Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => নতুনদের => Topic started by: BlackHatSojib on October 05, 2024, 05:33:37 PM

Title: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: BlackHatSojib on October 05, 2024, 05:33:37 PM
একটা জিনিস দেখে খুব আশ্চর্য হই। সেটা হলো বাংলাদেশের বেশীরভাগ কম্পিউটার ব্যাবহারকাররী ক্র্যাক করা উইন্ডোজ ইউজ করে অথচ লিনাক্স ভিত্তিক হাজার হাজার ফ্রী অপারেটিং সিস্টেম আছে। যা তারা চাইলেই ফ্রীতে ইউজ করতে পারে। বাংলাদেশের বেশীরভাগ মানুষ কম্পিউটার অপারেটিং সিস্টেম হিসাবে শুধু উইন্ডোজকেই চিনে। লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমগুলা উইন্ডোজ এর তুলনায় অনেক লাইটওয়েট হওয়ার কারণে পুরাতন মেশিনেও অনেক ভালো পারফর্ম করতে পারে।

লিনাক্স এর হাজার হাজার অপারেটিং সিস্টেম থাকলেও জনপ্রিয়তার দিক থেকে উবুন্টু, ফেডোরা, ডেবিয়ান, লিনাক্সমিন্ট, আর্চ লিনাক্স এইগুলা সবচেয়ে বেশী জনপ্রিয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলো বেশী মানুষ ইউজ না করলেও আমরা প্রায় সবাই দৈনন্দিন জীবণে লিনাক্স এর সাথে জড়িত এর সবচেয়ে বড়ো কারণ পৃথিবীর প্রায় ৭০-৯০% ওয়েব সার্ভার লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে। লিনাক্স এর এতো বিপুল ব্যাবহার এর অন্যতম কারণ এর নিরাপত্তা এবং এটি ওপেন সোর্স। ক্লাউড সার্ভার, ডেটা সেন্টার এবং হোস্টিং সার্ভারগুলাতে লিনাক্স এর ব্যাপক ব্যাবহার লক্ষ্য করা যায়।

আরো মজার ব্যাপার হচ্ছে আমরা যেই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করি সেটিও কিন্তু লিনাক্স কার্নেল এর উপর ভিত্তি করেই তৈরি করা। তবে দিন দিন লিনাক্স ডেক্সটপ ডিস্ট্রিবিউশনগুলোর ব্যাবহার ও বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে যা একটি ভালো দিক, কারণ লিনাক্স এর নিরাপত্তা উইন্ডোজ এর চাইতে অনেক বেশী। আমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানেও ডেক্সটপ এ উবুন্টু ব্যাবহার করতে দেখেছি। একজন লিনাক্স ইউজার হিসাবে আসলে এটি আমার কাছে একটি ভালো লাগার বিষয়।

আগামী দিনে আমি এমন একটি কমিউনিটি তৈরি করতে চাই যেখানে বাংলাদেশের সকল লিনাক্স ব্যাবহারকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, একজন আরেকজন এর সাথে নিজেদের সমস্যাগুলো শেয়ার করে সমাধান নিতে পারবে। আমি আশা রাখি খুব শীগ্রয়ই বাংলাদেশের একটা বিশাল অংকের কম্পিউটার ব্যাবহারকারী উইন্ডোজকে বিদায় জানিয়ে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম এর ব্যাবহার শুরু করবে।

আমি আমার ব্যাক্তিগত কম্পিউটার এ মাঞ্জারো ইউজ করি যেটি একটি আর্চ লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম।
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: Crypto Library on October 05, 2024, 09:35:18 PM
প্রথমেই আপনাকে স্বাগতম জানাইতে চাই আল্ট কয়েন টক ফোরামে আমি আশা করতেছিলাম যে আপনি এই  ফোরামেও অতি দ্রুতই ইন্টার করবেন।

যাই হোক যেমনটা বিটকয়েন টক ফোরামে বলেছিলাম এখানেও একই কথা বলবো যে লিনাক্স এর প্রতি মানুষ কম এট্রাক্ট কারণ এটির ইন্টারফেস ডেভলপার ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নয় যদিও এখন কিছু কিছু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে আসতেছে তবুও উইন্ডোজ এর চাইতে কম।
তবে ভাই আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে লিনাক্সে হাজার হাজার ফ্রি অপারেটিং সিস্টেম রয়েছে তবে সবগুলোই কি  সিকিউর? সবগুলোতে কি ইউজারের  প্রাইভেসি মেইনটেইন হবে? আর যদি না হয় সেগুলোকে বাছাই করার সিস্টেম অবশ্যই জানানো উচিত।
যাই হোক আরেকটা কথা আপনি হুবহু বিটকয়েন টক ফোরামের পোস্টটি কপি করে পেস্ট করেছেন।  এটি এখানে  নিরুৎসাহিত করে।
  • ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে  টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে। 
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: God Of Thunder on October 06, 2024, 05:28:56 PM
যাই হোক আরেকটা কথা আপনি হুবহু বিটকয়েন টক ফোরামের পোস্টটি কপি করে পেস্ট করেছেন।  এটি এখানে  নিরুৎসাহিত করে।
  • ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে  টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে। 

এই ব্যাপারে আমি বলবো যদি লেখক নিজেই সেই ফোরামের লেখক হোন, তাহলে এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তবুও প্লাগারিজম রিপোর্ট এড়ানোর জন্য সোর্স লিংক এড করা যেতে পারে। কেউ যদি সোর্স লিংক এড না করে, তাহলেও সমস্যা হওয়ার কথা না। যেহেতু দুই জায়গার ব্যাকি/লেখক একই, এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও আমি এই ব্যাপারে জিসান ভাইয়ের মতামত জানতে চাইবো।

আমি এই ফোরামে অলরেডি এরকম কিছু টপিক পোষ্ট করেছি যেগুলো আমি বিটকয়েনটকেও পোষ্ট করেছি। শুধু আমি না, আরো অনেকেই করেছেন। তবে যদি কেউ শুধুমাত্র তাদের পোষ্ট সংখ্যা বাড়ানোর জন্য অন্য কারো লেখা সোর্স দিয়ে পোষ্ট করে, সেই ক্ষেত্রে টপিক ডিলেট করা যেতে পারে। আমি যদি আমার পোষ্ট সংখ্যা বাড়ানোর জন্য আপনার লেখা কপি করে সোর্স বসিয়ে দেই, এটা দেখতেও খারাপ লাগে। এসব ক্ষেত্রে টপিক লক/ডিলেট করা যেতে পারে।
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: JISAN on October 06, 2024, 06:46:47 PM
যাই হোক আরেকটা কথা আপনি হুবহু বিটকয়েন টক ফোরামের পোস্টটি কপি করে পেস্ট করেছেন।  এটি এখানে  নিরুৎসাহিত করে।
  • ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে  টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে। 

এই ব্যাপারে আমি বলবো যদি লেখক নিজেই সেই ফোরামের লেখক হোন, তাহলে এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তবুও প্লাগারিজম রিপোর্ট এড়ানোর জন্য সোর্স লিংক এড করা যেতে পারে। কেউ যদি সোর্স লিংক এড না করে, তাহলেও সমস্যা হওয়ার কথা না। যেহেতু দুই জায়গার ব্যাকি/লেখক একই, এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও আমি এই ব্যাপারে জিসান ভাইয়ের মতামত জানতে চাইবো।
ভাই এই পোস্টটি অবশ্যই সোর্স লিংকটা অ্যাড করা উচিত কারণ তিনি তার একাউন্ট এখানে টেলিপোর্ট করেননি যার কারণে এটিকে কেউ প্লাগারিজম ধরতে পারে। কারণ Bitcointalk এ থাকার কোন একাউন্টের নাম ব্যবহার করে কেউ এ ফোরামে একাউন্ট ক্রিয়েট করতে পারে তাতে কোনো অথোরাইজেশন এর প্রয়োজন হবে না। কারণ আপনার স্বাধীনতা আছে আপনি যেকোনো নাম ব্যবহার করে এই ফোরামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ এসব ফোরামে সবাই একটি ছদ্মনাম ব্যবহার করতে চায় নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য। তাই যদি কোন একাউন্ট টেলিপোর্ট করা না থাকে তাহলে সে নিজের করা  Btt পোস্টও যদি এখানে পোস্ট করে তাহলে তার সোর্স লিংক অ্যাড করা উচিত।

তাই আমি তাকে বলবো সোর্স লিংকটি তার পোস্টে যুক্ত করার জন্য
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: Crypto Library on October 06, 2024, 06:58:48 PM
এই ব্যাপারে আমি বলবো যদি লেখক নিজেই সেই ফোরামের লেখক হোন, তাহলে এই ক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। তবুও প্লাগারিজম রিপোর্ট এড়ানোর জন্য সোর্স লিংক এড করা যেতে পারে। কেউ যদি সোর্স লিংক এড না করে, তাহলেও সমস্যা হওয়ার কথা না। যেহেতু দুই জায়গার ব্যাকি/লেখক একই, এই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা না। যদিও আমি এই ব্যাপারে জিসান ভাইয়ের মতামত জানতে চাইবো।

আমি এই ফোরামে অলরেডি এরকম কিছু টপিক পোষ্ট করেছি যেগুলো আমি বিটকয়েনটকেও পোষ্ট করেছি। শুধু আমি না, আরো অনেকেই করেছেন। তবে যদি কেউ শুধুমাত্র তাদের পোষ্ট সংখ্যা বাড়ানোর জন্য অন্য কারো লেখা সোর্স দিয়ে পোষ্ট করে, সেই ক্ষেত্রে টপিক ডিলেট করা যেতে পারে। আমি যদি আমার পোষ্ট সংখ্যা বাড়ানোর জন্য আপনার লেখা কপি করে সোর্স বসিয়ে দেই, এটা দেখতেও খারাপ লাগে। এসব ক্ষেত্রে টপিক লক/ডিলেট করা যেতে পারে।
আপনার কয়েকটি পোস্ট দেখেছি আমি এবং আপনি যদি লক্ষ্য করেন আমার নিজেরও কয়েকটি পোস্ট রয়েছে যেগুলোর মধ্যে কিন্তু লক্ষ্য করলে দেখবেন হুবহু মিল নেই সেখানে কিছুটা হলেও ভিন্নতা রয়েছে আর বেশি না এই কথাটা উল্লেখ করে দিলেও হবে যে আমি "এই বিষয়ে বিটকয়েন টক ফোরামেও আলোচনা করেছি আর ভাবলাম এই ফোরামেও আলোচনা করা উচিত"
আর তাছাড়া আপনার টপিকগুলো ইম্পোর্টেন্ট ছিল  আমি এটা বলতেছি না যে BlackHatSojib ভাইয়ের এই টপিকটা ইম্পরট্যান্ট না। আমি জাস্ট আগে থেকেই সতর্ক করে দিচ্ছি কারণ আপনি এবং আমরা সবাই জানি যে নতুন অ্যাকাউন্ট দের প্রতি সবারই নজর থাকে তার ওপরে যদি হয় বাংলাদেশি বা দক্ষিণ এশিয়ান তাহলে একটু ভুল থাকলেই ওটাকে ধরেই নানান রকমের ট্যাগ লাগিয়ে দিবে। সো এই বিষয়ে  আমি নিজেদেরকে নিজেরাই পূর্বে সতর্ক করার চেষ্টা করি।  :P
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: BlackHatSojib on October 06, 2024, 11:11:36 PM
প্রথমেই আপনাকে স্বাগতম জানাইতে চাই আল্ট কয়েন টক ফোরামে আমি আশা করতেছিলাম যে আপনি এই  ফোরামেও অতি দ্রুতই ইন্টার করবেন।

যাই হোক যেমনটা বিটকয়েন টক ফোরামে বলেছিলাম এখানেও একই কথা বলবো যে লিনাক্স এর প্রতি মানুষ কম এট্রাক্ট কারণ এটির ইন্টারফেস ডেভলপার ফ্রেন্ডলি ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নয় যদিও এখন কিছু কিছু লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস নিয়ে আসতেছে তবুও উইন্ডোজ এর চাইতে কম।
তবে ভাই আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে লিনাক্সে হাজার হাজার ফ্রি অপারেটিং সিস্টেম রয়েছে তবে সবগুলোই কি  সিকিউর? সবগুলোতে কি ইউজারের  প্রাইভেসি মেইনটেইন হবে? আর যদি না হয় সেগুলোকে বাছাই করার সিস্টেম অবশ্যই জানানো উচিত।
যাই হোক আরেকটা কথা আপনি হুবহু বিটকয়েন টক ফোরামের পোস্টটি কপি করে পেস্ট করেছেন।  এটি এখানে  নিরুৎসাহিত করে।
  • ইম্পর্টেন্ট টপিক ছাড়া কোন ওয়েবসাইট কিংবা অন্য কোন ফোরাম থেকে টেক্সট কপি করে সোর্স লিংক অ্যাড করে করে  টপিক ক্রিয়েট করে কিংবা পোস্ট করে নিজের পোস্ট সংখ্যা দ্রুত বাড়ানোর চেষ্টা করবেন না তাহলে পোস্ট/টপিক ডিলিট করা হবে। 

ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আগামীতে পোষ্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়গুলো খেয়াল করবো। আমি বিটকয়েনটক এর লেখা এখানে দেওয়ার আগে অবশ্য আমার বন্ধু Learn Bitcoin এর সাথে আলাপ করছিলাম যে কোনো সমস্যা হবে কিনা।

লিনাক্স একটি ওপেন সোর্স কার্ণেল। তাই যে কেউ ইচ্ছা করলেই এই কার্ণেল এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে। সব অপারেটিং সিস্টেম যে সিকিউর তা একদমই নয়। অনেক অপারেটিং সিস্টেমে অনেক বাগ থাকে। তবে ডেভেলপার রা সবসময় গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখে।

নিয়মিত আপডেট না করা বা সিকিউরিটির সেটিংসগুলায় খেয়াল না রেখে অসচেতনভাবে ব্যাবহার করলে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ও নানানরকম ঝুঁকিতে ফেলতে পারে। লিনাক্স ওপেন সোর্স হওয়াতে এর সোর্স কোডগুলো সবাই দেখতে পারে যার ফলে কোনো নিরাপত্তা ঝুকি থাকলে তা দ্রুত সনাক্ত ও সমাধান করা সম্ভব হয়।
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: God Of Thunder on October 07, 2024, 10:15:00 AM
ভাই এই পোস্টটি অবশ্যই সোর্স লিংকটা অ্যাড করা উচিত কারণ তিনি তার একাউন্ট এখানে টেলিপোর্ট করেননি যার কারণে এটিকে কেউ প্লাগারিজম ধরতে পারে। কারণ Bitcointalk এ থাকার কোন একাউন্টের নাম ব্যবহার করে কেউ এ ফোরামে একাউন্ট ক্রিয়েট করতে পারে তাতে কোনো অথোরাইজেশন এর প্রয়োজন হবে না। কারণ আপনার স্বাধীনতা আছে আপনি যেকোনো নাম ব্যবহার করে এই ফোরামে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। কারণ এসব ফোরামে সবাই একটি ছদ্মনাম ব্যবহার করতে চায় নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখার জন্য। তাই যদি কোন একাউন্ট টেলিপোর্ট করা না থাকে তাহলে সে নিজের করা  Btt পোস্টও যদি এখানে পোস্ট করে তাহলে তার সোর্স লিংক অ্যাড করা উচিত।

তাই আমি তাকে বলবো সোর্স লিংকটি তার পোস্টে যুক্ত করার জন্য

Make sense.
আপনার যক্তি বুঝতে পেরেছি এবং আমিও আপনার সাথে একমত। যদিও সে পোষ্ট করার আগে আমাকে প্রাইভেট এ মেসেজ করে জিজ্ঞেস করেছে যে কোনো সমস্যা হবে কি না। আমি তাকে বলেছি যে লেখা যদি তোমার নিজের হয়, তাহলে কোনো সমস্যা হবে না কারন সেল্ফ প্লাগিয়ারিজম বলে কোনো কথা নেই। তবে আপনার যুক্তি ঠিক আছে। যেহেতু একাউন্ট টি টেলিপোর্টেড না, তাই কনফিউশন হতে পারে। তবে সজিবের বিটকয়েনটক ফোরামের একাউন্ট এ অলরেডি অল্টকয়েনটক ফোরামের লিংক দেয়া আছে।

ধন্যবাদ ভাই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। আগামীতে পোষ্ট করার ক্ষেত্রে অবশ্যই আমি এই বিষয়গুলো খেয়াল করবো। আমি বিটকয়েনটক এর লেখা এখানে দেওয়ার আগে অবশ্য আমার বন্ধু Learn Bitcoin এর সাথে আলাপ করছিলাম যে কোনো সমস্যা হবে কিনা।

লিনাক্স একটি ওপেন সোর্স কার্ণেল। তাই যে কেউ ইচ্ছা করলেই এই কার্ণেল এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করতে পারে। সব অপারেটিং সিস্টেম যে সিকিউর তা একদমই নয়। অনেক অপারেটিং সিস্টেমে অনেক বাগ থাকে। তবে ডেভেলপার রা সবসময় গ্রাহকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ খেয়াল রাখে।

নিয়মিত আপডেট না করা বা সিকিউরিটির সেটিংসগুলায় খেয়াল না রেখে অসচেতনভাবে ব্যাবহার করলে লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ও নানানরকম ঝুঁকিতে ফেলতে পারে। লিনাক্স ওপেন সোর্স হওয়াতে এর সোর্স কোডগুলো সবাই দেখতে পারে যার ফলে কোনো নিরাপত্তা ঝুকি থাকলে তা দ্রুত সনাক্ত ও সমাধান করা সম্ভব হয়।

তোমার পুরো পোষ্ট কোট এর ভেতরে ডুকে গেছে। এটা এডিট করে ঠিক করে নাও। আর তোমার মেইন থ্রেড টা এডিট করে বিটকয়েনটক এর যে পোষ্ট আছে, সেটার লিংক দিয়ে দাও। যেহেতু কপি পেষ্ট পোষ্ট, লেখক নিজে হলেও তোমার পোষ্ট এ সোর্স ব্যাবহার করা লাগবে কারন তোমার একাউন্ট টেলিপোর্টেড না।
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: BlackHatSojib on October 07, 2024, 10:18:38 AM

তোমার পুরো পোষ্ট কোট এর ভেতরে ডুকে গেছে। এটা এডিট করে ঠিক করে নাও। আর তোমার মেইন থ্রেড টা এডিট করে বিটকয়েনটক এর যে পোষ্ট আছে, সেটার লিংক দিয়ে দাও। যেহেতু কপি পেষ্ট পোষ্ট, লেখক নিজে হলেও তোমার পোষ্ট এ সোর্স ব্যাবহার করা লাগবে কারন তোমার একাউন্ট টেলিপোর্টেড না।
আপডেট করে দিয়েছি আগের পোষ্ট আর সোর্স এড কিভাবে করবো এক্সটারনাল লিংক আমি দিতে পারিনা নট এলাউড দেখায়।
Title: Re: লিনাক্স নিয়ে কিছু কথা
Post by: God Of Thunder on October 07, 2024, 10:26:50 AM

তোমার পুরো পোষ্ট কোট এর ভেতরে ডুকে গেছে। এটা এডিট করে ঠিক করে নাও। আর তোমার মেইন থ্রেড টা এডিট করে বিটকয়েনটক এর যে পোষ্ট আছে, সেটার লিংক দিয়ে দাও। যেহেতু কপি পেষ্ট পোষ্ট, লেখক নিজে হলেও তোমার পোষ্ট এ সোর্স ব্যাবহার করা লাগবে কারন তোমার একাউন্ট টেলিপোর্টেড না।
কোট এর বাহিরেই আমার লেখা তবুও ভেতরে চলে গেছে কেনো বুঝতেছিনা। আর সোর্স এড কিভাবে করবো এক্সটারনাল লিংক আমি দিতে পারিনা নট এলাউড দেখায়।

কোট অলরেডি ঠিক করে ফেলেছো দেখছি। যদি সোর্স লিংক এড করা না যায়, এই ক্ষেত্রে লিখে দিতে পারো যে একই টপিক বিটকয়েনটকে লেখা হয়েছে এবং সেটার লেখক আমি নিজেই। আর চেষ্টা করবা পোষ্টগুলো একটু বড় করার জন্য। রিপ্লাই দিলেও সেটা লম্বা করার চেষ্টা করবা। কারন ছোট ছোট ১ লাইন বা দুই লাইনের পোষ্ট গুলো কে লো কোয়ালিটি পোষ্ট বা স্প্যাম হিসেবে ধরা হয়ে থাকে। এসব পোষ্ট রিপোর্ট করা হলে বেশিরভাগ সময় মোডারেটর সেগুলো ডিলেট করে দেয়। যদিও তুমি এখন একদম নতুন, ফোরামের সাথে আস্তে আস্তে পরিচিত হতে থাকো, আর পুরাতন পোষ্টগুলো পড়তে থাকো। একসময় তুমিও সব বুঝে যাবে আর অন্যদের কে তখন হেল্প করতে পারবে। আর তোমার রেংক বাড়লে তখন তুমিও এক্সটারনাল লিংক শেয়ার করতে পারবে। আপাতত যত বেশি পড়তে পারো ততো ভালো।