম্ভাবনা দেখতে পাচ্ছি না আমার প্রেডিকশন অনুযায়ী। তবে 2025 সালে গিয়ে হয়তোবা কিছুটা ভালো পাম্প দেখা যেতে পারে। তবে যদি কোন কারণে ২০২৫ সালে বিটকয়েনের Bull Run দেখা না যায়। তাহলে বিটকানের সাথে অনেক খারাপ কিছু ঘটবে যা পূর্বে আমরা কয়েকবার দেখেছি। তখন হয়তোবা বিটকয়েন এর দাম অনেক বেশি পরিমাণে কমে যেতে পারে যা আমরা কল্পনাও করছি না। তবে এখনো প্যানিক হবার মতো কোনো কিছু দেখছি না। এখনো বিটকয়েন একটি স্ট্রং পজিশনেই আছে
-
দাম উঠা এবং নামা ক্রিপ্টো মার্কেটের একটি সাধারণ বৈশিষ্ট্য। যেহেতু বিটকয়েন একটি ক্রিপ্টো কারেন্সি সেহেতু এর মূল্য উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এটা স্বাভাবিক নয় এটি একটি অস্থিরতা। এই অস্থির মার্কেটে বিটকয়েনের মূল্য অনেক উঠে যাচ্ছে আবার কিছু পরে দেখা যাচ্ছে নেমে গেছে। এখন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার ডলারের কাছাকাছি। এটা কয়েকদিন আগে প্রায় ৬৭ হাজার ডলারের কাছাকাছি ছিল এখন নেমে গিয়ে সেটা ৫৮ হাজার ডলারে ঠেকেছে।
আমরা জানি কিছুদিন পূর্বে বিটকয়েনের হেলভিং সম্পন্ন হয়েছে। আমি মনে করি এর কিছু পজিটিভ প্রভাব আছে যেটা এখনো পরিলক্ষিত হয়নি। আমার ধারণা এই বছরের শেষে অথবা ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমন কি সেটা ১০০ কে ডলারে ও পৌঁছে যেতে পারে। এবং আমি মনে করি এই অস্থিরতা খুব শীঘ্রই কেটে যাবে। বিটকয়েন তার নিজের চরিত্রে ফিরে আসবে।
-
দাম উঠা এবং নামা ক্রিপ্টো মার্কেটের একটি সাধারণ বৈশিষ্ট্য। যেহেতু বিটকয়েন একটি ক্রিপ্টো কারেন্সি সেহেতু এর মূল্য উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এটা স্বাভাবিক নয় এটি একটি অস্থিরতা। এই অস্থির মার্কেটে বিটকয়েনের মূল্য অনেক উঠে যাচ্ছে আবার কিছু পরে দেখা যাচ্ছে নেমে গেছে। এখন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার ডলারের কাছাকাছি। এটা কয়েকদিন আগে প্রায় ৬৭ হাজার ডলারের কাছাকাছি ছিল এখন নেমে গিয়ে সেটা ৫৮ হাজার ডলারে ঠেকেছে।
আমরা জানি কিছুদিন পূর্বে বিটকয়েনের হেলভিং সম্পন্ন হয়েছে। আমি মনে করি এর কিছু পজিটিভ প্রভাব আছে যেটা এখনো পরিলক্ষিত হয়নি। আমার ধারণা এই বছরের শেষে অথবা ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমন কি সেটা ১০০ কে ডলারে ও পৌঁছে যেতে পারে। এবং আমি মনে করি এই অস্থিরতা খুব শীঘ্রই কেটে যাবে। বিটকয়েন তার নিজের চরিত্রে ফিরে আসবে।
কয়েক মাস আগে বিটকয়েনের হালভিং হয়েছে এবং তারপর বিটকয়েনের দাম কিছুদিন স্টাবল থাকার পর বিটকয়েনের দামে আবারো কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এই অস্থিরতা বেশিদিন থাকবে বলে মনে হয় না। মনে হচ্ছে খুব দ্রুত বিটকয়েনের কারেকশন শেষ হবে এবং আমরা সম্ভবত ২০২৫ সালে গিয়ে বিটকয়েনের আরো একবার বড় ধরনের পাম্পিং দেখতে পাবো। তবে ইতিহাস অনুযায়ী তারপর আবারও বিটকয়েনের অনেক বড় একটি ডাম্পিং হবে। যদি বিটকয়েন ৪ বছরের সার্কেল এবারও স্বয়ংসম্পূর্ণভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে এরকমই কিছু একটি ঘটবে বলে আশা করা যায়।
-
দাম উঠা এবং নামা ক্রিপ্টো মার্কেটের একটি সাধারণ বৈশিষ্ট্য। যেহেতু বিটকয়েন একটি ক্রিপ্টো কারেন্সি সেহেতু এর মূল্য উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এটা স্বাভাবিক নয় এটি একটি অস্থিরতা। এই অস্থির মার্কেটে বিটকয়েনের মূল্য অনেক উঠে যাচ্ছে আবার কিছু পরে দেখা যাচ্ছে নেমে গেছে। এখন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার ডলারের কাছাকাছি। এটা কয়েকদিন আগে প্রায় ৬৭ হাজার ডলারের কাছাকাছি ছিল এখন নেমে গিয়ে সেটা ৫৮ হাজার ডলারে ঠেকেছে।
আমরা জানি কিছুদিন পূর্বে বিটকয়েনের হেলভিং সম্পন্ন হয়েছে। আমি মনে করি এর কিছু পজিটিভ প্রভাব আছে যেটা এখনো পরিলক্ষিত হয়নি। আমার ধারণা এই বছরের শেষে অথবা ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমন কি সেটা ১০০ কে ডলারে ও পৌঁছে যেতে পারে। এবং আমি মনে করি এই অস্থিরতা খুব শীঘ্রই কেটে যাবে। বিটকয়েন তার নিজের চরিত্রে ফিরে আসবে।
কয়েক মাস আগে বিটকয়েনের হালভিং হয়েছে এবং তারপর বিটকয়েনের দাম কিছুদিন স্টাবল থাকার পর বিটকয়েনের দামে আবারো কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এই অস্থিরতা বেশিদিন থাকবে বলে মনে হয় না। মনে হচ্ছে খুব দ্রুত বিটকয়েনের কারেকশন শেষ হবে এবং আমরা সম্ভবত ২০২৫ সালে গিয়ে বিটকয়েনের আরো একবার বড় ধরনের পাম্পিং দেখতে পাবো। তবে ইতিহাস অনুযায়ী তারপর আবারও বিটকয়েনের অনেক বড় একটি ডাম্পিং হবে। যদি বিটকয়েন ৪ বছরের সার্কেল এবারও স্বয়ংসম্পূর্ণভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে এরকমই কিছু একটি ঘটবে বলে আশা করা যায়।
হ্যাঁ ভাই, হাল্ভিং এর পর বিটকয়েন এর প্রচন্ড অস্থিরতা শুরু হয়েছে, এবং এর মূল্য অনেক কমে গেছে। এটি খুব শিগ্রই আবার পুনরুদ্ধার হওয়ার কথা, সম্ভবত আমরা এই বছর এর শেষ দিকেই কিছুটা পাম্প দেখতে পাবো, এবং ২০২৫ সালে একটি আসল ষাঁড়ের বাজার দেখতে পাবো।
এবং ২০২৫ সালের পাম্পিং এর পর যদি সত্যি বিটকয়েন এর মূল্য কমে যায় তবে আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন এই মুহূর্তে আমাদের টার্গেট হলো ১২০K, ১২০K এর পর যদি বিটকয়েন ডাম্পিং এর দিকে যায় তবে ১২০K থাকা অবস্থায় হোল্ড গুলো বিক্রি করে মূল্য যখন আবার কমে যাবে তখন সেই সমস্ত হোল্ড বিক্রির অর্থ দিয়ে পুনরায় বিনিয়োগ করে হোল্ড শুরু করতে হবে, তাহলে আমাদের লাভের পরিমান বেশি থাকবে।
-
দাম উঠা এবং নামা ক্রিপ্টো মার্কেটের একটি সাধারণ বৈশিষ্ট্য। যেহেতু বিটকয়েন একটি ক্রিপ্টো কারেন্সি সেহেতু এর মূল্য উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এটা স্বাভাবিক নয় এটি একটি অস্থিরতা। এই অস্থির মার্কেটে বিটকয়েনের মূল্য অনেক উঠে যাচ্ছে আবার কিছু পরে দেখা যাচ্ছে নেমে গেছে। এখন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার ডলারের কাছাকাছি। এটা কয়েকদিন আগে প্রায় ৬৭ হাজার ডলারের কাছাকাছি ছিল এখন নেমে গিয়ে সেটা ৫৮ হাজার ডলারে ঠেকেছে।
আমরা জানি কিছুদিন পূর্বে বিটকয়েনের হেলভিং সম্পন্ন হয়েছে। আমি মনে করি এর কিছু পজিটিভ প্রভাব আছে যেটা এখনো পরিলক্ষিত হয়নি। আমার ধারণা এই বছরের শেষে অথবা ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমন কি সেটা ১০০ কে ডলারে ও পৌঁছে যেতে পারে। এবং আমি মনে করি এই অস্থিরতা খুব শীঘ্রই কেটে যাবে। বিটকয়েন তার নিজের চরিত্রে ফিরে আসবে।
কয়েক মাস আগে বিটকয়েনের হালভিং হয়েছে এবং তারপর বিটকয়েনের দাম কিছুদিন স্টাবল থাকার পর বিটকয়েনের দামে আবারো কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এই অস্থিরতা বেশিদিন থাকবে বলে মনে হয় না। মনে হচ্ছে খুব দ্রুত বিটকয়েনের কারেকশন শেষ হবে এবং আমরা সম্ভবত ২০২৫ সালে গিয়ে বিটকয়েনের আরো একবার বড় ধরনের পাম্পিং দেখতে পাবো। তবে ইতিহাস অনুযায়ী তারপর আবারও বিটকয়েনের অনেক বড় একটি ডাম্পিং হবে। যদি বিটকয়েন ৪ বছরের সার্কেল এবারও স্বয়ংসম্পূর্ণভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে এরকমই কিছু একটি ঘটবে বলে আশা করা যায়।
হ্যাঁ ভাই, হাল্ভিং এর পর বিটকয়েন এর প্রচন্ড অস্থিরতা শুরু হয়েছে, এবং এর মূল্য অনেক কমে গেছে। এটি খুব শিগ্রই আবার পুনরুদ্ধার হওয়ার কথা, সম্ভবত আমরা এই বছর এর শেষ দিকেই কিছুটা পাম্প দেখতে পাবো, এবং ২০২৫ সালে একটি আসল ষাঁড়ের বাজার দেখতে পাবো।
এবং ২০২৫ সালের পাম্পিং এর পর যদি সত্যি বিটকয়েন এর মূল্য কমে যায় তবে আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন এই মুহূর্তে আমাদের টার্গেট হলো ১২০K, ১২০K এর পর যদি বিটকয়েন ডাম্পিং এর দিকে যায় তবে ১২০K থাকা অবস্থায় হোল্ড গুলো বিক্রি করে মূল্য যখন আবার কমে যাবে তখন সেই সমস্ত হোল্ড বিক্রির অর্থ দিয়ে পুনরায় বিনিয়োগ করে হোল্ড শুরু করতে হবে, তাহলে আমাদের লাভের পরিমান বেশি থাকবে।
আমিও আপনার সাথে পুরোপুরি একমত। আমারও ধারণা এই বছরের লাস্টের দিকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে পারে। যদি তাও না হয় তাহলে ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য বাড়বে এবং এই মার্কেট আপট্রেনডে যাবে।
এবং আমি আপনার সাথে এটাও একমত যে বিটকয়েনের মূল্য ১২০কে বা তার কাছাকাছি গেলে আমাদের ফান্ডের অন্তত ফিফটি পার্সেন্ট সেল করে দেওয়া ভালো হবে আবার যদি মার্কেট কিছুটা ডাউন যায় তখন আবার বাই করে নেয়া যাবে।
-
দাম উঠা এবং নামা ক্রিপ্টো মার্কেটের একটি সাধারণ বৈশিষ্ট্য। যেহেতু বিটকয়েন একটি ক্রিপ্টো কারেন্সি সেহেতু এর মূল্য উঠানামা করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি এটা স্বাভাবিক নয় এটি একটি অস্থিরতা। এই অস্থির মার্কেটে বিটকয়েনের মূল্য অনেক উঠে যাচ্ছে আবার কিছু পরে দেখা যাচ্ছে নেমে গেছে। এখন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার ডলারের কাছাকাছি। এটা কয়েকদিন আগে প্রায় ৬৭ হাজার ডলারের কাছাকাছি ছিল এখন নেমে গিয়ে সেটা ৫৮ হাজার ডলারে ঠেকেছে।
আমরা জানি কিছুদিন পূর্বে বিটকয়েনের হেলভিং সম্পন্ন হয়েছে। আমি মনে করি এর কিছু পজিটিভ প্রভাব আছে যেটা এখনো পরিলক্ষিত হয়নি। আমার ধারণা এই বছরের শেষে অথবা ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এমন কি সেটা ১০০ কে ডলারে ও পৌঁছে যেতে পারে। এবং আমি মনে করি এই অস্থিরতা খুব শীঘ্রই কেটে যাবে। বিটকয়েন তার নিজের চরিত্রে ফিরে আসবে।
কয়েক মাস আগে বিটকয়েনের হালভিং হয়েছে এবং তারপর বিটকয়েনের দাম কিছুদিন স্টাবল থাকার পর বিটকয়েনের দামে আবারো কিছুটা অস্থিরতা দেখা যাচ্ছে। তবে এই অস্থিরতা বেশিদিন থাকবে বলে মনে হয় না। মনে হচ্ছে খুব দ্রুত বিটকয়েনের কারেকশন শেষ হবে এবং আমরা সম্ভবত ২০২৫ সালে গিয়ে বিটকয়েনের আরো একবার বড় ধরনের পাম্পিং দেখতে পাবো। তবে ইতিহাস অনুযায়ী তারপর আবারও বিটকয়েনের অনেক বড় একটি ডাম্পিং হবে। যদি বিটকয়েন ৪ বছরের সার্কেল এবারও স্বয়ংসম্পূর্ণভাবে পালন করে তাহলে সেক্ষেত্রে এরকমই কিছু একটি ঘটবে বলে আশা করা যায়।
হ্যাঁ ভাই, হাল্ভিং এর পর বিটকয়েন এর প্রচন্ড অস্থিরতা শুরু হয়েছে, এবং এর মূল্য অনেক কমে গেছে। এটি খুব শিগ্রই আবার পুনরুদ্ধার হওয়ার কথা, সম্ভবত আমরা এই বছর এর শেষ দিকেই কিছুটা পাম্প দেখতে পাবো, এবং ২০২৫ সালে একটি আসল ষাঁড়ের বাজার দেখতে পাবো।
এবং ২০২৫ সালের পাম্পিং এর পর যদি সত্যি বিটকয়েন এর মূল্য কমে যায় তবে আমাদের তার জন্য প্রস্তুত থাকতে হবে, যেমন এই মুহূর্তে আমাদের টার্গেট হলো ১২০K, ১২০K এর পর যদি বিটকয়েন ডাম্পিং এর দিকে যায় তবে ১২০K থাকা অবস্থায় হোল্ড গুলো বিক্রি করে মূল্য যখন আবার কমে যাবে তখন সেই সমস্ত হোল্ড বিক্রির অর্থ দিয়ে পুনরায় বিনিয়োগ করে হোল্ড শুরু করতে হবে, তাহলে আমাদের লাভের পরিমান বেশি থাকবে।
আমিও আপনার সাথে পুরোপুরি একমত। আমারও ধারণা এই বছরের লাস্টের দিকে বিটকয়েনের মূল্য বৃদ্ধি পেতে পারে। যদি তাও না হয় তাহলে ২০২৫ সালের প্রথম দিকে বিটকয়েনের মূল্য বাড়বে এবং এই মার্কেট আপট্রেনডে যাবে।
এবং আমি আপনার সাথে এটাও একমত যে বিটকয়েনের মূল্য ১২০কে বা তার কাছাকাছি গেলে আমাদের ফান্ডের অন্তত ফিফটি পার্সেন্ট সেল করে দেওয়া ভালো হবে আবার যদি মার্কেট কিছুটা ডাউন যায় তখন আবার বাই করে নেয়া যাবে।
বিটকয়েনের মূল্য বৃদ্ধি বৃত্তি পেতে শুরু করেছে কিন্তু আজকে হঠাৎ কিছুটা ডাম্প করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে।সবাই ধারণা করছে ২০২৫ সালের মধ্যে বিটকয়েনের মূল্য ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।তবে আমি ধারণা করি বিটকয়েনের মূল্য ৯০কে হতে পারে এর বেশি হবে কিনা আমার ধারণা নেই কিন্তু সবাই অনুমান করছে ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।যারা বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে তারা অপেক্ষায় আছে কখন বিটকয়েনের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে।আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখা যাবে বিটকয়েনের মূল্য কি হয়।
-
বিটকয়েনের মূল্য বৃদ্ধি বৃত্তি পেতে শুরু করেছে কিন্তু আজকে হঠাৎ কিছুটা ডাম্প করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে।সবাই ধারণা করছে ২০২৫ সালের মধ্যে বিটকয়েনের মূল্য ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।তবে আমি ধারণা করি বিটকয়েনের মূল্য ৯০কে হতে পারে এর বেশি হবে কিনা আমার ধারণা নেই কিন্তু সবাই অনুমান করছে ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।যারা বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে তারা অপেক্ষায় আছে কখন বিটকয়েনের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে।আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখা যাবে বিটকয়েনের মূল্য কি হয়।
বিটকয়েন এখন একটি আলোচিত জিনিস পুরো বিশ্বে যার কারনে বিভিন্ন দিক থেকে বিটকয়েন দাম ম্যানুপুলেট হয়। যেমন দেখেন এখন USA এর নির্বাচন বিটকয়েনের জন্য একটি ম্যানুপুলেটেট ঘটনা হয়ে দাড়িয়েছে অপর দিকে ইজরায়েলের উপর ইরানের হামলা এগুলোও বিটকয়েনের জন্য নেগেটিভ প্রভাব। যার কারনে আগের মতো বিটকয়েন তার স্বাভাবিক গতিতে চলতেছে না। তাই আগের চার্ট দেখে বিটকয়েনের দাম প্রেডিকশন করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা প্রেডিকশন করি পরেরদিন যাইয়া দেখি আরেকটা নিউজ আসমনে আসছে এবং বিটকয়েনের দামের উপর পজেটিভ বা নেগেটিভ যেটাই পড়ুক সেটা বিটকয়েনের দাম বাড়া কমার মধ্যে স্পীড বাড়িয়ে দিচ্ছে। এই হলো এখনকার পরিস্থিতি। তবে হ্যা বিটকয়েন নতুন ATH গড়বে এটা সত্য। সেটা হতে পারে অনেক বড় কিংবা ছোট আকারে
-
বিটকয়েনের মূল্য বৃদ্ধি বৃত্তি পেতে শুরু করেছে কিন্তু আজকে হঠাৎ কিছুটা ডাম্প করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে।সবাই ধারণা করছে ২০২৫ সালের মধ্যে বিটকয়েনের মূল্য ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।তবে আমি ধারণা করি বিটকয়েনের মূল্য ৯০কে হতে পারে এর বেশি হবে কিনা আমার ধারণা নেই কিন্তু সবাই অনুমান করছে ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।যারা বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে তারা অপেক্ষায় আছে কখন বিটকয়েনের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে।আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখা যাবে বিটকয়েনের মূল্য কি হয়।
বিটকয়েন এখন একটি আলোচিত জিনিস পুরো বিশ্বে যার কারনে বিভিন্ন দিক থেকে বিটকয়েন দাম ম্যানুপুলেট হয়। যেমন দেখেন এখন USA এর নির্বাচন বিটকয়েনের জন্য একটি ম্যানুপুলেটেট ঘটনা হয়ে দাড়িয়েছে অপর দিকে ইজরায়েলের উপর ইরানের হামলা এগুলোও বিটকয়েনের জন্য নেগেটিভ প্রভাব। যার কারনে আগের মতো বিটকয়েন তার স্বাভাবিক গতিতে চলতেছে না। তাই আগের চার্ট দেখে বিটকয়েনের দাম প্রেডিকশন করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা প্রেডিকশন করি পরেরদিন যাইয়া দেখি আরেকটা নিউজ আসমনে আসছে এবং বিটকয়েনের দামের উপর পজেটিভ বা নেগেটিভ যেটাই পড়ুক সেটা বিটকয়েনের দাম বাড়া কমার মধ্যে স্পীড বাড়িয়ে দিচ্ছে। এই হলো এখনকার পরিস্থিতি। তবে হ্যা বিটকয়েন নতুন ATH গড়বে এটা সত্য। সেটা হতে পারে অনেক বড় কিংবা ছোট আকারে
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান বিটকয়েনের চরিত্র বুঝে ওঠা মুশকিল হয়ে পড়েছে। মোটকথা বিটকয়েন তার স্বাভাবিক গতিতে নাই। বিটকয়েন ট্রেড করা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কোন ধরনের এনালাইসিস খুব ভালোভাবে কাজ করছে না।
আর ইরান ইসরাইল এর যুদ্ধের প্রভাবে ও বিটকয়েনের গতিবিধি পরিবর্তন হচ্ছে। তাছাড়া বিটকয়েন এর মূল্য ম্যানুপুলেটিং হচ্ছে বলে আমি মনে করি।
-
বিটকয়েনের মূল্য বৃদ্ধি বৃত্তি পেতে শুরু করেছে কিন্তু আজকে হঠাৎ কিছুটা ডাম্প করেছে।আগামী এক সপ্তাহের মধ্যে বিটকয়েনের মূল্য ৭০কে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি রয়েছে।সবাই ধারণা করছে ২০২৫ সালের মধ্যে বিটকয়েনের মূল্য ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।তবে আমি ধারণা করি বিটকয়েনের মূল্য ৯০কে হতে পারে এর বেশি হবে কিনা আমার ধারণা নেই কিন্তু সবাই অনুমান করছে ১০০কে বা তার কাছাকাছি পৌঁছাবে।যারা বিটকয়েনে বিনিয়োগ করে রেখেছে তারা অপেক্ষায় আছে কখন বিটকয়েনের মূল্য কয়েক গুণ বৃদ্ধি পাবে।আশা করা যাচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে ভালো কিছু দেখা যাবে বিটকয়েনের মূল্য কি হয়।
বিটকয়েন এখন একটি আলোচিত জিনিস পুরো বিশ্বে যার কারনে বিভিন্ন দিক থেকে বিটকয়েন দাম ম্যানুপুলেট হয়। যেমন দেখেন এখন USA এর নির্বাচন বিটকয়েনের জন্য একটি ম্যানুপুলেটেট ঘটনা হয়ে দাড়িয়েছে অপর দিকে ইজরায়েলের উপর ইরানের হামলা এগুলোও বিটকয়েনের জন্য নেগেটিভ প্রভাব। যার কারনে আগের মতো বিটকয়েন তার স্বাভাবিক গতিতে চলতেছে না। তাই আগের চার্ট দেখে বিটকয়েনের দাম প্রেডিকশন করাটা অনেক কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আজকে একটা প্রেডিকশন করি পরেরদিন যাইয়া দেখি আরেকটা নিউজ আসমনে আসছে এবং বিটকয়েনের দামের উপর পজেটিভ বা নেগেটিভ যেটাই পড়ুক সেটা বিটকয়েনের দাম বাড়া কমার মধ্যে স্পীড বাড়িয়ে দিচ্ছে। এই হলো এখনকার পরিস্থিতি। তবে হ্যা বিটকয়েন নতুন ATH গড়বে এটা সত্য। সেটা হতে পারে অনেক বড় কিংবা ছোট আকারে
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন বর্তমান বিটকয়েনের চরিত্র বুঝে ওঠা মুশকিল হয়ে পড়েছে। মোটকথা বিটকয়েন তার স্বাভাবিক গতিতে নাই। বিটকয়েন ট্রেড করা বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। কোন ধরনের এনালাইসিস খুব ভালোভাবে কাজ করছে না।
আর ইরান ইসরাইল এর যুদ্ধের প্রভাবে ও বিটকয়েনের গতিবিধি পরিবর্তন হচ্ছে। তাছাড়া বিটকয়েন এর মূল্য ম্যানুপুলেটিং হচ্ছে বলে আমি মনে করি।
বিটকয়েনের বাজার এনালাইসিস করাটা খুবই কঠিন হচ্ছে কারন বাজারের পরিস্থিতি কখন কি হচ্ছে বোঝা বড় কঠিন হয়ে পড়েছে।কয়েকদিন বিটকয়েনের দাম ভালোই বৃদ্ধি পেলো কিন্তু এখন বিটকয়েনের বাজার স্থিতিশীল হয়ে পড়েছে দেখা যাক সামনের দিনগুলোতে কি হতে চলেছে বিটকয়েনের বাজার।বিটকয়েনের বাজার নিয়ে আমি সব সময় চিন্তিত আছি এখন যদি বিটকয়েন ডাম্পিং শুরু করে তবে আমার বড় ক্ষতি হওয়া শুরু করবে কারণ আমি কয়েকদিন আগে বিটকয়েন বিনিয়োগ করেছে এখন যদি ডাম্পিং শুরু হয় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হবে আমাকে।আশা করা যাচ্ছে বিটকয়েন ডাম্পিং হবে না এরপরেও বাজারের অবস্থা দেখে আমি বেশ আতঙ্কের মধ্যে রয়েছি।
-
এমন কিছু সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের দাম শীঘ্রই $80k ছুঁয়ে যেতে পারে যদি $80k আমরা আশা করতে পারি এটি $100k-এ যাবে তবে 2024 সালে এটি ঘটবে কিনা জানি না কারণ এটি ব্যক্তিগতভাবে আমার কাছে অসম্ভাব্য বলে মনে হয়, বা এটি 2025 সালে ঘটতে পারে, যা মেসিমের জন্য খুব বেশি। আমি বিশ্বাস করি আমরা দেখব2025 সালে বিটকয়েন $100k বা তার সামান্য উপরে আঘাত করেছে। তখন হয়তো আপনার লাভ টা দ্বিগুণ পাবেন আশা করা যাই।
-
এমন কিছু সম্ভাবনা রয়েছে যে বিটকয়েনের দাম শীঘ্রই $80k ছুঁয়ে যেতে পারে যদি $80k আমরা আশা করতে পারি এটি $100k-এ যাবে তবে 2024 সালে এটি ঘটবে কিনা জানি না কারণ এটি ব্যক্তিগতভাবে আমার কাছে অসম্ভাব্য বলে মনে হয়, বা এটি 2025 সালে ঘটতে পারে, যা মেসিমের জন্য খুব বেশি। আমি বিশ্বাস করি আমরা দেখব2025 সালে বিটকয়েন $100k বা তার সামান্য উপরে আঘাত করেছে। তখন হয়তো আপনার লাভ টা দ্বিগুণ পাবেন আশা করা যাই।
আমি মনে করি এটা এই ২০২৪ সালেই ঘটবে। আমরা খুব শিগগিরই বিটকয়েনের মূল্য ১০০ কে ডলারে দেখতে পাবো। বিটকয়েনের মূল্য আবারো বৃদ্ধি পাচ্ছে। আজ বিটকয়েনের মূল্য অনেক আপ হয়েছে, এখন বিটকয়েনের মূল্য $৯৮ হাজার ডলারের উপরে। তাই আমি মনে করি এটি যে কোন সময় ১ লক্ষ ডলারে টাচ করবে। এটার জন্য আমাদের ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে বলে আমি মনে করি না। আমি মনে করি ২০২৫ সালে $১৫০কে ডলারে পৌঁছে যাবে। দেখা যাক কি হয়, সেটা দেখার জন্য আমাদেরকে ২০২৫ সাল পর্যন্ত অপেক্ষা করা লাগবে।