Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: kulkhan on September 20, 2024, 09:31:23 PM

Title: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: kulkhan on September 20, 2024, 09:31:23 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: God Of Thunder on September 21, 2024, 03:20:10 PM
ক্যাটিজেন আমি প্রথম দিকে কাজ করেছিলাম। কিন্তু কপাল খারাপ আমার আগের টেলিগ্রাম একাউন্ট ব্যান হয়ে যায়। যে কারনে পরে আর আমি ক্যাটিজেন এ জয়েন করি নাই। তবে আমার ছোট ভাই ১৫ টা টোকেন পেয়েছে সম্ভবত। এছাড়া পরিচিত অনেকেই নাকি ২ টা করে টোকেন পেয়েছে যেটা শুনে আমি অবাক হয়েছি। বেশিরভাগ ইউজার নাকি একদম অল্প এলোকেশন পেয়েছে। যদিও এর পেছনের কারন আমি ঘাটাঘাটি করতে যাই নাই। যেহেতু আমি নিজেই পাই নাই, এজন্য আর খোজ নেয়া হয় নাই। সত্যি বলতে ক্যাটিজেন এর গেম দেখে আমার কাছে মনে হয়নি তারা এয়ারড্রপ দিবে। কারন এই ধরনের গেম আমরা এর আগেও দেখেছি। এটা মূলত একটা কপি পেষ্ট গেম ছিলো। 
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: JISAN on September 21, 2024, 08:04:18 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।
CATIZEN এয়ারড্রপ থেকে সবার আশা ছিলো অনেক বড়। সবাই ভাবছেন যে বিড়ালের লেভেন অনুযায়ী টোকেন দিবে যার কারনে একটা মাস্টার লেভেলের একাউন্টের দাম উঠেছিলো $৬০০-৭০০ কিন্তু কেও বিক্রি করতে চায়নি। আমি নিজেও একজনের ডাইমন্ড লেভেল একাউন্টের দাম বলেছিলাম $২৫০ কিন্তু সে বিক্রি করেনি অথর্চ সে টোকেন পেয়েছেন মাত্র ৩২ টা যা আজমের বাজারে $২৮ এর মতো। আমি ভালো পরিমানে লাভ করেছি প্রি মার্কেট থেকে। কিছু টাকা দিয়া প্রি মার্কেট থেকে ক্যাটিজেন টোকেন কিনেছিলাম সেখান থেকে ভালো পরিমানে লাভ পেয়েছি। সকল এয়ারড্রপ হান্টাররা হতাশ হয়েছে cti এর পেমেন্ট দেখে।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: God Of Thunder on September 22, 2024, 07:54:57 AM
CATIZEN এয়ারড্রপ থেকে সবার আশা ছিলো অনেক বড়। সবাই ভাবছেন যে বিড়ালের লেভেন অনুযায়ী টোকেন দিবে যার কারনে একটা মাস্টার লেভেলের একাউন্টের দাম উঠেছিলো $৬০০-৭০০ কিন্তু কেও বিক্রি করতে চায়নি। আমি নিজেও একজনের ডাইমন্ড লেভেল একাউন্টের দাম বলেছিলাম $২৫০ কিন্তু সে বিক্রি করেনি অথর্চ সে টোকেন পেয়েছেন মাত্র ৩২ টা যা আজমের বাজারে $২৮ এর মতো। আমি ভালো পরিমানে লাভ করেছি প্রি মার্কেট থেকে। কিছু টাকা দিয়া প্রি মার্কেট থেকে ক্যাটিজেন টোকেন কিনেছিলাম সেখান থেকে ভালো পরিমানে লাভ পেয়েছি। সকল এয়ারড্রপ হান্টাররা হতাশ হয়েছে cti এর পেমেন্ট দেখে।

ক্যাট টোকেনের ব্যাপারে আপনার মতামত কি? ক্যাট টোকেন কিন্তু বিটগেট এর প্রি মার্কেটে আছে অলরেডি। এখানে অন্যান্য টাস্ক থেকে তেমন পয়েন্ট পাওয়া যাচ্ছে না। যারা টুন ট্রানজেকশন করছে, আর রেফার করতে পারতেছে, তারাই কেবল মোটামেটি ক্যাট টোকেন আর্ন করতে পারতেছে। তো, আমি আশা করতেছিলাম যে, ক্যাট টোকেন অনেকটা ডগস এর মতো হতে পারে। আর এটা যেহেতু বিটগেট প্রি মার্কেটে লিষ্টিং হয়ে আছে, এটা আরো কয়েকটা এক্সচেন্জ এ লিষ্টিং হতে পারে।

আমি চাচ্ছিলাম পি মার্কেট থেকে কিছু ক্যাটস টোকেন কিনে রাখতে। তবে এটা ভেবেও ভয় পাচ্ছি যে পরবর্তীতে যখন লিষ্টিং হবে, তখন কম দামে লিষ্টিং হতে পারে। সেই ক্ষেত্রে একটা লসের মুখোমুখি হতে পারি। আপনি এই টোকেনে কোনো ইনভেস্ট করেছেন কি?
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: Paragon2 on September 26, 2024, 06:20:17 AM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।

আর ভাই দুঃখের কথা বইলেন না, মাত্র ১১ টি টোকেন পেয়েছি। এবং এটি নয় ডলার পরিমাণ বিক্রি করেছি, তবে আমার চেয়ে যারা নিম্ন লেভেলগুলো ছিল সেগুলো তে আরো বেশি পেয়েছে। তবে আমি catigen টিমের বন্টন সম্পর্কে ধারণা পাচ্ছি না কারণ তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করেছে। আমার মনে হয় তারা ভুল ডেস্টিনেশন করেছে েগুলো বেশি র‍্যাঙ্কিং এবং ট্রানজেকশন করেছে তারা মূলত অল্প কিছু টোকেন পেয়েছে। এবং অথচ যারা মাস্টার লেভেলে পৌঁছেছিল তারাও সামান্য পরিমাণ টোকেন পেয়েছে তাই তাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি ঘৃণা করি।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: JISAN on September 26, 2024, 11:11:21 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।

আর ভাই দুঃখের কথা বইলেন না, মাত্র ১১ টি টোকেন পেয়েছি। এবং এটি নয় ডলার পরিমাণ বিক্রি করেছি, তবে আমার চেয়ে যারা নিম্ন লেভেলগুলো ছিল সেগুলো তে আরো বেশি পেয়েছে। তবে আমি catigen টিমের বন্টন সম্পর্কে ধারণা পাচ্ছি না কারণ তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করেছে। আমার মনে হয় তারা ভুল ডেস্টিনেশন করেছে েগুলো বেশি র‍্যাঙ্কিং এবং ট্রানজেকশন করেছে তারা মূলত অল্প কিছু টোকেন পেয়েছে। এবং অথচ যারা মাস্টার লেভেলে পৌঁছেছিল তারাও সামান্য পরিমাণ টোকেন পেয়েছে তাই তাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি ঘৃণা করি।
Catizen এয়ারড্রপ পেমেন্টের এর ক্ষেত্রেও সবাইকে হতাস করছে। এখন ইনভেস্টরসদেরও হতাস করছে। কারন সেই লিস্টিং এর দিন কিছুটা ভালো পাম্প করেছিলো তারপর থেকে প্রতিদিন এটাকে বিনান্সের টপ লুজারে দেখি। আজকে সব কয়েনের দাম বাড়তেছে আর এদিকে Cati এর দাম শুধু কমতেই আছে। বিটকয়েনের দাম বাড়লেও এটার দাম খালি কমে আবার বিটকয়েনে দাম কমলেও সাথে সাথে কমে। এটাকে অনেক স্ট্রং প্রজেক্ট মনে করেছিলাম তবে এটা ভালো প্রজেক্ট না। আবার ২৮ তারিখ staking এর রিওয়ার্ড দিবে তখন মার্কেটে cati sell এর চাপ বাড়বে আর আরো ডাম্প কররে। টেলিগ্রাম এর মাইনিং এয়ারড্রপ টোকেনগুলোর কোনো ভবিষ্যৎ নেই
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: smartaction on October 02, 2024, 04:29:41 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।

আর ভাই দুঃখের কথা বইলেন না, মাত্র ১১ টি টোকেন পেয়েছি। এবং এটি নয় ডলার পরিমাণ বিক্রি করেছি, তবে আমার চেয়ে যারা নিম্ন লেভেলগুলো ছিল সেগুলো তে আরো বেশি পেয়েছে। তবে আমি catigen টিমের বন্টন সম্পর্কে ধারণা পাচ্ছি না কারণ তারা কিভাবে ডিস্ট্রিবিউশন করেছে। আমার মনে হয় তারা ভুল ডেস্টিনেশন করেছে েগুলো বেশি র‍্যাঙ্কিং এবং ট্রানজেকশন করেছে তারা মূলত অল্প কিছু টোকেন পেয়েছে। এবং অথচ যারা মাস্টার লেভেলে পৌঁছেছিল তারাও সামান্য পরিমাণ টোকেন পেয়েছে তাই তাদের ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি ঘৃণা করি।
Catizen এয়ারড্রপ পেমেন্টের এর ক্ষেত্রেও সবাইকে হতাস করছে। এখন ইনভেস্টরসদেরও হতাস করছে। কারন সেই লিস্টিং এর দিন কিছুটা ভালো পাম্প করেছিলো তারপর থেকে প্রতিদিন এটাকে বিনান্সের টপ লুজারে দেখি। আজকে সব কয়েনের দাম বাড়তেছে আর এদিকে Cati এর দাম শুধু কমতেই আছে। বিটকয়েনের দাম বাড়লেও এটার দাম খালি কমে আবার বিটকয়েনে দাম কমলেও সাথে সাথে কমে। এটাকে অনেক স্ট্রং প্রজেক্ট মনে করেছিলাম তবে এটা ভালো প্রজেক্ট না। আবার ২৮ তারিখ staking এর রিওয়ার্ড দিবে তখন মার্কেটে cati sell এর চাপ বাড়বে আর আরো ডাম্প কররে। টেলিগ্রাম এর মাইনিং এয়ারড্রপ টোকেনগুলোর কোনো ভবিষ্যৎ নেই
তারা আপনাকে পেমেন্ট করেছে এটাই অনেক কিছু ভাই। এয়ারড্রপ থেকে অনেক বড় কিছু আশা করা বোকামি । তবে হ্যা তারা কিছুটা অন্যায্য পেমেন্ট করেছে ।যেমন যাদের বিড়ালের লেভেল ছিলো অনেক বেশি তারা সহজে তা করতে পাড়েনি, বিড়ালের লেভেল বাড়ানোর জন্য অনেক টাইম নষ্ট করতে হয়েছে অথবা টাকা খরচ করতে হয়েছে যেমন কেউ ক্লাউড ফোন কিনে এবং অটো বট কিনে ২৪ ঘন্টা গেম চালু করে রেখেছে। তবে সেই খরচ তাদের ওঠেনাই। তাই আমি মনে করি এয়ারড্রপ করে টাইম নষ্ট করা খুব বেশি ভালো সিদ্ধান্ত না।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: kulkhan on October 28, 2024, 10:30:01 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।
CATIZEN এয়ারড্রপ থেকে সবার আশা ছিলো অনেক বড়। সবাই ভাবছেন যে বিড়ালের লেভেন অনুযায়ী টোকেন দিবে যার কারনে একটা মাস্টার লেভেলের একাউন্টের দাম উঠেছিলো $৬০০-৭০০ কিন্তু কেও বিক্রি করতে চায়নি। আমি নিজেও একজনের ডাইমন্ড লেভেল একাউন্টের দাম বলেছিলাম $২৫০ কিন্তু সে বিক্রি করেনি অথর্চ সে টোকেন পেয়েছেন মাত্র ৩২ টা যা আজমের বাজারে $২৮ এর মতো। আমি ভালো পরিমানে লাভ করেছি প্রি মার্কেট থেকে। কিছু টাকা দিয়া প্রি মার্কেট থেকে ক্যাটিজেন টোকেন কিনেছিলাম সেখান থেকে ভালো পরিমানে লাভ পেয়েছি। সকল এয়ারড্রপ হান্টাররা হতাশ হয়েছে cti এর পেমেন্ট দেখে।
আসলে কেটিজেন কেমন যেন জগাখিচুরি পাকিয়ে ফেলছে বলে আমার মনে হয়। যার লেভেল সিলভার সেও ২ টা টোকেন পেয়েছে আবার যে আরো বেশি লেভেল সেও ২ টা টোকেন পেয়েছে। একজন ৩ মাস কাজ করে যে টোকেন পেয়েছে আবার একজন ২ দিন কাজ করে সেই টোকেন পেয়েছে। তারা কি হিসাব করলো বুঝতে পারলাম না।

যাই হোক আপনি বড়ো লচের হাত থেকে রক্ষা পেয়েছেন। আপনি যদি $২৫০ ডলার দিয়ে ঐ একাউন্ট টা কিনতেন তাহলে অনেক লচ হতো। কারন কেটিজেন হিসাব ঠিক মতো করেনি। যার জন্য অতো বড়ো একাউন্ট হওয়ার পরও মাত্র ৩২ টোকেন পাইছে।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: DYING_S0UL on October 29, 2024, 03:16:28 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।

টেলি-ল্যানসিং করা ছেড়ে দিসি ভাই। ২-৩ মাস ধরে কাজ করে যখন দেখবেন ২০ ডলার ৩০ ডলার ধরায় দিতেছে তখন আর এসব করতে মনে চাইবে না। অনেকগুলোই করতাম, বাট এখন আর মনের ভুলেও ঢুকি না, মিলিয়ন মিলিয়ন পয়েন্ট পড়ে আছে। নট কয়েনের পর যত প্রজেক্ট আসছে, তার বেশিরভাগই টাইম ওয়েস্ট টাইপ প্রজেক্ট। একদমই পেমেন্ট করে নি যে তাও না, যা করছে তাতে চা-বিস্কুটের খরচও আসে না (সারকাজম করে বল্লাম)। এইজন্য এখন আর করিনা। পরিচিত অনেকেই করে এখনো করতেছে, এই ১০ ডলার ২০ ডলার ৩০ ডলার পায়। সারাদিন কাজকাম না থাকলে করাই যায়। নটকয়েন একমাত্র প্রজেক্ট যেটায় আমি এক সপ্তাহের কম কাজ করছিলাম, ২-৪ দিন মেইবি, বিনিময়ে ৩০ ডলার পাইছিলাম।

যাইহোক, অনেকদিন ধরে টেলিগ্রাম বট ফলো করিনা, নিউ কোনো জেম এর সন্ধান আছে? আর বর্তমান হাইপ চলে কোনটা নিয়ে? লাস্ট যখন দেখছিলাম তখন ব্লুম নিয়ে অনেক লাফালাফি লক্ষ করছি।
Title: Re: ক্যাটিজেন পেমেন্ট করেছে কে কত পাইলেন?
Post by: Wonder Work on October 30, 2024, 03:29:52 PM
টেলিগ্রাম বট এয়ারড্রপ প্রজেক্ট ক্যাটিজেন পেমেন্ট করেছে। বাইনান্স বাইবিট, বিটগেট সহ আরো অনেক এক্সেঞ্জারে একসাথে $CATI টোকেন লিস্টেড হয়েছে। আমি মাত্র ২৯ টা টোকেন পেয়েছিলাম। যেটা ৩০ ডলারে বিক্রয় করে দিছি। ক্যাটিজেন কি হিসাব করে টোকেন দিল বুঝলাম না। যার বিশ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে আবার যার পাচ লেভেল সেও দুইটা টোকেন পেয়েছে। যাইহোক কিছু তো পাওয়া গেল। আপনারা কে কয়টা টোকেন পেয়েছেন, কত ডলারের সেল করলেন জানাবেন।

টেলি-ল্যানসিং করা ছেড়ে দিসি ভাই। ২-৩ মাস ধরে কাজ করে যখন দেখবেন ২০ ডলার ৩০ ডলার ধরায় দিতেছে তখন আর এসব করতে মনে চাইবে না। অনেকগুলোই করতাম, বাট এখন আর মনের ভুলেও ঢুকি না, মিলিয়ন মিলিয়ন পয়েন্ট পড়ে আছে। নট কয়েনের পর যত প্রজেক্ট আসছে, তার বেশিরভাগই টাইম ওয়েস্ট টাইপ প্রজেক্ট। একদমই পেমেন্ট করে নি যে তাও না, যা করছে তাতে চা-বিস্কুটের খরচও আসে না (সারকাজম করে বল্লাম)। এইজন্য এখন আর করিনা। পরিচিত অনেকেই করে এখনো করতেছে, এই ১০ ডলার ২০ ডলার ৩০ ডলার পায়। সারাদিন কাজকাম না থাকলে করাই যায়। নটকয়েন একমাত্র প্রজেক্ট যেটায় আমি এক সপ্তাহের কম কাজ করছিলাম, ২-৪ দিন মেইবি, বিনিময়ে ৩০ ডলার পাইছিলাম।

যাইহোক, অনেকদিন ধরে টেলিগ্রাম বট ফলো করিনা, নিউ কোনো জেম এর সন্ধান আছে? আর বর্তমান হাইপ চলে কোনটা নিয়ে? লাস্ট যখন দেখছিলাম তখন ব্লুম নিয়ে অনেক লাফালাফি লক্ষ করছি।
ভাই আমিও সব করা ছাইড়া দিছি এইসব আর ভালো লাগেনা। প্রচুর সময় ওয়েস্ট হয় এটা করে দেখা যায় যেন আরো অন্যান্য কাজের প্রচুর সমস্যা হয় সেজন্য এখন আর করি না। বর্তমান সময়ে শুধু আমি হট কয়টা ক্লেম করতেছি এছাড়া আর কোনটা করি না। আশেপাশের ছোট ভাই ব্রাদাররা প্রচুর পরিমাণে করতেছে ওদের প্রচুর সময় আছে এটা ছাড়া আর কোন সময় নাই সেজন্য ওরা করতেছে কিন্তু আমি এটা করি না এখন বোরিং লাগে ভাই এগুলা করতে।

ভাই শুধু হট কয়েন নিয়ে আছি এটা আমি ছাড়বো না কারণ আমি এটা প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছি দেখা যাক সামনে এটা নিয়ে কি হয়।