Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => Topic started by: JISAN on September 12, 2024, 09:27:25 PM
-
Learn Bitcoin বাংলাদেশ লোকাল বোর্ডের নতুন Mod হয়েছে। এটা ভালো খবর। আশা করছি সে বাংলা বোর্ডে যথেষ্ট ভালো ভূমিকা পালন করবে এবং এখানে এক্টিভ থেকে সকল মেম্বারদের হেল্প করবে পাশাপাশি নতুন নতুন টপিক খুলে নতুন নতুন বিষয় সবাইকে শেখানোর বা জানানোর চেষ্টা করবে। আমি ব্যাক্তিগতভাবে খুশি যে আমি আমি ২য় একজন Mod পেলাম বাংলা বোর্ডে যে আমার বর্তমণে ও অবর্তমানে সবসময় আপনাদের সাহায্য করতে পারবে। আবারো অভিনন্দন Learn Bitcoin for selected as a Bangali Local Mod. আপনার জন্য শুভকামনা রইলো। আপনার আগামী দিনগুলো সুখের হোক।
-
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
তবে যেমনটা আমার প্রোফাইলে দেখছেন, আমি জুনিয়র মোডারেটর। আমার লেভেল একদম নতুন পর্যায়ের। যেহেতু আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই আমাকে চোখে চোখে রাখা হবে বলে মনে হচ্ছে। লোকাল বোর্ড এর সকলের সহযোগীতা পেলে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো। আমার তেমন টেকনিক্যাল নলেজ নেই যেটা দিয়ে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু শেখাতে পারবো। তবে আমি চেষ্টা করবো আমি যতোটুকু জানি, সেটা থেকেই সবাইকে হেল্প করার। আমি মোডারেটর না হলেও হয়তো যা জানি, সেটা নিয়ে হেল্প করতাম। যাই হোক, আরেকজন ফোরাম মেম্বার আমাকে অভিনন্দন জানিয়ে থ্রেড খুলেছেন, লিংক https://www.altcoinstalks.com/index.php?topic=324264.0 আমার মনে হয় আমরা একটা থ্রেড এই থাকা উচিৎ।
-
আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভাই।
তবে যেমনটা আমার প্রোফাইলে দেখছেন, আমি জুনিয়র মোডারেটর। আমার লেভেল একদম নতুন পর্যায়ের। যেহেতু আমার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, তাই আমাকে চোখে চোখে রাখা হবে বলে মনে হচ্ছে। লোকাল বোর্ড এর সকলের সহযোগীতা পেলে হয়তো আমি কন্টিনিউ করতে পারবো। আমার তেমন টেকনিক্যাল নলেজ নেই যেটা দিয়ে আমি এক্সট্রা অর্ডিনারি কিছু শেখাতে পারবো। তবে আমি চেষ্টা করবো আমি যতোটুকু জানি, সেটা থেকেই সবাইকে হেল্প করার। আমি মোডারেটর না হলেও হয়তো যা জানি, সেটা নিয়ে হেল্প করতাম। যাই হোক, আরেকজন ফোরাম মেম্বার আমাকে অভিনন্দন জানিয়ে থ্রেড খুলেছেন, লিংক https://www.altcoinstalks.com/index.php?topic=324264.0 আমার মনে হয় আমরা একটা থ্রেড এই থাকা উচিৎ।
আমার মনে হয় আমাদের বাংলা লোকাল বোর্ডের ফাস্ট মডারেটর JISAN ভাই আমার আগের দেওয়া পোস্টটি তার চোখে পড়েনি। এজন্য তিনি হয়তো আবার আরেকটা টপিক খুলেছেন। তাছাড়া JISAN ভাই ক্রিপ্টো জগতে অনেক পুরাতন এবং অত্যন্ত ট্যালেন্ট একজন মানুষ। তার কারণেই বাংলা বোর্ড এতদূর এগিয়েছে। আমি চাইবো আপনারা দুজন একসাথে মিলেমিশে এমন কি আমরা সবাই একসাথে মিলেমিশে আমাদের বাংলা লোকাল বোর্ডকে অনেকদূর এগিয়ে নিয়ে যেতে পারবো। আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি।