Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: AirtelBuzz on August 30, 2024, 05:29:48 AM

Title: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: AirtelBuzz on August 30, 2024, 05:29:48 AM
আজকে সকালে যখন আমি আমার আইডিতে তথা এই ফোরামে প্রবেশ করতে চেয়েছিলাম তখন আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। জানিনা আপনাদের সামনে একই রকম জিনিস ঘটছে কিনা। তবে এই ফোরামে প্রবেশ করার পর থেকে এই অভিজ্ঞতাটা প্রথম হচ্ছে আমার। প্রথমে Now Click Here অপশনে ক্লিক করার পর আমি একটি পোস্ট করেছিলাম সেটা পরে আইডিতে ঢুকে দেখি কাউন্ট হয়নি তারপর আবার সেই পোস্টটি করেছি।

মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: JISAN on August 30, 2024, 08:30:27 AM
মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
আমিও ঢোকার সময় এটি লক্ষ্য করলাম তবে এরকম আমার সামনে একবারই এসেছিল এরপরে আসেনি। হতে পারে এটি একটি ফিশিং অ্যাটাক তাই এই ইন্টারফেস আসার পর কেউ অ্যাকাউন্ট লগইন করবেন না আপাতত। আমি এটিও লক্ষ্য করেছিলাম যে যখন যখন এই ইন্টারফেসটি আসে তখন url এ একটি এরর দেখা যায়। তাই যদি এরকম ইন্টারফেস দেখা যায় তখন আপনার url টি চেক করবেন এবং তারপর www.altcoinstalks.com সরাসরি এই লিংকে ঢুকবেন তাহলে ঐরকম আসবেন না।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Ricardo11 on August 30, 2024, 09:11:02 AM
হ্যাঁ, আমারও বার বার এই রকম আসছে, সকাল থেকেই এই রকম হচ্ছে, আমার ৮-১০ মিনিট পরপরই এই রকম GERRR দেখাচ্ছে। Now Click Here এই অফশন এ ক্লিক করলে এটি একদম হোম পেজে নিয়ে যাচ্ছে। বুজতে পারছি না কি. যদি এটি সত্যি একটি ফিশিং অ্যাটাক হয় তাহলে এই মুহূর্তে একাউন্ট লগইন না করে ভালো।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Vision pro on August 30, 2024, 04:01:13 PM
মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
আমিও ঢোকার সময় এটি লক্ষ্য করলাম তবে এরকম আমার সামনে একবারই এসেছিল এরপরে আসেনি। হতে পারে এটি একটি ফিশিং অ্যাটাক তাই এই ইন্টারফেস আসার পর কেউ অ্যাকাউন্ট লগইন করবেন না আপাতত। আমি এটিও লক্ষ্য করেছিলাম যে যখন যখন এই ইন্টারফেসটি আসে তখন url এ একটি এরর দেখা যায়। তাই যদি এরকম ইন্টারফেস দেখা যায় তখন আপনার url টি চেক করবেন এবং তারপর www.altcoinstalks.com সরাসরি এই লিংকে ঢুকবেন তাহলে ঐরকম আসবেন না।
আমিও এটি লক্ষ্য করেছি।✅
আপনার বর্ণনা অনুযায়ী, সম্ভবত ফোরাম বা প্ল্যাটফর্মে কোনও সাময়িক সমস্যা বা বাগের কারণে এই সমস্যা হচ্ছে। এমন কিছু সমস্যা সাধারণত ওয়েবসাইটের সার্ভার, কোডিং, বা প্ল্যাটফর্মের মেইনটেন্যান্সের সময় ঘটে থাকতে পারে।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Pastaral on August 30, 2024, 04:04:51 PM
হ্যাঁ, আমারও বার বার এই রকম আসছে, সকাল থেকেই এই রকম হচ্ছে, আমার ৮-১০ মিনিট পরপরই এই রকম GERRR দেখাচ্ছে। Now Click Here এই অফশন এ ক্লিক করলে এটি একদম হোম পেজে নিয়ে যাচ্ছে। বুজতে পারছি না কি. যদি এটি সত্যি একটি ফিশিং অ্যাটাক হয় তাহলে এই মুহূর্তে একাউন্ট লগইন না করে ভালো।
হ্যাঁ ভাই আপনি যেরকমটা বলেছেন সঠিক এটা আমারও বারবার হচ্ছে এটা আসলে কি?
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Ricardo11 on August 30, 2024, 04:52:20 PM
হ্যাঁ, আমারও বার বার এই রকম আসছে, সকাল থেকেই এই রকম হচ্ছে, আমার ৮-১০ মিনিট পরপরই এই রকম GERRR দেখাচ্ছে। Now Click Here এই অফশন এ ক্লিক করলে এটি একদম হোম পেজে নিয়ে যাচ্ছে। বুজতে পারছি না কি. যদি এটি সত্যি একটি ফিশিং অ্যাটাক হয় তাহলে এই মুহূর্তে একাউন্ট লগইন না করে ভালো।
হ্যাঁ ভাই আপনি যেরকমটা বলেছেন সঠিক এটা আমারও বারবার হচ্ছে এটা আসলে কি?
ভাই আপনি জিসান ভাইয়ের পোস্ট টি লক্ষ্য করলে বুঝতে পারবেন, কারণ তিনি বলেছেন এটি একটি ফিশিং অ্যাটাক। যখন এটি ঘটে সে সময় অ্যাকাউন্ট লগইন করা থেকে বিরত থাকাই উত্তম।

এবং তিনি একটি নিয়ম দিয়েছেন, আপনি যদি তার নিয়মটি ভালোভাবে অনুসরণ করেন তাহলে এটি থেকে মুক্তি পেতেন। জানিনা আপনি নিয়মটি অনুসরণ করেছেন কিনা, যদি না করে থাকেন তাহলে ওপরে জিসান ভাইয়ের পোস্টটি দেখতে পারেন।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Pastaral on August 30, 2024, 05:11:00 PM
মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
আমিও ঢোকার সময় এটি লক্ষ্য করলাম তবে এরকম আমার সামনে একবারই এসেছিল এরপরে আসেনি। হতে পারে এটি একটি ফিশিং অ্যাটাক তাই এই ইন্টারফেস আসার পর কেউ অ্যাকাউন্ট লগইন করবেন না আপাতত। আমি এটিও লক্ষ্য করেছিলাম যে যখন যখন এই ইন্টারফেসটি আসে তখন url এ একটি এরর দেখা যায়। তাই যদি এরকম ইন্টারফেস দেখা যায় তখন আপনার url টি চেক করবেন এবং তারপর www.altcoinstalks.com সরাসরি এই লিংকে ঢুকবেন তাহলে ঐরকম আসবেন না।
জিসান ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই নিয়মগুলো আমি অনুসরণ করেছি তাই আমার আর বর্তমানে এ ধরনের সমস্যা হচ্ছে না ধন্যবাদ আপনাকে।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: AirtelBuzz on August 30, 2024, 05:51:16 PM
মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
আমিও ঢোকার সময় এটি লক্ষ্য করলাম তবে এরকম আমার সামনে একবারই এসেছিল এরপরে আসেনি। হতে পারে এটি একটি ফিশিং অ্যাটাক তাই এই ইন্টারফেস আসার পর কেউ অ্যাকাউন্ট লগইন করবেন না আপাতত। আমি এটিও লক্ষ্য করেছিলাম যে যখন যখন এই ইন্টারফেসটি আসে তখন url এ একটি এরর দেখা যায়। তাই যদি এরকম ইন্টারফেস দেখা যায় তখন আপনার url টি চেক করবেন এবং তারপর www.altcoinstalks.com সরাসরি এই লিংকে ঢুকবেন তাহলে ঐরকম আসবেন না।
আমি তারপরও সমস্যায় পড়েছি তবে একটা বিষয় খেয়াল করেছি যে যখন আমি আমার ব্রডব্যান্ড লাইন অর্থাৎ ওয়াইফাই দিয়ে এখানে এক্সেস করার চেষ্টা করেছিলাম বারবার একই সমস্যায় পড়েছিলাম। কিন্তু বাড়ির বাইরে থাকার পর আমি আমার ফোনের নেট দিয়ে চেষ্টা করেছি এমনকি কয়েকবার এই ফোরামে ঢুকেছি এবং বের হয়েছি এটা দেখার জন্য যে ফোনের ইন্টারনেট দিয়েও এরকম সমস্যা হয় কিনা। তবে এখন আর ওরকম সমস্যা হচ্ছে না এমন কি ঐরকম ইন্টারফেসও আসছে না।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: Azharul on August 30, 2024, 06:59:14 PM
আজকে সকালে যখন আমি আমার আইডিতে তথা এই ফোরামে প্রবেশ করতে চেয়েছিলাম তখন আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। জানিনা আপনাদের সামনে একই রকম জিনিস ঘটছে কিনা। তবে এই ফোরামে প্রবেশ করার পর থেকে এই অভিজ্ঞতাটা প্রথম হচ্ছে আমার। প্রথমে Now Click Here অপশনে ক্লিক করার পর আমি একটি পোস্ট করেছিলাম সেটা পরে আইডিতে ঢুকে দেখি কাউন্ট হয়নি তারপর আবার সেই পোস্টটি করেছি।

মূলত এটা কিসের জন্য যদি কেউ এর সম্পর্কে জেনে থাকেন তাহলে একটু খুলে বলুন অথবা অন্য কারো আইডিতে কি একই সমস্যা হচ্ছে নাকি শুধুমাত্র আমার আইডিতে।
(https://www.talkimg.com/images/2024/08/30/9zcEP.jpeg)
ভাই আমিও আপনার মত একই রকম সমস্যার সম্মুখীন হয়েছি। আমি একবার নয় বারবার, তবে জিসান ভাই এর মতে এটা ফিশিং অ্যাটাক, আর যদি এটা ফিশিং অ্যাটাক হয়ে থাকে, তবে আমাদের জন্য করনিও কি হতে পারে। আমরা অবশ্য সঠিক একটা সমাধান খুজতে চাচ্ছি। তবে আমি বেশ চিন্তিত, কেননা আমার মনে হল আমাদের আইডি এর উপর কোন প্রভাব পরে কিনা। তবে আমরা আর যেন এই রকম সমস্যার সম্মুখীন না হই, সেজন্য আমাদের সিনিয়র ভাইদের মতামত খুবই গুরুত্বপূর্ণ।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: God Of Thunder on August 31, 2024, 05:02:58 PM
এটা আসলে ফোরামের সার্ভার থেকেই এই সমস্যা হচ্ছিলো। এডমিন এটা নিয়ে চ্যাট এ পোষ্ট করছিলো এবং সবাইকে জানিয়ে দিচ্ছিলো সমস্যার কথা। তবে কিছু সময় পরেই এডমিন এটা ঠিক করে ফেলেছেন। আমি এই সমস্যা ফেস করিনি। হয়তো যখন এই সমস্যা ছিলো তখন আমি ফোরামে ঢুকিনি। তবে যেহেতু এই ফোরামের চ্যাট সিষ্টেম আছে, খুব সহজেই যে কোনো সমস্যা চ্যাটে পোষ্ট করে সমাধান পাওয়া যায়।

অন্তত পক্ষে এটা জানা যায় যে এই সমস্যা কি আমার একাই হচ্ছে নাকি অন্য ফোরাম মেম্বারদের একই সমস্যা হচ্ছে কি না। যাই হোক, আমি যেহেতু এই সমস্যায় পড়িনি, এজন্য আর পোষ্ট করিনি। আজকে আপাতত এই সমস্যা কারোরই হচ্ছে না মনে হয়।
Title: Re: এটা কি হচ্ছে? What is GERRRR
Post by: AirtelBuzz on September 01, 2024, 04:19:02 AM
এটা আসলে ফোরামের সার্ভার থেকেই এই সমস্যা হচ্ছিলো। এডমিন এটা নিয়ে চ্যাট এ পোষ্ট করছিলো এবং সবাইকে জানিয়ে দিচ্ছিলো সমস্যার কথা। তবে কিছু সময় পরেই এডমিন এটা ঠিক করে ফেলেছেন। আমি এই সমস্যা ফেস করিনি। হয়তো যখন এই সমস্যা ছিলো তখন আমি ফোরামে ঢুকিনি। তবে যেহেতু এই ফোরামের চ্যাট সিষ্টেম আছে, খুব সহজেই যে কোনো সমস্যা চ্যাটে পোষ্ট করে সমাধান পাওয়া যায়।

অন্তত পক্ষে এটা জানা যায় যে এই সমস্যা কি আমার একাই হচ্ছে নাকি অন্য ফোরাম মেম্বারদের একই সমস্যা হচ্ছে কি না। যাই হোক, আমি যেহেতু এই সমস্যায় পড়িনি, এজন্য আর পোষ্ট করিনি। আজকে আপাতত এই সমস্যা কারোরই হচ্ছে না মনে হয়।
আমি দুইদিন এই সমস্যায় পড়েছি তবে বর্তমানে সেটার সমাধান যেহেতু হয়েছে, এমনকি এই সমস্যা কারো হচ্ছেনা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এই টপিকটি লক করার যাতে করে এখানে স্পামিং না হয়।