Altcoins Talks - Cryptocurrency Forum
Local => বাংলা (Bengali) => ক্রিপ্টোকুরেন্সি খবর => Topic started by: Wonder Work on October 19, 2024, 09:32:56 AM
-
আমি এখানে জয়েন করেছি ৯ অক্টোবর। পরে আমি এডমিনের সাহায্যে অ্যাকাউন্টটি Teleported করেছি। এখানে আমার এখন প্রশ্ন হচ্ছে আমি Full Member আছি, এখানে আমার একটিভিটি দেখতে পাচ্ছি ১৪২। এখন আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী রাঙ্ক অর্জন করার জন্য আমার কতগুলো পোস্ট করতে হবে এবং আমার অ্যাক্টিভিটি কত হতে হবে? এবং আমার একাউন্টের বয়স কত হতে হবে? এই বিষয়টা সম্পর্কে আমারে ক্লিয়ার একটা ধারণা দিবেন অভিজ্ঞ ব্যক্তিরা।
যদি আমি পূর্বে দেখতে পেয়েছি ফোরাম রেংক ওখানে ফুল মেম্বারের জন্য ১৩৬ রিকোয়ারমেন্ট পোস্ট লাগবে। টেলিপোর্ট করার পর আমার এখন 142 Activity আছে, আমি ৮ টা পোষ্টের মতো করেছি এখানে টেলিপোর্ট করার জন্য দুইটা পোস্ট আছে। তাহলে কি আমার পরবর্তী রাঙ্ক এর জন্য ১৩৬ থেকেই পোস্ট শুরু হবে নাকি আমার প্রথম থেকে সব পোস্ট কাউন্ট হবে?
-
আমি এখানে জয়েন করেছি ৯ অক্টোবর। পরে আমি এডমিনের সাহায্যে অ্যাকাউন্টটি Teleported করেছি। এখানে আমার এখন প্রশ্ন হচ্ছে আমি Full Member আছি, এখানে আমার একটিভিটি দেখতে পাচ্ছি ১৪২। এখন আমার প্রশ্ন হচ্ছে পরবর্তী রাঙ্ক অর্জন করার জন্য আমার কতগুলো পোস্ট করতে হবে এবং আমার অ্যাক্টিভিটি কত হতে হবে? এবং আমার একাউন্টের বয়স কত হতে হবে? এই বিষয়টা সম্পর্কে আমারে ক্লিয়ার একটা ধারণা দিবেন অভিজ্ঞ ব্যক্তিরা।
যদি আমি পূর্বে দেখতে পেয়েছি ফোরাম রেংক ওখানে ফুল মেম্বারের জন্য ১৩৬ রিকোয়ারমেন্ট পোস্ট লাগবে। টেলিপোর্ট করার পর আমার এখন 142 Activity আছে, আমি ৮ টা পোষ্টের মতো করেছি এখানে টেলিপোর্ট করার জন্য দুইটা পোস্ট আছে। তাহলে কি আমার পরবর্তী রাঙ্ক এর জন্য ১৩৬ থেকেই পোস্ট শুরু হবে নাকি আমার প্রথম থেকে সব পোস্ট কাউন্ট হবে?
আপনি ইতিমধ্যেই Full Member. এবং teleport করার পর আপনার যতগুলো পোস্ট কাউন্ট দেখিয়েছে সেখান থেকেই আপনার পোস্টের কাউন্ট শুরু হবে। আপনি যদি একটু ফোরাম ঘোরাঘুরি করতেন তাহলে এই সকল প্রশ্নের উত্তর আপনি পেয়ে যেতেন। তবে আপনি তা করেননি বরং এখানে একটি টপিক ক্রিয়েট করেছেন। যাই হোক আপনার পরবর্তী Rank বা Sr Member অর্জন করার জন্য আপনার প্রয়োজন হবে টোটাল ৩১২ post থাকতে হবে আপনার প্রোফাইলে. এর মানে এই নয় যে আপনার ৩১২ টি পোস্ট করতে হবে । আপনার প্রোফাইলে টোটাল এই পোস্ট সংখ্যা যখন আপনি দেখতে পাবেন তখন বুঝবেন যে আপনি পরবর্তী Rank Sr Member এ পদোন্নতি পেতে চলেছেন। এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য Admin এর পাবলিস্ট করা টপিক পড়ুন ।
https://www.altcoinstalks.com/index.php?topic=316199.msg1480421#msg1480421
এখানে এই বিষয়ের বিস্তারিত ইনফরমেশন পাবেন
Note - এই টপিকটি এই চাইল্ড বোর্ডের জন্য নয় আপনি এটিকে মুভ করে নতুনদের (https://www.altcoinstalks.com/index.php?board=205.0) এখানে নিয়ে যান অথবা চাইল্ড বোর্ডের বাইরেও রাখতে পারেন।