Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: AirtelBuzz on September 07, 2024, 06:55:24 PM

Title: ফুটবল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী এবং আলোচনা।
Post by: AirtelBuzz on September 07, 2024, 06:55:24 PM
(https://www.talkimg.com/images/2024/09/07/BAMTC.jpeg) (https://pixabay.com/photos/football-ball-sport-grass-field-1419954/)

আমি এখানে দেখেছি যে ক্রিকেটের তিনটি ফরমেট নিয়ে ভিন্ন ভিন্ন আলোচনার টপিক রয়েছে অথচ এখানে ফুটবল খেলা নিয়ে আলোচনা করার জন্য কোন টপিক নেই যার জন্য এই টপিকটি খোলা। আশা করি এখানকার সবাই ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবল খেলাতেও বেশ অভ্যস্ত এমনকি নিজেদের প্রিয় দলগুলোর খেলা দেখতেও অভ্যস্ত।

এই থ্রেডে ফুটবল খেলার সমস্ত আলোচনা করা হবে যেমন ধরুন ফিফা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরো কাপ। তাছাড়া ক্লাব পর্যায়ের লিগগুলোর আলোচনাও এখানেই হবে যেমন ধরুন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, ইতালিয়ান লীগ, সৌদি লীগ সহ যত ফুটবল ম্যাচ রয়েছে সেগুলোর ভবিষ্যৎবাণীও আলোচনা এখানে করায় ভালো হবে হয়তো সেগুলোর জন্য আলাদা থ্রেড খোলার প্রয়োজন নেই।
Title: Re: ফুটবল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী এবং আলোচনা।
Post by: Paragon2 on September 26, 2024, 06:23:11 AM
এখানে তো সাধারণত সারা বিশ্বের ফুটবল নিয়ে আলোচনাই করা সবচেয়ে বেশি উচিত, যেহেতু আমাদের বাংলাদেশ দল বিশ্ব লেভেলের কাছাকাছি নেই। তাই শুধুমাত্র বাংলাদেশের হয়ে আলোচনা করা উচিত নয় বরং সারা বিশ্বব্যাপী এই ফুটবল ম্যাচ নিয়েই আমাদের এখানে আলোচনা করতে হবে।

বিশেষ করে বর্তমান সময়ে সবচেয়ে বেশি প্রিমিয়ার লীগের ম্যাচগুলোতে কনটেস্ট বেশি হচ্ছে, এবং বাজির ক্ষেত্রে আমি গত কয়েকদিন যাবত বেশ কয়েক ডলার লাভ করেছি। ম্যানচেস্টার সিটি এবং চেলসি ও বার্সেলোনা দল নিয়ে বেশ কয়েকবার আমি বাজিতে জিতেছি। তবে বাজি ধরতে হলে অবশ্যই বিভিন্ন জনের মতামত এবং পরামর্শ এবং খেলোয়ারদের তফাৎ অনুমান করেই বাজিতে যুক্ত হওয়া উচিত।
Title: Re: ফুটবল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী এবং আলোচনা।
Post by: Crypto Library on September 26, 2024, 09:21:36 PM
এখানে তো সাধারণত সারা বিশ্বের ফুটবল নিয়ে আলোচনাই করা সবচেয়ে বেশি উচিত, যেহেতু আমাদের বাংলাদেশ দল বিশ্ব লেভেলের কাছাকাছি নেই। তাই শুধুমাত্র বাংলাদেশের হয়ে আলোচনা করা উচিত নয় বরং সারা বিশ্বব্যাপী এই ফুটবল ম্যাচ নিয়েই আমাদের এখানে আলোচনা করতে হবে।
আপনার এই মতের সাথে আমি একমত হতে পারলাম না কারণ এটা নির্ভর করে ব্যক্তির উপর যে কে কোন গেম পছন্দ করে এবং সেই গেম নিয়ে সে আলোচনা করবে। বলতে গেলে আমাদের সাউথ এশিয়ায় ফুটবল এর একটা ক্রেজ তো অবশ্যই রয়েছে তবে আমি মনে করি ফুটবল এর চাইতে আমাদের সাউথ এশিয়ায় ক্রিকেটের ক্রেজটা একটু বেশি হবে।
যাই হোক আলোচনা করতে মানা নেই এর আগে মনে হয় না কেউ এ ধরনের ফুটবল ম্যাচ নিয়ে আলোচনা করার জন্য কোন টপিক খুলেছিল, যাইহোক একটি খোলার জন্য AirtelBuzz ব্রাদারকে ধন্যবাদ।