Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => Topic started by: kulkhan on September 11, 2024, 10:07:08 PM

Title: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: kulkhan on September 11, 2024, 10:07:08 PM
আমাদের বাংলা বোর্ডে নতুন একজন মডারেটর সিলেক্ট করায় প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ দায়িত্বরত সকলকে কৃতজ্ঞতা জানাই। আমাদের বাংলা বোর্ড ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। যার জন্য আমাদের সকলের চাওয়ার ছিল বাংলা বোর্ডে আরো একজন মডারেট। Learn Bitcoin কে অভিনন্দন বাংলা বোর্ডের নতুন মডারেটর নির্বাচিত হওয়ার জন্য। আশা করি আপনি সুন্দরভাবে আমাদের এই বাংলা বোর্ডকে আরো প্রাণচঞ্চল ও প্রাণবন্ত করে তুলতে পারবেন। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করে আমাদের বাংলা বোর্ডকে সবচেয়ে একটি ভোট গুলোর ভিতরে নিয়ে আসতে পারবো এটা আমি বিশ্বাস করি। আমাদের বাংলা বোর্ডের প্রথম মডারেটর JISAN  ভাইও অনেক একটিভ এবং তার প্রচেষ্টায় এতদিন প্রাণবন্ত ছিল আশা করি এখন থেকে আরো বেশি প্রাণবন্ত হবে।
Title: Re: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: God Of Thunder on September 12, 2024, 08:11:23 AM
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
আমি মাত্র কালকেই মোডারেটর হলাম। লোকাল বোর্ড এর বাইরে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই। আর আমাদের লোকাল বোর্ড তেমন একটা একটিভ না। আমার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। তবে যেহেতু ফোরাম এডমিনিষ্ট্রেশন আমাকে সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করবো যতটুকু ফ্রেন্ডলি এবং প্রোডাক্টিভ থাকা যায় তা চেষ্টা করা। আমি আসলে একটু অবাকই হয়েছি যে আমি মোডারেটর হওয়ার চান্স পেয়েছি। আমি আসলে অনেক আগে এপ্লাই করেছিলাম, এতোদিন আর এই ব্যাপারে কাউকে নক করিনি। তারপর হটাৎ করেই এটা হলো। যাই হোক, আপনাকে ধন্যবাদ।
Title: Re: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: Ricardo11 on September 12, 2024, 08:12:32 AM
হ্যাঁ ভাই, এভাবেই আমাদের লোকাল বোর্ডটি আস্তে আস্তে এগিয়ে যাবে, আমাদের ভালো কাজ চালিয়ে যাওয়া উচিত, এবং নিজ দায়িত্বে বোর্ড কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিয়মিত পোস্ট করতে হবে, একটিভ হতে হবে. তাছাড়াও এখন আমরা আমাদের বোর্ডের আরো একজন মডারেটর হিসাবে Learn Bitcoin কে পেয়েছি, যিনি অত্তান্ত একটিভ। এখন আমাদেরও একটিভ হয়ে হবে Learn Bitcoin ভাইয়ের মতো, যাতে আমাদের বোর্ডটি অনেক বেশি এগিয়ে যায়. সবার জন্য শুভো কামনা রইলো, এবং Learn Bitcoin ভাই কে অনেক অনেক অভিনন্দন একজন সম্মানিত মডারেটর এচিভ করার জন্য, এককথায় বলা যায় যে এখন আমাদের লোকাল বোর্ড এর এখন ২ জন অভিবাবক, JISAN ভাই, Learn Bitcoin ভাই. এনারা অনেক পরিশ্রম করেন আমাদের বোর্ড কে এগিয়ে নেয়ার জন্য, এখন আমাদেরও পরিশ্রম করতে হবে আমাদের বোর্ডকে এগিয়ে নেয়ার জন্য।
Title: Re: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: kulkhan on September 12, 2024, 09:07:13 PM
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
আমি মাত্র কালকেই মোডারেটর হলাম। লোকাল বোর্ড এর বাইরে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই। আর আমাদের লোকাল বোর্ড তেমন একটা একটিভ না। আমার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। তবে যেহেতু ফোরাম এডমিনিষ্ট্রেশন আমাকে সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করবো যতটুকু ফ্রেন্ডলি এবং প্রোডাক্টিভ থাকা যায় তা চেষ্টা করা। আমি আসলে একটু অবাকই হয়েছি যে আমি মোডারেটর হওয়ার চান্স পেয়েছি। আমি আসলে অনেক আগে এপ্লাই করেছিলাম, এতোদিন আর এই ব্যাপারে কাউকে নক করিনি। তারপর হটাৎ করেই এটা হলো। যাই হোক, আপনাকে ধন্যবাদ।
প্রথমে কারোরই অভিজ্ঞতা থাকে না। আপনি শুরু করেছেন আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। আশা করি আপনার এই অভিজ্ঞতাটা খুব সুন্দর একটা অভিজ্ঞতা হবে। আমি আশা করব আপনার হাত ধরে আমাদের বাংলা বোর্ড টা আরো বেশি এগিয়ে যাবে।

আমি লক্ষ্য করছি আপনি শুধু আমাদের বাংলা লোকাল বোর্ডের মডারেটর নন। সাথে আপনাকে ডি টিম মেম্বার করা হয়েছে। যেটা এই ফোরামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আশা করি আপনি আপনার যোগ্যতার সহিত এই দায়িত্ব পালন করতে সমর্থ্য হবেন। আপনার জন্য শুভকামনা।
Title: Re: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: Azharul on September 18, 2024, 02:13:53 PM
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
আমি মাত্র কালকেই মোডারেটর হলাম। লোকাল বোর্ড এর বাইরে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই। আর আমাদের লোকাল বোর্ড তেমন একটা একটিভ না। আমার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। তবে যেহেতু ফোরাম এডমিনিষ্ট্রেশন আমাকে সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করবো যতটুকু ফ্রেন্ডলি এবং প্রোডাক্টিভ থাকা যায় তা চেষ্টা করা। আমি আসলে একটু অবাকই হয়েছি যে আমি মোডারেটর হওয়ার চান্স পেয়েছি। আমি আসলে অনেক আগে এপ্লাই করেছিলাম, এতোদিন আর এই ব্যাপারে কাউকে নক করিনি। তারপর হটাৎ করেই এটা হলো। যাই হোক, আপনাকে ধন্যবাদ।
বাংলা বোর্ড এ আপনাকে পেয়ে আমরা অনেক আনন্দিত। সেজন্য আমি বেক্তিগত ভাবে ফোরামের একজন সদস্য হিসেবে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমরা যারা এই ফোরাম কাজ করছি তারা সবাই যেন মিলেমিশে কাজ করতে পারি, আপনার মাধ্যমে সেই আহবান পেতে আমরা অনেক আগ্রহী। যেহেতু আপনাকে নতুন হিসেবে কাজ করতে দেখতে পাচ্ছি, সেহেতু আমরা মনে করছি আপনি অবশ্য সঠিক ভাবে ফোরামের সকল সদস্য দের আন্তরিকতা বুঝতে চেষ্টা করবেন। পরিশেষে আমরা আমাদের Learn Bitcoin ভাইকে আমাদের বোর্ডএর নতুন মডারেটর হিসাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
Title: Re: বাংলা বোর্ডের নতুন মডারেটর Learn Bitcoin কে অভিনন্দন।
Post by: DYING_S0UL on October 29, 2024, 11:28:01 AM
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
আমি মাত্র কালকেই মোডারেটর হলাম। লোকাল বোর্ড এর বাইরে আমাদের আসলে তেমন কোনো কাজ নেই। আর আমাদের লোকাল বোর্ড তেমন একটা একটিভ না। আমার এই ধরনের কাজের কোনো অভিজ্ঞতা নেই। তবে যেহেতু ফোরাম এডমিনিষ্ট্রেশন আমাকে সুযোগ দিয়েছেন, আমি চেষ্টা করবো যতটুকু ফ্রেন্ডলি এবং প্রোডাক্টিভ থাকা যায় তা চেষ্টা করা। আমি আসলে একটু অবাকই হয়েছি যে আমি মোডারেটর হওয়ার চান্স পেয়েছি। আমি আসলে অনেক আগে এপ্লাই করেছিলাম, এতোদিন আর এই ব্যাপারে কাউকে নক করিনি। তারপর হটাৎ করেই এটা হলো। যাই হোক, আপনাকে ধন্যবাদ।
অভিনন্দন Learn Bitcoin। বিটকয়েনটকে বাংলা কমিউনিটি যেভাবে শৃঙ্খল (লাইনে) রাখার ট্রাই করেন আশা করি অল্টকয়েনটকেও তেমনটা করে যাবেন। ভাই আপনার কিন্তু অনেকগুলো ট্রিট বাকি আছে, মনে রাইখেন। যাইহোক, মডারেটরে এপ্লাই করা যায় আমার জানা ছিলো না বা খেয়াল করি নাই। আমি জাস্ট জানতাম ট্রান্সলেটরের জন্য এপ্লিকেশন প্রযোজ্য। কোথায় এপ্লাই করছেন এটা যদি একটু জানাতেন। আপনার নামের পাশে দেখি, Sheriff লেখা, এটা কি এল্টটকের পুলিশ নাকি?  ::)



লক্ষ্য করছি আপনি শুধু আমাদের বাংলা লোকাল বোর্ডের মডারেটর নন। সাথে আপনাকে ডি টিম মেম্বার করা হয়েছে। যেটা এই ফোরামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। আশা করি আপনি আপনার যোগ্যতার সহিত এই দায়িত্ব পালন করতে সমর্থ্য হবেন।
ভাই ডি টিম কি? আমি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, বাউন্টি ম্যানেজার, এজেন্সি, লোকাল মড এইগুলো দেখছি। বাট ডি টিম দেখি নাই। এদের কাজ কি? আরেকটা জিনিস নোটিশ করলাম ব্লগিং টিম, এটা আবার কি? বিটকয়েনটকে এতো এতো মেম্বার বা রাঙ্ক নাই, হাতে গোনা কিছু। বাট এখানে প্রতিদিনই দেখি নতুন নতুন একটা মেম্বার বা রাঙ্ক বের হচ্ছে। মানুষ কনফিউজড হয়ে যায় (হয়তো আগে থেকেই ছিলো, বাট আমি অবগত না)।