Altcoins Talks - Cryptocurrency Forum

Local => বাংলা (Bengali) => রেফারেল প্রোগ্রাম ও এয়ারড্রপ => Topic started by: kulkhan on October 24, 2024, 08:45:20 PM

Title: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: kulkhan on October 24, 2024, 08:45:20 PM
আজ বহুল আলোচিত টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টার সময় ট্রেড শুরু হয়েছে বাইবিট, বিটগেট সহ আরো ৫-৬ টা এক্সেন্জারে। দাম আশানুরূপ হয়নি বলে আমি মনেকরি। আমি মাত্র কয়েক ডলার পেমেন্ট পেয়েছি। আমার মনে হয় এটা এক প্রকার স্ক্যাম। কয়েক মাস কাজ করে, টন ট্রানজেকশন করে, ডোনেশন করে যদি আশানুরূপ প্রফিট না পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়।

আমি ১৫$ এর মতো পেমেন্ট পেয়েছি। কে কতো পেমেন্ট পাইলেন এখানে জানাতে পারেন।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: Crypto Library on October 24, 2024, 10:13:50 PM
আজ বহুল আলোচিত টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টার সময় ট্রেড শুরু হয়েছে বাইবিট, বিটগেট সহ আরো ৫-৬ টা এক্সেন্জারে। দাম আশানুরূপ হয়নি বলে আমি মনেকরি। আমি মাত্র কয়েক ডলার পেমেন্ট পেয়েছি। আমার মনে হয় এটা এক প্রকার স্ক্যাম। কয়েক মাস কাজ করে, টন ট্রানজেকশন করে, ডোনেশন করে যদি আশানুরূপ প্রফিট না পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়।
আমি ১৫$ এর মতো পেমেন্ট পেয়েছি। কে কতো পেমেন্ট পাইলেন এখানে জানাতে পারেন।
তাইলে ভাই আপনারা কি আশা করেন যে এই সব এয়ার ড্রপ ক্যাম্পেইনের প্রত্যেক এয়ার ড্রপ  হান্টারকে হাজার হাজার ডলার বা শত শত ডলার পেমেন্ট করবে তারা?
Learn Bitcoin এর একটি কথা মনে পড়ে গেল এরা ওইসব প্রজেক্ট দ্বারা মাছের তেল দিয়ে মাছ ভেজে খেতে চায়।
মানে আপনারা যেসব ট্রানজেকশন করেছেন যতগুলো অ্যাড দেখেছেন বা টাকা  পেয়েছে গুগল এডসেন্স থেকে সেগুলোই এদিক ওদিক করে এয়ার ড্রপের  রেওয়ার্ড হিসেবে আপনাদের  দিতেছে। এয়ার ড্রপ থেকে এ পর্যন্ত আমি মনে করি দুইটি প্রজেক্টটি ভালো শেষে আর সে দুটি হল নট কয়েন এবং ডগস কয়েন তাছাড়া আর বাকিগুলোরে ভন্ড মনে হয়েছে। আমি মূলত কয়েকদিন hot wallet এর এয়ার ড্রপ এ সময় দিয়েছি বর্তমানে আমি সেখানেও সময় দিচ্ছি না কারণ আমি মনে করি যে সময় আমরা এয়ার ড্রপে দিব সে সময়টা যদি আমরা কোন স্কিল  বাড়ানোর এর জন্য গিয়ে থেকে তাহলে নিশ্চিত আমাদের একটা ভালো ভবিষ্যৎ হবে। আমি দেখেছি প্রত্যেকেই প্রায় ১ থেকে ৪ ঘন্টা পর্যন্ত এয়ার ড্রপের পিছনে সময় দেয় তাও আবার দেখতেছি তিন মাস যাবত। ভাইরে ভাই চার ঘন্টা করে সময় যদি যেকোন একটা সেক্টরে দেয় গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনই বা ডিজিটাল মার্কেটিং তাও আবার তিন মাস তাহলে সে ডেফিনেটলি কিছু না কিছু একটা করতে পারবেন। তো এয়ার ড্রপ এর চিন্তা বাদ দেন যেগুলো করছেন সেগুলোই আপাতত রাখেন।
আর একটা জরুরী কথা মনে রাখবেন সেটা হচ্ছে যদি আপনার নির্দিষ্ট কোন ফ্যানবেজ বা ফলোয়ার বা কমিউনিটি না থাকে তাহলে মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে এয়ার ড্রপ করে ১০-১৫ ডলারের চাইতে বেশি আর্নিং করা সম্ভব নয়।
ধরেন আপনার একটি গ্রুপ রয়েছে সেখানে ১০০০ বা ৫ হাজার ফলোয়ার রয়েছে এবং তারা আপনাকে ফলো করে এবং আপনার রেফারেল ইউজ করে এয়ার ড্রপ করে সেক্ষেত্রে আপনি হয়তো এক হাজার আরো বেশি কামাতে পারবেন। আর আমি জানি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ২ বা ৪ টার বেশি টেলিগ্রাম একাউন্ট নাই  আর যদি এর চাইতে বেশি অ্যাকাউন্টে এয়ার ড্রপ করতে চান তাহলে খাওয়া-দাওয়া বাদ দিতে হবে।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: JISAN on October 24, 2024, 11:29:10 PM
আজ বহুল আলোচিত টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টার সময় ট্রেড শুরু হয়েছে বাইবিট, বিটগেট সহ আরো ৫-৬ টা এক্সেন্জারে। দাম আশানুরূপ হয়নি বলে আমি মনেকরি। আমি মাত্র কয়েক ডলার পেমেন্ট পেয়েছি। আমার মনে হয় এটা এক প্রকার স্ক্যাম। কয়েক মাস কাজ করে, টন ট্রানজেকশন করে, ডোনেশন করে যদি আশানুরূপ প্রফিট না পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়।

আমি ১৫$ এর মতো পেমেন্ট পেয়েছি। কে কতো পেমেন্ট পাইলেন এখানে জানাতে পারেন।
X-Emper এর থেকেও ভালো প্রজেক্ট গুলোর টোকেনের দাম আমাদের এক্সপেকটেশনকে ছুঁতে পারেনি আর এখানে আপনি  X Emper এর কথা বলছেন। এর আগে যে কয়েনগুলো Binance এ লিস্টিং হল সেগুলোর দাম দিন দিন কমতে আছে। আর এটি তো মাত্র কয়েকটি ছোট একচেঞ্জা লিস্ট হয়েছে। আমি আগে থেকেও এটি থেকে ভালো কিছু আশা করিনি। আর এ কারণে আমি এই এয়ার্ডপটি করিনি। আজকে একটি বিষয় লক্ষ্য করলাম তাহলো  X Emper লিস্ট হবার পর যখন এর প্রি-মার্কেট এর দামের থেকে অর্ধেক দামও হিট করতে পারেনি এটি দেখার পর প্রি মার্কেটে থাকা অন্যান্য কয়েন যেমন পরবর্তীতে যেগুলোর TGE হবে সেই প্রত্যেকটি কয়েন এর দাম ৩০-৫০% ডাউন হয়েছে। প্রথম দিকের কয়েকটি এয়ার্ডপ থেকে কিছু এমাউন্ট পাওয়া গেলেও। এখন যে এয়ার্ডপগুলোর TGE হচ্ছে সেগুলো থেকে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না

আমি শেষ আশায় আছি BLUM, NOT PIXEL , SEED এবং HOT থেকে ভালো কিছু পাবার জন্য
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: Azharul on October 25, 2024, 02:20:04 PM
অনেক ধন্যবাদ আপনাকে এক্স এম্পায়ার এর উপর এই রকম একটা পোস্ট করার জন্য। আমরা যারা টেলিগ্রাম মাইনিং মিনি এপ এ কাজ করছি তারা যে যে এক্স এম্পায়ার এ কাজ করছি, আমি মনে করি আমরা আপনার মত অনেক বেশি হতাশ হয়ে গেলাম। কেননা আমরা অনেকেই একের পর এক টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর প্রোজেক্ট যেমন Hamester, Catizen, Cat, Rocky rabbit এই রকম সব প্রোজেক্টে কাজ করে খুব বেশি হতাশ হয়ে গেলাম। তবে টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলর দিকে তাকিয়ে আছি, যেমন Major, Blum, এবং Yescoin আমি বিশ্বাস করি এই প্রজেক্ট গুলো আমাদের হতাশ করবে না।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: Wonder Work on October 25, 2024, 09:09:42 PM
X-empire থেকে কে কি রকম পেমেন্ট পেলেন? সকলেই ভাবছিল ইট ওপেন এর মূল্য অনেক ভালো হবে কিন্তু সেরকম হয়নি। অনেকে তো তোকে নিয়ে পাইনি যারা তখন ট্রানজেকশন করছিল না তারা পায়নি। আবার আমি দেখেছি এটা নিয়ে অনেকে ট্রেডিকশন দিয়েছে এক ডলার সমান মূল্য হতে পারে এটা কিভাবে এটা প্রেডিকশন করেছে জানিনা।

তবে যা প্রি মার্কেটে ট্রেড করেছে এক্সাম্পিয়ার টোকেন নিয়ে তারা লাভবান হয়েছে। আর যারা টোকেন সেল করে পেয়েছেন তারা খুবই অল্প পেয়েছেন কারণ এটার দাম খুবই কম রয়ে গেছে। আমিও বেশি পাইনি আমার টোকেন গুলো আমি ৬ ডলারে সেল করে দিয়েছি। আপনারা কি কি রকম পেয়েছেন শেয়ার করবেন।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: kulkhan on October 25, 2024, 09:28:33 PM
আজ বহুল আলোচিত টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টার সময় ট্রেড শুরু হয়েছে বাইবিট, বিটগেট সহ আরো ৫-৬ টা এক্সেন্জারে। দাম আশানুরূপ হয়নি বলে আমি মনেকরি। আমি মাত্র কয়েক ডলার পেমেন্ট পেয়েছি। আমার মনে হয় এটা এক প্রকার স্ক্যাম। কয়েক মাস কাজ করে, টন ট্রানজেকশন করে, ডোনেশন করে যদি আশানুরূপ প্রফিট না পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়।
আমি ১৫$ এর মতো পেমেন্ট পেয়েছি। কে কতো পেমেন্ট পাইলেন এখানে জানাতে পারেন।
তাইলে ভাই আপনারা কি আশা করেন যে এই সব এয়ার ড্রপ ক্যাম্পেইনের প্রত্যেক এয়ার ড্রপ  হান্টারকে হাজার হাজার ডলার বা শত শত ডলার পেমেন্ট করবে তারা?
Learn Bitcoin এর একটি কথা মনে পড়ে গেল এরা ওইসব প্রজেক্ট দ্বারা মাছের তেল দিয়ে মাছ ভেজে খেতে চায়।
মানে আপনারা যেসব ট্রানজেকশন করেছেন যতগুলো অ্যাড দেখেছেন বা টাকা  পেয়েছে গুগল এডসেন্স থেকে সেগুলোই এদিক ওদিক করে এয়ার ড্রপের  রেওয়ার্ড হিসেবে আপনাদের  দিতেছে। এয়ার ড্রপ থেকে এ পর্যন্ত আমি মনে করি দুইটি প্রজেক্টটি ভালো শেষে আর সে দুটি হল নট কয়েন এবং ডগস কয়েন তাছাড়া আর বাকিগুলোরে ভন্ড মনে হয়েছে। আমি মূলত কয়েকদিন hot wallet এর এয়ার ড্রপ এ সময় দিয়েছি বর্তমানে আমি সেখানেও সময় দিচ্ছি না কারণ আমি মনে করি যে সময় আমরা এয়ার ড্রপে দিব সে সময়টা যদি আমরা কোন স্কিল  বাড়ানোর এর জন্য গিয়ে থেকে তাহলে নিশ্চিত আমাদের একটা ভালো ভবিষ্যৎ হবে। আমি দেখেছি প্রত্যেকেই প্রায় ১ থেকে ৪ ঘন্টা পর্যন্ত এয়ার ড্রপের পিছনে সময় দেয় তাও আবার দেখতেছি তিন মাস যাবত। ভাইরে ভাই চার ঘন্টা করে সময় যদি যেকোন একটা সেক্টরে দেয় গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইনই বা ডিজিটাল মার্কেটিং তাও আবার তিন মাস তাহলে সে ডেফিনেটলি কিছু না কিছু একটা করতে পারবেন। তো এয়ার ড্রপ এর চিন্তা বাদ দেন যেগুলো করছেন সেগুলোই আপাতত রাখেন।
আর একটা জরুরী কথা মনে রাখবেন সেটা হচ্ছে যদি আপনার নির্দিষ্ট কোন ফ্যানবেজ বা ফলোয়ার বা কমিউনিটি না থাকে তাহলে মাত্র একটি অ্যাকাউন্ট দিয়ে এয়ার ড্রপ করে ১০-১৫ ডলারের চাইতে বেশি আর্নিং করা সম্ভব নয়।
ধরেন আপনার একটি গ্রুপ রয়েছে সেখানে ১০০০ বা ৫ হাজার ফলোয়ার রয়েছে এবং তারা আপনাকে ফলো করে এবং আপনার রেফারেল ইউজ করে এয়ার ড্রপ করে সেক্ষেত্রে আপনি হয়তো এক হাজার আরো বেশি কামাতে পারবেন। আর আমি জানি আমাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই ২ বা ৪ টার বেশি টেলিগ্রাম একাউন্ট নাই  আর যদি এর চাইতে বেশি অ্যাকাউন্টে এয়ার ড্রপ করতে চান তাহলে খাওয়া-দাওয়া বাদ দিতে হবে।
আসলে প্রকৃত কথাটাই বলেছেন আপনি। আমি আপনার সাথে পুরোপুরি একমত। এই এয়ারড্রপ গুলো থেকে আসলে আমরা তেমন কিছু পাবো না। এগুলো শুধুমাত্র তাদের জন্য যাদের বড় বড় কমিউনিটি আছে যাদের ভালো ভালো বড় ইউটিউব চ্যানেল বা অন্য কোন বড় কমিউনিটি আছে। ইন্ডিভিজুয়াল ব্যক্তির দ্বারা এখান থেকে হিউজ পরিমাণ ইনকাম করা অসম্ভব।

তাই আমি আপনার কথার সাথে একমাত পোষণ করছি। যে ৩-৪ মাস সময় দিয়ে ১৫-২০ ডলার ইনকাম করার থেকে নিজের স্ক্রিল বিল্ডআপ করা অনেক ভালো। আমি এখন থেকে আর নতুন কোন প্রজেক্টে জয়েন করছি না। যেগুলো রানিং আছে এগুলো শেষ হলে মাইনিং সাইটগুলো থেকে সরে যাব এবং নিজের স্কেল ডেভেলপ করার কাজে মন দিব। আশা করি তাতে স্থায়ী ইনকামের পথ সুগম হবে।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: kulkhan on October 25, 2024, 09:32:53 PM
অনেক ধন্যবাদ আপনাকে এক্স এম্পায়ার এর উপর এই রকম একটা পোস্ট করার জন্য। আমরা যারা টেলিগ্রাম মাইনিং মিনি এপ কাজ করছি তারা যে যে এক্স এম্পায়ার এ কাজ করছি, আমি মনে করি আমরা আপনার মত অনেক বেশি হতাশ হয়ে গেলাম। কেননা আমরা অনেকেই একের পর এক টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর প্রোজেক্ট যেমন Hamester, Catizen, Cat, Rocky rabbit এই রকম সব প্রোজেক্টে কাজ করে খুব বেশি হতাশ হয়ে গেলাম। তবে টেলিগ্রাম মাইনিং মিনি এপ এর আরও অনেক প্রজেক্ট আছে যে প্রজেক্ট গুলর দিকে তাকিয়ে আছি, যেমন Major, Blum, এবং Yescoin আমি বিশ্বাস করি এই প্রজেক্ট গুলো আমাদের হতাশ করবে না।
মেজর এবং ব্লুম ভালো করতে পারে বলে আমি মনে করি কিন্তু ইয়েস কয়েন খুব একটা ভালো করবে বলে আমার মনে হয় না। তারা অলরেডি এয়ার ড্রপ এ এলিজিবল হওয়ার শর্ত হিসেবে ট্রানজেকশন বাধ্যতামূলক করছে এটা একটা ধান্দা বলে আমি মনে করি।

আসলেই সত্য একের পর এক প্রজেক্ট আমাদেরকে হতাশ করেই চলেছে। আমার মনে হয় এরা আমাদের দিয়ে টাকা ইনকাম করে নিচ্ছে কিন্তু আমাদেরকে সেই পরিমাণ পেমেন্ট করছে না। আমাদের মূল্যবান সময়ের অপচয় হচ্ছে বলে আমি মনে করি।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: Wonder Work on October 25, 2024, 09:40:47 PM
মেজর এবং ব্লুম ভালো করতে পারে বলে আমি মনে করি কিন্তু ইয়েস কয়েন খুব একটা ভালো করবে বলে আমার মনে হয় না। তারা অলরেডি এয়ার ড্রপ এ এলিজিবল হওয়ার শর্ত হিসেবে ট্রানজেকশন বাধ্যতামূলক করছে এটা একটা ধান্দা বলে আমি মনে করি।

আসলেই সত্য একের পর এক প্রজেক্ট আমাদেরকে হতাশ করেই চলেছে। আমার মনে হয় এরা আমাদের দিয়ে টাকা ইনকাম করে নিচ্ছে কিন্তু আমাদেরকে সেই পরিমাণ পেমেন্ট করছে না। আমাদের মূল্যবান সময়ের অপচয় হচ্ছে বলে আমি মনে করি।
ভাই মেজর এবং ব্লাম এটা থেকে মোটামুটি একটা পেমেন্ট পাওয়া যেতে পারে কারণ মেজরের যে সাপ্লাই দেখলাম সে অনুযায়ী আমার মনে হয় পার ইউজার ১০ থেকে ১৫ ডলার করে পেতে পারে তবে স্পেসিফিক ভাবে বলা যাচ্ছে না আমার এটা মনে হল সেটা বললাম ভাই। ব্লাম প্রজেক্টটা অনেক স্ট্রং প্রজেক্ট এটা থেকে হয়তো মোটামুটি একটা পেমেন্ট পাওয়া যেতে পারে কারণ এটা অনেক দিন ধরে চলতেছে সামনে খুব তাড়াতাড়ি এটার লিস্ট হয়ে যাবে।

আর ভাই ইয়েস কয়েন এটা আসলে একটা ধান্দাবাজ মনে হচ্ছে কারণ এটা যা শুরু করছে প্রথম থেকে এখন পর্যন্ত সব ইউজারদের বোকা বানানোর ধান্দায় চলতেছে।

জি ভাই আপনি এটা ঠিকই বলেছেন এরা আমাদের দিয়ে প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করে নিচ্ছে কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণ সময় ব্যয় করে কষ্ট করে সেরকম কোন পেমেন্ট পাচ্ছি না। প্রথম দিকে নট এবং ডগ এই দুইটা পেমেন্ট পাওয়ার পর এইখানে অনেক ইউজার বেড়ে গেছে যারা প্রতিনিয়ত এগুলাই করে চলছে এরা মনে করতেছে খুব সহজে এখান থেকেও অনেক অর্থ ইনকাম করা যায় আসলে বিষয়টা এরকম না তারা এ বিষয়টা বোঝেনা যাইহোক খুব রিসেন্টলি এইগুলা শেষ হয়ে যাবে মনে হচ্ছে।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: smartaction on October 26, 2024, 08:15:19 AM
আজ বহুল আলোচিত টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper বাংলাদেশ টাইম সন্ধ্যা ৬ টার সময় ট্রেড শুরু হয়েছে বাইবিট, বিটগেট সহ আরো ৫-৬ টা এক্সেন্জারে। দাম আশানুরূপ হয়নি বলে আমি মনেকরি। আমি মাত্র কয়েক ডলার পেমেন্ট পেয়েছি। আমার মনে হয় এটা এক প্রকার স্ক্যাম। কয়েক মাস কাজ করে, টন ট্রানজেকশন করে, ডোনেশন করে যদি আশানুরূপ প্রফিট না পাওয়া যায় তাহলে কাজের প্রতি আগ্রহ কমে যায়।

আমি ১৫$ এর মতো পেমেন্ট পেয়েছি। কে কতো পেমেন্ট পাইলেন এখানে জানাতে পারেন।
X-Emper এর থেকেও ভালো প্রজেক্ট গুলোর টোকেনের দাম আমাদের এক্সপেকটেশনকে ছুঁতে পারেনি আর এখানে আপনি  X Emper এর কথা বলছেন। এর আগে যে কয়েনগুলো Binance এ লিস্টিং হল সেগুলোর দাম দিন দিন কমতে আছে। আর এটি তো মাত্র কয়েকটি ছোট একচেঞ্জা লিস্ট হয়েছে। আমি আগে থেকেও এটি থেকে ভালো কিছু আশা করিনি। আর এ কারণে আমি এই এয়ার্ডপটি করিনি। আজকে একটি বিষয় লক্ষ্য করলাম তাহলো  X Emper লিস্ট হবার পর যখন এর প্রি-মার্কেট এর দামের থেকে অর্ধেক দামও হিট করতে পারেনি এটি দেখার পর প্রি মার্কেটে থাকা অন্যান্য কয়েন যেমন পরবর্তীতে যেগুলোর TGE হবে সেই প্রত্যেকটি কয়েন এর দাম ৩০-৫০% ডাউন হয়েছে। প্রথম দিকের কয়েকটি এয়ার্ডপ থেকে কিছু এমাউন্ট পাওয়া গেলেও। এখন যে এয়ার্ডপগুলোর TGE হচ্ছে সেগুলো থেকে তেমন কিছুই পাওয়া যাচ্ছে না

আমি শেষ আশায় আছি BLUM, NOT PIXEL , SEED এবং HOT থেকে ভালো কিছু পাবার জন্য

X-Emper থেকে ভালো কিছু আশা করেছিলাম কিন্ত একচেঞ্জা লিস্ট হবার পরে সব আশা শেষ হয়েছে আমার।টেলিগ্রাম মাইনিং এয়ার্ডপ থেকে আগের মতো এখন পেমেন্ট পাওয়া যাচ্ছে না এটার কারন কি? আগে প্রায় এয়ার্ডপ গুলো থেকে ভালো পরিমানের পেমেন্ট পাওয়া যেতো কিন্ত এখন অনেক পরিশ্রম করার পরে যখন পেমেন্ট করে একচেঞ্জা লিস্ট হাবার পরে এগুলো দেখে কাজ করার আগ্রহ হারিয়ে যায়।আপনে যেই শেষ আশায়  আছেন এর মধ্যে HOT অনেক ভালো হতে পারে।প্রি মার্কেটে HOT এখন ১৪$ এর উপরে রয়েছে।HOT লিস্ট হাবার পরে ৫$ করে দাম থাকলেউ অনেক আমি মনে করি।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: God Of Thunder on October 26, 2024, 08:43:02 AM
X Empire আমি শেষ ১০ দিন থাকা কালীন সময়ে জয়েন করেছি। আর সেখানে টুন ট্রানজেকশন করা বাধ্যতামূলক ছিলো। যেটা করতে সম্ভবত হাফ টুন এর মতো খরচ হয়েছিলো। শেষ ১০ দিন কাজ করার পর আমার এয়ারড্রপ এলোকেশন আসে ১৭ হাজারের মতো টোকেন। যেটা লিষ্টিং হওয়ার পর ১ ডলারের মতো প্রাইস হয়েছে। মুখ দিয়ে মাঝে মাঝে খারাপ কথা বের হয়ে যায়। চু* চাটনি, বেখার খাটনি।

এসব এয়ারড্রপ যতোই প্রমিজিং হোক, আমি আর আপাতত সময় দিচ্ছি না। তবে এডমিন আমাকে কালকে মেসেজ করেছিলো। একটা বিজনেজ ডিল হতে পারে। যদি এমন কিছু হয়, তাহলে নিজে এয়ারড্রপে সময় দিয়ে এন্যালাইসিস করে তারপর এয়ারড্রপ করবো। আপাতত আমি কোনো এয়ারড্রপেই আর সময় দিচ্ছি না। যারা মাসের পর মাস কাজ করে ৪-৫ ডলার পেয়েছে, তাদের অবস্থা একটু ভেবে দেখেন।
Title: Re: টেলিগ্রাম মাইনিং মিনি এপ X Emper এ কে কতো পেমেন্ট পাইলেন?
Post by: JISAN on October 26, 2024, 03:17:52 PM
X Empire আমি শেষ ১০ দিন থাকা কালীন সময়ে জয়েন করেছি। আর সেখানে টুন ট্রানজেকশন করা বাধ্যতামূলক ছিলো। যেটা করতে সম্ভবত হাফ টুন এর মতো খরচ হয়েছিলো। শেষ ১০ দিন কাজ করার পর আমার এয়ারড্রপ এলোকেশন আসে ১৭ হাজারের মতো টোকেন। যেটা লিষ্টিং হওয়ার পর ১ ডলারের মতো প্রাইস হয়েছে। মুখ দিয়ে মাঝে মাঝে খারাপ কথা বের হয়ে যায়। চু* চাটনি, বেখার খাটনি।

এসব এয়ারড্রপ যতোই প্রমিজিং হোক, আমি আর আপাতত সময় দিচ্ছি না। তবে এডমিন আমাকে কালকে মেসেজ করেছিলো। একটা বিজনেজ ডিল হতে পারে। যদি এমন কিছু হয়, তাহলে নিজে এয়ারড্রপে সময় দিয়ে এন্যালাইসিস করে তারপর এয়ারড্রপ করবো। আপাতত আমি কোনো এয়ারড্রপেই আর সময় দিচ্ছি না। যারা মাসের পর মাস কাজ করে ৪-৫ ডলার পেয়েছে, তাদের অবস্থা একটু ভেবে দেখেন।
ভাই এদিয়ে যে টোটাল সাপ্লাই এটি দেখে আপনার বোঝা উচিত ছিল যে এটি কেমন হতে পারে। আর এটি ভালো কোন একচেঞ্জের লিস্টও হয়নি তাহলে এটি কিভাবে ভাল সাপোর্ট পেতে পারে। যারা প্রথমেই NFT মিন্ট করে বিক্রি করেছিল তারাই ভালো কিছু পেয়েছে। কারণ যেখানে প্রতি ৬৯ হাজার কয়েনে একটি এনএফটি মিন্ট হতো সেই এনএফটি বিক্রি করা গেছে 16-17 ডলার পর্যন্ত। আর এখন সেই ৬৯ হাজার টোকেনের দাম কেমন এর অর্ধেকও নয়। তাই যদি কোন প্রজেক্টের পেছনে কোন শক্ত সাপোর্ট না থাকে সেই টোকেনগুলো থেকে ভালো কিছু আশা করা যায় না। প্রচুর পরিমাণে প্রজেক্ট আসতেছে সেখান থেকে সবগুলো সাকসেস হবে এটি মোটেও আশা করা যাবে না।