Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: Vision pro on September 07, 2024, 07:54:32 AM
-
Altcointalk বা অন্যান্য ডিসেন্ট্রালাইজড ফোরাম বা প্ল্যাটফর্মের মডারেটরের কাজ মূলত কমিউনিটির নিয়মাবলী এবং নির্দেশিকা অনুযায়ী সঠিকভাবে ফোরামটি পরিচালনা করা। ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে মডারেটরের দায়িত্ব কিছুটা ভিন্ন হতে পারে, তবে সাধারণভাবে তাদের কাজগুলি নিচে তুলে ধরা হলে ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন….
সাধারণভাবে মডারেটরদের যে কাজগুলো করতে হবে :
⏩ মডারেটরদের কাজ হলো ফোরামের নিয়মগুলি মান্য করা এবং অন্যদেরও তা মেনে চলতে উৎসাহিত করা। এটি স্প্যাম, আপত্তিকর বা অবৈধ পোস্টগুলি সরিয়ে ফেলা, এবং কমিউনিটি সদস্যদের মধ্যে সম্মানজনক আলোচনা নিশ্চিত করার অন্তর্ভুক্ত।
⏩ মডারেটররা নতুন থ্রেডগুলো পর্যবেক্ষণ করে এবং নিশ্চিত করে যে সেগুলো সঠিক ফোরামে পোস্ট করা হয়েছে। যদি কোনো থ্রেড ভুল স্থানে পোস্ট করা হয়, তাহলে তারা তা সঠিক স্থানে স্থানান্তরিত করে।
⏩ পোস্ট বা মন্তব্যে আপত্তিকর বা অযাচিত কন্টেন্ট থাকলে তা মুছে ফেলার বা সংশোধন করার কাজ করা। এছাড়াও, বর্ণবাদী, হিংসাত্মক, বা অনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার দায়িত্ব পালন করা।
⏩ পোস্ট বা মন্তব্যে আপত্তিকর বা অযাচিত কন্টেন্ট থাকলে তা মুছে ফেলার বা সংশোধন করার কাজ করা। এছাড়াও, বর্ণবাদী, হিংসাত্মক, বা অনৈতিক বিষয়বস্তু সরিয়ে ফেলার দায়িত্ব পালন করা।
⏩ নতুন ব্যবহারকারীদের ফোরাম ব্যবহার করা শেখানো, তাদের প্রশ্নের উত্তর দেওয়া, এবং ফোরামের প্রয়োজনীয় তথ্য প্রদান করা।
⏩ ব্যবহারকারীদের মধ্যে ঝগড়া বা বিরোধ মেটানোর চেষ্টা করা, এবং প্রয়োজনে ব্যবস্থাপনা দলকে পরিস্থিতি সম্পর্কে অবগত করা।
💪একজন মডারেটর হতে গেলে আপনার মধ্যে যে গুণগুলো থাকা দরকার..….💪
⏩ ফোরামে নিয়মিতভাবে সক্রিয় থাকতে হবে এবং পোস্টগুলিতে প্রয়োজনীয় অবদান রাখতে হবে। কমিউনিটিতে আপনার উপস্থিতি যত বেশি দৃশ্যমান হবে, তত বেশি সম্ভাবনা থাকবে যে আপনাকে মডারেটর হিসেবে বিবেচনা করা হবে।
⏩ মডারেটর হতে চাইলে ফোরামের সমস্ত নিয়মাবলী সম্পর্কে ভালোভাবে জ্ঞান থাকা প্রয়োজন। এতে করে আপনি মডারেটর হিসেবে আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন।
⏩ নতুন এবং পুরনো সদস্যদের সহায়তা করা, এবং আলোচনা বা সমস্যার সমাধান করার ক্ষেত্রে এগিয়ে আসা আপনাকে মডারেটর হিসেবে নির্বাচিত হওয়ার জন্য উপযুক্ত করে তুলতে পারে।
⏩ কিছু প্ল্যাটফর্মে, মডারেটর হতে হলে আবেদন করতে হয়। আপনাকে আপনার আগ্রহ, দক্ষতা এবং অভিজ্ঞতা প্রদর্শন করতে হবে।
⏩ মডারেটর হওয়ার প্রক্রিয়ায় প্রায়শই কিছু প্রশিক্ষণ বা রিভিউ পর্যায় থাকতে পারে, যেখানে আপনাকে প্রমাণ করতে হয় যে আপনি কাজটি দক্ষতার সঙ্গে করতে পারবেন।
ডিসেন্ট্রালাইজড মডারেশন:
ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে মডারেশন সিস্টেম অনেক সময় ব্যবহারকারীদের দ্বারা ভোটের মাধ্যমে পরিচালিত হতে পারে। এতে প্রত্যেক সদস্যের নির্দিষ্ট ক্ষমতা থাকে এবং মডারেশন দায়িত্বগুলিও ভাগ করা হয়। তাই, ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্মে মডারেটর হওয়ার ক্ষেত্রে কমিউনিটির সমর্থন পাওয়াও গুরুত্বপূর্ণ।
আশা করছি এই তথ্যগুলো আপনাকে ডিসেন্ট্রালাইজড মডারেটর হওয়ার বিষয়ে পরিষ্কার ধারণা দিতে সাহায্য করবে।
-
ধন্যবাদ এরকম ওয়েল ডিটেইল্ড একটা পোষ্ট করার জন্য। আপনার পোষ্ট দেখে মনে হচ্ছে আপনার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে। আর যদি না থাকে, তাহলে হয়তো আপনি কোনো ইংরেজি পোষ্ট কে বাংলায় অনুবাদ করে পোষ্ট করেছেন, অথবা অন্য কোথাও থেকে কালেক্ট করেছেন। যদি করে থাকেন, তাহলে ফোরামের নিয়ম অনুযায়ী সোর্স লিংক এড করা বাধ্যতামুলক। আর যদি এটা আপনার অরিজিনাল কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনাকে অভিনন্দন!
আর এইসব ব্যাপারে একজন মডারেটরের কাছ থেকে টপিক আসলে সেটা আরো ভালো দেখাতো। আমার যে ব্যাপারে অভিজ্ঞতা নেই, সেই ব্যাপারে আমি লিখলে ব্যাপারটা একটু দৃষ্টি কটু লাগবে। যাই হোক, তবুও আপনাকে অভিনন্দন ওয়েল ডিটেইল্ড টপিক লেখার জন্য।
-
প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর করে একজন মডারেটর হওয়ার জন্য কি কি প্রয়োজন এবং একজন মডারেটরের কি কি যোগ্যতা প্রয়োজন এবং ফোরাম পরিচালনার জন্য কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি মনে করি আপনি এটা নিয়ে অনেক স্টাডি করেছেন এজন্য এত সুন্দর করে বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন।
আমি মনে করি পুরো বিষয়টা আপনার মেধা ও বিচার বিবেচনা দিয়ে তুলে ধরেছেন। কারণ আমি দেখলাম আপনি এই ফোরামের অনেক পুরাতন একজন মেম্বার। আপনার র্যাংক কম হতে পারে কিন্তু আপনি অনেক পুরাতন আপনার প্রোফাইলে দেখলাম আপনি ২০২১ সালে এই ফোরামে জয়েন করেছেন। আমি মনে করি যারা মডারেটর হওয়ার জন্য আগ্রহী বা মডারেটর হতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে।
-
প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অনেক সুন্দর করে একজন মডারেটর হওয়ার জন্য কি কি প্রয়োজন এবং একজন মডারেটরের কি কি যোগ্যতা প্রয়োজন এবং ফোরাম পরিচালনার জন্য কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে তা অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি মনে করি আপনি এটা নিয়ে অনেক স্টাডি করেছেন এজন্য এত সুন্দর করে বিষয়গুলো তুলে ধরতে পেরেছেন।
আমি মনে করি পুরো বিষয়টা আপনার মেধা ও বিচার বিবেচনা দিয়ে তুলে ধরেছেন। কারণ আমি দেখলাম আপনি এই ফোরামের অনেক পুরাতন একজন মেম্বার। আপনার র্যাংক কম হতে পারে কিন্তু আপনি অনেক পুরাতন আপনার প্রোফাইলে দেখলাম আপনি ২০২১ সালে এই ফোরামে জয়েন করেছেন। আমি মনে করি যারা মডারেটর হওয়ার জন্য আগ্রহী বা মডারেটর হতে চাচ্ছেন তাদের জন্য এই পোস্টটি উপকারে আসবে।
অনেক ধন্যবাদ আমাকে নিয়ে স্টাডি করার জন্য। হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন আমি এই Forum এ নতুন নয় অনেক আগে থেকেই ফোরামের সঙ্গে যুক্ত আছি মাঝখানে কিছুদিন ইনঅ্যাক্টিভ থাকার কারণে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছিল এজন্য আমি আবার নতুন করে শুরু করতেছি আশা করছি আপনাদের সকলকে পাশে পাবো।