Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: JISAN on September 07, 2024, 07:11:36 PM

Title: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: JISAN on September 07, 2024, 07:11:36 PM
(https://talkimg.com/images/2024/09/07/BATfg.jpeg)
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।

আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: Crypto Library on September 07, 2024, 08:46:15 PM
(https://talkimg.com/images/2024/09/07/BATfg.jpeg)
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।

আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
আমার Blum পয়েন্ট আমি শেয়ার করতে চাই না কারণ এটা খুবই অল্প পরিমাণ।

এবারও আমি এই এয়ার ড্রপটি করিনি, মূলত এয়ার ড্রপ করতে আমার একদমই অপছন্দ লাগে তবে সত্যি কথা বলতে যখন দেখি অন্যান্য লোকজন এয়ার ড্রপ করে অনেক টাকা রেওয়ার্ড হিসেবে পাচ্ছে তখন আবার ইচ্ছা জাগে এয়ার ড্রপ করার এবং সেই ইচ্ছা থেকে প্রাথমিকভাবে এয়ার ড্রপগুলো ওপেন করি একাউন্ট খুলি দেন আস্তে আস্তে হাল ছেড়ে দেই এবং রেওয়ার্ডগুলো ক্লেম পর্যন্ত করি না।

যাইহোক যারা blum এয়ার্ড্রপটি করেছেন তাদেরকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি কারণ Notcoin এরপরে Dogs এবং এরপরে আমার মনে হচ্ছে Blum হতে যাচ্ছে সবচাইতে সেরা একটি এয়ার ড্রপ। 

ব্লাম বাইনান সহ অন্যান্য সকল ভাল ভাল একচেঞ্জার গুলোতে লিস্টেড হওয়ার সম্ভাবনা বেশি। তাই যারা যারা ব্লাম করেছেন বিস্তারিকের জন্য কাছা দিয়ে বসে থাকুন।
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: kulkhan on November 01, 2024, 11:54:58 PM
(https://talkimg.com/images/2024/09/07/BATfg.jpeg)
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।

আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
Blum আমি করতেছি। আমি মনেকরি Blum প্রজেক্টটি ভালো করবে। এটা ডগস কয়েন এর সাথে পার্টারশিপ আছে। এই প্রজেক্ট আমি প্রথম থেকে করছি। কিছু দিন পূর্বে মিনি গেম এর সাথে ডগস কয়েন ও দিচ্ছিলো। এখম আবার দেওয়া বন্ধ আছ।

আমার টোটাল blum  ২৩৫০০০. আমি মনেকরি, এটা থেকে মোটামুটি ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: JISAN on November 02, 2024, 03:32:54 PM
(https://talkimg.com/images/2024/09/07/BATfg.jpeg)
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।

আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
Blum আমি করতেছি। আমি মনেকরি Blum প্রজেক্টটি ভালো করবে। এটা ডগস কয়েন এর সাথে পার্টারশিপ আছে। এই প্রজেক্ট আমি প্রথম থেকে করছি। কিছু দিন পূর্বে মিনি গেম এর সাথে ডগস কয়েন ও দিচ্ছিলো। এখম আবার দেওয়া বন্ধ আছ।

আমার টোটাল blum  ২৩৫০০০. আমি মনেকরি, এটা থেকে মোটামুটি ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
BLUM ভালো করবে এটা নিঃসন্দেহে বিশ্বাস করা যায় কারণ এটা টিম অনেক শক্তিশালী। তবে এটা কবে শেষ হবে এবং লিস্টিং কবে হবে সেটি নিয়ে এখনো স্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না তার মানে মনে হচ্ছে এটি শেষ হতে সময় লাগবে। একটা সময় এটি করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এবং যথেষ্ট পরিমাণ পয়েন্ট কালেক্ট করেছি তবে এখন এটি করতে বিরক্ত লাগে আমি শুধুমাত্র প্রতিদিন একবার করে ঢুকে প্রতিদিনের গেমের পাচ কালেক্ট করে রাখি কিন্তু গেম খেলি না। একদিকে সময়ের অভাব অন্যদিকে বিরক্তি। যদি লিস্টিং এর কোন অ্যানাউন্স পেতাম বা জানতে পারতাম যে এটি শেষ কবে তাহলে হয়তো বা মনকে সান্ত্বনা দিয়ে পয়েন্ট করতাম। অনেক আশাবাদী ছিলাম এটি নিয়ে তবে ধীরে ধীরে এটি থেকে আসা দূর হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ এটি ভালো করবে এবং ভালো পেমেন্ট দেবে এটা সত্য তবে দেরি হবে অনেক
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: kulkhan on November 04, 2024, 07:52:35 PM
(https://talkimg.com/images/2024/09/07/BATfg.jpeg)
Binance এর এই ইংগিত করা পোস্ট দেখে মনে হচ্ছে তারা Blum কে মেনশন করেছে। কারন Blum এর CEO হচ্ছে বিনান্স এর X Vp ছিলো এবং অন্যান্য টিম মেম্বারও বিনান্সের কর্মকর্তা ছিলো তাই আমি আগে থেকেই অনুমান করেছি যে এটা বিনান্সে লিস্ট হবে। তবে আজকে Binance এর এই টুইট থেকে আরো ভালোভাবে কনফার্ম হলাম যে Blum বিনান্সে লিস্ট হবে। আর বিনান্সে লিস্ট হলে এখান থেকে ভালো মানের একটা পেমেন্ট পাওয়া যেতে পারে। তাই যারা যারা করতেছেন তারা এটা আরো গুরুত্বপূর্ণ সহকারে করুন আর যারা এখনো করতেছেন না। তারা এটার কাজ শুরু করুন। তা না হলে পরে আফসোস করতে পারে।

আপনার কত Blum পয়েন্ট আছে? আর কতদিন যাবৎ এটা মাইনিং করতেছেন? আপনি এটা থেকে কি পরিমানে পেমেন্ট আশা করতেছেন
Blum আমি করতেছি। আমি মনেকরি Blum প্রজেক্টটি ভালো করবে। এটা ডগস কয়েন এর সাথে পার্টারশিপ আছে। এই প্রজেক্ট আমি প্রথম থেকে করছি। কিছু দিন পূর্বে মিনি গেম এর সাথে ডগস কয়েন ও দিচ্ছিলো। এখম আবার দেওয়া বন্ধ আছ।

আমার টোটাল blum  ২৩৫০০০. আমি মনেকরি, এটা থেকে মোটামুটি ভালো পেমেন্ট পাওয়া সম্ভব।
BLUM ভালো করবে এটা নিঃসন্দেহে বিশ্বাস করা যায় কারণ এটা টিম অনেক শক্তিশালী। তবে এটা কবে শেষ হবে এবং লিস্টিং কবে হবে সেটি নিয়ে এখনো স্পষ্ট কোন তথ্য পাওয়া যাচ্ছে না তার মানে মনে হচ্ছে এটি শেষ হতে সময় লাগবে। একটা সময় এটি করার জন্য অনেক এক্সাইটেড ছিলাম এবং যথেষ্ট পরিমাণ পয়েন্ট কালেক্ট করেছি তবে এখন এটি করতে বিরক্ত লাগে আমি শুধুমাত্র প্রতিদিন একবার করে ঢুকে প্রতিদিনের গেমের পাচ কালেক্ট করে রাখি কিন্তু গেম খেলি না। একদিকে সময়ের অভাব অন্যদিকে বিরক্তি। যদি লিস্টিং এর কোন অ্যানাউন্স পেতাম বা জানতে পারতাম যে এটি শেষ কবে তাহলে হয়তো বা মনকে সান্ত্বনা দিয়ে পয়েন্ট করতাম। অনেক আশাবাদী ছিলাম এটি নিয়ে তবে ধীরে ধীরে এটি থেকে আসা দূর হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ এটি ভালো করবে এবং ভালো পেমেন্ট দেবে এটা সত্য তবে দেরি হবে অনেক
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন Blum অন্য সকল প্রজেক্ট থেকে একটু দেরিতে পেমেন্ট করবে বলে মনে হচ্ছে। তবে আমার মনে হয় এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই টোকেন জেনারেশন ইভেন্ট সম্পন্ন হবে এবং বড় বড় এক্সেঞ্জার গুলোতে লিস্টের হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্লুমের টিম বাইনান্সের সিইও এর সাথে সাক্ষাৎ করেছে। তারমানে আমরা মনে করতে পারি যে ব্লুম বাইনান্সে লিষ্টেড হবে। আর বাইনান্সে লিস্টেড হলে ব্লুম আরো অনেক ভালো করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: JISAN on February 10, 2025, 05:04:25 PM
হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন Blum অন্য সকল প্রজেক্ট থেকে একটু দেরিতে পেমেন্ট করবে বলে মনে হচ্ছে। তবে আমার মনে হয় এই বছরের মধ্যে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই টোকেন জেনারেশন ইভেন্ট সম্পন্ন হবে এবং বড় বড় এক্সেঞ্জার গুলোতে লিস্টের হবে। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি ব্লুমের টিম বাইনান্সের সিইও এর সাথে সাক্ষাৎ করেছে। তারমানে আমরা মনে করতে পারি যে ব্লুম বাইনান্সে লিষ্টেড হবে। আর বাইনান্সে লিস্টেড হলে ব্লুম আরো অনেক ভালো করবে বলে আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
সকল ধরনের আয়ারড্রোপ থেকে লিভ নিয়েছি ভাই। আগে এয়ারড্র্যাপ বিশ্বাস করতাম না মাঝখানে কিছুদিন এয়ারড্রোপ করেছি কিন্তু দেখলাম এগুলো সম্পূর্ন সময়ের অপচয় ছাড়া কিছু না। হতে গোনা দুই একটা প্রজেক্ট ছাড়া কেউ পেমেন্ট দেয় না। খালি ধান্দা খোঁজে টন ট্রানজেকশন , স্টার খরচ হেনা তেনা করে পাবলিকের মিলিয়ন মিলিয়ন ডলার ধান্দা করতেছে এসব এয়ারড্রোর কোম্পানিরা। Blum টিম স্ট্রং একটি টিম এটা সত্যি আর এটাও সত্যি যে তারা বিনান্স এর এক্স কর্মচারী তবে তারাও নানান ধান্দা শুরু করছে। তাই আগের মতো আর এক্সপেক্টেশন নাই blum থেকে।
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: Royal Cap on March 18, 2025, 10:07:29 AM
আমিও ভাই টেলিগ্রামের কয়েকটা বটে কাজ করেছিলাম কয়েকটা থেকে পেমেন্ট পেয়েছিলাম এই Blum এও কাজ করেছিলাম কতগুলো পয়েন্ট হয়েছিল মনে নেই তবে প্রায় এক মাসের মত মেবি কাজ করেছিলাম কাজ করার পর আর কোন খবর ছিল না. তো যেই Bots থেকে পেমেন্ট পেয়েছি সেগুলো হচ্ছে একটি হচ্ছে Catizen আরেকটি হচ্ছে Hamster Combat.( সর্বাধিক আলোচিত টেলিগ্রাম Bot). আরো অনেক বটে কাজ করেছি তারা শুধু হচ্ছে ট্রানজেকশন করতে বলে ট্রানজেকশন না করতে পারলে পেমেন্ট দেবে না. মোটামুটি বলা যায় স্ক্যামি  কারন এরা আমাদের দিয়ে  প্রায় অনেক কাজ করিয়ে নেয়  বিনিময়ে যে টাকা দেয় তা দিয়ে চা খাওয়ার টাকা হয় না
Title: Re: Blum এয়ারড্রপটা কে কে করতেছে? কত কয়েন আছে আপনার?
Post by: JISAN on March 18, 2025, 05:23:16 PM
আমিও ভাই টেলিগ্রামের কয়েকটা বটে কাজ করেছিলাম কয়েকটা থেকে পেমেন্ট পেয়েছিলাম এই Blum এও কাজ করেছিলাম কতগুলো পয়েন্ট হয়েছিল মনে নেই তবে প্রায় এক মাসের মত মেবি কাজ করেছিলাম কাজ করার পর আর কোন খবর ছিল না. তো যেই Bots থেকে পেমেন্ট পেয়েছি সেগুলো হচ্ছে একটি হচ্ছে Catizen আরেকটি হচ্ছে Hamster Combat.( সর্বাধিক আলোচিত টেলিগ্রাম Bot). আরো অনেক বটে কাজ করেছি তারা শুধু হচ্ছে ট্রানজেকশন করতে বলে ট্রানজেকশন না করতে পারলে পেমেন্ট দেবে না. মোটামুটি বলা যায় স্ক্যামি  কারন এরা আমাদের দিয়ে  প্রায় অনেক কাজ করিয়ে নেয়  বিনিময়ে যে টাকা দেয় তা দিয়ে চা খাওয়ার টাকা হয় না
হুম ভাই সত্য কথা বলেছেন কিছুদিন এই সব মাইনিং বট গুলো নিয়ে অনেক হাইপ ছিল। সত্য বলতে আমি নিজেও এগুলো কিছুদিন করেছি কিন্তু আশানুরূপ পেমেন্ট কোনটি থেকেই পাইনি। BLUM এর টিম মেম্বার গুলো অনেক ভাল ছিল যার কারণে এটি থেকে ভালো কিছু আশা করেছিলাম খুব দ্রুত কিন্তু অনেক দীর্ঘ সময় পার হয়ে গেল এখন পর্যন্ত এটি থেকে কোন কিছু পেলাম না আমি অনেক আগে এটিতে কাজ করা ছেড়ে দিয়েছি কারণ তারা যেরকম নতুন নতুন টাস্ক নিয়ে আসতেছে তাতে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না আর ভালো কিছু পেতে হলে এখানে টাকা খরচ করতে হবে আর আমি কখনোই একটি এয়ারড্রোপ এর জন্য টাকা খরচ করতে রাজি নই।